শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, সম্পাদক সোহেল রানা

চলতি সেপ্টেম্বরেই নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূর। নতুন দলের নাম এখনও চূড়ান্ত না হলেও এ নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে আব্দুর রহমানকে সভাপতি, সোহেল রানাকে সাধারণ সম্পাদক ও রিজুওয়ানুল ইসলাম সজীবকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন কমিটির ঘোষণা দিলেন নূর।

আজ শুক্রবার ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সারাদেশের বিভিন্ন ইউনিটের প্রতিনিধি সভায় এ কমিটির ঘোষণা দেন ডাকসুর সাবেক এই ভিপি। এর আগে, নূর গঠন করেছেন ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, পেশাজীবি অধিকার পরিষদ ও পেশাজীবি অধিকার পরিষদসহ ৫টি অঙ্গসংগঠন।

এরই মধ্যে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের বর্তমান সমন্বয়ক নুরুল হক নূর। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন আরিফুল ইসলাম। এছাড়া কমিটির দপ্তর সম্পাদক আব্দুল করিম, অর্থ সম্পাদক আসাদুজ্জামান নুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাব্বানি মিয়া রাঙা, ক্রীড়া সম্পাদক মো. ফয়সাল আহমেদ, সমাজসেবা সম্পাদক  জাহিদ হাসান ও নারী বিষয়ক সম্পাদক সুরাইয়া হাসান প্রমুখ।

 

এর আগে, নূর তার নতুন রাজনৈতিক দলের বিষয়ে জানিয়েছিলেন- তিনি যে দল গড়বেন তা কোনো পন্থি হবে না। এটি হবে গণমানুষের জন্য। নূর জানান, আমাদের দেশের রাজনীতিকে অনেকে বামপন্থি ও ডানপন্থি ধারায় বিভক্ত করে। তবে আমাদের চিন্তাভাবনা হচ্ছে কোন পন্থি না হয়ে দল হবে গণমানুষের জন্য, আমরা গণমানুষের অধিকার আদায়ে কাজ করবো।

টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে প্রধান অর্থনীতির দেশগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে সকল অংশীজনের সঙ্গে কাজ করার জন্য বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, পরবর্তী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রধান অর্থনীতির দেশগুলোকে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্বব্যাপী সকল অংশীজনদের সঙ্গে কাজ করতে হবে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকা ‘মেজর ইকোনমিজ ফোরাম অন এনার্জি অ্যান্ড ক্লাইমেট’ শীর্ষ সম্মেলন শীর্ষক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে পূর্বে ধারণ করা ভাষণে প্রধানমন্ত্রী ফোরামের বিবেচনার জন্য ছয় দফা প্রস্তাব রাখেন।

প্রধানমন্ত্রী তার প্রথম প্রস্তাবে প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলোকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্যে তাদের কার্বন নির্গমন হ্রাস করার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

শেখ হাসিনা তার দ্বিতীয় প্রস্তাবে বলেন, জলবায়ু তহবিলের জন্য উন্নত দেশগুলোর বার্ষিক ১০০ বিলিয়ন ডলারের অঙ্গীকার পূরণ করতে হবে এবং অভিযোজন ও প্রশমনের মধ্যে ৫০:৫০ বিতরণ করতে হবে।

তৃতীয় প্রস্তাবে প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তি হস্তান্তরের পাশাপাশি সবচেয়ে কার্যকর জ্বালানি সমাধান নিয়ে এগিয়ে আসার জন্য উন্নত দেশগুলোর প্রতি তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করেন।

তাঁর চতুর্থ প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উত্তরণের ক্ষেত্রে, জাতি-রাষ্ট্রগুলোর সংশ্লিষ্ট উন্নয়ন অগ্রাধিকারগুলোর হিসাব নেয়া এবং তাদের অভিজ্ঞতার ভিত্তিতে লোকসান ও ক্ষতির বিষয়গুলো বিবেচনা করা উচিত।

