খেয়ালীর নাট্যকর্মী ইমরান’র পিতার মৃত্যুতে শোক

খেয়ালী গ্রুপ থিয়েটারের নাট্যকর্মী ইফতেখার ইমরান এর পিতা এ্যাডভোকেট মোঃ কামাল উদ্দীন চুন্নু শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি ২ ছেলে স্ত্রী, আত্মিয় স্বজন রেখে গেছেন। তিনি বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টায় ইন্তেকাল করেন। মরহুমের নামাজে জানাযা বাদ জুম্মা কাশীপুর চৌমাথা বাজারে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, খেয়ালী গ্রুপ থিয়েটার ও গণশিল্পী সংস্থা। এক বিবৃতে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ’র সভাপতি নজমুল হোসেন আকাশ, সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবতী, সহ-সভাপতি ললিত দাস ও বাসুদেব ঘোষ, সহ-সাধারণ সম্পাদক বিনয় ভূষন মন্ডল, সাংগঠনিক সম্পাদক প্রদীপ হালদার, কোষাধ্যক্ষ সুদর্শণ বিশ্বাস টুটুল, সাহিত্য সম্পাদক অপূর্ব গৌতম, দপ্তর সম্পাদক চন্দন দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুর রহমান পান্থ, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মো. সাহেদ, গবেষণা ও পাঠাগার সম্পাদক মোরসেদ হায়দার আনসারী, কার্যনির্বাহী সদস্য সৈয়দ দুলাল, অ্যাডভোকেট এসএম ইকবাল, এ্যাড. নজরুল ইসলাম চুন্নু, শুভংকর চক্রবর্তী, মিজানুর রহমান, মিন্টু কর, সুশান্ত ঘোষ, অসিত দাস, মোস্তাফিজুর রহমান শাহীন, হাসান মাহামুদ বাবু ও অপূর্ব অপু। তারা প্রয়াতজনদের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

একই ভাবে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন খেয়ালী গ্রুপ থিয়েটারের উপদেষ্টা এ্যাড. এসএম ইকবাল, সাবেক সভাপতি নজরুল ইসলাম চুন্নু, অধ্যাপক বিমল চক্রবর্তী, সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, সাবেক সভাপতি সিরাজুম মুনির টিটু, টুনু রানী কর্মকার, নাট্য নির্দেশক অপূর্ব রায়, সারজিদ রিদওয়ান অয়ন, অভিষেক প্রমুখ।

শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন গণশিল্পী সংস্থার সভাপতি পঙ্কজ ঘোষ, সাধারণ সম্পাদক সাঈদ পান্থ, অধ্যাপক দিপ্তী রানী ঘোষ, সঞ্জয় হালদার, চন্দ্র শেখর বাবুল, শারমিন লুনা প্রমুখ।

সাংবাদিক রফিক বিশ্বাস এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী আজ

কলাপাড়া  প্রেস ক্লাবের সাবেক সহ- সভা পতি, সাবেক উপদেষ্টা, রফিকুল ইসলাম বিশ্বাস! গত ২৪ সেপ্টেম্বর  ২০১৯ বার্ধক্য জনিত কারনে ইন্তে কাল করেন
 আজ২৪/০৯/২০২১ ইং তারিখতার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী।   আপনারা বিধাতার কাছে,তার জন্য দোয়া করবেন৷ যেন বিধাতা তাকে তার জান্নাতের উচ্চ মাকাম দান করেন,আমিন। উল্লেখ্য,আজ কলাপাড়া প্রেস ক্লাব তার জন্য  দোয়া  ও আলোচনাসভা’রআয়োজন করেন।

আমতলীতে স্কুলে নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম আবেদন করেও নিয়োগ পরীক্ষার কার্ড পায়নি তিন প্রার্থী

