দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গঠনে সরকার বদ্ধপরিকর

ডেস্ক রিপোর্ট :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গঠনের লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর।

প্রধানমন্ত্রী ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩’ উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ মার্চ) এক বাণীতে এসব কথা বলেন। আগামীকাল বুধবার (১৫ মার্চ) এ দিনটি পালিত হবে।

বাণীতে প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের সরকারের সময়োপযোগী উদার বাণিজ্যনীতি এবং সমন্বিত নীতি কৌশল যথাযথভাবে বাস্তবায়নের ফলে বাংলাদেশ এখন দেশি-বিদেশি বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর, মেট্রোরেলসহ মেগাপ্রকল্প বাস্তবায়ন বৈদেশিক বিনিয়োগ ও রপ্তানি আয় বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমি আশা করি। এর ধারাবাহিকতায় আমরা বাংলাদেশকে ২০৩১ সালের মধ্যে উচ্চমধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশের কাতারে উন্নীত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সক্ষম হবো- ইনশাল্লাহ।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটেও দেশের উৎপাদনশীলতা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। দেশের জনগণকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে উদ্বুদ্ধ করে নিরাপদ জ্বালানির সঠিক ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখেছি। দেশে শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। জ্বালানি খাতকে আধুনিক ও ডিজিটালাইজড করার জন্য সর্বাত্মক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। গ্যাস সম্পদের সুষ্ঠু ব্যবহার, নতুন নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার, গ্যাস ও কয়লাভিত্তিক অর্থনৈতিক অবকাঠামোকে সুসংহত রূপদানের পাশাপাশি পরিবেশবান্ধব ও অন্যান্য বিকল্প জ্বালানির ব্যবহার এবং জ্বালানির অপচয় রোধ করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

আমাদের সরকার ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ প্রণয়ন ও আইনের সফল বাস্তবায়নের জন্য ২০১০ সালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, অধিদপ্তরটি প্রতিষ্ঠালগ্ন থেকে ভোক্তা-অধিকার সংরক্ষণ, ভোক্তা-অধিকার বিরোধী কার্য প্রতিরোধ এবং ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ নকল ও ভেজাল রোধে অধিদপ্তর নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

শেখ হাসিনা বলেন, সকল ব্যবসায়ী ও ভোক্তার প্রতি আমার অনুরোধ প্রত্যেককেই নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দায়িত্বশীল হতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণের সুফল প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী নিষ্ঠার সাথে যথাযথ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

এবারের হজ প্যাকেজ অমানবিক

ডেস্ক রিপোর্ট :
ধর্ম মন্ত্রণালয়ের প্রতি ক্ষোভ প্রকাশ করে ঘোষিত হজ প্যাকেজকে অমানবিক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। হজের খরচ কমানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আজকের শুনানিতে ৬ লাখ ৮৩ হাজার ১৮ হজের প্যাকেজ কীভাবে নির্ধারণ করা হয়েছে এবং হজ প্যাকেজের বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ অবস্থান কি তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদকে এ তথ্য আদালতকে জানাতে বলা হয়েছে। আগামীকাল এ রিটের পরবর্তী শুনানি হবে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মো. মহসীন, অ্যাডভোকেট আশরাফ উজ জামান খান, অ্যাডভোকেট আহসান উল্লাহ প্রমুখ।

গত ১২ মার্চ হজের খরচ কমাতে সরকারের ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়ার আবেদন জানিয়ে রিট করা হয়। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও আল কোরআন স্টাডি সেন্টার সুপ্রিম কোর্টের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট আশরাফ-উজ্-জামান এ রিট করেন। রিটে সৌদি আরব ও বাংলদেশ এয়ারলাইন্স বাদেও যেকোনো এয়ারলাইন্সের টিকিটে হজে যাওয়ার অনুমতি দিতে নির্দেশনা চাওয়া হয়েছে।

চলতি বছর হজে যেতে সরকারিভাবে একটি প্যাকেজ চূড়ান্ত হয়েছে। সরকারিভাবে গত বছর দুটি থাকলেও এবার ঘোষিত একটি প্যাকেজ অনুযায়ী, হজযাত্রায় প্রত্যেক হজযাত্রীর ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা ব্যয় হবে। গত বছরের তুলনায় খরচ সর্বোচ্চ এক লাখ ৬১ হাজার ৮৬৮ টাকা বেড়েছে।