প্রধানমন্ত্রী তার পঞ্চম প্রস্তাবে বলেছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবনাক্ততা বৃদ্ধি, নদীর ভাঙন, বন্যা ও খরার কারণে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশের ভাগ করে নেওয়া দরকার।

তিনি আগামী নভেম্বরে গ্লাসগোতে অনুষ্ঠিতব্য কপ২৬ সম্মেলনে দৃঢ় ও তাৎপর্যপূর্ণ ফলাফল কামনা করেন এবং এ লক্ষ্যে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সবচেয়ে বেশি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। তিনি আরও বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবনাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন, বন্যা ও খরার প্রভাব ছাড়াও ১১ লক্ষ রোহিঙ্গা জোরপূর্বক মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হওয়ার কারণে বাংলাদেশ গুরুতর জলবায়ু প্রভাবের সম্মুখীন হচ্ছে।

জলবায়ু পরিবর্তন অভিযোজন ও প্রশমন প্রচেষ্টায় তার সরকার অগ্রণী হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সম্প্রতি একটি উচ্চাকাঙক্ষী ও হালনাগাদকৃত এনডিসি জমা দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের সর্বাধিক বিস্তৃত অভ্যন্তরীণ সৌরশক্তি কর্মসূচি গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ‘মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা’ বাস্তবায়ন করতে যাচ্ছে যা জলবায়ু ঝুঁকি থেকে জলবায়ু সহিষ্ণুতা এবং তা থেকে জলবায়ু সমৃদ্ধি পর্যন্ত একটি যাত্রা।

জলবায়ু ঝুঁকি ফোরাম (সিভিএফ) এবং ভি-২০’র সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মূল লক্ষ্য হচ্ছে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ তুলে ধরা।

তিনি আরও বলেন, ঢাকায় গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমেও বাংলাদেশ সেরা অনুশীলন ভাগ করে নেয়।

বরিশালে বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যু

বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুতে বাসের চাপায় পিষ্ট হয়ে দুই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আরো একজনকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বরিশাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থীরা হলেন, বাকেরগঞ্জ পৌর শহরের সুমন হাওলাদারের পুত্র সিয়াম ও জয়দেব দাসের পুত্র চয়ন দাস। তারা দুজনই বাকেরগঞ্জ জেএস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

এছাড়া রাব্বি নামে আরেকজন মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের বন্ধু রাকিব ও তপু জানান, বাকেরগঞ্জ জেএস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আমরা ৬টি মোটরসাইকেলে ১৮ জন বরিশালে ঘুরতে আসি। দপদপিয়া ব্রিজে ওঠার সময়ে পিছন দিক থেকে একটি বাস এসে চয়ন, সিয়াম ও রাব্বিকে বহনকারী মোটরসাইকেলটি চাপা দেয়। তারা ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হন। পরে আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মাহাতাব হোসেন সিয়াম ও চয়নকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। তিনি জানান, দুর্ঘটনার পরে রুপাতলী বাস মালিক সমিতির রাতুল-রোহান নামক পরিবহনটি আটক করা হয়েছে।

১৭ ই সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস উপলক্ষে প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহের সমাবেশ অনুষ্ঠিত

আজ ১৭ সেপ্টেম্বর ২০২১, জাতীয় শহীদ মিনারে মহান শিক্ষা দিবস উপলক্ষে প্রগতিশীল ৮টি ছাত্র সংগঠনের সমাবেশ অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এর সহ—সভাপতি ছায়েদুল হক নিশানের সঞ্চালনায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহ—সভাপতি অনিক রায়। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মইনুদ্দিন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সহ—সভাপতি দীপা মল্লিক, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দীলিপ রায়, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সভাপতি আতিফ অনিক, পাহাড়ী ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক শুভাশিষ চাকমা। সমাবেশ শেষে একটি মিছিল শহীদ মিনার চত্বর হয়ে টিএসসি দিয়ে শাহবাগ প্রদক্ষীণ করে শেষ হয়।

