ঢাকায় যখন যেখানে ঈদ জামাত

ডেস্ক রিপোর্ট:

দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে মঙ্গলবার (৩ মে)। ঈদুল ফিতরের দিন রাজধানীতে ঈদগাহ ও বিভিন্ন মসজিদে মুসল্লিরা দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন।

করোনার কারণে দু’বছর বন্ধ থাকার পর এবার রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে বলে ইতোমধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাত হবে সকাল ৭টায়। এতে ইমাম থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. ইসহাক।

দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ইমাম থাকবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী। মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররমের সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।

৯টার তৃতীয় জামাতের ইমাম হবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী। খাদেম হাফেজ মো. নাছির উল্লাহ এই জামাতের মুকাব্বির থাকবেন।

চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। এতে ইমাম থাকবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম মো. শহিদ উল্লাহ।

পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমাম থাকবেন বায়তুল মোকারমের পেশ ইমাম মাওলানা মুহিউদ্দিন কাসেম। মুকাব্বির হবেন খাদেম মো. রুহুল আমিন।

পাঁচটি জামাতে কোন ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মো. আব্দুল্লাহ।

সংসদ ভবনে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। সংসদের চিফ হুইপ, হুইপ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ এলাকার মুসল্লিরা এ জামাতে অংশ নেবেন। এ জামাত সবার জন্য উন্মুক্ত। জামাতে সব আগ্রহী মুসল্লিদের অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে।

বুয়েটে ঈদ জামাত সোয়া ৭টায়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ঈদুল ফিতরের নামাজের জামাত সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

তবে কোনো কারণে জামাত আয়োজন করা সম্ভব না হলে বুয়েটের নির্ধারিত তিনটি মসজিদে ঈদ জামাত আয়োজন করা হবে।

ঢাবি মাঠে আহলে হাদিসের প্রধান জামাত সাড়ে ৭টায়

জমঈয়তে আহলে হাদিসের ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এই জামাতে ইমামতি করবেন বংশাল বড় জামে মসজিদের খাতিব শাইখ মুহাম্মাদ মোস্তফা সালাফি।

বসুন্ধরা আবাসিক এলাকায় ৫টি জামাত

বসুন্ধরা আবাসিক এলাকায় ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে বড়মসজিদ বা মারকাজুল ফিকহিল ইসলামীতে, সকাল সোয়া ৭টায় উম্মে কুলসুম জামে মসজিদ (সি ব্লক), সকাল সাড়ে ৭টায় এফ ব্লক জামে মসজিদে, সকাল ৮টায় বায়তুল জান্নাত জামে মসজিদ (জি ব্লক), সকাল ৮টা ৩০ মিনিটে ফকিহুল মিল্লাত জামে মসজিদে (এন ব্লক) জামাত হবে।

গুলশান সেন্ট্রাল মসজিদে ৩টি ঈদের জামাত

গুলশান সেন্ট্রাল মসজিদে তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৬টায়, ৭টা ৩০ ও ৯টায় জামাতগুলো অনুষ্ঠিত হবে।

রাজধানীতে আরও যত ঈদ জামাত

রাজধানীর ধানমন্ডি তাকওয়া মসজিদে দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টা ৩০ মিনিট ও দ্বিতীয় জামাত সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এছাড়া ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

রাজধানীর মিরপুর দারুস সালাম এলাকার মীর বাড়ি আদি (মাদবর বাড়ি) জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টা ৩০ ও দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। মিরপুর ১২ নম্বর সেকশনের হারুন মোল্লাহ্ ঈদগাহে সকাল ৭টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

রাজধানীর মতিঝিলের আরামবাগে দেওয়ানবাগ শরিফের উদ্যোগে সকাল ৮টায় ও সকাল ৯টা ৩০ মিনিটে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

গ্রেফতার এড়াতে ঈদের আগেই দেশ ছাড়লেন হাজি সেলিম

ডেস্ক রিপোর্ট:

দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ড নিয়ে দেশ ছেড়েছেন আওয়ামী লীগের সাংসদ হাজি সেলিম। গত শনিবার বিকেলে কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ডের ব্যাংকক যান।

হাজি সেলিমের ঘনিষ্ঠ একটি সূত্র আজ সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন। হাজি সেলিমের ঘনিষ্ঠ ওই সূত্র বলছে, শনিবার তিনটি গাড়ির একটি বহর নিয়ে আজিমপুর কবরস্থানে যান হাজি সেলিম। সেখানে কবর জিয়ারত করে বিমানবন্দরে যান।

তবে এ সময় তার সঙ্গে পরিবারের কেউ ছিলেন না। গাড়ির চালকেরাও আগে থেকে জানতেন না তারা কোথায় যাচ্ছেন। হাজি সেলিম সব সময় যে গাড়ি ব্যবহার করেন, ওই দিন সে গাড়িতে যাননি। চালকও ছিলেন আরেকজন।

সূত্রটি আরও জানায়, হাজি সেলিমের সফরসঙ্গী হিসেবে ঘনিষ্ঠ কেউ যাননি। তিনি যাওয়ার আগে বা পরে ঘনিষ্ঠ কেউ ব্যাংকক গিয়ে থাকতে পারেন। চিকিৎসার কথা বলে তিনি ব্যাংকক গিয়েছেন।

এ বিষয়ে বক্তব্যের জন্য হাজি সেলিমের বড় ছেলে সোলাইমান সেলিমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। ফোন করা হলে সেটি অন্য একজন রিসিভ করেন এবং তিনি কিছু জানেন না বলে দাবি করেন।

তবে সোলাইমান সেলিম গতকাল রবিবার এক টেলিভিশনের প্রশ্নের জবাবে বলেছেন, তার বাবা এখন দেশে নেই। এ বিষয়ে জানতে হাজি সেলিমের ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন বেলালের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে হাজি সেলিমের ১০ বছর সাজা বহাল রেখে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজি সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এই সময়সীমার মধ্যেই আওয়ামী লীগের এই সাংসদ দেশ ছেড়েছেন।

দুর্নীতির মামলায় এক যুগ আগে বিচারিক আদালতের রায়ে সাংসদ হাজি সেলিমের ১৩ বছরের কারাদণ্ড হয়েছিল। সাজার রায়ের বিরুদ্ধে হাজি সেলিম হাইকোর্টে আপিল করেন।

এই আপিলের শুনানি নিয়ে গত বছরের ৯ মার্চ বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। এরপর ১০ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়।

এ অবস্থায় হাজি সেলিমকে দেশত্যাগে সহায়তাকারীরা অপরাধ করেছেন বলে মনে করছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী (মানিক)।

তিনি বলেন, সর্বোচ্চ আদালত তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার আদেশ দিয়েছেন। সে অবস্থায় সেই ব্যক্তি কোনোভাবেই দেশত্যাগ করতে পারেন না। যারা তাকে দেশত্যাগ করতে সাহায্য করেছেন, তারা মস্ত বড় অপরাধ করেছেন। তারা সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করেছেন। এখন তিনি দেশে ফিরে না এলে তখন কী হবে? সাজাপ্রাপ্ত হওয়ায় তার দেশে ফেরার সম্ভাবনাও কম।’

ধর্মীয় ভাবগাম্ভীর্যে মঙ্গলবার পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর

ডেস্ক রিপোর্ট:

দেশের আকাশে আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল মঙ্গলবার সারা দেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

আজ সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে জানান হয়, আজ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল সারা দেশে ঈদ উদযাপিত হবে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়া থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ঈদের দিন সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটে ঈদ জামাত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এই জামাতে ইমামতি করবেন বংশাল বড় জামে মসজিদের খতিব শাইখ মুহাম্মাদ মোস্তফা সালাফি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ঈদুল ফিতরের নামাজের জামাত সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। তবে মাঠে কোনো কারণে জামাত আয়োজন করা সম্ভব না হলে বুয়েটের নির্ধারিত তিনটি মসজিদে ঈদ জামাত আয়োজন করা হবে।

