ডিজিটালাইজেশনের বড় চ্যালেঞ্জ সচেতনতার অভাব: মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটালাইজেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সচেতনতার অভাব। জনগণকে ডিজিটাল প্রযুক্তির সাথে ব্যাপকভাবে সম্পৃক্ত করার পাশাপাশি প্রযুক্তির বিষয়ে শিক্ষিত করা অপরিহার্য।

মন্ত্রী আরও বলেন, এ বিষয়ে সরকারের পাশাপাশি বিসিএসসহ সংশ্লিষ্ট ট্রেডবডিসমূহকে অগ্রণী ভূমিকা পালন করতে এগিয়ে আসতে হবে।

আজ শনিবার ঢাকায় বিসিএস কম্পিউটার সিটি প্রতিষ্ঠার ২২ বছর পূর্তি উপলক্ষে বিসিএস কম্পিউটার সিটি ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে আয়োজিত চারদিন ব্যাপী অনুষ্ঠানমালার ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

মোস্তাফা জব্বার বলেন, দেশে মোট মোবাইল ফোন ব্যবহারকারীদের শতকরা ৩৫ ভাগ স্মার্টফোন ব্যবহার করেন। সারাদেশে ফোরজি নেটওয়ার্ক ও ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সম্প্রসারিত হওয়ায় খুব সহসাই স্মার্টফোনের ব্যবহারকারির সংখ্যা বৃদ্ধি পেয়ে শতকরা ৮৫ ভাগ থেকে ৯০ ভাগে উন্নীত হবে।

তিনি বলেন, আমরা এবছরেই ৫জি যুগে প্রবেশ করছি। আর প্রযুক্তির এই আধুনিক ভার্সনটি হবে ইন্ড্রাস্ট্রিয়াল পণ্য।

মন্ত্রী দেশের আধুনিক প্রযুক্তি পণ্যের হাব হিসেবে পরিচিত বিসিএস কম্পিউটার সিটিকে প্রচলিত ডিজিটাল পণ্যের পাশাপাশি আধুনিক ডিজিটার ডিভাইসের হাব হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে ১৯৯৮ সালে কম্পিউটারের ওপর থেকে ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশে কম্পিউটার প্রযুক্তি বিকাশে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়।  ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের সোপান রচিত হয়।

গত ১২ বছরে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে তিনি বলেন, ২০০৮ সালে দেশে মাত্র ৮ জিবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইডথ ব্যবহার হতো। বর্তমানে তা সাড়ে ২৬শ’ জিবিপিএসে উন্নীত হয়েছে।

অনুষ্ঠানে বিএসএস সভাপতি শাহিদ-উল মুনীর, সাবেক সভাপতি আব্দুল্লাহ এইচ কাফি, আহমেদ হাসান জুয়েল, সবুর খান, যুক্তরাষ্ট্র থেকে সাবেক সাধারণ সম্পাদক মুনেম রানা, বিসিসিএস সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি প্রমুখ বক্তৃতা করেন।

পরে মন্ত্রী বিসিএস কম্পিউটার সিটির ২২ বছর পদার্পণ উপলক্ষে চারদিন ব্যাপি অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। সূত্র: বাসস

নগরীর দক্ষিণ জোনে মাদক ব্যবসায়ীর স্থান হবে না -উপ-পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদক:
মহানগরের উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) আলী আশরাফ ভূইঞা বলেছেন, আমি যেখানেই কাজ করেছি। সংবাদ কর্মীদের সময় দিয়েছি। সংবাদের প্রয়োজনে সংবাদ কর্মীদের সাক্ষাতকার দিয়েছি। গতকাল শনিবার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, বৈশ্বিক করোনার সময় মাঠে-ময়দানে ও রাস্তা ঘাটে জীবনের ঝুকি নিয়ে কাজ করেছে গণমাধ্যম কর্মীরা। মহানগর পুলিশের দক্ষিন জোনের মাদক নির্মুল ও শিশুবান্ধব উন্নয়নের জন্য সংবাদ কর্মীদের সহযোগিতা চেয়েছেন তিনি। উপ-পুলিশ কমিশনার আরো বলেন, যে পরিবারে একটি মাদকাসক্ত সন্তান রয়েছে।

