পিরোজপুরে ১০ মাস পর কবর থেকে যুবকের লাশ উওোলন

মোঃ নাঈম হাওলাদার (শুভ): পিরোজপুরের ইন্দুরকানীতে নিহতের ১০ মাস পর আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষার জন্য যুবকের লাশ উত্তোলন করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের নলবুনিয়া গ্রাম থেকে যুবকের লাশ উত্তোলন করা হয়। মামলার বাদী ও নিহতের মা জানান, ২০১৮ সালের ৭ এপ্রিল পূর্বশত্রুতার জের ধরে নলবুনিয়া গ্রামের উজ্জল, রনি তালুকদার, আসাদ আকন, আবু সায়ীদ পান্নাসহ ১০ জন রড দিয়ে পিটিয়ে ও রাস্তার ওপর আছড়ে নির্মামভাবে হত্যা করে গাড়ির নিচে ফেলে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। ময়নাতদন্ত ছাড়াই ওইদিন রাতেই তার নিজ গ্রাম নলবুনিয়ায় তাকে দাফন করা হয়। এ ঘটনায় নিহতের মা ফিরোজা বেগম বাদী হয়ে গত ৩১ মে ২০১৮ সালে ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে গত ২৫ নভেম্বর ২০১৮ সালে ডিএনএ পরীক্ষার জন্য লাশটি উত্তোলন করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেককে নির্দেশ দেয়। আদালতের নির্দেশে সোমবার পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফকরুল ইসলাম ও ইন্দুরকানী থানা পুলিশের উপস্থিতিতে সোমবার বিকাল ৩টার দিকে লাশ উত্তোলন করে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন—ইন্দুরকানী থানার ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. এস এ খান, ইন্দুরকানী থানার এসআই মো. মাইনুল ইসলাম, আশুলিয়া থানার এসআই এমদাদ হোসেন সহ নিহতের আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফকরুল ইসলাম জানান, ডিএনএ পরীক্ষার জন্য আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *