আজাইরাতে এখনও চলছে জুয়ার বিজ্ঞাপন

বিনোদন ডেস্ক :

বদমাইস পোলাপান একটি ইউটিউব সিরিজের নাম। দ্য আজাইরা লিমিটেড নামের একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত এ সিরিজে দেখানো হচ্ছে জুয়ার বিজ্ঞাপন। এ অভিযোগে চ্যানেলটির অন্যতম স্বত্বাধিকারী প্রত্যয় হিরন ও তার দুই সহযোগীকে গ্রেপ্তারের পর মিলেছে নতুন নতুন তথ্য। পাওয়া গেছে কয়েকজন ব্যক্তির নাম, যারা ইউটিউব, ফেসবুক বা টিকটকে বিভিন্নভাবে জুয়ার বিজ্ঞাপন প্রচার করে থাকেন। এ ধরনের আরও কয়েকজনকে ধরতে অভিযান চালাবে আইনশৃঙ্খলা বাহিনী।

যারা অর্থের বিনিময়ে জুয়ার বিজ্ঞাপন প্রচার করে আসছিল তাদের সম্পর্কে পাওয়া তথ্য যাচাই-বাছাই করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। যাচাই-বাছাই শেষে অভিযান চালানোর পরিকল্পনা করছে ডিবি উত্তর। এ তথ্য এনটিভি অনলাইনকে জানিয়েছেন ডিবির উত্তর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মহিদুল ইসলাম।

মহিদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার প্রত্যয় হিরন ও তার দুই সহযোগী রায়হান সরকার বিশাল ও আব্দুল হামিদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আরও কিছু ব্যক্তির তথ্য আমরা পেয়েছি। যারা জুয়ার বিজ্ঞাপনের কাজে জড়িত বলে অভিযোগ আছে। সেসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তীতে আমরা অভিযান চালাব।’

আজাইরা লিমিটেডে প্রচারিত বদমাইস পোলাপানের সিজন-৪-এর ২৮ নম্বর এপিসোড চলতে চলতে হঠাৎ জুয়ার বিজ্ঞাপন দেওয়া হয় এভাবে, ‘মামা, বিপিএল তো শেষ হয়ে যাইতেছে। ওকে, …(জুয়ার সাইটের নাম) টাকা ইনকাম করারও অনেক সুযোগ হইতেছে। আর সেখানে চলতেছে গ্রান্ড স্লাম টুর্নামেন্ট। ওইডার ভেতরে বাজি ধরলেই বিএমডাব্লিউ, আইফোন, ল্যাপটপ; আরও অনেককিছু জেতার সুযোগ আছে। আর সাইটের প্রত্যেকটার মধ্যে লাইভ স্কোর দেখতে পারবি। কে কত রান করবে, কে সর্বোচ্চ রান করবে। প্রত্যেকটার ভেতরে তুই অনুমান করে বেট ধরতে পারবি। এ ছাড়া আরও অনেক গেম আছে, যেগুলো খেলে তুই টাকা ইনকাম করতে পারবি…।’

আজাইরা লিমিটেডে প্রচারিত এ সিরিজটির পরিচালক মাবরুর রশীদ বান্নাহ। এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘ওয়েব সিরিজটির ভেতরে জুয়ার বিজ্ঞাপন জুড়ে দেওয়া হলে তাতে আমার কোনো দায় নেই।’

দ্য আজাইরা লিমিটেডের অন্যতম স্বত্বাধিকারী ইউটিউবার প্রত্যয় হিরন। এ ইউটিউবে জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপন প্রচারের অভিযোগে গত ১৫ ফেব্রুয়ারি রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয় রমনা থানায়। মামলা নম্বর ১৩। মামলার পর ওইদিন দিবাগত রাতে অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি তিনিসহ তার দুই সহযোগীকে নারায়ণগঞ্জ ও রমনা থানা এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এডিসি মহিদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারের পর প্রত্যয় হিরন আমাদের কাছে দাবি করেছেন, তিনি জানতেন না; জুয়ার বিজ্ঞাপন প্রচার বড় মাপের অপরাধ। তিনি বুঝতে পারেননি বলে জানিয়েছেন। জানলে এ ধরনের কাজ করতেন না। কিন্তু, তিনি তো ছোট না। হয়তো সবই জানেন। কিন্তু, অপরাধ স্বীকার করছেন না।’

মহিদুল ইসলাম আরও বলেন, ‘এসব ব্যাপারে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য আমরা আদালতের কাছে গ্রেপ্তার প্রত্যেকের জন্য পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেছিলাম। কিন্তু, আদালত তা নামঞ্জুর করেছেন। ফলে, তাদের তিনজনকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

তবে, প্রত্যয় হিরনকে গ্রেপ্তার করা হলেও তার দ্য আজাইরা লিমিটেডের ওই ইউটিউব চ্যানেলে এখনও জুয়ার বিজ্ঞাপন দেখানো হচ্ছে।

মহিদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার আব্দুল হামিদ জানিয়েছেন, মূলত তার মাধ্যমে প্রত্যয় হিরনের সঙ্গে বিজ্ঞাপনদাতাদের পরিচয় হয়। প্রথম কিছুদিন হামিদকে কমিশন দিতেন বিজ্ঞাপনদাতারা। পরে হামিদকে বাদ দিয়ে বিজ্ঞাপনদাতারা প্রত্যয় হিরনের সঙ্গে সরাসরি যোগাযোগ করতেন। আর রায়হান সরকার বিশাল এসব কনটেন্টে অভিনয় করতেন।’

গোয়েন্দা পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপনের কাজে টিকটক, ইউটিউব ও ফেসবুকের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করতেন। এ ধরনের অন্তত আটটি লিঙ্ক পাওয়া গেছে। তবে, চক্রের মূল প্ল্যাটফর্মের নাম ‘দি আজাইরা লিমিটেড’। চ্যানেলটিতে প্রচারিত ‘বদমাইশ পোলাপাইন সিজন-৪’-এর মাধ্যমে এসব বিজ্ঞাপন বেশি প্রচার করা হতো।

ডিবি সূত্রে জানা গেছে, নিজের কনটেন্টে জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপন প্রচারে প্রতি পর্বের জন্য ৭০ হাজার টাকা থেকে ১ লাখ ১০ হাজার টাকা নিতেন প্রত্যয় হিরন। অনলাইনভিত্তিক অন্তত তিনটি জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপন প্রচার করতেন প্রত্যয় হিরন ও তার সহযোগীরা।

ডিএমপির রমনা থানার উপপরিদর্শক (এসআই) জয়দেব জয়ধরের করা মামলার এজাহারে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রতারণামূলকভাবে নিজের পরিচয় গোপন রেখে অধিক মুনাফা লাভের আশায় সাধারণ মানুষকে মুনাফার লোভ দেখানো ও ঘরে বসে আয় করার কথা বলে উৎসাহিত করতেন। যা দেখে উঠতি বয়সের যুবকরা জুয়া খেলার দিকে ধাবিত হয়; যা সামাজিক অবক্ষয় সৃষ্টি করে। এর মাধ্যমে দেশ থেকে বিপুল অর্থ বিদেশে চলে যায়।

এজাহারে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া প্রত্যয় হিরনের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। তার সহযোগী রায়হান সরকার বিশাল এইচএসসি ও আবদুল হামিদ অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। তারা তিনজনই ইউটিউবার। তারা তিন বছর ধরে জুয়ার সাইট পরিচালনা ও প্রচার করে আসছেন। তাদের দুজনের বয়স ২২ বছর। আরেকজনের বয়স উল্লেখ করা হয়নি।

প্রতয় হিরন ও তার সহযোগীদের বিরুদ্ধে জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩/২৪/২৬/৩০/৩৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। সে অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে।

এর মধ্যে, ২৩ ধারায় বলা আছে, যদি কোনো ব্যক্তি ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে প্রতারণা করেন এবং তা প্রথম বার হলে তকে ৫ বছর কারাদণ্ড এবং ৫ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারবে। আদালত চাইলে তাকে উভয়দণ্ডে দণ্ডিত করতে পারেন। এ ছাড়া একই ধারায় দ্বিতীয় বার বা বারবার অপরাধ করলে ৭ বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে।

২৪ ধারায় বলা আছে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো কম্পিউটার, কম্পিউটার প্রোগ্রাম, কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, কোন ডিজিটাল ডিভাইস, ডিজিটাল সিস্টেম বা ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করে প্রতারণা করা বা ঠকানোর উদ্দেশে অপর কোনো ব্যক্তির পরিচয় ধারণ করেন বা অন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত কোনো তথ্য নিজের বলে প্রদর্শন করেন তা হলে তিনি অনধিক পাঁচ বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন। এ ছাড়া, তিনি ৫ লাখ টাকা অর্থদণ্ডে বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। কোন ব্যক্তি একই ধারায় অপরাধ দ্বিতীয়বার করলে তিনি ৭ বছর কারাদণ্ডে এবং ১০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

২৬ ধারায় বলা আছে, কোন ব্যক্তি আইনগত কর্তৃত্ব ছাড়া অপর কোনো ব্যক্তির পরিচিতি তথ্য সংগ্রহ, বিক্রয়, দখল, সরবরাহ বা ব্যবহার করেন, তা হলে তা হবে অপরাধ। সেই অপরাধ করলে তিনি ৫ বছর কারাদণ্ড, বা ৫ লাখ টাকা অর্থদণ্ডে বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। এ ছাড়া, একই ধারায় অপরাধ দ্বিতীয় বার বা বারবার অপরাধ সংঘটন করেন, তাহলে তিনি অনধিক ৭ বছর কারাদণ্ডে বা অনধিক ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন।