সেই পরিবার বোঝে এর কি যন্ত্রনা। তাই দক্ষিন জোন এলাকায় কোন মাদক ব্যবসায়ীর স্থান হবে না। তাদের কোন ছাড় দেয়া হবে না।
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা সঞ্চালনা করেন সাধারন সম্পাদক কাজী মিরাজ।
বক্তব্যে রাখেন চ্যানেল টোয়েন্টিফোরের ব্যুরো প্রধান রাহাত খান, স্থানীয় দৈনিক ভোরের আলোর সম্পাদক সাইফুর রহমান মিরন।
আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড, মানবেন্দ্র বটব্যাল, দৈনিক বিপ্লবী বাংলাদেশ সম্পাদক (বীর মুক্তিযোদ্ধা) নুরুল আলম ফরিদ, দৈনিক আজকের পরিবর্তনের সম্পাদক মন্ডলীর সভাপতি এমএম আমজাদ হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ, এটিএন বাংলার ব্যুরো প্রধান হুমাউন কবীর, চ্যানেল আই’র ষ্টাফরিপোর্টার শাহিনা আজমিন, গোপাল সরকার, কাজী মামুন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম মোফাজ্জেল হোসেন, খান রুবেল, সুখেন্দ এদবর, শাহিন হাফিজ ও কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম পিপিএম, দৈনিক দেশজনপদ পত্রিকার প্রকাশক-সম্পাদক মির্জা রিমন, সুন্দরবন পত্রিকার প্রকাশক-সম্পাদক মুজিব ফয়সাল প্রমুখ। এর আগে উপ-পুলিশ কমিশনার প্রেসক্লাবে এসে পৌছুলে তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন সভাপতি ও সম্পাদক। এছাড়াও তাকে প্রেসক্লাবের সদস্য পরিচিতি পুস্তিকা উপহার দিয়েছেন ক্লাবের সভাপতি ও সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দরা।

ডিবি পুলিশের পৃথক অভিযানে ১২০ পিস ইয়াবা সহ গ্রেফতার ৩ মাদক ব্যাবসায়ী

বরিশাল প্রতিনিধি :
গোপন সংবাদের ভিত্তিতে ১০ সেপ্টেম্বর  নগর গোয়েন্দা শাখা (ডিবি) বিএমপির  দুটি টিম নগরীর বিভিন্ন স্থানে  পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন।
অভিযান কালে  কাউনিয়া থানাধীন চরবাড়ীয়া ইউপির ০৭ নং ওয়ার্ডস্থ তালতলী বাজার সংলগ্ন শহীদ আব্দুল রহমান খান স্মৃতি পাঠাগারের সামনে পাকা থেকে
বিএমপি কাউনিয়া থানাধীন ০৩ নং চরবাড়ীয়া ইউপি’র তালতলী বাজার মসজিদ রোডস্থ  মোঃ আব্দুল হাকিম হাওলাদার এর ছেলে আজিজুল হাকিম হাওলাদার (২৪) ও একই এলাকার  মৃত আবুল রাজার ছেলে  সুজন রাজা হাওলাদার (২৫) কে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি পুলিশ।

ডিবি পুলিশের পৃথক আরেকটি অভিযানে  রাত ৮টায়  থানাধীন ০৭নং চরকাউয়া ইউনিয়নের কর্নকাঠী, হিরনপয়েন্ট  এলাকায় অভিযান পরিচালনা করে  বাকেরগঞ্জ থানার পাদ্রীশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের  মোঃ হাতেম শরীফ এর ছেলে মোঃশামীম শরীফ( ৪৫) কে ১০০ একশত পিস ইয়াবা সহ গ্রেফতার করেন।

এসময়ে মাদক বিক্রয় কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন ও মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযুক্ত আসামিদের  বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা  করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

মেহেন্দিগঞ্জের বীরমুক্তিযোদ্ধা সরদার আনিসুর রহমানের মৃত্যুতে বরিশাল জেলা আ’লীগের শোক 

খবর বিজ্ঞপ্তি:
মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সরদার আনিসুর রহমানের
মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
 
