আত্মগোপন থেকে বাবা ইমরানকে উদ্ধার করেছে র‌্যাব

ডেস্ক রিপোর্ট :
আদালত আদেশ দিয়েছেন বাংলাদেশি বাবা ও জাপানি মায়ের দুই শিশু সন্তানকে মা নাকানো এরিকোর জিম্মার রাখার। তবে সেই রায় উপেক্ষা করে আত্মগোপন করায় ছোট মেয়েসহ বাবা ইমরান শরিফকে হেফাজতে নিয়েছে র‌্যাব। বুধবার ভোরে র‌্যাবের একটি দল রাজধানীর কালাচাঁদপুর আত্মগোপনে থাকা বাবা ইমরান শরিফকে ছোট মেয়েসহ উদ্ধার করে নিয়ে যায়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, আদালতের রায় ছিল জাপানি মায়ের কাছে থাকবে জাপানি দুই সন্তান। কিন্তু রায় প্রতিপালনে থানা পুলিশ বাবাসহ ছোট মেয়েকে খুঁজে পাচ্ছিল না। আদালতের রায় উপেক্ষা করে মায়ের কাছে সন্তানকে হস্তান্তর না করে ছোট মেয়েসহ বাবা আত্মগোপনে চলে যান এমন তথ্য পায় র‌্যাব। এমন অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর গুলশান থানাধীন কালাচাঁদপুর এলাকায় আত্মগোপন করা বাবা ইমরান শরিফকে ছোট মেয়েসহ হেফাজতে নেওয়া হয়েছে।

অন্যদিকে, আদালতের রায় অমান্য করে জাপানি মা নাকানো এরিকোও দ্বিতীয়বারের মতো তার বড় মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে গতরাতে পালানোর চেষ্টা করেছেন। আদালতের নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাদের হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে। তবে সে কোন দেশে যাওয়ার চেষ্টা করছিলেন তা প্রাথমিকভাবে জানা যায়নি।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি

ডেস্ক রিপোর্ট :
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ বছর (২০২৩) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দু’জন নতুন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা দু’জনেই ঢাকার।  ঢাকার বাইরে কোনো ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়নি। বর্তমানে সারাদেশে সর্বমোট ৪৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ২২ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫৬৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ২৭৪ জন এবং ঢাকার বাইরে ২৯৪ জন রয়েছেন। একইসময়ে দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৫১৮ জন। এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ২৪৯ জন, ঢাকার বাইরে সারাদেশে ২৬৯ জন।

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক :

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। কিন্তু সফরে আসার আগে দল সাজাতেই বিড়ম্বনায় পোহাতে হচ্ছে ইংলিশদের। কারণ বেশিরভাগ খেলোয়াড়কেই এই সফরে পাচ্ছে না ইংল্যান্ড।

বাংলাদেশের বিপক্ষে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২৪ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল। ওই দিনই তারা আবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে লড়বে। ফলে টেস্ট দলের যারা টি-টোয়েন্টি ও ওয়ানডেতে থাকার কথা তাঁরা আসতে পারছেন না। এই তালিকায় আছেন অলিভার স্টোন, উইল জ্যাকস, জো রুটদের মতো তারকারা।

এ ছাড়াও চোটের কারণে পাচ্ছে না জনি বেয়ারস্টো ও লিয়াম লিভিংস্টোনকে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য পাচ্ছে না আরেক তারকা অ্যালেক্স হেলস।

একই টুর্নামেন্টে মোটা টাকা পেয়ে খেলতে যাবেন স্যাম বিলিংস, জেমস ভিন্স, লিয়াম ডওসেনদের মতো তারকারাও। এই কয়েকজন ক্রিকেটার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও নেই। তাই দেশের হয়ে খেলতে তাঁদের বাধ্য করতে পারবে না ইংলিশ ক্রিকেট বোর্ড। ফলে তাঁদের পাচ্ছে না বাংলাদেশ সফরে। সব মিলিয়ে অনেকটা খর্বশক্তির দল নিয়েই বাংলাদেশ সফরে আসতে হবে ইংল্যান্ডকে।

১ মার্চ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। ৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে হবে মিরপুরেই। আর ৬ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

ওয়ানডে শেষে ৯ মার্চ চট্টগ্রামেই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। ১২ ও ১৪ মার্চ বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে মিরপুরে।

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি

১ মার্চ, প্রথম ওয়ানডে (ঢাকা)

৩ মার্চ, দ্বিতীয় ওয়ানডে (ঢাকা)

৬ মার্চ, তৃতীয় ওয়ানডে (চট্টগ্রাম)

৯ মার্চ, প্রথম টি-টোয়েন্টি  (চট্টগ্রাম)

১২ মার্চ, দ্বিতীয় টি-টোয়েন্টি (ঢাকা)

১৪ মার্চ, তৃতীয় টি-টোয়েন্টি (ঢাকা)

১৪০০ কোটি টাকায় চেলসিতে ফার্নান্দেজ

স্পোর্টস ডেস্ক :

৩৬ বছরের আক্ষেপ ঘুঁচিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের বিশ্বকাপ জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছেন এঞ্জো ফার্নান্দেজ। জিতেছেন বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। সেই ফার্নান্দেজকেই এবার রেকর্ড দামে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাব চেলসি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার তথ্যানুসারে, ১০৬.৭ মিলিয়ন পাউন্ডসে আর্জেন্টাইন তারকাকে কিনেছে চেলসি। বাংলাদেশি টাকায় যার পরিমান প্রায় ১৪০০ কোটি টাকা। দলবদলে প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের এটাই সবচেয়ে বেশি খরচের রেকর্ড।

অবশ্য আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পরই দলবদলের বাজারে কাড়াকাড়ি শুরু হয় ফার্নান্দেজকে নিয়ে। খবর রটে, ফার্নান্দেজকে দলে নিতে মরিয়া ছিল ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লিভারপুলের মতো ক্লাবগুলো। যদিও মাঝে সেই গুঞ্জন কিছুটা থেমে যায়। পরে শোনা যায়, জানুয়ারির শেষে এই তারকা মিডফিল্ডারকে দলে নিতে বেনফিকাকে নতুন করে প্রস্তাব দেয় চেলসি। অবশেষে চেলসিই সফল হলো। রেকর্ড দামে ফার্নান্দেজকে কিনে ইতিহাস গড়ল প্রিমিয়ার লিগের ক্লাব।

আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপে দুর্দান্ত খেলা এই ফুটবলারের চুক্তিটাও বেশ বড়। সাড়ে ৮ বছরের জন্য তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে চেলসি। ২০৩১ সালে শেষ হবে লম্বা এই চুক্তির মেয়াদ। ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, দলবদলের একবারে শেষ সময়ে ফার্নান্দেজের বিষয়ে সম্মত হয় চেলসি ও বেনফিকা।

এর আগে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট থেকে গত বছর পর্তুগিজ ক্লাব বেনফিকায় যোগ দেন আর্জেন্টাইন তারকা। সে সময় তাকে ১ কোটি ইউরোতে কিনেছিল বেনফিকা। তাঁর দলবদলের জন্য যে টাকা বেনফিকাকে দিবে চেলসি, তার ২৫ শতাংশ পাবে রিভার প্লেটও। মোট ৬ কিস্তিতে এই টাকা পরিশোধ করবে চেলসি।

ফার্নান্দেজকে দলে ভেড়ানোর মধ্য দিয়ে ইংলিশ ক্লাবগুলোর মধ্যে দলবদলের ইতিহাস ভাঙল চেলসি। এর আগে ২০২১ সালে ইংলিশ ফুটবলার জ্যাক গ্রিলিশকে ১১ কোটি ৭০ লাখ ইউরোয় কিনে রেকর্ড গড়েছিল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি।

জানুয়ারির এই দলবদলে এখন পর্যন্ত ৭ জন খেলোয়াড় কিনেছে চেলসি। আর গত মৌসুম শেষ হওয়ার পর থেকে মোট ১৬ জনকে কিনেছে চেলসি। পর্তুগালের গনমাধ্যম এসসির প্রতিবেদন অনুসারে, প্রাইভেট বিমানে করে আজ বুধবার (১ ফেব্রুয়ারি) প্রিমিয়ার লিগের ক্লাবটিতে পৌঁছানোর কথা রয়েছে ফার্নান্দেজের। এরপরই মেডিকেল চেকআপ শেষে আনুষ্ঠানিকভাবে তাকে দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেবে চেলসি।

ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়া সম্ভব নয়

আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহের সিদ্ধান্তের ব্যাপারে যুক্তরাষ্ট্রে পথেই হাঁটলো যুক্তরাজ্য। ভলোদিমির জেলেনস্কিকে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান দিতে সরাসরি অস্বীকার করল ব্রিটেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দফতরের মুখপাত্র মঙ্গলবার বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানো সম্ভব নয়। ’

এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো চালানো শিখতেই কয়েক মাস সময় চলে যায়। তাই আমরা মনে করি এখনই ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত বাস্তবসম্মত হবে না।’

তবে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে ব্রিটেন তার সহযোগী দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাবে বলে জানিয়েছেন সুনাকের দফতর।

উল্লেখ্য, রাশিয়ার আগ্রাসন প্রতিহত করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানির কাছ থেকে ট্যাংক পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে ইউক্রেন। এমন পরিস্থিতিতে পশ্চিমা এ দেশগুলোর কাছ থেকে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানও চেয়েছে কিয়েভ। যদিও জার্মানি ও যুক্তরাষ্ট্র প্রস্তাবটিতে ‘না’ উত্তর দিয়েছে।

হাথুরুসিংহের সহকারী হবেন কে ?

স্পোর্টস ডেস্ক :
অবশেষে বাংলাদেশের প্রধান কোচ হয়েই ফিরছেন চান্ডিকা হাথুরুসিংহে। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন হাথুরুর কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রধান কোচ হাথুরুর সঙ্গে সহকারী কোচ হিসেবেও একজনকে নিয়োগ দিতে চায় বিসিবি।

জানা গেছে, হাথুরুর সহকারী হিসেবে কাজ করতে বেশ কয়েকজন আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যেই তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি। এমনকি সেসব কোচদের সংক্ষিপ্ত তালিকা তৈরীর কাজও শেষ করেছে বোর্ডটি। ফেব্রুয়ারির শেষের দিকে সেসব আগ্রহী কোচরা সাক্ষাৎকার দিতে বাংলাদেশে পা রাখবেন বলে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি।

এ প্রসঙ্গে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা একজন সহকারী কোচও নিয়োগ দিব, এই তালিকায় ৫জন আছে। এদের মধ্যে উপমহাদেশের আছে ৩ জন। তারা ২৫ তারিখের মাঝে দেশে এসে সাক্ষাৎকার দিবে।’

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে

আবহাওয়া ডেস্ক :

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শেষরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর তাদের নিয়মিত বুলেটিনে উল্লেখ করেছে, বুধবার সকাল ৬টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়ায়। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কক্সবাজারে।

এ ছাড়া, সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।