বরিশালে তিন মাদক সম্রাটের কারাদন্ড

ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর ভাটারখাল এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক সম্রাটকে আটক করেছে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। বৃহস্পতিবার (সেপ্টেম্বর ২৩) বেলা সাড়ে ১১ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও নিশ্চিত করেছেন মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সেপেক্টর সাইফুল ইসলাম ও সিদ্দিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় বরিশালের আলোচিত নারী মাদক সম্রাজ্ঞী বেবি বেগমের স্বামী ও বরিশাল স্প্রীড বোট মালিক সমিতির লাইন সম্পাদক তারেক শাহ’র পিতা হালিম শাহকে আটক করা হয়। পরে জামাল হাওলাদার এবং খোকন নামের আরও দু’জনকে আটক করা হয়। আটকৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেয়া হয়। বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সমাপ্তি রায় আটকৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন-হালিম শাহ ৫ দিন কারাদন্ড ও ৫ শত টাকা জরিমানা, জামাল হোসেনকে ৩ দিনের কারাদন্ড ও ৫ শত টাকা জরিমানা এবং খোকনকে ৭ দিনের কারাদন্ড ও ৫ শত টাকা জরিমানা করা হয়। এবিষয়ে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সেপেক্টর সাইফুল ইসলাম জানান, আমাদের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।

জলবায়ু সুবিচারের দাবীতে বরিশালে শিক্ষার্থী ও তরুণদের ধর্মঘট, পদযাত্রা ও প্রতিকী ফাঁসি

বরিশাল:
জলবায়ু সুবিচারের দাবীতে বরিশালে ধর্মঘট, পদযাত্রা ও প্রতিকী ফাঁসি মঞ্চস্থ করেছে স্কুল-কলেজের শিক্ষার্থী ও তরুণরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, প্রতীকী যুব সংসদ ও কোস্টাল ইয়ুথ অ্যাকশন হাব যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। ধর্মঘট শেষে পদযাত্রা করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বরফের ওপর প্রতিকী ফাঁসি নেন শিক্ষার্থীরা।
ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস বরিশাল ইউনিটের সমন্বয়ক কথক বিশ্বাস জয় এর সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি অধ্যাপক সাহ্ সাজেদা, বরিশালের ভোরের আলোর সম্পাদক সাইফুর রহমান মিরণ, প্রতীকি যুব সংসদের অর্থ পরিকল্পনা ও ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হোসেন নবীন, ক্লাইমেট ফিন্যান্স, ব্রিট্রিশ কাউন্সিলের কর্মসূচি ব্যবস্থাপক ময়ূরী আক্তার টুম্পা, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সমন্বয়কারী সোহানুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রিতে সীমিত রাখতে উন্নয়নশীল দেশগুলোকে চাপে রাখতে হবে। পাশাপাশি প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ধনী রাস্ট্র দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তা দিতে হবে। আদায়কৃত অর্থ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ব্যবহারের পাশাপাশি বিশ্বনেতাদের জরুরি কার্যক্রম গ্রহণের আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য, সুইডিশ পার্লামেন্টের সামনে সুইডেনের স্কুলপড়ুয়া ছাত্রী গ্রেটা থানবার্গ একটি প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন। সেখানে লেখা ছিল, ‘স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট’। তার এই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্বের নানা প্রান্তের শিক্ষার্থীরা ধর্মঘট পালন করেন।

আমতলীতে ফেয়ারপ্রাইজের চালের কার্ড নবায়নে টাকা আদায়!

