মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান : পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ১৯৭১ সালে মুজিবনগর সরকারের অধীনে অন্যান্য সেক্টর কমান্ডারদের মতোই ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান। অথচ পরিতাপের বিষয়, সেই বিএনপি মুজিবনগর সরকারের শপথ গ্রহণ দিবস ১৭ এপ্রিল পালন করে না।

গ্রিসের রাজধানী এথেন্সে অনুষ্ঠিত নবম ‘আওয়ার ওশান কনফারেন্সে’ যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে বুধবার স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে ‘নভোটেল এথেন্স’ হোটেল বলরুমে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের যে ভাষণ আমাদের মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ, সেই ৭ মার্চও বিএনপি পালন করে না। এ থেকেই স্বাধীনতা-মুক্তিযুদ্ধে বিএনপি কতটুকু বিশ্বাস করে তার প্রমাণ হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার বৈদ্যনাথতলা অর্থাৎ বর্তমান মেহেরপুর জেলার মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের আগের মধ্য রাতে দেশি-বিদেশি সাংবাদিকদের কলকাতা প্রেসক্লাবে সমবেত হতে বলা হয়। গোপনীয়তার মধ্যে তাদেরকে পরদিন সকালে মুজিবনগরে পৌঁছানো হয়, যেখান থেকে তারা সংবাদ পরিবেশন করেন।

অনুষ্ঠানে গ্রিস প্রবাসী বাংলাদেশিদের আইনানুগ ও পরিশ্রমী জীবনের জন্য নিজের ও গ্রিক পররাষ্ট্রমন্ত্রীর প্রশংসার কথা জানিয়ে এই সুনাম অক্ষুণ্ণ রাখতে ও সবাইকে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে আহ্বান জানান হাছান মাহমুদ।

পররাষ্ট্রমন্ত্রী জানান, গ্রিক পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে বৈঠকে জানিয়েছেন- গ্রিস আরও ৬টি দেশে দূতাবাস খোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম।

গ্রিস আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ৩০টিরও বেশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা এ সময় হাছান মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানান।

গ্রিস আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান মাতুব্বরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বাবুল হাওলাদারের সঞ্চালনায় বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ খালেদ, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস নেতাদের মধ্যে গোলাম মওলা, হাজী আব্দুল কুদ্দুস, আব্দুল খালেক মাতুব্বর, আহসান উল্লাহ হাসান, শেখ আল আমিন, আব্দুল কুদ্দুস মাতুব্বর, রায়হান খান, মিজানুর রহমান আলফা প্রমুখ সভায় যোগ দেন।

বরিশাল অবজারভার / হৃদয়

কৃত্রিম বৃষ্টি ঝরাতে গিয়েই কী এমন বন্যার কবলে দুবাই?

হঠাৎ করেই ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে দুবাই। নজিরবিহীন এমন কাণ্ডে অনেকেই অবাক বনে গেছেন। কেউ আবার দাবি করছেন ক্লাউড সিডিং করে কৃত্রিমভাবে বৃষ্টি নামাতে গিয়েই এই বিপর্যয় ডেকে আনা হয়েছে। অনলাইনসহ নানা মাধ্যমে এ নিয়ে চলছে বেশ আলোচনা। ব্যাপারটি নিয়ে অনেক জলঘোলাও হচ্ছে।

তবে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে,  মঙ্গলবার কোনো ধরনের ক্লাউড সিডিং (কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর পদ্ধতি) করা হয়নি। এটা মৌসুমি বৃষ্টিপাত।

খালিজ টাইমসকে আবহাওয়া দপ্তরের প্রধান আহমেদ হাবিব বলেছেন, আবহাওয়ার চরম অবস্থার কারণেই এমন বৃষ্টি হয়েছে। কোনো ধরনের ক্লাউড সিডিং করা হয়নি।

 

গত দুই দিনে ৭৫ বছরের মধ্যে দুবাইতে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। আর তাতেই তলিয়ে গেছে অনেক এলাকা। রাস্তাঘাট নদীতে পরিণত হয়েছে।

ভারী বৃষ্টিতে অনেক রাস্তাঘাট ও বিমানবন্দরের অধিকাংশ এলাকা তলিয়ে যাওয়ায় গত দুই দিনে দুবাই ইন্টারন্যাশনাল বিমানবন্দরের ৮৮৪ ফ্লাইট বাতিল করা হয়েছে।

 

বরিশাল অবজারভার / হৃদয়

পরী মণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

বিনোদন ডেস্ক :
চিত্রনায়িকা পরী মণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে এ আবেদন করেন বাদীর আইনজীবী। শুনানি শেষে আদালত এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানান।

আদালতের সরকারি কৌঁসুলি আনোয়রুল কবিব বাবুল এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার অপর আসামি জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়েছে।

এ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন সম্প্রতি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনে আসামি পরী মণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। তবে আরেক আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশের অভিযোগপত্রে বলা হয়, মামলার ঘটনার চাক্ষুষ সাক্ষী তুহিন সিদ্দিকি অমির সঙ্গে জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের পূর্ব পরিচয়ের সুবাদে মাঝেমধ্যে ম্যাসেঞ্জারে যোগাযোগ হতো এবং একে অপরের বাসায় আসা যাতায়াত ছিল। ২০২১ সালের ৮ জুন তুহিন সিদ্দিকি অমি রাত সাড়ে ৯টার দিকে বনানী কিংস বেকারি শপে অবস্থানকালে পরী মণির কস্টিউম ডিজাইনার জিম তাকে ম্যাসেঞ্জারে কল করে বনানীর বাসায় যেতে অনুরোধ করেন। বাসায় যাওয়ার পর অমির সঙ্গে পরী মণি ও ফাতেমা তুজ জান্নাত বনিদের সাক্ষাৎ হয়।

অভিযোগপত্রে আরও বলা হয়, এরপর তারা অমির কাছে জানতে চান এত রাতে উত্তরা ক্লাবে যাওয়া যাবে কি না? উত্তরে অমি জানান, রাত বেশি হচ্ছে তাই এখন উত্তরা ক্লাবে যাওয়া যাবে না। তখন জিমি জানতে চান যে, তাহলে বোট ক্লাবে যাওয়া যাবে কি না? জবাবে ঢাকা বোট ক্লাবে যাওয়া যাবে মর্মে জানান অমি। তখন পরী মণির অনুরোধে অমিসহ তারা চারজন অমির কালো রঙের জিপ গাড়িতে করে রাত ১২টা ২২ মিনিটে ঢাকা বোট ক্লাবে আসেন। গাড়ির পেছনে পরী মণির সাদা রঙের খালি জিপ গাড়ি বোট ক্লাবে প্রবেশ করে।

এরপরে ক্লাবের দোতলায় উঠে প্রথমে পরী মণি ও ফাতেমা তুজ জান্নাত বনি বারের সামনে থাকা টয়লেট ব্যবহার শেষে বারের ভেতরে প্রবেশ করেন এবং টিভির সামনের টেবিলে বসেন। টেবিলে সাক্ষী অমিও বসেন। সৌজন্যতার খাতিরে অমি তাদেরকে স্ন্যাক্স জাতীয় খাবার নিজ খরচে পরিবেশন করে আপ্যায়ন করতে চেয়েছিলেন। কিন্তু পরী মণি একটি এক লিটারের ব্লু-লেবেল মদের বোতল অর্ডার করেন। পরী মণি ও তার সঙ্গে থাকা জিম ও বনি নিমিষেই সেই বোতলের অ্যালকোহল পান করে বোতল খালি করে ফেলেন এবং অনুরূপ আরেকটি বোতলের অর্ডার করেন। তারা ঐ বোতলের আংশিক মদপান করেন।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, আড্ডার একপর্যায়ে তাদের ২/৩ টেবিল পেছনে বোটক্লাবের নির্বাহী কমিটির সদস্য এবং প্রতিষ্ঠাতা সদস্য নাসির উদ্দিন মাহমুদকে আরও দুজন ব্যক্তির সঙ্গে বসা দেখতে পান অমি। তখন অমি পরী মণিকে নিয়ে নাসির মাহমুদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং পুনরায় তাদের টেবিলে এসে বসে মদ্যপানসহ গল্পগুজব করতে থাকেন। কিছুক্ষণ পর নাসির মাহমুদ ও তার সঙ্গে থাকা আরও দুজন যখন বার থেকে চলে যাচ্ছিলেন, তখন পরী মণি নাসির মাহমুদকে ডেকে বললেন, ‘ভাই আমি আসলাম, আর আপনি এক্ষুনি চলে যাচ্ছেন? আমাদের সঙ্গে আরেকটু বসেন। আসেন কিছুক্ষণ গল্প করি।’ তখন পরী মণির অনুরোধে নাসির মাহমুদ ফিরে এসে পুনরায় তার টেবিলে বসেন। কিছুক্ষণ পর ড্রিংকস শেষে পরী মণি ওয়েটারকে আরও এক লিটারের তিনটি ব্লু লেবেল মদের বোতলসহ দুই বোতল ওয়াইন পার্সেল দেওয়ার জন্য অর্ডার করেন। ওয়েটার তখন পরী মণিকে দুই বোতল ওয়াইন পার্সেল দিলেও ব্লু লেবেল মদের বোতল স্টকে না থাকায় পার্সেল দিতে পারেননি।

তখন পরী মণি ডিসপ্লেতে থাকা একটি ব্লু লেবেল বোতল পার্সেল করে দিতে বললে ওয়েটার জানান বোতলটি বিক্রির জন্য নয় এবং ক্লাবের মেম্বার ছাড়া পার্সেল দেওয়া যাবে না। কিন্তু পরী মণি জোর করে ঐ বোতল নিতে চান এবং টেবিলে হট্টগোল করতে থাকেন। পরী মণি উত্তেজিত হয়ে কার্ডহোল্ডার বের করে দুই-তিনটি ব্যাংক কার্ড দেখিয়ে বলেন, ‘আমি কি ফকিরনি? আমার বিল আমি পরিশোধ করব। আমি এটা নেবই।’

তখন পরী মণির সঙ্গে থাকা ফাতেমা বনি বলেন, ‘ওনাদের যদি রুলস থাকে, মেম্বার ছাড়া নেওয়া যাবে না, তাহলে তুমি নিও না।’ তখন পরী মণি বনিকে থাপ্পড় মেরে বলে, ‘আমাকে দেখে কি মাতাল মনে হয়?’ পরী মণির সঙ্গে থাকা জিম তাকে শান্ত করতে গেলে তাকেও পরী মণি থাপ্পড় মারেন। একপর্যায়ে পরী মণি খুবই উত্তেজিত হয়ে টেবিলের উপর থাকা গ্লাস, অ্যাশট্রে, বোতল ফ্লোরে এদিক ওদিক ছুঁড়তে থাকেন। তখন নাসির মাহমুদ ক্লাবের শান্তিশৃঙ্খলা রক্ষার্থে পরী মণিকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। এতে পরী মণি আরও ক্ষেপে গিয়ে একটি অ্যাশট্রে নিয়ে তার দিকে ছুড়ে মারেন। যা তার ডান কানের উপরে মাথায় লাগে। তখন নাসির মাহমুদ ক্লাবে পরী মণিকে সঙ্গে করে আনায় অমির ওপর রেগে যান এবং বলেন, ‘এরকম বেয়াদব মহিলা নিয়ে কেন ক্লাবে আসেন, কাল আপনার নামে নোটিশ হবে। এক্ষুনি এদেরকে নিয়ে বেরিয়ে যান।’

তখন জিম তেড়ে এসে বাদী নাসির মাহমুদকে গালমন্দ করতে করতে ২/৩ টা কিলঘুষি মারেন। এরপর আবারও পরী মণি বারের ভেতরে যত্রতত্র গ্লাস ছুড়ে ভাঙচুর করতে থাকেন। একটি গ্লাস নাসির মাহমুদের বুকে লাগলে তিনি আঘাতপ্রাপ্ত হন। তখন নাসির মাহমুদ বোট ক্লাব ত্যাগ করে চলে যান। ক্লাব ত্যাগ করার মুহূর্তে পরী মণিকে ক্লাব ছেড়ে চলে যেতে বলার জন্য ক্লাবের নিচে কর্মরত সিকিউরিটি গার্ডকে নির্দেশ দিয়ে যান। নাসির মাহমুদ আহত অবস্থায় ঐ রাতে আড়াইটার দিকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।