সংসদ ভবনে ঈদের জামাত
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এ জামাত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এছাড়া রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সাড়ে ৯টায়, ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে সকাল ৮টায়, মিরপুর দারুস সালাম এলাকার মীর বাড়ি আদি (মাদবর বাড়ি) জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সকাল ৯টায়, মিরপুর ১২ নম্বর সেকশনের হারুন মোল্লাহ্ ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, মতিঝিলের আরামবাগের দেওয়ানবাগ শরিফে সকাল ৮টা ও সাড়ে ৯টায়, বসুন্ধরা আবাসিক এলাকায় মারকাজুল ফিকহিল ইসলামী মসজিদে সকাল ৭টায়, বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকে উম্মে কুলসুম জামে মসজিদ (সি ব্লক) সকাল সোয়া ৭টায়, সকাল সাড়ে ৭টায় এফ ব্লক জামে মসজিদে, সকাল ৮টায় বায়তুল জান্নাত জামে মসজিদ (জি ব্লক), সকাল সাড়ে ৮টায় ফকিহুল মিল্লাত জামে মসজিদে (এন ব্লক) ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া গুলশান সেন্ট্রাল মসজিদে সকাল ৬টা, সাড়ে ৭টা ও ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

রাজধানীতে ভোজ্য তেলের কৃত্রিম সংকট

ডেস্ক রিপোর্ট:
দোকানে সয়াবিন তেল রয়েছে। কিন্তু, ক্রেতাকে বলা হচ্ছে তেল নেই। রাজধানীর বাজারগুলোতে ঘুরে দেখা গেছে এ চিত্র। রাজধানীর বাজারগুলোতে ভোজ্য তেলের সংকট। খুচরা পর্যায়ে দোকানিরা সয়াবিন তেল মজুত রেখে দাম বেশি নেয়ায় কয়েকটি দোকানের মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরর বলছে, খুচরা পর্যায়ে তেল মজুত করা হচ্ছে। এ কারণে কয়েকটি দোকান মালিককে জরিমানা করা হয়েছে। তবে খুচরা বিক্রেতাদের দাবি, তেল সরবরাহ করছে না আমদানিকারক প্রতিষ্ঠানরা। অভিযান চলার সময় ক্রেতারা অভিযোগ করেন যে, সয়াবিন তেল কিনতে চাইলে বিক্রি হয়ে গেছে বলে জানাচ্ছে দোকানি। জবাবে বিক্রেতারা বলছে, বাজারে তেল সরবরাহ কম থাকায় পরিচিত ক্রেতার জন্য তেল রাখা আছে। এজন্য সবার কাছে তেল বিক্রি করা যাচ্ছে না।

শেষ দিনেও ঢাকা ছাড়ছে মানুষ

কাল পবিত্র ঈদুল ফিতর। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে আজও রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। তবে, শেষদিনের ঈদযাত্রায় বাস ও রেলস্টেশনে ভিড় কম, চাপ নেই ফেরিঘাটে।

গতকালের তুলনায় রাজধানীর গাবতলী বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ নেই। কিন্তু, অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ রয়েছে। রাজধানীর অন্যান্য বাস টার্মিনালগুলোতেও ঘরমুখো মানুষের তেমন ভিড় নেই। গাবতলীর বাস কাউন্টারগুলো যাত্রী সংকটে। এমন কি যাত্রীর চেয়ে বাসের সংখ্যা বেশি লক্ষ্য করা গেছে। সরেজমিনে দেখা যায়, গাবতলীর বিভিন্ন কাউন্টারের লোকজন যাত্রীদের ডেকেও টিকিট বিক্রি করতে পারছেন না। যাত্রী দেখলেই বিভিন্ন কাউন্টারের শ্রমিকরা কাছে গিয়ে জিজ্ঞাসা করছে কোথায় যাবেন? যাত্রীদের কাছ থেকে সাড়া না পেয়ে আবারও নিজ কাউন্টারের সামনে ফিরে যাচ্ছেন।