৩০ ধারায় বলা আছে, কোনো ব্যাংক, বীমা বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান বা মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হতে কোন ইলেকট্রনিক বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আইনানুগ কর্তৃত্ব ব্যতিরেকে ই-ট্রানজেকশন করেন, বা সরকার বা বাংলাদেশ ব্যাংক কর্তৃক, সময় সময়, জারিকৃত কোন ই-ট্রানজেকশনকে অবৈধ ঘোষণা করা সত্ত্বেও ই-ট্রানজেকশন করেন, তাহলে উক্ত ব্যক্তির ৫ বছর কারাদণ্ড বা ৫ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। একই ধারায় বারবার অপরাধ সংঘটন করলে তিনি ৭ বছর কারাদণ্ডে বা ১০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

৩৫ ধারায় বলা আছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যাংক, বীমা বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান বা মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হতে কোন ইলেকট্রনিক বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আইনানুগ কর্তৃত্ব ব্যতিরেকে ই-ট্রানজেকশন করেন, বা সরকার বা বাংলাদেশ ব্যাংক কর্তৃক, সময় সময়, জারিকৃত কোনো ই-ট্রানজেকশনকে অবৈধ ঘোষণা করা সত্ত্বেও ই-ট্রানজেকশন করেন, তা হলে উক্ত ব্যক্তি অনধিক ৫ বছর কারাদণ্ডে, বা অনধিক ৫ লাখ টাকা অর্থদণ্ডে, বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। এ ছাড়া, একই ধারায় অপরাধ দ্বিতীয় বার বা বারবার করলে তিনি অনধিক ৭ বছর কারাদণ্ডে বা অনধিক ১০ লাখ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে

ডেস্ক রিপোর্ট :

শুধু অর্থ উপার্জন নয়, চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বুধবার (১ মার্চ) বিকেলে কিশোরগঞ্জের করিমগঞ্জে ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে’ আয়োজিত এক অনুষ্ঠানে চিকিৎসকদের প্রতি রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘শুধু অর্থ উপার্জন নয়, চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে শুধু ব্যবসা করলে চলবে না, মানুষকে সেবা দিতে হবে। মেডিকেল কলেজ হাসপাতালকে টাকা বানানোর যন্ত্রে পরিণত না করে মানুষ যাতে স্বল্প খরচে ও সহজে দ্রুত চিকিৎসাসেবা পায়, তা নিশ্চিত করতে হবে।’

রাষ্ট্রপতি আরও বলেন, ‘শুধু টাকা উপার্জন একটি শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য হতে পারে না। একটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করতে যেটুকু অর্থের প্রয়োজন সেটুকু নিয়ে প্রতিষ্ঠানে লেখাপড়া ও চিকিৎসাসেবার মান ভালো হয়, সেই লক্ষ থাকা উচিত।’

অনুষ্ঠানে মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা খানম এবং কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আ ন ম নওশাদ খান বক্তব্য দেন।

এ সময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে গতকাল রাতে কিশোরগঞ্জের মিঠামইনে মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময়

মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার দক্ষিণের দু’টি অঞ্চলে ড্রোন হামলার চেষ্টার অভিযোগ করেছে মস্কো। তবে এ দাবি অস্বীকার করেছে ইউক্রেন।

মঙ্গলবার মস্কো থেকে ১০০ কিলোমিটার দূরে রাশিয়ার সেনা একটি ড্রোনকে গুলি করে নামায়। যে অঞ্চলে ড্রোনটিকে গুলি করে নামানো হয়েছে, তার পাশেই আছে রাশিয়ার তেল এবং গ্যাস সরবরাহকারী সংস্থা গ্যাসপ্রমের একটি ডিপো।

তবে রাশিয়ার সংবাদসংস্থাকে গ্যাসপ্রম জানিয়েছে, তাদের ডিপোয় কোনো ক্ষতি হয়নি।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালানো হয়। তবে তা ব্যর্থ হয়েছে। মস্কোর এ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন।

মস্কোর গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানিয়েছেন, ড্রোনটি ইউক্রেনের। কোলামনা অঞ্চলে গ্যাসপ্রমের ডিপো এবং একটি বেসামরিক কাঠামো ধ্বংস করার জন্যই ড্রোনটি পাঠানো হয়েছিল বলে তার দাবি। তবে তার আগেই রাশিয়ার সেনা ড্রোনটিকে গুলি করে নামিয়ে নেয়।

রাশিয়ার ভিতর কোনো আক্রমণই এখনো পর্যন্ত স্বীকার করেনি ইউক্রেন। এর আগে সীমান্ত অঞ্চলে সেনাঘাঁটিতে ড্রোন আক্রমণ হয়েছে। তার দায়ও ইউক্রেন স্বীকার করেনি। স্বাভাবিকভাবেই এদিনের ঘটনা নিয়েও ইউক্রেন কোনো মন্তব্য করেনি।

রাশিয়া অবশ্য ড্রোনটির মডেল এবং নম্বর প্রকাশ করে দিয়েছে। ইউজে-২২ এয়ারবর্ন মেকের ড্রোনটি মূলত ইউক্রেনই ব্যবহার করছে বলে রাশিয়ার দাবি। ইউক্রেনের উকারজেট সংস্থা এই ড্রোনগুলি তৈরি করে।

ইউক্রেন প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা অবশ্য সামাজিক মাধ্যমে লিখেছেন, রাশিয়ার ভিতর প্রায় ৫০০ কিলোমিটার দূর পৌঁছে গেছিল ড্রোনটি। এরপর পুতিন নিশ্চয় ঘর থেকে বার হতে ভয় পাবেন। যে কোনো সময় তার সামনে ড্রোন পৌঁছে যেতে পারে।

রাশিয়ার সেনা দাবি করেছে, একটি নয়, দুইটি ড্রোনকে দক্ষিণ রাশিয়ায় গুলি করে নামানো হয়েছে। অন্য ড্রোনটির তথ্য অবশ্য এখনো দেওয়া হয়নি। প্রথম ড্রোনটির একটি ছবি প্রকাশ করেছে রাশিয়া। সেখানে দেখা যাচ্ছে, বরফ ঢাকা রাস্তায় ড্রোনটি পড়ে আছে।

ইউক্রেন যুদ্ধে রাশিয়া এবং ইউক্রেন দুইপক্ষই ড্রোন ব্যবহার করছে। এর আগে রাশিয়ার একাধিক ড্রোন গুলি করে নামিয়েছে ইউক্রেন।

পুলিশ সরে গেলে আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না

ডেস্ক রিপোর্ট :
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, সরকার আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পাল্টা শান্তি সমাবেশের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আজকে আপনাদের (সরকার) তথাকথিত শান্তি সমাবেশও করতে হয় পুলিশ প্রহরায়। আওয়ামী লীগ আজ জনবিচ্ছিন্ন। পুলিশই তাদের ভরসা। পুলিশ সরে গেলে আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না।

বুধবার সন্ধ্যায় রাজধানীর গোপীবাগে এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ৪ মার্চ ঢাকা মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে সুত্রাপুর থানাধীন ৪২, ৪৩ এবং ৪৪ নং ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

ইশরাক বলেন, আমরা সরকার পতনের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। এতেই ভয় পেয়ে সরকার উল্টাপাল্টা বলতে শুরু করেছে, মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আর যখন চূড়ান্ত আন্দোলন শুরু হবে তখন তারা চোখে সরষে ফুল দেখবে।

তিনি বলেন, সময় থাকতে ভালোই ভালো জনগণের কাছে ক্ষমা চেয়ে ক্ষমতা ছেড়ে দেন, নতুবা পালানোর পথ পাবেন না।

বিএনপির এই নেতা বলেন, আমরা অনেক ধৈর্য্যের পরিচয় দিয়েছি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছি বলে আমাদের দূর্বল ভাববেন না। আমরা জনগণের কষ্ট দিয়ে কোনো কর্মসূচি দিতে চাই না। কিন্তু জনগণ যদি রাজপথ উত্তপ্ত করে তাহলে সে আগুনে আপনাদের মসনদ ছারখার হয়ে যাবে।

তিনি বলেন, সরকার অনেক ফাঁদ পাতছে। আমরা আওয়ামী লীগের অতীত ইতিহাস জানি। তারা আগুন সন্ত্রাস করে বিএনপির ওপর দায় চাপাতে চায়। মানুষ হত্যা করে আন্দোলন দমাতে চায়। আর কত মানুষ মারবেন। আপনাদের হাত রক্তে রঞ্জিত। আমরা প্রস্তুত আরো রক্ত দিতে। তবুও এদেশ থেকে জালিম শাহী সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না।

এসময় আরো বক্তব্য রাখেন সুত্রাপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন, আব্দুস সাত্তার, ওমর নবী বাবু, সাবেক সভাপতি এম,এ,সাহেদ মন্টু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ।

বাংলাদেশের সর্বনাশ

স্পোর্টস ডেস্ক :