বার ছেড়ে চলে যাওয়ার জন্য সিকিউরিটি গার্ড পরী মণিকে বারবার বললেও তারা যেতে চাননি। কিছুক্ষণ অপেক্ষা করার পর সিকিউরিটি গার্ড বারের লাইট ও এসি কমিয়ে দেয়। তারপরও পরী মণি যেতে না চাইলে অমি তাকে বার থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং পরী মণির সঙ্গে থাকা জিম ও সিকিউরিটি গার্ড তাকে ধরে গাড়িতে তুলে দেয়। ক্লাবে তাদের খাওয়া দুই বোতল ব্লু লেবেলের দাম ও পার্সেলে নেওয়া দুই বোতল ওয়াইনের দাম পরিশোধ না করেই তারা ক্লাব থেকে চলে যায়। এই চারটি বোতলের দাম ৮৭ হাজার ৬৫০ টাকা। এছাড়া ক্লাবের বারের ভেতরে গ্লাস, অ্যাশট্রে, বোতল ভাঙচুর করায় আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি হয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরী মণিসহ তিনজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন। মামলার অপর দুই আসামি হলেন–পরী মণির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, পরী মণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরী মণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান। ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢোকেন এবং দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন।

এজাহারে আরও বলা হয়, বাদী (নাসির উদ্দিন মাহমুদ) ও তার সহযোগী শাহ শহিদুল আলম রাত ১টা ১৫ মিনিটে যখন ক্লাব ত্যাগ করছিলেন, তখন পরী মণি উদ্দেশ্যমূলকভাবে নাসিরকে ডাক দেন। তাদের সঙ্গে কিছু সময় বসারও অনুরোধ করেন। একপর্যায়ে, পরী মণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। নাসির উদ্দিন এতে রাজি না হওয়ায় পরী মণি তাকে গালমন্দ করেন। নাসির ও আসামিদের মধ্যে বাদানুবাদের একপর্যায়ে পরী মণি বাদীর দিকে একটি সারভিং গ্লাস এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুড়ে মারেন। এতে নাসির মাথায় ও বুকে আঘাতপ্রাপ্ত হন। এ সময় পরী মণি ও তার সহযোগীরা তাকে (নাসির উদ্দিনকে) মারধর ও হত্যার হুমকি দেন ও বোট ক্লাবে ভাঙচুর করেন।

এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরী মণি সাভার থানায় বাদী নাসির উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করেন।