এদিকে, আজ (সোমবার) অনেকটাই ফাঁকা কমলাপুর রেল স্টেশন। রাজধানীর অন্য রেল স্টেশনগুলোতেও নেই যাত্রীদের ভিড়। ঈদের দিন তিনটি রুটে লোকাল ট্রেন চলবে। পরের দিন থেকে আবারো স্বাভাবিক হবে রেল চলাচল।

অন্যদিকে, ভোরে কালবৈশাখী ঝড়ের কারণে কিছুটা ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। বৃষ্টি ও ঝড়ের জন্য অনেকেরই ঈদযাত্রা বিঘ্নিত হয়েছে।

নির্বিঘ্নে কাটবে ঈদ, নেই জঙ্গি হামলার আশঙ্কা

ডেস্ক রিপোর্ট:

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, পবিত্র ঈদুল ফিতরের জামাত ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা নেই। জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রবিবার এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘মুসুল্লিরা জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু নিয়ে ঈদগাহে প্রবেশ করতে পারবেন না। প্রত্যেককে তল্লাশি করার পর আর্চওয়ে গেট দিয়ে প্রবেশ করতে হবে।’

জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, জামাতের আগে সুইপিং করবে বোম্ব ডিস্পোজাল ইউনিট, থাকবে সিসিটিভি ক্যামেরা।

তিনি বলেন, অন্যান্যবারের তুলনায় এবারের ঈদ ব্যতিক্রম। গত ২ বছর করোনার কারণে উৎসবের উদ্দীপনা এতোটা ছিল না। এবার সর্বস্তরে অধিক উদ্দীপনায় ঈদ পালিত হবে। ঈদ কেন্দ্রীক নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হবে।

ডিএমপি কমিশনার বলেন, ঈদগাহে আসার সময় ছাতা, জায়নামাজের বাইরে কিছু নিয়ে না আসার জন্য অনুরোধ করছি। প্রবেশপথে অনেক লম্বা লাইন হবে, সার্চ করে প্রবেশ করতে কিছুটা সময় লগে। তাই সবাইকে কিছুটা সময় হাতে নিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

ঢাকায় এবার ছোট-বড় ১ হাজার ৪৬৮টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং সবগুলোতেই ডিএমপি নিরাপত্তা দেবে বলেও জানান তিনি।

দিনে ৩ কোটি টাকার বেশি টোল আদায় বঙ্গবন্ধু সেতুতে

ডেস্ক রিপোর্ট:

ঈ‌দের ছু‌টি‌তে গত শুক্রবার থে‌কে রবিবার সকাল ৬টা পর্যন্ত তি‌নদি‌নে বঙ্গবন্ধু সেতু পারাপার হ‌য়ে‌ছে এক লাখ ১৯ হাজার ১৯০‌টি যানবাহন।

করোনা মহামারির চোখ রাঙানি না থাকায় দুই বছর পর এবার ঈদ উদযাপন যেন ফিরে পেয়েছে পুরানো রূপ। ঈদুল ফিতর‌কে কেন্দ্র ক‌রে বা‌ড়ি ফেরা মানুষের ঢল নেমেছে। ভোগা‌ন্তি ছাড়াই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধ‌ুসেতু পূর্ব মহাসড়‌ক ব‌্যবহার ক‌রে উত্তরবঙ্গ ও দ‌ক্ষিণবঙ্গগামী প‌রিবহণগু‌লো চলাচল ক‌রে‌ছে। যা বিগত ঈদগু‌লো‌তে ওই মহাসড়‌কে যানজ‌টে প‌ড়ে নাকাল হ‌তে হ‌য়ে‌ছিল মানুষজন‌কে। ত‌বে এই ঈ‌দে বা‌ড়ি ফেরার চিত্র ভিন্ন। ‌অনেকটা নির্বিঘ্নেই ঈ‌দে বা‌ড়ি ফির‌ছে ঘরমুখো মানুষরা।

