‘আমি বিসিবি প্রেসিডেন্ট হলে বাংলাদেশ শীর্ষ দুই দলের একটা হতো’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট হলে বাংলাদেশকে বিশ্বের সেরা দুই দলের একটিতে পরিণত করতেন বলে দাবি করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন।  

বিসিবি প্রেসিডেন্ট হলে কি করতেন এমন প্রশ্নের জবাবে টানা চতুর্থবারের মতো বাফুফে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা কাজী সালাউদ্দিন বলেন, ‘আমি যদি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতাম, তাহলে দেয়ার ইজ সেভেনটি পার্সেন্ট চান্স, আমরা বিশ্বের টপ দুইটা টিমের একটা হতাম। কারণ কমপিটিশন নেই, আর টাকারও অভাব নাই। ‘ তবে বিসিবি প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা নেই জানিয়ে তার বক্তব্য, ‘নো, নো, আই অ্যাম অ্যা ফুটবলার। ফুটবলই আমার জীবন। আপনারা আমাকে ভালো-খারাপ যা-ই বলেন, আমি জানি, আমাকে সবচেয়ে আদর করে কারেন্ট ফুটবলাররা। ’

সিলেটে বাফুফের একাডেমির জন্য ফিফা থেকে যে ফান্ড দেওয়া হয়েছিল, তা অন্য খাতে খরচ করা বিষয়ক একটি প্রশ্নের জবাবে দেশের সাবেক এই ফুটবল সুপারস্টার বলেন, ‘একাডেমির টাকা একাডেমিতেই খরচ করা হয়েছে। টাকাটা এসেছিল বাংলাদেশ ব্যাংকে, বাংলাদেশ ব্যাংক টাকাটা বিএফএফে দিয়েছে। বিএফএফ ওই টাকা দিয়ে দেড় বছর একাডেমি চালিয়েছে। তারপর টাকা শেষ, একাডেমি শেষ। ৬০ লক্ষ ডলার আপনি আমার কাছে চান না, আমি আপনাকে দিয়ে দেব। এটা কোনো টাকা? আপনারা তো স্টোরির জন্য স্টোরি করেছেন। কাম টু দ্য রিয়েল ওয়ার্ল্ড। হাজার হাজার কোটি টাকা আজ ক্রিকেট বোর্ডের কাছে। অথচ ক্রিকেট তো জিতেই না এখন। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *