না ফেরার দেশে পাড়ি জমালেন গীতিকবি কে জি মোস্তফা

ডেস্ক রিপোর্ট:

‘তোমারে লেগেছে এত যে ভালো, আয়নাতে ওই মুখ দেখবে যখনসহ অনেক জনপ্রিয় গানের গীতিকবি কে জি মোস্তফা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে কে জে মোস্তফার বয়স হয়েছিল ৮৫ বছর।

ফেসবুকে দেওয়া এক পোস্টে গীতিকবি-কলামিস্ট কে জি মোস্তফার মৃত্যুর খবর জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান।

রোববার (৮ মে) রাত ৮টার দিকে নিজ বাসায় অসুস্থবোধ করলে কে জি মোস্তফাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইলিয়াস খান জানান, সোমবার বাদ জোহর কে জি মোস্তফার মরদেহ জাতীয় প্রেসক্লাবে নেওয়া হবে। সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে।

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হার মানলেন জবি শিক্ষার্থী অঙ্কন

ডেস্ক রিপোর্ট:

প্রেমিকের বাসায় ‘বিষপান’ করে অসুস্থ হয়ে প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতালে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অঙ্কন। এরপর শনিবার রাত সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ২৪ এপ্রিল রাজধানীর আজগর আলী হাসপাতালে এ ছাত্রীকে মুমূর্ষু অবস্থায় রেখে পালিয়ে যান প্রেমিক একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাকিল আহমেদ।

জানা যায়, অঙ্কন জবির ইংরেজি বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্নাতকে প্রথম শ্রেণিতে প্রথম অঙ্কন ভালো বিতার্কিক ছিলেন। বিতর্কের সুবাদে বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি ও আইন বিভাগের ২০১১-১২ বর্ষের শিক্ষার্থী শাকিলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

কয়েক মাস ধরে এ সম্পর্কে বিপত্তি দেখা দেয়। শাকিল বিশ্ববিদ্যালয়ের আরেকটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। অঙ্কনকে এড়িয়ে চলেন এবং অন্য ধর্মের হওয়ায় বিয়ে করতে অস্বীকৃতি জানান।

এরপর ঘটনার দিন সকালে শাকিলের বাসায় যান অঙ্কন। সেখানে একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে শাকিল ও তার ছোট ভাই হিমেল অঙ্কনকে আজগর আলী হাসপাতালে নিয়ে যান। তখন শাকিল কখনও ভাই কখনও বন্ধুর পরিচয়ে ভর্তি করাতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ এখানে ভর্তি করাতে অস্বীকৃতি জানায়। পরে হাসপাতাল থেকে অঙ্কনের বিশ্ববিদ্যালয়ের বন্ধু আব্দুল মুকিত চৌধুরী সানীকে ফোনে খবর দেওয়া হয়।

অঙ্কনের বন্ধু সানী বলেন, ২৪ এপ্রিল দুপুর দেড়টার দিকে আজগর আলী হাসপাতাল থেকে অঙ্কন অসুস্থ বলে একটা ফোন আসে। পরে সেখানে গিয়ে অঙ্কনকে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় দেখতে পাই। ডাক্তাররা তার অবস্থা স্বাভাবিক করার চেষ্টা করছিলেন। এ সময় হাসপাতালে শাকিল ও তার ভাই হিমেলকে দেখতে পাই। শাকিল ভাই ও বন্ধুর পরিচয়ে ভর্তি করাতে চাইলে প্রথমে ভর্তি করায়নি কর্তৃপক্ষ। পরে স্বামী পরিচয়ে ভর্তি করান।

তিনি বলেন, শাকিল প্রথমে ঘটনা বলতে চাইছিলেন না। পরে বলেন, বাসা থেকে হয়ত কিছু খেয়ে তার বাসায় এসেছে অঙ্কন। সেখানে কথা বলার একপর্যায়ে অসুস্থ হয়ে যান। পরে সানী সেখান থেকে অঙ্কনের পরিবারকে জানান।

অঙ্কন আজগর আলী হাসপাতালে বিষক্রিয়ায় হার্ট অ্যাটাক ও পরে ব্রেন স্ট্রোক করেন। পরে উন্নত চিকিৎসার জন্য গত ১লা মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে, অঙ্কনকে হাসপাতালে ভর্তির পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত শাকিল।

রাজধানীর গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ আল মামুন বলেন, এ ঘটনায় একটা পুলিশ ফাইল হয়েছে। পরিবারের পক্ষ থেকে যদি কোনো অভিযোগ দেওয়া হয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

অস্ত্র হাতে ভাইরাল হওয়া সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

অস্ত্রসহ ছবি তুলে ফেসবুকে আপলোড করে ভাইরাল হওয়া পাবনার যুবক আবু বক্কার সিদ্দিকী রাতুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব -৫ সদস্যরা। গ্রেপ্তারকৃত রাতুল পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছি গ্রামের মোস্তফা কামালের ছেলে।

সোমবার এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল রিয়াজ শাহরিয়ার জানান, রাতুল পিস্তল হাতে ছবি তুলে গত বৃহস্পতিবার ফেসবুকে আপলোড করে ভাইরাল হয়। এতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর থেকে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং রাতুলকে ধরতে অভিযান শুরু করে।

রবিবার রাতে রাজশাহীর গ্রান্ড তোফা হল ভবন থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তিতে নগরীর সাগরপাড়া মহল্লার একটি পরিত্যক্ত জমিদার বাড়ী থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, রাতুল এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করার জন্য নিজের কাছে পিস্তল রাখতেন। তিনি পাবনায় বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করতেন। ফেসবুকে ছবি দিয়ে তিনি মূলত নিজের কাছে আগ্নেয়াস্ত্র থাকার কথাটি এলাকাবাসীর মাঝে জানান দেবার চেষ্টা করেছেন। যেনো এলাকাবাসী তাকে ভয় পান।

এই গরমে এসি ছাড়াই ঘর শীতল রাখবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক:

গরমে জনজীবন অতিষ্ঠ। ঘরের ভেতরে আবহাওয়াও গরম থাকছে। যাদের ঘরে এয়ার কন্ডিশনার আছে তাদের কিছুটা স্বস্তি মিলছে। কিন্তু সবার ঘরে তো আর এসি থাকে না। কিছু ছোটোখাটো উপায় কাজে লাগালে এসি ছাড়াও ঘর কিছুটা ঠান্ডা রাখা যায়। এমন কিছু উপায় জেনে রাখলে ক্ষতি কি?

ঘরে লাগান গাছ
বেশ কিছু গাছ রয়েছে যা ঘরের অভ্যন্তরীণ আবহাওয়ার জন্য উপযুক্ত। এসব ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘর সাজান। অ্যালোভেরা, স্নেক প্ল্যান্ট, লিলি, পাম, মানি প্ল্যান্ট ইত্যাদি গাছ লাগাতে পারেন। এতে ঘরে স্নিগ্ধতা বিরাজ করবে। গাছের কারণে ঘরের বাতাস থাকবে বিশুদ্ধ। সেই সঙ্গে কমবে তাপমাত্রা।

ঘর মুছুন
ঘরের তাপমাত্রা কম রাখতে একটু ভেজা ভেজা রেখে ঘর মুছুন। একবারের পরিবর্তে দিনে দুই থেকে তিনবার ঘর মুছতে পারেন। মেঝের পাশাপাশি মুছতে পারেন জানলার কাঁচও। ঘর মোছার আগেই ঘরের জানালা-দরজা বন্ধ করে পর্দা টেনে দিন। এতে বেশ কিছু সময় ঘর ঠান্ডা থাকবে।

দেয়ালে সাদা রঙ দেবে স্বস্তি
ঘর ঠান্ডা রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে ঘরের রঙ। রং যত গাঢ় হয় তত আলো শোষণ করে এবং যত হালকা হয় তত আলো বেশি প্রতিফলিত হয়ে যায়। আর আলো যত শোষিত হবে, ততই বাড়বে ঘরের তাপমাত্রা। তাই দেয়ালে হালকা রঙ করুন। সাদা, হালকা ধূসর কিংবা হালকা গোলাপি রঙ এক্ষেত্রে উপযুক্ত।

ভারি পর্দা ব্যবহার করুন
সূর্যের তাপ জানালা ভেদ করে ভেতরে প্রবেশ করে ঘর গরম করে দেয়। তাই ঘর ঠান্ডা রাখতে জানালায় ভারী পর্দা ব্যবহার করুন। এক্ষেত্রে সুতি পর্দা ব্যবহার করা ভালো। এতে ঘরের তাপমাত্রা কম থাকবে।

রান্নাঘরে এগজস্ট ফ্যান ব্যবহার করুন
ঘরের তাপমাত্রা বাড়ায় রান্নাঘরের চুলার গরম। এছাড়া গরমে রান্না করতেও কষ্ট হয়। রান্নাঘরে এগজস্ট ফ্যান লাগিয়ে নিন। এটি ভেতরের গরম বাতাস দ্রুত বাইরে বের করে দেবে। সম্ভব হলে বাথরুমেও এগজস্ট ফ্যান লাগাতে পারেন।

