বরিশাল সহ ৪ জেলায় অসাধু ব্যবসায়ীদের ১লক্ষ ৬৭ হাজার টাকা জরিমানা আদায়

শামীম আহমেদ ॥

বরিশাল মহানগরী, ভোলা, ঝালকাঠি এবং পিরোজপুর চার জেলায় কিছু অসাধু মিষ্টির দোকান, বেকারী, হোটেল ব্যবসায়ীরা অস্বাস্থ্যকর, মেয়াদ উত্তীর্ণ পঁচা বাশি খাবার, নোংরা পরিবেশে ও নিষিদ্ধ পণ্যের ব্যাবহার করে তাদের ব্যবসা পরিচালনা করে আসার অপরাধের এমন তথ্যর ভিত্তিতে র‌্যাব-৮, বরিশাল র‌্যাবের কয়েকটি আভিযানিক দল উক্ত চারটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে অসাধু ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৬৭ হাজার টাকা জরিমানা করে এবং (এক) জন মালিকে ১০ দিনের বিনাশ্রম কারান্ড প্রদান করেন।

র‌্যাব আজ (বুধবার) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান অসাধু ব্যবসায়ীরা সহজ সরল মানুষকে বিভিন্ন প্রতারণার মাধ্যমে তাদের মিষ্টির দোকান ও হোটেলে অস্বাস্থ্যকর, মেয়াদ উত্তীর্ণ পঁচা বাশি খাবার, নোংরা পরিবেশে ও নিষিদ্ধ পণ্যের ব্যবহার করে হোটেল ব্যবসা করছে যা মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর এবং বিপজ্জনক।

তাদের হোটেল, বেকারী ও মিষ্টির দোকান পরিদর্শন করে বিভিন্ন মেয়াদ উত্তির্ণ পঁচা ও বাশি খাবার পাওয়া যায়। উক্ত মিষ্টি দোকানদার ও হোটেল ব্যবসায়ীরা পঁচা বাশি খাবার রাখার কারণ জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সদুত্তর দিতে পারেনি এবং মোবাইল কোর্টের সামনে তারা দোষ স্বীকার করে। মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেটগণ বরিশাল মহানগরীর কোতয়ালী থানা এলাকার ৫ জন ব্যবসায়ীকে (আশি হাজার) টাকা জরিমানা, ভোলা জেলার সদর থানায় ৩ জন ব্যবসায়ীকে ৪৫ হাজার) টাকা জরিমানা এবং ১ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অপরদিকে ঝালকাঠি জেলার সদর থানায় ৬ জন ব্যবসায়ীকে ১৯, হাজার) টাকা জারিমানা এবং পিরোজপুর জেলায় সদর থানা ৬ জন ব্যবসায়ীকে ২৩, হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেন। পরবর্তীতে এরূপ অবৈধ কাজ না করার জন্য নির্দেশ প্রদান করেন। এ সময় স্থানীয় লোকজন র‌্যাবের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। র‌্যাবের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে র‌্যাব বরিশাল অফিস জানান।

বরিশালে পাঁচ বোনের সংবাদ সম্মেলন

শামীম আহমেদ ॥ সৎ চাচা ও চাচাতো ভাইদের অত্যাচারে অতিষ্ট হয়ে বুধবার বেলা এগারোটার দিকে সংবাদ সম্মেলন করেছেন একই পরিবারের পাঁচ কন্যা।
বরিশাল জেলার গৌরনদী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খাঞ্জাপুর গ্রামের মৃত আব্দুল লতিফ হাওলাদারের কন্যা সাবিনা ইয়াসমিন বলেন, ১৭ শতক জমি নিয়ে তাদের সৎ চাচা আলী আকবর হাওলাদার, হারুন-অর রশিদ হাওলাদার গংদের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় গত ৪ জুন তাদের (সাবিনা ইয়াসমিন) দখলে থাকা জমিতে তাদের সৎ চাচা ও চাচাতো ভাইরা নিকট আত্মীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন মৃধাসহ অন্যান্যদের নিয়ে জোরপূর্বক টিউবওয়েল ও মুরগীর খামার স্থাপন করতে যায়।
এ ঘটনায় তিনি (সাবিনা) গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে টিউবওয়েল স্থাপন কাজ বন্ধ করে দেয়। তিনি আরও বলেন, পরবর্তীতে বিবাদীরা থানা পুলিশের সাথে আতাত করে গত ১১ জুন সাবিনা ইয়াসমিনসহ তার বোন বকুল বেগম, মুকুল বেগম, মঞ্জু বেগম, রেশমা খানম, রুমা খানম ও রেবা খানমের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একটি মিথ্যে জিডি করেন। জিডিতে যাদের বিবাদী করা হয়েছে তারা কেহই বাড়িতে থাকেননা। অথচ হয়রানির জন্য তাদের নাম জিডিতে অর্ন্তভূক্ত করে থানার এএসআই ফারুক হোসেন একতরফা ভাবে আদালতে প্রসিকিউশন দাখিল করেন। ফলে আদালত থেকে তাদের বোনদের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আদালতে তাদের বিরুদ্ধে মিথ্যে প্রসিকিউশন দাখিল করা এএসআই ফারুক হোসেনের শাস্তির দাবীসহ মিথ্যে অভিযোগ থেকে অব্যহতি পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করা হয়।