নিজেদের কন্ডিশনের সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ বাংলাদেশ। শেরেবাংলার রহস্যময় উইকেটে অল্প পুঁজি নিয়ে ইংল্যান্ডকে আটকাতে পারেনি তামিম ইকবালের দল। বরং সাকিব-তাইজুলের স্পিনকে বুড়ো আঙুল দেখিয়ে মন্থর উইকেটে রাজত্ব করলেন ডেভিড মালান। ইংলিশ তারকার ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশের পরিকল্পনা ভেস্তে দিয়ে জয় তুলে নিয়েছে জস বাটলারের দল।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই হারে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেল বাংলাদেশ। একই সঙ্গে হার দিয়ে শুরু হলো কোচ চন্ডিকা হাথুরুসিংহের নতুন অধ্যায়।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে স্কোরবোর্ডে ১০ উইকেটে ২০৯ রান তুলেছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেছেন শান্ত।

রান তাড়ায় নেমে ইংলিশরা জয় তুলে নিয়েছে ৪৮.৪ ওভারে। দলের পক্ষে সর্বোচ্চ ১১৪ রান করেন ডেভিড মালান। ১৪৫ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ৮টি চার ও ৪টি ছক্কায়।

অল্প রানের জবাবে নেমে শুরুতেই হোচট খায় ইংল্যান্ড। প্রথম ওভারেই হারায় ওপেনার জেসন রয়কে। সাকিবের করা ওই ওভারের শেষ বলে উড়িয়ে মারতে গিয়ে মিডঅনে ক্যাচ দেন রয় (৪)। ছুটে এসে ক্যাচ লুফে নেন তামিম।

থিতু হওয়ার চেষ্টায় ব্যর্থ হন ফিল সল্টও। তিনিও পড়েন স্পিনের ফাঁদে। এবারের নায়ক তাইজুল ইসলাম। বাংলাদেশি স্পিনারের বলে জায়গা বানিয়ে খেলতে গিয়ে স্টাম্প হন সল্ট। ১৯ বলে ১২ রানে থামে সল্টের ইনিংস। চারে নামা জেমস ভিন্সকেও(৬) বিদায় করেন তাইজুল।

ইংলিশ অধিনায়ক জস বাটলারকে টিকতে দেননি তাসকিন আহমেদ। ভয়ংকর হওয়ার আগেই থামান বাটলারকে। ডানহাতি পেসারের ডেলিভারিটি পয়েন্ট দিয়ে খেলতে গিয়ে স্লিপে শান্তর হাতে ক্যাচ তুলে দেন বাটলার।

৬৫ রানে ৪ উইকেট নেবার পর ম্যাচের নিয়ন্ত্রণ আসে বাংলাদেশের দিকেই। তবে উইকেটে থাকা ডেভিড মালান হতাশা বাড়ান বাংলাদেশের। প্রথমে উইল জ্যাকস এরপর মঈন আলিকে নিয়ে ইংল্যান্ডকে পথ দেখান মালান। তাঁর ব্যাটে চড়ে ম্যাচে ফেরে ইংল্যান্ড। ম্যাচের বাকি সময় বাংলাদেশের হতাশার কারণ ছিলেন মালানই। উইকেটে থিতু হয়ে ১৩৪ বলে সেঞ্চুরি তুলে নেন মালান। এরপর শেষ পর্যন্ত ১১৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই ইংলিশ তারকা।

এর আগে ব্যাটিংয়ে নেমে ঝড়ো শুরুর আভাস দেন তামিম। তাঁর সঙ্গে থাকা লিটন ইংলিশ বোলারদের সামলাতে হিমশিম খাচ্ছিলেন। ইনিংসের পঞ্চম ওভারেই ফেরেন তিনি।

ক্রিস ওকসের ওই ওভারের চতুর্থ বলে স্কয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকান লিটন। পরের বলেই হয়ে যান আউট। ইংলিশ তারকার লেন্থ বলটি ডিফেন্স করতে যান তিনি। তবে সুইং করে বল গিয়ে আঘাত হানে পেছনের পায়ে। এলবির ফাঁদে পড়ে ৭ রানে বিদায় নেন ডানহাতি ওপেনার।

লিটনের ফেরার পর তামিমের স্টাম্প ভাঙেন মার্ক উড। পাওয়ার প্লের শেষ ওভারে উডের ১৪৭ কিলোমিটার গতির বলে এলোমেলো হয়ে যায় তামিমের স্টাম্প। ৪ বাউন্ডারিতে ৩২ বলে ২৩ রান করে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক। প্রথম ১০ ওভারে দুই উইকেটে স্কোরবোর্ডে ৫৪ রান তোলে বাংলাদেশ।

দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। বিপিএল জুড়ে রান করা শান্ত নিজের ফর্ম ধরে রাখেন আন্তর্জাতিক মঞ্চেও। তবে বেশ মন্থর গতিতে ছুটতে থাকেন। ৬৭ বলে ব্যক্তিগত হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। ওয়ানডে ক্রিকেটে এটাই শান্তর প্রথম হাফসেঞ্চুরি।