আমতলী প্রতিনিধি:
গোপনে ও তরিগড়ি করে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আমতলীর আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান। নিরাপত্তা কর্মী পদে আবেদন করেও নিয়োগ কার্ড পায়নি তিন প্রার্থী। শুক্রবার বিকেলে এমন অভিযোগ করেন আবেদনকারী তিন প্রার্থী। তারা আরো অভিযোগ করেন প্রধান শিক্ষক মজিবুর রহমান ও বিদ্যালয় ব্যবস্থপনা কমিটির সভাপতি আব্দুল মান্নান খান মন্টু যোগসাজসে ২৪ লক্ষ টাকার বিনিময়ে তিন পদে গোপনে নিয়োগ দেয়ার জন্য এমন অনিয়মের আশ্রয় নিয়েছেন। তরিড়রি করে নিয়োগের প্রস্তুতি নেয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে স্বচ্ছ প্রক্রিয়ার নিয়োগ দেয়ার দাবী জানান তারা।
জানাগেছে, আমতলী উপজেলার আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপত্তা কর্মী, অফিস সহায়ক ও আয়া পদ শুন্য রয়েছে। ওই তিন পদে জনবল নিয়োগের জন্য প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান গত আগষ্ট মাসে বিজ্ঞপ্তি দেয়। ওই তিন পদে ১৭ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে আয়া পদে ৫ জন, নিরাপত্তা কর্মী পদে ৫ এবং অফিস সহায়ক পদে ৭ জন আবেদন করেন। ওই বিজ্ঞপ্তি মোতাবেক আগামী ২৫ সেপ্টেম্বর বরগুনা জেলা স্কুলে নিয়োগ পরীক্ষার আহবান করা হয়। এদিকে আগামী ২৯ সেপ্টেম্বর ওই স্কুলের ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হবে। কিন্তু বর্তমান কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান মন্টু ও প্রধান শিক্ষক কমিটির মেয়াদ শেষ হওয়ার ৪ দিন আগে তরিগরি করে নিয়োগের প্রস্তুতি নিয়েছেন। তরিগরি করে নিয়োগ প্রক্রিয়া গ্রহন করায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান ও সভাপতি মোঃ আব্দুল মান্নান মন্টু তিন পদে তিন প্রার্থীর কাছ থেকে ২৪ লক্ষ টাকা ঘুষ নিয়ে তরিগরি করে নিয়োগ বোর্ড গঠন করে নিয়োগ সম্পন্ন করতে চাচ্ছেন। অপর দিকে নিরাপত্তা কর্মী পদে আবেদনকারী মোঃ আল আমিন, মোঃ বেল্লাল তালুকদার ও কাওসার মিয়া নিয়োগ পরীক্ষা শুরুর ১৭ ঘন্টা আগেও নিয়োগ কার্ড দেয়নি প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক ও সভাপতি যোগসাজসে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে তিন প্রার্থী মোঃ কামরুল হাসান জিকু, খাজিদা বেগম ও মোঃ রুবেলের নিকট থেকে ২৪ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন। ওই তিন প্রার্থীকে নিয়োগ দিতে ম্যানেজ বোর্ড গঠন করেছেন এমন অভিযোগ করেন নিরাপত্তা কর্মী পদে আবেদনকারী মোঃ আল আমিন, বেল্লাল তালুকদার ও কাওসার মিয়া।
নিরাপত্তা কর্মী পদে আবেদনকারী মোঃ আল আমিন বলেন, প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান আমার কাছে ওই স্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ জাকির হোসেনের মাধ্যমে ৮ লক্ষ টাকা ঘুষ দাবী করেন। ওই টাকা না দেয়ায় আমাকে নিয়োগ দিবে না মর্মে নিয়োগ কার্ড দেয়নি। এই গোপন নিয়োগ প্রক্রিয়া বাতিল করে পুনরায় নিয়োগ দেয়ার আহবান জানান তিনি।
নিরাপত্তা কর্মী পদে আবেদনকারী বেল্লাল তালুকদার ও কাওসার বলেন, প্রধান শিক্ষক মোঃ মজিুবর রহমান ও সভাপতি মোঃ আব্দুল মান্নান মন্টু যোগসাজসে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে তিন প্রার্থী মোঃ কামরুল হাসান জিকু, খাজিদা বেগম ও মোঃ রুবেলের নিকট থেকে ২৪ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন। ওই তিন জনকে নিয়োগ দিতে আমাদের নিয়োগ কার্ড দেয়নি। তারা আরো বলেন, আমরা নিয়োগ কার্ডের জন্য প্রধান শিক্ষকের কাছে গেলে তিনি যথা প্রক্রিয়ার নিয়োগ কার্ড আমাদের কাছে পৌছে যাবে বলে জানিয়ে দেন। কিন্তু নিয়োগ পরীক্ষার ১৭ ঘন্টা পুর্বেও আমরা নিয়োগ কার্ড পাইনি।
ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ জাকির হোসেন নিরাপত্তা কর্মী পদে আবেদনকারী মোঃ আল আমিনের নিকট টাকা দাবীর কথা অস্বীকার করে বলেন, বর্তমান সভাপতি মোঃ আব্দুল মান্নান মন্টু তার ভাগ্নে কামরুল হাসান জিকুকে নিরাপত্তা কর্মী হিসেবে নিয়োগ দিতে তরিগরি করে নিয়োগ সম্পন্ন করতে প্রস্তুতি নিচ্ছেন।
প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান বলেন, নিয়োগ কার্ড নিয়ে তিন প্রার্থীর বাড়ীতে লোক পাঠানো হয়েছে। না পেলে আমার কিছুই করার নেই।
আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুল মান্নান মন্টু বলেন, যথা প্রক্রিয়াই নিয়োগের প্রস্তুতি চলছে। তিনি আরো বলেন, নিয়োগ প্রক্রিয়ার কোন ঘুষ নেয়া হয়নি। সচ্ছ ভাবেই নিয়োগ দেয়া হবে।
আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক মিলন বলেন, বিষয়টি আমি জেনেছি। নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে চেষ্টা করবো।
বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জসিম উদ্দিন বলেন, এ বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সপ্তাহ উপলক্ষে বরিশালে মানববন্ধন, র‍্যালী ও সড়ক অবরোধ