ইতিহাস গড়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সফরকারী নিউজিল্যান্ডের দেয়া ৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

এর আগে প্রথম দুই ম্যাচ জয়ের পর তৃতীয় ম্যাচে কিউইরা জিতেছিল। এনিয়ে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ঘরে তুললো বাংলাদেশ। জিম্বাবুয়ে সফরে জিতে আসার পর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করেছিল স্বাগতিকরা।

এদিন ম্যাচে জয়ে নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ের পর, ব্যাটিংয়ে অসাধারণ করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন অধিনায়ক মাহমুদউল্লাহ।

বুধবার (০৮ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথমে ব্যাট করে ১৯.৩ ওভারে ৯৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ও ৫ বল বাকি থাকতে ৯৬ করে জয়ের বন্দরে পৌঁছে যায় মাহমুদউল্লাহ বাহিনী।

৯৪ রানের লক্ষ্যে ব্যাট করে নামা বাংলাদেশের হয়ে এদিনও ব্যর্থ হন ওপেনার লিটন দাশ। দলীয় তৃতীয় ওভারে ব্যক্তিগত ৬ রানে কোল ম্যাককোঞ্চির বলে বিদায় নেন তিনি। তবে দ্বিতীয় উইকেট জুটিতে সাকিব আল হাসানের সঙ্গে ২৪ রানের পার্টনারশিপ গড়েন আরেক ওপেনার নাঈম শেখ।

কিন্তু মারমুখী খেলতে যাওয়া সাকিব ষষ্ঠ ওভারে আজাজ প্যাটেলের শিকার হন। ব্যক্তিগত ৮ রানে তিনি উইকেটরক্ষক টম ল্যাথামের কাছে স্টাম্পিং হন। একই ওভারের শেষ বলে অভিজ্ঞ মুশফিকুর রহিমেরও বিদায় হয়। বোল্ড হয়ে শূন্য রানে ফেরেন তিনি।

চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ৫০ বলে ৩৪ রান করেন নাঈম। এই জুটি দলকে জেতানোর লক্ষ্যেই এগিয়ে যাচ্ছিলেন। তবে রান আউটে কাঁটা পড়ে মাঠ ছাড়তে হয় নাঈমকে। ১৫তম ওভারে দলীয় ৬৭ রানে দুই রান নিতে গিয়ে আউট হন নাঈম। ৩৫ বলে ১টি চার ও ১টি ছক্কায় ২৯ রান করেন এই বাঁহাতি।

নাঈম বিদায় নিলেও পঞ্চম উইকেট জুটিতে আফিফ হোসেনের সঙ্গে ২৮ বলে ২৯ করে ম্যাচ জেতান মাহমুদউল্লাহ। এই জুটিতে অবশ্য আফিফের অবদান ছিল মাত্র ৬ রান। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জয় নিশ্চিত করে সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ। তিনি শেষ অবধি ৪৮ বলে একটি চার ও ২টি বিশাল ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন।

কিউই বোলারদের মধ্যে আজাজ দুটি ও ম্যাককোঞ্চি একটি উইকেট লাব করেন।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। নাসুম আহমেদের বল তুলে মারতে গিয়ে মোহাম্মদ সাইফউদ্দিনের ক্যাচে পরিণত হন রচিন রবীন্দ্র। দলীয় তৃতীয় ওভারে আরেক ওপেনার ফিন অ্যালেনকেও সাইফের ক্যাচে ফেরান নাসুম। ব্যাক্তিগত ১২ রানে মাঠ ছাড়েন তিনি।

তৃতীয় উইকেট জুটিতে উইল ইয়ংকে নিয়ে ৩৫ রান করে বিপদ সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক টম ল্যাথাম। তবে মেহেদী হাসানের ঘূর্ণিতে ইনিংস বড় করা হয়নি ল্যাথামের। উইকেটরক্ষক নুরুল হাসান সোহান স্টাম্পিং করে বিদায় করেন ২১ রান করা এই ব্যাটসম্যানকে।

কিউইদের ইনিংসে এরপর ঘূর্ণির জাদু দেখান নাসুম। ১২তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে হেনরি নিকোলস ও কলিন ডি গ্র্যান্ডহোমকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান এই বাঁহাতি।