খরচ কমিয়ে চার লাখ টাকার মধ্যে পুনর্নির্ধারণ করতে ধর্ম মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ পাঠানোর পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেছেন, চলতি বছর হজের খরচ কমানো কিংবা প্যাকেজ পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

শেরেবাংলায় ইংলিশদের বাংলাওয়াশ ,ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার সিরিজ জয়ের কীর্তি গড়েছিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

রূপকথার জন্ম হয়েছিল একদিন আগেই। ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার সিরিজ জয়ের কীর্তি গড়েছিল বাংলাদেশ। টানা দুই জয়ে বাংলার আকাশে ডানা মেলেছিল ইংলিশদের হোয়াইটওয়াশ করার স্বপ্ন। তাসকিন-মিরাজরা মিলে পূরণ করলেন সেই স্বপ্ন। হোম অফ ক্রিকেটে ইংলিশদের বাংলাওয়াশের লজ্জায় ডুবাল সাকিব আল হাসানের দল।

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ৩-০ ব্যবধানে,  ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল লাল-সবুজের দল। এই প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় ও হোয়াইটওয়াশের স্বাদ পেয়েছে সাকিব আল হাসানের দল।

আজ মঙ্গলবার (১৪ মার্চ) তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে স্কোরবোর্ডে ১৫৮ রান তুলেছে বাংলাদেশ। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ইংল্যান্ড করেছে ১৪২ রান।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টসে জেতেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। চলতি সফর ও চলতি বছরে আজই প্রথমবার টস জেতেন ইংলিশ অধিনায়ক। শেরেবাংলার স্পিন উইকেটে ফিল্ডিং বেছে নেন বাটলার। তবে অধিনায়কের পরিকল্পনা ভেস্তে দিয়ে দারুণ সূচনা করে বাংলাদেশ।

ওপেনিং জুটিতে লিটন দাস ও রনি তালুকদার মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৫৫ রান। ব্যাট হাতে গেল কয়েক ম্যাচে ব্যর্থ হওয়া লিটন আজ রানের দেখা পান। যদিও শুরু থেকে ছটফট করছিলেন রনি। ব্যক্তিগত ১৭ রানে একবার জীবন পান তিনি। জফরা আর্চারের বল মোকাবিলায় শর্ট থার্ডম্যানে ক্যাচ তুলে দেন রনি। সেখানে থাকা রেহান জায়গায় দাঁড়িয়েই ক্যাচ নেন, তবে পরক্ষণেই তালগোল পাকিয়ে বল ফেলে দেন।

জীবন পেয়েও ইনিংস বড় করতে করতে পারেননি রনি। ২৪ রানেই আদিশ রশিদের ফাঁদে পড়ে বিদায় নেন তিনি। ইংলিশ তারকার বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোলারের হাতেই ক্যাচ দিয়ে ফেরেন রনি।

অবশ্য রনিকে হারিয়েও বিপদ বাড়েনি বাংলাদেশের। কারণ দ্বিতীয় উইকেটে বাংলাদেশ পায় আরেকটি চমৎকার জুটি। লিটন দাস ও নাজমুল হাসান শান্ত মিলে ইংলিশ বোলারদের পরীক্ষা নেন। এর মধ্যে ৪১ বলে ক্যারিয়ারের নবম হাফসেঞ্চুরি স্পর্শ করেন লিটন।

হাফসেঞ্চুরি ছোঁয়ার পর আরও আগ্রাসী ব্যাট করেন লিটন। সঙ্গে শান্তও ছিলেন আগ্রাসী। দুই ব্যাটারে চড়েই ইনিংস গড়ার ভিত পেয়ে যায় বাংলাদেশ। যদিও শেষ দিকে লিটন ফেরার পর রানের গতি কমে যায়। নয়ত আরও বড় সংগ্রহ গড়তে পারতো লাল-সবুজের দল। শেষ পাঁচ ওভার বাংলাদেশ রান নিতে ভুগেছে। তাতে ১৫৮ রানে গিয়ে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

