সরকারি বরিশাল কলেজ শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা

বরিশাল প্রতিনিধি:
সরকারি বরিশাল কলেজে শিক্ষার্থীদের সাথে স্বাস্থ্যবিধি মেনে শ্রেনী কার্যক্রম চালুকরণ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় কলেজের হল রুমে এ মত বিনিময় সভা অনুষ্টিত হয়। সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ মো. আব্বাস উদ্দিন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস। এসময় তিনি বলেন, করোনা পরিস্থিতির জন্য এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমরা সবাই তোমাদের পড়াশুনা চালিয়ে যাও। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর আবার আগের মত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমরা ভালো করে পরীক্ষার প্রস্তুতি নিবে। অব্যশ্যই পরীক্ষা হবে। তোমরা সবাই তোমাদের প্রবেশ পত্র পাওয়ার পর ভুল-ক্রটি আছে কিনা তা যাচাই করবে। ভুল থাকলে তা আগেই সংশোধন করে নিবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে এবং মাস্ক পরিধান করবে।
মতবিনিময় সভার শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস। এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন ও কলেজের অন্যান্য শিক্ষক এবং ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

আমতলীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা। জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

আমতলী প্রতিনিধি
দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়নে বরগুনা আমতলী উপজেলার ভ্রাম্যামান আদালতের বিচারক ইউএনও মোঃ কাওসার হোসেন অভিযান চালিয়ে অবৈধ জাল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। একই সাথে দুই দোকান থেকে ছয়টি চায়না জাল ও একটি বেহুন্তি জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে। রবিবার দুপুরে আমতলী উপজেলার খুরিয়ার খেয়াঘাটে এ অভিযান চালানো হয়।

জানাগেছে, দেশীয় প্রজাতির মাছ ও শামুক অবাধে নিধন করতে জেলেরা। এ দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়নে সরকার উদ্যোগ নেন। রবিবার আমতলী উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ইউএনও মোঃ কাওসার হোসেন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসাঃ হালিমা সরদার উপজেলার খুরিয়ান খেয়াঘাটে অবৈধ জাল ব্যবসায়ীদের দোকানে অভিযান চালায়। ওই অভিযানে মোতাহার বয়াতির দোকান থেকে একটি বেহুন্তি জাল ও দুইটি চায়না জাল এবং মামুন মিয়ার দোকান থেকে চারটি চায়না জাল জব্দ করেন। পরে দোকান মালিক মোতাহার বয়াতিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দিকে জব্দকৃত জালগুলো উপজেলা মৎস্য অফিস প্রাঙ্ঘনে পুড়িয়ে ফেলা হয়।

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসাঃ হালিমা সরদার বলেন, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়নে সরকার উদ্যোগ নিয়েছে। ওই উদ্যোগ বাস্তবায়ন করতে মাছ ও শামুক নিধনকারী জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।

আমতলীর চার হরদরিদ্র পেল দুর্যোগ সহনীয় ঘর

আমতলী প্রতিনিধি।
চার হতদরিদ্র পেল দুর্যোগ সহনীয় ঘর। রবিবার দাতা সংস্থা ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে বে-সরকারী উন্নয়ন সংস্থা এনএসএস সহযোগীতায় নির্মিত এ ঘরের উদ্বোধন করেন ইউএনও মোঃ কাওসার হোসেন।
জানাগেছে, দাতা সংস্থা ওয়ার্ল্ড ভিশনের অর্থায়ন বে-সরকারী উন্নয়ন সংস্থা এনএসএস ও স্থানীয় জনগনের সহযোগীতায় আমতলী সদর ইউনিয়নের সেকান্দারখালী গ্রামে চারজন হতদরিদ্র হাসান মুসুল্লী, সাইদুল চৌকিদার, ফারুক হাওলাদার ও জেসমিন বেগমকে দুর্যোগ সহনীয় ঘর নির্মাণের উদ্যোগ নেয়। গত আগষ্ট মাসে চার লক্ষ টাকা ব্যয়ে ওই ঘর গুলোর নির্মাণ কাজ শেষ হয়। রবিবার ওই ঘরের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওসার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, ওয়ার্ল্ড ভিশন এপিসি ম্যানেজার বরিশাল লিটন মন্ডল, এপি ম্যানেজার উত্তম দাশ, প্রোগ্রাম অফিসার মৃদুল সরকার, প্রজেক্ট অফিসার মোঃ তানজিলুর রহমান, স্পন্সরশীপ গ্লোরী বারিকদার, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম বাদল, সাবেক সভাপতি একেএম খায়রুল বাশার বুলবুল, জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নুহু-উল আলম নবীন, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী , জহিরুল ইসলাম, আশুতোষ রায়, খোকন দাশ প্রমুখ।

শিক্ষার্থীদের পদচানায় মুখরিত আমতলীর শিক্ষাঙ্গণ

আমতলী প্রতিনিধি।
শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত আমতলী উপজেলার শিক্ষাঙ্গণ। দের বছর পরে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে আসায় তারা আনন্দে আত্মহারা। স্বাস্থ্যবিধি মেনে তারা সহপাঠিদের সাথে উল্লাস করছেন। তাদের প্রত্যাশা যেন এভাবেই সচল থাকে প্রিয় প্রাঙ্গণ।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রামণ থেকে মানুষকে রক্ষায় গত বছর ১৬ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করে সরকার। গত দের বছর ধরে শিক্ষার্থীরা ক্লাসে যেতে পারেনি। এতে অনেক শিক্ষার্থী শিক্ষা জীবন থেকে ঝড়ে পড়েছে। দের বছর পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ায় শিক্ষার্থীরা প্রাণ ফিরে পেয়েছে। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে শ্রেনী কক্ষে ফিরে গেছেন। তারা মনের আনন্দে শ্রেনী কক্ষে পাঠদানে মগ্ন হয়েছেন।
উপজেলায় ৭ টি কলেজ, ৪০ টি মাধ্যমিক বিদ্যালয়, ২৯ টি মাদ্রাসা ও ২০৭ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সরকারী নির্দেশনা মেনে ক্লাসে ফিরছেন। প্রাথমিক বিদ্যালয়ে ২৮ হাজার ৩’শ ২৯ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে পঞ্চম ও তৃতীয় শ্রেনীতে ৮৫.৫% শিক্ষার্থী উপস্থিত হয়েছে বলে জানান প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান। অপর দিকে মাধ্যমিক স্তুরে ২৯ হাজার ৩৩ জন শিক্ষার্থীর মধ্যে ২০ হাজার ৩’শ ২৩ জন শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত হয়েছে বলে নিশ্চিত করেছে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দিন মিলন।
রবিবার আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজ, আমতলী একে স্কুল, আমতলী বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মফিজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও আমতলী বন্দর ফাজিল মাদ্রাসা ঘুরে দেখা গেছে, শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত হয়েছে। দীর্ঘদিন পরে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রিয় শিক্ষা প্রাঙ্গণে আসায় প্রাণ চাঞ্চল্যতা ফিরে পেয়েছে। শিক্ষার্থী মনের আনন্দে সহপাঠিদের সাথে কোলাহলে মুগ্ধ হয়েছে।
বকুলনেছা মহিলা কলেজের শিক্ষার্থী ইমা, স্বর্ণা, বৃষ্টি ও হাফিজা কলেজ খুলে দেয়ার সরকারকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, খুবই ভালো লাগছে। মনে হচ্ছে আমাদের মাঝে ঈদ ফিরে এসেছে। ঈদের এতো আনন্দ হয়না। সকল বান্ধুবীদের দেখা করতে পেরে আমরা খুই আনন্দিত। তারা আরো বলেন, গত দের বছর ধরে আমাদের লেখাপড়া ব্যঘাত ঘটেছে। আশা করি আমরা দ্রুত লেখাপড়া সমস্যা কাটিয়ে উঠতে পারবো।
আমতলী একে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ আল মাফিন, মোঃ রায়হান ইসলাম, জান্নাতুল মারিয়া, সাবিহা ইসলাম সাওদা ও এশা বলেন, দীর্ঘদিন পরে বিদ্যালয়ে আসতে পারায় খুবই আনন্দিত। শিক্ষকরা স্বাস্থ্যবিধি মেনেই শ্রেনী কক্ষে আমাদের পাঠদান করিয়েছেন।
আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোসাঃ নওরিন জাহান পুর্ণতা ও রিমি বলেন, ক্লাসে ফিরতে পারায় খুব ভালোই লাগছে।
আমতলী একে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান বলেন, শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে বিদ্যালয়ে এসেছে। সরকারী নির্দেশনা মোতাবেক যথা নিয়মে শ্রেনী কক্ষে পাঠদান দেয়া হয়েছে।
আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুরর্ হমান বলেন, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুন্দর পরিবেশে ক্লাস হয়েছে। উপস্থিতির হারও বেশী। ২০৭ টি বিদ্যালয়ে ২৮ হাজার ৩’শ ২৯ জন শিক্ষার্থীর মধ্যে দুই শ্রেনীতে ৮৫.৫% শিক্ষার্থী উপস্থিত হয়েছে।
আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দিন মিলন বলেন, বেশ ভালো পরিবেশেই শিক্ষার্থী শ্রেনী কক্ষে পাঠদান করছে। উপস্থিতির হারও অনেক ভালো। মাধ্যমিক স্তুরে ২৯ হাজার ৩৩ জন শিক্ষার্থীর মধ্যে ২০ হাজার ৩’শ ২৩ জন শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত হয়েছে।