আমতলী প্রতিনিধি।
হতদরিদ্রদের নামে সরকারের দেয়া ফেয়ারপ্রাইজের চালের কার্ড নবায়নের নামে টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। আমতলী উপজেলার ফেয়ারপ্রাইজের ডিলার ও ইউপি সদস্যরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার যোগসাজসে এ টাকা আদায় করছেন। দ্রুত কার্ড নবায়নের নামে টাকা আদায় বন্ধের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।
জানাগেছে, ২০১৬ সালে হতদরিদ্র মানুষের খাদ্য বান্ধব কর্মসুচীর (ফেয়ারপ্রাইজ) আওতায় আনার জন্য ১০ টাকা কেজি দরে পরিবার প্রতি ৩০ কেজি চাল বিক্রি শুরু করেন সরকার। ওই কর্মসুচীর আওতায় আমতলী উপজেলায় ১৩ হাজার ২’শ ৪৫ জন উপকার ভোগী চিহিৃত করা হয়। বছরে মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নবেম্বর এই ৫ মাস ওই চাল বিতরনের জন্য উপজেলায় ২৪ জন ডিলার নিয়োগ দেয় উপজেলা প্রশাসন। গত ৫ বছর ধরে এ সুবিধা পেয়ে আসছে উপজেলার হতদরিদ্র ১৩ হাজার ২’শ ৪৫ পরিবার। এ বছর ওই উপকারভোগীদের কার্ড নবায়নের সিদ্ধান্ত নেন সরকার। কার্ড নবায়নের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা উপজেলার ডিলারদের নির্দেশ দেয়। উপজেলার ডিলাররা ওই সুযোগে কার্ড নবায়নের নামে কার্ড প্রতি দুই’শ টাকা আদায় করছেন বলে অভিযোগ করেন উপকারভোগীরা। তারা অভিযোগ করেন ডিলাররা চাল বিতরনের সময় কার্ড রেখে নবায়নের নামে দুই’শ টাকা নেয়। এ টাকা দিতে না চাইলে তারা দুই’শ টাকার চাল রেখে দিবেন বলে হুমকি দেয়। বাধ্য হয়ে আমরা তাদের টাকা দিচ্ছি। তারা আরো বলেন, ইউপি সদস্যরা ডিলারদের কাছে কার্ড নবায়নের জন্য টাকা দিতে নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, ডিলাররা উপকারভোগীদের কার্ড জমা রেখে দিচ্ছেন। জানতে চাইলে ডিলাররা বলেন, নতুন কার্ড দিতে পুরাতন কার্ড জমা রেখেছি।
লাল ভানু বলেন, কার্ড নতুন হইর‌্যা দেয়ার লই¹্যা মোর ধারে ডিলার আলমগীর মৃধা টাহা চাইছে। মোর ধারে টাহা আলহে না। মুই উদ্দার হইর‌্যা এক’শ টাহা দিছি।
গুলিশাখালী গ্রামের নুর মোহাম্মদ গাজী ও মোস্তফা প্যাদা বলেন, কার্ড নবায়নের জন্য ডিলার টাকা চেয়েছে কিন্তু দেয়নি।
আঠারোগাছিয়া পশ্চিম সোনাখালী গ্রামের সুলতান বাওয়ালী, সাহেদা, আইউব মৃধা, হান্নান মোল্লা ও সালেহা বেগম বলেন, কার্ড নবায়নের কথা বলে মাসুম মৃধা দুই’শ টাকা করে নিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, কার্ড নবায়নের টাকা না দিলে ডিলাররা চাল দিবে না বলে জানিয়ে দেয়। তাই বাধ্য হয়ে টাকা দিতে হচ্ছে।
আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডিলার আলমগীর মৃধা কার্ড নবায়নে টাকা নেয়ার কথা স্বীকার করে বলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার নির্দেশে টাকা আদায় করেছি।
আমতলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সমীর কুমার রায় বলেন, কার্ড নবায়নে কোন টাকা নেয়ার নির্দেশ দেয়া হয়নি। কোন ডিলার যদি টাকা আদায় করে থাকেন, সত্যতা সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
গুলিশাখালী ইউনিয়নের ফেয়ারপ্রাইজের চাল বিতরনে তদারকি কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামানের (০১৭২৫৪৪০৫৫৮) মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওসার হোসেন বলেন, কার্ড নবায়নে কোন টাকা আদায় করা যাবে না। বিষয়টি খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আমতলীর পায়রা নদীতে অবৈধ জাল ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৪

