ভারতে ট্রেন দুর্ঘটনায় খোঁজ মিলছে না ৪ জন বাংলাদেশির , আহত ২

ডেস্ক রিপোর্ট :
ভারতের উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন দুই বাংলাদেশি। চার বাংলাদেশির এখনো কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশন থেকে ৩.১৫ মিনিট নাগাদ করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি চেন্নাইয়ের উদ্দেশে ছেড়ে যায়। সন্ধ্যা ৭ টা নাগাদ সেটি বালাসোরের বাহানাগা বাজার নামক জায়গায় দুর্ঘটনার মুখে পড়ে। সেই অভিশপ্ত ট্রেনটিতে ছিলেন ওই বাংলাদেশি যাত্রীরা।

যদিও কোন বাংলাদেশি নাগরিকের নিহত হওয়ার ঘটনা নেই বলেই জানা গেছে। কলকাতার বাংলাদেশ উপ দূতাবাসের তরফেও জানানো হয়েছে এই দুর্ঘটনায় কোন বাংলাদেশের প্রাণহানি হয়নি।

তবে এখনো পর্যন্ত দুইজন যাত্রী ওই ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছে। তাদের শরীরের নিচের অংশে মারাত্মক ভাবে আঘাতপ্রাপ্ত হয়। শুক্রবার রাতে দুর্ঘটনার পরই অন্য যাত্রীদের পাশাপাশি দুই বাংলাদেশি যাত্রীকে উদ্ধার করে তাদের প্রথমে বালাসোরের ফকির মোহন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর উন্নততর চিকিৎসার জন্য কটকের উড়িষ্যার কটকে শ্রীরামা চন্দ্র ভঞ্জ (এসসিবি) মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাদের।

ফকির মোহন হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক ডাক্তার টি সুরেশ কুমার গুপ্তা জানান ‘ট্রেন দুর্ঘটনায় আহত হয়ে দুই জন বাংলাদেশি যাত্রী এখানে ভর্তি হয়। যদিও তাদের নাম এখনও পর্যন্ত জানা যায়নি, কারণ দুর্ঘটনার পরেই অচেতন হয়ে পড়ার কারণে তারা তাদের নাম বলতে পারছে না। তবে তারা উভয়েই জানিয়েছে তারা বাংলাদেশের বাসিন্দা। তাদের উভয়ের শরীরের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, শরীরের ত্বকের অবস্থা ভালো না। স্বাভাবিক কারণে তাদের উভয়কেই উড়িষ্যার কটকের এসসিবি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়।’

এখনও সন্ধান পাওয়া যাচ্ছে না চার বাংলাদেশির। জানা গেছে এদের মধ্যে রয়েছেন পাবনার বাসিন্দা মোঃ আসলাম শেখ (৩৩), খুলনার বাসিন্দা রুপা বেগম খান, ঢাকার দুই বাসিন্দা খালেদ বিন আওকাত(৫০) ও মোহাম্মদ মোক্তার হোসেনকে(৩৫)।

এ ব্যাপারে কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস জানান ‘দুই বাংলাদেশি নাগরিক আহত হয়ে কটকের হাসপাতালে চিকিৎসাধীন। চার জনের এখনও কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।’

তিনি আরো জানান ‘নিখোঁজ ওই চার বাংলাদেশি নাগরিকের পরিবারের পক্ষ থেকে কলকাতার উপদূতাবাসের দেওয়া হট লাইনে ফোন করে জানান তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছেন না। এরপর তাদের সন্ধানে উপদূতাবাসের কর্মকর্তারাও খোঁজ খবর শুরু করেন। রাখছেন।’

শনিবার সকালেই বাংলাদেশ উপদূতাবাসের তিন সদস্যের একটি প্রতিনিধি দল বালাসোরের দুর্ঘটনাস্থলে পৌঁছায়। এই প্রতিনিধি দলের নেতৃত্ব আছেন মিশনের প্রথম সচিব (রাজনৈতিক) মারেফত তারিকুল ইসলাম।

এর আগে বাংলাদেশি যাত্রীদের দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা করে কলকাতাস্থ বাংলাদেশ উপ দূতাবাসের তরফ থেকে শুক্রবার রাতেই এক বিবৃতিতে জারি করে দুর্ঘটনা সম্পর্কিত তথ্যের জন্য একটি হটলাইন নম্বর (+ ৯১ ৯০ ৩৮৩৫ ৩৫ ৩৩ (হোয়াটস অ্যাপ) চালু করে তাতে যোগাযোগ করতে বলা হয়। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের যাবতীয় তথ্য পেতে উপদূতাবাসের তরফে ভারতের রেল কর্তৃপক্ষ এবং উড়িষ্যার রাজ্য সরকারের সাথে নিয়মিত যোগাযোগ রাখা শুরু করে।

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাবা-ছেলের

ডেস্ক রিপোর্ট :
কুমিল্লার সদর দক্ষিণে সিএনজিচালিত অটোরিকশায় ট্রেনের ধাক্কায় বাবা-ছেলে নিহত হয়েছে। আজ শনিবার (৩ জুন) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার বিজয়পুর জেলখানা বাড়ি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন–কুমিল্লার বাতাইছড়ি পাকামুড়া এলাকার সোহাগ (৩৫) ও তার ছেলে সোহেল (১৪)।

বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, সিএনজিচালিত অটোরিকশাটি বিজয়পুর বাজারের দিকে যাচ্ছিল। জেলখানাবাড়ি রেলক্রসিং অতিক্রম করার সময় যানটি ক্রসিংয়ের ওপরে ওঠে যায়। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আস ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলে মারা যান।

জসিম উদ্দিন খন্দকার বলেন, ‘খবর পেয়ে লাকসাম রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

ভারতের ট্রেন দুর্ঘটনায় বেচে যাওয়া বাংলাদেশীর যা জানালেন

ডেস্ক রিপোর্ট :
চিকিৎসার জন্য স্ত্রী ববিতা সুলতানকে নিয়ে ভারতের চেন্নাইয়ের উদ্দেশে যাত্রা করেছিলেন ঢাকার মিরপুরের ব্যবসায়ী সাজ্জাদ আলী (৩৪)। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটা নাগাদ কলকাতার হাওড়া জেলার শালিমার স্টেশন থেকে উঠেছিলেন করমণ্ডল এক্সপ্রেসে। সন্ধ্যা সাতটার কিছু পরে জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন তাঁরা। এখনো ওই ঘটনার ধাক্কা সামলে উঠতে না পারা সাজ্জাদ বলেছেন, জীবনে এমন দৃশ্য দেখতে হবে, তা কখনো ভাবেননি।

ঘটনার ভয়াবহতা তুলে ধরে সাজ্জাদ বলেন, ‘বহু মানুষকে দেখেছি চোখের সামনে মরে যেতে। সাংঘাতিক দৃশ্য!’ মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত অবস্থায় সাজ্জাদ ও তাঁর স্ত্রী ববিতা সুলতান শনিবার সকালে কলকাতায় ফিরেছেন। উঠেছেন উত্তর কলকাতার একটি হোটেলে। সাজ্জাদ বলেন, ‘আমার স্ত্রীর মেরুদণ্ডে একটু চোট লেগেছে, আমার লেগেছে হাতে। কিন্তু যা দেখলাম, তার সঙ্গে আমাদের আঘাত একেবারেই তুলনা করার মতো কিছু নয়।’

ভারতের ওডিশার বালাসোরে তিন ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ জন হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে

সন্ধ্যা সাতটা নাগাদ সাজ্জাদ ট্রেনের বাথরুম থেকে এসে নিজের সিটে বসেন। তাঁর কামরা বি-০১-এর দুই আসন ১৩ ও ১৪। তিনি বলেন, ‘হঠাৎই একটা ঘর্ঘর শব্দ শুরু হলো। সেই শব্দ ক্রমশ তীব্র হতে থাকল। আমি ভাবলাম ট্রেন বেলাইন হয়ে যাচ্ছে এবং সেটাই হয়েছিল। বগির ডান দিকের চাকাটি লাইনচ্যুত হয়েছিল এবং বাঁ দিকের চাকা সরে দুই লাইনের মাঝখানে চলে এসেছিল, এটা পরে বুঝলাম।’

ট্রেনের কামরায় বসে তোলা ছবিতে ঢাকার মিরপুরের ব্যবসায়ী সাজ্জাদ আলী ও তাঁর স্ত্রী ববিতা সুলতান। তখনো ট্রেনটি দুর্ঘটনায় পড়েনিছবি: সংগৃহীত

কিন্তু কিছুক্ষণ এই শব্দ হওয়ার পরে সাজ্জাদ ভেবেছিলেন, যেকোনো অবস্থায়ই তাঁদের নামতে হবে। কারণ, ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে বা পড়ছে। কিন্তু তিনি যেটা বোঝেননি, সেটা হলো দুর্ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে।

ট্রেনটি কয়েক সেকেন্ডের জন্য থামার পরে তিনি ও ববিতা বের হয়ে আসেন। ‘একটু আগেই আমার সঙ্গে ক্যানটিন ম্যানেজারের আলাপ হয়েছিল এবং আমি কামরার বাইরে এসে প্রথমেই দেখলাম যে তাঁর মৃতদেহ সামনে পড়ে আছে,’ বললেন মানসিকভাবে বিপর্যস্ত সাজ্জাদ।

সাজ্জাদ বলেন, কামরার বাইরে এসে দেখেন এক অদ্ভুত দৃশ্য। তাঁদের কামরা উত্তর–দক্ষিণ বরাবর রয়েছে। কিন্তু প্যান্ট্রি কারটি (খাবার সরবরাহ করার কামরা) পূর্ব–পশ্চিম হয়ে রয়েছে। অর্থাৎ সম্পূর্ণ ঘুরে গেছে। আর ট্রেনে ওঠার আগে একজনের সঙ্গে পরিচয় হয়েছিল, যিনি এ ১ কামরায় ছিলেন। তাঁদের কামরাটা কফি খাওয়ার পরে কাগজের কাপ দুমড়ে ফেললে যেমন হয় তেমন আকৃতি নিয়েছে।

এরপর সাজ্জাদ স্টেশন ছেড়ে প্রধান সড়কের দিকে এগোনোর সিদ্ধান্ত নেন এবং এগোতেও থাকেন। এর পরের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, ‘ভয়াবহ দৃশ্য এখানেই দেখলাম। একের পর এক মানুষের মৃতদেহ রয়েছে। কেউ কেউ হয়তো আমার সামনেই মারা গেলেন। কেউ কেউ ছটফট করছেন। কারও হাত নাই, কারও পা নেই। এক নারীকে দেখলাম শিশু কোলে বসে আছেন, যে শিশুর মাথা চূর্ণ হয়ে গেছে। অ্যাম্বুলেন্স তখন ঢুকতে শুরু করেছে।’

স্থানীয়রা সাজ্জাদ ও তাঁর স্ত্রীকে তাঁদের বাসায় নিয়ে যান। কিছু জল খাবার খেতে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। শরীরে কোনো রকম সমস্যা হচ্ছে কি না তা জানতে চান। সাজ্জাদ বলেন, ‘সেখানে কিছুক্ষণ অপেক্ষার পরে রাতের দিকে, আমাদের তাঁরাই বাসে তুলে দেন। বাসে উঠে দেখি সবাই ওই ট্রেনের যাত্রী এবং অনেকেই কাতরাচ্ছেন, মাটিতে শুয়ে আছেন।’

সকালের দিকে কলকাতায় ফিরে একটি হোটেলে ওঠেন সাজ্জাদ এবং সিদ্ধান্ত নেন আপাতত তিনি চেন্নাই যাবেন না। তিনি বলেন, ‘প্রথমে এই ট্রেনের টিকিট পাইনি। অনেক কষ্ট করে টিকিট পেতে হয়েছে। তারপরে এখন এই দুর্ঘটনা ঘটল, আমরা আর চেন্নাইয়ে চিকিৎসার জন্য যাব না। কলকাতাতেই এখন চিকিৎসা করাব। আল্লাহ বাঁচিয়েছেন, এখন আর যাওয়ার প্রয়োজন দেখি না।’

কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন তাঁর খোঁজখবর নিয়েছে বলে জানান সাজ্জাদ আলী। তিনি জানান, ট্রেনে ওঠার সময় বাংলাদেশের তিন-চারজনকে দেখেছিলেন। কিন্তু এই ঘটনার পরে আর তাঁদের সঙ্গে দেখা হয়নি।

সিলেট থেকে এ বছর প্রথমবারের মতো সরাসরি হজ ফ্লাইট শুরু

ডেস্ক রিপোর্ট :
সিলেট থেকে এ বছর প্রথমবারের মতো হজ যাত্রীদের নিয়ে সরাসরি মদিনায় গেল বাংলাদেশ বিমানের ফ্লাইট। এর আগে সিলেট-জেদ্দা সরাসরি ফ্লাইটে হজযাত্রী পরিবহন করলেও এবার প্রথম মদিনায় সরাসরি ফ্লাইট পরিচালনা করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার দুপুর ১২টা ১০ মিনিটে ৩৪৬ জন যাত্রী নিয়ে মদিনার উদ্দেশে সিলেট ছাড়ে বিমানের বিজি ৩১৩১ ফ্লাইটটি।

সরাসরি ফ্লাইট চালু উপলক্ষে শনিবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের সিলেট অফিসের জেলা ব্যবস্থাপক মো. মনসুর আহমদ ভূইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিমানের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার। এছাড়া ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ ও হাব সিলেট অঞ্চলের সভাপতি জহিরুল হক শিরু অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

জহিরুল হক চৌধুরী শিরু জানান, সিলেট বিভাগ থেকে এবছর প্রায় ৩ হাজার ৩শ’ লোক হজ পালন করতে যাচ্ছেন। এদের সিংহভাগই বাংলাদেশ বিমানে সৌদি আরব যাচ্ছেন।

বিমান সূত্র জানায়, এবছর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজযাত্রী নিয়ে সরাসরি ৬টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বিমান। এর মধ্যে ১টি মদিনায় ও ৫টি জেদ্দায় যাবে। আগামী ১০, ১৬, ১৭, ১৮ ও ২০ জুন সিলেট থেকে হজযাত্রীদের নিয়ে বিমানের সরাসরি ফ্লাইট যাবে জেদ্দায়। এছাড়া ১২ ও ১৮ জুনের শিডিউল ফ্লাইটেও হজযাত্রী পরিবহন করা হবে।

কুমিল্লায় সিএনজিতে ট্রেনের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু

ডেস্ক রিপোর্ট :
কুমিল্লায় সিএনজি অটোরিকশায় ট্রেনের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল চারটার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরের জেলখানাবাড়ি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।

নিহতরা হলেন-সদর উপজেলার পাকামুড়া এলাকার সোহাগ মিয়া (৩৫) ও তার ছেলে সোহেল (১২)। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

ওসি জানান, চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী মহানগর এক্সপ্রেস ট্রেন জেলখানাবাড়ি রেলক্রসিং অতিক্রম করার সময় একটি সিএনজি অটোরিকশা ক্রসিংয়ে উঠে যায়। এসময় ট্রেনটি সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দিলে দুইজন ঘটনাস্থলে মারা যান। অটোরিকশাটিতে আর কোনো যাত্রী ছিল না। তারা বাবা-ছেলে। রেলক্রসিংটি অবৈধ হওয়ায় সেখানে গেট ও গেটম্যান ছিল না।

চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্তের রেকর্ড, আক্রান্ত ১৪১

ডেস্ক রিপোর্ট :
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪১ জন। এরমধ্যে ঢাকার হাসপাতালেই ভর্তি হয়েছে ১২৮ জন। এটি চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ। আজ শনিবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বর্তমানে দেশে সর্বমোট ৩৯৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৪৫ জন এবং ঢাকার বাইরে ৫২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট দুই হাজার ২৯৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় এক হাজার ৬০৭ জন এবং ঢাকার বাইরে ৬৭২ জন রয়েছে। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী এক হাজার ৮৭৯ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী এক হাজার ২৫২ জন এবং ঢাকার বাইরে ৬১৭ জন রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

মেসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় সৌদীর ক্লাব আল হিলাল

স্পোর্টস ডেস্ক :
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি কি পিএসজিতে থাকছেন, না নতুন কোনো ক্লাবে যোগ দিচ্ছেন, এই ইস্যুতে আলোচনা যেন থামছেই না। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পিএসজিতে মেসির ভবিষৎত নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। এবার এলো নতুন আরও কিছু তথ্য।

আজ শনিবার (৩ জুন) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকম স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে, মেসির পরবর্তী গন্তব্য হতে পারে সৌদি ক্লাব আল হিলাল। আর আগামী ৬ জুন মেসির চুক্তি সইয়ের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। শুধু তাই নয়, মেসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ক্লাবটি।

আজ রাতে ক্লেরমন্তের বিপক্ষে এই মৌসুমে নিজের শেষ ম্যাচ খেলতে নামবেন মেসি। এটিই হতে পারে পিএসজির জার্সিতে তার শেষ ম্যাচ, এমটাই জানিয়েছেন পিএসজি কোচ ক্রিস্টোফার গালতিয়ের। ‍যদিও তার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে জানিয়েছে পিএসজি। তাই মেসির পিএসজি ছাড়া নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তবে, আজকের ম্যাচের পরই দলবদল সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য ফ্রি হয়ে যাবেন মেসি। তাই বুধবারই তাকে দলে ভেড়ানোর ঘোষণা দিতে চায় আল হিলাল।

মেসিকে পেতে শুধু আল হিলাল নয়, স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনা ছাড়াও আরও বেশ কয়েকটি ক্লাবের আগ্রহ রয়েছে। তাই শেষমেশ কোথায় যান আর্জেন্টাইন মহাতারকা সেটাই এখন দেখার বিষয়।

কীভাবে বিপুল সম্পত্তির মালিক হলেন বলিউড বাদশাহ ?

বিনোদন ডেস্ক :

শাহরুখ খান, যিনি বলিউড বাদশাহ নামে পরিচিত। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ ছয় হাজার কোটি রুপি বলে একটি সমীক্ষায় দাবি করা হয়েছে। কীভাবে সাম্রাজ্যের মালিক হলেন শাহরুখ?

সাফল্য-ব্যর্থতার মিশেলেই এগিয়ে চলে জীবন। তারকাদের জীবনকেও সেই দৃষ্টভঙ্গি থেকে দেখা হয়। চলতি বছরে শাহরুখ খানের জীবনেও এসেছে সাফল্য, রয়েছে ব্যর্থতাও। একদিকে তার অভিনীত ‘পাঠান’ বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে ‘জাওয়ান’। আবার তার দল কলকাতা নাইট রাইডার্সের আইপিএল জয় অধরা রয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও শাহরুখের উপার্জনের রেখচিত্র কিন্তু ঊর্ধ্বগামী। একটি সমীক্ষায় দাবি করা হয়েছে, বলিউড বাদশা ৬ হাজার কোটি রুপির অধিকারী। কীভাবে এই বিপুল পরিমাণ সম্পত্তি তৈরি করলেন শাহরুখ?

প্রসঙ্গ সিনেমা
ইন্ডাস্ট্রিতে তিন দশকেরও বেশি সময় ধরে রয়েছেন শাহরুখ। শুরু থেকে তার অভিনীত কয়েকটি ছবির দিকে তাকালে বোঝা যাবে, কীভাবে সময়ের সঙ্গে শাহরুখের পারিশ্রমিক বেড়েছে। ১৯৯২ সালে মুক্তি পায় অভিনেতার প্রথম ছবি ‘দিওয়ানা’। ওই একই বছরে মুক্তি পেয়েছিল ‘রাজু বান গায়া জেন্টেলম্যান’। এই ছবির জন্য বাদশার পারিশ্রমিক জানলে অনেকেই বিস্মিত হতে পারেন। ‘রাজু…’র জন্য শাহরুখ পেয়েছিলেন ২৫ হাজার রুপি। এরপর শাহরুখের সব থেকে বড় ব্লকবাস্টার ছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। জানা গেছে, এই ছবিতে শাহরুখের পারিশ্রমিক ছিল ৩০ লাখ রুপি। শাহরুখের সাম্প্রতিক ছবি ‘পাঠান’-এ পারিশ্রমিক এবং ছবি থেকে প্রাপ্ত লভ্যাংশের নিরিখে প্রযোজক যশরাজ ফিল্মসের সঙ্গে চুক্তি হয়েছিল। এই ছবির জন্য বাদশার পারিশ্রমিক ধার্য হয়েছে ২০০ কোটি রুপি!

সফল ‘ব্যবসায়ী’
সফল অভিনেতা হওয়ার পাশাপাশি শাহরুখ একজন দক্ষ ব্যবসায়ী। অভিনেতার নিজস্ব প্রযোজনা সংস্থা এবং ভিএফএক্স কোম্পানি রয়েছে, যার নাম রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। ২০২২ সালের একটি সমীক্ষা বলছে, এই সংস্থার বর্তমান বাজার মূল্য ১০০ থেকে ৫০০ কোটি রুপির মধ্যে। এছাড়াও একটি জনপ্রিয় ছাত্র প্রশিক্ষণ অ্যাপেও বিনিয়োগ করেছেন শাহরুখ। একটি অ্যামিউজমেন্ট পার্কেরও তিনি অংশীদার।

