অর্ধেকে নেমেছে গরুর মাংসের বিক্রি

ডেস্ক রিপোর্ট :

প্রতিদিনই বাড়ছে নিত্যপণ্য থেকে শুরু করে মাছ-মাংসের দাম। সাধারণ ও নিম্নবিত্ত মানুষের ক্রয় ক্ষমতাও অনেক কমে গেছে। তারই প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে। দাম বাড়ার কারণে ও ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় মাংসের বাজারে একবারে ক্রেতা নেই। মাংস ব্যবসায়ীরাও ক্ষতি গুনছেন কেননা আগের থেকে অর্ধেক মাংসও বিক্রি হচ্ছে না।

আজ শুক্রবার (১০ মার্চ) রাজধানীর কারওয়ানবাজার, কাপ্তানবাজার, কাজীপাড়া, মিরপুর, যাত্রাবাড়ী, সিদ্দিকবাজারসহ কয়েকটি এলাকায় গিয়ে দেখা গেছে, সকাল থেকেই মাংস নিয়ে বসে আছেন বিক্রেতারা। তবে, চিত্র ভিন্ন, ক্রেতাই খুঁজে পাওয়া যাচ্ছে না।

যাত্রাবাড়ীতে সকালে গিয়ে দেখা গেছে, দোকান খুলে মাংস ঝুলিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রেতারা। সকাল ১০ টা পর্যন্ত কোনো ক্রেতাই আসেননি দোকানে।

যাত্রাবাড়ীর খাসির মাংসের বিক্রেতা হাসেম বলেন, ‘বাজারে মাংসের দাম বেড়েছে, বিক্রি হচ্ছে না। ক্রেতা একবারে নেই। আগে দিনে ৪/৫ টা খাসি জবাই করতাম। তখন প্রচুর ক্রেতা থাকত। এখন সাহস করে একটি ছোট খাসি জবাই করি। মাঝে মধ্যে সেটিও পরোপুরি বিক্রি করতে পারি না।’

গরুর মাংসের দোকানি রায়হান হোসেন বলেন, ‘সাধারণ মানুষের কাছে টাকা কম, ক্রয় ক্ষমতাও কমেছে। এখন মাংসের বাজারদর বেশি। আজ দুটি গরু মিলে পাঁচ মণ মাংস হয়েছে। বিভিন্ন দোকানে সাপ্লাই দিয়ে এখানে অল্প এনেছি। একটা সময় প্রতিদিনই আট থেকে ১০ মণ মাংসের ব্যবসা ছিল। সেটা কমে অর্ধেক হয়ে গেছে। আজ বাজারে এখন পর্যন্ত কোনো ক্রেতা পেলাম না।’

মুরগির বাজারে গিয়ে দেখা গেছে, সেখানেও ক্রেতা কম। কারওয়ানবাজারের দোকানি রফিক বলেন, ‘চলতি মাস থেকেই মুরগির বাজারে দাম বেশি। মানুষ গতমাসেও মুরগি কিনেছে। এখন মুরগি কেনাও কমে গেছে। বেচা-বিক্রি এখন অর্ধেকে নেমেছে। আমাদের বিক্রি করতে হয় সীমিত লাভে। কিনতে হয় বেশি দাম দিয়ে।’

এদিকে, বাজারে দেখা গেছে, কাজীপাড়ায় খাসির মাংস এক হাজার ১০০ টাকা, গরুর মাংস ৭৫০ টাকা, লাল লেয়ার ২৭০ টাকা, সাদা লেয়ার ২৫০, ব্রয়লার ২৫০, কক মুরগি ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ময়মনসিংহে ৫৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৩ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :

ময়মনসিংহ সফরকালে ৫৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৩টি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল শনিবার (১১ মার্চ) এসব প্রকল্পের উদ্বোধন করা হবে।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—২১টি স্কুল ও কলেজে চারতলা একাডেমিক ভবন, ৩২টি পৌরসভায় স্যানিটেশন প্রকল্প, শেখ কামাল ইনডোর স্টেডিয়াম ও পাঁচটি সেতু।

এছাড়া প্রধানমন্ত্রী জেলায় আরও ১৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুই হাজার ৭৬২ কোটি টাকার প্রকল্পগুলোয় রয়েছে—ময়মনসিংহের সড়ক ও ড্রেনেজ নেটওয়ার্ক উন্নয়ন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের জন্য সাতটি আঞ্চলিক কার্যালয় নির্মাণ।

