মেসির প্রতি ভালোবাসা জানালেন নেইমার

স্পোর্টস ডেস্ক :
লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের বন্ধুত্বটা বেশ পুরোনো। একই অঞ্চলের ফুটবলার দুজন। লাতিনের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার নয়নের মণিও তারা। মেসি পেরেছেন দেশের প্রত্যাশা পূরণ করতে। তবে, নেইমার এখনও পারেননি। দেশের বেলায় চিরশত্রু  দুদেশের হলেও, ক্লাব ফুটবলে তারা লড়েছেন কাঁধে কাঁধ রেখে। একসঙ্গে খেলেছেন দুটো ক্লাবে। চলতি মৌসুম শেষেই পিএসজি ছাড়ছেন মেসি। মেসির বিদায়কে সামনে রেখে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন নেইমার।

আর্জেন্টাইন তারকার সঙ্গে একটি সাদাকালো ও একটি রঙিন ছবি দিয়ে পোস্টটি করেন নেইমার। পোস্টে ব্রাজিলিয়ান তারকা যা লেখেন তার বাংলা অনেকটা এমন— ‘ভাই, আমরা যেমন ভেবেছিলাম তেমনটা হয়নি। কিন্তু, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। তোমার সঙ্গে আরও দুই বছর ভাগ করে নিতে পারা খুব আনন্দের ছিল। শুভকামনা তোমার নতুন মঞ্চে। সুখী হও। তোমাকে ভালোবাসি।’

২০১৩ সাল থেকে ২০১৭ পর্যন্ত বার্সেলোনায় খেলেছেন নেইমার। সেখানে নেইমারের সতীর্থ ছিলেন মেসি। এরপর বার্সা ছেড়ে পিএসজিতে চলে আসেন নেইমার। ২০২১ সালে অপ্রত্যাশিতভাবে পিএসজিতে যোগ দেন মেসি। ফলে, আবার সতীর্থ হয়ে যান এই দুই ফুটবল তারকা।

মেসি-নেইমার-এমবাপ্পেদের নিয়ে গড়া শক্তিশালী আক্রমণভাগও পারেনি পিএসজিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে। চোটের কারণে চলতি মৌসুমের বেশিরভাগ সময় নেইমারকে কাটাতে হয়েছে মাঠের বাইরে।

শুধু বিদ্যুৎ নয়, সব জিনিস ব্যবহারে সাশ্রয়ী হতে হবে

ডেস্ক রিপোর্ট :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাইকে অনুরোধ করব বিদ্যুৎ ব্যবহারে একটু সাশ্রয়ী হতে হবে। শুধু বিদ্যুৎ নয়, সব জিনিস ব্যবহারেই সাশ্রয়ী হতে হবে। সেই সঙ্গে আমাদের খাদ্য উৎপাদনও বাড়াতে হবে। আমাদের চেষ্টা করে যেতে হবে।

আজ রোববার (৪ জুন) জাতীয় সংসদে উত্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সরকার দলীয় সংসদ সদস্য আফসারুল আমীনের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব তোলা হয়। পরে তা সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।

শোক প্রস্তাবের ওপর আলোচনাকালে সরকার প্রধান বর্তমান বৈশ্বিক সংকট নিয়ে কথা বলেন। সরকার জ্বালানি সংকট মোকাবিলায় উদ্যোগ গ্রহণ করেছে বলেও সংসদকে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বে খাদ্য মন্দা, মুদ্রাস্ফীতি, পরিচালনা ও পরিবহণ ব্যয় বৃদ্ধি, বিদ্যুতের ঘাটতি প্রত্যেকটি মানুষের জীবনকে অসহনীয় করে তুলেছে। এই অস্বাভাবিক পরিস্থিতি আর কতদিন চলবে তা কেউ বলতে পারে না। হয়ত বিশ্ব পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।’

‘আজকে স্বাধীনতার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছাচ্ছে। মানুষের আর্থসামাজিক উন্নতি হয়েছে’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘যদিও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ, স্যাংশন, পাল্টা স্যাংশন, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, জ্বালানি তেলের অভাব, যার জন্য এখন শুধু বাংলাদেশ নয়, উন্নত দেশগুলোও হিমশিম খাচ্ছে। ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে জ্বালানির অভাব হচ্ছে। সেখানে লোডশেডিং বা বিদ্যুৎ ব্যবহার সীমিত করা হচ্ছে। খাদ্যপণ্য থেকে শুরু করে প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে গেছে। উন্নত দেশেও বহু মানুষ চাকরি হারাচ্ছে। এমন একটি অস্বাভাবিক পরিস্থিতি সারা বিশ্বব্যাপী। আমি জানি না আর কখনো এ রকম পরিস্থিতি হয়েছিল কিনা। হয়ত প্রথম বিশ্বযুদ্ধের পরে হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তো দুর্ভিক্ষ, মন্বন্তর দেখা দিয়েছিল।’

সরকারপ্রধান বলেন, ‘আমরা প্রতিশ্রুতি অনুযায়ী মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, কিন্তু জ্বালানি তেল, কয়লা বা গ্যাসের অভাব সারা বিশ্বব্যাপী। এখন তো কেনাটাই অনেকটা মুশকিল। ক্রয় করাটা অসম্ভব হয়ে পড়েছে। তারপরও আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। ইতিমধ্যে কাতার ও ওমানের সঙ্গে আমাদের চুক্তি সই হয়ে গেছে। আমরা জলবিদ্যুৎ আমদানির ব্যবস্থা নিয়েছি। কয়লা কেনার জন্য ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। যাতে বিদ্যুৎ কেন্দ্রগুলো আমরা আবার চালু করতে পারি।’

সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন,’ সবাইকে অনুরোধ করব বিদ্যুৎ ব্যবহারে একটু সাশ্রয়ী হতে হবে। হয়ত বিশ্ব পরিস্থতি আরও খারাপের দিকে যেতে পারে। তবে আমাদের দেশের মানুষের সুরক্ষার জন্য তাদের খাদ্য নিরাপত্তার জন্য আমাদের যা যা করণীয় তা করে যাচ্ছি।’

কেমন ছিল আর্জেন্টাইন মহাতারকা মেসির পিএসজি অধ্যায়?

স্পোর্টস ডেস্ক :
সময়টা ২০২১ সালের আগস্ট। ঘটা করেই আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে দলে নিয়েছিল ফরাসি জায়ান্ট পিএসজি। তবে দুই বছরও টিকল না সেই সম্পর্ক। ২২ মাসের ব্যবধানেই পিএসজি অধ্যায়ের ইতি টানলেন মেসি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কেমন ছিল মেসির পিএসজি অধ্যায়।

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে অনেক আশা-ভরসা নিয়েই পিএসজিতে এসেছিলেন মেসি। তবে তার কিছুই পূরণ হয়নি। মেসিকে নিয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার যে স্বপ্ন দেখেছিল পিএসজি, তা-ও থেকে গেছে অধরাই। মাঠের বাইরের নানান ইস্যুতেও মেসির সঙ্গে পিএসজির সম্পর্কে টানাপোড়নের বিষয়টি বার বার ওঠে আসে গণমাধ্যমে।

এছাড়াও ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতার পর থেকেই মেসির প্রতি ফরাসি সমর্থকদের ক্ষোভ প্রকাশ্যে আসে। প্রায় প্রত্যেকটি ম্যাচেই মেসিকে দুয়ো দিয়েছেন পিএসজি সমর্থকরা। মেসির বিদায়ী ম্যচেও তার ব্যাতিক্রম হয়নি। গ্রহের অন্যতম সেরা ফুটবলার হিসেবে যে সম্মানটুকু প্রাপ্য মেসির, সেটি কখনোই পিএসজিতে পাননি মেসি।

পিএসজির হয়ে ২০২১ সালের ২৯ আগস্ট রেইমসের বিপক্ষে মেসির অভিষেক হয়। ক্লাবটির জার্সিতে ৭৫ ম্যাচ খেলেছেন তিনি। ৭৫ ম্যাচে ৩২ গোলের পাশাপাশি মেসি করেছেন ৩৫ অ্যাসিস্ট। বিদায় বেলায় দলকে লিগ ওয়ানের শিরোপা জিতিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। মেসির পরবর্তী গন্তব্য কোথায় সেটা এখনও নিশ্চিত না হওয়া যায়নি। তবে, রেকর্ড বেতনে সৌদি ক্লাব আল হিলালে যাওয়ার সম্ভাবনাই বেশি বিশ্বকাপজয়ী এই তারকার।

আগামীকাল পেঁয়াজ আমদানির অনুমতি দেবে কৃষি মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট :
আগামীকাল সোমবার (৫ জুন) থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে কৃষি মন্ত্রণালয়। পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের, শ্রমজীবী মানুষের কষ্ট  লাঘবসহ ভোক্তাদের স্বার্থরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

আজ রোববার (৪ জুন) বিকেলে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গত বেশ কয়েকদিন ধরে দেশের বাজারে পেঁয়াজের দামে অস্থিরতা বিরাজ করছে। রাজধানীর বাজারে এখন মানভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। এত দাম দিয়ে পেঁয়াজ কেনা অনেকের কাছে কঠিন হয়ে পড়েছে। পণ্যটির দাম নিয়ন্ত্রণে ভোক্তারা বাজারে কঠোর মনিটরিংয়ের দাবি জানিয়ে আসছেন।

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আভাস

ডেস্ক রিপোর্ট :
১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ রোববার (৪ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেছেন, আর্থিক ও সমন্বয়হীনতাসহ নানা কারণে এই সমস্যা সমাধান সম্ভব হয়নি। তবে, তা নিয়ে শঙ্কার কারণ নেই। পরিস্থিতি এখনও সরকারের নিয়ন্ত্রণে আছে।

চলমান বিদ্যুৎ ও জালানি সংকট দূর করতে সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর জোর দিয়ে নসরুল হামিদ বলেন, ‘দৈনিক আড়াই হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে। এতে জনভোগান্তির সৃষ্টি হয়েছে।’

নসরুল হামিদ বলেন, ‘বিদ্যুৎকেন্দ্রে চাহিদামতো জ্বালানি দিতে পারছি না। লোডশেডিং বেড়ে গেছে, কারণ গ্যাস, কয়লা ও তেল জোগান দিতে সময় লাগছে। তাই লোডশেডিং অসহনীয় হয়ে গেছে।  বিদ্যুৎ বিভাগ চেষ্টা করছে, দ্রুত পায়রায় কয়লা সরবরাহ করতে।’

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ১৫ দিনের মধ্যে এখান থেকে বের হয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে। বিদ্যুৎ নিরবচ্ছিন্ন দেওয়ার পরিকল্পনা ছিল। এই সমস্যার কথা আগে জানলেও আর্থিক ও সমন্বয়হীনতাসহ নানা কারণে তা সমাধান করা সম্ভব হয়নি।’

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘এটা নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। পরিস্থিতি এখনও সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। আশা করি এই সমস্যা কেটে যাবে।’