শনিবার  ( ১১ সেপ্টেম্বর ) বিকেলে এক শোক বার্তায় 
গভীর শোক ও দুুঃখ প্রকাশ করেছেন পার্বত্য শান্তিচূক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মাননীয় মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস। এসময় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত   কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।   
 
উল্লেখ, সরদার আনিসুর রহমান গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় ৬ টায় মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

বরিশালের আগৈলঝাড়ায় যৌতুকের জন্য গৃহবধুকে হত্যার অভিযোগ

শামীম আহমেদ ॥

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় যৌতুকের জন্য এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে থানা পুলিশ।

এছাড়া খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য মর্গে পাঠানো হয়েছে।মৃত ওই গৃহবধূ স্বজনদের অভিযোগ, গত ১০ বছর আগে উপজেলার আস্কড় গ্রামের অমৃত হালদারের মেয়ে মিতালী হালদার (২৮) এরমাথে একই উপজেলার থানেশ্বর কাঠী গ্রামের নির্মল বৈদ্য’র ছেলে মিন্টু বৈদ্য’র সাথে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়।

বিয়ের পর তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। তবে বিয়ের কিছুদিন পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের জন্য মিতালীকে নির্যাতন করত স্বামীসহ শশুর বাড়ির লোকজন।

এছাড়া সম্প্রতি স্বামীর সাথে অন্য একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।। বিষয়টি গৃহবধূ মিতালী জানার পর স্বামীকে বাঁধা দিলে নির্যাতনের মাত্রা বেড়ে যায়।

স্বজনদের অভিযোগ এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে ওই গৃহবধূকে বালিশ চাপা দিয়ে হত্যা করে গলায় ওড়না পেচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় স্বামীসহ পরিবারের লোকজন।

বিষয়টি জানতে পেরে ওই বাড়িতে গিয়ে গৃহবধূকে মৃত অবস্থায় বিছানার উপর শোয়ানো দেখে পুলিশকে খবর দেয় মিতালীর স্বজনরা।

পুলিশ ঘটনাস্থল পৌঁছে শুক্রবার রাত ৮ টার দিকে মৃত ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহার ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে মৃতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় মৃত ওই গৃহবধূর মা ফুলমালা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী মিন্টু বৈদ্য ও শাশুড়ি পুষ্প বৈদ্য নামে থানায় অভিযোগ দিয়েছেন।

স্কপের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), বরিশাল জেলা পরিচালনা পরিষদের উদ্যোগে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বশিাল অশ্বিনী কুমার হল চত্বরে সকাল ১০টায় শ্রমিক নেতা এ্যাড. এ. কে আজাদ এর সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ২০২১ সালের ৮ জুলাই নারায়ণগঞ্জ সেজান জুস কারখানায় অগ্নিকান্ডে ৫২ জন শ্রমিক হত্যা ও শতাধিক আহত করায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি (২) কারখানায় বা কর্মস্থলের নিরাপত্তা বিধান (৩) আহত শ্রমিকদের সুচিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান (৪) অগ্নিকান্ডে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি (৫) নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ সহ শ্রমিক ছাঁটাই নির্যাতন বন্ধ, শ্রমিক কর্মচারীদের বকেয়া পরিশোধ, বেসরকারী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের নিয়োগপত্র, সার্ভিস বুক প্রদান, রেশনিং ব্যবস্থা চালু, অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের সারা বছরের কাজ এবং ষাটোর্ধদের পেনশন দেয়ার দাবীতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন এম.জি ফারুক, শেখ মোঃ আবুল হাসেম, জে. কে মুকুল, মোঃ ফয়েজ আহম্মেদ, মোঃআঃরব হাওলাদার, মোঃ আলাউদ্দিন মোল্লা, মোঃ আল আমিন, রনী তালুকদার প্রমুখ নেতৃবৃন্দ। সভা পরিচালনা করে শ্রমিক নেতা তুষার সেন।
বক্তারা অবিলম্বে শ্রমিক হত্যার বিচার বিভাগীয় তদন্ত, দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত এবং আহত শ্রমিকদের আইএলও কনভেনশন ১২১ অনুচ্ছেদ অনুযায়ী ক্ষতিপূরণ প্রদানের আহবান জানান।