আমতলী প্রতিনিধি।
পায়রা নদীতে অবৈধ চরগড়া জাল ফেলাকে কেন্দ্র করে দু’গ্রুপ জেলেদের সংঘর্ষে ৪ জেলে আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার বৈঠাকাটা গ্রামে বৃহস্পতিবার সকালে।
জানাগেছে, আমতলী উপজেলার বৈঠাকাটা গ্রামের শিপন হাওলাদার ও কবির হাওলাদারের মধ্যে পায়রা নদীতে অবৈধ চরগড়া জাল ফেলা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়। গুরুতর আহত কবির ও শিপনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
আহত করিব হাওলাদারের মা রাবেয়া বেগম বলেন, আমার ছেলে কবির পায়রা নদীতে চরগরা জাল ফেলে। ওই জাল শিপন তুলে ফেলে দেয়। এর প্রতিবাদ করলে আমার ছেলেকে কোদাল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে।
আহত শিপন হাওলাদার কবিরকে মারধরের কথা অস্বীকার করে বলেন, কবির পায়রা নদীর আমার স্থানে জাল ফেলে। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায় আমাকে মারধর করেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন. খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বরিশালে ‘৬৯ গণ অভ্যুত্থানে নিহত শহীদ আলাউদ্দিনের নামে লেবুখালি সেতুর নামকরনের দাবীতে মানববন্ধন

শামীম আহমেদ ॥

৬ দফা ও ১১ দফার ‘৬৯ গণ অভ্যুত্থান আন্দোলনে বরিশালে ইপিআর বাহিনীর গুলিতে প্রথম শহীদ একে স্কুলের নবম শ্রেণীর ছাত্র আলাউদ্দিনের নামে লেবুখালি সেতুর নাম করনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ই) সেপ্টেম্বর সকাল ১১ টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে আলাউদ্দিন স্মৃর্তি রক্ষায় ঐক্যবন্ধ বরিশাল বাশির ব্যানারে এ কর্মসূচি পালন করে।

আলাউদ্দিন স্মৃর্তি রক্ষা আন্দোলন কমিটির আহবায়ক বিএম কলেজ প্রাক্তন (ভিপি) খান আলতাফ হোসেন ভুলুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ওয়াকার্স পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু,গণফোরাম বরিশাল জেলা কমিটির আহবায়ক এ্যাড, হিরন কুমার দাস মিঠু,গণ সংহতি আন্দোলন জেলা কমিটির আহবায়ক দেওয়ান আঃ রসিদ নিলু,কমিউনিস্ট পার্টি নেতা অধ্যাপক দুলাল মজুমদার,বরিশাল মহিলা পরিষদ সাধারন সম্পাদিক পূস্প রানি চক্রবর্তী, পটুয়াখালী প্রেস ক্লাব সাধারন সম্পাদক কাইউম হোসেন জুয়েল,সমাজতান্ত্রিক দল বাসদ জেলা আহবায়ক ইমরান হাবিব রুমন,শহিদুল ইসলাম সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নেতা দুলাল মজুমদার,বিজন সিকদার ও তুষার সেন প্রমুখ।

বক্তারা এসময় বলেন বরিশাল-পটুয়াখালী পায়রা সহ পর্যটন কেন্দ্র কুয়াকাটার উন্নয়নের আলোর লেবুখালি সেতু শহীদ আলাউদ্দিনের নামে নামকরন করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।

সাহস থাকলে তারেককে দেশে ফিরিয়ে আনুন, বিএনপিকে ওবায়দুল কাদের

সরকার তারেক রহমানকে নির্বাসনে রেখেছে বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাহস থাকলে তাকে দেশে ফিরিয়ে আনুন।

বৃহস্পতিবার ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

‘তারেক রহমানকে কে নির্বাসিত করে রেখেছে? বিএনপি নেতারা বলেছেন, সরকার নাকি তারেক রহমানকে নির্বাসনে রেখেছে। বিএনপি নেতাদের এই বক্তব্য অসংখ্য মিথ্যাচারের একটি’, বলেন ওবায়দুল কাদের।