বরিশাল:
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সপ্তাহ উপলক্ষে বরিশালে মানববন্ধন, র‌্যালী ও সড়ক অবরোধ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে নগরীর সদর রোডে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবীতে বিভাগীয় প্রশাসন এবং ইউনিসেফের সহযোগিতায় এলায়েন্স ফর ইয়ুথ এন্ড ডেভেলপমেন্টের আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলাম বাদল, ফ্রেন্ডস ফর ফিউচার এর বাংলাদেশ কো-অরডিনেটর ফারিয়া হোসেন অমি, সিভিল সোসাইটির মো. আনোয়ার, ইউনিসেফ বরিশাল প্রধান তৌফিক আহমেদ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী প্রমুখ।
তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে প্রতিনিয়ত অক্সিজেন কমছে। গাছ কেটে উজাড় করা হচ্ছে বন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী। ফলে হুমকির মুখে পড়ছে পুরো বিশ্ব। পাশাপাশি বাড়ছে সাইক্লোন, বজ্রপাত, ভূমিকম্পসহ নানান প্রাকৃতিক দুর্যোগ। নদী ভাঙ্গনে অসহায় হয়ে পড়েছে চরাঞ্চলের মানুষ। পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে উন্নত রাষ্ট্রগুলোকে কার্বন নিঃসরণের পরিমাণ শুণ্যের কোটায় আনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণের দাবী জানান বক্তারা।
নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন শেষে অংশ নেওয়া ৩৫টি যুব সংগঠনের কর্মীরা র‌্যালী করে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে ৫ মিনিট সড়ক অবরোধ করে।

বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা

বরিশাল:
বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) বরিশাল বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় নগরীর সকরারি বিএম কলেজ মিলনায়তনে বাংলাদেশ কৃষি ব্যাংক বরিশাল বিভাগীয় কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বিকেবি বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন রাজীবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি বিএম কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া। এসময় কৃষি ব্যাংকের বরিশাল বিভাগের আঞ্চলিক ব্যবস্থাপক, অফিসার বৃন্দ ও সিবিএ’র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তার পিতার মৃত্যুতে সিটি মেয়রের শোক প্রকাশ

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস – এর পিতা শ্রী সুখরঞ্জন দাস আজ সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। সেই সাথে তিনি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করছেন।

ঝালকাঠিতে ৪৯ বছর পর যুবলীগের বর্ধিত সভা

ঝালকাঠিতে দীর্ঘ ৪৯ বছর পরে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের টিএন্ডটি সড়কের একটি সেন্টারে আয়োজিত এ সভায় আজ শুক্রবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিনেও জেলায় যুবলীগের পূর্ণাঙ্গ কোন কমিটি না থাকায় এই সভাকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীরা ব্যাপক উচ্ছ্বসিত। তাদের আশা এই সভার পরে অতিদ্রুত সম্মেলনের মাধ্যমে যুবলীগের পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হবে।

এতে প্রধান অতিথি ছিলেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম এবং প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম। ঝালকাঠি জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে জেলা, উপজেলা ও পৌর যুবলীগসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতারা  বলেন, দেশ যখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছে তখনি স্বাধীনতা বিরোধী চক্র এই উন্নয়নকে প্রতিহত করার জন্য দেশে-বিদেশে নানা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আর তাদের এই অপতৎপরতাকে রুখতে হলে যুবলীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

