বাবুগঞ্জ আওয়ামীলীগ নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ 

বাবুগঞ্জ প্রতিনিধি:
বরিশাল বাবুগঞ্জ উপজেলা মাধবপাশা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা সৈয়দ তোরাবআলী কে হত্যা চেষ্টা করায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা  অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধায় মাধবপাশা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজিত প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে সাবেক ইউপি চেয়ারম্যান ও মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন হাওলাদার সভাপতিত্বে বক্তারা বলেন,
গত বৃহস্পতিবার ১৬ ই সেপ্টেম্বর  রাত ১০.৩০ মিনিট  সময়  মাধবপাশা ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা সৈয়দ তৈয়ব আলী মাধবপাশা বাজার থেকে বাড়ি ফেরার পথে স্থানিয় রাকিবুল হাওলাদার, সাকিবুল হাওলাদার, শান্ত, হাসান,আরবাশেক, সহ একদল সন্ত্রাসীরা
তৈয়ব আলীর উপর অতর্কিত হামলা চালায় এসময় তৈয়বর আলীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এবিষয় এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ  দায়ের করেছেন  আওয়ামীলীগের নেতা সৈয়দ তৈয়ব আলী। হত্যা চেষ্টা করার সঙ্গে জড়িতদের  চিহ্নিত করে যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করার  আহবান জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আহমেদ স্বপন সরদার,  ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোসলেম আলী সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবুল সমাদ্দার সহ মাধবপাশা সকল ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

ওসির ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন মঠবাড়িয়ার জাপা নেতা: সংবাদ সম্মেলনে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় সাধারন মানুষকে বিভিন্ন মামলায় জড়িয়ে তাদের গ্রেফতার করে আবার ছাড়িয়ে টাকা হাতিয়ে নেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ জন্য সাবেক বিএনপি নেতা ডাকাতি, চোরাকারবারী ও মাদকসহ একাধিক মামলার আসামী ছগির মেম্বার (সাবেক) এবং তুষখালীর চেয়ারম্যান শাহজাহান হাওলাদার মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদলের সাথে সখ্যতা গড়ে এ ধরনের অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সোমবার দুপুরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এ অভিযোগ করেন ভুক্তভোগী উপজেলার তুষখালী গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম। তিনি তার জীবনের নিরাপত্তায় এখানে আসতে বাধ্য হয়েছেন বলে সাংবাদিকদের অবহিত করেন।

এ ব্যাপারে স্বরাস্ট্রমন্ত্রী, আইজিপি, বরিশাল ডিআইজি, পিরোজপুর জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাননি বলে জানান শফিকুল।

শফিকুল বলেন, আমার সাথে দ্বন্দ্ব শুরু হয় বলেশ্বর নদীতে সাধারন ছেলেদের কাছ থেকে ছগির মেম্বরের চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে। চাঁদা উত্তোলন করে তা ওসি ও চেয়ারম্যানকে ভাগা দিতো। এতে বাধ সাধলে আমার বিরুদ্ধে শুরু হয় ষড়যন্ত্র। একইভাবে যারাই তাদের বিরুদ্ধাচারন করে তাদেরকেই গ্রেফতার করে টাকার বিনিময়ে ছেড়ে দিয়ে সাবধান করে দেয়া হয়।

গত ২১ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মঠবাড়ীয়া থানার এসআই পলাশ চন্দ্র রায় তুষখালী বাজার মমতাজ মার্কেটের সামনে ওসি থানায় যেতে সালাম জানিয়েছেন বলে জানান। না যেতে চাইলে এসআই পলাশ ক্ষিপ্ত হয়ে আমাকে গালাগাল করেন এবং গলা ধাক্কা দিয়ে থানার পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়। থানায় নেওয়ার পরে ওসি বাদল এর সামনে হাজির করে। ওসি বলেন তোর নামে অনেক অভিযোগ। তুই এলাকার কাউকে মান্যগন্য কর না, এলাকার চেয়ারম্যানকে তোয়াক্কা কর না, ছগির মেম্বারের কথা শোন না।

এরপর ওসি ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিলে তোকে ছেড়ে দেব, আর কোন অভিযোগ থাকবে না। আমি বাড়ীতে মোবাইল করলে আমার স্ত্রী সালমা বেগম বাসা থেকে ১৫ হাজার টাকা নিয়ে থানায় আসে এবং আমার কাছে দেয়। সেই টাকা থেকে ওসিকে ৬ হাজার এবং এসআই পলাশ চন্দ্র রায়কে ৩ হাজার টাকা দেই। উক্ত টাকা পাওয়ার পর ওসি জানান তোকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছগির আসছে। উক্ত কথা বলতে না বলতেই ছগির ও ইউপি চেয়ারম্যান শাজাহানের ছেলে শামিম ওসির রুমে প্রবেশ করে।

ওসিকে আমি বলি আমাকে ধরিয়ে সে আবার আমাকে ছাড়াবে এটা কেমন বিষয়। এতে ক্ষিপ্ত হয়ে রাত ১১টার দিকে থানার ভিতরে ওসির সামনে আমাকে বেদম মারধর করে ছগির। মারধর শেষে রাত সাড়ে ১১টার দিকে থানা হাজতে রাখা হয় এবং ছগির মেম্বারের নির্দেশে ছোট মাছুয়া নিবাসী তাসলিমা বেগমকে বাদী করে মারামারির মিথ্যা মামলায় পরের দিন কোর্টে প্রেরণ করা হয়। ওই মামলায় ২০দিন জেল খেটে বর্তমানে জামিনে রয়েছি। এরপরও ওসিসহ ওই তিনজন আমাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। তাদের হয়রানিতে আমি দিশেহারা হয়ে পড়েছি।

তিনি বলেন, তুষখালী ইউপি চেয়ারম্যান শাজাহান আন্তর্জাতিক চোরাকারবারি চক্রের অন্যতম সদস্য। ২০০৭ সালে সে বঙ্গোপসাগর হয়ে সুন্দরবনের উপকুলীয় এলাকায় ভারত থেকে আনা ৫ কোটি টাকার ভারতীয় কাপড়সহ কোষ্টগার্ডের হাতে ধরা পরে জেল খেটে আবার জামিনে বের হয়।

ছগির মেম্বার ও শামিম মঠবাড়ীয়া থানার কুখ্যাত ডাকাত ও চোরা কারবারী। ছগির মেম্বারের বিরুদ্ধে মঠবাড়ীয়া থানায় ৪টি মামলা রয়েছে। এছাড়াও পিরোজপুর সদর থানায় মামলা রয়েছে। ঢাকা মতিঝিল থানায় তার নামে সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনে ১টি মামলা রয়েছে। যা ডিবি পূর্ব বিভাগ ডিএমপি তদন্তাধীন আছে। তার বিরুদ্ধে বন নিধন আইনে একাধিক মামলা রয়েছে।

ছগির মঠবাড়ীয়া উপজেলা বিএনপির সাবেক সমাজকল্যান বিষয়ক সম্পাদক ছিলেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আওয়ামীলীগ নেতাদের সাথে সখ্যতা গড়ে আওয়ামীলীগ নেতা বনে যান।

তারা আমিসহ (শফিকুল) সাধারন মানুষকে হয়রানি করে আসছে। তাদের থানায় ধরে নিয়ে যায়। আবার ছগির গিয়ে ছাড়িয়ে নিয়ে আসে। এভাবে চলছে ওসি নুুরুল ইসলামের সাথে একাধিক মামলার আসামীদের অনৈতিক কর্মকান্ড। আমি ওই সকল ব্যক্তিদের বিরুদ্ধে সোচ্চার থাকায় আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে ওসিসহ তার মদদদাতারা। যে কোন সময় আমাকে হত্যা করে গুম করা হতে পারে বলে আশংকা করছেন তিনি।

