প্রাথমিক সহকারি নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেয়ার পূর্বেই তিনজন বরিশাল র‍্যাব-৮’র হাতে আটক

বরিশাল অফিস:
প্রাথমিক সহকারি নিয়োগ পরীক্ষায় প্রার্থীর বদলে প্রক্সি দেয়ার আগেই তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। এসময় তাদের কাছ থেকে অনলাইন করা আবেদন ও এডমিট কার্ড, চেকবই ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মোহম্মদ জাহাঙ্গীর আলম। গ্রেফতারকৃতরা হচ্ছে বগুনার আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারি ও তালতলী উপজেলার উত্তর ঝাড়াখালি এলাকার বাসিন্দা মাহবুব আলম তুহিন, একই উপজেলার বড়পারা এলাকার রিয়াজ হোসেন ও বরগুনা সদর থানার কদমতলা এলাকার আল-আমিন।
মেজর জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে বরিশাল লঞ্চ ঘাটের দুই নম্বর গেটের সামনে থেকে তিন যুবককে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত মাহবুব আলম তুহিনকে জিজ্ঞাসাবাদে সে জানায়, শিক্ষক নিয়োগ পরীক্ষাসহ বিভিন্ন চাকুরীর পরীক্ষা অর্থের বিনিময়ে চাকুরি প্রার্থীদের পক্ষে মেধাবী ছাত্রদের দিয়ে পরীক্ষা দেওয়ানো হয়। প্রতি চাকুরী প্রার্থীর কাছ থেকে ৮ থেকে ১০ লক্ষ টাকা লেনদেন হয়ে থাকে। টাকা লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের চেক ব্যবহার করে চক্রটি। গ্রেফতারকৃত রিয়াজ ও আল-আমিন র‌্যাবকে জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে তারা ঢাকা থেকে বরিশালে এসেছে। পরীক্ষা প্রক্সি পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণের পর পরীক্ষা উত্তীর্ণ হলে আরও ২ লক্ষ টাকা দেওয়ার কথা ছিলো। মেজর জাহাঙ্গীর আলম জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন ব্যাক্তির নামীয় সীল মোহর, পরীক্ষার অনলাইন আবেদন কপি ৩৬টি, বিভিন্ন ব্যাংকের চেক বই ১০ টি, মুড়ি বই ৭ টি, দুইটি জালিয়াতির কাজে ব্যবহৃত ৭ টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বরিশাল কোতয়ালী মডেল থানায় র‌্যাব ৮ এর ডিএডি এনামুল হক বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব-৮ সূত্র জানায়।

গৌরনদীতে ৭ দফা দাবীতে টেক্সটাইল ইনস্টিটিউট শিক্ষার্থীদের মানববন্ধন

গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইনস্টিটিউটের দুই ছাত্রীকে শুক্রবার উত্যক্ত ও শ্লীলতাহানির প্রতিবাদ ও ঘটনায় জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তি নিশ্চিতকরন, শিক্ষার্থীরা ইভটিজিং, যৌন হয়রানী বন্ধ, ক্যম্পাসে নিরাপত্তায় দায়িত্ব পালনকারী প্রহরীদের নিরাপত্তা, ও ক্যাম্পসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধসহ ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে গতকাল শনিবার বশিাল-গোপলগঞ্জ আঞ্চলিক সড়কের শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করেছে।

সকাল ১০টা থেকে ১২টা দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচিতে ছাত্র-ছাত্রীরা অংশ নেন । মানববন্ধন শেষে শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইনস্টিটিউটের ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী মোঃ রশিদ বিল্লাহর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী মোঃ মাহাবুব হাওলাদার, মোঃ ফিরোজ মাহমুদ, মোঃ সাজ্জাত হোসেন, মোঃ সিয়াম সিকদার প্রমূখ। বক্তারা অনতিবিলম্বে ৭ দফা বাস্তবায়নের জন্য অধ্যক্ষকে ২৪ ঘন্টার অলটিমেটাম দেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, শুক্রবার সকালে স্থানীয় বহিরাগত বখাটেরা ক্যাম্পসে প্রবেশ করে দুই ছাত্রীকে উত্যক্ত করে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী প্রতিবাদ করলে তাদের লাঞ্চিত ও ছাত্রীদের শ্লীলতাহানি করা হয়। শিক্ষার্থী মোঃ মাহাবুব হাওলাদার, মোঃ ফিরোজ মাহমুদ, মোঃ সাজ্জাত হোসেন বলেন, আমরা ক্যাম্পসে প্রায় নিয়মিতভাবে বহিরাগতের দ্বারা নির্যাতিত হচ্ছি। ছাত্রীদের নিরাপত্তা নিয়ে আমরা শংকিত। শুক্রবারে ক্যাম্পসে দুই ছাত্রীর সঙ্গে সংঘটিত ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং আগামি ২৪ ঘন্টার মধ্যে এদের বিচারের আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।এ ছাড়াও শিক্ষার্থীরা শুক্রবার উত্যক্ত ও শ্লীলতাহানির প্রতিবাদ ও ঘটনায় জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তি নিশ্চিতকরন, শিক্ষার্থীরা ইভটিজিং, যৌন হয়রানী বন্ধ, ক্যম্পাসে নিরাপত্তায় দায়িত্ব পালনকারী প্রহরীদের নিরাপত্তা, ও ক্যাম্পসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধসহ ৭ দফা বাস্তবায়নের দাবিতে অধ্যক্ষ বরাবরে লিখিত দেন। শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইনস্টিটিউটের সহকারী অধ্যাক্ষ সাখাওয়াত হেসেন বলেন, শিক্ষার্থীদের দাবির সমর্থনে ইতিমধ্যেই আমরা কাজ শুরু করেছি। পর্যায়ক্রমে তাদের দাবি সকল দাবি মেনে নেওয়া হবে। গৌরনদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হেলার উদ্দিন বলেন, শিক্ষার্থীদের ৭ দফা দাবী বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়ার পরে শিক্ষার্থীরা আঞ্চলিক সড়কের কর্মসূচী প্রত্যহার করে নেন।

