বরিশাল একটি মেস থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

বরিশাল অফিস:
বরিশাল নগরীর ব্রজমোহন কলেজের (বিএম) মসজিদের গেটের সামনের গলির আইনুন ভিলা থেকে সোমবার রাত ৯টার দিকে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত সান ই জাহান জুয়েনা (১৮) সরকারি বরিশাল কলেজের দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী এবং পিরোজপুরের নেছারাবাদের সোহাগদল এলাকার মাসুম ফরাজীর মেয়ে। সে আইনুন ভিলার চতুর্থ তলায় ৪০৪ নম্বর রুমে দেড় বছর ধরে ভাড়া থাকতো। আইনুন ভিলার কেয়ারটেকার মর্জিনা বেগম বলেন, সন্ধ্যার পর মেয়েদের চিৎকার শুনে দরজার উপর থেকে দেখতে পাই ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ঝুলে রয়েছে ঐ ছাত্রী। পরে পুলিশকে ফোন করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। কি কারণে আত্মহত্যা করেছে তা বলতে পারবো না।
আইনুন ভিলার মালিক আইনুন বেগম বলেন, প্রায় দেড় বছর ধরে এই মেয়ে ভাড়া থাকে এখানে। কোনো সময় কোনো সন্দেহজনক বিষয় চোখে পরেনি। পুলিশের একটি সূত্র জানিয়েছে, মৃত ছাত্রীর হাতে ব্লেড দিয়ে কাটা অনেকগুলো দাগ পাওয়া গেছে। বরিশাল কোতয়ালী মডেল থানার পুলিশের ওসি লোকমান হোসেন বলেন, দরজা ভেঙে ঐ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। হত্যা না আত্মহত্যা সেটি নিশ্চিত হওয়া যায়নি। ছাত্রীর মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে মূল কারন পাওয়া যাবে।

ভোলায় ডাক বিভাগের ডিজিটাল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

ভোলা প্রতিনিধি।।
ভোলার বিভিন্ন শাখার পোস্ট মাস্টার, ইডিএ কর্মচারীদের নিয়ে একদিনের প্রশিক্ষণ কর্মশালা ভোলা জেলা পরিষদ মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকার ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মো. শাহআলম, বরিশালের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মো. মাহবুব উদ্দিন, খুলনার পরিদর্শক মো. আলাউদ্দিন অল আজাদ, বরিশালের পরিদর্শক মো. আসাদুজ্জামান, গৌরনদীর পরিদর্শক মো. মজিরউদ্দিন, বরিশালের সুপার শিমুল চন্দ্র,  সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন ভোলা ও লালমোহনের উপ- পরিদর্শক ইমরান হোসেন ও ভোলার পোস্ট মাস্টার শাহাবুদ্দিন সোহেল।
বাংলাদেশ ডাক বিভাগ ডিজিটাল সেবার আরো একধাপ উন্নয়নের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। তৃণমূল পর্যায়ে ডিজিটাল সেবা পৌঁছে দিতে এই প্রশিক্ষণ। ইতিপূর্বে ডিজিটাল পদ্ধতিতে সঞ্চয়পত্র ও সঞ্চয় ব্যাংক ডিজিটাল কার্যক্রম করা হয়েছে। চিঠিপত্রে ব্যবহার ডিজিটাল পদ্ধতিতে ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যে ভূমি মন্ত্রণালয়ের সাথে চুক্তিপত্র করে পর্চা, খতিয়ান, নামজারী গ্রহণের মাধ্যমে ডাক বিভাগ সেবা করে আসছে এই সেবা জনগণের দোরগোড়ায় পৌছো দেওয়া হয়েছে।

১১ দফা দাবিতে ভোলায় রবিদাস জনগোষ্ঠীর মানববন্ধন ও সমাবেশ

ভোলা প্রতিনিধি।।
আর্থ সামাজিক, সাংস্কৃতিক ও জীবনমান উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষায় ১১ দফা দাবিতে ভোলায় মানববন্ধন ও সমাবেশ করেছে রবিদাস জনগোষ্ঠী ক্ষুদ্র নৃগোষ্ঠী। সোমবার (২৩ মে) সকালে  ভোলা প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ রবিদাস ফোরাম ( বিআরএফ) ভোলা জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ভোলা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ রবিদাস ফোরাম ( বিআরএফ) ভোলা জেলা শাখার সভাপতি নিতাই রবিদাসের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক অবিনাষ নন্দী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ রবিদাস ফোরাম ( বিআরএফ) ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক গোপাল রবিদাস, যুগ্ম সম্পাদক প্রসোজিৎ রবিদাস, সাংগঠনিক সম্পাদক নিখিল রবিদাস, সহ-সংগঠনিক সম্পাদক মিঠুন রবিদাস প্রমুখ।
বক্তারা বলেন, নিজস্ব ভাষা, সংস্কৃতি, প্রথা ও প্রাচীন সমাজব্যবস্থার ক্ষুদ্র জনগোষ্ঠী রবিদাস সম্প্রদায়কে সরকারের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গেজেটে অন্তর্ভুক্ত করতে হবে। গেজেটে অন্তর্ভুক্ত করা ছাড়া এই জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন সম্ভব হবে না। আমাদের দাবীসমূহ :
১. অবিলম্বে “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন” এর গেজেটে রবিদাস জনগোষ্ঠীকে অন্তর্ভূক্ত করতে হবে।
২. রবিদাসদের প্রতি অস্পৃশ্যতার চর্চা আইন করে নিষিদ্ধ করতে সংসদে উত্থাপিত “বৈষম্য বিরোধী আইন ২০২২” পাস করতে হবে।
৩. শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও সরকারী চাকুরীতে রবিদাসদের জন্য ৫% কোটা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। ৪. আগামীতে সংসদে রবিদাস জনগোষ্ঠীর জন্য ০৫ (পাঁচ) টি সংরক্ষিত আসনের ব্যবস্থা করতে হবে।
৫. পাদুকা শিল্পকে জাতীয় শিল্প হিসেবে ঘোষণা দিয়ে পাদুকা শিল্পের জন্য আলাদা শিল্পনগরী স্থাপন করতে হবে।
৬. সরকারী খাস/জমিদারী খাস, পরিত্যক্ত জমি ও দীর্ঘদিন যাবত বসবাসরত ভিটা দখলী শর্তে রবিদাসদের মাঝে চিরস্থায়ী বন্দোবস্ত প্রদান করতে হবে।
৭. রবিদাসদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও প্রথার সংরক্ষন, বিকাশ ও প্রসারে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রদান করতে হবে।
৮. অসহায় রবিদাস জনগোষ্ঠীর সার্বিক অগ্রগতির লক্ষে তাদের মাঝে সরকারী অনুদান, ভাতা, ত্রানসামগ্রী ও আশ্রয়ণ প্রকল্পের ঘর বিতরন করতে হবে।
৯. পাদুকা ও চামড়া শিল্প বিকাশ এবং শ্রমিকদের উন্নয়নের জন্য সরকারের একটি বিশেষ কমিশন গঠন করতে হবে।
১০. করোনাসহ বিভিন্ন দূর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্থ রবিদাস জনগোষ্ঠীর পাদুকা শ্রমিকদের বিশেষ আর্থিক প্রণোদনা দিতে হবে।
১১. জাতীয় বাজেটে পাদুকা শিল্পের ক্ষুদ্র উদ্যোক্তাদের কারখানা স্থাপন ও আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি যুক্ত করতে হবে।

জিয়াউর রহমান তরুন-যুবকদের হাতে দিয়েছেন অস্ত্র আর অর্থ শেখ হাসিনা দিয়েছেন কম্পিউটার ও ইন্টারনেট