তবে হাফসেঞ্চুরির পর বেশিক্ষণ থিতু হতে পারেননি শান্ত। ব্যক্তিগত ৫৮ রানে ভাঙে তাঁর প্রতিরোধ। আদিল রশিদের গুগলি লেগ সাইড দিয়ে উড়িয়ে মারার চেষ্টায় জেসন রয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাজঘরে। শান্তর আগে মুশফিক ও সাকিবও ফিরে যান দ্রুত। ১৬ রানে মুশফিককেও নিজের শিকার বানান রশিদ। সাকিব পড়েন মঈন আলির ফাঁদে।

মাঝপথে ইনিংস বড় করার চেষ্টায় ব্যর্থ হন মাহমুদউল্লাহ। ৪৮ বলে ৩১ রান করে বিদায় নেন অভিজ্ঞ এই ব্যাটার। মূল ব্যাটাররা ফেরার পর শেষ পর্যন্ত টেনেটুনে ২০৯ রানের পুঁজি গড়ে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর 

বাংলাদেশ : ৪৭.২ ওভারে ২০৯ (তামিম ২৩, লিটন ৭, মুশফিক ১৬, শান্ত ৫৮, সাকিব ৮, মাহমুদউল্লাহ ৩১, আফিফ ৯, মিরাজ ৭, তাসকিন ১৪, তাইজুল ১০, মুস্তাফিজ ০; উড ৪-০-৩৪-২, ওকস ৮-০-২৮-১, আর্চার ১০-০-৩৭-২, মঈন ৭.২-০-৩৫-২, উইল জ্যাকস ৫-০-১৮-১)।

ইংল্যান্ড :  ৪৮.৪ ওভারে ২১২/৭ (জেসন রয় ৪, ফিল সল্ট ১২, মালান ১১৪*, ভিন্স ৬, বাটলার ৯, জ্যাকস ২৬, মইন আলি ১৪, ওকস ৭, রশিদ ১৭*; তাসকিন ৯-১-২৬-১, সাকিব ১০-০-৪৫-১, তাইজুল ১০-০-৫৪-৩, মিরাজ ১০-২-৩৫-২, মুস্তাফিজ ৮-২-৪২-০)।

ফল : ৩ উইকেটে জয়ী ইংল্যান্ড।

সিরিজ : ১-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড।

সঠিক তদন্তের পর বিমার দাবি পরিশোধ নিশ্চিত করুন

ডেস্ক রিপোর্ট :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমা খাতের অসঙ্গতি রোধে যথাযথ তদন্ত করে বিমা দাবি পরিশোধ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘নিশ্চিত করুন যে আপনি যথাযথ তদন্ত ও পরীক্ষার পরে দাবির অর্থ প্রদান করছেন। দাবির অর্থ প্রদানে অসঙ্গতির অভিযোগ রয়েছে, যেখানে অসাধু ব্যক্তিরা তাদের বিমার আইটেমের বিপরীতে মোটা অংকের অর্থ দাবি করে।’

আজ বুধবার (১ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় বিমা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ‘বিমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাবো সবাই মিলে’ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হচ্ছে।

সরকার প্রধান বলেন, ‘বিমা খাতের সঙ্গে জড়িত ব্যক্তি ও কর্তৃপক্ষের প্রতি আমার অনুরোধ, কোনো ঘটনায় প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য তদন্ত নিশ্চিত করতে সজাগ থাকুন। কোনো প্রভাবশালী ব্যক্তির চাপের কাছে নতি স্বীকার করে যথাযথ তদন্ত ছাড়া কোনো টাকা না দেবেন না।’

প্রধানমন্ত্রী বিমার সঙ্গে জড়িত সব ব্যক্তি ও কর্তৃপক্ষকে আন্তরিকভাবে এই খাতের বিভিন্ন অসঙ্গতি খতিয়ে দেখার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘দয়া করে কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না। অনেক মানুষ আসে আমাদের কাছে, মন্ত্রীদের কাছে বা অন্য কোনো ব্যক্তির কাছে আনুকূল্য পাওয়ার জন্য। কিন্তু প্রকৃত ক্ষতিটা আপনাদেরই খুঁজে বের করতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘কোনো ব্যক্তি তার বিমার পণ্যের জন্য মোটা অংকের অর্থ দাবি করতে পারেন, তবে যথাযথ তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অর্থ পরিশোধ করতে হবে।

আইডিআরএ (বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ) চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি এস কে কবির হোসেন এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ এ সময় বক্তব্য দেন।

