উজিরপুরে সাঁকো থেকে পড়ে গিয়ে যুবকের মৃত্যু

বরিশাল অফিস ও উজিরপুর সংবাদদাতা:
বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের গড়িয়া গ্রামের একটি বাঁশের সাঁকো থেকে পড়ে খুুঁটির সাথে আঘাত লেগে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আরিফ হাওলাদার (২৫)। তিনি ঐ এলাকার সৌদি প্রবাসী রাজ্জাক হাওলাদারের ছেলে।
রাজ্জাক হাওলাদার জানান, তার ছেলের একটি পিকাপের বিরুদ্ধে বরিশালে মামলা দেয় ট্রাফিক পুলিশ। ঐ মামলার জরিমানা দিতে আরিফ গতকাল সকালে নিজ বাড়ি থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো। বাড়ির সামনে বাঁশের সাঁকো পাড় হওয়ার সময় পা ফসকে খালে পড়ে তলিয়ে যায় আরিফ। ছোট ছেলে শান্ত বিষয়টি দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে এলাকাবাসী খালে নেমে তল্লাশী চালায়। বেশ কিছুক্ষন পর প্রায় ৪০০ গজ দূরে খাল থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।
ঘটনাস্থল পরিদর্শনকারী উজিরপুর থানার উপ-পরিদর্শক খায়রুজ্জামান জানান, সাঁকো থেকে পড়ে খুঁটির সাথে মুখমন্ডলে আঘাত পেয়ে রক্ত²রণ হয় আরিফলে। ঐ সময় নিস্তেজ হয়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খাল থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

হিজলায় ষষ্ঠ শ্রেনীর ছাত্রীকে জোড়পূর্বক  ধর্ষণের অভিযোগ | মামলা দায়ের

বরিশাল প্রতিনিধি:
বরিশালের হিজলায় ষষ্ঠ শ্রেনীর এক স্কুল ছাত্রীকে জোড়পূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে হিজলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঐ ছাত্রীর প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে মেমানিয়া ইউনিয়নে বড় লক্ষীপুর ভারইয়া গ্রামে এ ঘটনা ঘটলেও অচেতন অবস্থায় রাতে ঐ ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঐ ছাত্রীর স্বজনরা জানান, সকাল ১১টার দিকে মেমানিয়া মাধ্যমিক বিদ্যালয় (সেচিব) স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেনীর ঐ ছাত্রীকে স্থানীয় ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক আতাউল্লাহ টেনে হিচড়ে একটি ঘরের মধ্যে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণ করলে সে অচেতন হয়ে পড়ে। একপর্যায়ে বিকালের দিকে ঐ ছাত্রীর জ্ঞান ফিরলে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ধর্ষনের কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
নির্যাতিতা ঐ ছাত্রী তার মায়ের সাথে মেমানিয়া ইউনিয়নের ভাড়ৈয়া এলাকায় থাকতেন এবং তার বাবা চট্রগ্রামে কাবাব বিক্রি করে।
হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) অসীম কুমার সিকদার জানান, আমরা ভিকটিমের সাথে কথা বলছি। ছাত্রীর মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

গৌরনদীতে গুম হওয়া কিশোর ৯ বছর পর উদ্ধার, মিথ্যা মামলা দিয়ে ১৩টি পরিবারকে হয়রানীর অভিযোগ

গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রাম থেকে গুম হওয়া কিশোরকে ৯ বছর পর ঢাকার যাত্রাবাড়ি থেকে উদ্ধার করেছে। অপহরন. হওয়া ও ঘুমের ঘটনায় ১৩ জনকে আসামির বিরুদ্ধে একটি মামলা করা হয়। মামলা ৪ আসামি দীর্ঘ দিন জেল হাজত খেটে বর্তমানে জামিনে ও ৯ আসামি পলাতক রয়েছে। গুম হওয়া কিশোর রাসেল মৃধাকে সোমবার ঢাকা যাত্রাবাড়ি থেকে পুলিশ উদ্ধার করে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। মিথ্যা মামলায় হয়রানী ও নিঃস্ব হওয়া পরিবারের সদস্য মিথ্যা মামলার বাদির ও তদন্তকারী কর্মকর্তার দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করেছে।

অপহরন ও গুম মামলার তদন্তকারী কর্মকর্তা ও সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোঃ ফোরকান হোসেন জানান, গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের মোঃ জালাল মৃধার স্ত্রী ফাহিমা বেগম (৪৫) ২০১২ সালের মে মাসে গৌরনদী মডেল থানায় তার ছেলে রাসেল মৃধাকে (২৩) অপহরন করে হত্যার পর লাশ ঘুমের একটি মামলা করে। মামলায় একই গ্রামের প্রতিবেশী এস. রহমান মৃধা (৫৫) তার ছেলে আরমান মৃধা (২৬), ছোট ছেলে রায়হান (২৩), স্থানীয় শাহীন মল্লিক (৩০), হক ভূইয়া (৭০) ও তার ছেলে মবিন ভুইয়া (২৮)সহ ১৩ জনকে আসামি করা হয়। ২০১৩ সালে শেষের দিকে এজাহারভুক্ত ১৩ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। ভিকটিম জীবিত থাকার পরেও তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া প্রসঙ্গে তদন্তকারী কর্মকর্তা ও সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোঃ ফোরকান হোসেন বলেন, মামলার তদন্তকালে ১২ জনের স্বাক্ষ্য গ্রহন করা হয়। তাতে যে তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতেই অভিযোগপত্র জমা দেয়া হয়েছে।

মিথা মামলায় জেল হাজত থেকে জামিনে আসা মোঃ রহমান মৃধা, রায়হান মৃধা অভিযোগ করে বলেন, অপহরনের পর হত্যা করে লাশ গুমের মিথ্যাা মামলায় আমরা ৪ জন দীর্ঘদিন কারা ভোগ করেছি। ৯ আসামি পালিয়ে থেকে দূর্বিসহ জীবন যাপন করেছি। পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। মিথ্যা হয়রানীমূলক মামলায় ৯ বছরে আমরা ১৩টি পরিবার সহায় সম্বল সব হারিয়েছি। মামলার তদন্তকারী কর্মকর্তা ফোরকান হোসেন বাদির দ্বারা প্রভাবিত হয়ে অনৈতিক সুবিধা নিয়ে সঠিক তদন্ত ছাড়াই আমাদের ১৩জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করায় বাদি ও মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তার দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবির চাই। গৌরনদী থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহায়তা পুলিশ সোমবার ঢাকার যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে গুম হওয়া ভিকটিম রাসেল মৃধাকে উদ্ধার করে মঙ্গলবার গৌরনদী থানায় নিয়ে আসা হয়। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, উদ্ধারকৃত ভিকটিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজাপুরে প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে হিন্দু পরিবার, বাড়িঘর দখলে নেয়ার অভিযোগ

রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালি গ্রামের কামারখালি এলাকার মৃত জজ্ঞেস্বর হাওলাদারের ছেলে স্বপন হাওলাদার প্রতিপক্ষের নানা হুমকি ও চাদাঁবাজির ভয়ে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে রাজাপুর সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলন করে লিখিত অভিযোগে স্বপন হাওলাদার জানান, স্থানীয় চানু গাজির ছেলে প্রতিপক্ষ পিনু গাজি ও ওয়াদুদ তালুকদারের ছেলে আমান তালুকদার মিলে স্বপন হাওলাদারের কাছে ২ লাখ টাকা চাদা দাবি করে এবং হত্যার হুমকি দেয়। জীবনের ভয়ে তিনি ৫০ হাজার টাকা দেই। প্রতিপক্ষের দাবিকৃত বাকি টাকা না দিলে জবাই করে হত্যার হুমকি দেয়া হয়। এমনপরিস্থিতিতে নিরুপায় হয়ে গত ৭ আগস্ট ঝালকাঠি আদালতে মামলা করেন স্বপন হাওলাদার। মামলা করার পরে প্রতিপক্ষরা আরও ক্ষিপ্ত হয়ে নানাভাবে হুমকি দিলে ভয়ে পরিবার নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন স্বপন হাওলাদার। এ সুযোগে ঘরের ২ লাখ ৭৬ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে ঘরে গরু পালন করছে প্রতিপক্ষরা। এছাড়া চাষের জমি ও গাছ কেটে নিয়ে স্বপনের কাছে টাকা পাবে বলেও লোকজনকে বলে বেড়াচ্ছে, যা সত্য নয় বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, গত ৬ আগস্ট সকালে তার ৫ বছরের শিশু কন্যা ছোহাকে তুলে নিয়ে একটি ঘরে দুপুর পর্যন্ত আটকে রাখে। নলছিটির ভবানীপুর গ্রামে তার শ^শুরবাড়িতে গিয়েও প্রতিপক্ষরা খোজাখুজি করায় বর্তমানে পরিবার নিয়ে আতঙ্কে রয়েছেন স্বপন হাওলাদার। এসব অভিযোগ অস্বীকার করে পিনু গাজি জানান, জমি বিক্রি করার কথা বলে স্বপন ৫০ হাজার টাকা নিয়ে সেই জমি অন্যদের কাছে বিক্রির করার চেস্টা করতেছে এবং এ কারনে স্বপন বাড়িতেও আসছে না। হত্যার হুমকি বা গাছ কাটার অভিযোগ আদৌও সত্য নয় বলেও দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে শুক্রবার মিমাংসার কথা চলছে। রাজাপুর থানার এসআই মোঃ খোকন জানান, এ বিষয়ে স্বপন আদালতে মামলা করেছে। মামলার বিষয়টি ঘটনাস্থলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মেজর হাফিজের জামিন