 

এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানতে চান, ‘কে মুচলেকা দিয়ে চিকিৎসার নামে দেশ থেকে পালিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারকে রাজনীতি না করার শর্তে তিনি নিজেই দেশ থেকে পালিয়েছে।’

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘সাহস থাকলে তাকে দেশে ফিরিয়ে আনুন।’

‘রাজনীতি করতে হলে দেশের মাটিতেই করতে হবে’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘দেশের রাজনীতি টেমস নদীর ওপার থেকে ডাক দিলেই হবে না। তাতে দেশের জনগণ সাড়া দেবে না।’

‘করোনার স্থবিরতা কাটিয়ে জন-জীবনে গতি ফিরতে শুরু করেছে, মানুষ ফিরে পেতে শুরু করেছে চিরচেনা কোলাহল আর চাঞ্চল্য’-এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এ সময়ে আমাদের সবার রাজনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়ন-বান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।’

‘সরকার মানুষের আশা-আকাঙ্ক্ষা পুরোপুরি নষ্ট করে দিচ্ছে’-বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আসলে বিএনপিই মানুষের আশা-আকাঙ্ক্ষার কোনো মূল্য দেয়নি।’

‘আর্থ-সামাজিক প্রতিটি সূচকে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে অদম্য গতিতে’ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মানুষের মনে আশা জাগিয়েছে লাখ লাখ তরুণ প্রাণে স্বপ্ন জাগিয়েছে শেখ হাসিনা সরকার।’

‘সরকার খালেদা জিয়াকে বেআইনিভাবে সাজা দিয়ে বন্দি করে রাখেনি, বরং খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে বাসায় থেকে চিকিৎসা গ্রহণের সুযোগ করে দিয়েছে’ উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘আসলে বিএনপির কৃতজ্ঞতাবোধ নেই। থাকলে, তারা শেখ হাসিনার ঔদার্যের কাছে কৃতজ্ঞ থাকত।’

‘নির্বাচনে প্রতিযোগিতা না থাকার বিষয়ে’ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্য প্রসঙ্গে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচনে প্রতিযোগিতার জন্য তো বিএনপিরও অংশগ্রহণ প্রয়োজন। কিন্তু, মাহবুব তালুকদার তো নির্বাচনে বিএনপিকে আনতে পারেননি।’

‘মাহবুব তালুকদার নির্বাচনে ভোটারদের অনাগ্রহের কথা বলেন। অথচ এই করোনার মধ্যেও সম্প্রতি শেষ হওয়া স্থানীয় সরকার নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল প্রায় ৬৯ শতাংশ।

মাহবুব তালুকদারের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তা না হলে মাহবুব তালুকদার একটি দায়িত্বশীল জায়গায় থেকে এ ধরনের বক্তব্য কীভাবে দেন?’

বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে একজনের মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় একজন রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল গত মে মাসের পর সর্বনিম্ন ৩৪ জন রোগী। এদিকে, মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে সবশেষ নমুনা পরীক্ষা কিছুটা বেড়ে ৯ ভাগ করোনা শনাক্ত হয়েছে।

মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, বুধবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৩৮ জন রোগী। গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন চারজন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে একজন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে একজন রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৩৪ জন রোগী, যা গত মে মাসের পর সর্বনিম্ন।

এদিকে, শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে বুধবার রাতের সব শেষ রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ ভাগ।

 

এর আগে, গত মঙ্গলবার ৪.৯৬ ভাগ, সোমবার ৭.২৯ ভাগ, রবিবার ৫.৩৯ ভাগ, শনিবার বরিশালে আরটি-পিসিআর ল্যাব প্রতিষ্ঠার পর সর্বনিম্ন ১.১১ ভাগ, শুক্রবার ১২.৮৬ ভাগ এবং গত বৃহস্পতিবার ৩.৫৮ ভাগ করোনা শনাক্ত হয়। গত বছরের ৮ এপ্রিল বরিশালে পিসিআর ল্যাব প্রতিষ্ঠার পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।