ব্যাট হাতে শেষ পর্যন্ত ৫৭ বলে ১টি ছক্কা ও ১০ চারে লিটন দাস উপহার দেন ৭৩ রানের ইনিংস। এটিই টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ইনিংস। আগের সেরা ছিল পাকিস্তানের বিপক্ষে ৬৯ রান। ১৭তম ওভারের শেষ বলে দলীয় ১৩৯ রানে ভাঙে তাঁর প্রতিরোধ। ক্রিস জর্ডানের করা স্লোয়ার বল মোকাবিলায় ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে দেন ডানহাতি এই ওপেনার। লিটন ফিরলে শেষ পর্যন্ত শান্ত খেলেন ৩৬ বলে ৪৭ রানের ইনিংস। তাঁর ইনিংসটি সাজানো ছিল একটি বাউন্ডারি ও দুটি ছক্কা দিয়ে। সাকিব ৬ বলে করেন ৪ রান।

বোলিং ইনিংসের শুরুটাও দারুণ করে বাংলাদেশ। রান তাড়ায় নামা ইংল্যান্ডের প্রথম জুটি ভাঙে প্রথম ওভারেই। অভিষিক্ত তানভীরের বলে উইকেট কিপার লিটনের দৃঢ়তায় বিদায় নেন ফিল সল্ট। রানের খাতাও খুলতে পারেননি ইংলিশ ওপেনার।

তবে দ্বিতীয় উইকেট জুটিতে বাংলাদেশকে বিপদে ফেলেন বাটলার ও ডেভিড মালান। এই জুটিতে দুজন মিলে তোলেন ৯৫ রান। তাতেই বাংলাদেশের সমীকরণ কঠিন হয়ে পড়ে। ১৪তম ওভারে মুস্তাফিজ ভাঙেন এই জুটি। ফিরিয়ে দেন ৫৩ রান করা মালানকে। যেটা মুস্তাফিজদের ক্যারিয়ারের ১০০তম উইকেট। একই ওভারে মিরাজের দুর্দান্ত রান আউটে বাটলারও বিদায় নেন ৪০ রানে। তখন ম্যাচে ফেরে বাংলাদেশ।

জমে ওঠে দুদলের লড়াই। এর মধ্যেই নিজের স্পেলের শেষ ওভারে চমক দেখান তাসকিন। ১৭তম ওভারে এসেই একে একে তিনি ফিরিয়ে দেন মঈন আলি ও ডাকেটকে। তাঁর এক ওভারেই মোমেন্টাম পেয়ে যায় বাংলাদেশ। যা ধরে রেখে শেষ পর্যন্ত ১৬ রানের জয় তুলে নেয় সাকিব আল হাসানের দল।

বল হাতে ২৬ রান দিয়ে দুই উইকেট নেন তাসকিন আহমেদ। ১৭ রানে একটি নেন তানভীর। মুস্তাফিজুর রহমানের শিকারও একটি।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ২০ ওভারে ১৫৮ (রনি ২৪, লিটন ৭৩ , শান্ত ৪৭*, সাকিব ৪* ; রেহান ৩-০-২৬-০, আর্চার ৪-০-৩৩-০, রশিদ ৪-০-২৩-১, জর্ডান ৩-০-২১-১, কারান ৪-০-২৮-০, ওকস ১-০-১২-০, মঈন ১-০-১২-০)।

ইংল্যান্ড :  ২০ ওভারে ১৪২/৬ (মালান ৫৩, বাটলার ৪০, সল্ট ০, মঈন ৯, ডাকেট ১১ , কারান ৪, ওকস ১৩*, জর্ডান ২*; তানভীর ২-০-১৭-১, তাসকিন ৪-০-২৬-২, হাসান ৪-০-২৯-০, মুস্তাফিজ ৪-০-১৪-১, সাকিব ৪-০-৩০-১, মিরাজ ২-০-১৮-০)।

ফল : ১৬ রানে জয়ী বাংলাদেশ।

সিরিজ : ৩-০ ব্যবধানে জয়ী বাংলাদেশ।

সঙ্গীকে সময় দিন ৫ উপায়ে

লাইফস্টাইল ডেস্ক :

ব্যস্ত দম্পতিরা কাজের জন্য একে অপরকে খুব কম সময় দিয়ে থাকেন। বিশেষ করে নারীরা, অফিস শেষে সন্তানের দেখাশোনা ও সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। একে অপরকে সময় দেওয়া হয়ে ওঠে না। চেষ্টা করুন সঙ্গীকে কিছুটা সময় দেওয়ার। এতে ভালোবাসা হবে গভীর এবং সম্পর্ক থাকবে মধুর।