বক্তারা বলেন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনে মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহ যে কারণে তাদের জীবন উৎসর্গ করেছিল সেই দাবী আমাদের আজও পূরণ হয়নি। মুক্তিযুদ্ধের ৫০ বছর অতিক্রম করে আজও শাসকশ্রেণী শিক্ষা সংকোচন নীতি বাস্তবায়ন করে চলেছে, সার্বজনীন শিক্ষার অধিকার ভূলুণ্ঠিত করছে, করোনাকালীন সময়ে আমরা এর নজির দেখতে পাই। দেশের শিক্ষা ব্যবস্থা বলে যে একটা কথা আছে তা করোনাকালীন সময়ে মানুষ ভুলতে বসেছে। শিক্ষা ছাড়াই একটা জাতী চলতে পারে এই নজির আওয়ামীলীগ সরকার তৈরী করেছে।

বক্তারা আরও বলেন, ১৯৬২ সালে পাকিস্তানীরা তাদের মতাদর্শ বাস্তবায়ন করার জন্য ‘শরিফ কমিশন’র মাধ্যমে যে শিক্ষানীতি তৈরি করেছিল আজও আমাদের দেশের যে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ ঠিক একইভাবে কবির চৌধুরীর শিক্ষানীতির মাধ্যমে দলীয় মতাদর্শ বাস্তবায়ন করতে চায় এবং একদল এমন মানুষ তৈরী করতে চায় যারা হবে মানবিক বোধহীন দক্ষ টেকনিশিয়ান। করোনাকালীন সময়ে তারা শিক্ষার সিলেবাস ও শিক্ষার্থী মূল্যায়নে যে পরিবর্তন আনছে এটা তারই নমুনা। একদিকে তারা এটা করছে আরেকদিকে ধর্মীয় মৌলবাদী শক্তি হেফাজত ইসলামের সাথে আপোস করে শিক্ষার নীতি এবং পাঠ্যক্রমে পরিবর্তন আনছে, যা ৬২ টির শিক্ষা আন্দোলনের চেতনার পরিপন্থী।

সভাপতির বক্তব্যে মাসুদ রানা বলেন, ১৯৬২ সালে দেশ পরাধীন ছিল। তখন এই পরাধীনতার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা আশা করেছিলাম যে দেশ স্বাধীন হলে মানুষের শিক্ষার অধিকার নিশ্চিত হবে। শিক্ষা বাণিজ্য বন্ধ হবে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম স্বাধীনতার পর পঞ্চাশ বছরে যারাই দেশ পরিচালনা করেছে, সেটা আওয়ামী লীগ হোক আর বিএনপি ই হোক ওই একই কায়দায় পূর্বের সরকারগুলোর শিক্ষানীতি বাস্তবায়ন করেছে। ইতিহাসকে স্মরণ করার তাৎপর্য এখানেই যে আজকের দিনেও শিক্ষার উপর শাসক শ্রেণীর আক্রমণের চক্রান্ত রুখে দিতে হবে। সেই জায়গা থেকেই আজকে আমরা শিক্ষা দিবস পালন করছি।

