মেসির আর্জেন্টিনায় ফেরা নিয়ে যা বললেন তাঁর মা

স্পোর্টস ডেস্ক :

সম্প্রতি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর দোকানে গুলি চালানোর পর হুমকিও দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় মেসি ও তার পরিবারের স্বাভাবিক জীবনযাপন নিয়েও প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে আর্জেন্টাইন সংবাদমাধ্যম কাদেনা-৩ তাদের প্রতিবেদনে জানিয়েছে, ওই ঘটনার পর মেসির পরিবারের পক্ষ থেকে কাউকে কথা বলতে দেখা যায়নি। তবে, মেসির মায়ের সঙ্গে যোগাযোগ করে তার বরাত দিয়ে সংবাদকর্মী পেনোরারি কিছু তথ্য তুলে ধরেছেন।

পেনোরি বলেন, ‘আমার সঙ্গে মেসির মায়ের কথা হয়েছে। তিনি জানিয়েছেন ওই সুপারমার্কেটটি ছিল রোকুজ্জোর। তবে, যাই হোক আমরা তো আর বন্দিজীবন কাটাতে পারব না। আমরা স্বাভাবিকভাবেই চলাফেরা করছি।’

এর আগে বুধবার দিনগত রাত ২টার (স্থানীয় সময়) দিকে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির শ্বশুরের দোকানে গুলি চালিয়েছে অজ্ঞাত দুই ব্যক্তি। মোটরসাইকেল যোগে এসে বন্ধ থাকা দোকানের দরজায় তারা এলোপাতাড়ি ১৪টি গুলি চালান।

কেবল তাই নয়, ‘মেসি, আমরা তোমার অপেক্ষায় আছি’ লেখা একটি চিরকুটও রেখে গেছেন দুর্বৃত্তরা। গুলি করার সময় মার্কেট বন্ধ ছিল। বাইরে থেকে স্টিলের দরজায় গুলি করে মোটরসাইকেল নিয়ে চলে যায় দুজন। চলে যাওয়ার আগে রাস্তায় একটি কাগজ ফেলে যায়। সেই কাগজে মেসিকে হুমকি দেওয়ার কথা লেখা রয়েছে।

আর্জেন্টিনার অপরাধ তদন্ত বিভাগ এআইসি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্বকাপজয়ী কিংবদন্তি আর্জেন্টিনায় নাও ফিরতে পারেন মন্তব্য করে মেসির সাবেক জাতীয় দল সতীর্থ গ্যাব্রিয়েল হেইঞ্জ বলেছেন, ‘এমন হুমকি মেসি এবং তার পরিবারকে নিজ দেশ থেকে দূরে সরিয়ে দিয়েছে।’

বর্তমানে নিউওয়েল’স ওল্ড বয়েজ রোজারিওর কোচ গ্যাব্রিয়েল হেইঞ্জ। ২০০৫ থেকে ২০১০ পর্যন্ত মেসির সঙ্গে ভাগাভাগি করেছিলেন ড্রেসিংরুম। মেসির পরিবারের ওপর হামলা এবং চিরকুটের হুমকি দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ সাবেক আলবিসেলেস্তে তারকা বলেছেন, ‘লিও আর্জেন্টিনায় ফিরতে চায়। কিন্তু একদল মাদক পাচারকারীর হুমকি রোজারিও তারকাকে ভাবতে বাধ্য করবে। এটাই স্বাভাবিক।’রোজারিওতে মেসির একটি বাড়ি আছে। খেলোয়াড়ি জীবনের ব্যস্ততার ফাঁকে ছুটি পেলে মাঝেমধ্যে রোজারিওর সেই বাড়িতে গিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে থাকেন মেসি। বিশেষ করে বড়দিনের ছুটিটা মেসি সেখানেই কাটান। আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা জয়ের পর সেই বাড়িতেই উদ্‌যাপন করেন মেসি।

শেখ হাসিনাকে আবারও সরকারপ্রধান করতে মানুষ উন্মুখ হয়ে আছে

ডেস্ক রিপোর্ট :

‘নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও সরকারপ্রধান করতে সারা দেশের মানুষ উন্মুখ হয়ে আছে’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘সবার জন্য রাজনৈতিক অঙ্গন মুক্ত করে দেওয়া হয়েছে। যে যেভাবে পারছে, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে, আমরা বাঁধা দিচ্ছি না।’