এ ব্যাপারে মঠবাড়িয়ায় থানার ওসি নুরুল ইসলাম বাদল বলেন, ঘুষ চাওয়ার বিষয়টি সঠিক নয়। অভিযোগকারী শফিকুল ইসলামের সাথে থানায় বসে ছগির মেম্বারের সমঝোতার এক পর্যায়ে ছগির মেম্বার মারতে উদ্ধত হলে তাকে আমি নির্বৃত্ত করেছি। এর বেশী কিছু আমার জানা নেই।

লালমোহন উপজেলা কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত নির্বাহী অফিসারের মতবিনিময় সভা

লালমোহন ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় সকল কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সাথে মতবিনিময় সভা ও ‘করোনাকালে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। ( ২০ সেপ্টেম্বর) রোজ সোমবার  ১২ ঘটিকায় লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালমোহন প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে  আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম জনি, সহ-সভাপতি এসবি মিলন, সাবেক সাধারন সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার রাব্বি,প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক ফোরামের সভাপতি  এনামুল হক রিংকু, প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক ইউনিয়ন  এর সভাপতি শাহিন আলম মাকসুদ, প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নুরুল আমিন ,প্রেসক্লাবের সদস্য জাহিদুল ইসলাম দুলাল, শাহিন কুতুব, প্রমূখ। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক জসিম উদ্দিন, রুহুল আমিন, অপু হাসান, আব্দুর রহমান নোমান, আবদুল হান্নান, হারুনুর রশিদ, ইউসুফ আহমেদ , ওমর রায়হান অন্তর, মাসুম বিল্লাহ, এ রিপন, ইব্রাহিম আকাশ,আল নাইম , নজরুল ইসলাম প্রমূখ।

বিরোধী দলের পক্ষ থেকে নিরেপক্ষ তত্বাবধায়ক সরকারে দাবী করা হচ্ছে এটা নিতান্তই তাদের মুর্খতা – শ ম রেজাউল করিম

