ইউএনএ’র চেয়ারম্যান নির্বাচিত হলেন বিদিশা এরশাদ

নিজস্ব প্রতিবেদক:

সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ) এর চেয়ারম্যান নির্বাচিত হলেন বিদিশা এরশাদ। রবিবার (৮ই মে) ইউএনএ-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান হিসেবে বিদিশা এরশাদের নাম উত্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন সম্মিলিত জাতীয় জোটের মুখপাত্র শেখ মুস্তাফিজুর রহমান।

ইউএনএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে উক্ত পদটি দীর্ঘদিন যাবত শূন্য ছিল। তাই আজকের সভায় বিভিন্ন দলীয় চেয়ারম্যানদের উপস্থিতিতে সম্মিলিত জাতীয় জোটের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে চেয়ারম্যান নির্বাচন বিষয়ে বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক লীগের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদের নাম নতুন চেয়ারম্যান হিসেবে উত্থাপন করেন। এসময় ইউএনএ’র মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান এই প্রস্তাবকে সমর্থন করেন এবং উপস্থিত সকল চেয়ারম্যান সমস্বরে একমত পোষণ করেন। এতে সর্বসম্মতিক্রমে তা প্রস্তাব গৃহীত হয়।

সম্মিলিত জাতীয় জোট-ইউএনএ’র মহাসচিব এড. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মিলিত জাতীয় জোট-ইউএনএ’র প্রধান সমন্বয়কারী মো. আকতার হোসেন, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান মাওলানা আলতাব হোসেন মোল্লা, কৃষক শ্রমিক পার্টির চেয়ারম্যান মো. সিরাজুল হক, আওয়ামী পার্টি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরকার প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিদিশা এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ও এরশাদ ট্রাস্টের আইন উপদেষ্টা এড. কাজী রুবায়েত হাসান, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লে. কর্নেল (অব.) হাবিবুল হাসান।

বরিশালে হাসপাতালের টয়লেটের পাইপ থেকে নবজাতক উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) টয়লেটের পাইপ ভেঙে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নবজাতকের পিতা নেয়ামত উল্লাহ পেশায় জেলে এবং মা শিল্পী বেগম গৃহবধূ। তারা পিরোজপুর জেলার স্বরূপকাঠির গণমান শেখপাড়া বাজার এলাকার বাসিন্দা।

নবজাতকের বাবা পিরোজপুরের স্বরূপকাঠির শেখপাড়া গ্রামের নেয়ামত উল্লাহ বলেন, ‘অন্তঃসত্ত্বা অবস্থায় আমার স্ত্রীকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। পরে ডাক্তার সিজারের  সিদ্ধান্ত নেয়। বিকেলে অপারেশনের ওষুধ কিনতে বাইরে যাই। ফিরে এসে দেখি টয়লেটের সামনে অনেক ভিড়। স্বজনরা কান্নাকাটি করছেন। জানতে পারি- টয়লেটে গেলে কমোডে সন্তান প্রসব হয়ে যায়।  আমি টয়লেটের মধ্যে হাত ঢুকিয়েও কিছু পাইনি। কান দিয়ে শুনি টয়লেটের পাইপের মধ্য দিয়ে কান্নার আওয়াজ আসছে। এর মধ্যে হাসপাতালের লোকজন ফায়ার সার্ভিস খবর দেয়। আমি কারো অপেক্ষা না করে দোতালায় গিয়ে টয়লেটের পাইপ ভেঙে  সন্তানকে বের করে নিয়ে আসি।’

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, উদ্ধার করা শিশুকে বিশেষ সেবা ইউনিটে ও তার মা প্রসূতি ওয়ার্ডে বর্তমানে চিকিৎসাধীন। এদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি একটি তদন্ত কমিটিও গঠিত হয়েছে।

যে কারনে আইপিএল খেলবেন না গেইল

টি-টোয়েন্টির বড় নাম ক্রিস গেইল। নিজের সময়ে দলগুলোর প্রথম পছন্দ ছিলেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) ছিলেন নিয়মিত মুখ। অথচ আইপিএলের এবারের নিলামে নামই দেননি এই ক্যারিবীয় তারকা। বিষয়টি সে সময় খুব অবাক করেছিল ক্রিকেট অনুরাগীদের।

কেন আইপিএলের নিলামে নাম দেননি—অবশেষে তা নিজেই জানালেন গেইল। বিস্ফোরক মন্তব্য করে ক্যারিবীয় তারকা জানালেন, আইপিএলের গত কয়েকটি আসরে প্রাপ্য সম্মান পাননি তিনি। যার কারণে এবার আইপিএলে অংশ নেননি টি-টোয়েন্টির ফেরিওয়ালা।