শামীম আহমেদ ॥

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান (সাবেক মন্ত্রী) অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহম্মেদ বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আজ মঙ্গলবার (২১ই) সেপ্টেম্বর বরিশালের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছেন। সাইবার ট্রাইবুন্যালের বিচারক গোলাম ফারুক জামিনের আবেদন মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী ২০১৮ সালে ২৪ ডিসেম্বর জাতীয় নির্বাচন নিয়ে মেজর হাফিজ উদ্দিন আহমেদের সাথে বাবুল বিশ্বাসের নির্বাচনী আইন বর্হিভূত মোবাইলে কথপোকথন হয়। এনিয়ে ভোলা জেলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ের চেয়ারম্যান ফরিদ তালুকদার ওই বছরের ২৮ ডিসেম্বর লালমোহন থানায় ৮ জনকে আসামী করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্তে মামলা থেকে ৬ জন বাদ পরে এবং মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং বাবুল বিশ্বাসের নাম আসামীর তালিকায় রাখা হয়।

পরে মামলাটি উচ্চ আদালত থেকে নিম্ম আদালতে হস্তান্তর করা হয়। আজ তিনি বরিশালের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। মামলার আইনজীবী কাজী এনায়েত হোসেন বাচ্চু বলেন, বিচারক রাষ্ট্র পক্ষের কথা শোনেন এবং আসামীর বয়স বিবেচনায় এনে তাকে জামিন দেন।

এনিয়ে মেজর হাফিজ বলেন, ২০১৮ সালের জাতীয় নিবার্চন অবৈধভাবে ভোট কারচুপির মাধ্যমে হয়েছে। তারই অংশ হিসেবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি কেবল একা নন, যার ধারাবাহিকতায় সাংবাদিকদের বিরুদ্ধেও এখন এই আইনে মামলা হচ্ছে।

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড, মজিবর রহমান সরোয়ার,মহানগর বিএনপি সহ-সাধারন সম্পাদক আনয়ারুল হক তারিন,জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফোরাােমর কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড, আলি হায়দার বাবুল, বরিশাল মহানগর আইন বিষয়ক সম্পাদক এ্যাড, আবুল কালাম আজাদ সহ সহ বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

নলছিটিতে গরু চোর আটক

আরিফুর রহমান, নলছিটি।।
ঝালকাঠির নলছিটিতে শিপন মোল্লা (৪০) নামে এক গরু চোরকে আটক করেছে স্থানীয়রা।

সোমবার (২০ সেপ্টেম্বর ) দিবাগত রাত সাড়ে ১টার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামে এঘটনা ঘটে।

আটককৃত শিপন মোল্লা বরিশাল বন্দরের কাউয়ারচর এলাকার শাহ-আলম মােল্লার ছেলে ।

জানা গেছে , দক্ষিণ ভবানীপুর গ্রামের আবদুল গণি খলিফার বাড়ির গােয়াল ঘরে রাত দেড়টার দিকে একদল গরু চোর হানা দেয় । বিষয়টি পরিবারের লােকজন টের পেয়ে চিৎকার শুরু করে । এ সময় আশেপাশের লােকজন এসে তাকে আটক করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাে .আতাউর রহমান বলেন , রাতে চোর সন্দেহে একজনকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামের লােকজন । তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানাে হয়েছে ।

‘মুকুট মণি’ শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ক্রাউন জুয়েল’ বা ‘মুকুট মণি’ আখ্যায়িত করেছে আর্থ ইনস্টিটিউট, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, গ্লোবাল মাস্টার্স অফ ডেভেলপমেন্ট প্র্যাকটিস এবং ইউএন সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক।

২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন নিয়ে নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানানোর সময় ‘ক্রাউন জুয়েল’ বা ‘মুকুট মণি’ হিসেবে অভিহিত করা হয়।

 

সম্মেলনে অংশ নেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ইউএন সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্কের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স।

অধিবেশনে জেফ্রি স্যাক্স বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সঙ্গে একসাথে হতে পেরে আমরা আনন্দে উদ্বেলিত। আমরা আপনার কথা শুনতে চাই, বিশেষ করে এই জন্যে যে, আমরা যখন পৃথিবীর দেশগুলোর টেকসই উন্নয়ন লক্ষ্যের অগ্রগতি বিশ্লেষণ করি যা প্রতি বছর জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক করে থাকে, ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ বেশিরভাগ ক্ষেত্রেই অগ্রগতিতে বিশ্বে প্রথম হয়েছে। তাই আমরা সেই অর্জনের জন্য আপনাকে অভিনন্দন জানাতে চাই।”

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৪৬ জন হাসপাতালে

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৬ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২১১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯ জন।

মঙ্গলবার বিকালে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২৪৬ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩১ জনে।

 

ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৮৩৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৯৫ জন।