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল এমপি বলেছেন, ‘ইলিশের উৎপাদন বৃদ্ধিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ব্যাপক পরিকল্পনা নিয়েছেন। দেশের যে প্রান্তেই ইলিশ বাড়ানো যায় কিংবা বাচ্চা দিতে পারে সকল বিষয়গুলোকে আমরা বিবেচনার ভিতরে রেখেছি। আমাদের টার্গেটটা হচ্ছে বাংলাদেশের কোন জলাশয় অব্যবহৃত থাকবেনা। যেখানে যে প্রকৃতির মাছ উৎপাদন করা যায় আমরা তার উৎপাদনে সকল সহায়তা করব। আন্ধারমানিক নদীসহ যেসব নদীতে আগে ইলিশ ছিল, এখন নেই, কেন নেই তা আমরা গবেষণা করছি। কোন কোন জায়গায় নদীর পরিবেশ নষ্ট হয়ে গেছে, গভীরতা কমে যাওয়া, সেসব রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ইলিশ যেখানে ডিম ছাড়ে সেই সময় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা, নানা প্রাকৃতিক পরিবেশের কারনে ইলিশ তার স্থান পরিবর্তন করে। যেখানে ইলিশ একসময় ছিল সেখানেই আবার যাতে ইলিশের উৎপাদন বাড়ানো যায় তার ব্যাপক পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। আশা করি অতীতের মতো এই অঞ্চলে আবার ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। এ সময় তিনি আরো বলেণ,বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যাবস্থয় নির্বাচনে অংশ গ্রহণ করার অধিকার রয়েছে সকল নিবন্ধীত রাজনৈতিক দলের । দলের বাইরেও স¦তন্ত্র যদি কেউ নির্বাচন করেত চান তাইলে নির্বাচন করতে পারবেন। আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচন কমিশন । এটা কখনও সরকার করেনা। অনেকের ভুল ধারনা বলে সরকার নির্বাচন করবে। নির্বাচন করবে নির্বাচন কমিশন বাংলাদেশের সাংবিধানের আলোকে। বিরোধী দলের পক্ষ থেকে নিরেপক্ষ তত্বাবধায়ক সরকারে দাবী করা হচ্ছে। এটা নিতান্তই তাদের মুর্খতা। কারন সাংবিধানে এ জাতীয় কোন সরকার ব্যবস্থা নেই। অতীতে সংযুক্ত করা হলেও উচ্চ আদালত বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় অনির্বাচিত কাউকে রাষ্ট্র ক্ষমতায় দেওয়ার কোন বিধান নেই। বিএনপি ও তার জোট যেটা দাবি করছেন, তা সংবিধান পরিপন্থী। সংবিধান পরিপন্থী কোন নির্বাচন বা কোন প্রক্রিয়া শেখ হাসিনার সরকার ও বাংলাদেশের মানুষও হতে দেবে না। তাদের যদি ক্ষমতায় যেতে হয় মানুষের জনমত যাচাইয়ের জন্য নির্বাচনে আসতে হবে। মানুষ ভোট দিবে, ভোটের মধ্য দিয়ে সরকার নির্বাচিত হবে।
অবরোধকালীন সময় ভারতীয় জেলেদের ইলিশ ধরে নেয়ার বিষয় এক প্রশ্নের উত্তরে মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, আমরা ভারতের যে প্রান্তের সঙ্গে বাংলাদেশ প্রান্তের সংযুক্ত রয়েছে। আমরা একই সময় যাতে মৎস্য আহরণ বন্ধ রাখা যায় সেই প্রক্রিয়া কার্যকর করা শুরু করেছি। ভারতীয় হাই কমিশনারের সঙ্গে এ বিষয় কথা হয়েছে। অদুর ভবিষ্যতে এ সমস্যা আর থাকছে না।’
সোমবার দুপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নদী উপকেন্দ্র কলাপাড়ায় নবনির্মিত তিনতলা অফিস কাম গবেষণাগার ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেছেন। এসময় বিশেষ অতিথি ছিলেন, বিএফডিসির চেয়ারম্যান অতিরিক্ত সচিব কাজী হাসান আহমেদ, সচিব মুহাম্মদ হরুন-অর-রশীদ, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক জামাল হোসেন মজুমদার, বিএফডিসির পরিচালক (অর্থ) মঞ্জুর হাসান ভুইয়া, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়ার ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ আলী প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশ উপকূলে সী উইড চাষ এবং সী উইড জাত পণ্য উৎপাদন গবেষণা শীর্ষক প্রকল্পের আওতায় কলাপাড়ায় ইনস্টিটিউটের নদী উপকেন্দ্রে অফিস কাম গবেষণাগার ভবন নির্মান করা হয়েছে। এরপরে মন্ত্রী কলাপাড়া উপজেলার মৎস্য বন্দর মহিপুর এবং আলীপুরে বিএফডিসির নবনির্মিত মৎস্য অবতরন কেন্দ্র দু’টির উদ্বোধন করেন। মন্ত্রী সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জেলেদের আহরিত ইলিশসহ সকল মাছের গুনগত মান রক্ষা করে বিক্রি করতে পারবে তার জন্য অবতরন কেন্দ্রে সকল সুযোগ তৈরি করা হয়েছে।
মহিপুর এবং আলীপুরে মৎস্য অবতরন কেন্দ্র উদ্বোধনকে ঘিরে জেলে ও ট্রলার মালিকসহ সাধারণ মানুষের মধ্যে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। ১৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয় মহিপুরে এক একর ৯ শতক জমির ওপর এবং ১৫ কোটি টাকা ব্যয় আলীপুরে মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। দুটি অবতরন কেন্দ্রে রয়েছে ৪০ কক্ষের আড়ত ভবন। ১০ হাজার বর্গফুটের একটি করে অকশন শেড। দুই হাজার বর্গফুটের একটি করে প্যাকিং শেড। একটি করে পর্যবেক্ষণ কক্ষ। একটি করে বিদ্যুত উপকেন্দ্র। ১০টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন বরফকল। কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবন। একটি করে পাম্প হাউস। দুইটি করে নিরাপত্তা কক্ষ। একটি করে গণ সৌচাগার। সাত হাজার বর্গফুট আয়তনের ট্রাক পার্কি এরিয়া। একটি করে গ্যাংওয়ে ও পন্টুন নির্মাণ করা হয়েছে। তবে আলীপুর অবতরণ কেন্দ্রে দুইটি অকশন শেড বেশি নির্মাণ করা হয়েছে। দু’টি অবতরন কেন্দ্রে দুইজন ব্যবস্থাপকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দেয়া হয়েছে। রয়েছে চারজন বরফকল অপারেটর। এই দুটি মৎস্য অবতরণ কেন্দ্র চালু হওয়ায় জেলেরা আহরিত মাছের গুনগত মান পরীক্ষা করে বাজারজাত করতে পারবেন। এছাড়া মাছ বাছাইকরণ, গ্রেডিং করা, পাইকারি বিক্রির সুবিধা, প্যাকিং সুবিধা ছাড়াও ট্রাকে তুলে মাছ দেশের বিভিন্ন মোকামে বিক্রি করতে পারবেন। যানবাহন চলাচলের জন্য মহিপুরে প্রায় তিন কোটি টাকা ব্যয় ৮০০ মিটার আরসিসি সড়ক এবং আলীপুরে ৭৪ লাখ ৯৬ হাজার টাকা ব্যয় ৪০০ মিটার সড়ক নির্মাণ করা হবে বলে সংশ্লিষ্ট সুত্রে নিশ্চিত হওয়া গেছে। মৎস্য অবতরন কেন্দ্র দু’টির উদ্বোধনকে ঘিরে জেলেরা ছিল উৎফুল্ল।