বরিশাল অবজারভার / হৃদয়

জিম্মিদশার রুদ্ধশ্বাস ৩১ দিন

ডেস্ক রিপোর্ট :
ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হওয়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিকের সোমালিয়ান উপকূলে কেটেছে দুর্বিষহ দিন। নানারকম মানসিক অত্যাচারের শিকার হয়েছেন তারা। আর কখনো স্বজনের কাছে ফিরতে পারবেন কি না- এ উদ্বেগে কেটেছে প্রতিটা মুহূর্ত। মাঝে মাঝে রাতে ফাঁকা গুলি ও বিস্ফোরণের শব্দে ভেঙে যেত ঘুম। এমনকি মাদকের জন্য দস্যুরা নিজেদের মধ্যেই করত মারামারি-হাতাহাতি। জিম্মি অবস্থায় কাটানো রুদ্ধশ্বাস ৩১ দিনের নানা ঘটনা বাংলাদেশ প্রতিদিনকে শুনিয়েছেন জাহাজটির ক্যাপ্টেন মো. আতিকুল্লাহ খান। ওইসব ঘটনার চুম্বকাংশ পাঠকদের সামনে তুলে ধরা হলো- ভারত মহাসাগর থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিম্মির ঘটনা বর্ণনা দিয়ে আতিকুল্লাহ খান বলেন, কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে ভারত সাগরে আমাদের জাহাজ থেকে ১১ নটিক্যাল মাইল দূরে একটি ইরানি মাছ ধরার ট্রলার চিহ্নিত করি আমরা। ওই ট্রলারের অস্বাভাবিক গতিবিধি প্রথম নজরে আসে জাহাজের তৃতীয় অফিসার রোকন উদ্দিনের। ট্রলারটি জাহাজের দিকে আসতে দেখে তিনি সঙ্গে সঙ্গে আমাদের অবহিত করেন। এটা শুনেই আমরা জাহাজের ব্রিজে চলে আসি। তখন ট্রলার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করি। এটা দেখে দস্যুরা হাইস্পিড বোটে করে আমাদের ধাওয়া দেয়। তারা যখন কাছাকাছি চলে আসে তখন জাহাজ ‘জিকজ্যাক কোচ’ করা হচ্ছিল, যাতে দস্যুরা জাহাজে উঠতে না পারে। আমরা ব্রিজে গিয়ে দস্যুদের ঠেকানোর চেষ্টা করি। এরই মধ্যে বিভিন্ন নেভি জাহাজকে সহায়তার জন্য বার্তা পাঠানো হয়। কোয়ালিশন ট্রান্সপোর্ট জাহাজের সহায়তার জন্যও চেষ্টা করা হয়। কিন্তু কারও পক্ষ থেকে সহায়তা পাওয়া যায়নি। এরই মধ্যে অফিসের সঙ্গে আমাদের যোগাযোগ হয়। অফিসের নির্দেশে ‘শিপ সিকিউরিটি অ্যালার্ট সিস্টেম’ চালু করা হয়। সঙ্গে ইউকে এমটিকেও ফোন দেওয়া হয়। তিনবার রিং হওয়ার পরও তারা ফোন রিসিভ করেনি। দস্যুদের স্পিডবোট জাহাজের কাছাকাছি এলে আমরা প্রাণপণ চেষ্টা করেছি তাদের ঠেকাতে। কিন্তু আমাদের এক নাবিককে জিম্মি করার পর আমাদের আর কিছু করার ছিল না। জিম্মি হওয়ার পর আমরা সবাই আতঙ্কিত হয়ে যাই। কিন্তু আমরা কৌশলী আচরণ করায় তারা শারীরিকভাবে কাউকে আঘাত করেনি। আতিকুল্লাহ বলেন, জিম্মি করার পর দস্যুরা আমাদের মোবাইল কেড়ে নেয়। কিন্তু আমরা কৌশলে কয়েকটি মোবাইল লুকিয়ে রাখি। সুযোগ পেলেই ওই মোবাইল দিয়ে পরিবার-পরিজন এবং জাহাজের মালিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতাম। মালিক কর্তৃপক্ষ আমাদের দ্রুত সময়ের মধ্যে মুক্ত করার আশ্বাস দেয়। ইন্টারনেট সুবিধাসহ নানা ধরনের সুযোগ-সুবিধা বৃদ্ধি করে। এতে আমাদের কাজ অনেক সহজ হয়ে যায়। বিশেষ করে বিভিন্ন সময়ে যোগাযোগ করা সম্ভব হয়। এত দ্রুত মুক্তি পাব তা চিন্তা করেনি। মালিক পক্ষ, সরকারসহ সংশ্লিষ্ট সবার আন্তরিকতার কারণে আমরা দ্রুত মুক্ত হয়েছি, এটাই বড় পাওয়া।

