বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:৩৩ পূর্বাহ্ন

একুশের বইমেলায় বরিশাল ডিআইজি’র প্রকাশিত বই সাইন্স ফিকশন ট্রাইলিন

একুশের বইমেলায় বরিশাল ডিআইজি’র প্রকাশিত বই সাইন্স ফিকশন ট্রাইলিন

পার্থ প্রতীম:
একুশের বইমেলায় লেখক মো.শফিকুল ইসলামের লেখা বই প্রকাশিত হয়েছে। তিনি একদিকে বরিশাল রেঞ্জের পুলিশের ডিআইজি অন্যদিকে একজন লেখক। বরিশালে সুনামের সহিত কাজ করা,বরিশাল রেঞ্জের পুলিশের ডিআইজি ও লেখক মো.শফিকুল ইসলামের লেখা সাইন্স ফিকশন এবারের একুশের বই মেলায় প্রকাশিত হয়েছে।
পাঞ্জেরী পাবলিকেশন্স বইটি প্রকাশ করেছে। বইটির নাম ট্রাইলিন। বইটি পড়তে পড়তে আপনারা হারিয়ে যেতে পারবেন মহাকাশে। ট্রাইলিন সাইন্স ফিকশনে ডিস্টিন -৩১ এ মহাকাশযানে চড়ে একদল ভাগ্যান্বেষী মানুষ ছুটে চলেছে নতুন এক গ্রহের সন্ধানে। বইটি পড়ে পাঠকরা ভ্রমন করে আসতে পারবেন নতুন এক গ্রহ।
বইটি একুশে বই মেলা থেকে সংগ্রহ করতে পারবেন প্যাভিলিওন ১৯(এ) পাঞ্জেরী পাবলিকেশন্স এর স্টল থেকে। সারদিন অপরাধ দমনে কাজ করা বরিশালের ডিআইজি মো.শফিকুল ইসলাম’কে বরিশালের মানুষ এবার  চিনল তাকে লেখক হিসেবে।




Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved by barishalobserver.Com
Design & Developed BY Next Tech