বরিশালে দুই কিশোর চুরির অপবাদ মাথায় নিয়ে এলাকা ছারা

শামীম আহমেদ ॥ বরিশালের বাকেরগঞ্জে মিথ্যা চুরির অপবাদ দিয়ে দুই কিশোরকে নির্যাতনে অভিযোগ পাওয়া গেছে। কিশোর দুইজন হলো বাখেরগঞ্জ উপজেলার -চর দাড়িয়ালের বাংলাবাজার এলাকার ইব্রাহিম গাজীর ছেলে সুমন গাজী ও হেলাল হাওলাদারের ছেলে ফয়সাল হাওলাদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মৃত হারুন ওরফে পুলিশ হারুন ও আবদুল মালেকের বাসায় চুরির ঘটনা ঘটে। এতে সন্দেহভাজন হিসেবে দাড়িয়াল ইউনিয়নের বাংলাবাজার এলাকার ফয়সাল হাওলাদার ও সুমন গাজীর ওপর চুরির দায় চাপানো হয়।

চুরির অপবাদ স্বীকার না করার কারনে গত সোমবার রাতে দাড়িয়াল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: দেলোয়ার, টিপু হাওলাদার ও রাহাত আকনের নেতৃত্বে তাদের বাসা থেকে জোড়পূর্বক ডেকে নিয়ে মারধর করা হয় ।

সেই রাতে বাংলাবাজার থেকে ৩নং ওয়ার্ড,র বামনীকাঠি গ্রামের তুলে নিয়ে মো: দেলোয়ার মেম্বরসহ স্থানীয় যুবক সুদিপ, রাকিব গাজী,আকাশ সিকদারসহ ৪/৫জন যুবক ওই কিশোরদের মারধর করে জানায় আহত দুই কিশোরের পরিবার।

বরিশাল শেবাচিম হাসপাতালে তিন চার দিন চিকিৎসা শেষে সুমন গাজী ও ফয়সাল হাওলাদার এখন পর্যন্ত বাড়ি ফেরেনি বলে দাবী স্বজনদের। আহত কিশোর ফয়সালের পিতা হেলাল হাওলাদার বলেন। ‘সম্প্রতি আমাদের গ্রামের মৃত হারুন ওরফে পুলিশ হারুনের বাসায় চুরির ঘটনা ঘটে।

এঘটনায় সন্দেহভাজন হিসেবে আমার ছেলে ও তার বন্ধু সুমন গাজীর ওপর চুরির দোষ চাপানো হয়। তাদের বিরুদ্ধে মিথ্যা চুরির অপবাদ স্বীকার না করার কারনে ওই রাতে ২নং ওয়ার্ডের মেম্বর দেলোয়ার নির্দেশে ওদের বাংলাবাজার থেকে বামনীকাঠি গ্রােেম তুলে নিয়ে মারধর করে সাদা কাগজে সই রাখে। পরে মেম্বারের সামনে স্থানীয় যুবক রাহাত আকন, সুদিপসহ ৪/৫জন যুবক ওদেরকে বেদম মারধর করে।

কিশোরদের ওপর নির্যাতনের বিষয়ে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হেসেন বলেন ঘটনার রাতে আমি বাসায় খাবার খাচ্ছি ঠিক তখন একটা ফোন আসে যে চুরির ঘটনায় দুইজনকে আটক করেছে স্থানীরা।

ওই ঘটনায় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মির্জা বলেন আমি পৌছানোর আগেই স্থানীয় কয়েকজন ওদেরকে চরথাপ্পর দিয়েছে নাকি,কিন্তু আমি দেখিনাই। পরিস্থিতি ঘোলাটে দেখে স্থানীয় সাড়শি পুলিশ ফাড়িঁতে খবর দিলে ওই খানের পুলিশ এবং স্থানীয় সালিশদারদের সহযোগীতায় চুরির ঘটনায় দুইজনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাক্ষিদের সামনে সাদা কাগজে তাদের সই রাখা হয়। কিন্তু ফাড়িঁর পুলিশ জানায় ওই দুই কিশোরের বিরুদ্ধে চুরির অপবাদ প্রমানিত হয়নি তাই কাউকে আটক করি নাই।

৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মির্জা আরও জানায় আমাকে দেলোয়ার মেম্বর ফোন করে আসতে বল্লে তার ফোন পেয়েই ঘটনা স্থলে যাই।

স্থানীয় দুই কিশোর ফয়সাল ও সুমন চোর বা দোষি কিনা?, সাংবাদিকরা ২নং ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ারের কাছে যানতে চাইলে তিনি বলেন যাদের বাসা চুরি হইছে তারা তাদের দুইজনকে সনাক্ত করছে। এখানে আমাদের কি করার।
এমনকি ওদের পরিবারের লোকজনও ছিলো তখন। যা হইছে সব কিছু তাদের সামনেই। আমার পায়ে পায়ে দোষ।

এবিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ আলাউদ্দিন বলেন, ঘটনা শুনেছি, তবে এখনো কোনো অভিযোগ পাইনি। আভিযোগ পাওয়া গেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে দেশে ফেরাতে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে: ডা. মুরাদ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বর্তমানে কানাডায় পলাতক আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত নিতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এছাড়াও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও বিচক্ষণতায় জাতির পিতার পলাতক খুনিদের বিচারকার্য সম্পন্ন হবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় সময় শনিবার কানাডা আওয়ামী লীগ, কিউবেক আওয়ামী লীগ ও কানাডা যুবলীগের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বঙ্গবন্ধু’র খুনী নূর চৌধুরীকে অনতিবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবির সমর্থনে মতবিনিময়’ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

প্রতিমন্ত্রী বলেন, ‘পৃথিবীর নির্যাতিত-নিপীড়িত-শোষিত-বঞ্চিত ও মুক্তিকামী মানুষের আজন্মের অনুপ্রেরণা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যিনি বাঙালি জাতিকে স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে সংজ্ঞায়িত করেছেন, একটি স্বকীয় জাতিসত্তার পরিচয় দিয়েছেন, একটি মানচিত্র, একটা পতাকা ও একটি পাসপোর্ট দিয়েছেন। বাঙালি জাতিকে হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা এনে দিয়েছিলেন যে মহান নেতা তার ‘ পলাতক আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার পাশাপাশি জাতির পিতার মূল খুনী, প্রধান মাস্টারমাইন্ড জিয়াউর রহমানেরও মরণোত্তর বিচার কার্যকর করবো।’

ডা: মুরাদ বলেন , যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারা মূলত ষড়যন্ত্রের মাধ্যমে দেশে ও বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। তারা দেশে ও জনগণের শত্রু। এই দেশের গণতন্ত্র এবং সকল শৃঙ্খলা কে ধ্বংস করে দিয়েছে জিয়া। এই দেশকে নিয়ে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তার কন্যা শেখ হাসিনা একে একে তা বাস্তবায়ন করেছেন। শেখ হাসিনা  আছেন বলেই আজ বাংলাদেশের মানুষ নির্বিঘ্নে ঘুমাতে পারে। সেই আস্থা রয়েছে বলইে জনতার রায়ে তিনি চর্তুথবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন। বাংলাদেশ উন্নয়নের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দেশের একটি রাজনৈতিক দল বিএনপি তা দেখতে পায় না।

‘জিয়া পরিবার বাংলাদেশের পাশাপাশি বিদেশেও দুর্নীতির সাথে জড়িত। তাদের দুর্নীতির তথ্য পাওয়া গেছে। তারা দেশ থেকে অর্থ পাচারের মামলায় দোষী সাব্যস্ত হয়েছে। সরকার তাদের পাচার করা অর্থের একটি অংশ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। বিদেশে অর্থ পাচারের মাধ্যমে বিলাসী জীবনযাপন করাই তাদের চরিত্র’  বলেন তথ্য প্রতিমন্ত্রী।

বিদেশে অবস্থানরত কিছু লোক সরকারের সমালোচনা এবং দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে ব্যস্ত উল্লেখ করে তিনি বলেন, এমন সময় তারা এসব করছে যখন সরকার দেশকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে গেছে। কেউই যাতে দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সে ব্যাপারে প্রবাসিদের সজাগ থাকার কথা বলেন তিনি।

কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মাহমুদ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কানাডার রাষ্ট্রদূত ডা. খলিলুর রহমান, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারওয়ার হোসেনসহ ক্যুইবেক আওয়ামী লীগ ও কানাডা যুবলীগের নেতৃবৃন্দ।

কুয়াকাটায় সড়কজুড়ে পরিবহন পার্কিং, যানজটে বিড়ম্বনা

পর্যটনকেন্দ্র কুয়াকাটায় নেই নির্দিষ্ট বাস টার্মিনাল। মূল সড়কে যত্রতত্র রাখা হচ্ছে পর্যটকবাহী বাস ও দূরপাল্লার পরিবহন। আর সৈকতে নামার সড়কে দু’পাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে একাধিক পরিবহন কাউন্টার। এসব টিকিট কাউন্টার থেকে যাত্রীদের দৃষ্টি আকর্ষণের জন্য হাক-ডাক, অনাবরত হর্ন আর যান্ত্রিক শব্দ দূষণে চরম বিরক্তিতে ফেলেছে পর্যটকদের।

এছাড়া এলোমেলোভাবে বাস পার্কিং করে রাখার কারণে সৈকতে যাওয়ার একমাত্র সড়কের প্রশস্ততা কমে গেছে। ফলে প্রতিনিয়ত তৈরি হচ্ছে যানজট। যেকোনো সময় দুর্ঘটনার শঙ্কায় রয়েছে পর্যটকসহ পথচারীরা।

