দেশে কমলো স্বর্নের দাম

ডেস্ক রিপোর্ট:

স্বর্ণের দাম ভরিতে ১১৬৬ টাকা কমেছে। ফলে বুধবার থেকে ২২ ক্যারেটের প্রতিভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কেনা যাবে ৭৩ হাজার ১৩৩ টাকায়। বিশ্ব বাজারে স্বর্ণের দাম কমার কারণে দেশের বাজারেও কমানো হয়েছে।

বুধবার (১১ মে) থেকে স্বর্ণের নতুন এ দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

ভালো মানের স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে সব ধরনের স্বর্ণের দাম। মান অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ৮৭৬ টাকা থেকে এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত। তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি সোমবার (৯ মে) বৈঠক করে দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরে মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বুলিয়ান মার্কেটে স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা ১১ মে থেকে কার্যকর হবে। নতুন মূল্য অনুযায়ী- সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা কমিয়ে করা হয়েছে ৭৬ হাজার ৫১৬ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ৭৩ হাজার ১৭ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬২ হাজার ৬৩৬ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৮৭৬ টাকা কমিয়ে করা হয়েছে ৫২ হাজার ১৯৬ টাকা।

স্বপ্ন জিততে পারল না বাংলাদেশ

খেলাধুলা প্রতিবেদক:

পারল না বাংলাদেশ। হলো স্বপ্নভঙ্গ। জিততে পারেনি স্বর্ণ। এশিয়া কাপ আরচারির স্টেজ-২ এর কম্পাউন্ড পুরুষ দলগতের ফাইনালে হেরে গেছে বাংলাদেশ। ভারত ২২৪-২১৮ পয়েন্টে লাল-সবুজের দলকে কারিয়ে স্বর্ণ পদক জিতেছে। এদিন নারীদের কম্পাউন্ড দলগত এবং মিশ্র দলগতে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।

খেলা চার সেটের। বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। প্রথম সেটে বাংলাদেশ পায় ৫৫ পয়েন্ট। দ্বিতীয় সেটেও একই স্কোর করে। তৃতীয় সেটে ৫৬ এবং শেষ সেটে বাংলাদেশ পায় ৫৫ পয়েন্ট।

আর প্রথম সেটে ভারতের আরচাররা পেয়েছেন ৫৭ পয়েন্ট। দ্বিতীয় সেটে ৫৫, তৃতীয় সেটে ৫৫ এবং শেষ সেটে ৫৭ পয়েন্ট পেয়ে স্বর্ণ পদক জেতে ভারত।

সব মিলিয়ে এখন পর্যন্ত এশিয়া কাপে একটি রুপা ও দুটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।

এদিকে রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠেছেন রোমান সানা। উজবেকিস্তানের আমির খানকে হারিয়ে স্বর্ণ জয়ের আরও কাছে চলে গেছেন এই তারকা আরচার। ১১ মে ফাইনালে রোমান সানার প্রতিপক্ষ ভারতের মৃণাল চৌহান।

নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ২

ডেস্ক রিপোর্ট:

নিউমার্কেট ব্যবসায়ীদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার সূত্রপাতকারী ক্যাপিটাল ফাস্টফুডের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

আজ মঙ্গলবার রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম। গ্রেপ্তারকৃতরা হলো- মো. কাওসার ও মো. বাবু হোসেন।

এ বিষয়ে গোয়েন্দা রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলে এলাহী গণমাধ্যমকে জানান, গত ১৮ এপ্রিল রাতে নিউমার্কেটের ওয়েলকাম ফাস্টফুডের কর্মচারী বাপ্পির সঙ্গে ক্যাপিটাল ফাস্টফুডের কাওসার ও বাবুর ফুটপাতে ইফতারসামগ্রীর টেবিল পাতা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এরপর ওয়েলকাম ফাস্টফুডের বাপ্পি ঢাকা কলেজের কয়েকজন ছাত্রকে ডেকে এনে ক্যাপিটাল ফাস্টফুডের কর্মচারীদের মারধর করে। পরবর্তীতে এটি ঢাকা কলেজ ও নিউমার্কেট দোকানদারদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরদিন সকাল থেকে দফায় দফায় আবারো সংঘর্ষ চলে। এতে নাহিদ ও মুরসালিন নিহত হন।

ফজলে এলাহী আরও জানান, গ্রেপ্তারকৃত দুজনকে নিউমার্কেট থানায় হস্তান্তর করা হবে। সংঘর্ষের ঘটনায় করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হবে।

বৃষ্টি অব্যহত থাকবে ৩ দিন

আবহাওয়া ডেস্ক:

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে আগামী তিনদিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অক্ষাংশ ১৫ দশমিক শূন্য ডিগ্রি উত্তর দ্রাঘিমাংশ ৮৪.০ ডিগ্রি পূর্ব) আজ সকাল ৬টায় অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা এবং ঝড়ো হাওয়ার সাথে বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিনদিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় খেপুপাড়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ২০৭ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।

এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

প্রায় ১ লাখ লিটার তেল জব্দ, আটক ৪

ডেস্ক রিপোর্ট:

রাজশাহীর বানেশ্বর বাজারে ৪টি গুদাম থেকে অভিযান চালিয়ে প্রায় ৯২ হাজার ৬১৬ হাজার লিটার সয়াবিন ও পামওয়েল তেল জব্দ করেছে জেলা পুলিশ। এ সময় ৪ জনকে আটক করা হয়।

মঙ্গলবার (১০ মে) রাজশাহীর বানেশ্বর বাজারের ৪টি গুদাম থেকে এই তেল জব্দ করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ রাজশাহীর বানেশ্বর বাজারে এ অভিযান চালায়। এসময় বাজারের ৪টি গুদাম থেকে ৯২ হাজার ৬১৬ হাজার লিটার সয়াবিন ও পামওয়েল তেল জব্দ করা হয়।

অভিযানকালে ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত সুপার ইফতেখারুল আলম বলেন, জিজ্ঞাসাবাদ ও কাগজপত্র পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহী জেলা পুলিশ জানায়, অভিযান চালিয়ে ৪৫৪ ব্যারেল তেল জব্দ করে। বানেশ্বর বাজারের চারটি গুদামে ও একটি ট্রাকে অভিযান চালায় পুলিশ।

পুলিশ জানায়, বানেশ্বরের ‘সরকার অ্যান্ড সন্স’ এর মালিক বিকাশ সাহার গুদামে ১৫ হাজার ৯৬ লিটার (৭৪ ব্যারেল), এন্তাজ স্টোরের মালিক এন্তাজ হাজীর গুদামে ২৮ হাজার ৯৬৮ লিটার (১৪২ ব্যারেল), মেসার্স পাল অ্যান্ড ব্রাদার্সের মালিক কৈলেন পালের গুদামে ২১ হাজার ১২ লিটার (১০৩ ব্যারেল), রিয়া স্টোরের মালিক রাজিব সাহার গুদামে ১৫ হাজার ৩০০ লিটার (৭৫ ব্যারেল) তেল জব্দ করা হয়েছে। এছাড়াও একটি ট্রাক থেকে ১২ হাজার ২৪০ লিটার (৬০ ব্যারেল) ভোজ্য তেল জব্দ করা হয়েছে।

রাজশাহীর অতিরিক্ত জেলা পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, এই চার ব্যবসায়ীর কেউই ডিলার না। অবৈধভাবে এরা মজুদ করেছে। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাগজপত্র যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পিছিয়ে গেল হজের প্রথম ফ্লাইটের তারিখ

ডেস্ক রিপোর্ট:

এখনও হজ প্যাকেজই ঘোষণা করেনি ধর্ম মন্ত্রণালয়। ৩১শে মে হজ ফ্লাইট শুরু হচ্ছে না। ৩১শে মে হজ ফ্লাইট শুরু হচ্ছে না, এটা নিশ্চিত। কারণ হজ প্যাকেজই ঘোষণা হয়নি এখনও। অথচ প্যাকেজের ওপরই নির্ভর করছে পরবর্তী যাবতীয় কার্যক্রম। অবশ্য বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় এবং হজ এজেন্সি অ্যাসোসিয়েশন-হাব বলছে, নিজ নিজ করণীয় পালনে তারা সর্বতো প্রস্তুত, শুধু অপেক্ষা হজ প্যাকেজ ঘোষণার।

গত ২৭শে এপ্রিল সচিবালয়ে এক বৈঠকের পর চলতি বছরের হজ ফ্লাইট শুরুর একটি সম্ভাব্য তারিখ ৩১শে মে ঘোষণা করা হয়। কিন্তু সে সম্ভাবনা আর আলোর মুখ দেখছে না। তাছাড়া এত কম সময়ে যাবতীয় প্রস্তুতি নিয়েও সংশয়ে ছিল হাব।

এরমধ্যে গত ৫ই মে ধর্ম মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে দ্রুত হজ প্যাকেজ ঘোষণা করতে অনুরোধ জানায় হাব। আর ৭ই মে হাব আরেকটি চিঠিতে ১০ই জুনের আগে হজ ফ্লাইট শুরু না করতে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়কে অনুরোধ জানায়।

হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, আমরা এজেন্সিকে আগে থেকেই বলে রেখেছি তাদের কোন প্রতিনিধি সৌদিতে গিয়ে বাড়ি ভাড়ার জন্য যাবে তা যাতে আগেই ঠিক করে রাখে। হজ যাত্রীরাও যাতে টাকা-পয়সা প্রস্তুত রাখে। কারণ কোন হজ যাত্রীরা যাবেন তারও একটা সিলেকশন আছে।