পিরোজপুরে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত, হামলায় আহত ৪

পিরোজপুরে জেলা যুবলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসার সময় এক পক্ষের হামলায় আহত হয়েছে অপর পক্ষের ৪ জন। আজ বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ।

বর্ধিতসভায় কেন্দ্রীয় নেতারা তাদের বক্তব্যে বলেন, টেন্ডারবাজীর সাথে যারা জড়িত, যারা বিগত দিনে নৌকার বিরোধিতা করেছে তাদের আগামীতে যুবলীগের কোনো নেতৃত্বে রাখা হবে না। ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের দিয়েই আগামী যুবলীগের নেতৃত্ব গড়া হবে। আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে পিরোজপুর জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে বর্ধিত সভায় ঘোষণা দেন নেতৃবৃন্দ।

এদিকে বর্ধিতসভাকে ঘিরে কয়েকটি অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে একপক্ষ তাদের ব্যানার ভেঙ্গে ফেলার অভিযোগ করেছে। বৃহস্পতিবার সকালে বর্ধিত সভায় আসার পথে সদর উপজেলার কদমতলা ইউনিয়নে এক পক্ষের হামলায় অপর পক্ষের  ৪ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসময় দুইটি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।

 

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর উপস্থাপনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মো. জসিম মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজাহারুল ইসলাম, যুগ্ম- সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, গোলাম ফেরদৌস ইব্রাহিম, কামরুজ্জামান খান শামীম, নাসির উদ্দিন পিয়াস প্রমুখ।

আমতলীতে যুবলীগ সভাপতিসহ ১২ জনের জামিন নামঞ্জুর

চাঁদা না পেয়ে কুপিয়ে হাত পা কেটে ক্ষত-বিক্ষত করার মামলায় আমতলী যুবলীগ সভাপতি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ ১২ জনের জামিনের আবেদন না মঞ্জুর করেছে আদালত। পরে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার আমতলীর ভারপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হাসান এই আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন-জিএম মুছা ওরফে আবু মুছা, মোয়াজ্জেম হোসেন, জিএম ওসমানী হাসান, আল ফাহাদ, মতিন, তানজিল, রিয়াজ, রুবেল, আশিকুর রহমান আসলাম, মিরাজ মিয়া, কবির ও সবুজ। তারা সকলই আমতলী পৌরসভার বাসিন্দা।

 

জিএম মুছা আমতলী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর, জিএম হাসান আমতলী উপজেলার যুবলীগের সভাপতি ও মোয়াজ্জেম হোসেন আমতলী উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। এ মামলায় মালেক ও মো. হাচান পলাতক রয়েছে।

জানা যায়, আমতলী পৌরসভার আনোয়ার হোসেনের ছেলে আবুল কালাম আজাদ বাদী হয়ে আমতলী থানায় জিএম মুছাসহ ১৫ জনকে আসামি করে অভিযোগ দায়ের করে। বাদী একজন ঠিকাদার। দায়ের করা মামলায় বাদী অভিযোগ করেন, চলতি বছরের ২১ মে রাত ৮টার সময় আবুল কালাম আমতলীর খুড়িয়ার খেয়াঘাট থেকে নোমরহাট পাকা রাস্তার উপর পৌঁছালে আসামিরা বাদীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।

বাদী চাঁদা দিতে অস্বীকার করলে সকল আসামিরা রামদা দিয়ে আবুল কালাম আজাদের দুই পা, দুই হাত ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। হাত পায়ের রগ কেটে ফেলে।