সভায় দলিত পরিষদের ন্যায্য দাবীসমূহ মেনে নেয়ার আহবান জানানো হয়। আগামী ১৯ সেপ্টেম্বর অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের সমাবেশ বরিশাল অশ্বিনী কুমার হল চত্বরে সকাল ১০টা অনুষ্ঠিত হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের আহবানে উপরোক্ত দাবীতে স্মারকলিপি প্রদান সফল করার জন্য শ্রমিক কর্মচারী সহ সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানানো হয়।

কলাপাড়ায় সেচ্ছাসেবক দলের সভা অনুষ্ঠিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কলাপাড়া উপজেলা ও পৌর শাখার নবগঠিত আহবায়ক কমিটির এক সভা শনিবার সকালে নতুন বাজারস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক কল্লোল বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন অভির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এবিএম মোশাররফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক পৌর মেয়র হাজী হুমায়ন সিকদার, যুগ্ন সাধারন সম্পাদক গাজী মো. ফারুক, পৌর বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, বিএনপি নেতা মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির নাসির উদ্দিন প্রমূখ। সভাশেষে প্রধান অতিথি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এবিএম মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানন উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

লেবুখালী সেতুটি শহীদ আলাউদ্দিন সেতু নাম করনের দাবীতে, কলাপাড়ায় মানববন্ধন সমাবেশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
বরিশাল -পটুয়াখালী সড়কের লেবুখালীতে নবনির্মিত সেতুটি ’শহীদ আলাউদ্দিন সেতু ” নামকরনের দাবীতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে ’শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।
আলাউদ্দিন স্মৃতি সংসদের কলাপাড়া উপজেলার সভাপতি এস,এম আবুল হোসেনের সভাপতিত্বে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঢাকার অগ্রনী স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা অওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মো.ফজলুর রহমান সানু সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো.শফিকুল আলম বাবুল, জেলা প্রেসক্লাব পটুয়াখালীর সাধারন সম্পাদক মো.কাউয়ুম উদ্দিন জুয়েল, অবসরপ্রাপ্ত প্রভাষক মো.রফিকুল ইসলাম, উদীচী শিল্পী গোষ্ঠী খেপুপাড়া শাখার সদস্য শিক্ষক অমল চন্দ্র কর্মকার প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন’ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামের অধিবাসী শহীদ আলাউদ্দিন ১৯৬৯ সালের ২৮ জানুয়ারী গনঅদ্ভ্যুত্থানে বরিশাল জেলা ছাত্র সংগ্রাম পরিষদের আহবানে এক বিক্ষোভ মিছিলে অংশ নিলে তৎকালীন ইষ্ট পাকিস্থান রাইফেলের গুলিতে বরিশালের অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন এলাকায় শহীদ হন । এসময় আলাউদ্দিন বরিশালের এ,কে স্কুলের দশম শ্রেনীর ছাত্র ছিল । বর্তমানে বরিশাল-পটুয়াখালীর সড়কের লেবুখালীতে নব-নির্মিত সেতুটি শহীদ আলাউদ্দিনের নামে নাম করনের দাবীতে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন বক্তারা । অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রীর নিকট প্রেরিত স্মারক লিপি পাঠ করেন শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের দপ্তর সম্পাদক আতাজুল ইসলাম।

বরিশালে দলিত সম্প্রদায় ১০ দফা দাবীতে মানববন্ধন

বরিশাল প্রতিনিধি:
‘বর্ণবাদ নিপাত যাক মানবতা মুক্তি পাক’ এই শ্লোগানকে সাথে নিয়ে বরিশালে দলিত সম্প্রদায় ১০ দফা দাবীতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ দলিত পরিষদ বিভাগীয় ও জেলা শাখার ব্যানারে দলিত পরিষদের বিভাগীয় সভাপতি জীবন রবি দাস এর সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বৈষম্য বিলোপ আইন ২০১৫ দ্রুত পাশ ও বাস্তবায়ন, বরিশালে বসবাসরত দলিত ভূমিহীনদের খাস জমি স্থায়ী বরাদ্ধ, জাতীয় সংসদ সহ সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানে তাদের জন্য কোটা সংরক্ষন সহ ১০ দফা দাবী অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।