সরেজমিন দেখা যায়, কুয়াকাটা টিঅ্যান্ডটি রেস্ট হাউজ পার হয়ে মোড় ঘুরলেই সড়কের দুইপাশে দূরপাল্লার পরিবহন ও বিআরটিসির বাসগুলো যত্রতত্র দাঁড় করিয়ে রাখা হয়েছে। এছাড়া বেড়িবাঁধের চৌরাস্তায় গিয়ে সৈকতের দিকে তাকালে হাতের ডানে (পশ্চিম দিকে) দেখা যাবে পটুয়াখালীর আন্তঃজেলা ও বরিশাল বাস কাউন্টার। এসব বাসের কারণে সরু হয়েছে রাস্তা। পর্যটক ও স্থানীদের হোটেল ও জেলে পল্লিতে অনেক কষ্ট করে আসা-যাওয়া করতে হচ্ছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। সারা দেশের সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় শুধু পর্যটন মৌসুম নয়। সারা বছরই পর্যকদের পদভারে মুখরিত থাকে কুয়াকাটা সৈকত। এরই সাথে আরও বেড়েছে পরিবহনের সংখ্যা। এ সমস্যা নিরসনের জন্য দ্রুত বাস টার্মিনাল নির্মাণের দাবি তাদের।

পর্যটক ইমরান হাসান লিমন ও মুনিরা নুসরাত মুনা দম্পতি বলেন, সড়কের উপরেই আমাদের বাস থামলো। ওখান থেকে ছেলেমেয়ে নিয়ে হোটেলে যেতে বিড়ম্বনায় পড়তে হয়েছে। অপর পর্যটক আহসান জানান, এভাবে সড়কের উপর পরিবহন থামানো খুবই বিপদজ্জনক। এতে অনেক ঝুঁকি থাকে। তবে এখানে নির্দিষ্ট একটি বাসস্ট্যান্ড দরকার বলে তিনি মনে করেছেন।

কুয়াকাটা প্রেস ক্লাব সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী পরিবহনগুলো যখন পৌঁছে, তখন সৃষ্টি হয় তীব্র যানজট। প্রতিদিন সৈকতে যাওয়ার সড়কজুড়ে এসব পর্যটকবাহী বাস ও দূরপাল্লার পরিবহন এলোমেলোভাবে পার্কিং করা হচ্ছে। এতে কুয়াকাটার সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি পর্যটকসহ স্থানীয়দের চলাফেরায় সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা।

কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার বলেন, ৬ একর জমির উপর কুয়াকাটায় নির্মিত হচ্ছে আধুনিক মানের বাস টার্মিনাল। এতে প্রায় ৫০০ গাড়ি পার্কিং করা যাবে। ইতিমধ্যে বাস টার্মিনালের জন্য বালু-মাটি ভরাট ও বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এছাড়া যাত্রীদের জন্য যাত্রী ছাউনির ব্যবস্থা করা হচ্ছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান ঘটবে।

বরগুনায় ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী সাংবাদিকের মুক্তির দাবি

বরগুনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দেড় বছর ধরে কারাভোগকারী সাংবাদিক মীর জামালের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বরগুনা টাউনহলের অগ্নিঝড়া একাত্তর চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মীর জামাল দৈনিক দিপাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক ও বাংলানিউজের জেলা প্রতিনিধি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মীর জামালের মা-বাবা, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মো,হাসানুর রহমান ঝন্টু, দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকার সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাড. সোহেল।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফসল, একাত্তর টিভির বরগুনা প্রতিনিধি ইমরান টিটু ও দীপ্ত টিভির শাহ আলী ইউপি সদস্য মীর আব্দুল কুদ্দুস প্রমূখ।

 

প্রসঙ্গত, গত বছরের ২৪ এপ্রিল সদরের পানামা রোড এলাকার লামিয়া নামে এক নারী সম্মানহানি ও তাদের বসতঘরে টাকা ও স্বর্নালংকার লুটের অভিযোগ করে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক মীর জামাল ও নিউজ টুয়েন্টিফোরের বরগুনা প্রতিনিধি সুমন শিকদারসহ ৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় সবাইকেই গ্রেফতার করেন পুলিশ। সাংবাদিক সুমন শিকদার সহ ৫ জনের জামিন হলেও মীর জামালের জামিন দেড় বছরেও হয়নি। আজ দেড় বছর যাবত বরগুনা কারাগারে রয়েছেন জামাল। তিন বছরের কন্যা সন্তান নিয়ে তার স্ত্রী বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে জামিনের জন্য ঘুরে বেড়িয়েছে তাতেও কোনো লাভ হয়নি।

দেশে আরও ৯৮০ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৮০ জনের শরীরে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন।

আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

কলাপাড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে এগারোটায় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) আয়োজনে কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে। প্রায় ঘন্টাব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেস ক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পদক এস এম মোশারেফ হোসেন মিন্টু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন কলাপাড়া আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক মেজবাহ উদ্দিন মাননু ও সাংবাদিক নেছার উদ্দিন আহমেদ টিপু প্রমুখ।

বক্তারা আন্ধারমানিক, সোনাতলা, খাপড়াভাঙ্গা ও আড়পাঙ্গাশিয়াসহ দেশের নদীর দখল দূষন বন্ধে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহবান জানান।