বরগুনায় শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত শিক্ষা প্রতিষ্ঠান

একটানা ১৮ মাস অর্থাৎ ৫৪৩ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর আজ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ায় শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের আনন্দ আর উচ্ছাস লক্ষ্য করা গেছে।

বরগুনা সরকারি কলেজে গিয়ে দেখা গেছে, প্রবেশ ফটকে প্রতিটি শিক্ষার্থী স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার করছে। বরগুনা সরকারি মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় গিয়ে দেখা গেছে, গেট দিয়ে প্রবেশের পথে শিক্ষার্থীদের হাত ধুয়ে, তাপমাত্রা মেপে ক্লাসে যেতে দেয়া হচ্ছে। তবে বেশীর ভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই তাপমাত্রা পরিমাপ যন্ত্র দেখা যায়নি।

বরগুনা সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিয়া হাসান বলেন,অনেক দিন পরে সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। আমাদের অনুরোধ, স্বাস্থ্যবিধি মেনে যেন স্কুল খোলা রাখা হয়।

 

তবে হাফেজি মাদ্রাসায় স্বাস্থ্যবিধি ছিলো উপেক্ষিত। মাদ্রাসায় গিয়ে দেখা গেছে, শিশু শিক্ষার্থীদের জন্য   কোন ধরনের হ্যান্ড স্যানেটাইজারের ব্যবস্থা নেই। কারো সাথে নেই মাস্ক! গাদাগাদি করে বসানো হয়েছে শিশুদের।

দেড় বছর পর দেশে খুলল স্কুল-কলেজ, মুখর শিক্ষাপ্রতিষ্ঠান

প্রায় দেড় বছর পর আবার শ্রেণিকক্ষে ফিরল শিক্ষার্থীরা। শুরু হলো স্কুল-কলেজে পাঠদান। এতে দারুণ উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকেরা।

স্বাস্থ্যবিধি মেনে ক্লাস পরিচালনা ও শিক্ষার্থীদের নিরাপদে রাখতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের দেয়া নির্দেশনা মানতে নানা উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে, করোনার পাশাপাশি ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

ঘরবন্দি সময় ফুরিয়েছে শিক্ষার্থীদের। স্কুল-কলেজ খুলেছে। তাই, সশরীরে শিক্ষাঙ্গনে হাজির তারা। আবারও, তাদের পদচারণায় মুখরিত শ্রেণিকক্ষ।

অনলাইন ক্লাস আর ফোনে বন্ধুদের সঙ্গে আড্ডার একঘেঁয়ে সময় কাটিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরতে শিক্ষার্থীরা কতটা মুখিয়ে ছিল তা উঠে এলো অভিভাবকদের কণ্ঠে।

অভিভাবকরা বলেন, গতকাল রাত থেকেই তারা প্রস্তুতি নিয়ে রেখেছে। সারা রাত ঠিকমত ঘুমায়নি তারা। স্কুল খুলবে শোনার পর থেকেই তারা খুব উৎফুল্ল হয়ে আছে। এখন যেভাবে ক্লাস হচ্ছে আমাদের মতে এভাবেই চলা উচিত, পরিস্থিতি ভালো হলে পুরোদমে ক্লাস চালু করা উচিত।

তবে, এবারের চিত্র আগের মতো নয়। মাস্ক পরা নিশ্চিত করে, তাপমাত্রা মেপে ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করানো হচ্ছে শিক্ষার্থীদের। এক্ষেত্রে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশির দেয়া নির্দেশনা মেনে পাঠদান চলছে বলে জানায় কর্তৃপক্ষ।

এদিকে, শ্রেণিকক্ষের পরিবেশ সন্তোষজনক বলে জানান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক। তিনি বলেন, স্কুলগুলোর পরিস্থিতি সন্তোষজনক। আমরা যেভাবে নির্দেশনা দিয়েছি সেগুলো মানা হচ্ছে। আমরা কয়েকটা স্কুল পরিদর্শন করেছি সেখানে আমরা দেখেছি শ্রেণিকক্ষে সামাজিক দুরত্ব এবং সবাই মাস্ক পরেই ক্লাস করছে।

