রাবিতে দুদিনের ক্লাস ও পরীক্ষা স্থগিত

ডেস্ক রিপোর্ট :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে বিনোদপুর। আজ শনিবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছে। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। ফলে আগামীকাল রোববার ও পরদিন সোমবার সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাল্টাপাল্টি ধাওয়া চলছিল। সংঘর্ষে পুলিশ বক্স ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেখানে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। তবে, ‌ এ বিষয়ে জানতে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক আহতদের তথ্য নিশ্চিত  করে জানান, আহতদেরকে রাবি মেডিকেলে ও রামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে।

আহতদের পরিচয় জানা যায়নি। সংঘর্ষের তথ্য বলছে, বগুড়া থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী আলামিন আকাশ রাজশাহী আসছিলেন। বাসের সিটে বসাকে কেন্দ্র করে গাড়ির ড্রাইভার শরিফুল ও সুপারভাইজার রিপনের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট এসে আবারও সুপারভাইজারের সঙ্গে ঝামেলা বাধে। তখন স্থানীয় এক দোকানি এসে শিক্ষার্থীদের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে উভয়র মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তখন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড় হন এবং স্থানীয় দোকানদারে ওপর চড়াও হন।

সীতাকুণ্ডে তুলার গোডাউনের আগুন ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

ডেস্ক রিপোর্ট :

চট্টগ্রামের সীতাকুণ্ডে তুলার গোডাউনের আগুন ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। উপজেলার কুমিরা ইউনিয়নের হিঙ্গিরি পাড়া এলাকায় শনিবার (১১ মার্চ) সকালে নেলসন কন্টেইনার ডিপোর পাশে ইউনিটেক্স স্পিনিং মিলের তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে গুদামের সংস্কার কাজের ওয়েল্ডিং থেকে আগুন ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে পানি সংকটে আগুন নেভানো কঠিন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গত পাঁচদিন ধরেই এই গুদামে সংস্কার কাজ চলছিল। শনিবার সকাল সাড়ে দশটার দিকে হুট করেই গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো গুদামে। প্রত্যক্ষদর্শীরা বলছে, সংস্কার কাজের ওয়েল্ডিংয়ের ফুলকি থেকে এই আগুন ছড়িয়ে পড়তে পারে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক আবদুল হালিম বলেন, খবর পেয়ে প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের স্থানীয় দুটি ইউনিট। পরে চট্টগ্রাম শহর থেকে যোগ দেয় আরও ৮টি ইউনিট। শুরুতে ঘটনাস্থলের আশেপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে চ্যালেঞ্জের মুখে পড়ে দমকলকর্মীরা। পরে অনেক দূর থেকে পানি সংগ্রহ করে আগুন নেভানোর কাজ শুরু হয়। তুলার লাগা আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে তাঁদের।

তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির ব্যাপারে নিশ্চিত হতে পারিনি ফায়ার সার্ভিস।

ইউনিটেক্স স্পিনিংয়ের পরিচালক ফারহান আহমেদ বলেন, গুদামটিতে প্রায় ১০০ কোটি টাকার সুতার কাঁচামাল ছিল; যা বিদেশ থেকে আমদানি করা হয়েছিল। গুদামে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল। ওয়েল্ডিংয়ের সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করাও হয়েছিল। এরপরও কীভাবে আগুন ছড়িয়ে পড়লো সেটি নিশ্চিত করে বলতে পারছি না।

প্রসঙ্গত, সপ্তাহখানেক আগে ঘটনাস্থলের কাছাকাছি সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ ও আগুনে এখনও পর্যন্ত ৭ জন নিহত হয়েছে। এর আগে গত বছরের ৪ জুন একই এলাকায় বিএম ডিপোতে আগুন ও বিস্ফোরণে মারা গেছে ৫১ জন।

বিস্ফোরণের ঘটনায় নাশকতার প্রমাণ পাওয়া যায়নি

ডেস্ক রিপোর্ট :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাম্প্রতিক ঘটা বিস্ফোরণের ঘটনায় এখনো কোনো নাশকতার প্রচেষ্টা দেখিনি। আমাদের গোয়েন্দা সংস্থা এ পর্যন্ত যে রিপোর্ট দিয়েছে, সেখানে আমরা কোনো নাশকতার প্রমাণ পাইনি। নাশকতার কোনো পরিকল্পনার সংবাদও আমাদের কাছে আসেনি ।

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আজ শনিবার (১১ মার্চ) দুপুরে একটি রিসোর্টে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রত্যেকটি জায়গায় আমাদের বিশেষজ্ঞ দল, বোম্ব ডিসপোজাল ইউনিট, আর্মি ও পুলিশের বিশেষজ্ঞ টিম পর্যবেক্ষণ করেছিল। কোন বিস্ফোরণে এখনো পর্যন্ত বিস্ফোরকের সন্ধান পায়নি। এখনো আমাদের অনুসন্ধান চলছে। আমাদের ধারণা  গ্যাস থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিদ্দিকবাজারের ঘটনাটি এমনটাই অনুমান করা হচ্ছে।’

আওয়ামী লীগ কোনো চক্রান্তে ভয় পায় না মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘আমাদের আগামী নির্বাচন হবে এবছরের শেষ কিংবা ২০২৪ সালের প্রথমে। আওয়ামী লীগ কখনোই কোনো চক্রান্তে বিশ্বাস করে না। জনগণের ভোট এবং জনগণের সমর্থন নিয়ে আওয়ামী লীগ চলে।  কোনো ষড়যন্ত্র কিংবা চক্রান্তকে আমরা ভয় পাই না। এগুলো মোকাবিলা করেই আমরা চলছি।’

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ইলেকশনের সময় তাদের রাজনৈতিক প্রপাগান্ডা করবে এটাই স্বাভাবিক। সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ বিরোধীদল বলুন কিংবা ভিন্ন পথের রাজনীতি বলুন সবাই যার যার কৌশল অবলম্বন করবে। কিন্তু কেউ যদি কোনোরকম বিশৃঙ্খলার চেষ্টা করে, ভাঙচুরের চেষ্টা করে অগ্নিসংযোগের চেষ্টা করে, ষড়যন্ত্রের চেষ্টা করে তাহলে আমাদের গোয়েন্দা বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তারা তাদের কাজ করবেন।

সমিতির সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে ও মহাসচিব মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মিজানুর রহমান সিনহা প্রমুখ। দিনভর অনুষ্ঠানে অংশ নেন মুন্সীগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার হাজারও মানুষ। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে মেলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।

সাগরে ভাসছে ১৩০০ অভিবাসন প্রত্যাশী

আন্তর্জাতিক ডেস্ক :

ভালো ভবিষ্যতের আশায় ইউরোপে পাড়ি দেওয়া অভিবাসন প্রত্যাশীর সংখ্যা কমছেই না। সপ্তাহ দুয়েক আগে ইতালি উপকূলে বৈরি আবহাওয়ায় নৌকা ডুবিতে মারা যায় ৭৩ অভিবাসন প্রত্যাশী। সেই রেশ কাটতে না কাটতেই আরও তিনটি কাঠের নৌকায় দেখা দিয়েছে ইতালির সমুদ্র সীমায়। ওই তিন নৌকায় রয়েছে অন্তত এক হাজার ৩০০ অভিবাসন প্রত্যাশী। তাদের উদ্ধারে ইতোমধ্যে কাজ শুরু করেছে ইতালির কোস্টগার্ড।

আজ শনিবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা। আর গতকাল শুক্রবার ইতালির কোস্টগার্ড এক বিবৃতিতে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার অভিযানের কথা জানায়। বিবৃতিতে তারা বলে, ‘ক্যালিব্রিয়া উপকূলে ভাসতে থাকা অভিবসান প্রত্যাশীদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। তবে, নৌকাতে বহু সংখ্যক মানুষ থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।’

ইতালির কোস্টগার্ডের ধারণা, তাদের সমুদ্র সীমায় থাকা ওই তিন নৌকায় এক হাজার ৩০০ অভিবাসন প্রত্যাশী রয়েছে।

