আয়ারল্যান্ড সিরিজের টিকেট বিক্রি শুরু

স্পোর্টস ডেস্ক :

ইংল্যান্ড সিরিজের আগেই বিসিবি জানিয়েছিল আয়ারল্যান্ড সিরিজ থেকে অনলাইনে টিকেট বিক্রি হবে। কথা রেখেছে বিসিবি। শুরু হয়েছে আয়ারল্যান্ড সিরিজের অনলাইনে টিকেট বিক্রি। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত ৯টা থেকে অনলাইনে টিকেট বিক্রি শুরু হয়েছে।

সরাসরি টিকেট কেনা নিয়ে বেশ ঝামেলা পোহাতে হয় ক্রিকেট ভক্তদের। কালোবাজারিদের দাপটে টিকেট পেতেও বেশ হিমশিম খেতে হয়। অবশেষে ভক্তদের কথা চিন্তা করে অনলাইনে টিকেট বিক্রি শুরু করেছে বিসিবি।

বিসিবির ওয়েবসাইট টাইগার ক্রিকেট ডটকমে পাওয়া যাবে আসন্ন সিরিজের টিকেট। আজ রাত ৯টা থেকে আগামীকাল শুক্রবার (১৭ মার্চ) দুপুর ১টা পর্যন্ত প্রথম ওয়ানডের টিকেট কাটা যাবে অনলাইনে। এইজন্য দর্শকদের জাতীয় পরিচয়পত্রের নম্বর ও মোবাইল নম্বর সরবরাহ করতে হবে। টিকেটের মূল্য পরিশোধ করা যাবে মোবাইলফোন ব্যাকিংয়ের মাধ্যমে।

জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা অ্যাকাউন্টের মাধ্যমে এক ম্যাচের জন্য সর্বোচ্চ দুটি টিকেট কেনা যাবে। অনলাইনে টিকেট কেনার পর টিকেট কোড ও জাতীয় পরিচয়পত্র দেখিয়ে তা সশীরের সংগ্রহ করা যাবে অনলাইন টিকেট কালেকশন বুথ থেকে, যা সিলেট জেলা স্টেডিয়ামের প্রধান ফটকে অবস্থিত। অনলাইনে কাটা টিকেট নির্ধারিত বুথ থেকে সংগ্রহ করা যাবে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল সাড়ে ৯টা থেকে।

অনলাইনে সীমিত সংখ্যক টিকেট বিক্রি করা হবে। বাকি টিকেটগুলো বিক্রি করা হবে সরাসরি বুথ থেকে। লাক্কাতুরায় অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটক সংলগ্ন কাউন্টার ছাড়াও টিকেট সংগ্রহ করা যাবে, সিলেট জেলা স্টেডিয়ামের প্রধান ফটক সংলগ্ন কাউন্টার থেকে। ম্যাচের আগের দিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকেট সংগ্রহ করা যাবে।

টিকেটের মূল্য তালিকা গ্র্যান্ড স্ট্যান্ড : ১৫০০ টাকা। ক্লাব হাউজ : ৫০০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ড : ৩০০ টাকা। ওয়েস্টার্ন স্ট্যান্ড : ২০০ টাকা। গ্রিন হিল এড়িয়া : ২০০ টাকা।