বরিশাল প্রতিনিধি:
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, জিয়াউর রহমান তরুন-যুবকদের হাতে অস্ত্র আর অর্থ তুলে দিয়েছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুনদের হাতে তুলে দিয়েছেন কম্পিউটার এবং ইন্টারনেট। যে ইন্টারনেটের মাধ্যমে তরুন-যুবকরা সারা বিশ্বে বিচরন করতে পারছে। গতকাল সোমবার দুপুরে বরিশালের কীর্তনখোলা নদীর তীরে বিআইডব্লিউটিএ’র মেরিন ওয়ার্কশপ চত্ত্বরে নবনির্মিত ড্রেজার বেইজ ভবনের উদ্বোধনী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, যতদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবে, ততদিন পথ হারাবে না বাংলাদেশ। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকার চারপাশের প্রায় ৯০ ভাগ নদী দখল ও দুষনমুক্ত করা হয়েছে। আগামী দিনে বরিশালের নদী দখল ও দুষন মুক্ত করা হবে। নদীকে শাসন না করে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে নদী সংস্কার করতে ডেল্টা প্লান করেছে সরকার। ডেল্টা প্লান বাস্তবায়নে সব মন্ত্রনালয়ের সমন্বয়ে গঠন করা হয়েছে টাস্কফোর্স। এটাই শেখ হাসিনার দিন বদলের সনদ। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, নৌপথের নাব্যতা উন্নয়ন ও সংরক্ষণ সহ ক্রমবর্ধমান ড্রেজিং চাহিদা মেটাতে বরিশাল সারাদেশে ১১ টি ড্রেজার বেইজ স্থাপন করা হয়েছে। যার মধ্যে বরিশালে ৬ তলা বিশিস্ট একটি ভবন এবং ৫ তলা বিশিস্ট একটি ডরমেটরী নির্মান করা হয়েছে। বরিশাল ড্রেজার বেইজের আওতায় ২০ টি ড্রেজার সহ সহায়ক যন্ত্রপাতি ও সরঞ্জামাদি থাকবে। এই প্রকল্পে মোট ২৩ কোটি ৬২ লাখ টাকা ব্যয় হয়েছে। এখান থেকেই বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা এলাকার নৌপথ খনন এবং তদারকি করা হবে।
বিআইডব্লিটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস, অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন, চেম্বার সভাপতি ও লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু প্রমুখ।

আমতলী সরকারী কলেজে অধ্যক্ষ নেই, ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলছে কার্যক্রম

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আমতলী সরকারী কলেজে অধ্যক্ষ নেই, ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়েই চলছে কার্যক্রম। শিক্ষক সংঙ্কট চরমে। শিক্ষক সংঙ্কট থাকায় কলেজের পাঠদান ব্যহত হচ্ছে। ২২ বিষয়ের ৮ বিষয়ে শিক্ষক নেই। ৮ বিষয়ের শিক্ষক না থাকায় দীর্ঘদিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। কলেজে অধ্যক্ষ, শিক্ষক, কর্মচারী ও অফিস সহায়কসহ ৪৪ জনের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ২২ জন। অর্ধেক পদ অর্থাৎ ২২ জনের পদ শুন্য। অধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারী চেয়ে সংশ্লিষ্ট দফতরে আবেদন করেও প্রতিকার পাচ্ছেন না কলেজ কর্তৃপক্ষ। এতে শিক্ষার্থীদের পাঠদান ও কলেজের কার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে। দ্রুত অধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারী দেয়ার দাবী জানিয়েছেন শিক্ষার্থীরা।
জানাগেছে, ১৯৬৯ সালে আমতলী উপজেলার প্রাণ কেন্দ্রে শিক্ষানুরাগী সাবেক এমপিএ আলহাজ্ব মোঃ মফিজ উদ্দিন তালুকদার কলেজ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্নে অল্প শিক্ষার্থী দিয়ে কলেজের পাঠদান শুরু হলেও বেশী দিন তা অব্যহত থাকেনি। দিন দিন প্রসার ঘটতে থাকে কলেজের। মানসম্মত পাঠদান দেওয়ার ২০১৬ সালের ৭ এপ্রিল কলেজটিকে জাতীয়করণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয়করণ হওয়ার পরপরই শিক্ষকরা অবসরে যান। ওই সময় থেকেই শিক্ষক সংঙ্কট দেখা দেয়। বর্তমানে কলেজটি চরম শিক্ষক সংঙ্কট রয়েছে। বিজ্ঞান, বানিজ্য ও মানবিক বিভাগে কলেজে স্নাতক, একাদ্বশ ও দ্বাদশ শ্রেনীতে দুই হাজার সাত’শ ৩৬ জন শিক্ষার্থী রয়েছে। কলেজের ২২ টি বিষয়ের পাঠদান হয়। জাতীয়করণের পর থেকে এ ২২ বিষয়ের মধ্যে ৮ টি বিষয়ের শিক্ষক অবসরে যান। শিক্ষক না থাকায় ৮ বিষয়ে পাঠদান বন্ধ রয়েছে। আবশ্যিক বিষয় বাংলার শিক্ষক মোসাঃ রেহেনা খানম ২০১৬ সালে অবসরে গেছেন। ওই সময়ে থেকে এ বিষয়ের শিক্ষক নেই। গত বছর ১ অক্টোবর আইসিটি বিষয়ের শিক্ষক মোঃ নজরুল ইসলাম তালুকদার অবসরে যান। এক বছর ধরে আইসিটি বিষয়ের শিক্ষক পদ শুন্য। গত ১৫ বছর ধরে ফিন্যান্স ও মার্কেটিং বিষয়ের শিক্ষক নেই। ২০১৯ সাল থেকে ইসলামের ইতিহাস, ইতিহাস, অর্থনীতি, পৌরনীতি ও ব্যবস্থাপনা বিষয়ের শিক্ষক নেই। লাইব্রেরীয়ান ও শারীরিক শিক্ষক নেই দীর্ঘদিন ধরে। তিনজন কারনিকের আছে একজন। ৫ জন প্রদর্শক শিক্ষকের বিপরীতে আছে দুই জন। ১১ জনের অফিস সহায়ক পদের স্থানে কর্মরত আছে মাত্র ৫ জন। ৬ জনের পদ শুন্য। শুন্য পদের অধ্যক্ষ, শিক্ষক, কারনিক ও অফিস সহায়করা অবসরে গেছেন। কলেজে শুধুই নেই আর নেই এমন দাবী কর্মরত শিক্ষকদের। এদিকে গত বছর ১৬ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান অবসরে যান। বর্তমানে কলেজটিতে অধ্যক্ষ পদও শুন্য। ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলছে কলেজের কার্যক্রম। জাতীয়করণের পর থেকে পর্যায়ক্রমে শিক্ষক অবসরে যাওয়ায় শিক্ষক সঙ্কট চরম আকার ধারন করছে। গত ছয় বছর ধরে শিক্ষক অবসরে গেলেও শিক্ষা মন্ত্রনালয় শিক্ষক দিচ্ছেন না এমন অভিযোগ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হোসেন আহম্মেদের। এতে পাঠদান বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। দ্রুত অধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারী দেয়ার দাবী জানিয়েছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক বানিজ্য বিভাগের কয়েকজন শিক্ষার্থী বলেন, আমতলী সরকারী কলেজে বানিজ্য বিভাগে ভর্তি হওয়া মানে শিক্ষা জীবনকে বিপদে ঠেলে দেয়া। দীর্ঘদিন ধরে ওই বিভাগে ফিন্যান্স ও মার্কেটিং বিষয়ের শিক্ষক নেই।
ইতিহাস বিষয়ের ছাত্র সাইফুল বলেন, শিক্ষক না থাকায় ক্লাস হচ্ছে না। এতে চরম ভাবে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি। দ্রুত শিক্ষক দেয়ার দাবী জানান তিনি।
অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী বলেন, শিক্ষক না থাকায় অর্থনীতি বিষয়ের ক্লাস হয় না। এমন একটি জটিল বিষয়ে শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা চরম বিপদে পরছে।
শিক্ষার্থী নাঈম, ইমরান ও হাবিবা সুলতান রুম্মান বলেন, কলেজে আবশ্যিক বিষয় বাংলা, তথ্য প্রযুক্তি বিষয়ের শিক্ষক নেই। এতে আমরা পাঠদান থেকে বঞ্চিত হচ্ছি। দ্রুত কলেজে আবশ্যিক বিষয়সহ সকল বিষয়ের শিক্ষক দেয়ার দাবী জানান তারা।
অধ্যক্ষ মোঃ হোসেন আহম্মেদ (ভারপ্রাপ্ত) বলেন, কজেলের ২২ টি বিষয়ের ৮ টি বিষয়ের শিক্ষক নেই। অবসরে যাওয়ার পর থেকে ৮ বিষয়ের শিক্ষক পদ শুন্য। সংশ্লিষ্ট দফতরে শিক্ষক চেয়ে আবেদন করেছি কিন্তু পাচ্ছি না। শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পাঠদানে সমস্যা হচ্ছে। তিনি আরো বলেন, কলেজের অধ্যক্ষ, শিক্ষক, কারনিক ও অফিস সহায়কসহ ৪৪ জনের পদ রয়েছে। কিন্তু কর্মরত আছে মাত্র ২২ জন। ২২ জনের পদ শুন্য রয়েছে। দ্রুত চাহিদামত শিক্ষক, কারনিক ও অফিস সহায়ক না থাকায় কলেজের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে।