বাদীর মামা আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান বলেন, আমার ভাগিনাকে সকল আসামিরা ২১ মে রাতে চাঁদার দাবিতে হত্যা করতে চেয়েছিল। আল্লাহ তাকে বাঁচিয়েছেন। আমার ভাগিনা চিরতরে পঙ্গু হয়ে গেছে। হাত পায়ের রগ কেটে দিয়েছে। আসামিরা আগাম জামিনের জন্য হাইকোর্টে গিয়ে জামিন নিয়েছিল। আমরা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছি। সুপ্রিম কোর্টের চেম্বার জজ আমতলী আদালতে এক সপ্তাহের মধ্য হাজির হওয়ার নির্দেশ দেয়।

বরগুনার কোর্ট বারান্দায় আসামি জিএম মু্ছা বলেন, আমরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমতলীর পৌর মেয়র রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। বাদীর ঘটনার দিন আমি আমতলী মাতৃছায়া কাপড়ের দোকানে ছিলাম। সিসি ক্যামেরায় তার প্রমাণ। এই ঘটনায় আমরা জড়িত না থাকলেও আমাদের জড়িত করা হয়েছে।

‘অতি জরুরি’ ভিত্তিতে রোহিঙ্গা প্রত্যাবাসন জোরদারের দাবি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘অতি জরুরি’ ভিত্তিতে রোহিঙ্গা প্রত্যাবাসন জোরদার করার দাবি জানিয়ে বলেছেন, এ সংকট প্রশ্নে প্রধান আন্তর্জাতিক শক্তিগুলোর নিষ্ক্রিয়তা বাংলাদেশকে মর্মাহত করেছে। অথচ, সীমিত সম্পদ সত্ত্বেও মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ শরণার্থীদের আশ্রয় দিয়েছিল।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে আন্তর্জাতিক অংশীদারদের উচ্চ পর্যায়ের এক আলোচনায় তিনি বলেন, ‘আমি বারবার বলেছি, তারা (রোহিঙ্গারা) মিয়ানমারের নাগরিক। সুতরাং, তাদের অবশ্যই নিরাপত্তা ও মর্যাদা নিয়ে তাদের জন্মভূমি মিয়ানমারেই ফিরে যেতে হবে।’

শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে বলেন, রোহিঙ্গা সংকট আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অতএব, এ ব্যাপারে জরুরি প্রস্তাব গ্রহণ করা প্রয়োজন এবং ‘আমি জোরদিয়ে বলতে চাই, এক্ষেত্রে আমরা বাংলাদেশে যা কিছু করছি তা সম্পূর্ণরূপে অস্থায়ী ভিত্তিতে করা হচ্ছে।’
তিনি বলেন, রোহিঙ্গাদের তাদের জন্মভূমিতে ফিরে যাওয়া নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের যা কিছু করা সম্ভব তা অবশ্যই করতে হবে। এদিকে, তারা নিজেরাও তাদের নিজ দেশে ফিরে যেতে চায়।

 

একইসঙ্গে, ন্যায় বিচার এবং দেশে প্রত্যাবর্তনে ভুক্তভোগি জনগোষ্ঠীর মধ্যে দৃঢ় আস্থা ফিরিয়ে আনার জন্য সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়কে নিপীড়নের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে প্রধানমন্ত্রী তার প্রচারণা চালানোর ব্যাপারে গুরুত্বারোপ করেন।

আগামী ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়ার কথা রয়েছে। তার এ ভাষণের পাক্কালে বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় ‘হাই-লেভেল সাইড ইভেন্ট অন ফরসিবলি ডিসপ্লেস মিয়ানমার ন্যাশনালস (রোহিঙ্গা) ক্রাইসিস : ইম্পারেটিভ ফর এ  সাস্টেইনাবল সল্যুশন’ শীর্ষক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইউএজিএ’র গুরুত্বপূর্ণ সাধারণ আলোচনায় এ সংকট তুলে ধরতে ঢাকার প্রচেষ্টার অংশ হিসেবে এ বৈঠকের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ২০১৭ সালে রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে পালিয়ে আসার পর থেকেই এ সংকটের একটি স্থায়ী সমাধানের জন্য একেবারে ধারাবাহিকভাবে ইউএনজিএ’র অধিবেশনে তিনি সুনির্দিষ্ট বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন। এ ব্যাপারে ‘আমাদের সরকার মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিক যোগাযোগ বজায় রেখেছে।’