গৌরনদীতে তিন দিন ব্যাপি তৃনমূল সাংবাদিক প্রশিক্ষন বিষয়ক কর্মশালা

গৌরনদী প্রতিনিধি
সামাজিক যোগাযোগ কমিশন বরিশাল ডায়সিসের উদ্যোগে বরিশালের গৌরনদীতে তিন দিন ব্যাপি তৃনমূল সাংবাদিকদের প্রশিক্ষন কর্মশালার সমাপনী অনুষ্ঠান গতকাল শনিবার দুপুরে ক্যাথলিক চার্চ সেক্রেটহার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগ কমিশন বরিশাল ডায়সিসের সদস্য মিঃ টিমন হালদােেরর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সামাজিক যোগাযোগ কমিশন বরিশাল ডায়সিসের সমন্বয়কারী ফাদার অনল। “ সংবাদ ও সাংবাদিক কি, ফিচার কি? সংবাদ কাঠামো ও সংবাদের উৎস, সংবাদের উপাদনসহ সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন কর্মশালায় ফ্যাসিলেটর ছিলেন সাপ্তাহিক প্রতিবেশীর পরিচালক ফাদার বুলবুল, প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পিএসপি সহকারী পরিচালক মান্না বালা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সামাজিক যোগাযোগ কমিশন বরিশাল ডায়সিসের মিঃ টিমন হালদার, আগষ্ঠিন হালদার, বৃষ্টি বাটল, রোবেন দেওড়ী, জুনায়েস কর্মকার, পিয়ুস ডি কস্তা। সমাপনী অনুষ্ঠানের আলোচনা শেষে প্রশিক্ষনে অংশগ্রহনকারীদের মধ্যে সনদ বিতরন করেন ফাদার রিংকু গমেজ। তিন দিন ব্যাপি সাংবাদিক প্রশিক্ষনে ৩০ তৃনমূল সাংবাদিক অংশ নেন।

কুয়াকাটায় পর্যটকদের সমুদ্র বিলাস

দক্ষিণা বাতাস। কখনো মেঘ, কখনো বৃষ্টি। সাগরের জোয়ের সঙ্গে সঙ্গে একের পর এক ঢেউ সৈকতে এসে আঁছড়ে পরছে। আর আকাশের মেঘের গর্জনে জানান দিচ্ছে বর্ষার আগমনের। রোদে তপ্ত হওয়ায় হাজারো পর্যটক আড্ডায় মুখোরিত ঝাউবাগানসহ বন-বনানী। এ যেন প্রকৃতি আর পর্যটকের নীবিড় সেতুবন্ধন। যে সকল পর্যটক কুয়াকাটায় শীত মৌসুমে বেড়াতে এসেছেন, তাদের কাছে বর্ষার সমুদ্র বিলাস আলাদা অনুভূতি। সাগরের উত্তাল ঢেউয়ে পর্যটকদের সমুদ্রে গোসল ও সাতার কাটতে মাইকিং করে সচেতন করছে ট্যুরিষ্ট পুলিশ। কিন্তু এমন সচেনতায়ও আগত পর্যটকরা বিচলিত হচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগত পর্যটকরা শুটকি পল্লী, গঙ্গামতির লেক, রাখাইন পল্লী, ঝাউবন, লেম্বুর বন, লাল কাকড়ার চর, তিন নদীর মোহনা, কুয়াকাটার কুয়া, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, মিশ্রিপাড়ার সীমা বৌদ্ধ বিহারসহ অধিকাংশ পর্যটন স্পট এখন পর্যটকদের পদচারণায় মুখর। বর্ষার আগমনী শুরু হওয়ায় সমুদ্র উত্তাল রয়েছে। স্বাভাবিকের জোয়ারের চেয়ে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। ঢেউ এসে আছঁড়ে পরছে সৈকতের ভূ-ভাগে। এমন রুদ্র মূর্তি দেখে কেউ কেউ ভয়ে সমুদ্রে নামছে না। আবার অনেক এ্যাডভেঞ্চার প্রিয় পর্যটক ও দর্শনার্থীরা সমুদ্রের এমন দৃশ্য দেখে খুশি।

কুয়াকাটার সৈকত ঘুরে দেখা যায়, শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সমুদ্রে গোসল, হই হুল্লোড়, ঢেউয়ের সাথে তাল মিলিয়ে লাফিয়ে লাফিয়ে আনন্দ উল্লাস ও উম্মাদনায় মেতে ওঠে নানা বয়সের পর্যটকরা। সাতার কাটা, ওয়াটার বাইকে ঘুরে বেড়ানো, ঢেউয়ের সাথে গাঁ ভাসিয়ে দিয়ে সৈকতে গড়াগড়ি খাচ্ছে পর্যটকরা। এমন ছন্দময় সময়কে স্বরণীয় করে রাখতে অনেকেই ফটোগ্রাফার দিয়ে ছবি তুলছে। কেউ কেউ ছাতার নিচে বসে সমুদ্রের ঢেউ ও প্রকৃতি উপভোগ করছে। আবার কেউ ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে। পায়রা সেতু উন্মুক্ত হওয়ার পর থেকেই কুয়াকাটায় পর্যটকদের ব্যাপক চাপ রয়েছে। তবে পদ্মা সেতু উন্মুক্ত হলে কুয়াকাটাসহ দক্ষিণাঞ্চলের চিত্র পাল্টে যাবে। আর ব্যাপক সমাগম ঘটবে দেশী-বিদেশী পর্যটকদের এমনটাই জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।

পর্যটক নাহিদুল স্ত্রী ও ছোট সন্তান নিয়ে কুয়াকাটা ভ্রমণে এসেছেন। বর্ষার সমুদ্র এবং উত্তাল ঢেউ দেখে মুগ্ধ তারা। শীতের সমুদ্র এবং বর্ষার সমুদ্রের রুপ সম্পূর্ণ ভিন্ন। তার মতে সমুদ্রের রুপ উপভোগ করতে হলে বর্ষা মৌসুমেই আসা উচিত।

আবাসিক হোটেল সৈকতের মালিক জিয়াউর রহমান জানান, মৌসুমের শেষে ছুটির দিনে অনেক পর্যটকের আগমন ঘটেছে। তার হোটেলের অধিকাংশ রুমই বুক রয়েছে। তবে শীত মৌসুমের চেয়ে অনেক কম ভাড়ায় রুম বুকিং দিয়েছেন তিনি। এতে পর্যটকরাও খুশি বলে জানান এই হোটেল মালিক।

কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক জানান, আগত পর্যটকদের নিরাপত্তায় তারা সার্বক্ষণিক সতর্ক দৃষ্টি রাখছেন। উত্তাল সমুদ্রে গোসল, সাতার কাটতে গিয়ে যেন কোন দুর্ঘটনায় না পরে সেদিকেও খেয়াল রাখছেন তারা। পাশাপাশি দুর্ঘটনা রোধে স্পীড বোট ও ওয়াটার বাইক প্রস্তুত রাখা হয়েছে। মাইকিং করে বারবার সচেতন করা হচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

দেশে বৃষ্টি থাকবে আরও ৩ দিন

ডেস্ক রিপোর্ট:

দেশে আগামী তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বৃষ্টিপাতের জন্য তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বভাসে জানানো হয়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবে সারাদিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
আজ সারা দেশে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪-২৮ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে ২৫-২০ ডিগ্রি সেলসিয়াস আছে। আগামী ৪৮ ঘণ্টা আবহাওয়া অপরিবর্তিত থাকবে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

পূর্বভাসে আরো জানানো হয়, মার্তবান উপসাগর ও তৎসংলগ্ন মায়ানমারে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে উত্তরপশ্চিম থাইল্যান্ডে গিয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। অপর লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে।

বঙ্গবন্ধু কন্যার সে স্বপ্ন আজ সত্যে পরিণত হয়েছে

ডেস্ক রিপোর্ট:

‘জুনেই চন্দ্রালোকিত পূর্ণিমা রাতে পদ্মা সেতু থেকে দাঁড়িয়ে বাংলার মানুষ পূর্ণিমার চাঁদ দেখতে পারবে।’ আগামী সপ্তাহের শেষে পদ্মা সেতু উদ্বোধনের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো হবে। তিনি যখন সময় দেবেন। সেই সময় আমরা পদ্মা সেতুর উদ্বোধন করব।

শনিবার (২১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দুর্নীতির অভিযোগ দিয়ে বিশ্ব ব্যাংক তাদের সহযোগিতার হাত ফিরিয়ে নিয়েছিল। বিশ্ব ব্যাংক চলে গেলেও আমরা আমাদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করবো। বঙ্গবন্ধু কন্যার সে স্বপ্ন আজ সত্যে পরিণত হয়েছে। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই দেশের চেহারা পাল্টে গেছে, শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ অন্ধকার থেকে আলোর পথের যাত্রী।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চলনায় উক্ত আলোচনায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বি.এম মোজাম্মেল, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদসহ আরো অনেকে।

ফের বাড়ল স্বর্নের দাম

ডেস্ক রিপোর্ট:

চারদিন পর আবারও আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট অর্থাৎ সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে চার হাজার ১৯৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ফলে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৮২ হাজার ৪৬৫ টাকা হয়েছে।

আগামীকাল রোববার থেকে স্বর্ণের নতুন এ দাম বাজারে কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

গত ১৭ মে স্বর্ণের দাম বৃদ্ধি করা হয়। ওইদিন সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম। নতুন বাজারদর হিসেবে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৮ হাজার ২৬৫ টাকা হয়েছে।

আজ মঙ্গলবার স্বর্ণের এই নতুন দামের বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাজুস তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামীকাল বুধবার থেকে দেশের বাজারে নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে খরচ পড়বে ৭৮ হাজার ২৬৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ৭৪ হাজার ৭০৮ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৪ হাজার ৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ কিনতে লাগবে ৫৩ হাজার ৩৬৩ টাকা।

এদিকে গত ১০ মে দেশে স্বর্ণের দাম কমানো হয়। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়। এক সপ্তাহের ব্যবধানে আবার বাড়ানো হলো স্বর্ণের দাম।

বর্তমান দাম অনুযায়ী, আজ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৭৬ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৭৩ হাজার ১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬২ হাজার ৬৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫২ হাজার ১৯৬ টাকায় বেচাকেনা হচ্ছে।

তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

জরুরি অবস্থা তুলে নিল শ্রীলঙ্কা

আন্তর্জাতিক প্রতিবেদন:

প্রায় দুই সপ্তাহ পর জরুরি অবস্থা প্রত্যাহার করেছে শ্রীলঙ্কা সরকার। অর্থনৈতিক ও সরকার বিরোধী বিক্ষোভ ঠেকাতে গত ৬ মে মধ্যরাত থেকে দ্বীপরাষ্ট্রটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। গতকাল শুক্রবার দিনগত মধ্যরাতে তার অবসান হলো। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম হিরু নিউজের বরাতে টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

অর্থনৈতিক সংকটের মধ্যে দেশব্যাপী সরকার বিরোধী তীব্র আন্দোলনের মুখে পড়ে শ্রীলঙ্কা। পরে অস্থিরতার মধ্যে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গত ৬ মে জরুরি অবস্থা ঘোষণা করেন রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে। এই জরুরি পরিস্থিতিতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে নির্বিচার গ্রেপ্তার ও আটক করার ক্ষমতা দেওয়া হয়। দেশটির রাষ্ট্রপতির সচিবালয় জানিয়েছে, সেই জরুরি অবস্থা গতকাল শুক্রবার দিনগত মধ্যরাত থেকে প্রত্যাহার করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, সরকারের পদত্যাগের দাবিতে চলছিল ওই বিক্ষোভ। বিক্ষোভকারীরা দেশের অর্থনৈতিক মন্দার জন্য সে সময়ের প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে দায়ী করেন।

জরুরি অবস্থার মধ্যেই পতন হয় রাজাপাকসে সরকারের। ১২ মে নতুন প্রধানমন্ত্রীর শপথ নেন রনিল বিক্রমাসিংহে। এরপর গতকাল মধ্যরাত থেকে জরুরি অবস্থা উঠিয়ে নেওয়া হলো।

নলছিটিতে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক মিলন কান্তি দাস

আরিফুর রহমান, নলছিটি।।
ঝালকাঠির নলছিটিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন গার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক মিলন কান্তি দাস। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে উপজেলা প্রশাসন গঠিত বাছাই কমিটি তাকে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে মনোনীত করেন।

মিলন কান্তি দাস ২০০০ সাল থেকে বেশ সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন। এছাড়াও তিনিও নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোহম্মদ আনোয়ার আজীম জানান,উপজেলা নির্বাহী অফিসার ,একাডেমিক সুপারভাইজার বদরুল আমিনসহ নির্বাচক প্যানেল সবদিক বিবেচনা করে তাদের উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করেছে।