আল-জাজিরা বলছে, উপকূল থেকে এক হাজার ১২৫ কিলোমিটার দূরে (৭০০ মাইল) ইতালি পেনিনসুলা (উপদ্বীপ) থেকে ৫০০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধারের জন্য কোস্টগার্ডের জাহাজ পাঠানো হয়েছে। আর ক্যালাব্রিয়া উপকূল থেকে ১৬০ কিলোমিটার দূরে দুটি নৌকায় থাকা ৮০০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধারে কোস্টগার্ডের আরও একটি জাহাজ পাঠানো হয়েছে।

ইতালির সংবাদ সংস্থা এএনএসএ জানিয়েছে, অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারে নৌবাহিনীর টহলরত জাহাজের কাছে সাহায্য চেয়েছে কোস্টগার্ড। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এএনএসএ বলছে, সহায়তা দেওয়ার জন্য সামরিক জাহাজটি পূর্ণ গতিতে এগিয়ে চলেছে।

প্রতিবেদনে আল-জাজিরা আরও জানায়, গত ২৬ ফেব্রুয়ারি ক্যালিব্রিয়া উপকূলের অদূরে নৌকাডুবির ঘটনার পর থেকেই ইতালির উদ্ধার জাহাজ নিয়ে প্রশ্ন উঠে। দুই সপ্তাহ আগের ঘটনায় গতকাল অর্থাৎ, শুক্রবারও দেশটির উপকূল থেকে এক অভিবাসন প্রত্যাশী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে অনেকে। এখন পর্যন্ত কাঠের নৌকাটি উদ্ধার করতে পারেনি ইতালি। এমনকি, বৈরি আবহাওয়ার জন্য দেশটির পুলিশ বাহিনীর জাহাজগুলো দুর্ঘটনাস্থলে যেতে পারেনি। বাধ্য হয়ে ফিরে এসেছে তারা। কোস্টগার্ডের অত্যাধুনিক জাহাজ থাকলেও উদ্ধার অভিযানে এখনও তাদের সংযুক্ত করা হয়নি।

ইইউ বর্ডার কন্ট্রোল এজেন্সি ফ্রন্টটেক্স সতর্কতার পরও অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার অভিযানে ইতালি কর্তৃপক্ষের গাফিলতি ছিল কিনা তা তদন্ত করছে প্রসিকিউটররা। তবে, ইতালি ডানপন্থী সরকার এই অভিযোগ অস্বীকার করছে।

গত বুধবার থেকে এ পর্যন্ত তিন হাজার অভিবাসন প্রত্যাশী নৌকা করে ইতালি উপকূলে পৌঁছেছে। গত বছরের মার্চ মাসে এই সংখ্যা ছিল মাত্র এক হাজার ৩০০।

এদিকে, শুধুমাত্র শুক্রবার দক্ষিণ ইতালির ল্যাম্পপেদুসা দ্বীপ থেকে ৫০০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। এএনএসএ বলছে, বৃহস্পতিবার ৪১টি ছোট নৌকায় করে এক হাজার ৮৬৯ অভিবাসন প্রত্যাশী  ল্যাম্পপেদুসায় পৌঁছেছে, যা একটি রেকর্ড।

স্বাধীনতার সুফল ব্যর্থ হতে দেব না

ডেস্ক রিপোর্ট :

বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেছেন, ‘আমরা নাকি কিছুই করি নাই। আজ ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলে বিদেশে বসে তারা রাজনীতি করে। এখন ঘরে ঘরে বিদ্যুৎ। বিদ্যুৎ দিয়েছি বলেই তো এত কথা বলার সুযোগ পাচ্ছে। তারা আমাদের সুযোগ ভোগ করে আমাদের বিরুদ্ধে অপবাদ দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা স্বাধীনতার সুফল ব্যর্থ হতে দেব না।’

আজ শনিবার (১১ মার্চ) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।

এসময় বিএনপিসহ বিরোধী দলগুলোর সমালোচনা করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘ওরা মিথ্যা কথা বলে বলে আমাদের স্বাধীনতার সুফল ব্যর্থ করতে চায়। তবে তারা এতে সফল হবে না, আমরা তা হতে দেব না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।’

বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা আরও বলেন, ‘আমরা নাকি কিছুই করি নাই। আজ ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলে বিদেশে বসে তারা রাজনীতি করে। এখন ঘরে ঘরে বিদ্যুৎ। বিদ্যুৎ দিয়েছি বলেই তো এত কথা বলার সুযোগ পাচ্ছে। তারা আমাদের সুযোগ ভোগ করে আমাদের বিরুদ্ধে অপবাদ দিয়ে যাচ্ছে।’

দেশের সামগ্রিক উন্নয়ন চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আমরা ইতোমধ্যে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছি, আমাদের এই মর্যাদা ধরে রাখতে হবে। এগিয়ে যেতে হবে। ২০৪১ সালের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। কৃষি, অর্থনীতি, স্বাস্থ্য সব হবে স্মার্ট। তৃণমূল পর্যন্ত মানুষ উন্নত জীবন পাবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকারই ময়মনসিংহ বিভাগ করে দিয়েছে। এটি চমৎকার একটি বিভাগ। শিক্ষা ও ফসল উৎপাদনে উন্নত একটি বিভাগ হবে এই ময়মনসিংহ। এখানে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। একটি বিভাগের উপযোগী সব কাজ আমরা এখানে করে দেব। আরও আগেই করতে পারতাম। করোনাভাইরাসের কারণে প্রচণ্ড চাপ আসে। বিনা পয়সায় করোনাভাইরাসের ভ্যাকসিন দিয়েছি। অনেক উন্নত দেশও যা পারেনি।’

শেখ হাসিনা বলেন, ‘এই অঞ্চলে বিএনপির আমলে সন্ত্রাস-জঙ্গিবাদ ছিল। এই ময়মনসিংহে চারটি সিনেমা হলে একযোগে বোমা হামলা হয়। প্রতিনিয়ত সারা দেশে বোমা হামলা। এটাই ছিল বিএনপির আমল। তাদের শাসন মানেই সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট। ওদের ক্ষমতায় থাকা মানেই মানুষকে শোষণ, বঞ্চনা, অত্যাচার। আর আওয়ামী লীগ মানেই উন্নয়ন।’

আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, ‘আমরা মানুষকে ঘর করে দিচ্ছি। আর তারা ভূমি দখল করেছে। আমার মনে আছে, ময়মনসিংহের গফরগাঁওয়ে আওয়ামী লীগের এক নেতার বাড়ি তারা দখল করে পুকুর কেটে গাছ লাগিয়ে দেয়। আওয়ামী লীগ ক্ষমতায় এসে যাদের মাথা গোঁজার ঠাঁই নেই, তাদের ঘর করে দিচ্ছে। ইতোমধ্যে ৩৫ লাখ মানুষকে ঘরে দিয়েছি। আরও ৪০ লাখ মানুষকে ঘর করে দেব।’

বিএনপি নেত্রী বেগম  খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘তিনি (খালেদা জিয়া) মেট্রিক পরীক্ষা দিয়েছিলেন। পাস করেছিলেন অঙ্ক আর উর্দুতে। উর্দু পাকিস্তানের ভাষা, তার প্রিয় ভাষা। আর অঙ্ক হলো টাকা গোনায় লাগে। এজন্য এই দুটিতে পাস করেছেন। আর কোনোটাতে পাস করতে পারেননি। জিয়া ছিলেন মেট্রিক পাস। আর খালেদা মেট্রিক ফেল। পরে কোথায় থেকে যেন একটা সার্টিফিকেট নিয়েছে। কী পাস করেছে কেউ বলতে পারে না। এজন্য বাংলাদেশের মানুষ শিক্ষিত হোক, উন্নত হোক সেটা এরা চায় না।’

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি তরুণদেরকে বলব আপনারা উদ্যোক্তা হন। সাথে সাথে মা বোনদেরও বলব উদ্যোগ গ্রহণ করুন। আপনাদের জন্য আমি পল্লী উন্নয়ন ব্যাংক করে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দিচ্ছি।’

