রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে হাসপাতালে ভর্তি আহতদের কার কী অবস্থা

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৭ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচজন। আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে দশজন ভর্তি রয়েছেন।

আজ বুধবার (৮ মার্চ) দুপুরে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আর ১৯ জন মুটোমুটি ভালোর দিকে রয়েছেন। অপরদিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে দশজনের মধ্যে তিনজনের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। তবে কেউ আশঙ্কা মুক্ত নয়। কেননা এখানে সবার ৫০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘গতকালের দুর্ঘটনায় আমা‌দের এখা‌নে ১১ জন রোগী ছিল। তার ম‌ধ্যে একজনকে ঢাকা মেডিকেলে ট্রান্সফার করা হয়েছে। কারণ তার শরীরে আগুন লাগেনি। এছাড়া ভর্তি ১০ জনের মধ্যে তিনজন আইসিইউতে, দুইজন লাইফ সাপোর্টে আছে। আর বা‌কিরা আছেন এস‌ডিইউ‌তে।’

সামন্ত লাল আরও বলেন, ‘যারা আছে তাদের কেউই শঙ্কামুক্ত নয়। কারও শরীরের ৮০ শতাংশ, কারও ৯০ শতাংশ, কারো ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। সবারই শ্বাসনালী পুড়ে গেছে। আমরা কাউকেই শঙ্কামুক্ত বলতে পারব না।’

শেখ হাসিনা বার্নে আহত ১০ জনের কে কোথায় ভর্তি

আহত অবস্থায় মো. হাসান ও জাহান আইসিইউতে ভর্তি। হাসান আইসিইউ এর ১১ নম্বর বেডে ও জাহান ৯ নম্বর বেডে আছেন। মো. মুসা এসডিইউ এর ৬০২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর বেডে আছেন। ওলিল শিকদার, খলিল শিকদার, ইয়াসিন আলী, মো. বাবলু, আল-আমীন, বাচ্চু মিয়া পোস্ট ওপারেটিভে ভর্তি আছেন। এ ছাড়া আজম ৬০২ নম্বর ওয়ার্ডের এক নম্বর বেডে ভর্তি আছেন এবং মোস্তফা নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বার্ন ইউনিট থেকে ঢাকা মেডিকেলে হস্তান্তর করা হয়েছে।

কার কত শতাংশ পুড়েছে

মো. হাসানের ১২ শতাংশ, জাহানের ৫০ শতাংশ, মো. মুসার ৯৮ শতাংশ, ওলিল শিকদারের ২০ শতাংশ, খলিল শিকদারের ৮ শতাংশ, ইয়াসিন আলীর ৫৫ শতাংশ, মো. বাবলুর ১৮ শতাংশ, আল-আমীনের ১৫ শতাংশ, বাচ্চু মিয়ার ৪০ শতাংশ ও আজমের ৮০ শতাংশ পুড়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, এরমধ্যে একজন ইন্টার্ন ডাক্তার আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আমরা তাকে আশঙ্কামুক্ত বলব না। বাকি সবার অবস্থার উন্নতি হচ্ছে।

ঢামেক পরিচালক বলেন, আমাদের এখানে ১৮টা মৃতদেহ ছিল। কিন্তু ১টা মৃতদেহ সিদ্দিকবাজারের ঘটনায় সাথে সম্পৃক্ত না। অর্থাৎ ১৭ জন এই ঘটনায় মারা গেছে। এরমধ্যে ১৬ জন জেলা প্রশাসন অফিসের সহযোগিতা নিয়েছেন আর একজন সহযোগিতা ছাড়াই মৃতদেহ নিয়ে চলে গেছেন।

নাজমুল হক বলেন, ১৭ জন নিহতের মধ্যে ১৩ জনের মৃতদেহ হাসপাতালে এসেছে। যা আমরা চিকিৎসা করার সুযোগই পাইনি। বাকি ৪ জন আমাদের এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মানবিক কারণে অনেক নিয়মকানুন শিথিল করা হয়েছে। মৃতদেহগুলো পোস্টমর্টেম করার কথা বা অন্যান্য পদ্ধতি থাকে। কিন্তু, জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন মিলে দ্রুত মৃতদেহগুলো হস্তান্তর করেছে।

টি-টোয়েন্টিতেও কঠিন চ্যালেঞ্জ জানাবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

প্রথম দুই ম্যাচ হেরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতা না হলেও, শেষ ম্যাচে স্বস্তির জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি সিরিজ।  ওয়ানডেতে সিরিজ হারলেও লড়াকু বাংলাদেশে মুগ্ধ ইংলিশ পেসার ক্রিস ওকস।

