জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ভর্তি শুরু রবিবার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ১২ সেপ্টেম্বর (রবিবার) বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে। এ কার্যক্রম চলবে আগামী ২৮ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।

আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২৯ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ২০ অক্টোবর থেকে শুরু হবে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।

বরিশালে ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা

বরিশাল নগরীসহ বিভাগের ৪ জেলায় ভেজাল ও পচা-বাসি খাবার বিক্রির বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়েছে র‌্যাব-৮। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্ব-স্ব জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করে তারা।

এ সময় ২১ জন হোটেল ও কনফেকশনারী মালিকের কাছ থেকে ১ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা আদায় এবং ১জন ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালত।

সন্ধ্যায় র‌্যাব-৮ প্রেরতি এক প্রেস বিজজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বরিশাল মহানগরীতে ৫টি খাবার হোটেল ও মিস্টির দোকানে অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন র‌্যাবের ভ্রাম্যমান আদালত। ভোলা সদরে ৩ ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা এবং একজন ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

 

এছাড়া ঝালকাঠি সদরে ৬ জন ব্যবসায়ীর কাছ থেকে ১৯ হাজার এবং পিরোজপুর সদরে ৬ ব্যবসায়ীর কাছ থেকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত অর্থদন্ডপ্রাপ্ত ব্যবসায়ীদের সতর্ক করেন। জনস্বার্থে র‌্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পানিসম্পদ প্রতিমন্ত্রী’র সাথে বিসিসি’র কাউন্সিলরদের সৌজন্য সাক্ষাৎ

বরিশাল প্রতিনিধি :
পানিসম্পদ প্রতিমন্ত্রী, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল সদর -৫ আসনের সংসদ সদস্য  কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বরিশাল সিটি করপোরেশনে কাউন্সিলরবৃন্দ।

 ৫ সেপ্টেম্বর রবিবার বিকেলে ৪ টায় জাতীয় সংসদ ভবনের সাংসদের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।  এ-সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর আমীর বিশ্বাস, ৪নং ওয়ার্ডে তৌহিদুল ইসলাম বাদশা, ১২নং ওয়ার্ডে জাকির হোসেন ভুলু, ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান দুলাল, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আনিস শরীফ, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ন কবির, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহম্মেদ ও ২৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও শ্রমিকলীগের নেতা সুলতান মাহমুদ হাওলাদার।
এ-সময় কাউন্সিলরবৃন্দ প্রতিমন্ত্রীর সাথে বরিশালের উন্নয়ন কর্মকান্ড নিয়ে কথা বলেন। সেই সাথে নগরবাসীর নাগরিক সেবা নিশ্চিত কল্পে অন্যান্য কাউন্সিলরদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বরিশালে চল‌ছে ব্যাপক আকারে কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজ প্রদানের ক্যাম্পেইন

সারাদেশের মতো বরিশালেও করোনা প্রতিরোধে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশনায় এই টিকা কার্যক্রম শুরু হওয়ার পর থেকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ এর তত্ত্বাবধানে বরিশাল নগরীতে সুচারুভাবে টিকা কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুইদিন ব্যাপী নগরীর ৫৪ কেন্দ্রে এই কার্যক্রম শুরু হয়েছে।
বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ জানান, প্রথম পর্বে ১৮,২৩০ জনকে টিকা দেয়া হয়েছিল। তাদেরকেই দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। নগরবাসীকে এই কার্যক্রমে সুষ্ঠুভাবে অংশগ্রহনের জন্য আহবান জানান তিনি।
আজ নগরীর কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে গণটিকা কার্যক্রম পরিচালিত হয়েছে। প্রথম দিন নগরবাসী বিসিসি’র তত্ত্বাবধানে পরিচালিত সকল কেন্দ্র থেকে কোন রকম ঝামেলা ছাড়াই ভ্যাকসিন নিতে পেরেছেন।
আজ গণটিকা কার্যক্রমের প্রথম দিনে মডার্ণা ভ্যাকসিনের ২য় ডোজ ১৫,২৬০ জনকে দেয়া হয়েছে।জনগণের সুবিধার্থে গণটিকা কার্যক্রম আগামীকালও চলবে।
উল্লেখ্য, এ পর্যন্ত বরিশাল মহানগরীতে-
**সিনোফার্মা ভ্যাকসিনের ১ম ডোজ দেয়া হয়েছে ২৫,৭১৫ জনকে।
**কোভিশিল্ড এর ১ম ডোজ ৩৩৫৭৮ ও ২য় ডোজ ৩২,০৭১ জনকে।
**মডার্ণা ১ম ডোজ ১,১০,১১৭ এবং ২য় ডোজ ২৩,০৬৫ জনকে দেয়া হয়েছে।
গতকাল পর্যন্ত সর্বমোট ১ম ডোজ দেয়া হয়েছে ১,৬৯,৪১০ জনকে এবং ২য় ডোজ ৫৫,১৩৬ জনকে দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মেহেন্দিগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচী পালিত