শিক্ষার্থীরা জড়াচ্ছে কিশোর গ্যাংয়ে

ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রামে অপরাধে জড়িয়ে পড়ছে কোমলমতি শিক্ষার্থীরা। মাধ্যমিকের গন্ডি পার না হলেও তারা নিজেদের তৈরি করছে ‘নেতা’র স্টাইলে। গ্রুপ বেঁধে যায় নেতার কাছে। আবার ওই নেতার নির্দেশে অনেকে জড়িয়ে পড়ছে মারামারি, ছিনতাইসহ নানা অপরাধে। কথিত নেতাদের প্রশ্রয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে এসব শিক্ষার্থী। আর এই কিশোর গ্যাং গড়ে উঠছে কোচিং সেন্টারে পড়ার নামে বাসা থেকে বের হয়ে নানা ধরনের কিশোরের সঙ্গে পরিচয়, চলাফেরায়।

জানা যায়, নগরীর চকবাজার, জামালখান এলাকায় কোচিং সেন্টারে পড়ার নামে বিভিন্ন আড্ডায় যোগ দেওয়ার মাধ্যমে এক সময় অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে কোমলমতি এসব শিক্ষার্থী। এরপর নিজেরাই একটি গ্রুপ তৈরি করে স্থানীয় কোনো কথিত ‘বড়ভাই’য়ের শেল্টারে কাজ করে। নানা সময়ে সুবিধা-অসুবিধায় কথিত ‘বড়ভাই’দের কাছে গিয়ে নিজেদের সঁপে দেয়। আর এ সুযোগ কাজে লাগিয়ে নানা অপরাধে তাদের সম্পৃক্ত করা হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় ছুরি, চাকু, হকিস্টিক। তাদের ব্যবহার করে শোডাউন দিয়ে কথিত বড়ভাইয়েরা মূলত চঁাঁদাবাজি, ছিনতাই, ইভ টিজিং, আধিপত্য বিস্তার করে। আবার অনেক সময় এক ‘বড়ভাই’ থেকে সরে অন্য ‘বড়ভাই’য়ের কাছে গেলে রোষানলের শিকারও হতে হয়। কোচিং সেন্টারের কয়েকজন শিক্ষক বলেন, আমাদের কাজ কোনো শিক্ষার্থী কোচিং সেন্টারে এলে পাঠদান করা। তারা যদি কোচিং সেন্টারের নামে অন্য কোথাও গিয়ে অপরাধে জড়িয়ে পড়ে তা তো আমাদের জানার কথা নয়। পরিবারকে এসব বিষয় দেখতে হবে এবং ছেলে কার সঙ্গে  মেশে সেই খোঁজ রাখতে হবে। অনেক শিক্ষার্থীকে দেখা যায় নানা অপরাধে জড়ায় বড়ভাইয়ের ছত্রছায়ায়। কিন্তু তাদের কিছু বলা যায় না, কারণ তাদের মদদদাতা হিসেবে আছেন রাজনৈতিক দলের কোনো নেতা এবং প্রভাবশালী। এসব বড়ভাইয়েরা তাদের পৃষ্ঠপোষকতা দিয়ে জমি দখল, মারামারি, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন কর্মকান্ডে ব্যবহার করে। এসব কাজে শিক্ষার্থীদের বাধা দিলে তারা ওইসব বড়ভাইদের মাধ্যমে আমাদের ওপর অত্যাচার চালায়। তাই অনেক সময় দেখেও না দেখার মতো চলতে হয় আমাদের। সম্প্রতি কিশোর অপরাধী চক্র বা কিশোর গ্যাং পরিচালনার অভিযোগে নগরের চকবাজার এলাকা থেকে ১৭ বছরের কম বয়সী ৭ কিশোর শিক্ষার্থীকে গ্রেফতার করে র‌্যাব। তাদের বিরুদ্ধে ছিনতাই, মারামারিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ ছিল। গ্রেফতারকৃত ৭ কিশোরই নগরের বিভিন্ন স্কুলের দশম শ্রেণির ছাত্র। ‘ডট গ্যাং’ কিশোর গ্যাংয়ের সদস্য তারা। তাদের গ্রুপে তিনটি স্কুলের প্রায় ৪০ শিক্ষার্থী রয়েছে। ফেসবুকে প্রকাশ্যে অপরাধকর্মের বিবরণ শেয়ার করে নিজেদের বীরত্ব প্রকাশ করে তাদের ‘গ্যাং লিডার’ হোসাইনুল আমিন মিম। সে আগে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল। নগরীর চকবাজার থানায় তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার পর মুচলেকা দিয়ে ছাড়া পায়। এরপর লেখাপড়া ছেড়ে চলে যায় চকরিয়ার বদরখালীতে। সেখান থেকে চট্টগ্রাম শহরে এসে অপরাধ কর্মকান্ড পরিচালনা করত। র‌্যাবের চট্টগ্রাম জোনের সদর কোম্পানি কমান্ডার মাহফুজুর রহমান জানান, চকবাজারে অন্তত পাঁচটি গ্রুপ আছে। আমরা তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করেছি। তাদের মদদদাতা হিসেবে যাদের নাম আসছে, তাদের কয়েকজনের ওপর নজরদারি শুরু করেছি। সম্পৃক্ততা পেলে আইনের আওতায় নিয়ে আসব।

১৬ দিন মুম্বাইয়ে ছিলাম হিন্দি শিখে গেছি

বিনোদন ডেস্ক :

বাংলাদেশের সিনেমা হলে হিন্দি সিনেমা মুক্তির ঘোর বিরোধিতা করছেন চিত্রনায়ক জায়েদ খান।

কারণ হিসাবে এই নায়ক এক আয়োজনে উপস্থিত সাংবাদিকদের বলেছেন, ‘গত ১৬ দিন মুম্বাই গিয়েছিলাম কাজে। সেখানে এ কদিন থেকেই হিন্দি ভাষা শিখে গেছি। আমাদের হলগুলোতে হিন্দি ছবি চললে শিশুরা হিন্দি ভাষা শিখবে। বাংলা সংস্কৃতি চর্চা ভুলতে শুরু করবে। যে ভাষার জন্য রক্ত দেওয়া হলো, যুদ্ধ করা হয় সেই ভাষা হারিয়ে যাবে। হিন্দি ছবি আনার চেয়ে আমাদের তৈরি করেন।’

শত কোটি ব্যয়ে নির্মিত হিন্দি সিনেমা বাংলাদেশে এলে এদেশের সিনেমা ধ্বংস হয়ে যাবে বলেও মনে করেন জায়েদ খান। তিনি বলেন, ‘আমাদের দেশে হল নামে যেসব গোটাউন আছে সেগুলো ঠিক করে ভালো পরিবেশ দেন, দেখবেন দর্শক বাংলা ছবি দেখতে আসবে। এক পাঠান নিয়ে লাফিয়ে লাভ নেই। সব ছবি হিট হয় না। শেহজাদা, সেলফি সবগুলো ফ্লপ গেছে।’

নয় বছর আগে  হিন্দি সিনেমা আমদানি বন্ধে জায়েদ খান কাফনের কাপড় পড়ে রাস্তায় নেমেছিলেন।

সম্প্রতি চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন দেশের সিনেমা হলে হিন্দি সিনেমা মুক্তির ব্যাপারে একমত হলেও এখনও তথ্য মন্ত্রণালয় থেকে অনুমতি মেলেনি।

উৎসবের নগরীতে পরিণত হয়েছে ময়মনসিংহ

ডেস্ক রিপোর্ট :

চতুর্থবারের মতো আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে ময়মনসিংহ এখন পরিণত হয়েছে উৎসবের নগরীতে। আজ শনিবার (১১ মার্চ) সাড়ে চার বছর পর ময়মনসিংহে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ময়মনসিংহ বিভাগ ও সিটি করপোরেশনসহ নানা উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন নিয়ে শহর সেজেছে নবরূপে। সব প্রস্তুতি শেষে বঙ্গবন্ধুকন্যাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এখানকার লাখ লাখ মানুষ।