১২ বছরে কারিগরি শিক্ষা ১৭ শতাংশে উন্নীত হয়েছে

ডেস্ক রিপোর্ট :
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের দেশে কারিগরি শিক্ষার বিষয়ে বঙ্গবন্ধু বার বার বলেছেন  ও এই শিক্ষার ওপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাই করছেন। ২০০৯ সালে কারিগরি শিক্ষার হার ছিল এক শতাংশেরও কম। গত ১২ বছরে এই কারিগরি শিক্ষা ১৭ শতাংশে উন্নীত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চীন-বাংলাদেশ মৈত্রী মেধা উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের স্মার্ট ক্লাস রুম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃতে আমরা ১২ বছরে ২০২০ সাল পর্যন্ত ১৭ শতাংশ উন্নীত করেছি। এটি সম্ভব হয়েছে সঠিক নেতৃত্বের কারণে।’ তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, আজকে যারা টেকনিক্যাল এবং ভোকেশনালে শিক্ষায় পড়ছে, অনেক সময় সমাজের আশপাশে দেখবেন অনেকে বলে—তুমি ভোকেশনালে পড়ছ? তার মানে ভোকেশনালে যারা পড়ে তাদের মেধা কম বলে মনে করে।  আবার মনে করে তাদের আর্থিক অবস্থা ভাল না। কথাটা একেবারে সঠিক নয়। সারা পৃথিবীতে যে দেশ যত বেশি উন্নত হয়েছে, সে দেশ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় পারদর্শী হয়েছেন। আমাদের পিছিয়ে থাকার কোন উপায় নেই। তাই আমাদের কারিগরি বিদ্যায় আরও জোর দিতে হবে।’

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন।  সারা বিশ্ব এখন বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ব। এখন শিখতে হবে। তাই আমরা এই শিক্ষা কারিকুলাম চালু করেছি। আমাদের আরও অনেক সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নত করতে দেশের সব স্কুলগুলো ডিজিটাল করতে হবে।’

দীপু মনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের উন্নত প্রযুক্তির শিক্ষা দিতে চাই। যেন তারা উন্নত বিশ্বে সমান তালে চলতে পারে। বর্তমান সরকার প্রধান শিক্ষায় বিনিয়োগ করছেন।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান ও চাঁদপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান।

হুয়াওয়েই টেকনোলজিস্ট বাংলাদেশের ম্যানেজার ও জনসংযোগ কর্মকর্তা নাজিয়া শামান্তা ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন হুয়াওয়েই টেকনোলজিস্ট বাংলাদেশের সিইও  পেন জুনপেং।

পরে মন্ত্রী অতিথিদেরকে নিয়ে ফিতা কেটে ক্লাস রুমের উদ্বোধন ও পরিদর্শন করেন।

আবারও সময় বাড়ল হজের নিবন্ধনের

আন্তর্জাতিক ডেস্ক :
বাংলাদেশি হজযাত্রীদের জন্য নিবন্ধনের সময় ফের বাড়ানো হয়েছে। বাংলাদেশ থেকে হজে যাওয়ার কোটা পূরণ না হওয়ায় নিবন্ধনের সময় চতুর্থবারের মতো ২১ মার্চ পর্যন্ত বাড়িয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে, সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ২১ মার্চ পর্যন্ত হজযাত্রীদের বিশেষ অনুরোধে শেষবারের মতো বর্ধিত করা হলো।

সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার হজ পোর্টালের তথ্যানুযায়ী, এক লাখ ১০ হাজার ৩৪৬ জন নিবন্ধিত হয়েছেন। এরমধ্যে সরকারিভাবে ৯ হাজার ৬৮৩ জন এবং বেসরকারিভাবে এক লাখ ৬৬৩ জন নিবন্ধন করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত রয়েছে। যারা এখনো পাসপোর্ট পাননি তাদের জন্য এটি একটি অনন্য সুযোগ। কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। আগামী ২১ মার্চ হজ কার্যক্রম পরিচালনাকারী সব ব্যাংককে অফিস সময়ের পরেও প্রস্তুতকৃত ভাউচারের অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত ব্যাংকের শাখা খোলা রাখার জন্য অনুরোধ করা হলো।

বিএনপি সুপ্রিম কোর্টের ইতিহাসে কালিমা লেপন করেছে

ডেস্ক রিপোর্ট :

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সুপ্রিম কোর্টে বিএনপির দলীয় আইনজীবীরা যে ঘটনা ঘটিয়েছে, এটিতে বাংলাদেশের ইতিহাসে, বিচার বিভাগের ইতিহাসে, সুপ্রিম কোর্টের ইতিহাসে কালিমা লেপন করেছে।’ আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ড. হাছান বলেন, ‘আপনাদের মনে আছে, ইতিপূর্বে বিএনপির আইনজীবীরা সুপ্রিম কোর্টে গিয়ে প্রধান বিচারপতির দরজায় লাথি মেরেছিল। তারা ব্যালট বাক্স এবং ব্যালট পেপার ছিনতাই করেছে। তারা আসলে প্রতিষ্ঠানকেই ধ্বংস করতে চায়। কোনো প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে, নিয়মতান্ত্রিকভাবে চলুক সেটি তারা চায় না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি জানে যে তারা ঢাকা বার নির্বাচনে হেরেছে, সেখানে হারার পর তারা বেঝতে পেরেছে যে, সুপ্রিম কোর্টে তাদের হার নিশ্চিত। সে কারণে তারা প্রথমে ভোট বর্জনের নাটক পরে আবার ব্যালট পেপার ছিনতাই করল। সুতরাং, এভাবে তারা সব প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চায়। তারা আগামী নির্বাচনকেও বাধাগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। তবে, নির্বাচন কারও জন্য থেমে থাকবে না। ২০১৪ সালের যেমন কারও জন্য থেমে থাকেনি। ২০১৮ সালের নির্বাচনও কারও জন্য থেমে থাকেনি। আগামী ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে নির্বাচন বা এ বছরের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে যে নির্বাচন হবে সেই নির্বাচনও কারও জন্য থেমে থাকবে না।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিএনপিনেতা তারেক রহমান নির্বাচন চায় না, বেগম খালেদা জিয়াও নির্বাচন চায় না। কারণ, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তারা যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এজন্য নির্বাচন চান না।’

ড. হাছান আরও বলেন, ‘বিএনপি নির্বাচন বর্জন করলেও আমি বলতে পারি, বিএনপির নেতারা নির্বাচন করবে। সুতরাং নির্বাচন সবাইকে নিয়েই হবে ইনশা আল্লাহ।’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমি মহিলা আওয়ামী লীগকে বলব, আমাদের নির্বাচন সন্নিকটে। দেশের অর্ধেক জনসংখ্যা নারী। সুতরাং, নারীদের কাছে ১৪ বছরে বাংলাদেশ বদলে যাওয়ার ইতিহাস ও বন্দনা পৌঁছে দিতে হবে। নারীদের সংগঠিত করতে হবে। আজকে জননেত্রী শেখ হাসিনা দেশটাকে যেভাবে বদলে দিয়েছেন, নারীদের সামাজিক মর্যাদা যেভাবে উন্নীত করেছেন, এই বদলে যাওয়ার কাহিনীটা তাদের শোনাতে হবে। আমরা যদি সঠিকভাবে শোনাতে পারি, নারীরা অবশ্যই অন্য কোথাও ভোট দেবে না। আমি আপনাদের অনুরোধ জানাব সেই মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য।’

এ সময় মহিলা আওয়ামী লীগ সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে ও সংসদ সদস্য শবনম জাহান শিলার সঞ্চালনায় সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এসময় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক জাহানারা বেগমও বক্তব্য দেন।

অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের প্রথম নারী চেয়ারম্যান নাসিমা বেগম, বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য ফারজানা ইসলাম, বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের প্রথম নির্বাচিত নারী সভাপতি ফরিদা ইয়াসমিন, জাতীয় কারাতে খেলোয়াড় মারজানা আক্তার প্রিয়া, প্রথম নারী মেট্রোরেল অপারেটর মরিয়ম আফিজা ও প্রথম নারী ট্রেন অপারেটর আসমা আক্তারকে সম্মাননা ভূষিত করেন অতিথিরা।

আর্জেন্টিনা বনাম ব্রাজিল লড়াই

স্পোর্টস ডেস্ক :

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ম্যাচ দেখার অপেক্ষায় ছিল বিশ্বের কোটি ফুটবলপ্রেমী। তবে ভক্তদের সেই আশা পূরণ হয়নি। কোয়ার্টার থেকে ব্রাজিলের বাদ পড়ায় অপেক্ষা বেড়েছে। সুখবর ফের একবার মেসি-নেইমারদের খেলা দেখার সুযোগ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা।

চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হবে আসন্ন ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার দেশগুলোর বাছাইপর্ব। এর আগে সূচি প্রকাশ করেছে দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন (কনমেবল)। বাছাইপর্বে ষষ্ঠ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে দুই প্রতিদ্বন্ধী আর্জেন্টিনা ও ব্রাজিল। চলতি বছরের নভেম্বরে দেখা যাবে মেসি বনাম নেইমারের কাঙ্খিত সেই লড়াই।

২০২১ বিশ্বকাপ বাছাই পর্বের পর প্রথমবারের মতো মুখোমুখি হবে দুদল। প্রথমে নিজেদের মাঠে মেসিদের আতিথ্য দেবে নেইমাররা। এরপর ২০২৫ সালে ফিরতি ম্যাচে ব্রাজিলতে আতিথ্য দেবে আর্জেন্টিনা। সেটি হবে বাছাইপর্বের ১৪তম রাউন্ড।

ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের টিকেট পাওয়ার লড়াই। আর ব্রাজিলের টিকেট পাওয়ার লড়াই শুরু হবে বলিভিয়ার বিপক্ষে। যদিও ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু এখনও ঠিক হয়নি। ৪৮ দল নিয়ে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ২২তম বিশ্বকাপ আসর।

সেই হিসাবে ফেডারেশনগুলো থেকে বিশ্বকাপে দলের সংখ্যাও বাড়বে। কনমেবল থেকে আগামী বিশ্বকাপে সরাসরি ছয় দল খেলবে। আগে চার দল সুযোগ পেয়েছিল। এ ছাড়া সপ্তম দলের জন্যও সুযোগ থাকছে। প্লে-অফে জিততে পারলে বিশ্বকাপে খেলতে পারবে

কলম্বিয়ায় কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক :

কলম্বিয়ার মধ্যাঞ্চলে কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ শ্রমিক খনির ভেতরে আটকা পড়েছে। খবর রয়টার্সের।

লন্ডন ভিত্তক গণমাধ্যমটি বলছে, দেশটির রাজধানী বোগোটা থেকে ৭৪ কিলোমিটার উত্তরে সুতাতাওসা গ্রামে স্থানীয় সময় মঙ্গলবার (১৪ মার্চ) দুর্ঘটনাটি ঘটে। খনির ভেতর গ্যাস জমে ছিল। শ্রমিকদের খননযন্ত্র থেকে স্ফুলিঙ্গ তৈরি হয়ে ওই গ্যাস বিস্ফোরিত হয়।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেদ্রো ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন। তিনি খনির ভেতর আটকে পড়াদের দ্রুত জীবিত উদ্ধারে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শ্রমিকরা ৯০০ মিটার মাটির গভীরে আটকে পড়েছেন। তাদের উদ্ধারে  ফায়ার সার্ভিসসহ প্রায় ১০০ জনের উদ্ধারকারী দল কাজ করছে।

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া উন্মুক্ত ও ভূগর্ভস্থ বেশকিছু কয়লা এবং সোনার খনির জন্য বিখ্যাত। ২০১০ সালে কলম্বিয়াতে এক খনি বিস্ফোরণেই ৭৩ জন শ্রমিক প্রাণ হারায়। দেশটির ইতিহাসে এটি ছিল সব থেকে বড় খনি-দুর্ঘটনা।

জেনে নিন ত্বক উজ্জ্বল করতে ফলের ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক :
ফলে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি থাকে। ফল নানা ভাবে ত্বককে পুষ্ট ও পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। আমরা আমাদের প্রতিদিনের ডায়েট চার্টে কিছু ফল রাখতে পারি। এগুলো স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের জন্যও উপকারি। ফল ত্বককে স্বাস্থ্যকর এবং উজ্জ্বল রঙ বজায় রাখতে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে থাকে।

  • প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ

ভিটামিন সি সমৃদ্ধ ফলগুলো কোলাজেন সংশ্লেষণের জন্য অপরিহার্য। কোলাজেন একটি প্রোটিন যা আপনার ত্বকের গঠন এবং স্থিতিস্থাপকতা প্রদান করে থাকে। ভিটামিন সি এটি বজায় রাখতে সহায়তা করে।

  • র‌্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই

আঙ্গুর এবং ডালিমে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এগুলো শরীরের ফ্রি র‌্যাডিক্যালগুলিকে দূর করতে সাহায্য করে থাকে। ফ্রি র‌্যাডিক্যাল কোষের ক্ষতি করে। এর ফলে ত্বকে জলদি বলিরেখা পড়ে যায়।

  • ত্বককে হাইড্রেট রাখে

তরমুজ, শসা এবং স্ট্রবেরির মতো ফলগুলিতে প্রচুর পরিমাণে পানি থাকে। এগুলো আমাদের ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে।

  •  ত্বকের গঠন উন্নত করে

পেঁপে এবং আনারসে এনজাইম থাকে। আমাদের মৃত কোষগুলিকে সরিয়ে ফেলে। ত্বকের ছিদ্রগুলিকে বন্ধ করে।

  •  প্রদাহ কমায়

চেরি বা বেরি জাতীয় ফলগুলোতে অ্যান্টি-ইনফ্লেমেটরি রয়েছে। এগুলো ত্বকের প্রদাহ এবং লালভাব কমায়।

উজ্জ্বল ত্বক পেতে আপনি নানাভাবে ফল ব্যবহার করতে পারেন।  ভিন্ন ধরনের ফল আপনার ত্বকের ভিন্ন ভিন্ন চাহিদ পূরণ করবে। তাই চেষ্টা করুন সপ্তাহ জুড়ে নানা রকম ফল আপনার খাদ্যতালিকায় রাখার।

  • বিভিন্ন ধরনের ফল খান

প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের মৌসুমি ফল রাখুন। বিশেষ করে ভিটামিন সি জাতীয় অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ ফল। এ ছাড়া, পানি জাতীয় ফলগুলোও ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে।

  • ফলের ফেস মাস্ক

কলা মধু এবং টকদই একসাথে মিশিয়ে নিন। এবার এই মাস্কটি মুখে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর গরম পানি দিয়ে ঘুয়ে ফেলুন। এতে মুখে কালো দাগ থাকলে তা জলদি চলে যাবে।

  •  ফলের জুস

ত্বককে হাইড্রেটেড রাখতে লেবু, শসা এবং পুদিনার পানি একসাথে মিশিয়ে খান। এতে আপনার শরীর থেকে টক্সিন বের হয়ে যাবে। ত্বকের স্বাস্থ্যের উন্নতি হবে।

  • ত্বকে ফলের রস লাগান

ফলের রস ত্বকের জন্য অনেক উপিকারি। কমলালেবুর রস বা লেবুর রস ১০ মিনিটের জন্য মুখে লাগান। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এগুলোতে থাকা ভিটামিন সি আপনার ত্বককে উজ্জ্বল করবে। কালো দাগ কমাতে সাহায্য করবে।

শাকিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিনোদন ডেস্ক :
চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ ও ধর্ষণের অভিযোগ করেছেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ। আজ বুধবার (১৫ মার্চ) বিকেলে চলচ্চিত্রের তিন সমিতির কাছে শাকিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন এই প্রযোজক।

লিখিত অভিযোগে প্রযোজক রহমত উল্লাহ ২০১৭ সালে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার চিত্রায়নের সময় শাকিব খান যেসব ক্ষতিকর কাজ করেছিলেন তার সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন। এই লিখিত অভিযোগটি পাওয়ার কথা এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার।

অভিযোগপত্রে শাকিবের অসদাচরণের বর্ণনা দিয়ে দাবি করা হয়েছে, শুটের সময় শাকিবকে নিয়মিত পতিতালয়ে নিয়ে যেতে হতো, আর তা না হলে তার হোটেল কক্ষে অস্ট্রেলিয়ান যৌনকর্মীদের নিয়ে আসতে হতো। এই ব্যাপারটি ছিল প্রতিদিনের রুটিন। কখনো কখনো একাধিকবার। এই সব যৌনকর্মীদের মোটা অঙ্কের পারিশ্রমিক আমাদেরকেই দিতে হতো।

সহ-প্রযোজককে ধর্ষণের অভিযোগ এনে অস্ট্রেলিয়ায় একটি মামলাও করা হয়। (মামলা নম্বর : NSW Police reference no: E ৬২৪৯৪৯৫৯)। সেই ঘটনার সূত্র ধরে অভিযোগে তিনি আরও বলেন, ‘একবার তিনি আমাদের একজন নারী সহ-প্রযোজককে কৌশলে ধর্ষণ করেন। ভুক্তভোগী ওই নারীকে তিনি অত্যন্ত পৈশাচিকভাবে নির্যাতন করেন। গুরুতর জখমসহ রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল। নির্যাতিতা তখন এই ব্যাপারে অস্ট্রেলিয়ান পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। নির্যাতিতা নিজেও একজন বাংলাদেশি বংশোদ্ভূত নারী। আমি সেই ফৌজদারি অভিযোগের সাক্ষী ছিলাম। এই ঘটনার পর তিনি এবং তার পরিবার সামাজিকভাবে যেই গ্লানি এবং কুৎসার শিকার হন, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ধর্ষণের বিচার চাইতে গিয়ে একটা পর্যায়ে তার নিজের ও তার পরিবারের টিকে থাকাটাই অসম্ভব হয়ে পড়ে। ওইদিন আমরা যখন সহকর্মীকে নিয়ে হাসপাতালে ব্যস্ত, শাকিব খান সেইদিন কাউকে কিছু না জানিয়ে অস্ট্রেলিয়া থেকে চুপিসারে চলে যান। এরপর থেকে শাকিবের সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছি। পরবর্তীতে ২০১৮ সালে তিনি আবার অস্ট্রেলিয়ায় এলে ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হন। সামাজিক চাপে এবং আরও নিগ্রহের ভয়ে নির্যাতিতা প্রকাশ্যে মুখ খুলতে রাজি না হওয়ায় শাকিব সেই যাত্রায় ছাড়া পেয়ে যান।’

এই অভিযোগ প্রসঙ্গে শাকিব খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

‘অপারেশন অগ্নিপথ’ ছবির পরিচালনা করছিলেন আশিকুর রহমান। এতে শাকিবের নায়িকা হিসেবে যুক্ত ছিলেন সিবা আলী খান। তাদের পক্ষ থেকে অবশ্য কোনও অভিযোগের খবর প্রকাশ্যে আসেনি।

বিধি প্রণয়ন ছাড়া ওয়াসার পানির দাম বাড়ানো যাবে না

ডেস্ক রিপোর্ট :

বিধি প্রণয়ন ছাড়া ওয়াসার পানির দাম বাড়ানো যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) বিচারপতি মুজিবর রহমান মিঞার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ে ওয়াসার কর্মচারীদের পারফরম্যান্স বোনাসও বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ রায়ের ফলে বিধি না করে পানির দাম বাড়াতে পারবে  না সংস্থাটি। তবে, এর আগে বাড়ানো দামে এই রায় কোনো প্রভাব ফেলবে না।

আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘বিধি প্রণয়ন ছাড়া পানির দাম নির্ধারণ ১৯৯৬ সালের ওয়াসা আইনের ২১ ও ২২ ধারার পরিপন্থি। ওয়াসা সংবিধিবদ্ধ সংস্থা, কোম্পানি নয়। এ কারণে ওয়াসার কর্মীরা প্রজাতন্ত্রের কর্মচারী। প্রজাতন্ত্রের কর্মচারীরা জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতাদি পেয়ে থাকেন। তাই ওয়াসার কর্মীরা কোনো ‘পারফরম্যান্স বোনাস’ ও ‘পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ (উৎসাহ বোনাস) পেতে পারেন না।’