১। ব্রেকফাস্ট ডেট

আজকাল অনেক কফিশপ নাস্তার ব্যবস্থা করে থাকে। তাই বাচ্চারা ঘুম থেকে ওঠার আগেই সঙ্গীকে নিয়ে চলে যেতে পারেন কফিডেটে। দুইজন মিলে একটি শান্ত পরিবেশে ব্রেকফাস্ট করতে পারেন। সাথে কিছুটা সময় গল্পও করতে পারবেন। মাসে অন্তত একবার এটি করতে পারেন।

২। আরামদায়ক রাতের ব্যবস্থা

বাচ্চাদের কোনো আত্নীয়ের বাড়িতে একদিন রেখে আসুন। এরপর দুইজন মিলে একটি আরামদায়ক রাত কাটান। নিজেদের পছন্দের খাবার রান্না করুন,সিনেমা দেখুন, গল্প করুন।

৩। বাহ্যিক ক্রিয়াকলাপ

আপনি যদি বাইরের ক্রিয়াকলাপ পছন্দ করে থাকেন তবে বাইক ট্যুর দিতে পারেন। ঘুরে আসতে পারেন কাছাকাছি কোথাও। একসাথে সময় কাটানোর এটি একটি দুর্দান্ত উপায়।

৪। একসাথে ক্লাস করা

দুইজন মিলে একসাথে রান্নার ক্লাস বা নাচের ক্লাসে যোগ দিতে পারেন। এতে একটি নতুন দক্ষতা আয়ত্ত্ব করতে পারবেন। একসাথে সময়ও কাটাতে পারেন। এ ক্ষেত্রে একসাথে জিমেও যেতে পারেন। এতে শরীরচর্চাও হয়ে যাবে।

৫। যাদুঘর পরিদর্শন

আপনারা দুইজন শিল্পপ্রেমী বা ইতিহাস অনুরাগী যদি হয়ে থাকেন সময় করে চলে যান যাদুঘর বা আর্ট গ্যালারিতে। সঙ্গীর সঙ্গ উপভোগ করার দুর্দান্ত উপায় এটি।

করুণা নয়, ন্যায্য হিস্যা চাই

ডেস্ক রিপোর্ট :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের সংকটময় পরিস্থিতিতে অনেক উন্নয়ন অংশীদার সুদের হার বাড়িয়ে দিচ্ছে। ব্যবসায়িক অংশীদাররা অপ্রয়োজনীয় বিধিনিষেধ আরোপ করছে। এটা আমাদের অর্থনৈতিক ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। আমরা কারও কাছ থেকে করুণা নয়, ন্যায্য হিস্যা চাই।

প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার (১৪ মার্চ) বাংলাদেশ ও এডিবির ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার কারণে বিশ্ব একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন। আমরা এই ভূ-রাজনৈতিক সংকটের শিকার হলেও বাংলাদেশ মোটেও দায়ী নয়, বরং আমাদের কষ্টার্জিত অর্জনগুলোকে নস্যাৎ করছে। আমাদের একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। আমরা এ সংকটের তাৎক্ষণিক সমাধানও দেখতে পারছি না। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, সারা বিশ্বব্যাপী এ সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ বেশি কষ্ট পাচ্ছে।’

সরকারপ্রধান বলেন, ‘বেশিরভাগ দেশই খাদ্য খাটতি, জ্বালানি এবং আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছে। যার ফলে মুদ্রার অবমূল্যায়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবক্ষয় এবং মুদ্রাস্ফীতি আরও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। একটা সংকট সৃষ্টি হচ্ছে। সবচেয়ে গুরুতর উদ্বেগের বিষয় হচ্ছে, এটি বৈশ্বিক সম্প্রদায়ের দরিদ্রতম অংশকে অসামঞ্জস্যপূর্ণভাবে প্রভাবিত করছে।’