ঈ‌দের ছু‌টি‌তে গত শুক্রবার (২৯শে এ‌প্রিল) থে‌কে রবিবার (১লা মে) সকাল ৬টা পর্যন্ত তিনদিনে বঙ্গবন্ধু সেতু পারাপার হ‌য়ে‌ছে এক লাখ ১৯ হাজার ১৯০‌টি যানবাহন। এরম‌ধ্যে মোটরসাই‌কেল পারাপার হ‌য়েছে ২১হাজার ১৩৩‌টি। এসব য‌ানবাহন থে‌কে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ৯ কো‌টি দুই লাখ ২ হাজার ৭৫০টাকা। এরমধ্যে ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা উত্তর ও দ‌ক্ষিণবঙ্গগামী ৭১ হাজার ৯৫৬টি যানবাহন সেতু পার হয়েছে।

জানা গে‌ছে, জেলা পু‌লিশের বি‌ভিন্ন উ‌দ্যো‌গে‌র ফ‌লে এবার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়‌কে তেমন ভোগা‌ন্তি পোহা‌তে হয়‌নি উত্তরবঙ্গগামী মানুষজ‌নের। মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতু হ‌তে এ‌লেঙ্গা পর্যন্ত এক‌লেনে চ‌লে‌ছে প‌রিবহণ। এ‌তে উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা ঢাকাগামী প‌রিবহণগু‌লো সেতুপূর্ব গোলচত্ত্বর থেকে ভুঞাপুর-তারাকা‌ন্দি সড়ক দি‌য়ে প্রবেশ করা‌নো হয়। ফ‌লে চাপ প‌ড়ে‌নি মহাসড়‌কে। এছাড়া ঈদের ছু‌টি‌তে ঢাকার পোশাক কারখানাগুলো পৃথক পৃথক সম‌য়ে ছু‌টি দেয়ায় মহাসড়‌কেও প্রভাব কম প‌ড়ে‌ছে। এ‌তে এক রকম স্ব‌স্তি নি‌য়ে বা‌ড়ি ফিরছে তারা। বিগত ঈদগু‌লোর মত মহাসড়কে ভোগান্তি‌তে পড়‌তে হয়‌নি।

মহাসড়‌কে চলাচলকারী প‌রিবহ‌ণের চালকরা জানান, ধারণা ছিল ঈ‌দে যানজ‌টে প‌ড়ে ভোগা‌ন্তি‌তে পড়‌তে হ‌বে। কিন্তু ভোগা‌ন্তি হয়‌নি। সাধারণ সম‌য়ের মতো গ‌ন্ত‌ব্যে পৌঁছা‌নো গে‌ছে। ত‌বে, মহাসড়কের এলেঙ্গা থে‌কে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত সড়‌কে কিছুটা ভোগা‌ন্তি‌তে পড়‌তে হ‌য়েছে বলে অভিযোগ চালকদের।

বঙ্গবন্ধু সেতু সাইট অ‌ফি‌সের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী ব‌লেন, এবার ঈ‌দে মহাসড়‌কে গা‌ড়ির সংখ‌্যা ‌ছিল বে‌শি। বিগত ক‌য়েক‌দিন সেতু এলাকায় পরিবহ‌ণের ব‌্যাপক চাপ ছিল। সেতুর সবগু‌লো টোল বুথ চালু ছিল। এছাড়া মোটরসাই‌কে‌লের জন‌্য টোলপ্লাজার দ‌ক্ষিণপা‌শে আলাদা দুই‌টি টোল বুথ স্থাপন হ‌য়ে‌ছে। গত তিন‌দি‌নে ৯ কো‌টির অ‌ধিক টাকা সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে বলেও জানান বঙ্গবন্ধু সেতু সাইট অ‌ফি‌সের নির্বাহী প্রকৌশলী।