দ্য মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন গেইল। তিনি বলেন, ‘কয়েক বছর ধরে আইপিএল যেভাবে চলছে, আমার মনে হয়েছে—আমার সঙ্গে ঠিক আচরণ করা হয়নি।’

এরপর নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন গেইল, ‘‘তখন ভাবলাম, ঠিক আছে। নিজেকে বললাম, তুমি আইপিএল ও খেলাটির জন্য এত কিছু করার পরও প্রাপ্য সম্মান পাওনি। এরপর নিজেকে বললাম, ‘অনেক হয়েছে, আমি আর ড্রাফটে নাম লেখাচ্ছি না’। তাই আমি সেটিই করলাম। ক্রিকেটের বাইরেও একটা জীবন আছে, তাই আমি সে স্বাভাবিক জীবনে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছি।”

অবশ্য টুর্নামেন্টটি একেবারে ছাড়েননি গেইল। আগামী আসরে খেলার ইচ্ছা আছে তাঁর, ‘আগামী বছর আমি ফিরছি (আইপিএলে), আমাকে তাদের প্রয়োজন! আইপিএলে আমি তিনটি দলের প্রতিনিধিত্ব করেছি, কলকাতা, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও পাঞ্জাব। আরসিবি ও পাঞ্জাবের মধ্যে একটি দলের হয়ে শিরোপা জিততে চাই আমি। আরসিবিতে আমার সময়টা দারুণ ছিল, আইপিএলে সে সময়টায় আমি সবচেয়ে সফল ছিলাম। আর পাঞ্জাবও ভালো। আমি চ্যালেঞ্জ আর নতুন কিছুর স্বাদ নিতে পছন্দ করি।’

গাঁজা চাষ ও সেবন উন্মুক্তর দাবীতে শোভাযাত্রা

অনলাইন ডেস্ক:

প্রতিবছরের মতো এ বছরও লাতিন আমেরিকার দেশে দেশে উদযাপিত হয়েছে ‘গ্লোবাল মারিজুয়ানা মার্চ’। ব্রাজিল ও মেক্সিকোর সড়কে বর্ণিল শোভাযাত্রায় অংশ নেয় হাজারো মানুষ। গান-বাজনার তালে তালে গাঁজা চাষ ও সেবন উন্মুক্ত করে দেয়ার দাবি জানিয়েছে তারা।

১৯৯৯ সাল থেকে মে মাসের প্রথম শনিবার বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে লাতিন আমেরিকা অঞ্চলে উদযাপিত হয়ে আসছে ‘গ্লোবাল মারিজুয়ানা মার্চ’।

গাঁজা নিয়ে সারা দুনিয়াই দুই ভাগে বিভক্ত। একদল লোক এর বৈধতা দানের পক্ষে। অন্যরা গাঁজার ব্যবহার নিষিদ্ধ কিংবা সীমিত রাখার পক্ষে। শোভাযাত্রায় অংশগ্রহণকারী বলছে, পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গাঁজা নিয়ে লুকোচুরি কিছুটা কমে এসেছে।

গাঁজা সেবনকারী ড্যামিয়ান আলবা ক্যাস্ট্রো বলেন, একসময় জায়ান্ট রোল করতে হতো লুকিয়ে। কিন্তু যতই সময় যাচ্ছে ততই বিষয়টি স্বাভাবিক হচ্ছে। এখানে আপনি পার্থক্য দেখতেই পাচ্ছেন। এভাবে প্রকাশ্যে কাউকে এর আগে গাঁজা সেবন করতে দেখেছেন?

ব্রাজিল ও মেক্সিকোয় বর্ণিল গ্লোবাল মারিজুয়ানা মার্চে অংশ নেয় হাজার হাজার গাঁজা সেবনকারী। চিকিৎসার পাশাপাশি চিত্ত বিনোদনের জন্যও নেশাজাতীয় এ ভেষজ চাষ ও সেবনের বৈধতার দাবি করে তারা।

সঙ্গীতশিল্পী ও গাঁজা সেবনকারী ইউরিয়েল জেরোন জানান, আমাদের একটি সার্কেল আছে। যারা দীর্ঘদিন ধরে গাঁজা সেবন করছে। এখানে বিভিন্ন শ্রেণির পেশার লোক আছে। কর্তৃপক্ষকে অবশ্যই বুঝতে হবে যে, আমরা অপরাধী নই। অধিকারের জন্য লড়াই করছি আমরা। গাঁজা চাষের অনুমোদন চাই।