আজ মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
আজ মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী পরিষদ ২০২১-২২ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এতে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন শিক্ষক আক্তার হোসেন খোকন ও ইউপি সচীব ভাস্কর চন্দ্র পাল। ২০২১-২২ কার্যকরী পরিষদ নির্বাচনে কমিশন কর্তৃক ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শুক্রবার বিকালে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অবস্থিত ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তারা ১৮ই সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিতব্য নির্বাচন উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হবে বলে জানান। মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি পরিষদ ২০২১-২২ নির্বাচনে সভাপতি পদে মোঃ নজরুল ইসলাম ও মোঃ আবুল কালাম, সহ-সভাপতি পদে আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক পদে এহসান রেজা জিতু ও সঞ্জয় দেবনাথ, যুগ্ম-সাধারন সম্পাদক পদে মনিরুল মোর্শেদ রবিন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ স্বপন হাওলাদার ও মোঃ শামীম খান, কোষাধ্যক্ষ পদে মাহমুদুল হাসান ফরিদ, নির্বাহী সদস্য পদে জাহিদুল বারী খোকন ও নুর মোহাম্মদ জুয়েল প্রতিদ্বন্দীতা করছেন। উল্লেখ্য, মেহেন্দিগঞ্জে বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে ২০০০ সালে মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব নামে ঐতিহ্যবাহী এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছর গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটে ভোটের মাধ্যমে সাংবাদিকবৃন্দ তাদের নেতৃত্ব নির্বাচন করে থাকেন।

আইপিডিজি ডিস্ট্রিক গভর্নরকে রোটারি ক্লাবের শুভেচ্ছা

আইপিডিজি ডিস্ট্রিক ৩২৮১, ২০২০-২১এর গভর্নর মো. রুবায়েত হোসেনকে বরিশাল সার্কিট হাউজে ফুলেল শুভেচ্ছা জানান রোটারি ক্লাব অব বরিশালের সভাপতি মাহামুদুল হক খান মামুন ও সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন ডিস্ট্রিক কমিটির চেয়ারম্যান রোটারীয়ান হান্নান মল্লিক, এডিশনাল ডিস্ট্রিক ট্রেইনার রোটারীয়ান রাসেল খান, আইপিপি ইসমাইল হোসেন সিরাজি, আইপিপি শেখ সাদি খান, আইপিপি ফেরদৌস, আইপিপি একে আজাদ, ডিস্ট্রিক ডেপুটি ট্রেইনার মাহতাব উদ্দিন আল-মাহমুদ, গ্রেটার বরিশালের সভাপতি আবদুল হালিম ভুইয়া, বরিশাল মেট্রোপলিটনের সভাপতি হাসনাইন চৌধুরী, বরিশাল নিউ সিটির সভাপতি কাজী আল-মামুন, রূপাতলীর সভাপতি শেখর দাস শিবু প্রমূখ।

পাবলিক প্লেসে নারীর নিরাপত্তায় জোর দিতে হবে

ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয় নারী ও কন্যাশিশুরা। জন সমাগমস্থল ও চলার পথকে নারীদের জন্য নিরাপদ করতে আরো বেশি গুরুত্ব দিতে হবে। নারীর প্রতি সহিংসতা ও হয়রানি রোধে জনসচেতনতার কোন বিকল্প নেই। একজন নারীর নিরাপত্তা ও চলার পথকে মসৃন করতে হলে, তাঁকে অবশ্যই উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি এগিয়ে আসতে হবে তরুণ সমাজকে। বরিশালে  “জনস্থানে নারীর নিরাপত্তা ক্যাম্পেইন”  বিষয়ক এক বিভাগীয় কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। জাতীয় মানবাধিকার কমিশন, সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন’র (সিআরআই) ইযুথনেট ফর ক্লাইমেট জাস্টিনের যৌথ উদ্যোগে যুব স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধিমূলক  কর্মশালার আয়োজন করা হয়।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি’র হিউম্যান রাইটস প্রোগ্রাম-এর সহযোগিতায় আয়োজিত কর্মশালাটিতে বরিশালের ২৫ জন যুব সংগঠক অংশগ্রহণ করে নারীর প্রতি নিরাপদ চলাচল নিশ্চিতে অঙ্গীকার করেন। নগরীর এবিসি ফাউন্ডেশনে অনুষ্ঠিত কর্মশালায় ক্যাম্পেইনের লক্ষ্য-উদ্দেশ্য, অংশগ্রহণমূলক পরিস্থিতি বিশ্লেষন, অংশীদার বিশ্লেষন এবং তাদের দায়িত্ব নির্ধারণসহ প্রচারাভিযান সফল করার মূলনীতি নিয়ে আলোচনা এবং দলীয় কাজের উপস্থাপন করা হয়। সহায়ক হিসেবে কর্মশালা পরিচালনা করেন জেলা প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ ও ইয়ুথনেটের সমন্বয়কারী সোহানুর রহমান। কর্মশালায় নারীর প্রতি জেন্ডার প্রতি জেন্ডার-ভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি নিয়ে আলোচনা করেন ইউএনডিপির জেন্ডার বিশেষজ্ঞ বিথিকা হাসান এবং হয়রানির শিকার হওয়া নারীদের দোষারোপের সংস্কৃতি নিয়ে কথা বলেন আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল।  অনলাইনে যুক্ত হয়ে ইয়ুথনেটের প্রধান সমন্বয়কারী শাকিলা ইসলামে এবং  ইয়ং বাংলার অ্যাসিস্ট্যান্ট কোর্ডিনেটর ইসরাত জাহান তন্বী জানান, পুরুষতান্ত্রিক  সমাজে নারীকে তাঁর যোগ্য সম্মান ও অর্জিত জ্ঞান প্রয়োগের তেমন কোন সুযোগই দেয়া হয়না। ঘর থেকে বেরোনোর পরই এক অজানা আতঙ্কে দিন কাটাতে হয় প্রায় প্রতিটি নারীকে। নিজের নিরাপত্তার কথা ভেবেই হারিয়ে যায় হাজারো সম্ভাবনাময় নারী ঠিক কিছু কুৎসিত মানুষের চিন্তাধারার ন্যায় চির অন্ধকারে। তাই পুরুষতান্ত্রিক আচরণের পরিবর্তনের মাধ্যমে জনস্থানকে নারীর জন্য নিরাপদ করে তোলাই এই প্রচারাভিযানের উদ্দেশ্য।  ক্যাম্পেইনটি অনলাইন প্লাটফর্মে সারা দেশব্যাপী পরিচালিত হলেও বিশেষ বিবেচনায় বাংলাদেশের ১০টি এলাকায় সি. আর. আই – এর ইয়ুথ প্লাটফর্ম ইয়ং বাংলার ১০টি সংগঠন এর মাধ্যমে মাঠ পর্যায়ে পরিচালিত হচ্ছে।
ইউএনডিপির কমিউনিকেশন এক্সপার্ট আলি মোহাম্মদ আব্দুল্লাহ চৌধুরী অনলাইনে প্রশিক্ষণার্থীদের সাথে যুক্ত হয়ে  একজন নারী সহিংসতার শিকার হলে তার কি কি করনীয় কিংবা একজন স্বেচ্ছাসেবী হিসেবে তরুণদের কি করনীয়, কাদের সাথে যোগাযোগ করতে হবে এসব বিষয়ে পরিষ্কার ধারণা দেন। তাছাড়াও একটি ক্যাম্পেইন পরিচালনা করতে হলে শক্তি, দুর্বলতা সুযোগ এবং হুমকি এর সম্মুখীন হয়ে কিভাবে কার্যক্রম পরিচালনা করা যায় এগুলো বিশ্লেষণ করে যে ক্যাম্পেইন পরিচালনা করতে হবে যাতে নিরাপদে ক্যাম্পেইন করা যায় এ সকল বিস্তারিত আলোচনা হয়।   এলাকাভিত্তিক (শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার,জনসমাগমের স্থান, রেলওয়ে স্টেশন, সমাবেশের স্থান, সেবা প্রতিষ্ঠান, সাইবার জগৎ)  স্টেকহোল্ডারদের খুঁজে বের  করে প্রচারাভিযান পরিচালনার জন্য তরুণদের দলে বিভক্ত করে দল গঠন  ও দায়িত্ব বন্টন করা হয়।
কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতীকি যুব সংসদের চেয়ারপার্সন আমিনুল ইসলাম (ফিরোজ মোস্তফা), প্রোগ্রাম ম্যানেজার ময়ূরী আক্তার টুম্পা ও আভাসের প্রকল্প কর্মকর্ত া আলী আহসান প্রমুখ।

পরকীয়ার জেরে যুবক খুন; তিন বন্ধু গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের বিরোধের জেরে গলায় রশি বেঁধে গজারী বনে গাছের ডালে ফাঁসিতে ঝুলিয়ে এক যুবককে তার বন্ধুরাসহ ওই প্রেমিকা খুন করেছে। চাঞ্চল্যকর এ খুনের প্রায় ১৪ মাস পর রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে গাজীপুর পিবিআইর পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো গাজীপুরের শ্রীপুর থানাধীন রাজাবাড়ি ইউনিয়নের পাবুরিয়াচালা এলাকার আইয়ুব আলীর ছেলে মো. রানা (২২), একই গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মো. হেলাল (৪৫) ও মৃত মোক্তার হোসেনের ছেলে মো. কাওছার (২৩)।

পিবিআইএর ওই কর্মকর্তা জানান, গত বছরের ১০ জুলাই দুপুরে বাড়ি থেকে পার্শ্ববর্তী স্কুল মার্কেটে যাওয়ার পথে নিখোঁজ হয় শ্রীপুর থানাধীন পাবুরিয়াচালা এলাকার জমির আলীর ছেলে রাসেল (১৯)। স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। একপর্যায়ে নিখোঁজের ৫ দিন পর স্থানীয় শহুরের টেক গজারী বনের ভিতর গজারি গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো রাসেলের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পচন ধরা ওই লাশটির পুরো শরীরে পোকায় খাওয়া ছিল। ময়নাতদন্ত রিপোর্টে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার কথা উল্লেখ করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

তিনি জানান, শ্রীপুর থানা পুলিশ মামলাটি প্রায় ৫ মাস তদন্ত করে। তদন্তে কোন রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার করতে না পারায় ঢাকা পুলিশ হেড কোয়ার্টার্স চাঞ্চল্যকর ও ক্লুলেস এ মামলাটি পিবিআই গাজীপুর জেলাকে তদন্তের নির্দেশ প্রদান করেন। পিবিআইএর তদন্তকালে তথ্য প্রমাণের ভিত্তিতে এ ঘটনায় জড়িত আসামি রানা, হেলাল ও কাওছারকে পাবুরিয়াচালা এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা রাসেল হত্যাকান্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। গতকাল তাদেরকে আদালতে সোপর্দ করলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এর প্রেক্ষিতে ক্লুলেস এ ঘটনার প্রায় ১৪ মাস পর চাঞ্চল্যকর রাসেল হত্যার রহস্য উন্মোচন হয়েছে।

গ্রেফতারকৃতরা জানায়, ভিকটিম রাসেলের সঙ্গে এক প্রবাসীর স্ত্রীর (ফরিদের স্ত্রী নাদিরা) সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে রাসেলের ঘনিষ্ট বন্ধু রানার সঙ্গেও ওই নারীর প্রেমের সম্পর্ক তৈরী হয়। এ নিয়ে রাসেল ও রানার সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। রানা এই সুযোগে ওই নারীর দেবর কাওছারকে রাসেলের সঙ্গে ভাবীর (কাওছারের) পরকীয়া প্রেমের ঘটনাটি জানায়।