এদিকে, ময়মনসিংহে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগমন উপলক্ষে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডসহ বিভিন্নভাবে পুরো শহর সাজানো হয়েছে।

আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী সার্কিট হাউজে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক মহাসমাবেশে যোগ দেবেন।

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু বলেন, ‘এই সমাবেশে ১০ লাখেরও বেশি মানুষের সমাগম হবে। সমাবেশ সফল করতে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।’

মাঠকর্মীদের নিজের পুরস্কারের অর্থ দিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক :

প্রশংসা-বিতর্ক সবকিছু নিয়েই বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ—সাকিব আল হাসান। গত রাতেই তাঁর নেতৃত্বে বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর ইতিহাস গড়ে বাংলাদেশ। দেশকে জেতানোর দিনে যেমন নিজের পারফরম্যান্স নিয়ে প্রশংসায় ভাসেন ঠিক তেমনি আবার মাঠের বাইরে বিতর্কিতও হন সাকিব।

তবে এর মাঝে আরেকটি ভালো কাজ আড়ালে পড়ে যায়। সেটি হলো, সাকিব আল হাসান চট্টগ্রামে খেলে যে পুরস্কার পেয়েছেন তার থেকে কিছুটা উপহার দিয়ে এসেছেন চট্টগ্রামের মাঠ কর্মীদের।

ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামের মাটিতে শেষ ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ। দুই ম্যাচেই জয় পায় লাল-সবুজের দল। আর বাংলাদেশের দুই জয়ের ম্যাচে ভূমিকা রেখে সাকিব পানটি তিনটি পুরস্কার। তিনটি পুরস্কারের একটির অর্থ চট্টগ্রামের মাঠকর্মীদের দিয়ে আসেন সাকিব।

ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ব্যাট হাতে ৭৫ রান ও বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সাকিব। ওই ম্যাচে পুরস্কার হিসেবে টাইগার অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য ম্যাচ পান তিনি। এরপর গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ) প্রথম টি-টোয়েন্টিতেও বাংলাদেশের জয়ের দিনে ভূমিকা রেখে একটি পুরস্কার পান সাকিব। এই ম্যাচে মোস্ট ভেল্যুয়েবল খেলোয়াড়ের পুরস্কার পান সাকিব। মোট তিন পুরস্কারে সাকিব পান তিন লাখ টাকা। যার মধ্যে এক লক্ষ টাকার পুরস্কার দিয়েছেন মাঠকর্মীদের।

চট্টগ্রামের প্রধান কিউরেটর প্রবীণ হিঙ্গারনিকার ও সহকারি কিউরেটর জাহিদ রেজা বাবুকে এই পুরস্কার বুঝিয়ে দিয়ে বাংলাদেশ অধিনায়ক।

খালেদা জিয়ার নির্বাচন করা আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল

ডেস্ক রিপোর্ট :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানবিক কারণে খালেদা জিয়া জেলের বাইরে আছেন, তার দণ্ড শেষ হয়নি। তার রাজনীতি ও নির্বাচন করার  বিষয়টি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

আজ শুক্রবার (১০ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হলের সুবর্ণ জয়ন্তী ও অ্যালামনাই অ্যাসোসিয়শনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে। আর দেশের টাকা লুটপাট করায় জনগণ বিএনপিকে  প্রত্যাখ্যান করেছে।’

ডাকসুর নিয়মিত নির্বাচনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ঢাবি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, নির্বাচন করার দায়িত্ব তাদের। এখানে আওয়ামী লীগের কোনো হস্তক্ষেপ নেই। নিয়মিত নির্বাচন করতে না পারাটা বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতা।’

অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে অরাজনৈতিক উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সব জায়গায় রাজনীতি করতে হয় না। কিছুকিছু জায়গা রাজনীতি থেকে বাইরে রাখতে হয়। অ্যালামনাইয়ের চরিত্র অরাজনৈতিক হওয়া উচিত।’

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডক্টর মো. নিজামুল হক ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আখতারুজ্জামান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য অধ্যাপক ডক্টর মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুসসহ অ্যালামনাই অ্যাসোসিয়শনের সদস্যবৃন্দ। অনুষ্ঠান উদ্বোধনের পর পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।