তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফারুক আহমেদ’র সাথে বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মোঃ ফারুক আহমেদ বলেছেন, সংবাদপত্রের মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। সংবাদপত্রের চাহিদা কমে যায়নি বরং দিন দিন নুতন নুতন গণমাধ্যম প্রকাশিত ও প্রচারিত হচ্ছে। তিনি  বেশী সংখ্যক পত্রিকায়  ক্রোড়পত্র দেয়াসহ ক্রোড়পত্রের বিল যথাসময়ে দেয়ার কথা যথাযথ স্থানে তুলে ধরার আশ্বাষ প্রদান করে বলেন ক্রোড়পত্র থাকবে, পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশেরর জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। বরিশালের সংবাদপত্রের সমস্যা ও সম্ভাবনার কথা বলেন তিনি।
ফারুক আহমেদ বলেন, বরিশালে সংবাদপত্রের ইতিহাস দীর্ঘদিনের। সকলকে তিনি সত্য ঘটনা পত্রিকার পাতায় প্রকাশের আহবান জানান। তিনি সংবাদপত্রের সমস্যা সমাধানে কাজ করারও প্রতিশ্রুতি প্রদান করেন।
বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদের নেতৃবৃন্দের সাথে ১৯ মে বেলা দুটায় বরিশাল সার্কিট হাউজে মতবিনিময় কালে এ কথা বলেন।
পরিষদের সভাপতি কাজী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন পরিষদের সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ,গনযোগাযোগ অধিদপ্তর বরিশালের পরিচালক জাকির হোসেন,বরিশাল বেতারের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক প্রমুখ।
মতবিনিময় উপস্থিত ছিলেন,বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদের সহ সভাপতি ও জাগো নারীর সম্পাদক গোপাল সরকার,যুগ্ন সাধারন সম্পাদক ও সময়ের বার্তার সম্পাদক ও প্রকাশক লোকমান হোসাইন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলার বনে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মামুনুর রশীদ নোমানী, সহ-সাংগঠনিক সম্পাদক আলোকিত বরিশাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলাল মিয়া, বরিশালের কন্ঠ সম্পাদক আবুল কালাম আজাদ ,দেশজনপদ পত্রিকার সম্পাদক মির্জা রিমন।

গরীব মানুষ নিয়ে রাজনীতি আর বাজিমাত করতে আসিনি, তাদের কষ্ঠ লাঘবে কাজ করি – মেয়র সাদিক আবদুল্লাহ

বেলায়েত বাবলু ॥
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, অটোরিক্সা নিয়ে আমি তিনমাস সময় নিয়েছি। কিন্তু এরই মধ্যে কেউ কেউ বলার চেষ্ঠা করছেন সিটি কর্পোরেশন লাইসেন্স দেয়না, বিআরটিএ দেয়। অটো চালকরা দরিদ্র মানুষ। তাদের বুঝানোর জন্য লাইসেন্সের কথা বলা হয়েছে। মূলত বরিশাল সিটি কর্পোরেশন লাইসেন্স দেয়না, পারমিট দেয়। মেয়র বলেন, আগে তিনমাস যেতে দিন, তারপর দেখেন। মেয়র সাদিক আবদুল্লাহ গতকাল বৃহস্পতিবার তাঁর ফেইসবুক পেইজ থেকে লাইভে এসে এবিষয়ে কথা বলেন। মেয়র বলেন, অনেকে বলে থাকেন, এটা (অটো) নিয়ে রাজনীতি করি।আসলে রাজনীতির কিছু নেই। রাজনীতি করলে আরো আগেই করতে পারতাম। তারা (অটো শ্রমিকরা) আমার সাথে দেখা করতে চেয়েছিলো। আমি তাদের নিয়ে রাজনীতি করিনাই। তাদের নিয়ে মিছিল করিনাই। আমি এবিষয়ে সেদিন (সম্প্রতি অনুষ্ঠিত হওয়া অটো শ্রমিকদের সমাবেশে) স্পষ্ট বলে দিয়েছি। মেয়র বলেন, আগে অটো বেআইনী ছিলো। এখন সরকার থেকে একটা নির্দেশনা আসছে, সেটা বেইজ করে কাজ করছি। তিনি প্রশ্ন রেখে বলেন, এটার মধ্যে কি রাজনীতি আছে?। গরীব মানুষ নিয়ে রাজনীতি আর ব্যবসা করেন তারা, যারা গরীব মানুষকে ঠকিয়ে খায়। আমরা গরীব মানুষ নিয়ে রাজনীতি করিনা। কাজে দেখবেন। কথায় আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়।’ আমি মুখ দিয়ে যা বলি, সেটা রাজনীতির জন্য বলিনা। যাতে গরীবের দুঃখ লাঘব হয়, তার জন্য বলি। অটো নিয়ে বিভিন্ন সময়ে প্রপাগন্ডা ছড়ানো হয়েছে। আমি বলি সবাইকে এক পাল্লায় মাপা ঠিকনা। মেয়র বলেন, রাজনীতি কারা করে, পয়সা কারা খায়, পয়সা কারা বস্তায় ভরে….,বললে পরেতো অনেক কথাই বলা যায়। আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাইনা। গরীব মানুষদের জন্য কাজ করতে চাই। বর্তমান সরকার গরীব মানুষদের আজকে যে পর্যায়ে নিয়ে এসেছে। আপনারা যেকোন একটা ইস্যু ধরে আন্দোলন শুরু করে দেন। চিন্তা করে দেখেন ১০/১৫ বছর আগের বাংলাদেশ আর বর্তমান আজকের বাংলাদেশ। এটাতো স্বীকার করতে হবে। না করলেতো উপরে আল্লাহ আছেন। তাঁর কাছে ঠ্যাকা থাকবেন। আল্লাহতো সবার জন্য। তিনি দেখতে আছেন, কে কি করতেছে। মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, কারো বিরুদ্ধে আমার অভিযোগ না। বিভিন্ন রাজনৈতিক দল বলার ও কিছু পত্রিকা লেখা চেষ্ঠা করেন রাজনীতি, গেম, বাজিমাত।’- এখানে বাজিমাতের কিছু নেই। গরীব মানুষদের নিয়ে বাজিমাত করতে আসি নাই। এদেশটা বঙ্গবন্ধু বাজিমাত করার জন্য স্বাধীন করেন নাই। দুঃখী মানুষের কষ্ঠ লাঘবের জন্য করেছিলেন। বরিশাল সিটি কর্পোরেশন থেকে কেউ বলতে পারবেনা চারআনা পয়সার পার্সেন্টিজের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। নিজস্ব অর্থায়নে, নিজের পায়ে বরিশাল সিটি কর্পোরেশনকে দাঁড় করিয়েছি। তিনি আক্ষেপ করে বলেন, আমার মাঝে মধ্যে দেখতে ইচ্ছে করে আমি চলে গেলে, এখানে আরেকজন এসে জনগনের কতোটুকু সেবা করে।

আমতলীতে ভুমি সেবা সপ্তাহ উদযাপন

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
প্রান্তিক মানুষকে ভুমি বিষয়ে সচেতন করতে আমতলী উপজেলা ভুমি অফিসের উদ্যোগে ভুমি সপ্তাহ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান এ সপ্তাহের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে ভুমি সপ্তাহ উদযাপন সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন হলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, কানুনগো মোঃ সেলিম হোসেন ও আমতলী প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম বাদল প্রমুখ। এ সেবা সপ্তাহে প্রান্তিক মানুষের মাঝে ভুমি বিষয়ক বিভিন্ন সচেতনতা মুলক দিক নিদর্শন তুলে ধরা এবং মানুষ যাতে নিজের জমি নিজে বুঝে দেখভাল করতে পারে সেই শিক্ষা দেয়াই ভুমি সপ্তাহের মুল লক্ষ্য বলে জানান বক্তারা।

বরিশালে ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন

শামীম আহমেদ ॥
বরিশাল সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিসের প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল ভূমি সেবা সপ্তাহ ২০২২ এর উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ তরিকুল ইসলামসহ ভূমি সংশ্লিষ্ট জেলার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। শুরুতে ফিতা কেটে ও বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিথি বৃন্দরা। পরে অতিথিরা ভূমি সেবা নিতে আসা সাধারণ মানুষের মাঝে ভূমি সেবা প্রদান করে তাদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টিমুখ করানো হয়। ১৯ মে থেকে ৭ দিন চলবে ভূমি সেবা সপ্তাহ।

আজ মধ্যরাত থেকে ৬৫ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট:

মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষে বৃহস্পতিবার (২০ মে) মধ্যরাত থেকে ৬৫ দিনের জন্য দেশের সমুদ্রসীমায় মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

ইতোমধ্যে জাল-ট্রলার নিয়ে তীরে ফিরছে বরগুনার সমুদ্রগামী জেলেরা। ৬৫ দিনের এই নিষেধাজ্ঞা চলাকালীন বরগুনার ২৭ হাজার ২৭৭ জন জেলেকে ১ হাজার ৫২৭ দশমিক ৫১ মেট্রিক টন চাল সহায়তা দেওয়া হবে।

এসময় যাতে অসাধু জেলেরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে যেতে না পারে সেই লক্ষে কঠোর অবস্থানে জেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ মে) সকালে সদর উপজেলার নলী বন্দর ও পাথরঘাটা উপজেলা ঘুরে দেখা যায়, সমুদ্রে মাছ ধরতে যাওয়া অধিকাংশ ট্রলার তীরে ফিরেছে। এছাড়াও কিছু কিছু ট্রলার রাতের আগেই তীরে ফিরবে। পাথরঘাটার সমুদ্রে যাওয়া শত শত মাছ ধরার ট্রলার মৎস অবতরণ কেন্দ্রের ঘাটে নোঙর করা রয়েছে।

জেলেরা জাল ও মাছ সরঞ্জাম নিয়ে বাড়ির পথে রওয়ানা দিচ্ছেন। কেউ কেউ আবার ট্রলার মেরামত ও রঙ করানোর জন্য ডকইয়ার্ডে নিয়ে যাচ্ছেন।

মৎসজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে মাছ ধরতে যাওয়া কয়েকশ ট্রলার ইতোমধ্যে তীরে ফিরে নোঙর করেছে। কিছু ট্রলার বাকি আছে, সেগুলোও সন্ধ্যার আগের ফিরবে। বরগুনা উপকূলের দেড় লাখ মানুষ জেলে পেশায় নিয়োজিত। দুঃখের বিষয় হচ্ছে সরকারি তালিকায় জেলে সংখ্যা ৩৭ হাজার ৭৪ জন। বাকি এক লাখেরও বেশি জেলে সহায়তা পান না।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছের প্রজনন মৌসুম থাকায় আজ মধ্যরাত থেকে সাগর ও নদী মোহনায় মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এই নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ২৩ জুলাই। এই সসময়ে দেশের সামুদ্রিক জলসীমানায় সব ধরনের মাছ আহরণ, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ। এ সময়ে সাগরে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সাগরে ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকায় আর্থিক সঙ্কটে পড়বে জেলেরা। জেলার ২৭ হাজার ২৭৭ জন জেলের জন্য ১ হাজার ৫৭৭ দশমিক ৫১ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। প্রতি জন জেলে ৬৫ দিনে ৮৬ কেজি চাল পাবেন। এসব চাল জুনের মধ্যে বিতরণ করা হবে। সদরের ও অন্যান্য উপজেলার জেলেদের মাঝে তা বিতরণ করা হবে।

প্রসঙ্গত, দেশের সমুদ্র সীমায় মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষে সরকার ২০১৯ সাল থেকে ৬৫ দিনের জন্য সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে। এর আগে ২০১৫ সাল থেকে কেবল বড় ট্রলারগুলোর জন্যই এ নিষেধাজ্ঞা কার্যকর ছিল।

কমলো ডলারের দাম

ডেস্ক রিপোর্ট:

গত দুদিন ধরে খোলাবাজারে ডলারের দাম একশ ছাড়িয়েছে। সেই দুদিন পরে দেশের খোলাবাজারে ডলারের দাম কিছুটা কমেছে।

আজ বৃহস্পতিবার দেশের খোলাবাজারে ডলার ৯৭ থেকে ৯৮ টাকায় বিক্রি হচ্ছে। আর ব্যবসায়ীরা সাধারণ মানুষের কাছ থেকে ক্রয় করছেন ৯৬ থেকে ৯৬ টাকা ৫৯ পয়সায়। ঢাকার বিভিন্ন মানি একচেঞ্জ ঘুরে আজ এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১৬ মে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে দেয়। এরপরেই খোলাবাজারে প্রতি ডলার ১০২ টাকায় বিক্রি হয়। একই সাথে বাজারে ডলারের সংকটও দেখা দেয়।

ডলারের দামের বিষয়ে পল্টনের ক্যাপিটাল এক্সচেঞ্জের কর্মকর্তা নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, ডলারের দাম কিছুটা কমেছে। দুদিন আগে প্রতি ডলারের দাম ১০১ টাকা হয়েছিল। আজ ডলার ৯৬ থেকে ৯৬ টাকা ৫০ পয়সা করে কিনেছি। বিক্রি করেছি ৯৭ টাকা ৫০ পয়সা থেকে ৯৭ টাকা ৬০ পয়সায়।

মতিঝিলের পাইওনিয়ার মানি চেঞ্জারের কর্মী রোকন জানান, আজ আমরা ডলার বিক্রি করেছি ৯৮ টাকা দরে। কিনেছি ৯৭ থেকে ৯৭ টাকা ৫০ পয়সা করে।

গাফফার চৌধুরীর মৃত্যুতে আমির হোসেন আমুর শোক

দেশবরেণ্য সাংবাদিক, কলামিস্ট, লেখক ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।

বৃহস্পতিবার (১৯ মে) এক শোকবার্তায় আমির হোসেন আমু মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আমির হোসেন আমু বলেন, আব্দুল গাফফার চৌধুরী তাঁর মেধা-কর্ম ও লেখনিতে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখেছেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে তাঁর লেখনী তরুণ প্রজন্মকে অনুপ্রেরণীত করবে। তাঁর মৃত্যুতে দেশ একজন গুণী ব্যক্তিকে হারালো। এ ক্ষতি অপুরনীয়।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী বৃহস্পতিবার ভোর ৬টা ৪০ মিনিটে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিএনপির ছাড়লেন সাবেক কুসিক মেয়র সাক্কু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক, দুই বারের নির্বাচিত কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১৯শে মে) বিকেলে দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর কুমিল্লার বাসায় সাক্কুর ব্যক্তিগত সহকারী মো. কবির হোসেন মজুমদার উপস্থিত হয়ে তার পক্ষে অব্যাহতি পত্রটি জমা দেন। এবারের কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন সাক্কু।

সাক্কুর ব্যক্তিগত সহকারী মো. কবির হোসেন বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে মনিরুল হক সাক্কু কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রটি আমি নিজেই রাবেয়া চৌধুরীর হাতে পৌঁছে দিয়েছি। পদত্যাগপত্রের একটি অনুলিপি কেন্দ্রীয় মহাসচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বরাবারও পোঁছানো হয়েছে।’

এর আগে দুপুরে পদত্যাগের ঘোষণা দেন নির্বাচনে অংশ নেওয়া অপরপ্রার্থী মহানগর স্বেচ্ছা সেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার।

উল্লেখ্য, ২০১৭ সালে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত বর্তমান মেয়র মনিরুল হক সাক্কুর কাছে পরাজিত হন সীমা। সাক্কু ধানের শীষ প্রতীকে ৬৮ হাজার ৯৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। নৌকা প্রতীক নিয়ে আঞ্জুম সুলতানা সীমা পান ৫৭ হাজার ৮৬৩ ভোট।

২০১২ সালের প্রথম সিটি নির্বাচনে বিএনপি নেতা মনিরুল হক সাক্কু ৬৫ হাজার ৫৭৭ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা প্রয়াত অধ্যক্ষ আফজল খান অ্যাডভোকেট পান ৩৬ হাজার ৪৭১ ভোট।

বৃহস্পতিবার (১৯শে মে) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে চলে মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম। আগামী ২০, ২১ ও ২২শে মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে আপিল গ্রহণ করা হবে। ২৩শে মে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হবে। ২৭শে মে প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। আগামী ১৫ই জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ১১ হাজার ৬০০ ও নারী ১ লাখ ১৬ হাজার ১৯১ জন।

জুনের শেষে উদ্বোধন হচ্ছে পদ্মা সেতু

ডেস্ক রিপোর্ট:

পদ্মাসেতু জুন মাসের শেষে উদ্বোধন করা হবে। আর সেতুর নাম পদ্মাসেতুই থাকবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জুনের শেষ সপ্তাহের আগেই সব কাজ শেষ হয়ে যাবে। এর নাম পদ্মা সেতুই থাকবে, এটা প্রধানমন্ত্রী বলে দিয়েছেন। এ বিষয় নিয়ে আগামী ৫ থেকে ৬ দিনের মধ্যে প্রধানমন্ত্রী কথা বলবেন।

তিনি বলেন, পদ্মা সেতুর টোল বেশি ধরা হয়নি। সেতুর টোল ফেরীর দেড় শতাংশ হারে ধরা হয়েছে। যদি বেশি মনে করা হয়, তাহলে সরকার পরে সেটা বিবেচনা করবে। তবে, টাকাটা ১৫ থেকে ১৬ বছরের মধ্যেই উঠে যাবে। এছাড়া বিশ্বব্যাংক ৯শ ৪৫ মিলিয়ন ডলার কোভিড ব্যবস্থপনার জন্য বাংলাদেশকে ঋণ দিচ্ছে। দেশে দ্রব্যমূল্য বেড়ে যাওয়া ঠেকাতে, সরবরাহ বাড়াতে এবং পুরো পরিস্থিতি সামলাতে আগামী দুএকদিনের মধ্যে বিভিন্ন সংস্থার সাথে বসে সরকার আলোচনা করবে বলেও জানান মন্ত্রী পরিষদ সচিব।

তিনি আরও বলেন, ব্যক্তি মালিকানায় কোথাও হাট-বাজার স্থাপন করা হলে তা সরকার অধিগ্রহণ করবে। খসড়া আইন অনুযায়ী কেউ সরকারি খাস জমিতে হাট-বাজার স্থাপন করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

না ফেরার দেশে আবদুল গাফফার চৌধুরী

ডেস্ক রিপোর্ট:

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফ্‌ফার চৌধুরী আর নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৬টা ৪০ মিনিটে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক স্বদেশ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়ার চৌধুরীবাড়ি জন্মগ্রহণ করেন আবদুল গাফ্‌ফার চৌধুরী। তার বাবা হাজি ওয়াহিদ রেজা চৌধুরী ও মা জহুরা খাতুন। ১৯৫০ সালে গাফ্‌ফার চৌধুরী পরিপূর্ণভাবে কর্মজীবন শুরু করেন। এ সময় তিনি ‘দৈনিক ইনসাফ’ পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন। মহিউদ্দিন আহমদ ও কাজী আফসার উদ্দিন আহমদ তখন ‍‘দৈনিক ইনসাফ’ পরিচালনা করতেন। ১৯৫১ সালে ‘দৈনিক সংবাদ’ প্রকাশ হলে গাফ্‌ফার চৌধুরী সেখানে অনুবাদকের কাজ নেন। এরপর তিনি বহু পত্রিকার সঙ্গে যুক্ত হন।

মাসিক সওগাত, দিলরুবা, মেঘনা, ইত্তেফাক, আজাদ, জেহাদ ও পূর্বদেশসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে কাজ করেন বরেণ্য এই সাংবাদিক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে সপরিবারে সীমান্ত পাড়ি দিয়ে আগরতলা হয়ে কলকাতা পৌঁছান। সেখানে মুজিবনগর সরকারের মুখপত্র সাপ্তাহিক জয়বাংলায় লেখালেখি করেন। এ সময় তিনি কলকাতায় দৈনিক আনন্দবাজার ও যুগান্তর পত্রিকায় কলামিস্ট হিসেবেও কাজ করেন। ১৯৭২ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দৈনিক জনপদ বের করেন।

১৯৭৩ সালে তিনি বঙ্গবন্ধুর সঙ্গে আলজিয়ার্সে ৭২ জাতি জোট নিরপেক্ষ সম্মেলনে যান। দেশে ফেরার পর তার স্ত্রী গুরুতর অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য প্রথমে কলকাতা নিয়ে যান। সেখানে সুস্থ না হওয়ায় তাকে নিয়ে ১৯৭৪ সালের অক্টোবরে লন্ডনে যান। এরপর তার প্রবাসজীবনের ইতিহাস শুরু হয়।

সাংবাদিকতার পাশাপাশি গল্প, উপন্যাস, স্মৃতিকথা, ছোটদের উপন্যাসও লিখেছেন তিনি। ‘চন্দ্রদ্বীপের উপাখ্যান’, ‘সম্রাটের ছবি’, ‘ধীরে বহে বুড়িগঙ্গা’, ‘বাঙালি না বাংলাদেশী’সহ তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা প্রায় ৩০। এছাড়া তিনি কয়েকটি পূর্ণাঙ্গ নাটক লিখেছেন। এর মধ্যে আছে ‘পলাশী থেকে ধানমন্ডি’, ‘একজন তাহমিনা’ ও ‘রক্তাক্ত আগস্ট’।

কাজের স্বীকৃতিস্বরূপ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন গাফ্‌ফার চৌধুরী। ১৯৬৩ সালে ইউনেস্কো পুরস্কার পান তিনি। এছাড়া রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি পদক, একুশে পদক, শেরেবাংলা পদক, বঙ্গবন্ধু পদকসহ আরও অনেক পদকে ভূষিত হয়েছেন।