বরিশালে ঝড়ে ক্ষয়ক্ষতি, নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বরিশালের বিভিন্ন স্থানে ঈদের দ্বিতীয় জামাত বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছে। এছাড়া ঈদের দিন সকালে কাল বৈশাখী ঝড়ে বিপাকে পড়েছে জনসাধারণ। সর্বোচ্চ ৭০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়ায় অনেক স্থানে গাছপালা এবং কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

তবে আরও ঝড়ো হাওয়াসহ মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। এদিকে পুরো পরিস্থিতি মনিটরিং করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছে জেলা প্রশাসক।

স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টার দিকে বৃষ্টি শুরু হয়। একই সাথে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যায়। সোয়া ১০টার দিকে সর্বোচ্চ ৭০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়া আঘাত হানে। এতে অনেক স্থানে ঈদের দ্বিতীয় জামাত ব্যাহত হয়।

 

এদিকে, আকস্মিক কালবৈশাখী ঝড়ে অনেক স্থানে কাঁচা ঘরবাড়ি ও গাছপালাসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। নগরীর সদর রোডের বিবিরপুকুর পাড় এলাকায় একটি বহুতল ভবন থেকে একটি পানির ট্যাংকি রাস্তায় পড়ে যায়। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় স্থানীয়রা।

আজ এবং আগামীকাল বৈরী আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক প্রনব কুমার রায়। এদিকে, ঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি তদারকি করতে কন্ট্রোল রুম চালুসহ পুরো পরিস্থিতি মনিটরিং করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।

আজ দুপুরে বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯০ ভাগের উপরে। বৈরী আবহওয়ার কারণে অভ্যন্তরীণ নদী বন্দরে জারি করা হয়েছে ২ নম্বর সতর্কতা সংকেত।

বরগুনায় কারাগার-হাসপাতাল-শিশু পরিবারে উন্নতমানের খাদ্য পরিবেশন

ঈদুল ফিতর উপলক্ষে বরগুনা কারাগারে বন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করেছে কারা কর্তৃপক্ষ। আজ সকাল ৯টায় কারা অভ্যন্তরে ঈদের জামাত শেষে কারাধ্যক্ষ আবু ইউসুফ বন্দীদের সাথে কুশল বিনিময় করেন। সকালে ফিরনি ও মুড়ি পরিবেশন করা হয়। দুপুরে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। কারাধ্যক্ষ আবু ইউসুফ বলেন, উন্নতমানের খাদ্য ছাড়াও ঈদ উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বরগুনা জেনারেল হাসপাতালসহ সকল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের রোগীদের মধ্যেও উন্নতমানের খাদ্য পরিবেশন করা হয়।
বরগুনা শিশু পরিবার, শেখ রাসেল শিশু-কিশোর কেন্দ্র, দৃষ্টি প্রতিবন্ধী একাডেমীতে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

ভোলায় ঈদের নামাজ অনুষ্ঠিত

ভোলায় মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের প্রধান জামাত শহরের যুগীরঘোল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

অপরদিকে, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন তার নির্বাচনী এলাকা লালমোহনের নুরুল ইসলাম চৌধুরী কমপ্লেক্স মাঠে এবং ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল নিজ নির্বাচনী এলাকা বোরহানউদ্দিন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদের নামাজ আদায় করেছেন।

এদিকে, সকালে ঈদের নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হালকা বাতাসসহ বৃষ্টি শুরু হয়। দুপুর ১২টায় এ রিপোর্ট লেখার সময়ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল।

দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর

ডেস্ক রিপোর্ট:

করোনাভাইরাসের কারণে প্রায় দুই বছর পর মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে মুসল্লিরা বড় জামাতে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এ কারণে উচ্ছ্বসিত সবাই।

ঈদুল ফিতরের জামাতে সারাদেশে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন খতিব। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান এসেছে।

মঙ্গলবার ঢাকায় জাতীয় ঈদগাহে নামাজের আগে বক্তব্যে এই আহ্বান জানান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। দেশের প্রধান ঈদ জামাতের ইমাম বলেন, এ দেশ শান্তি-সম্প্রীতির দেশ। এদেশে সব ধর্মের মানুষ সম্প্রীতি নিয়ে বসবাস করে। শান্তি-সম্প্রীতি বিনষ্ট হয়, আমরা এমন উস্কানিমূলক বক্তব্য পরিহার করব। এধরনের বক্তব্য দেব না।

এ সময় মোনাজাতে বাংলাদেশের কল্যাণ কামনা করেন মাওলানা রুহুল আমিন।

দুই বছর পর অনুষ্ঠিত এই ঈদ জামাতে বিপুল সংখ্যক মুসলমান অংশ নেন। ৩৫ হাজার মানুষ ধারণ ক্ষমতার মাঠ পরিপূর্ণ হয়ে যাওয়ার পর কদম ফোয়ারার চারিদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম পাশের সড়ক, শিক্ষা ভবনের পশ্চিম পাশের সড়কে দাঁড়িয়েও অনেকে নামাজ পড়েন।

শিশুরাও বড়দের সঙ্গে ঈদগাহে এসেছে। তারাও একে অন্যের সঙ্গে কোলাকুলি করেছে।

করোনা নিয়ন্ত্রণে থাকায় শিলিথ স্বাস্থ্যবিধি। তাই আজ সবাই একে অন্যের সঙ্গে মোসাফাহা করেছে। কোলাকুলি করে সম্প্রীতির বারতা দিয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে ঈদ গাহ ও মসজিদে ঈদের জামাত পড়ানো হয়। উত্তরবঙ্গসহ বিভিন্ন অঞ্চলে ঈদের দিন সকাল থেকে ঝড়-বৃষ্টি শুরু হয়। এ কারণে মুসল্লি মসজিদে নামাজ আদায় করেন।