তাছাড়া বিছানার চাদর, বালিশের কভারের ক্ষেত্রে হালকা রঙকে প্রাধান্য দিন।

ঘূর্ণিঝড় অশনি’র সতর্কতাকে উপেক্ষা করেও কক্সবাজারে পর্যটকদের ভিড়

ডেস্ক রিপোর্ট:

ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে উত্তাল রয়েছে সমুদ্র। কক্সবাজার সমুদ্রবন্দরকে দেখিয়ে যেতে বলা হয়েছে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত।

সোমবার দুপুর থেকে কালো মেঘে ছেয়ে আছে কক্সবাজারের পুরো আকাশ। থেমে থেমে গুঁড়িগুঁড়ি বৃষ্টিও হচ্ছে।

তবে, এর কোনো প্রভাব পড়েনি কক্সবাজার সৈকতে ঘুরতে আসা পর্যটকদের বিচরণে। ‘অশনি’র প্রভাবে উত্তাল সাগরের ঢেউয়ের সঙ্গেই খেলছেন হাজারও পর্যটক। সবমিলিয়ে কক্সবাজারে অর্ধলাখ পর্যটক অবস্থান করছেন বলে দাবি করেছেন হোটেল-গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার।

সোমবার বিকেলে কক্সবাজার সৈকতে গিয়ে দেখা যায়, সাগরের উত্তাল ঢেউ আঁছড়ে পড়ছে তীরে। তা উপেক্ষা করে কক্সবাজার সৈকতের সুগন্ধা, লাবণী ও কলাতলী পয়েন্টে উল্লাসে মেতেছেন নানা বয়সী পর্যটক। এদের অনেকেই সোমবার ভোর ও সকালে কক্সবাজার পৌঁছান বলে জানিয়েছেন হোটেল সংশ্লিষ্টরা।

কক্সবাজার হোটেল, গেস্ট হাউস ও রিসোর্ট মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, শনিবার থেকে পর্যটক আসা কিছুটা কমেছে। এরপরও সোমবার হাজার বিশেক পর্যটক কক্সবাজারে এসেছেন। আগের আসা পর্যটকও অবস্থান করছে হাজার বিশেক। সবমিলিয়ে অর্ধলাখ ভ্রমণপিপাসু কক্সবাজার অবস্থান করছেন এখন।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ঈদের আবহ কেটে গেলেও কক্সবাজার পর্যটকে ভরপুর বলা চলে। সোমবারও বৃষ্টি উপেক্ষা করে অর্ধলাখের মতো পর্যটক সৈকতে নেমেছেন। ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত থাকায় পর্যটকদের হাঁটু পানির বেশি নামতে দেওয়া হচ্ছে না। বারবার মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, ঘূর্ণিঝড় অশনির সম্ভাব্য ক্ষয়ক্ষতি রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। কক্সবাজারে বিপুল পরিমাণ পর্যটক অবস্থান করায় সোমবার সকাল থেকে সৈকতে মাইকিং করে পানিতে না নামতে বারবার সতর্ক করা হচ্ছে।

নির্বাচন ইভিএমে নাকি ব্যালটে হবে তা নিয়ে সরকারের কথা বলার কোন সুযোগ নেই

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে নাকি ব্যালটে হবে তা নিয়ে সরকারের কথা বলার কোন সুযোগ নেই। এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর।

এছাড়াও মোহাম্মদ আলমগীর বলেন, এখনও পর্যন্ত ইভিএম নিয়ে কোন আলোচনা হয়নি। ইভিএমে ১০০ থেকে ১২০ আসনে ভোট করা সম্ভব। তবে নতুন করে ইভিএম কেনা হবে কিনা তা নিয়ে আলোচনা হয়নি।

নির্বাচন কমিশনার বলেন, কত আসনে ইভিএম এ ভোট হবে সেটা আরো পরের বিষয়। তার আগে মানুষের আস্থায় আনা জরুরী। বর্তমানে ইভিএমের প্রতি কীভাবে আস্থা ফেরানো যায় তা নিয়ে কাজ করছে কমিশন।

এছাড়াও, খুব শিগগিরই ইভিএম পর্যবেক্ষণের জন্য বিশেষজ্ঞদের ডাকা হবে। আস্থার সংকট দূর হলেই ইভিএম এর সক্ষমতার সৎ ব্যবহার করা হবে বলেও জানান নির্বাচন কমিশনার।

এর আগে, গতকাল রবিবার নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে লিখিতভাবে রোডম্যাপ প্রকাশ করা হবে। যেখানে থাকবে নির্বাচনের কর্মপদ্ধতি। ২০২৩ সালের জুনের পরে বা সেপ্টেম্বরের আগেই সবার সঙ্গে আলোচনা করে রোডম্যাপটি তৈরি করা হবে।