আজ শনিবার (৪ মার্চ) দুপুর দেড়টায় যশোর পুলিশ সুপার কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান ও খুলনা রেঞ্জের ডিআইজি মইনুল হক।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ বিশ্বাস করে—একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে আবারও নতুন সরকার নির্বাচিত হবে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ কখনই বিশ্বাস করে না যে তারা ষড়যন্ত্রের মাধ্যমে, পেশীশক্তির মাধ্যমে, বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ সব সময় চিন্তা করে—জনগণই তার শক্তি।’

মন্ত্রী বলেন, ‘নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে সারা দেশের মানুষ উন্মুখ হয়ে আছে। কারণ, তারা আর অন্ধকারের দিকে যেতে চায় না। তারা আলোকিত বাংলাদেশ দেখতে চায়। আলোকিত বাংলাদেশের নাগরিক হতে চায়।’

মন্ত্রী বলেন, ‘আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটি ভাল, স্বনির্ভর, উন্নত ও স্মার্ট বাংলাদেশ দিয়ে যেতে চাই।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডাক্তার মো. নাসির উদ্দিন, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-৫ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার, জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন প্রমুখ।

সীতাকুণ্ডে প্ল্যান্ট বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৬

ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেড’র অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।

শনিবার রাত ৯টায় বিষয়টা নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।

তিনি বলেন, ‘নিহত ৫ জনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রাখা হয়েছে। ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে রাখা হয়েছে আরেকজনের লাশ।’

বিস্ফোরণে ২৫ জন আহত হয়েছেন। আজ শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ বিস্ফোরণ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড ও কুমিরা স্টেশনের ৯ ইউনিট সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে একজন অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ডিসি বলেন, আগামী ৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে

হাকিমির বিরুদ্ধে আপত্তিকর অভিযোগ

স্পোর্টস ডেস্ক :

সাম্প্রতিক সময়ে যৌন নিপীড়নের মতো ঘটনায় জড়িয়ে পড়ছেন ফুটবলের বিশ্বতারকারা। এবার নতুন করে ধর্ষণের অভিযোগ উঠেছে মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে। আর সেই অভিযোগ আমলে নিয়ে তাকে জেরা শুরু করেছেন প্যারিসের নান্তেস আদালত।

গতকাল শুক্রবার (৩ মার্চ) স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ফরাসি ক্লাব পিএসজিতে খেলা এই ডিফেন্ডারকে বৃহস্পতিবার (২ মার্চ) নান্তেসের প্রসিকিউটররা অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে ডেকেছিলেন। সে সময় ২৪ বছর বয়সী এই মরোক্কান ফুটবলারকে ধারাবাহিকভাবে জেরার মুখে পড়তে হয়।

গত ২৫ ফেব্রুয়ারি ২৪ বছর বয়সী এক নারী হাকিমির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। প্যারিসের বাসায় ডেকে নিয়ে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তবে সম্প্রতি হাকিমিকে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়।

দেশটির সংবাদমাধ্যম লে প্যারিসিয়নকে হাকিমির আইনজীবী ফ্যানি কোলিন জানান, ‘তিনি কোনো ভুল কিছু করেননি। অভিযোগকারী নারী মিথ্যা কথা বলছে। তাই বিচার প্রক্রিয়াতে হাকিমি শান্ত আছেন এবং নির্দোষ বলে প্রমাণিত হবেন।’

এর আগে সংবাদমাধ্যমটি জানিয়েছিল, হাকিমির স্ত্রী হিবা আবুকে একজন অভিনেত্রী ও মডেল। ছুটি কাটাতে সন্তানকে নিয়ে তিনি বর্তমানে দুবাই আছেন। এই সুযোগে প্যারিসের বাড়িতে ওই নারীকে আমন্ত্রণ জানান হাকিমি। তবে সপ্তাহখানেক পর প্যারিসের পুলিশের কাছে ওই নারী অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ওই নারীকে আমন্ত্রণ জানান হাকিমি। পরে যৌন মিলনে সম্মতি না দেওয়ায় তাকে মারধরের পর ধর্ষণ করে এই পিএসজি তারকা ফুবটলার।

তবে তদন্ত চলাকালে খেলায় কোনো বাধা নেই হাকিমির। এমনই তথ্য জানিয়েছে ইএসপিএন। ফরাসি লিগের নেঁসের বিপক্ষে আজ শনিবার (৪ মার্চ) মাঠে নামার সম্ভাবনা আছে হাকিমির। হাকিমি এমন অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে তাঁর ক্লাব পিএসজি তাকে নির্দোষ দাবি করে পাশে দাঁড়িয়েছে।

আমাকে ভালোবাসেন আর না বাসেন আমি কাজ করে যাব

ডেস্ক রিপোর্ট :

আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, আমাকে ভালোবাসেন আর না বাসেন আমি কাজ করে যাব। আপনারা একবারের জন্যও ভাববেন না, আমি বসে আছি।

গতকাল শুক্রবার (৩ মার্চ) বিকেলে ‘জনতার মুখোমুখি জনতার সেবক’ স্লোগানকে সামনে রেখে তৃতীয় পর্যায়ে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা অনুষ্ঠানে মাশরাফী এসব কথা বলেন।

মাশরাফী বলেন, ‘আমাকে ভালোবাসেন আর না বাসেন আমি কাজ করে যাব। আপনারা একবারের জন্যও ভাববেন না আমি বসে আছি। আমার এভাবে বারবার এসে জনসভা করা সম্ভব না, তারপরও করছি। আমার কাজ হচ্ছে অফিসে অফিসে দৌড়ে আপনাদের জন্য বরাদ্দ আনা। আপনাদেরও সেটাই চাওয়া উচিত। এখানে এসে আপনাদের জড়িয়ে ধরে কোলাকুলি করলাম, আর আপনারা ভাবলেন এমপি খুব ভালো ছেলে- আমাকে জড়িয়ে ধরেছে। এতে কিন্তু কাজের কাজ কিছুই হয় না। সেই ৫০ বছর ধরে যেভাবে ছিলেন এখনও তাই। ৫ বছর ধরে ডাহা মিথ্যা কথা আর আইওয়াশ করে আমিও তো চলতে পারতাম। কিন্তু আমিতো ওই শর্টকাট পথ বেছে নেইনি। আমি কাজ করতে চেয়েছি আর কাজ করতে গিয়ে অনেক বাধা-বিপত্তি দেখছি। সেগুলোরে আমি আস্তে আস্তে অতিক্রম করছি।’

মাশরাফী আরও বলেন, ‘একটা কথা মাথায় রাখতে হবে, আমি কিন্তু রাজনীতির প্ল্যাটফর্ম থেকে আসিনি। সারাজীবন ক্রিকেট খেলেছি ব্যাট-বল চিনি। রাজনীতি এমন একটা জায়গা বরাদ্দ আনা কাজ করা, কোথায় কী হচ্ছে এটা আমার জন্য নতুন একটা পরিবেশ। অনেকে চল্লিশ বছর করে ভুল করে আর আমি মাত্র চার বছর। আমি জানি আমি এলাকার জন্য কাজ করতেছি। আপনারা আমাকে সহযোগিতা করছেন, আপনাদের সহযোগিতা সবসময় আমার প্রয়োজন।’

সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘টাকার বিনিময়ে কিচ্ছু পাবেন না। যেখানে যেই দেখবেন টাকা চাচ্ছে; ও হচ্ছে চোর-বাটপার। ও কিচ্ছু করে দিতে পারবে না। কোনো কাজ টাকার বিনিময়ে হয় না। আর আপনি টাকা দিয়ে যদি আমাকে বলেন তাহলে লাভ নেই। টাকা দেওয়ার আগে যদি আমাকে বলেন আমি যদি বলি দেন তখন সমস্যা আমার। টাকার বিনিময়ে কোনো কাজ করাতে যাবেন না। আমি আপনাদের জন্য কাজ করছি। আমার যতদূর সম্ভব আমি কাজ করে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন; যেন আপনাদের ভালো রাখতে পারি।’

জনতার মুখোমুখি এই অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে মাশরাফীকে ইউনিয়নের উন্নয়ন সম্পর্কিতসহ দীর্ঘ ৪ বছরের কার্যক্রম, সফলতা-ব্যর্থতা, এলাকায় জনগণের জন্য কতটুকু করতে পেরেছেন বা পারেননি, সাধারণ মানুষের চাওয়া-পাওয়ার বিষয়ে প্রশ্ন করেন এবং তিনি তার উত্তর দেন। ইউনিয়নের রাস্তা ঘাট, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার না থাকা, খেলার মাঠ, মসজিদ-মন্দির উন্নয়ন, খাল কাটা, স্থানীয় ভূমি অফিসের নায়েবের হয়রানিসহ বিভিন্ন বিষয়ে এলাকাবাসী প্রশ্ন করেন।

লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিনের সভাপতিত্বে ‘জনতার মুখোমুখি জনতার সেবক’ অনুষ্ঠানে জনতার প্রশ্নোত্তর পর্বের আয়োজন করে মল্লিকপুর  ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগড়ার পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধিসহ রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মোহামেডানে খেলবেন সাকিব

স্পোর্টস ডেস্ক :

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন সাকিব আল হাসান। আজ শনিবার (৪ মার্চ) সকালে সিসিডিএম কার্যালয়ে আনুষ্ঠানিক দলবদলে মোহামেডানের সঙ্গে চুক্তি সম্পন্ন করেন দেশসেরা অলরাউন্ডার।

যদিও এর আগে গুঞ্জন ছিল আবাহনীর হয়ে খেলবেন সাকিব। তবে মোহামেডান কৃর্তপক্ষ জানায় অন্য কোনো ক্লাব নয় মোহামেডানের হয়েই খেলবেন সাকিব। বেশ কয়েক মৌসুম ধরে শিরোপাহীন মোহামেডান। তাই সাদাকালো শিবিরদের শিরোপা জেতাতে মরিয়া সাকিব।

সাকিব-মাহমুদউল্লাহ গত বিপিএলেও বরিশালের হয়ে খেলেছেন। এবারও তাদের দেখা যাবে মোহামেডানের জার্সিতে। যদিও আইপিএল ও আয়ারল্যান্ড সিরিজের কারণে গ্রুপপর্বের অধিকাংশ ম্যাচেই খেলা হবে না সাকিবের।

মোহামেডানে সাকিবের যোগ দেওয়া প্রসঙ্গে মোহামেডানের ক্লাব কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু বলেন, ‘মোহামেডান ঐতিহ্যবাহী দল। আমরা সবসময় ভালো দল গড়ার চেষ্টা করি। এবারও সাকিব-মাহমুদউল্লাহকে নিয়েছি। আশা করছি এবার ভালো কিছুই হবে।’

এদিকে, সবশেষ আসরে শেখ জামাল ধানমন্ডির জার্সিতে খেলা ক্রিকেটার ইমরুল কায়েসকেও দলে নিয়েছে মোহামেডান। জানা গেছে, সাকিবের চাওয়াতেই মোহামেডানে ইমরুল।

আগামী ১৫ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএলের এবারের আসর। টুর্নামেন্ট শুরুর আগে চলছে দলবদল। যেখানে পছন্দের ক্রিকেটারদের নিয়ে স্কোয়াড বানাতে শুরু করেছে দলগুলো।

এবারের ডিপিএলের অধিকাংশ ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম ও বিকেএসপিতে। এছাড়াও বিকল্প ভেন্যু হিসেবে রাখা হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামকে।

আমি বারবার এক কথা বলতে পছন্দ করি না

স্পোর্টস ডেস্ক :

২০১৬ সালের পর আবারও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ। আর ইলিংশদের সামনে বাংলাদেশের এমন অসহায় আত্নসমর্পণ নিয়ে হচ্ছে আলোচনা-সমালোচনা। ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়েও হচ্ছে কাটাছেড়া। স্বাভাবিকভাবেই আছে মাহমুদউল্লাহ রিয়াদের নাম।

গতকাল শুক্রবার (৩ মার্চ) দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের হার ১৩২ রানের ব্যবধানে। ইংলিশ ব্যাটাররা স্বাচ্ছন্দে ব্যাটিং করতে পারলেও স্বাগতিক বাংলাদেশের জন্য মিরপুরের উইকেট যেন এক গোলকধাঁধা। এক সাকিব-তামিম ছাড়া কেউই পারেনি  তেমন সুবিধা করতে। তাই ব্যাটারদের ব্যাটিং অ্যাপ্রোচ আর আউটের ধরন নিয়ে হচ্ছে সমালোচনা। যে তালিকায় আছেন মাহমুদউল্লাহও।