রাজধানীর আজিমপুর গার্লস স্কুল পরিদর্শন শেষে করোনার পাশাপাশি সবাইকে ডেঙ্গুর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, করোনার সংক্রমণ কমায় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছি। এখন শুধু করোনা না ডেঙ্গুরও সিজন চলছে। ডেঙ্গু মশা কামড়ের সময়ই শিক্ষার্থীরা ক্লাসে থাকে। তাই তাদের ফুল হাতা জামা পরে আসার জন্য বলব। এই সময়টাতে শিক্ষার্থীদের স্কুল ইউনিফর্ম নিয়ে কড়াকড়ি না করাই ভালো। স্বাস্থ্যবিধি ও সরকারের দেয়া নির্দেশ অনুযায়ী পাঠদান চলছে কিনা নিয়মিত মনিটরিং করা হবে, ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষকরা যেন অভিভাবকদের বেতনের জন্য অতিরিক্ত চাপ না দেন। কারণ এই সময়ে সব টাকা একসাথে যোগাড় করা হয়তো অনেকের কষ্টসাধ্য হয়ে যাবে। তবে অভিভাবকদেরও বলবো তারা যেন বেতন সময়মতো পরিশোধে যথাসাধ্য চেষ্টা করেন। কারণ ওই বেতনের টাকাতেই শিক্ষাপ্রতিষ্ঠান চলে।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২০২০ সালের ১৭ই মার্চ থেকে বন্ধ ছিলো দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এসময়, অনলাইন পাঠদান ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে চলে শিক্ষা কার্যক্রম।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৮৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ১৮৭১  জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩০ হাজার ৪১৩ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে মারা গেছেন আরও ৫১ জন।  এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৩১ জনে।

আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭৮ হাজার ৮২১ জন। ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৭ দশমিক ৪৬ শতাংশ।

‘সংক্রমণ ৫ শতাংশের নিচে নামলে শিক্ষা কার্যক্রম পুরোদমে’

সংক্রমণের হার ৫ শতাংশের কাছাকাছি চলে এসেছে। এই হার ৫ শতাংশের নিচে নেমে আসলে তখন শিক্ষা কার্যক্রম পুরোদমে শুরু করা যাবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিনে রাজধানীর কয়েকটি স্কুল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

করোনা সংক্রমণের কারণে দীর্ঘ দেড় বছর পর আজ থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। প্রথম অবস্থায় পঞ্চম শ্রেণি, এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের প্রতিদিন এবং অন্য শ্রেণিগুলোকে সপ্তাহে একদিন করে ক্লাসে নেওয়া হচ্ছে।

 

প্রতিমন্ত্রী বলেন, জাতির জন্য খুবই খুশির খবর দেড় বছর পর আজ আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে পেরেছি। দেশবাসীর সঙ্গে শিক্ষার্থী-অভিভাবকরাও খুশি। আমাদের দেশের করোনা ভাইরাস সংক্রমণের হার নিম্নগামী, যা ৫ শতাংশের কাছাকাছি চলে এসেছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কিছুদিনের মধ্যে হয়তো ৫ শতাংশের নিচে নেমে আসবে। তখন আমারা স্বাভাবিক জীবনে ফিরে আসবো এবং শিক্ষা কার্যক্রম পুরোদমে শুরু করতে পারবো।

প্রতিমন্ত্রী রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সেগুনবাগিচা আইডিয়াল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রী পাঁচটি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মোট ৭৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম পাঁচটি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন।

আজ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)’র একজন পরিচালক (পাবলিক রিলেশন্স) বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সকাল ১০টায় তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিওকনফারেন্সের মাধ্যমে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো উদ্বোধন করবেন।’
তিনি বলেন, বিদ্যুৎ কেন্দ্র পাঁচটি হচ্ছে- হবিগঞ্জের জুলদায় বিবিয়ানা-৩ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রাম ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ইউনিট-২, নারায়ণগঞ্জে মেঘনাঘাট ১০৪ মেগাওয়াট পাওয়ার প্লান্ট, বাগেরহাটে মধুমতি ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এবং সিলেটের ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে উত্তরণ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ ভবনের বিজয় হল থেকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানী উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বীর বিক্রম, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ওয়াসেকা আয়েশা খান, জ্বালানী বিভাগের সিনিয়র সচিব আনিসুর রহমান, বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)’র চেয়ারম্যান এবং গণভবন থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত থাকবেন।

বিদ্যুৎ মন্ত্রণালয়ের মতে, ২০০৯ সালে কাজ শুরুর পর সরকার সফলভাবেই ২০ হাজার ২৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ১১৯টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সরকার ২০২১ সাল নাগাদ ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছিল। তবে এরই মধ্যে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।

বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ২৫ হাজার ২৩৫ মেগাওয়াটে পৌঁছেছে- যা ২০০৯ সালে ছিল ৪ হাজার ৯৪২ মেগাওয়াট।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও গতিশীল নেতৃত্বে আমরা ৯৯.৫ শতাংশ জনগণকে বিদ্যুতের আওতায় এনেছি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বিগত ১২ বছরে বিদ্যুৎ খাতে অসামান্য সাফল্য অর্জন করেছে। সূত্র: বাসস