সবকিছু হিসাব করে এটা নিশ্চিত হওয়া গেছে, ৩১শে মে হজের প্রথম ফ্লাইট যাচ্ছে না। এরপরও যাবতীয় প্রস্তুতি সংশ্লিষ্টদের রয়েছে।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, আমাদের ৩১শে মে’র জন্য একটা প্রস্তুতি ছিল। কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এই সময়ের মধ্যে তা করা সম্ভব হবে না। সিলেট এবং চট্টগ্রাম থেকে যারা যাবে তাদের ইমিগ্রেশন কিন্তু এখান থেকে হবে না। কারণ ইমিগ্রেশনের একমাত্র সুবিধা শুধু ঢাকাতেই আছে এবং এই কাজটা সৌদি কর্তৃপক্ষই করে।

বাংলাদেশ থেকে এ বছর সাড়ে ৫৭ হাজার মানুষ হজে যেতে পারবেন। ৭৫টি ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে ৩১ হাজার যাত্রী পরিবহণ করবে বিমান, বাকিরা যাবেন সৌদিয়া এয়ারলাইন্সে।

করোনার কারণে গত দুই বছর সৌদি আরবের বাইরের কেউ হজ করার সুযোগ পাননি। প্রতি বছর সাধারণত ২০ থেকে ২৫ লাখ মানুষ হজ পালনের অনুমতি পান। কিন্তু করোনা মহামারির মধ্যে সৌদি সরকার এবার বিশ্বের ১০ লাখ মানুষকে হজে যাওয়ার অনুমতি দেবে।

রসিদে স্বাক্ষর না দিয়েই ধমক দিয়ে জরিমানা নেন ঝালকাঠি সদর ইউএনও

ঝালকাঠি প্রতিনিধি।।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অর্থদন্ডে দন্ডিত করে জরিমানা রসিদে স্বাক্ষর না দিয়েই রসিদ হস্তান্তর করার অভিযোগ উঠেছে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার সাবিকুন্নাহারের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের বাসন্ডা এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এঘটনা ঘটে। স্বাক্ষরযুুুুুুুুুুুুুুুুুুুুুুক্ত রসিদ না নিয়ে অভিযুক্ত প্রস্থান করেছেন কেন? এ জন্য এর দায়ভার আমার না বলে দাবী করেছেন ইউএনও।

ভুক্তভোগী অভিযোগ করে জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের বাসন্ডা এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এতে আব্দুল মান্নান নামে এক মোটর সাইকেল চালকের হেলমেট না থাকায় পাঁচশত টাকা জরিমানা করা হয়। আত্মপক্ষ সমর্থনে আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন্নাহারের সাথে কথা বলতে চাইলে তিনি কোন কথা না বলে ধমক দিয়ে গাড়িতে ওঠেন। পরে ইউএনও’র সিএ জরিমানার রসিদটি হস্তান্তর করেন। আব্দুল মান্নান তাওহীদ দৈনিক ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি এবং ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
আব্দুল মান্নান তাওহীদ দুঃখ প্রকাশ করে জানান, আমার হেলমেট ছিলো না তাই তিনি আমাকে জরিমানা করেছেন। আমি কোন কথা বলতে চাইলে তিনি (ইউএনও) আমাকে ধমক দিয়ে কথা বললেই আরো জরিমানা বাড়বে বলে হুমকি দেন। এরপর তিনি গাড়িতে উঠে যান, তার সহকারী আমার হাতে জরিমানার রসিদটি তুলে দেন।
এব্যাপারে আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাবেকুন্নাহার জানান, অভিযুক্ত ব্যক্তি তার নিজের দোষ স্বীকার করায় জরিমানা করা হয়েছে। জরিমানার রসিদে তার স্বাক্ষর না থাকার ব্ষিয়ে বলেন, যাকে জরিমানা করে রসিদ দেয়া হয়েছে তিনি স্বাক্ষর না নিয়ে চলে গেছেন কেন? জরিমানার টাকা রাস্ট্রীয় কোষাগারে জমা হয়েছে। আপনি (প্রতিবেদক) সামনাসামনি আসেন, আইন আছে-আইন অনুযায়ী কথা হবে। সেক্ষেত্রে আপনি যদি আইনের মধ্যে পড়েন আপনাকেও জরিমানা করা হবে।

ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) লতিফা জান্নাতিকে বিষয়টি অবহিত করা হলে তিনি স্বাক্ষর বিহীন জরিমানার রসিদ হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংরক্ষণ করেন এবং বিষয়টি তিনি দেখবেন বলে জানান।