তিনি বলেন, জাহাজে মাদক নিয়ে প্রায়ই বিবাদে জড়িয়ে পড়ত দস্যুরা। এজন্য সরদার তাদের শাস্তিও দিতেন। জাহাজ জিম্মি করার সময় ভারী অস্ত্র নিয়ে ১২ জন দস্যু জাহাজে ওঠে। উপকূলে যাওয়ার পর এ সংখ্যা  বেড়ে দাঁড়ায় ৩০ জনে। সর্বশেষ জাহাজে ৬৫ জন জলদস্যুর অবস্থান ছিল। উপকূলে নোঙর করার পর স্পিডবোটে করে জাহাজে আসত দস্যুরা। আসার সময় তারা খাবার, দস্যুদের জন্য নতুন কাপড় এবং ‘খাট’ নামক মাদক নিয়ে আসত। এ মাদক খেয়ে দস্যুরা টানা তিন-চার দিন না ঘুমিয়ে কাটাতে পারে। মাদক শেষ হয়ে এলে দস্যুরা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ত। ফাঁকা গুলি ছুড়ত। তখন সরদার এসে তাদের শান্ত করত। বিবাদে জড়িয়ে পড়া দস্যুদের শাস্তি দিত। আতিকুল্লাহ বলেন, জিম্মি হওয়ার প্রথম ১০ দিন দুর্বিষহ দিন কাটে আমাদের। এ দিনগুলোতে মানসিকভাবে নির্যাতন করত দস্যুরা। আমাদের খাবারে ভাগ বসাত। প্রচুর পানি নষ্ট করত। তখন বুদ্ধি করে আমরা দস্যুদের সঙ্গে ভালো আচরণ করি। ভালো সম্পর্ক তৈরি করি। এরপর পাল্টে যেতে থাকে তাদের আচরণ। ‘ভালো সম্পর্ক’ তৈরি হওয়ার পর তারা বাইরে থেকে খাবার এনে খেত। মাঝে-মধ্যে আমাদেরও তাদের খাবার দিত। তবে রমজান মাস হওয়ায় খাবার নিয়ে আমাদের অনেক সুবিধাই হয়েছে। রোজা রাখছি শুনে আমাদের ওপর চাপ দেওয়া অনেকটাই কমিয়ে দেয় দস্যুরা। দিনের বেলায় অবাধ ঘোরাঘুরির সুবিধা দেয়। কিন্তু রাতে থাকত কড়াকড়ি। ঈদের নামাজ সবাই মিলেই পড়ি। কিন্তু ঈদের নামাজের পর ছবি ভাইরাল হয়ে গেলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় ইন্টারনেট সংযোগ বেশকিছু সময়ের জন্য বিচ্ছিন্ন করে দেয়। আতঙ্কের রাতগুলোর বর্ণনা দিয়ে তিনি বলেন, মাঝে মাঝে রাতে ভয়ংকর শব্দে আমাদের ঘুম ভাঙত। দস্যুরা মনে হয় তখন সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটাত। বিস্ফোরণের শব্দে পুরো জাহাজ কেঁপে উঠত। তখন খুবই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ত সব নাবিক। আমাদের জাহাজ ছাড়াও পাশে আরেকটা জাহাজ ছিল। সম্ভবত এ দস্যু গ্রুপ ওই জাহাজটিকেও জিম্মি করেছে। এ জাহাজের বিষয়ে বিস্তারিত জানতে পারিনি।

বরিশাল অবজারভার /  হৃদয়

বিএনপির সময় ঘাটতি ছিল, এখন দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
‘খাদ্যের পর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য’ মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপির সময়ে খাদ্য ঘাটতি ছিল। এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে দেশ। খালেদা জিয়া বলেছিল, দেশের মানুষকে ডালভাত খাওয়াবে। সেই ডালভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিল।’

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলা মাঠে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠানে এসব কথা বলেন সরকারপ্রধান।

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো। কিন্তু অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে যারা বারবার ক্ষমতায় এসেছে, তারা এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো পদক্ষেপ নেয়নি, এটাই দুর্ভাগ্য।’

প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯৬ সালে আমি যখন সরকার গঠন করলাম, তখন দেখলাম ৪০ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি। এই অবস্থায় আমরা যাত্রা শুরু করেছি। তখন রিজার্ভ মানিও (অর্থ) তেমন ছিল না। এশিয়াতে তখন খাদ্য মন্দা। আমাদের লক্ষ্য ছিল, আমরা কারও কাছে হাত পেতে চলব না। নিজেদের ফসল নিজেরা উৎপাদন করব।’

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সব সময় বলতেন, আমরা কারও কাছে ভিক্ষা চাইব না, কারণ ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। আমরা মান-সম্মান নিয়েই বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চাই। সেই আদর্শে আমরা দেশকে এগিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছি।’

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে ১৮ থেকে ২২ এপ্রিল দেশব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান।

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর অংশ হিসেবে ১৮ ও ১৯ এপ্রিল দুই দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া দেশব্যাপী ৬৪টি জেলার ৪৬৬টি উপজেলায় এই প্রদর্শনী একযোগে অনুষ্ঠিত হচ্ছে। এসব প্রদর্শনীতে স্ব স্ব উপজেলা থেকে উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল জাতের গবাদিপশু যেমন—গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, দুম্বা, কবুতর, সৌখিন পাখি, পোষা প্রাণি এবং বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন ইত্যাদি স্থান পেয়েছে।