‘অনেক উন্নয়ন অংশীদার সুদের হার বাড়িয়ে দিচ্ছে, যা বেশিরভাগ প্রকল্পের জন্য উন্নয়ন অর্থায়নকে অর্থনৈতিকভাবে অকার্যকর করে তুলছে’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, একাধিক অর্থনৈতিক ধাক্কার প্রভাব মোকাবিলায় আমাদের মধ্যে সমন্বয় গড়ে তোলা অত্যন্ত জরুরি। বৈশ্বিক অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা অবধি সহজ শর্তে অর্থায়ন অব্যাহত রাখা প্রয়োজন। আর্থিক প্রতিষ্ঠানগুলো ও উন্নত দেশগুলোকে এ বিষয়ে বিশেষ নজর দিতে হবে। তাদের নজর আমরা চাই।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা কারও কাছে কোনো করুণা বা দয়া ভিক্ষা চাই না, আমরা ন্যায্য অধিকার চাই। বৈশ্বিক সম্প্রদায়ের অংশীদার হিসেবে আমরা আমাদের ন্যায্য হিস্যাই দাবি করছি। একইভাবে বৈশ্বিক ব্যবসায়ী অংশীদাররা অপ্রয়োজনীয় বাণিজ্য বিধি নিষেধ আরোপ করছে, যা সার্বিক সরবরাহ শৃঙ্খলাকে আরও ক্ষতিগ্রস্ত করছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘চলমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে আমি দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য, আইসিটি ভিত্তিক উদ্যোক্তা, মানসম্পন্ন অবকাঠোমো, জলবায়ু পরিবর্তন, মানবসম্পদ উন্নয়নের ওপর কৌশলগত গুরুত্বারোপসহ অর্থায়নে নমনীয় পদ্ধতি এবং উদ্ভাবনী অর্থায়নের জন্য এডিবির প্রতি অনুরোধ জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বেসরকারিখাতকে কাজে লাগানো একইভাবে গুরুত্বপূর্ণ, যা বিনিয়োগবান্ধব ব্যবসার পরিবেশ তৈরিতে অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।’

চীন-থাইল্যান্ড বাদে বেহাল এশীয় অর্থনীতি

আন্তর্জাতিক ডেস্ক :
চীন ও থাইল্যান্ড বাদে এশিয়ার অন্য সব দেশের অর্থনীতি বেহাল পরিস্থিতিতে আছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে থাইল্যান্ডের প্রভাবশালী পত্রিকা ব্যাংকক পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনীতির প্রতিকূল পরিস্থিতি ও ভূরাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও চলতি বছর চীন ও থাইল্যান্ডের উচ্চ জিডিপি প্রবৃদ্ধি হতে পারে।

আর্থিক সংস্থা অ্যাট্রাডিয়াসের পূর্বাভাস বলছে, এশিয়ার মধ্যে চীন ও থাইল্যান্ড ছাড়া এ অঞ্চলের অন্য দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে।

সম্প্রতি অ্যাট্রাডিয়াসের ‘রিজিওনাল ইকোনমিক আউটলুক এশিয়া’ রিপোর্টে বলা হয়েছে, আঞ্চলিক অর্থনীতি পুনরুদ্ধারে কঠোর আর্থিক শর্ত, মূল্যস্ফীতি, দুর্বল বৈশ্বিক অর্থনৈতিক পরিবেশ ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া স্পষ্টভাবে তার গতি হারাচ্ছে।

যদিও আশা করা হচ্ছে, ২০২৩ সালে চীন ও থাইল্যান্ড উচ্চ বার্ষিক প্রবৃদ্ধি দেখবে। তবে অঞ্চলের বাকি দেশগুলো সংকটপূর্ণ আর্থিক অবস্থার কারণে পিছিয়ে পড়তে পারে।

আমস্টারডামভিত্তিক কোম্পানির প্রধান অর্থনীতিবিদ বার্ট বার্গার বলেছেন, “এশীয় অর্থনীতিগুলো চলতি বছর পরিমিত প্রবৃদ্ধির পথে রয়েছে।”

উচ্চমূল্যস্ফীতির কারণে জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রবৃদ্ধি যথাক্রমে দশমিক ৭ শতাংশ ও দশমিক ৮ শতাংশে নেমে যাবে।

এদিকে শক্তিশালী স্থানীয় বাজার ও উন্নত ব্যবসায়িক পরিবেশের জন্য এশিয়ার সবচেয়ে দ্রুতবর্ধনশীল অর্থনীতি হতে চলেছে ভারত। দেশটির প্রবৃদ্ধি ৮ শতাংশ হতে পারে।

অন্যদিকে, ফিলিপাইন এ অঞ্চলে ৪ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে। আর থাইল্যান্ড ও ভিয়েতনামের প্রবৃদ্ধি পূর্বাভাস ৪ শতাংশ। তবে ৩ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে পিছিয়ে থাকবে ইন্দোনেশিয়া।