ব্র্যাক জেন্ডার জাষ্টিস অ্যান্ডডাইভারসিটি কর্মসূচির ইনসেপশন মিটিং অনুষ্ঠিত

ব্র্যাক জেন্ডার জাষ্টিস অ্যান্ডডাইভারসিটি কর্মসূচির আয়োজনে বরিশাল ব্র্যাক লার্নিং সেন্টারে ইনসেপশন মিটিং অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ব্র্যাক জেলাসমন্বয়ক বিভাষ চন্দ্র তরফদার এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ডডাইভার সিটি প্রধান কার্যালয়ের প্রোগ্রাম ম্যানেজার ড. বিশ^জিৎরায় চৌধুরী। কর্মসূচির পরিচিতি ও উদ্দেশ্য উপস্থাপন করেন বরিশাল আঞ্চলিক ব্যবস্থাপক জেন্ডার মেইন স্ট্রিমিং মো: সেলিম মোল্লা। ইনসেপশন মিটিং অনুষ্ঠান সঞ্চালণ করেন পটুয়াখালী ব্যবস্থাপক জেন্ডার মেইনস্ট্রিমিং এস,এম আফছার হোসেন , বরিশাল ডিভিশনাল ম্যানেজার, মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচিভিত্তিক বক্তব্য প্রদান করেন শ্যাম সরকার, শাহিনুর রহমান, ডিভিশনালম্যানেজার স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি।
ভিডিও শো প্রর্দশন করেন আঞ্চলিক ব্যবস্থাপক মনিটরিং মো: মেহেদী হাসান এবং আঞ্চলিক ব্যবস্থাপক, অর্গানাইজেশন ডেভেলপমেন্ট, মোঃ বাবুল হোসেন, এছাড়া আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলার অর্šÍগত ব্র্যাকের সকল কর্মসূচি, বিভাগ এবং এন্টারপ্রাইজের সকল স্থানীয় পর্যায়ের প্রতিনিধি বৃন্দ।সভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন, ব্র্যাক নারীর ক্ষমতায়ন এবং জেন্ডার সমতায় যে কাজ করছে তা খুবই প্রশংসার দাবি রাখে। এখন সময় এসেছে তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার আদায়ে কাজ করা এবং হিন্দু আইনে সম্পদ ও সম্পত্তিতে নারীর অধিকার বাস্তবায়ন করার।