বরিশাল  অবজারভার / হৃদয়

বিএনপিসহ স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিসহ স্বাধীনতা বিরোধী সব অপশক্তিকে প্রতিহত করা হবে।
বিএনপিকে বিজয়ের প্রতিবন্ধক উল্লেখ করে তিনি বলেন, ‘আজকের এ দিনে বিএনপিসহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী সব অপশক্তি, যারা আমাদের বিজয়কে সংহত করার প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব। আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব।’
আজ বুধবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা হলো, বিএনপির মতো সাম্প্রদায়িক, সন্ত্রাসী, অশুভ শক্তি। এই শক্তিকে পরাজিত করতে হবে, প্রতিহত করতে হবে।
তিনি বলেন, ‘এটি (মুজিবনগর দিবস) আমাদের জাতীয় জীবনে এক ঐতিহাসিক দিন। আজকের এই দিনে আমরা শপথ নেব, মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ধারাবাহিক লড়াইয়ে আমরা এগিয়ে যাব। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নকে বয়ে নিয়ে যাব, এটাই হোক আমাদের শপথ।’

বরিশাল অবজারভার / হৃদয়

ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলের ব্যয় হয়েছে ১০০ কোটি ডলার

ডেস্ক রিপোর্ট :
সিরিয়ায় ইরানি কনস্যুলেটে সাম্প্রতিক হামলার জবাবে শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। ইরানের ছোড়া এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ৯৯ শতাংশই ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, ইরানের হামলা ঠেকাতে ১০০ কোটি ডলার ব্যয় হয়ে থাকতে পারে ইসরায়েলের।

ওই খবরে আরও বলা হয়েছে, ইসরায়েল ও তার মিত্ররা সপ্তাহান্তে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে সফল হয়েছে। তবে এজন্য সম্ভবত এক বিলিয়ন ডলারেরও বেশি মূল্য দিতে হয়েছে।

সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ও ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধানের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা রিম আমিনোচ এ পরিসংখ্যান দিয়েছেন।

ইসরায়েলকে কতগুলো ইন্টারসেপ্টর (ক্ষেপণাস্ত্র প্রতিরোধক) নিক্ষেপ করতে হয়েছে তার হিসাব তুলে ধরেন তিনি। ইসরায়েলের দাবি, ইরান ১৭০টি ড্রোন, ৩০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জর্ডানও ইরানি অস্ত্র ভূপাতিত করতে সহায়তা করেছে।

এদিকে দ্য ক্রাডলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইসরায়েলি জোটের হিসাব ছাড়াই ইসরায়েলের খরচ হয়েছে প্রায় ১৩৫ কোটি ডলার।

অপরদিকে ইরানের সামরিক সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলে হামলায় ব্যবহৃত দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মূল্য মাত্র ৩ কোটি ৫০ লাখ ডলার যা তেল আবিবের ব্যয়ের মাত্র দুই দশমিক ৫ শতাংশ। অর্থাৎ, ৩৮ দশমিক ৫৭ গুণেরও বেশি খরচ হয়েছে ইসরায়েলের।

বরিশাল অবজারভার / হৃদয়

ঝালকাঠিতে কয়েকটি গাড়িকে চাপা দিল ট্রাক, নিহত ১৪

ডেস্ক রিপোর্ট :
ঝালকাঠির গাবখান সেতু এলাকায় কয়েকটি গাড়িকে চাপা দিয়েছে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক। এতে ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন।

বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে সদর উপজেলার গাবখান সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ১৪ জনের মধ্যে ৭ জন পুরুষ, ৪ জন নারী, ও ৩ জন শিশু রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম।

খুলনা থেকে ছেড়ে আসা পণ্য বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসকে ধাক্কা দিলে পাশে থাকা তিনটি অটোরিকশার উপর গিয়ে পড়ে। ঘটনাস্থলেই সাত জন নিহত হয়। ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার পর আরো পাচঁজন মারা যায়। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

গুরুতর আহতদের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। সেখানে বসে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জন মারা যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, টোল প্লাজায় টাকা দেওয়ার অপেক্ষায় ছিল ইজিবাইক, প্রাইভেট কারসহ বেশ কয়েকটি গাড়ি। এ সময় পণ্যবাহী ট্রাকটি সামনে থাকা সব গাড়িকে ধাক্কা দিয়ে প্রতিবন্ধক ভেঙে রাস্তার পাশে চলে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আফরুজুল হক টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্পেশাল অফিসার শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় পণ্য বোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে।

ঝালকাঠির জেলা প্রশাসক তারাহ গুল নিঝুম জানান, ঝালকাঠির গাবখান সেতু টোলপ্লাজায় একটি ট্রাক ৩টি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেটকারকে পেছন থেকে চাপা দেয়। দুর্ঘটনার তদন্তে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বরিশাল অবজারভার / হৃদয়

গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ১১

ডেস্ক রিপোর্ট :
গাজা উপত্যকার মাগহাজি শরণার্থী শিবিরে ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে শিশুসহ কমপক্ষে ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া রাফাহ শহরের ইয়াবনা শরণার্থী শিবিরে পৃথক বিমান হামলায় আরও বেশকিছু লোক নিহত ও আহত হয়েছে। খবর আলজাজিরার।

এদিকে, ইসরায়েল ৩২টি দেশকে ইরানের বিপ্লবী গার্ড রেজিমেন্টের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। ইসরায়েলে ইরানের হামলার পর দেশটি এই অনুরোধ জানাল। অন্যদিকে, গাজায় ইসরায়েলের হামলাকে সমর্থনকারী কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সমর্থনে বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ-বিক্ষোভ।

গাজা উপত্যকার রাফাহ শহরের কেন্দ্রস্থলে একটি বাড়িতে ইসরায়েলের বিমান হামলায় চার শিশুসহ সাতজন নিহত হয়েছে। বার্তা সংস্থা ওয়াফা এই তথ্য দিয়েছে।

এদিকে, জাদালিয়া অনলাইন পত্রিকার সহসম্পাদক মঈন রাব্বানি অভিযোগ করেছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের নীতির বাইরে যেয়ে জোর করে বসতি স্থাপনকারী ইসরায়েলি নাগরিকদের অস্ত্র সরবরাহ করছে।

মঈন রাব্বানি বলেন, ‘বসতি স্থাপনকারীদের ইসরায়েলি রাষ্ট্রের পক্ষ থেকে অস্ত্র সরবরাহ করা হচ্ছে এবং তা হচ্ছে সেনাবাহিনীর মাধ্যমে। এখানে প্রধান সমস্যা হলো ইসরায়েল দখলের মাধ্যমে তার ভূখণ্ডকে সম্প্রসারণ করছে।’

অন্যদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, তাদের সৈন্যরা ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করেছে।

এদিকে বিভিন্ন কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে ভোটাভুটি অনুষ্ঠিত হতে পারে। আরব দেশগুলোর পক্ষ থেকে আলজেরিয়া এই প্রস্তাবের খসড়াটি উপস্থাপন করে।

বরিশাল অবজারভার / হৃদয়

রাজধানীর তেজগাঁওয়ে ‘যমুনা এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত

ডেস্ক রিপোর্ট :
রাজধানীর তেজগাঁওয়ে মাছের আড়তের সামনে ঢাকা অভিমুখী আন্তঃনগর ‘যমুনা এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি কারওয়ান বাজারের কাছে লাইনচ্যুত হওয়ায় রেল চলাচলে বিঘ্ন ঘটে। এরপর দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। ট্রেন আটকে থাকায় কারওয়ান বাজার রেলক্রসিং এবং মগবাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে উল্টো দিক থেকে আসা আরেকটি মালবাহী ট্রেনও আটকে থাকে। তবে সকাল ১০টার দিকে তিনটি বগি রেখে যমুনা এক্সপ্রেস চলা শুরু করে।

ঢাকা রেলওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, জামালপুর থেকে ঢাকাগামী ট্রেনটি সকালে লাইনচ্যুত হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

বরিশাল অবজারভার / হৃদয়