সাড়ে চার বছর পর প্রধানমন্ত্রী ময়মনসিংহ গিয়ে আজ ৭৩টি নবনির্মিত প্রকল্পের দ্বার উন্মোচন করবেন। ঐতিহ্য ও সংস্কৃতির এই নগরীকে পূর্ণতা দিতে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আরও ৩০টি প্রকল্পের। প্রতিষ্ঠা করা হয়েছে ৩২ উপজেলার সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন লাইন। কমপক্ষে ২১টি স্কুল-কলেজে নির্মাণ করা হয়েছে নতুন একাডেমিক ভবন।

আর এসব নিয়ে উচ্ছ্বাস রয়েছে ময়মনসিংহের প্রান্তিক মানুষের মধ্যেও। তারা বলেন, ‘প্রধানমন্ত্রী আসবেন অনেক উপহার নিয়ে। আগেও দিয়েছেন, এবারও দেবেন। সবার মুখে হাসি ফোটাবেন তিনি। ময়মনসিংহবাসীরও এবার কিছু দেওয়ার পালা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ময়মনসিংহ প্রস্তুত।’

সরকার প্রধানের আগমন উপলক্ষে পুরো ময়মনসিংহ ঝকঝকে-তকতকে করা হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভাস্থল ময়মনসিংহের সার্কিট হাউস মাঠের সব কাজ শেষ হয়েছে। ওই এলাকা ঘিরে গড়ে তোলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

শুধু সমাবেশস্থলেই নয়, গোটা ময়মনসিংহ নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে কাজ করছেন বিপুল নিরাপত্তা বাহিনীর সদস্য।

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, ‘মঞ্চের কাজ শেষ হয়েছে। যারা আসবেন তাদের যেন কোনো অসুবিধা না হয়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে। সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি, এই সমাবেশ সুন্দর ও সার্থক হবে।’

সার্কিট হাউস মাঠের জনসভায় ১২ লাখের বেশি জনসমাগম ঘটবে বলে আশা করছেন নেতারা। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম বলেন, ‘আশা করছি এই মাঠে তিল ধারণের ঠাঁই থাকবে না। মাঠ ভর্তি হয়ে ময়মনসিংহ শহরের রাস্তাঘাটও পূর্ণ হয়ে যাবে। এটি হবে স্মরণকালের বৃহত্তম জনসভা। এর জন্য সব ধরনের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি।’

লাল ফিতার দৌরাত্ম্য দূর করা হবে

ডেস্ক রিপোর্ট :

ব্যবসা ও বাণিজ্যের পরিবেশ উন্নয়ন এবং বিনিয়োগের ক্ষেত্রে সরকারের উদারতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লাল ফিতার দৌরাত্ম্য দূর করা হবে। যে বিষয়ে সিদ্ধান্ত হবে, সঙ্গে সঙ্গে বাস্তবায়নও হবে।

আজ শনিবার (১১ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ বিজনেস সামিট- ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার বিনিয়োগ ও ব্যবসার পরিবেশের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সেটি আরও সংস্কার ও ব্যবসাবান্ধব করা হবে। লাল ফিতার দৌরাত্ম্য দূর করা হবে। যে বিষয়ে সিদ্ধান্ত হবে, সঙ্গে সঙ্গে বাস্তবায়ন হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বেসরকারি খাতের নেতৃত্বে রপ্তানি আয় ৬০ বিলিয়ন ডলার পার হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ হলে আমাদের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এজন্য আমি দেশের ব্যবসায়ী সম্প্রদায়কে এসব চ্যালেঞ্জ মোকাবিলার মানসিকতা নিয়ে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। আমি কোনো হতাশার কথা শুনতে চাই না। আমরা সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা করব।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘একসময় বাংলাদেশ বন্যা-খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে পরিচিতি পেত। এখন কিন্তু সে অবস্থা নেই। এখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। গত ১৪ বছরে আমরা বাংলাদেশের ব্যাপক পরিবর্তন করতে সক্ষম হয়েছি। এমনকি করোনাকালেও বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি। আমরা যে পারি, সেটা প্রমাণ করেছি পদ্মা সেতু নিজ অর্থায়নে করে।’

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।