আজ বুধবার (৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ইংল্যান্ডের তারকা পেসার ক্রিস ওকস। টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে সমীহ করেও ওকস জানান, ‘বাংলাদেশ নিঃসন্দেহে ভালো দল। আমার মনে হয় যখনই আপনি বাংলাদেশের বিপক্ষে খেলবেন, বিশেষ করে ঘরের মাঠে আপনাকে কঠিন পরীক্ষা দিতে হবে। আমরা যতবারই ওডিআই সিরিজ খেলতে এসেছি, ততবারই আমাদের কঠিন চ্যালেঞ্জর মুখে পড়তে হয়েছে। আমরা সিরিজ জিতেছি, তবে আমাদের জন্য কাজটা মোটেও সহজ ছিল না।’

ওকস আরও যোগ করেন, ‘টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ছোট করে দেখার সুযোগ নেই। কোনো পার্থক্য নেই। এটা সত্য যে আমরা বিশ্বকাপ জিতে এসেছি, তবে সত্যি কঠিন কন্ডিশন। এটা আমাদের জন্য বড় পরীক্ষার কারণ হবে। তাই আমাদের জন্য কঠিন সিরিজ হবে বলেই প্রত্যাশা করছি। ’

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারের পর আগামীকাল বৃহস্পতিবার (৯ মার্চ) প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে আতিথ্য দেবে বাংলাদেশ। প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। অন্যদিকে সফরকারী ইংল্যান্ড নিজেদের আধিপত্য ধরে রাখতে মরিয়া।

ছেলে গেল বিস্ফোরণে ,ঘর গেল নদীতে!

ডেস্ক রিপোর্ট :
১২ দিন আগে কাতার থেকে দেশে আসে সুমন। গত সোমবার (৬ মার্চ) বিয়ের জন্য মেয়ে দেখে এসেছেন। গতকাল মঙ্গলবার মা তাজু বেগম শবে বরাতের রোজা রাখেন। মায়ের জন্য ইফতারি আনতে বাসার পাশের সিদ্দিক বাজারে যায় সে। আচমকা বিস্ফোরণে ছিটকে পড়ে সুমন। রক্তাক্ত সুমনকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ফুলবাড়িয়ার সিদ্দিক বাজারের নর্থসাউথ রোডের সাত তলা পৌর ভবনে বিস্ফোরণে নিহতদের একজন সুমন।

মোহাম্মদ সুমন (২১) কুমিল্লার মেঘনা উপজেলার চালিয়াভাংগা ইউনিয়নের মোহাম্মদ মমিনের ছেলে।

সুমনের বাবা মমিন জানান, জন্মের পূর্বে আমাদের অবস্থা ছিল নুন আনতে পান্তা ফুরোনোর মত। একবেলা খেয়ে আরেক বেলা না খেয়ে কাটতো তাদের জীবন। ২৫ বছর আগে মেঘনা নদীর পাশের থাকার ঘরটি বিছানাসহ ভেঙে চলে যায় নদীতে। শূন্য হাতে পাড়ি দেন ঢাকায়। নানান জায়গায় ভবঘুরে হয়ে কাজ করার কয়েক বছর পর স্থায়ী হন ঢাকার সিদ্দিক বাজারের সুরিটোলা এলাকায়। পরে সুমনের জন্ম হয়। পেট চালাতে গিয়ে ছেলেকে আর পড়াশোনা করাতে পারেননি তিনি। শিশু বয়সেই সুমন যুক্ত হন বাবার সঙ্গে। পরে ৩ বছর আগে ভাগ্য বদলাতে সুমন পাড়ি দেন কাতারে। এক ভাই ও দুই বোন আর বাবা মায়ের সংসারের দায়িত্ব উঠে যায় সুমনের কাঁধে। এর মাঝে এক বোনকে বিয়ে দেন।

সুমনের বাবা আরও জানান, গত ২৫ ফেব্রুয়ারি (১১ দিন) আগে প্রবাস থেকে দেশে এসেছে সুমন। বিয়ে করবে তাই গত ৬ মার্চ গেন্ডারিয়া এলাকায় মেয়েও দেখতে যায়। পছন্দও হয়। বুধবার পাকা কথা বলার তারিখ ছিল।

সুমনের বাবা আরও বলেন, দুপুরে আমার সঙ্গে খাবার খেয়েছে সুমন। খাবার খেয়ে বলে, “আব্বা তুমি মার কাছ থেকে খরচ নিয়া দোকানে যাও। আমি মার ইফতারি আনতে যাই।”

একসঙ্গে বাবা ছেলে বের হলাম। সে গেল সিদ্দিক বাজার। আমি দোকানে। একটু পরেই খবর পাই বিস্ফোরণ হয়েছে। আর একসাথে ঘর থেকে বের হওয়া ছেলেটাকে দেখি ঢাকা মেডিকেলের ফ্লোরে পড়ে আছে। ডাক্তার বলে আমার ছেলে নাকি মারা গেছে।