‘প্রধানমন্ত্রীর অনুমতি না থাকায় পানির দাম বাড়ানো যায়নি’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘প্রধানমন্ত্রীর অনুমতি না থাকায় রাজধানীতে পানির দাম বাড়ানো যায়নি।’ আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) কাউন্সিল হলে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি আয়োজিত ‘ঢাকা শহরের জলাবদ্ধতা: সমস্যা ও প্রতিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘জোনভিত্তিক ইউটিলিটির দাম নির্ধারণ করতে হবে। কেননা গুলশানে থাকা ব্যক্তি এবং যাত্রাবাড়ী থাকা ব্যক্তির জীবন যাপনের এক রকম নয়। সে হিসাবে বিদ্যুৎ, গ্যাস ও পানির দাম নির্ধারণ করতে হবে।’ তাজুল ইসলাম বলেন, ‘শুধুমাত্র খাল এবং ড্রেনেজ ব্যবস্থাকে উন্নতি করলেও ঢাকা শহরকে পানির সমস্যা থেকে উদ্ধার করা সম্ভব না। আশেপাশের যে নদীগুলো রয়েছে সেগুলোর যদি যত্ন নেয়া না হয় তাহলে এই অবস্থার উন্নতি হবেনা। পানির দাম বাড়ানোর জন্য আমি বলেছি। প্রধানমন্ত্রী বলেছেন ধীরে ধীরে বাড়ানো হবে।’

সেমিনারে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম জানান, ‘নির্দিষ্ট এলাকা নিয়ে একটি বায়ো-ইকো পার্কের মাধ্যমে ভু-গর্ভস্থ পানি সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।’ এসময় মেয়র আরও বলেন, ‘খালগুলো সম্পূর্ণ অবহেলিতভাবে রয়েছে। অবৈধভাবে এগুলো দখল করে রাখা হয়েছে। এরপর আমরা এই সকল অবৈধ দখলের বিরুদ্ধে ব্যবস্থা নিব।’

পায়রা বন্দর এলাকা ও আন্ধারমানিক নদী পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম এমপি

বরিশাল প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি পায়রা বন্দর এলাকা ও আন্ধারমানিক নদী পরিদর্শন করেছেন।
বৃহষ্পতিবার (২৩ সেপ্টেম্বর) পটুয়াখালীর পায়রা বন্দর ও আন্ধারমানিক নদী পরিদর্শন করেছেন। পায়রা বন্দরে গিয়ে পৌছালে সেখানে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর হুমায়ুন কল্লোল (এল), এনইউপি, এনডিইউ, পিএসসি, বিএন।
পরে সেখান থেকে  আন্দারমানিক নদী পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেন। নদী  ও তীরবর্তী এলাকা পরিদর্শন শেষে কুয়াকাটা সমুদ্র সৈকতের ভাঙ্গল কবলিত এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন প্রতিমন্ত্রী। এ-সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ রোকন উদ-দৌলা, পানিসম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক মোঃফজলুর রশিদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম সরকার, তত্তাবোধক প্রকৌশলী মজিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃআরিফ হোসেন প্রমূখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম শুভ জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আ’লীগের বিভিন্ন কর্মসূচী গ্রহণ 

প্রেস বিজ্ঞপ্তি:  আগামী ২৮ সেপ্টেম্বর ২০২১  বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি  ও মাননীয় প্রধামন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন  শেখ হাসিনা’র ৭৪ তম শুভ জন্মবার্ষিকী উদযাপন  উপলক্ষে  বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছেন বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ।
এ উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর)  বিকেলে   নগরীর শহীদ সোহেল চত্বর রোডস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অ্যাড তালুকদার মোঃ ইউনুসসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জেলার বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন পৌসভার মেয়র।
সভায় নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়,   আগামী ২৮ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার সকাল নয়টায় নগরীর শহীদ সোহেল চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের  প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, বিকেল চারটায় আলোচনা সভা এবং  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করেছেন বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ।
এছাড়াও বরিশাল মহানগরীর প্রতি ওয়ার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মসজিদে মসজিদে দোয়া ও মন্দির, গীর্জা, প্যাগোডাসহ সকল উপাসনালয়ে বিশেষ প্রার্থণার আয়োজন করার  জন্য অনুরোধ জানিয়েছেন বরিশাল  মহানগর আওয়ামী লীগ সভাপতি  অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর।
 বরিশাল জেলার সকল উপজেলা- থানা সমূহে যথাযোগ্য মর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৪ তম শুভ জন্মবার্ষিকী  উদযাপন  উপলক্ষে  দলীয় কার্যালয়ে দোয়া- মোনাজাত ও আলোচনা সভা করার পাশাপাশি  মসজিদে মসজিদে দোয়া ও মন্দির, গীর্জা, প্যাগোডাসহ সকল উপাসনালয়ে বিশেষ প্রার্থণার আয়োজন
 জন্য উপজেলা নেতৃবৃন্দ কে  অনুরোধ জানিয়েছেন বরিশাল জেলা  আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস।