করোনা বাড়লে আবারও বন্ধ হবে স্কুল: প্রধানমন্ত্রী

দেশে করোনার প্রভাব বাড়লে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি মাথায় রেখে শিক্ষার্থীদের সময়কে কাজে লাগাতে এবং ক্লাসে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বুধবার (০১ ডিসেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে শিশু একাডেমি প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন এবং ধানমন্ডিতে জয়িতা টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মনে রাখতে হবে যে এই করোনা ভাইরাস কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করেছি, এখন শিক্ষার্থীদেরও দিচ্ছি। বর্তমানে আবার নতুন আরেকটা ওয়েভ আসছে। কাজেই এটা মাথায় রাখতে হবে যদি এটা বিস্তার লাভ করে তাহলে যেকোনো সময় আবার কিন্তু সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। যেটুকু সময় পাওয়া যাচ্ছে সবাইকে অন্তত যার যার শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে গিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে।’

শেখ হাসিনা আরও বলেন, ‘ছাত্রছাত্রীদের জন্য আমি আরেকটা কথা বলবো শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন করোনার জন্য বন্ধ ছিল। এখন সমস্ত স্কুল-কলেজগুলো খুলে গেছে। সবাইকে এখন পড়াশোনা করতে হবে। যার যার স্কুলে ফিরে যেতে হবে।’

বরিশালে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বরিশালে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। বরিশালের ২৭টি সাংস্কৃতিক সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই উৎসবের আয়োজন করে।

বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীতে ৩ দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার। এ সময় জেলা কালচারাল কর্মকর্তা হাসানুর রশীদ মাকসুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল এবং কাজল ঘোষসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা কালচারাল অফিসার হাসানুর রশীদ মাকসুদ বলেন, প্রথম দিন উদ্বোধনের পর নৃত্যানুষ্ঠান, আবৃত্তি, মুখাভিনয় এবং বাউল সঙ্গীত পরিবেশন করা হয়।  বৃহস্পতিবার দ্বিতীয় দিন সন্ধ্যার পর নৃত্যানুষ্ঠান, আবৃত্তি, নৃত্য ও বাউল শিল্পিদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২ দিন বিরতীর পর রবিবার সন্ধ্যার পর অনুষ্ঠিত হবে আবৃত্তি, নাটক এবং সঙ্গীতানুষ্ঠান। সবগুলো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শিল্পকলা একাডেমীর অডিটরিয়ামে এবং পরিবেশনও করবেন সমন্বয় পরিষদভুক্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

করোনাকালে দেড় বছর ধরে স্তব্ধ ছিলো বরিশালের সাংস্কৃতিক অঙ্গন। দীর্ঘ বিরতির পর বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ঘিরে সাংস্কৃতিক অঙ্গন সরব হওয়ায় খুশি সাংস্কৃতি প্রেমীরা।

সমন্বয় পরিষদের নেতা নাট্য ব্যক্তিত্ব সৈয়দ দুলাল বলেন, করোনার কারনে দীর্ঘ ১৬ মাস সাংস্কৃতিক অঙ্গন স্থবির ছিলো। এই উৎসবের মধ্য দিয়ে সাংস্কৃতিক অঙ্গন ফের প্রাণ ফিরে পাবে।

নানা জাতীয় ইস্যুতে ডিসেম্বর ব্যাপী সাংস্কৃতিক নানা ধরনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার। এসব কর্মসূচির মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গন নতুন উদ্যম পাবে এবং জেলা প্রশাসনও সর্বাত্মক পাশে থাকবে বলে তিনি জানান।

লালমোহন বাজারের ভিতরের রাস্তা প্রসস্ত করন বিভিন্ন ঝুকিপূর্ণ ব্রীজ ও রাস্তা পরিদর্শণ করেছেন-এমপি শাওন

লালমোহন ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে বিভিন্ন ঝুকিপূর্ণ ব্রীজ ও রাস্তা পরিদর্শণ করেছেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এ সময় তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের চাকা সচল রাখার জন্য শেখ হাসিনা সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের মানুষের ভাগ্যোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, যোগাযোগসহ সকল ক্ষেত্রে কাজ করছে। নতুন নতুন প্রকল্পের মাধ্যমে দেশকে আরো আধুনিক করে গড়ে তুলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ১ ডিসেম্বর বুধবার সকালে লালমোহন পৌরসভার চৌরাস্তার মোড় থেকে উপজেলা পর্যন্ত রাস্তা বর্ধিতকরণ বিষয়ে স্থাণীয় দোকান মালিক ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন তিনি। এছাড়াএমপি শাওন লালমোহন বাজারের ভিতরের রাস্তা প্রসস্ত করন,দেবীরচর-নাজিরপুর-মঙ্গলসিকদার রাস্তার উন্নয়ন,লালমোহন ডাকবাংলো ব্রিজ মেরামত, ভোলা – চরফ্যাশন সড়কের প্রসস্তকরনের বিষয়ে সড়ক ও জনপথ( সওজ) প্রকৌশলীদের সাথে মতবিনিময় করে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভোলা জেলা রোডস এন্ড হাইওয়ের নির্বাহী( সওজ) প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম, উপবিভাগীয় প্রকৌশলী অঞ্জন রায়,উপ সহকারী প্রকৌশলী দিদারুল আলমসহ কর্মকর্তা স্থানীয় আওয়মীলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের হলের ডাইনিং পরিদর্শনে উপাচার্য

বরিশাল:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের হলসমূহের ডাইনিং পরিদর্শন করেছেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। গতকাল বুধবার দুপুরে আকষ্মিক ভাবে বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল ও শেখ হাসিনা হলের ডাইনিং পরিদর্শন করেন উপাচার্য। এসময় উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন হলের ডাইনিংয়ের খাবারের মান যাচাই করেন এবং হলের শিক্ষার্থীদের খোঁজ খবর নেন। এছাড়া খাবারের মান ও পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে ডাইনিং সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

বরিশালে বিশ্ব এইডস দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মতবিনিময় সভা

সমতার বাংলাদেশ এইডস ও অতিমারী হবে শেষ এই স্লোগান নিয়ে আজ ১ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১১ টায় পরিচালক শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতাল বরিশাল এর আয়োজনে শেবাচিম মহাবিদ্যালয় এর সেমিনার কক্ষে বিশ্ব এইডস দিবস ২০২১ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক শেবাচিম বরিশাল ডাঃ এইচ. এম. সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন পরিচালক স্বাস্থ্য বরিশাল বিভাগ ডাঃ বাসুদেব কুমার দাস, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, অধ্যক্ষ শের-ই-বাংলা মেডিকেলে কলেজ বরিশাল অধ্যাপক ডাঃ মোঃ মনিরুজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা এইডস এর ভয়াবহতা নিয়ে সংক্ষিপ্ত এক আলোচনা সভা করেন পরে তারা বর্ণাঢ্য এক র‌্যালিতে অংশগ্রহণ করেন। এদিকে শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতাল বরিশাল এর আয়োজনে শেবাচিম কনফারেন্স রুমে শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালের চিকিৎসক ও ছাত্রদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিরা চিকিৎসা সেবার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

বরিশালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে জেলা ও বিভাগীয় পর্যায়ের বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ

আজ ১ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল এর আয়োজনে জেলা ও বিভাগীয় পর্যায়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সভাপতি সচেতন নাগরিক কমিটি সনাক প্রফেসর শাহ সাজেদা, সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বরিশাল পঙ্কজ রায় চৌধুরী, সহকারী পরিচালক উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর মোঃ জানে আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল মোঃ মোজাম্মেল হোসেনসহ শিশু, অভিভাবক, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জেলা ও বিভাগীয় পর্যায়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন।

আমতলীতে ইউপি সদস্যদের সনদ বিতরন

আমতলী প্রতিনিধি।
আমতলী উপজেলার সাত ইউনিয়ন পরিষদের ৮৪ জন নারী-পুরুষ সদস্যকে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্সের সমাপনী দিনে সনদ বিতরন করা হয়েছে। প্রধান অতিথি বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান এ সনদ বিতরন করেন।
জানাগেছে, জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট (এনআইএলজি) আমতলী উপজেলার সাতটি ইউনিয়নের ৮৪ জন নারী-পুরুষ ইউপি সদস্যদের ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্সের আয়োজন করেন।

তিন দিনব্যাপী এ অবহিতকরণ কোর্স বুধবার শেষ হয়। সমাপনী দিন বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান সনদ বিতরন করেন। ইউএনও একেএম আব্দুল্লা বিন-রশিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলাম, ওসি একেএম মিজানুর রহমান ও নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, সমাজসেবা অফিসার মোঃ মঞ্জুরুল হক কাওসার, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, মোঃ আখতারুজ্জামান বাদল খান, মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, মোঃ রফিকুল ইসলাম রিপন, মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক, সোহেলী পারভীন মালা, অ্যাডভোকেট এইচএম মনিরুল ইসলাম মনি ও ইউপি সদস্য নাশির উদ্দিন মোল্লা ও তামান্না বেগম প্রমুখ।

খালেজা দিয়ার মুক্তির আন্দোলনে আমতলী উপজেলা বিএনপি নিরব!

আমতলী প্রতিনিধি।
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিবিৎসাধীন রয়েছেন। তাকে মুক্ত করে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার জন্য কেন্দ্রিয়ভাবে জোড়ালো আন্দোলন চলেছে। কিন্তু আমতলী উপজেলা বিএনপি খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে নিরব ভুমিকা পালন করছে। আন্দোলনের শুরু থেকে অদ্য পর্যন্ত উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন মিছিল মিটিংসহ কোন কর্মসুচী পালন করেনি বলে অভিযোগ তৃণমুল নেতাকর্মীর। সাবেক প্রধানমন্ত্রীকে মুক্তির আন্দোলনে আমতলী উপজেলা বিএনপি নিরব ভুমিকা পালন করায় তৃণমুল নেতা কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
জানাগেছে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্ণীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২৫ মাস কারাভোগের পর গত বছর ২৫ ফেব্রুয়ারী জামিনে মুক্তি পায়। এরপর থেকে তিনি বিভিন্ন সময়ে শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাকে মুক্ত করে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবীতে আন্দোলন করছে নেতাকর্মীরা। তাকে মুক্তির আন্দোলনে সারা দেশের বিএনপি ও অঙ্গ সংগঠন নেতা কর্মীরা জোড়ালো আন্দোলন করলেও আমতলী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন মিছিল মিটিংসহ কোন কর্মসুচী পালন করেনি। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে নিরব ভুমিকা পালন করায় তৃণমুল নেতা কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত খালেদার মুক্তির আন্দোলনে সামিল হওয়ায় দাবী জানান তৃণমুল নেতাকর্মীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন তৃণমুল নেতাকর্মীরা বলেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা নিরব ভুমিকা পালন করছে। দ্রুত জোড়ালো আন্দোলনের দাবী জানান তারা।
বিএনপি বর্ষিয়ান নেতা মোঃ রুস্তম আলী ফকির বলেন, আমতলীতে মাঠ পর্যায়ে বিএনপির কার্যক্রম নেই। খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে উপজেলা বিএনপি কোন কর্মসুচী পালন করেনি।
আমতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান হিরু বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসুচী পার্টি অফিসে বসে পালন করা হচ্ছে। পুলিশী বাঁধার কারনে আমরা আন্দোলন জোড়ালো করতে পারছি না।
আমতলী উপজেলা বিএনপির সভাপতি মোঃ জালাল আহম্মেদ ফকির বলেন, সকল কর্মসুচীর পালন করা হচ্ছে। যারা বলেছেন কর্মসুচী পালন করছি না তারা উপজেলা বিএনপি’র সক্রিয় কর্মী নন। তিনি আরো বলেন, তারা সরকার দলীয় লোকের সাথে আতাত করে চলা নেতা।
এ বিষয়ে সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা আলহাজ¦ মোঃ মতিয়ার রহমান তালুকদারের মুঠোফোনে (০১৭৫০৭৭৮৮৯৯) বারবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

‘দোষী চালক ও অগ্নিসংযোগকারী উভয়ের বিরুদ্ধেই ব্যবস্থা’

সড়ক দুর্ঘটনার সঙ্গে দায়ীদের যেমন শাস্তি হবে, তেমনি গাড়ি ভাঙচুর ও আগুন দেয়ার সঙ্গে জড়িত থাকলেও কাউকে ছাড় দেয়া হবেনা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে চালকদের সঠিকভাবে গাড়ি চালানোরও নির্দেশ দেন তিনি।

বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিশু একাডেমি প্রাঙ্গণে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ও জয়িতা টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এমন কথা বলেন তিনি।

সরকার প্রধান বলেন, ভবিষ্যতে যারা গাড়ি ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটাবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। যে গাড়িতে আগুন দেওয়া হবে, সেই গাড়ির কেউ মারা গেলে সব দায় সেই অগ্নিসংযোগকারীর। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।

তিনি আরও বলেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এখন খুলে গেছে। এখন শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে হবে। আমরা ভ্যাকসিন দিচ্ছি। তবে নতুন করে আবারও ওয়েভ আসতে পারে। তখন আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। তাই এ সুযোগে সবাইকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে শিক্ষাগ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে পাঠে মনোযোগী হতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ সিটি করপোরেশনে ময়লার গাড়ির চাপায় একজন মারা যাওয়ার পর আবার কেন উত্তর সিটি করপোরেশন এলাকায় বাস দুর্ঘটনায় শিক্ষার্থী মারা গেলো, এর কারণ খুঁজে বের করতে হবে। সড়ক দুর্ঘটনায় দায়ী চালকদের দ্রুত আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনী। এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ট্রাফিক আইন মেনে চলতে হবে। পাশাপাশি রাস্তা পারাপারে সবাইকে আরো সতর্ক থাকতে হবে। পারাপারের জন্য যে জায়গাগুলো নির্দিষ্ট, সেখান থেকে পার হতে হবে। হঠাৎ করে দৌড় দেবেন, তা হবে না।

এদিকে, জাতির পিতার স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে জাতির পিতার অবদান তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টাইলস ম্যুরাল নির্মাণ করা হয়েছে। ম্যুরালটির উচ্চতা ১৪ ফুট ৬ ইঞ্চি ও প্রস্থ ১০ ফুট ৬ ইঞ্চি। জাতির পিতার নবনির্মিত ম্যুরালটির মাধ্যমে বর্তমান প্রজন্মের শিশুরা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ সৃষ্টির ইতিহাস বিষয়ে আরও বেশি জানতে উৎসাহী ও অনুপ্রাণিত হবে।