বরিশাল প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মোৎসব উদযাপন উপলক্ষে  ৭ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ
হিজলা- মেহেন্দিগঞ্জ এলাকায় বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেন ।
এরই অংশ হিসেবে ৭ সেপ্টেম্বর মঙ্গলবার  জয়নগর ইউনিয়নে ৭৫ টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপেনের মধ্যেদিয়ে কর্মসূচীর শুভ সূচনা করেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংসদ পংকজ নাথ এমপি। এসময় সাংসদ পংকজ নাথ  বক্তব্যে বলেন, পিতার মতোই অসীম সাহসী, দেশপ্রেম ও আদর্শবাদী নেতা শেখ হাসিনা। করোনা ভাইরাস সংক্রমণে আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিন্মআয়ের মানুষের সহায়তায় ৩ হাজার ২ শত কোটি  টাকার ৫ টি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা।
এসময় সাংসদ পংকজ নাথ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। পরে সংসদ সদস্য পংকজ নাথ জি,কে মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ ও গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, ইউনিয়ন চেয়ারম্যান মনির হাওলাদার, মিজানুর রহমান নেহাল, আবদুল জলিল, কাজী শহীদুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বরিশালে ওপেন হাউজ ডের মাধ্যমে জনগনের সাথে পুলিশের সম্পর্কের সেতুবন্ধন তৈরী হয়: অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক

শামীম আহমেদ ॥

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ এনামুল হক বলেন, পুলিশের দরজা সবার জন্য খোলা।মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার।আমরা যে মানুষটির জন্য এ স্বাধীন দেশটি পেয়েছি।তাকে আমাদের শ্রদ্ধাভরে স্বরন করতে হবে।আমরা বঙ্গবন্ধুর জন্য একটি স্বাধীন দেশ পেয়েছি।এ দেশটিকে সুন্দর করতে হলে আমাদের কে ভাল মানুষ হতে হবে।জনগনের পুলিশ হওয়ার জন্য,সরাসরি জনগনের কাছে যাওয়ার জন্য ওপেন হাউজ ডে,কমিউনিটি পুলিশিং এর ব্যাবস্থা করা হয়েছে।এর মাধ্যমে জনগনের সাথে পুলিশের সম্পর্কের সেতুবন্ধন তৈরী হয়।

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কাউনিয়া থানায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

এ সময় তিনি আরও বলেন,আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমাদের কাছে আসুন আমাদের কাজ করার সুযোগ দেন।আমরা জনগনের সাথে মিলে মিশে কাজ করতে চাই।আমরা আপনাদের দিকে এগিয়ে যাচ্ছি।আপনারাও আমাদের দিকে এগিয়ে আসুন।একদিন আমরা থাকবোনা আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য আমরা একটি ভাল পরিবেশ তৈরী করে রেখে যেতে চাই।

বিশেষ অতিথির বক্তব্যে নবাগত উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকির হোসেন মজুমদার বলেন,আমার প্রথম পদক্ষেপ হচ্ছে অগ্রাধিকারের ভিত্তিতে কাউনিয়া ও এয়ারপোর্ট থানা এলাকাকে মাদক মুক্ত করা।মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে।দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে মানুষ যাতে স্বাভাবিক ভাবে দৈনন্দিন কাজ করতে পারে।রাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে ঘুমাতে পারে, এলাকায় যাতে কোন ধরনের অস্থিরতা,অশ্লীলতা না থাকে,আইন শৃংখলা পরিস্থিতি ভাল থাকে সে জন্য সর্বাত্নক চেষ্টা করবো।এ জন্য সকলকে এগিয়ে আসতে হবে।সুতরাং এলাকার আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,বিএমপি উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা,সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ খলিলুর রহমান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম বলেন,ওপেন হাউজ ডে জনগনের কাছে পুলিশের জবাবদিহিতা মূলক একটি অনুষ্ঠান। এখানে এসে আপনারা আমাদের ভূল ত্রুটি ধরিয়ে দিন।আপনারা আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দিলে আমরা সংশোধন করে নেব।

এ সময় আরও উপস্থিত ছিলেন,কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক অপারেশন মোঃ লোকমান হোসেন,কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ ছগির হোসেন,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী সহ কাউনিয়া এলাকার সর্বস্তরের জনগন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