বরিশালে রেজিস্ট্রেশনকৃর্ত সিএনজি চলাচল সহ ৩ দফা দাবী আদায়ের অবস্থান কর্মসূচী পালন

শামীম আহমেদ ॥

বরিশাল জেলাপর্যায়ে রেজিস্ট্রেশনকৃত সি এন জি চলাচলের অনুমতি, মহাসড়কে সার্ভিস লেন নির্মাণ করাসহ ৩ দফা দাবিতে সি এন জি এল পি জি থ্রি হুইলার মালিক চালক ইউনিয়নের মানববন্ধন সহ অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ রোববার (২৩শে) মে জেলাপর্যায়ে জেলার রেজিষ্ট্রেশনকৃত সি এন জি গাড়ির চলাচল নিশ্চিত করা, মহাসড়কে থ্রি-হুইলার চলাচলের জন্য সার্ভিস লেন চালু করা, জরুরি রোগী পরিবহন ও গ্যাস রিফিলের জন্য মেট্রোতে প্রবেশের অনুমতিসহ ৩ দফা দাবি আদায়ে সকাল ১১টায় বরিশাল জেলা সি এন জি চালক-মালিক ইউনিয়নের পক্ষ থেকে জেলা প্রশাসন ও বি আর টি এ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি পেশ অনুষ্ঠিত হয়।

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বরিশাল জেলা সি এন জি এল পি জি থ্রি হুইলার মালিক চালক ইউনিয়নের সভাপতি হাসান জাহাঙ্গীর ও পরিচালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম সোহান। বক্তব্য রাখেন ইউনিয়নের উপদেষ্টা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সহ-সভাপতি দুলাল মল্লিক, শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সন্তু মিত্র, বরিশাল জেলা সি এন জি এল পি জি থ্রি হুইলার মালিক চালক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ ইসা, কাজী হারুনার রসিদ,সদস্য আরাফাত, বেল্লাল প্রমুখ।

বক্তারা বলেন বি আর টি এ থেকে জেলার রেজিস্ট্রেশন থাকার পর ও বাস মালিক সমিতি ও প্রশাসনের সম্মিলিত বাধায় বরিশাল জেলায় প্রায় ৪ শত সি এন জি এল পি জি থ্রি হুইলার গত ৮ মাস ধরে চলাচল করতে পারছে না। একদিকে আন্তঃজেলা রুটে এসব গাড়ি চলাচল করতে পারছেনা আরেকদিকে গ্যাস রিফিল করার জন্য বা জরুরি রোগী পরিবহন করার জন্য মেট্রোপলিটন এলাকায় ঢুকতে পারেনা। আবার গাড়িগুলি চলাচল করতে না পারলেও গাড়ি বিক্রয়কারী শোরুম থেকে কিস্তির জন্য শ্রমিকদের চাপ দিচ্ছে। জেলার রেজিস্ট্রেশনকৃত এই চারশত সি এন জির জন্য বক্তারা দাবি করেন-
আন্তঃজেলা রুটে জেলার রেজিস্ট্রেশনকৃত সি এন জি গাড়ির চলাচল নিশ্চিত করতে হবে । মহাসড়কে থ্রি হুইলার চলাচলের জন্য সার্ভিস লেন চালু করতে হবে ।

জরুরি রোগী পরিবহন ও গ্যাস রিফিল এবং সার্ভিসিং এর জন্য মেট্রোপলিটন এলাকায় প্রবেশের পারমিট দিতে হবে।
জেলাপর্যায়ে চলাচল নিশ্চিত না হওয়া পর্যন্ত জেলায় রেজিস্ট্রেশন সি এন জির শোরুমের কিস্তি মওকুফ করতে হবে।

ডিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) গৌতম বাঢ়ৈ শ্রমিকদের কাছে এসে স্মারকলিপি গ্রহণ করেন ও সি এন জি চলাচলের সংকট দ্রুতত সমাধানের আশ্বাস দেন।

এর পূর্বে তারা সদররোডে এক বিশাল শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি ফপাল করে পরে মিছিল নিয়ে জেলা প্রশাসক দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করে।

বরিশালে কয়েকদফা পুলিশি বাধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পন্ড

শামীম আহমেদ ॥

অগণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র প্রতি ঈর্ষপরায়ন কুটুক্তি ও পরক্ষভাবে মৃত্যুর হুমকি সহ কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবনের উপর পুলিশি হামলা ও মামলার প্রতিবাদে বরিশাল মহানগর ও জেলা ছাত্রদলের আয়োজিত বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পন্ড হয়ে গেছে।

আজ রোববার (২৩ই) সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল সদররোডস্থ মহানগর ও জেলা দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মহানগর ছাত্রদল সভাপতি এ্যাড,রেজাউল করিম রনির সভাপতিত্বে বিক্ষোভ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মহানগর সাধারন সম্পাদক হুমাউন কবীর,জেলা ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি এ্যাড, তারেক আল-এমরান,সাধারন সম্পাদক কামরুল আহসান,মহানগর সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিক,যুগ্ম সাধারন সম্পাদক তৌফিক আল ইমরান জেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রাঢ়ি,মহানগর ছাত্রদল মোঃ জসিম তালুকদার।

এর পূর্বে সকাল থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে ছাত্রদল নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভায় যোগ দেয়। অন্যদিকে টাউনহল চত্বরে বরিশাল সদর উপজেলা ছাত্রদল সভাপতি সবুজ আকনের নেতৃত্বে এক প্রতিবাদ সভা করে।

মহানগর ও জেলা ছাত্রদল তাদের প্রতিবাদ সভা শেষ করে দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বেড় করে তারা টাউনহল গেটের কাছে পৌছলে কত্তব্যরত একদল পুলিশ মিছিল বাধা প্রদান করে। এক প্রর্যায়ে পুলিশের সাথে কয়েকদফা ধাক্কা-ধাক্কি করে পুনরায় দলীয় কার্যলয়ে ফিরে গিয়ে প্রতিবাদ সভা শেষ করে।

ক্ষোভে সমাবেশস্থল ছাড়লেন বিএনপি নেতা ইশরাক

ডেস্ক রিপোর্ট:

‘পদ্মা সেতুতে নিয়ে খালেদাকে টুস করে ফেলে দেওয়া উচিত’- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে খালেদা জিয়ার হত্যার হুমকি বলে মনে করছে বিএনপি। প্রধানমন্ত্রীর ঐ বক্তব্যের প্রতিবাদে সমাবেশ করেছে দলটি।

সমাবেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বক্তব্য দিলেও বক্তব্য দিতে পারেনি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তাকে বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হয়নি। সুযোগ না দেওয়ায় এক পর্যায়ে সমাবেশ ছেড়ে চলে যান বিএনপি এই তরুণ নেতা।

সোমবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই ঘটনা ঘটে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি।

সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশে যোগ দিতে প্রেসক্লাবে আসেন ইশরাক হোসেন। বেলা সাড়ে ১১টা পার হলেও বক্তব্যের সুযোগ পাননি ইশরাক। একপর্যায়ে অনেককেই বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া যাচ্ছে না বলে যখন মাইকে ঘোষণা করা হয় তখন ইশরাক ক্ষিপ্ত হয়ে কর্মী-সমর্থকদের নিয়ে মঞ্চ ছেড়ে প্রেসক্লাবের ভেতরে চলে যান। এ সময় অনেকে তাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