সুমনের গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার চালিয়াভাংগা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, ঘটনার ২০ মিনিট পরই আমার কয়েকজন বন্ধু সুমনের মৃত্যুর বিষয়ে জানিয়েছে। তখন থেকে অস্থিরতায় আছি। তাদের সারাজীবনই গেল কষ্টে।

তিনি বলেন, সুমন সম্পর্কে আমার ভাতিজা ঘরের নাতি। তার জন্মের আগেই বাবা-মা পুরো পরিবারসহ ঘর বাড়ি হারিয়ে ঢাকায় চলে গেছে। তবে সুমনের বাবা মমিন পাশের টিডিরচর এলাকায় বিয়ে করেছেন। তাই বছরে কয়েকবার তারা গ্রামে আসতো। ঢাকার ফুটপাতে জুতা বিক্রি করতো সুমনের বাবা।

উদ্ধার অভিযান শুরু

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে আজ বুধবার (৮ মার্চ) প্রাথমিকভাবে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। তবে, ভবনের বেজমেন্ট ভেঙ্গে যাওয়ায় ঝুঁকিপূর্ণ বলে উদ্ধারকাজে ভেতরে ঢুকতে পারেননি উদ্ধারকারী দল। এদিকে নিখোঁজ প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় সেনাবাহিনীর দিকে তাকিয়ে রয়েছেন স্বজনরা।

এর আগে গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উদ্ধারকাজ স্থগিতের কথা জানান ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপপরিচালক দিনমণি শর্মা।

দিনমণি শর্মা বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এ অবস্থায় ভবনের ভূগর্ভে উদ্ধারকাজ চালানো সম্ভব নয়। তাই উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে। সেনাবাহিনী বেজমেন্টের কাজ করবে। তারপর উদ্ধারকাজ শুরু হবে।’

বিস্ফোরণে আজ সকাল পর্যন্ত ১৮জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক। তবে, এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। ভোর হওয়ার পর থেকে স্বজনরা নিখোঁজদের সন্ধানে ক্ষতিগ্রস্ত ভবনের আশেপাশে ভিড় জমিয়েছেন। এখনও স্বজনদের আশা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটির বেজমেন্টে আটকে থাকতে পারে অনেকে।

স্থানীয়রা জানায়, নর্থ সাউথ রোডের সাততলা ভবনটিতে বিস্ফোরণে বাংলাদেশ স্যানিটারি ও আনিকা এজেন্সি নামের দুটি দোকান রয়েছে। দুটি দোকানই স্যানিটারি সামগ্রীর। বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ স্যানিটারির ব্যবস্থাপক মেহেদী হাসান ওরফে স্বপন ও আনিকা এজেন্সির মালিক মমিনুদ্দিন সুমনের খোঁজ এখনও মেলেনি। স্বজনদের ধারণা, দুজনই বেজমেন্টের ভেতর আটকে আছেন।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্থানের সিদ্দিক প্লাজায় ভায়াভহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণে এ পর্যন্ত ১৮ জনের মরদেহ পাওয়া গেছে। এর মধ্যে ১৫ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—নোয়াখালী সোনাইমুড়ীর নদী (৩৫) ও তাঁর স্বামী মমিনুল (৩৮), বংশাল সুরিটোলার সুমন (২১), যাত্রাবাড়ীর শেখদির মনসুর হোসাইন (৪০), কেরানীগঞ্জ চুনকুটিয়ার রাহাত (১৮), চাঁদপুর মতলবের আল আমীন (২৩), কলাবাগান গ্রিন রোডের ইশহাক মৃধা (৩৫), বংশাল আলু বাজারের ইসমাইল (৪২) এবং কদমতলী মাতুয়াইলের মাইনুদ্দীন (৫০), হৃদয় (২০), ইদ্রিস মিয়া (৬০), আবৃত্তি বেগম (৭০), আবু জাফর সিদ্দিক (৩৪), ওবায়দুল হাসান বাবুল (৫৫), নাজমুল হোসেন (২৫) এবং সম্রাট।

গুলিস্তানের সিদ্দিকবাজারে বহুতল ভবনে বিস্ফোরণে ১৬ জনের মরদেহ হস্তান্তর

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বহুতল ভবনে বিস্ফোরণে নিহতদের স্বজনদের কাছে ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৭ মার্চ) দিনগত রাত ২টা পর্যন্ত ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

আজ বুধবার সকালে ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহমান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুর রহমান বলেন, ‘জেলা প্রশাসক মোহাম্মদ মুমিনুর রহমানের উপস্থিতিতে স্বজনদের আবেদন পাওয়ার পর সুরতহাল করে ময়নাতদন্ত ছাড়াই ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

আব্দুর রহমান আরও বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আপাতত ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি এ দুর্ঘটনায় গুরুতর আহত প্রত্যেককে ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা করে দেওয়ার প্রক্রিয়া চলছে।’

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে বহুতল ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন শতাধিক ব্যক্তি।