শেখ হাসিনা বলেন, ‘আঞ্চলিক ক্ষেত্রে, আমরা চীন ও ভারতসহ প্রধান শক্তিগুলোকে এ সংকট সমাধানে সম্পৃক্ত করার চেষ্টা করেছি। আমরা সার্বক্ষণিকভাবে আসিয়ানকে আরো সক্রিয় রাখার চেষ্টা চালিয়েছি।’

বহুপাক্ষিক ক্ষেত্রে, আমরা বিশ্বেও গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশ ও জাতিসংঘ সংস্থাগুলোর মনোযোগ আকর্ষণ করে জাতিসংঘ প্রস্তাবের মাধ্যমে বিষয়টি আলোচনার টেবিলে ধরে রেখেছি। তবে, দুঃখজনকভাবে ‘দুর্ভাগা, গৃহহীন হয়ে পড়া মিয়ানমারের নাগরিকদের দেশে ফিরে যাওয়ার জন্য চালানো আমাদের প্রচেষ্টা এখন পর্যন্ত কোন আলোর মুখ দেখেনি।’

তিনি বলেন, ‘আজ পর্যন্ত তাদের একজনও তাদের জন্মভূমিতে ফিরে যেতে পারেনি।’
শেখ হাসিনা বলেন, বিগত চার বছর ধরে বাংলাদেশ অনেক আশা নিয়ে অপেক্ষা করে রয়েছে যে বাস্তুহারা এসব মানুষ নিরাপদে এবং মর্যদাসহকারে তাদের নিজের দেশ মিয়ানমারে ফিরে যেতে পারবে।

তিনি বলেন, ‘তা সত্ত্বেও, আমাদের আহ্বান অবহেলিত রয়ে গেছে এবং আমাদের প্রত্যাশা অসম্পূর্ণ রয়েছে। এ সংকটের পঞ্চম বছর চলছে। এখনো, আমরা রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধানের আশা রাখছি।’

প্রধানমন্ত্রী বলেন, দেখা দেয়া এই মানবিক সংকট সমাধান করা ছিল একটি সম্মিলিত দায়িত্ব এবং বিভিন্ন সীমান্তে এর প্রভাব পড়ছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এ ব্যাপারে অতি দ্রুত কিছু করতে ব্যর্থ হলে ‘আমাদের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা মহা বিপদে পড়বে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রত্যাবাসনের অগ্রগতির ঘাটতির কারণে হতাশা বৃদ্ধি পাওয়ায় তাদের অনেকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে এবং তারা অতি সহজে জঙ্গিবাদী মতাদর্শেও শিকার হচ্ছে। এ ধরনের কর্মকা- পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

প্রধানমন্ত্রী এই সংকট সমাধানে পাঁচ দফা আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে প্রথমত, অগ্রাধিকার ভিত্তিতে ‘আমাদের সকলের জোরালো প্রচেষ্টা’ চালানো প্রয়োজন।

তিনি বলেন, দ্বিতীয়ত, প্রত্যাবাসন প্রক্রিয়ার অনিশ্চয়তা দূর করতে মিয়ানমারে রাজনৈতিক দৃশ্যপটের পরিবর্তন ঘটানো এবং এই সংকট সমাধানের পথ খুঁজে বের করতে আন্তর্জাতিক প্রচেষ্টার একটি সংশোধন প্রয়োজন।

শেখ হাসিনা বর্তমান অবস্থার প্রেক্ষিতে আসিয়ানের জোরদার প্রচেষ্টা দেখতে চান এবং ‘আমরা বিশ্বাস করি যে এক্ষেত্রে আসিয়ানের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় তাদের পদক্ষেপ মিয়ানমারকে ব্যাপকভাবে প্রভাবিত করবে। সূত্র: বাসস