গত বছর কেবল চিকিৎসার জন্য গাঁজার ব্যবহার বৈধ করে একটি বিল অনুমোদন করে মেক্সিকোর পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেস। বিনোদনের জন্য এখনও মেলেনি অনুমোদন।

গাঁজা ব্যবহারকারীদের সহায়তা সমিতির প্রধান মার্গারেট সান্তোস দে ব্রিটো বলেন, মারিজুয়ানা প্ল্যান্টের অনেক সুবিধা রয়েছে। আমরা চিকিৎসায় গাঁজার ব্যবহার আরও বাড়াতে চাই। একারণে ব্রাজিলে গাঁজা চাষের অনুমোদনের জন্য লড়ছি আমরা।

ব্রাজিলে ২০০৬ সালে অল্প পরিমাণে গাঁজা সেবন বৈধ করা হয়েছিল। কিন্তু দেশটিতে এখনও বেচাকেনা বেআইনি।

স্ত্রীকাণ্ডে বিব্রত রেলমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বিনা টিকিটে ভ্রমণ করা যাত্রীদের জরিমানা করে রেলের টিটিই শফিকুল ইসলামের বরখাস্ত হওয়ার ঘটনায় দেশজুড়ে সমালোচনার মুখে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও তার স্ত্রী শাম্মী আকতার মনি।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এরই মধ্যে খবর এসেছে, মন্ত্রীর স্ত্রী শাম্মীর নির্দেশে শফিকুলকে বরখাস্ত করা হয়। শাম্মীর মামাতো বোন ইয়াসমিন আক্তার নিপা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। রেলমন্ত্রীও স্বীকার করেন, টিটিই শফিকুলের বিরুদ্ধে টেলিফোন করে অভিযোগ দিয়েছিলেন তার স্ত্রী।

এ নিয়ে তীব্র সমালোচনার মুখে নিজ মন্ত্রণালয়ে রবিবার মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমার ‘নবপরিণীতার’ বোঝার এখনও অনেক কিছু বাকি। ৯ মাস হয়েছে আমাদের দাম্পত্যজীবনের। তারও (শাম্মী) তো বুঝে উঠতে সময় লাগবে। আমি ১৩ বছর এমপি। আমার রাজনৈতিক জীবনের সঙ্গে সে (শাম্মী) এখনও সম্পূর্ণ পরিচিত নয়।’

গত বছরের ৫ জুন আইনজীবী শাম্মীকে বিয়ে করেন রেলমন্ত্রী। সে হিসেবে তাদের দাম্পত্যের বয়স ১১ মাস।

স্ত্রীর কথায় টিটিইকে বরখাস্ত নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমার স্ত্রীর যদি কোনো অভিযোগ থাকে রেলের বিষয়ে, তাহলে তার উচিত ছিল আমার সঙ্গে কথা বলা। এটাই স্বাভাবিক, কিন্তু এটা সে করেনি। এই জায়গায় কিছুটা ব্যত্যয় হয়েছে বলে আমার ধারণা। এ কারণে আমি মনে করি যে, সাসপেনশন অর্ডারটা (টিটিইর বরখাস্তের আদেশ), এটা সঠিক হয়নি। এটা প্রত্যাহার করার জন্য ইতোমধ্যে আমরা বলেছি।’

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘স্বাভাবিকভাবেই আমি বিব্রত। কারণ আমি এখানে যেভাবে কাজ করার চেষ্টা করেছি, স্বচ্ছভাবে। সেখানে এ ধরনের একটি ঘটনা ঘটেছে। তো আমি অবশ্যই বিব্রত।’

প্রসঙ্গ, গত বৃহস্পতিবার রাতে পাবনার ঈশ্বরদী থেকে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেসের শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে উঠেছিলেন রেলমন্ত্রীর দূর সম্পর্কের তিন আত্মীয়। বিনা টিকিটে ট্রেনে ওঠায় তাদের জরিমানা করেন টিটিই শফিকুল ইসলাম। শফিকুলের অভিযোগ, টিকিট নেই জানিয়ে তারা নিজেদের রেলমন্ত্রীর আত্মীয় বলে পরিচয় দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রেল কর্মকর্তা জানান, ওই তিন যাত্রী তাৎক্ষণিকভাবে লিখিত কোনো অভিযোগ না দিলেও ঢাকায় পৌঁছে তারা রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে টিটিই শফিকুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ করেন।

সেই অভিযোগ পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন সংশ্লিষ্ট টিটিইকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। টিটিই শফিকুলকে বরখাস্ত করতে মন্ত্রীর স্ত্রী শাম্মী আকতার মনি নির্দেশ দিয়েছিলেন বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।