বরিশালে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ

বরিশাল:
‘রাজনীতি যার যার, শ্রমিক স্বার্থে এক কাতার, শ্রমিক ছাটাই নির্যাতন বন্ধ করো’ এই শ্লোগানে বরিশালে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার সকাল ১০টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ করেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বরিশাল জেলা পরিচালনা পরিষদ। পরবর্তীতে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর মাধ্যমে শ্রম প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পেশ করেন। সমাবেশে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট এ. কে. আজাদ, এম জি ফারুক, মো. ফয়েজ, মো. আব্দুর রব, এম এ জলিল প্রমুখ। এসময় তারা বলেন, গত ৮ জুলাই নারায়ণগঞ্জ সেজান জুস কারখানায় অগ্নিকান্ডে ৫২ জন শ্রমিক হত্যা ও শতাধিক আহত করায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি, কারখানায় বা কর্মস্থলের নিরাপত্তা বিধান, আহত শ্রমিকদের সুচিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান, অগ্নিকান্ডে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ সহ শ্রমিক ছাঁটাই নির্যাতন বন্ধ, শ্রমিক কর্মচারীদের বকেয়া পরিশোধ, বেসরকারী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের নিয়োগপত্র, সার্ভিস বুক প্রদান, রেশনিং ব্যবস্থা চালু, অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের সারা বছরের কাজ এবং ষাটোর্ধদের পেনশন দেয়ার দাবী করেন তারা।
সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা।

বরিশালে ১০৪ অসহায় মানুষের মাঝে চেক বিতরণ

শামীম আহমেদ ॥
বরিশালে ১০৪ জন দুস্থ অসহায় মানুষের মাঝে ৪ লাখ ৪৬ হাজার টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক। সোমবার দুপুর ১ টার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে মঞ্জুরীকৃত অনুদানের আর্থিক সহায়তার এ চেক বিতরণ করা হয়। বরিশাল জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশালের উপপরিচালক দিলারা খানম, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ।

বিসিসি’র উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

শামীম আহমেদ ॥
বরিশাল সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর জাহাঙ্গির হোসেন এর মৃত্যুর ৯ মাস পরে আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে উপ-নির্বাচন। উপ-নির্বাচনে ওই ওয়ার্ডে অংশ নিতে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিল। আজ সোমবার বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অংশ নিতে যাওয়া ৩ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এসময় কাউন্সিলর প্রার্থী সৈয়দ গোলাম কবির মামুন কে (লাটিম), মোঃ জাহিদ হোসেন কে (ঘুড়ি) ও মোঃ হুমায়ুন কবির কে (ঠেলাগাড়ী) প্রতীক দেয়া হয়। অনুষ্ঠানে কর্মকর্তারা বলেন, ২৮ নং ওয়ার্ডে অনুষ্ঠিত উপ-নির্বাচন কে সুষ্ঠ করতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন নেয়া হবে। প্রতীক বরাদ্ধ অনুষ্ঠানে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, সহকারি রিটানিং কর্মকর্তা মোঃ আঃ মান্নান।

বরিশালে প্রণোদনার ঋণ বিতরণের লক্ষ্যে মতবিনিময় সভা

শামীম আহমেদ ॥
বরিশালে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণের লক্ষ্যে অংশীদার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসনের সহযোগিতায় এবং এসএমই ফাউন্ডেশনের আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক সুমন চন্দ্র সাহা ও রাহুল বড়ুয়া। এছাড়া জেলা প্রশাসনের এনডিসি মো. নাজমূল হুদা, সরকারি-বেসরকারি ব্যাংক, বিসিক, উইমেন চেম্বার এবং জেলা চেম্বারের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, করোনাভাইরাসের প্রভাবে দেশের ছোট বিভিন্ন শিল্প উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের বাঁচিয়ে রাখতে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণ করছে সরকার। প্রধানমন্ত্রী ঘোষিত ২য় ধাপের প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণের লক্ষ্যে অংশীদার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মে মাসের পর করোনায় সর্বনিম্ন মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ২৫১ জনে। এর আগে গত ২৭ মে করোনায় দেশে ২২ জনের মৃত্যু হয়েছিল। এর প্রায় চার মাস পর দেশে করোনায় সর্বনিম্ন মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৫৫ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জনে।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩ হাজার ১০৬ জন। ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৪৩১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫ দশমিক ৬৭ শতাংশ।