চীনা অর্থনীতি স্বল্পমেয়াদে এগিয়ে যাচ্ছে। কিন্তু এর কাঠামোগত বৃদ্ধি বাধাগ্রস্ত হয়েছে। বার্ধক্যজনিত জনসংখ্যা, কম উৎপাদনশীলতা বৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলের পরিবর্তন ও ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা চীনের অর্থনীতিকে ঝুঁকিতে ফেলেছে। কোভিড মহামারী ও চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনার ফলে ভারত, ভিয়েতনাম, মালয়েশিয়া ও থাইল্যান্ডের মতো দেশগুলো উপকৃত হচ্ছে।

এছাড়া ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে বৈশ্বিক বাণিজ্য সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। এ পরিস্থিতিতে বৈশ্বিক উৎপাদনের কেন্দ্রীয় ভূমিকায় থাকা এশিয়া ক্ষতির সম্মুখীন হতে পারে। যার প্রভাবে বিনিয়োগ, কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হ্রাসের শঙ্কা রয়েছে।

অ্যাট্রাডিয়াসের প্রত্যাশা, ২০২৪ সালে ইন্দোনেশিয়ার প্রবৃদ্ধি ৫ দশমিক ৫ শতাংশ ও থাইল্যান্ডের প্রবৃদ্ধি ৪ দশমিক ৪ শতাংশে উন্নীত হবে।

আমেরিকায় বড় দুই ব্যাংকের পতন

আন্তর্জাতিক ডেস্ক :
মাত্র তিন দিনের ব্যবধানে আমেরিকায় বৃহৎ দুই ব্যাংকের পতন হয়েছে। এর জেরে ডলারের মান কিছুটা কমেছে; আর এই অবনমনের জেরেই বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেল ও স্বর্ণের দাম।

আন্তর্জাতিক স্বর্ণের বাজার পর্যবেক্ষণকারী সংবাদমাধ্যম কিটকো’র এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (২৮ দশমিক ৩৫ গ্রাম) স্বর্ণ বিক্রি হয়েছে ১ হাজার ৯০০ ডলারে, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৫৮৩ টাকা।

ভারতীয় উপমহাদেশের (পাকিস্তান-ভারত-বাংলাদেশ) বাজারে ভরি বা তোলা (১১ দশমিক ৬৬ গ্রাম) হিসেবে স্বর্ণের কেনাবেচা চললেও আন্তর্জাতিক বাজারের স্বীকৃত পরিমাপ পদ্ধতি হল আউন্স। হিসাব অনুযায়ী, এক আউন্সের একটি স্বর্ণখণ্ডের ওজন আড়াই ভরির সমান।

কিটকো’র তথ্যানুযায়ী, রবিবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১ হাজার ৮৮১ দশমিক ৪০; অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৯৮ হাজার ৬১৯ টাকা ৩৯ পয়সা। শতকরা হিসেবে একদিনের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে দশমিক ৭৬ শতাংশ।

মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে অধিকাংশ গ্রাহক তাদের সঞ্চয়ের অর্থ তুলে নেওয়ায় শনিবার ধসে পড়ে আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাংক। তার মাত্র তিন দিনের মধ্যে একই পরিণতি ঘটে অপর মার্কিন ব্যাংক সিগনেচারের ক্ষেত্রেও। তারল্য সংকট চলতে থাকায় রবিবার নিউইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংক বন্ধ ঘোষণা করে নিয়ন্ত্রণ নেয় দেশটির কেন্দ্রীয় সরকারের সংস্থা ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি)। এসভিপি ও সিগনেচার— উভয়ই আমেরিকায় বৃহৎ ব্যাংকের পর্যায়ভুক্ত।

ডলারের মান অনুসরণকারী মার্কিন সূচক ইউএস ডলার ইনডেক্সের তথ্যানুযায়ী, পর পর দু’টি ব্যাংকের পতনের পর বিভিন্ন শক্তিশালী মুদ্রা, যেমন— ব্রিটেনের পাউন্ড, কানাডিয়ান ডলার, জাপানের ইয়েন, সুইডেনের ক্রোনা ও সুইজারল্যান্ডের ফ্রাঙ্কের তুলনায় সোমবার ডলারের অবনমন ঘটেছে দশমিক ৫৮ শতাংশ।

এই ব্যাপারটি বেশ তাৎপর্যপূর্ণ, কারণ গত বছর জুন মাসের মাঝামাঝি অন্যান্য শক্তিশালী মুদ্রার তুলনায় লাগামহীনভাবে বাড়ছিল ডলারের দাম।