অনুষ্ঠানে দেশের বিমা খাতের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

টিকেট কাউন্টারের সামনে লম্বা লাইন অথচ গ্যালারি জুড়ে হাহাকার

স্পোর্টস ডেস্ক :

টিকেট কাউন্টারের সামনে লম্বা লাইন। অথচ ভেতর থেকে বলা হচ্ছে—সব টিকেট শেষ! বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের আগের দিনের ঘটনা এটি। এতটুকু চিত্র দেখে বোঝা যেতে পারে হয়ত, ম্যাচের সব টিকেট বিক্রি হয়ে গেছে।

কিন্তু ম্যাচের দিন মাঠে প্রবেশ করে দেখা গেল তার উল্টো চিত্র। সিরিজের প্রথম ওয়ানডেতে দুপুর ১২টায় মাঠে নেমেছে বাংলাদেশ ও ইংল্যান্ড। ম্যাচ যখন মাঠে গড়ায় তখন ভিআইপি স্ট্যান্ড ছাড়া বাকি গ্যালারিগুলো জুড়ে ছিল হাহাকার। বেলা বাড়তে অন্যান্য গ্যালারিতে কিছুটা দর্শক বাড়লেও বেশিভাগ অংশ জুড়েই ছিল শূন্যতা।

বিশেষ করে সর্বনিন্ম দামের ২০০ টাকা দামের ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারির দিকে তাকালে বোঝার উপায় নেই যে এটা—হোম অব ক্রিকেট! যেখানে প্রতিটি ম্যাচেই উপচে পড়া ভিড় থাকার কথা সেখানে শুধুই হাহাকার। বেলা বাড়তে কিছুটা সিট পূরণ হলেও বেশিভাগ জুড়েই ফাঁকা।

এক দর্শকের কাছে টিকেট সংগ্রহের বিষয়ে জানতে চাইলে তিনি জানালেন, কাউন্টারে কোনো টিকেট পাননি তিনি। তবে কাউন্টারের সামনেই কালোবাজারিদের কাছ থেকে দ্বিগুণ দামে টিকেট সংগ্রহ করেছেন তিনি।

আরেক দর্শক বললেন, ‘কাউন্টারে কোনো টিকেট নেই। অথচ গেটের সামনে অনেকেই টিকেট বিক্রির জন্য ঘুরছেন। তাদের কাছ থেকেই বেশি দামে টিকেট কিনেছি। বাংলাদেশের খেলা দেখার জন্য এই কষ্টটা করতে হলো।’

সব মিলিয়ে বোঝা গেল, টিকেট বেশিরভাগ কালোবাজারিদের হাতে চলে যাওয়াতেই গ্যালারি জুড়ে এত শূন্যতা। অনেকেই গতকাল ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পাননি দুটি টিকেট। অথচ আবার কেউ কেউ টিকেট হাতে নিয়ে ঘুরছেন বিক্রি করবেন বলে! এভাবেই দর্শকদের মধ্যে বাড়ছে হতাশা। সেই সঙ্গে শেরেবাংলা হারিয়েছে তার চেনা রূপ।

অনলাইনে সুযোগ না থাকায় লাইনে দাঁড়িয়ে টিকেট কিনতে হচ্ছে ক্রিকেট ভক্তদের। মোট ৫ ক্যাটাগরিতে টিকেট কিনতে পারছেন সমর্থকরা। টিকেট পাওয়ার স্থান মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম।

টিকেটের সর্বনিম্ন মূল্য ২০০ আর সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ১৫০০ টাকা। মিরপুর শেরেবাংলায় গ্র্যান্ড স্ট্যান্ড টিকেটের মূল্য ১৫০০ টাকা, ভিআইপি ১০০০, ক্লাব হাউজ ৫০০ টাকা, সাউথ স্ট্যান্ড ৩০০ ও ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা।

চাপ বাড়ল বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক :

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওপেনিংয়ে নেমে জুটি গড়ার আভাস দেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস।

তামিম শুরুর ওভার থেকেই হাত খুলে খেলেন। অন্যদিকে ডানহাতি ওপেনার লিটন সঙ্গ দেওয়ার চেষ্টায় ছিলেন। কিন্তু পারেননি থিতু হতে। লিটন ছক্কা মেরেই ক্রিস ওকসের বলে ফিরলেন সাজঘরে। ৩৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৫১ রানে বিদায় নেন তামিম (২৩)। এর পর জুটি গড়ার চেষ্টায় বিদায় নেন মুশফিক ও সাকিব আল হাসান।

দুই অভিজ্ঞ তারকা ফিরলে বাংলাদেশকে এগিয়ে নেন নাজমুল হোসেন শান্ত। ৬৭ বলে ব্যক্তিগত হাফসেঞ্চুরি তুলে নেন শান্ত। তাঁর ব্যাটে চড়ে দলীয় দেড়শ রান পার করে স্বাগতিকরা। কিন্তু হাফসেঞ্চুরির পরই ৫৮ রানে বিদায় নেন তিনি। তার বিদায়ে চাপ বেড়েছে বাংলাদেশের।

ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমেছে লাল-সবুজের দল। ম্যাচটিতে একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ।

ঘরের মাঠে ভারতের বিপক্ষে সবশেষ খেলা ওয়ানডের একাদশ থেকে বাদ পড়েছেন তিনজন। তারা হলেন এনামুল হক, ইয়াসির আলি চৌধুরী রাব্বি ও ইবাদত হোসেন।

একাদশে অনুমিতভাবেই ফিরেছেন অধিনায়ক তামিম ইকবাল। তার সঙ্গে একাদশে এসেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশে জায়গা পাননি অলরাউন্ডার স্যাম কারান। ইংল্যান্ডের হয়ে সবশেষ ওয়ানডে খেলা একাদশ থেকে নেই হ্যারি ব্রুক, বেন ডাকেট, রিস টপলি। তাদের বদলে দলে ফিরেছেন ফিল সল্ট, জেমস ভিন্স, মার্ক উড ও উইল জ্যাকস।

নতুন বছরে এটিই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সিরিজ। গত এক মাস বিপিএলে টি-টোয়েন্টি খেলার পর এবার বাংলাদেশ দল নেমেছে ওয়ানডে পরীক্ষায়।

প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ড বেশ কঠিন। সীমিত ওভারের ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন জস বাটলারের দল। তবুও নিজেদের মাঠে প্রিয় ফরম্যাট ওয়ানডে বলেই ভালো কিছুর স্বপ্ন দেখছে তামিম ইকবালের দল।

স্বপ্ন দেখবেই বা না কেন? ঘরের মাঠে অন্তত এই ফরম্যাটে বাংলাদেশ ভয়ঙ্কর দল। তাই ইংল্যান্ডের বিপক্ষেও ভালো কিছুর প্রত্যাশা বাংলাদেশের।

দেড়শ ছাড়াল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওপেনিংয়ে নেমে জুটি গড়ার আভাস দেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস।

তামিম শুরুর ওভার থেকেই হাত খুলে খেলেন। অন্যদিকে ডানহাতি ওপেনার লিটন সঙ্গ দেওয়ার চেষ্টায় ছিলেন। কিন্তু পারেননি থিতু হতে। লিটন ছক্কা মেরেই ক্রিস ওকসের বলে ফিরলেন সাজঘরে। ৩৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৫১ রানে বিদায় নেন তামিম (২৩)। এর পর জুটি গড়ার চেষ্টায় বিদায় নেন মুশফিক ও সাকিব আল হাসান। দুই অভিজ্ঞ তারকা ফিরলে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। ৬৭ বলে ব্যক্তিগত হাফসেঞ্চুরি তুলে নেন শান্ত। তাঁর ব্যাটে চড়েই দলীয় দেড়শ রান পার করেছে স্বাগতিকরা।

ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমেছে লাল-সবুজের দল। ম্যাচটিতে একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ।

ঘরের মাঠে ভারতের বিপক্ষে সবশেষ খেলা ওয়ানডের একাদশ থেকে বাদ পড়েছেন তিনজন। তারা হলেন এনামুল হক, ইয়াসির আলি চৌধুরী রাব্বি ও ইবাদত হোসেন।

একাদশে অনুমিতভাবেই ফিরেছেন অধিনায়ক তামিম ইকবাল। তার সঙ্গে একাদশে এসেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশে জায়গা পাননি অলরাউন্ডার স্যাম কারান। ইংল্যান্ডের হয়ে সবশেষ ওয়ানডে খেলা একাদশ থেকে নেই হ্যারি ব্রুক, বেন ডাকেট, রিস টপলি। তাদের বদলে দলে ফিরেছেন ফিল সল্ট, জেমস ভিন্স, মার্ক উড ও উইল জ্যাকস।

নতুন বছরে এটিই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সিরিজ। গত এক মাস বিপিএলে টি-টোয়েন্টি খেলার পর এবার বাংলাদেশ দল নেমেছে ওয়ানডে পরীক্ষায়।

প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ড বেশ কঠিন। সীমিত ওভারের ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন জস বাটলারের দল। তবুও নিজেদের মাঠে প্রিয় ফরম্যাট ওয়ানডে বলেই ভালো কিছুর স্বপ্ন দেখছে তামিম ইকবালের দল।

স্বপ্ন দেখবেই বা না কেন? ঘরের মাঠে অন্তত এই ফরম্যাটে বাংলাদেশ ভয়ঙ্কর দল। তাই ইংল্যান্ডের বিপক্ষেও ভালো কিছুর প্রত্যাশা বাংলাদেশের।