বরিশালে গণটিকার দ্বিতীয় ডোজ শুরু

শামীম আহমেদ ॥

বরিশাল বিভাগের ৬ জেলা ও মহানগরে গণটিকার দ্বিতীয় ডোজ শুরু হয়েছে। বরিশাল বিভাগের ৩৫৬টি ইউনিয়নের ৩৫৬ টি ওয়ার্ড, পৌর শহরের ৫৯ ওয়ার্ড এবং সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের ৩০ কেন্দ্রে চলছে এই টিকা কার্যক্রম। টিকা কেন্দ্রগুলোতে প্রচুর ভিড় না থাকলেও মানুষজন আসছেন এবং টিকা নিচ্ছেন। সমস্যা বা ভোগান্তির কথা বলেননি কেউ। গত ৭ আগস্ট টিকা ক্যাম্পেইনে প্রথম ডোজ নেয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে মডার্নার টিকা। অপরদিকে, প্রথম ডোজ দেয়া হচ্ছে সিনোভ্যাক্সের টিকা। টিকা নেয়ার পর তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি বলে জানিয়েছেন টিকা গ্রহণকারীরা। নগরীর এ,কে স্কুল টিকা কেন্দ্রের ইপিআই সুপারভাইজার খালেদা আক্তার জানান, নগরীর ৩০টি কেন্দ্রে মডার্না টিকার দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে এবং ৬টি কেন্দ্রে প্রথম ডোজে দেয়া হচ্ছে সিনোভ্যাক্সের টিকা। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, এটা গণটিকা নয়। ৭ আগস্ট ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় ডোজের ক্যাম্পেইন চলবে। পাশাপাশি প্রথম ডোজের টিকা দেয়া হচ্ছে। এদিকে দুপুর সাড়ে ১২ টার দিকে নগরীর ১০ নং ওয়ার্ড কাউন্সিল কার্যালয়ে টিকা কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকতা সাইয়েদ ফারুক। এসময় উপস্থিত ছিলেন ১০ নং ওর্য়াড কাউন্সিল এটিএম শহিদুল্লাহ কবির, ১০,১১,১২সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিল আয়শা তৌহিদা লুনাসহ টিকাদান কাজে নিয়োজিত নার্স ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। ইপিআই কার্যক্রম বাধাগ্রস্থ না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। টিকা প্রদানে কোন সমস্যা নেই এবং যথেষ্ট ভ্যাকসিন সরবরাহ রয়েছে বলে তিনি জানান।

আমতলীর জীবিত অজিফা বেগম ভোটার তালিকায় মৃত! বিধাব ভাতার জন্য আবেদন করতে পারছেন না

আমতলী প্রতিনিধি।
আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর টেপুরা গ্রামের বিধবা অজিফা বেগম (৬১) বাস্তবে জীবিত হয়েও ভোটার তালিকায় তিনি মৃত। ভোটার তালিকায় মৃত্যু থাকায় অজিফা বিধবা ভাতার জন্য আবেদন কতে পারছেন না। মঙ্গলবার বিধবা ভাতার জন্য আবেদন করতে গিয়ে ভোটার তালিকায় তার নাম মৃত্যু দেখতে পান। মৃত্যু শুনে কান্নায় ভেঙ্গে পরেন বৃদ্ধা অজিফা।
জানাগেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর টেপুরা গ্রামের অজিফা বেগমের (৬১) স্বামী এছব সিকদার ২০ বছর পুর্বে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান। স্বামীর মৃত্যুর পর অজিফা বেগম অন্যের বাড়ীতে ঝিয়ের কাজ করে দুই ছেলেকে বড় করে তোলেন। ছেলেরা বিয়ে করে অন্যত্র চলে যাওয়ায় অতি কষ্টে দিনাতিপাত করছেন অজিফা। বয়সের ভারে এখন আর ঝিয়ের কাজ করতে পারছেন না তিনি। বিধবা ভাতায় নাম অন্তর্ভুক্ত করতে মঙ্গলবার হলদিয়া ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে অনলাইনে আবেদন করতে যান। অনলাইনে আবেদন করতে গিয়ে দেখেন ভোটার তালিকায় অজিফা বেগম মৃত। ভোটার তালিকায় মৃত্যু শুনে অজিফা কান্নায় ভেঙ্গে পরেন।
অজিফা বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, ‘মুই গরীব মানু। মানের বাড়ী কাম হইর‌্যা খাই। এ্যাহন ভাতার টাহার লইগ্যা আবেদন হরতে আইয়্যা হুনি ভোডার তালিকায় মুই মারা গেছি। মুই মরার আগেই মোরো মাইর‌্যা হালাইছে। এ্যাহন ভিক্ষা হরা ছাড়া মোর কোন উপায় নাই”।
হলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক বলেন, অজিফা বেগম জীবিত। ভোটার তালিকায় তাকে মৃত দেখানো হচ্ছে এটা খুবই দুখজনক। নির্দিষ্ট সময়ের মধ্যে তার ভোটার তালিকা সংশোধন করা না গেলে তিনি বিধবা ভাতার জন্য আবেদন করতে পারবে না। আবেদন করতে না পারলে একজন দরিদ্র অজিফা তার অধিকার থেকে বঞ্চিত হবে। আশা করি নির্বাচন অফিস দায়িত্ব নিয়ে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে অজিফার ভোটার তালিকা সংশোধন করে দেওয়ার উদ্যোগ নেবেন।
আমতলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ তরিকুল ইসলাম বলেন, জীবিত অজিফাকে ভোটার তালিকায় মৃত দেখানো এটা হয়তো ভুলক্রমে হয়েছে। অজিফার জীবিত থাকার প্রমাণসহ আবেদন করলে অল্প সময়ের মধ্যে সংশোধন করে দেওয়া হবে।