বিষয়টি নিয়ে মঞ্চে আলোচনা হলে কিছুক্ষণ পর বক্তব্য দেওয়ার জন্য ইশরাকের নাম ঘোষণা করা হয়। তখন মঞ্চে না থাকায় ইশরাক এলে তাকে সুযোগ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। এর কিছুক্ষণ পরই সমর্থকদের নিয়ে প্রেসক্লাব রাস্তার পশ্চিম পাশে চলে যান। সেখানে ৮ থেকে ১০ মিনিট দাঁড়িয়ে থাকেন। এসময় নেতাকর্মীরা তার সঙ্গে ছবি তোলেন। নেতাকর্মীদের সঙ্গে কুশলবিনিময় করেন। এর কিছু সময় পর সমাবেশ ত্যাগ করেন বিএনপির এই নেতা।

এর আগে সকাল দশটায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল তার আগে থেকেই দলটির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে।

বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশের সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক আব্দুস সালাম। সঞ্চালনা করছেন ঢাকা উত্তর বিএনপি’র সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু। সমাবেশে প্রায় ৫ থেকে ৬ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্রাটের জামিন বাতিল বহাল রেখেছেন চেম্বার আদালত

ডেস্ক রিপোর্ট:

ক্যাসিনোকাণ্ডের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল বহাল রেখেছেন চেম্বার আদালত। একইসঙ্গে এ বিষয়ে শুনানির জন্য আগামী ৩০ মে দিন ধার্য করেছেন আদালত।

হাইকোর্টের দেওয়া জামিন বাতিলের আদেশ স্থগিতের আবেদনের শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের জামিন বহাল রাখেন। একইসঙ্গে আগামী ৩০ আপিল বিভাগের দিন ধার্য করেছেন।

আদালতে সম্রাটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

এর আগে গত ১৮ মে ক্যাসিনোকাণ্ডের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল করেছিলেন হাইকোর্ট। সেইসঙ্গে তাঁকে সাতদিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিল।

গত ১১ মে ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা দুদকের মামলায় সম্রাটকে জামিন দেন। অস্ত্র, মাদক ও অর্থপাচারের মামলার পর অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিনের পর সম্রাটের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছিলেন তাঁর আইনজীবী।

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম বলেন, ‘ইসমাইল চৌধুরী সম্রাটকে বিচারিক আদালত মেডিকেল গ্রাউন্ডে জামিন দিয়েছেন। কিন্তু, নিয়ম হলো—জামিন দেওয়ার আগে মেডিকেল রিপোর্ট কল করা, দুপক্ষের শুনানি করা। কিন্তু, এ ক্ষেত্রে তা না করে, ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিয়ে জামিন দিয়েছিলেন। আমাদের এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁর জামিন বাতিল করেছেন।’

এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন সম্রাটের উন্নত চিকিৎসা দরকার বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান। গত সোমবার তিনি বলেন, যুবলীগ নেতা সম্রাটের চিকিৎসার বিষয়ে বোর্ড মিটিং হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে—তাঁর উন্নত চিকিৎসা দরকার; তাঁর চিকিৎসা দেশেও হতে পারে, বিদেশেও হতে পারে।

সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হয়। মামলা চারটি হলো—অস্ত্র, মাদক, অর্থপাচার এবং দুদকের দায়ের করা মামলা। বর্তমানে সব মামলায় তিনি জামিনে রয়েছেন।

সবশেষ গত ১১ মে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা দুদকের করা মামলায় জামিন পান সম্রাট। ক্যাসিনোকাণ্ডে ২০১৯ সালের ৭ অক্টোবর সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

অস্ত্র আইনের মামলায় ছাত্রলীগ সহ-সভাপতি দেলোয়ার হোসেন সাঈদীর দুই দিনের রিমান্ড

ডেস্ক রিপোর্ট:

অস্ত্র আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন সাঈদীর দুই দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এই আদেশ দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি দেলোয়ার হোসেন সাঈদীকে অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ড শেষে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

এর আগে গত শুক্রবার আসামি সাঈদীকে অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ড দেন সিএমএম আদালত। এছাড়া মাদক ও সরকারি কাজে বাধা দানের দুই মামলায় রিমান্ড নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

গত বৃহস্পতিবার রাজধানীর সবুজবাগ থানায় অস্ত্র ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে র‌্যাব।

এর আগে গত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে অস্ত্রসহ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সাঈদীকে আটক ‌করে  র‌্যাব।