পরপর দুই ম্যাচে ক্রিজে সেট হয়েও বড় রান করতে পারেননি মাহমুদউল্লাহ। আউট হয়েছেন অপ্রয়োজনীয় শট খেলে। প্রথম ম্যাচে ৩০ আর পরের ম্যাচে ৩২ রান এসেছে তার ব্যাট থেকে। তাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহর ব্যাটিংয়ের ধরন নিয়ে প্রশ্ন করা অধিনায়ক তামিমকে।

ম্যাচ শেষে প্রেস কনফারেন্স মাহমুদউল্লাহ প্রসঙ্গে ক্ষেপে গিয়ে তামিম বলেন, ‘আমি কখনও বলিনি আমাদের ব্যাটাররা স্ট্রাগল করছে। আমি বলেছি ৩০ রানকে একশ করতে হবে। স্ট্রাগল যেটাকে বলছেন, আমি বার বার এক কথা বলতে পছন্দ করি না, এক সিরিজ আগেই উনি একটা ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। তিন-চার ম্যাচে যদি একই প্রশ্ন করতে থাকেন, এটা ঠিক না।’

তামিম আরও যোগ করেন, ‘আপনার নিজের দেশের প্লেয়ারই কিন্তু। অবশ্য সাথে এটাও বলব, শুধু উনার না আমাদের সবার ভালো করার জায়গা আছে। ফিল্ডিং হোক, ব্যাটিং হোক, কথার ইনপুট হোক। আমি এই দলের অধিনায়ক, আমি কখনেও কাউকে একা দোষারোপ করতে পছন্দ করি না। আমি তাদের আগলে রাখতে চাই, কোনো সমালোচনা চাই না।’

বাংলাদেশের কন্ডিশনে রান করা সহজ নয়

স্পোর্টস ডেস্ক :

ইংল্যান্ড কেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন তারই নমুনা দেখল বাংলাদেশ। প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও ইংলিশদের দাপট। ফলাফল ৭ বছর পর ঘরের মাঠে বাংলাদেশকে দিল সিরিজ হারের তিক্ত স্বাদ। সিরিজ জয়ের ম্যাচে নায়ক ইংলিশ ব্যাটার জেসন রয়।

আজ শুক্রবার (৩ মার্চ) বাংলাদেশকে হারানোর পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের সেঞ্চুরি প্রসঙ্গে জেসন রয় বলেন, ‘প্রথম ম্যাচে আমরা কিছু ভুল করেছি, তাই চেষ্টা করেছি এই ম্যাচে সেগুলো শুধরে সেরাটা দেয়ার। রানের জন্য আমার ক্ষুধা ছিল, আজ করতে পেরে ভালো লাগছে। আপনি যখন শতক করবেন তখন আপনার কাছে দারুণ অনুভব হবে। বিশেষ করে বাটলারের সঙ্গে আমার জুঁটি বেশ কাজে দিয়েছে। সে আমাকে দারুণভাবে সহায়তা করেছে।’

মিরপুরের উইকেট প্রসঙ্গে রয়ের ভাষ্য, ‘গত ম্যাচের থেকে আজকের ম্যাচের উইকেটে টার্ন তুলনামূলক কম ছিল। আগের ম্যাচে এক্সটা বাউন্স ছিল পিচে, যদিও আজকে তেমন কিছু পাইনি। আজকেও বাউন্স ছিল, তবে উইকেট কিছুটা স্লো থাকায়, বল খুব ভালো ব্যাটে আসছিল। শেষ কয়েক ওভারে সবাই যেভাবে ব্যাটিং করেছে, সেটাই মূলত আমাদের এত বড় সংগ্রহ এনে দিয়েছে।’

বাংলাদেশের কন্ডিশন প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যেকটি জায়গায় পারফর্ম করতে আপনার বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। আমি ভারতেও রানের দেখা পেয়েছিলাম। তাই আশাবাদী ছিলাম এখানেও ভালো করব। তবে কাজটা খুব বেশি সহজ ছিল না। কারণ এই ধরনের কন্ডিশনে ভালো করতে হলে আপনাকে বিশেষভাবে দক্ষ হতে হবে। হুট করেই ভালো করা যায় না। আমি এখানে রান করতে পেরে খুবই খুশি।’