সফরকারীদের ব্যাটিংয়ে একাই লড়ে যান উইল ইয়ং। তবে মোস্তাফিজুর রহমানের কাটারের সামনে বাকিরা আর কেউ দাঁড়াতেই পারেননি। তার শিকারে মাঠ ছাড়েন টম ব্লান্ডেল, কোল ম্যাককোঞ্চি, ব্লাইর থিকনার ও ইয়ং। ম্যাককোঞ্চিকে তো নিজেরই করা বলের ফিরতি শটে দারুণ এক ক্যাচে ফেরান। কিউই ইনিংসে ব্যাক্তিগত সর্বোচ্চ ৪৬ রান করা ইয়ংও তার বলে মাহমুদউল্লাহকে ক্যাচ দেন। মাঝে আজাজ প্যাটেলকে ফিরিয়ে উইকেটে ভাগ বসান সাইফ।

বাংলাদেশি বোলারদের মধ্যে নাসুম ও মোস্তাফিজ ৪টি করে উইকেট দখল করেন। একটি করে উইকেট পান মেহেদী ও সাইফ।

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মানাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্টে শামীম (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা বৌলতলী বাজার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। মৃত শামীমের বাড়ি ভোলার বোরহানউদ্দিন এলাকায় বলে জানা গেছে ।

কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুর রহমান জানান, কিভাবে ওই শ্রমিক বিদ্যুতায়িত হয়েছে তার সঠিক কারণ জানা যায়নি। তবে আইনি প্রক্রিয়া চলমান আছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক বছরের পরিবহন ফি ও হলের সিট ভাড়া মওকুফের ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে করোনাকালীন ছুটির সময়ে হলের সিট ভাড়া ও পরিবহন ফি মওকুফ করা হয়েছে। শিক্ষার্থীদের এক শিক্ষাবর্ষ অথবা দুই সেমিস্টারের পরিবহন ফি এবং হলের এক বছরের সিট ভাড়া মওকুফ করার ঘোষণা দেয়া হয়েছে।

সিট ভাড়া ও পরিবহন ফি মওকুফের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৩৩ তম সভার সুপারিশ এবং সিন্ডিকেটের ৭১তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্বে থাকা অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন ফি মওকুফের ওই নোটিশে সাক্ষর করেছেন।

 

নোটিশে আরও বলা হয়, কোনো শিক্ষার্থী করোনাকালীন সময়ের পরিবহন ফি ও হলের সিট ভাড়া ইতিমধ্যে জমা দিয়ে থাকলে সর্বোচ্চ এক শিক্ষা বর্ষের পরিবহন ফি এবং এক বছরের সিট ভাড়া পরবর্তী সময়ে সমন্বয় করা হবে।

২৪ ঘণ্টায় দেশে করোনায় ৫২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৩৬ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৪৯৭ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ২২ হাজার ৩০২ জনে।

আজ বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৪০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬৪ হাজার ৫৯৪ জন। ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯ দশমিক ০৭ শতাংশ।

 

এর আগে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গেছেন আরও ৫৬ জন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৬৩৯ জনের দেহে।

বরিশালে হরিণের মাংসসহ আটক ব্যক্তির জেল-জরিমানা

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামে হরিনের ৩৭ কেজি মাংস এবং ৬টি চামড়াসহ আটক খামারি জেমস মৃদুল হালদারকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া এ ঘটনায় আটক মৃদুলের দুই কর্মচারী সুনীল চন্দ্র হালদার ও খোকন সরকারকে ৫ হাজার টাকা করে জরিমানা এবং অপর কর্মচারী বিপ্লব সরকারকে বেকসুর খালাস দেয়া হয়।

একই সাথে উদ্ধারকৃত ৬টি হরিণের চামড়া উপজেলা বনায়ন অফিসার মনীন্দ্র নাথ রায়ের জিম্মায় রাখা হয় এবং মাংস পুড়িয়ে বিনষ্ট করে মাটি চাপা দেয়া হয়। আগৈলঝাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল হাশেমের ভ্রাম্যমান আদালত বুধবার দুপুরে এই দন্ডাদেশ দেন।

তিনি জানান, বুধবার দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। থানায় আটক মৃদুল হালদার তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা স্বীকার করেন। এ সময় তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ২ মাসের কারাদন্ড দেয়া হয়। বিকেলে মৃদুল হালাদারকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়।

 

এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজিহার গ্রামে আলো শিখা এনজিও কার্যালয়ে অভিযান চালিয়ে ৩৭ কেজি হরিনের মাংস ও ৬টি হরিনের চামড়াসহ ৪ জনকে পুলিশ আটক করে বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম। তার সরকার অনুমোদিত একটি হরিণের খামার থাকলেও হরিণ জবাই করার অনুমতি ছিলো না বলে তিনি জানান।