এবার আসা যাক তার সব থেকে উল্লেখযোগ্য বিনিয়োগ প্রসঙ্গে। আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ। এছাড়াও অভিনেতা দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি লিগের অন্তর্গত ‘কেট টাউন নাইট রাইডার্স’-এর মালিক। প্রত্যেক বছর, টি টোয়েন্টি লিগ থেকে এক বড় অংশের মুনাফা অর্জন করেন শাহরুখ। এখানেই শেষ নয়। বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ করে বিয়ের অনুষ্ঠানেও পারফর্ম করেন শাহরুখ।

গণমাধ্যমের খবর থেকে জানা গেছে, কোনও অনুষ্ঠানের অংশ হতে বা সেখানে পারফর্ম করার জন্য শাহরুখ ৩ কোটি রুপি পারিশ্রমিক নেন।

বিজ্ঞাপনের মুখ
ক্যারিয়ারের শুরু থেকেই বিজ্ঞাপনের অন্যতম পছন্দের মুখ শাহরুখ খান। বছরে প্রায় ১০ থেকে ১২টি দেশের প্রথম সারির পণ্য এবং পরিষেবার হয়ে প্রচার করেন শাহরুখ। প্রতি বিজ্ঞাপনে বাদশার পারিশ্রমিক ৫ থেকে ১০ কোটি রুপির মধ্যে।

সঞ্চালকের আসনে
শাহরুখের রসবোধ নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর অভিনেতার এই বিশেষ গুণই বিভিন্ন সময়ে তাকে ছোট পর্দায় বিভিন্ন শোয়ের সঞ্চালকের আসনে বসিয়েছে। জনপ্রিয় গেম শো ‘কোওন বানেগা ক্রোড়পতি’র তৃতীয় সিজনের সঞ্চালক ছিলেন শাহরুখ। এছাড়াও তার ঝুলিতে ছিল ‘কেয়া আপ পাঁচয়ি পাস সে তেজ হ্যায়’ এবং ‘জোর কা ঝাটকা’ রিয়্যালিটি শো। বিভিন্ন সমীক্ষায় দাবি করা হয়েছে, এই মুহূর্তে কোনও শোয়ের অংশ হতে প্রতি এপিসোডে বাদশা আড়াই কোটি রুপি নিয়ে থাকেন।

মাধ্যম যখন সামাজিক
সময়ের সঙ্গে বিজ্ঞাপনের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম টিভির সঙ্গেই প্রথম সারিতে জায়গা করে নিয়েছে। শাহরুখও সেখানে পিছিয়ে নেই। বিভিন্ন ব্র্যান্ডের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রচার করে থাকেন। ইনস্টাগ্রাম এবং টুইটারে শাহরুখের ঈর্ষণীয় অনুসরণকারী যেকোনও বড় ব্র্যান্ডের কাছে পাখির চোখ। জানা গেছে, কোনও ব্র্যান্ডের হয়ে শাহরুখ তার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় একটি পোস্ট করা জন্য ৮০ লাখ থেকে ১ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন।

‘মান্নাত’ ছাড়াও…
যেকোনও পর্যটকের কাছে প্রথম মুম্বাই ভ্রমণ মানেই অন্যতম আকর্ষণ শাহরুখের বাড়ি ‘মান্নাত’। ২০২৩ সালের একটি সমীক্ষা অনুযায়ী, বান্দ্রার এই প্রাসাদোপম বাড়িটির বাজারদর ২০০ কোটি রুপি। মহারাষ্ট্রের আলিবাগে শাহরুখের নিজস্ব বাগানবাড়ি রয়েছে। এই বাড়িটির দাম প্রায় ১৫ থেকে ২০ কোটি রুপির মধ্যে। দেশের বাইরেও অভিনেতার একাধিক বাড়ি রয়েছে। যেমন দুবাইয়ের পাম জুমেইরাতে শাহরুখের একটি নিজস্ব বাড়ি রয়েছে, ভারতীয় মুদ্রায় যার দাম ১০০ কোটি রুপি। এছাড়াও লন্ডনে শাহরুখের একটি বাড়ি রয়েছে। ভারতীয় মুদ্রায় এই বাড়িটির বর্তমান বাজারদর ১৮৫ কোটি রুপি!

এবং বাহন
বলিউডের বাদশাহ মানে তার বাহনেও থাকবে রাজকীয় ছন্দ। জানা গেছে, শাহরুখের গাড়িগুলোর মোট দাম প্রায় ৩১ কোটি রুপি। কী নেই তার কাছে। শাহরুখের মালিকানায় একটি করে বিএমডব্লিউ, অডি, মার্সেডিজ, ল্যান্ড ক্রুজার, বেন্টলি, রেঞ্জরোভার। এরই সঙ্গে ‘পাঠান’-এর সাফল্যের পর অভিনেতা নিজের জন্য একটি রোলস্ রয়েজ় কালিনান ব্ল্যাক ব্যাজ কিনেছেন। আর এই গাড়িটির দাম অন্তত ১০ কোটি রুপি!

দেশের চার বিভাগে হালকা বৃষ্টির আভাস

ডেস্ক রিপোর্ট :
দেশের চার বিভাগে স্বল্প পরিসরে শনিবার হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় (১ থেকে ২৫ শতাংশ অঞ্চল) অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রাজশাহী, দিনাজপুর, নীলফামারী, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা ও বরিশাল বিভাগসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ময়মনসিংহ, মৌলভীবাজার, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।

হাফিজুর রহমান আরও জানান, আগামী তিন দিনে সারাদেশে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

লুটপাটকারীদের মুখে বাজেটের সমালোচনা শোভা পায় না : সেতুমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
লুটপাটকারীদের মুখে বাজেটের সমালোচনা শোভা পায় না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেট সরকারের দেশব্যাপী নানামুখী উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান ও তরান্বিত করবে। একইসঙ্গে জিডিপি ছয় দশমিক তিন শতাংশ থেকে সাত দশমিক পাঁচ শতাংশে উন্নীত করতে সহায়কা ভূমিকা রাখবে। বাজেট প্রস্তাবনা তৈরির সঙ্গে প্রধানমন্ত্রী সরাসরি যুক্ত ছিলেন।

আজ শনিবার (৩ জুন) প্রস্তাবিত ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট নিয়ে আওয়ামী লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব ও দরিদ্রবান্ধব উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “দেশ এগিয়ে যাচ্ছে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক নেতৃত্বের কারণেই সম্ভব হচ্ছে। শূন্য রিজার্ভ নিয়ে স্বাধীন দেশে বঙ্গবন্ধু সরকারের যাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এটা ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছিল। বর্তমানে বিশ্বমন্দা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় রিজার্ভ কমে এসেছে। এটা নিয়ে অস্বস্তির কোনো কারণ নেই। কারণ শ্রীলঙ্কা ও পাকিস্তানের রিজার্ভ এখন তলানিতে। তুরস্কেও মূল্যস্ফীতি একশ শতাংশের বেশি। দেশে দেশে সঙ্কট তৈরি হয়েছে। জলবায়ুর প্রভাব গোটা বিশ্বে দেখা দিয়েছে।”

ওবায়দুল কাদের বলেন, “বিশ্বে পানি নিয়ে যেভাবে সঙ্কট তৈরি হয়েছে তাতে পানি নিয়েও একটি বিশ্বযুদ্ধের আশঙ্কা রয়েছে। আমাদের আশপাশেও পানি সংকট রয়েছে। এ বাজেটে আমাদের লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ নির্মাণ। ২০৪১ সালে আমরা উন্নত জাতিতে উন্নীত হবো। এ বাজেট তারই প্রতিফলন। প্রধানমন্ত্রী নিজেও এ বাজেটের সম্পৃক্ত। অনেক চিন্তাভাবনা করেই এ বাজেট দেওয়া হয়েছে। আমাদের কৃষি ও ব্যবসা-বাণিজ্য বাঁচাতে হবে।”

বিএনপির তীব্র সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বিএনপির কথা শুনলে মনে হয় দেশে এখন দুর্ভিক্ষ চলছে। বিএনপি যখন সরকারের সমালোচনা করছে তখনই প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের লক্ষ্য নিয়ে জাপান, যুক্তরাষ্ট্র ও যু্ক্তরাজ্য সফর করে দেশে ফিরে আবার দুইদিনের জন্য কাতার গেছেন।”

গত বৃহস্পতিবার (১ জুন) বিকেলে ‘উন্নয়নের অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ এই শিরোনামকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থবছরের জন্য সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ গড়ার কথা তুলে ধরেন তিনি। এবার বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আদায় করতে হবে চার লাখ ৩০ হাজার কোটি টাকা।