মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় নিহত ৩

মাদারীপুরের রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের  বাবনাতলায় এলাকায় বাসের ধাক্কায় ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুজন। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ৮টার দিকে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাতে একজন ভ্যানচালক ৪ যাত্রী নিয়ে রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বাবনাতলা এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় বরিশাল থেকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের ওপর তুলে দেয়। এতে ঘটনাস্থলেই আমির শেখ নামে একজন নিহত হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে প্রান্ত দফাদার নামে একজনসহ দুজন মারা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এসময় দুর্ঘটনাটি ঘটেছে।

শেখ রেহানাকে সঙ্গে নিয়ে পারিবারিক কবরস্থান জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বনানী কবরস্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের শহীদদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৪ মে) সকালে বনানী কবরস্থানে যান প্রধানমন্ত্রী। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে শহীদ জাতির পিতার পরিবারের সদস্যদের প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী ও তাঁর ছোট বোন ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের গুলিতে নৃশংসভাবে নিহত বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। তাঁরা শহীদদের আত্মার শান্তি কামনা করেন।’

কায়েস জানান, শেখ হাসিনা ও শেখ রেহানা শহিদদের কবরে গোলাপের পাপড়িও ছিটিয়ে দেন।

ঈদের ছুটি অফিস খুলছে কাল

ডেস্ক রিপোর্ট:

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে বৃহস্পতিবার (০৫ মে) সরকারি অফিস খুলছে।

গত শুক্রবার (২৯ এপ্রিল) থেকে শুরু হওয়া ছুটি শেষ হচ্ছে আজ বুধবার (০৪ মে)। সাপ্তাহিক দুদিন মিলে এবারের ঈদুল ফিতরে টানা ছয় দিনের ছুটি ভোগ করতে পেরেছেন সরকারি চাকরিজীবীরা।

গত ২৯ ও ৩০ এপ্রিল ছিল সপ্তাহিক ছুটি। এরপর ১ মে (রোববার) ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে ঈদের ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। করোনা মহামারির কারণে গত দুই বছর বিধিনিষেধ থাকায় ঈদগাহে জামাত হয়নি। তবে এবার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতসহ সারাদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপিত হয়েছে।

এবার প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে অসংখ্য মানুষের রাজধানী ছাড়ার চিরাচরিত সেই চিত্র চোখে পড়েছে। লাখ লাখ মানুষ গ্রামে ফেরায় ঢাকা ফাঁকা হয়ে গেছে।

ঘুষ গ্রহণে এশিয়ায় শীর্ষে ভারতীয়রা

অনলাইন প্রতিবেদক:

২০১৯ সালের মার্চ থেকে ২০২০ সালের সেপ্টেম্বর এশিয়ার ১৭টি দেশের পর্যন্ত মোট ২০ হাজার মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রকাশিত হয়েছে এই প্রতিবেদন৷ সমীক্ষায় দেখা গেছে, সরকারের দুর্নীতি নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত এশিয়ার মানুষ৷

মোট ৩৮ শতাংশ সমীক্ষার অংশগ্রহণকারী মনে করেন, গত এক বছরে তাদের দেশে দুর্নীতি বেড়েছে৷ ২৮ শতাংশের মত, যেমন ছিল তেমনই রয়েছে দুর্নীতির হার৷ ৩২ শতাংশ মনে করেন কমেছে দুর্নীতি৷

মিয়ানমার, বাংলাদেশ, ফিলিপাইনস, ভিয়েতনাম, কম্বোডিয়া, নেপাল, মালয়শিয়া, থাইল্যান্ড, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া, চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান ও তাইওয়ান থেকে মানুষ এই সমীক্ষায় অংশ নেন৷ এই সমীক্ষায় নেই পাকিস্তানসহ আরো কয়েকটি দেশের তথ্য৷

ইন্দোনেশিয়া থেকে সমীক্ষায় যারা অংশ নেন, তার মোট ৯২ শতাংশ মনে করেন দেশের সরকারই সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত৷ এই সংখ্যা ভারতের জন্য ৮৯ শতাংশ, বাংলাদেশের জন্য ৭২ শতাংশ৷ সমীক্ষায় অংশগ্রহণকারীদের এক-তৃতীয়াংশের মত, সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত সংসদ সদস্যরাই।

দুর্নীতি দমনে সরকারের ভূমিকা নিয়ে খুশি বাংলাদেশ থেকে অংশ নেওয়াদের মধ্যে ৮৭ শতাংশ মানুষ৷ মাত্র ১১ শতাংশ মনে করেন, সরকার তার কাজে বিফল৷ ভারতীয়দের মধ্যে ৬৩ শতাংশ মনে করেন সরকার দুর্নীতি দমনে সফল৷ ৩৪ শতাংশ এর বিরোধী৷ মিয়ানমারের নাগরিকদের মধ্যে থেকে সমীক্ষায় অংশ নেন যারা, তাদের ৯৩ শতাংশই সরকারের কাজে খুশি৷ মাত্র সাত শতাংশের মত, দুর্নীতিদমনে যথেষ্ট সচেষ্ট নয় সরকার৷

সমীক্ষা বলছে, প্রায় ৮৪ কোটি মানুষ গত বছরে কোনো না কোনো সরকারি কাজের ক্ষেত্রে ঘুষ দিয়েছেন৷ ঘুষ দেবার হারে এই প্রতিবেদন অনুযায়ী, সবার আগে ভারত৷ মোট ৩৯ শতাংশের মত, গত এক বছরে ঘুষ দিয়েছেন তারা৷ বাংলাদেশি সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ২৪ শতাংশ জানিয়েছেন তাদের ঘুষ দেবার কথা৷

ভারতের অংশগ্রহণকারীদের ১১ শতাংশ মানুষ কখনো না কখনো কোনো কাজ করাতে যৌন সুবিধা দেওয়া বা নেওয়ার পরিস্থিতির সম্মুখীন হয়েছেন৷ পাশাপাশি, চেনাশোনা বা পরিবারের লোকদের সুবিধা পাইয়ে দেওয়ার তালিকাতেও ভারত সবার ওপরে (৪৬ শতাংশের মত)৷ ১৮ শতাংশ মনে করেন, দেশে ভোটও কেনাবেচা হয়৷ ৫১ শতাংশের মধ্যে সরকারের প্রতি অনাস্থা রয়েছে৷

সমীক্ষার বাংলাদেশি অংশগ্রহণকারীদের ৮২ শতাংশের মত, সাধারণ নাগরিকের প্রতিবাদ দুর্নীতি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে৷ আট শতাংশের মত, নির্বাচনে ভোট কেনাবেচা হয় বাংলাদেশে৷ সমীক্ষা বলছে, এশিয়ার সব দেশেই, নারীদের তুলনায় পুরুষদের মধ্যে ঘুষ দেবার হার আড়াই গুণ বেশি৷

সূত্র: ডয়চে ভেলে

এটিভি বাংলা/সামিয়া