পরবর্তীতে পরিবারের মান সম্মানের কথা বিবেচনা করে রানা ও হেলালের সঙ্গে বসে রাসেলকে হত্যার পরিকল্পনা করে কাওছার। পরিকল্পনা অনুযায়ী ওই প্রবাসীর স্ত্রী মোবাইল ফোনে রাসেলকে পার্শ্ববর্তী শহুরেটেক গজারী বনে ডেকে নেয়। সেখানে রাসেলের সঙ্গে রানা, হেলাল ও কাওছারের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তারা রাসেলের গলায় রশি বেঁধে শ্বাসরোধে হত্যা করে। পরে আত্মহত্যা বলে চালিয়ে দিতে লাশটিকে মাটিতে বসিয়ে গলায় বাঁধা রশির একটি মাথা গাছে ঝুলিয়ে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

প্রধানমন্ত্রী পৌঁছেছেন ফিনল্যান্ডে

ফিনল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে যাত্রা বিরতি করেছেন প্রধানমন্ত্রী।

শুক্রবার স্থানীয় সময় বিকাল ৩টা ৩৭ মিনিটে হেলসিংকি ভানতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শেখ হাসিনা।

এর আগে নিউইর্য়কে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে শুক্রবার সকাল ৯টা ২৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৯০১ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী।

হেলসিংকিতে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে শেখ হাসিনা সফরকালীন আবাসস্থল হেলসিংকির হোটেল ক্যাম্পে যান।

ফিনল্যান্ডে যাত্রাবিরতি শেষে রবিবার স্থানীয় সময় বিকাল ৪টায় হেলসিংকির ভানতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-১৯০২ যোগে নিউইর্য়কের উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী।

নিউইর্য়ক সময় বিকাল ৬টার দিকে জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর কথা শেখ হাসিনার।

সেখানে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সফরকালীন আবাসস্থল লোটে নিউইর্য়ক প্যালেস হোটেলে যাবেন। সোমবার নিউইর্য়ক সময় সকাল ৯টায় রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তন বিষয়ক রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেবেন শেখ হাসিনা।

বেলা সাড়ে ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সদরদপ্তরের উত্তরের লনে বাগানে বৃক্ষরোপণ ও একটি বেঞ্চ উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী।

কনস্টেবল নিয়োগে কোনো টাকা লাগবে না: এসপি মাছুম

জয়পুরহাট জেলার পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভূঞা বলেছেন, আগামী ৮ থেকে ১০ নভেম্বর জয়পুরহাট পুলিশ লাইন মাঠে পুলিশের কনস্টেবল পদে সরাসরি পুরুষ ও মহিলা নিয়োগ দেয়া হবে। পুলিশ কনস্টেবল নিয়োগের ব্যাপারে আমি অত্যন্ত কঠোর। কোনো টাকা লাগবে না শুধু সরকার নির্ধারিত ১০৩ টাকার ফি’র বিনিময়ে পুলিশে চাকরি হবে। শুক্রবার দুপুরে জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।

মাছুম আহাম্মদ ভূঞা আরো বলেন, কোনো দালাল, সিন্ডিকেট চক্র, পুলিশ সদস্য, ভায়া কিংবা কারও মাধ্যমে পুলিশের চাকরির জন্য আবেদন করবেন না। কোনো ঘুষ চলবে না। শতভাগ স্বচ্ছতার মাধ্যমে পুলিশ কনস্টেবল নিয়োগ দেয়া হবে। নিয়োগে আর্থিক লেনদেন করবেন না। তিনি বলেন, পুলিশ কনস্টেবল পদে ভর্তি হতে কোনো টাকা লাগবে না। কোনো দালাল, সিন্ডিকেট চক্র, পুলিশ সদস্য, ভায়া কিংবা কারও মাধ্যমে পুলিশে নিয়োগের ব্যাপারে আর্থিক লেনদেন হলে আমাকে জানাবেন। আমি তাৎক্ষণিক তাদের গ্রেফতার করব।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম (অপরাধ ও প্রশাসন), জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর জাহান, জয়পুরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহেদ আল মামুন। একই সাথে জেলার ৪৭ বিটে বিট ইনচার্জগণ থানার অফিসার ইনচার্জগণ মসজিদে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্য কথা বলেন।