এদিকে, ডলারের অবনমনের পর সোমবারই বেড়েছে জ্বালানি তেলের দাম। বাজার পর্যালোচনা করে জানা গেছে, এই দিন অপরিশোধিত জ্বালানি তেলের দুই ব্র্যান্ড— ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট— উভয়েরই দাম ব্যারেলপ্রতি বেড়েছে শতকরা দশমিক ৩০ শতাংশ।

বাংলাওয়াশের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

ক্রিস জর্ডানের বলে তাসকিন আহমেদ পরপর দুটো চার মারলেন। প্রথম চারে চাপ কমলো, দ্বিতীয় চারে হলো ইতিহাস। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টানা দুই ম্যাচ হারিয়ে টি-টোয়েন্টিতে ঐতিহাসিক সিরিজ জিতলো বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে গতকাল রোববার (১২ মার্চ) এমন এক ইতিহাস গড়েছে টাইগাররা, যা সিরিজ শুরুর আগেও কেউ ভাবতে পারেনি। রূপকথা তৈরির পর সাকিব আল হাসানদের এবার হাতছানি দিয়ে ডাকছে ইংলিশদের বাংলাওয়াশ করার সুযোগ। সেই লক্ষ্যে আজ মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুরে বিকেল তিনটায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

দ্বিতীয় মেয়াদে প্রধান কোচ হয়ে আসার পর দলটাকে বদলে দিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। অধিনায়ক সাকিব ও হাথুরুসিংহে মিলে তারুণ্যের সমন্বয়ে যে দল গড়লেন, তারা রীতিমতো উড়িয়ে দিয়েছে বিশ্বসেরাদের। দুই ম্যাচেই নাজমুল হোসেন শান্তর ধারাবাহিকতা, মেহেদী হাসান মিরাজের অলরাউন্ডিং পারফরম্যান্স, বল হাতে মুস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদের জ্বলে ওঠা; সবমিলিয়ে দুর্দান্ত ছন্দে আছেন টাইগাররা। কাল তাই জয় ছাড়া অন্যকিছু ভাবছে না কেউই।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে শামীম হোসেনের পরিবর্তে মিরাজকে খেলিয়েছিল বাংলাদেশ। ক্যারিয়ারসেরা বোলিং করে হয়েছেন ম্যাচসেরা। সিরিজ জয়ের পর শেষ ম্যাচেও দলে আসতে পারে পরিবর্তন। সুযোগ দেওয়া হতে পারে তানভীর আহমেদকে। তাকে জায়গা দিতে বিশ্রামে যেতে পারেন নাসুম আহমেদ। পেস আক্রমণেও আছে বদলের সম্ভাবনা। হাসান মাহমুদকে বিশ্রামে রেখে খেলানো হতে পারে নুরুল হাসান সোহানকে।

অন্যদিকে আহত সিংহ ইংল্যান্ড চাইছে শেষ ম্যাচে জয়ের হাসি হাসতে। এতে অন্তত এড়ানো যাবে বাংলাওয়াশের লজ্জা। একাদশে পরিবর্তন আনবে তারাও। ক্রিস জর্ডানের জায়গায় সুযোগ পেতে পারেন রিচি টপলি। তাই সিরিজ বগলদাবা করলেও ম্যাচটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বাংলাদেশের সামনে। বরং ভক্ত-সমর্থকদের চাওয়া শেষ ম্যাচেও শেষ হাসি হাসুক বাংলাদেশ। ইংলিশদের বাংলাওয়াশ করার সুযোগ যে রোজ রোজ আসবে না।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, তানভীর আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ : জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, জফরা আর্চার, আদিল রশীদ, মার্ক উড, রিচি টপলি।

দেশের দুই বিভাগে বজ্রসহ হতে পারে বৃষ্টিপাত

আবহাওয়া ডেস্ক :
দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবন ও পটুয়াখালী জেলা সমূহের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।

আগামী তিনদিনে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

বিশ্বের দ্বিতীয় দূষিত বাতাসের শহর ঢাকা

ডেস্ক রিপোর্ট :

ঢাকার বাতাসের বর্তমান অবস্থা ‘অস্বাস্থ্যকর’। আজ মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ৯টা ২৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৯৪ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান দ্বিতীয়।

একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

ভারতের দিল্লি ও নেপালের কাঠমান্ডু যথাক্রমে একিউআই ২৮২ ও ১৭৯ স্কোর নিয়ে তালিকার প্রথম ও তৃতীয় স্থান দখল করেছে।

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।