করোনায় আক্রান্ত হয়ে অন্তঃসত্ত্বা জু‌ডি‌শিয়াল ম্যা‌জি‌ষ্ট্রেটের মৃত্যু

ঝালকা‌ঠির সি‌নিয়র জু‌ডি‌শিয়াল ম্যা‌জি‌ষ্ট্রেট সা‌নিয়া আক্তার (২৯) ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে বরিশাল শের ই বাংলা মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লের মৃত্যুবরণ ক‌রে‌ছেন।

বরিশাল শের ই বাংলা মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লের ক‌রোনা ওয়া‌র্ডে আজ বুধবার সকাল সা‌ড়ে ১০ টায় মৃত্যুবরণ ক‌রেন তি‌নি। এর আ‌গে গত ১৬ জুলাই সকাল সোয়া ৭ টায় তা‌কে এই হাসপাতা‌লের ক‌রোনা ওয়া‌র্ডে ভ‌র্তি করা হয়।

সানিয়া আক্তার নারায়নগঞ্জের আড়াই হাজার উপজেলার হোগলাকান্দা গ্রামের মৃত আব্দুর রশিদের মেয়। তি‌নি সাত মা‌সের অন্তঃসত্ত্বা ছি‌লেন।

ঝালকাঠি সদর হাসপাতা‌লের করোনা ওয়ার্ডের কর্তব্যরত চিকৎসক ডাঃ আবুয়া্ল হাসান জানান, সম্প্র‌তি সানিয়া আক্তার করোনা প‌জে‌টিভ হন। এর কয়েকদিন পর তিনি ঝালকাঠি সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে ১৬ জুলাই ব‌রিশাল শেবা‌চিম হাসপাতা‌লে পাঠানো হয়।

জানা যায়, গত ১২ জুলাই সা‌নিয়া আক্তার ঝালকা‌ঠি‌ সদর হাসপাতালে রে‌পিড এ‌ন্টি‌জেন্ট টেষ্ট ক‌রালে ক‌রোনা প‌জে‌টিভ হন। সানিয়া আক্তারের স্বামী ‌ঝালকা‌ঠির সি‌নিয়র জু‌ডি‌শিয়াল ম্যা‌জি‌ষ্ট্রেট এ.এইচ.এম  ইমরানুর রহমান তিনিও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

সাংবাদিকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আরিফুর রহমান, নলছিটি।।
ঝালকাঠির নলছিটিতে দৈনিক দখিনের সময় পত্রিকার সাংবাদিক অহিদুল ইসলাম মিথুনের উপর রাতের আধারে হত্যার উদ্দেশ্যে হামলা ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে নলছিটি সাংবাদিক সমাজ।

বুধবার (২৮ জুলাই) বেলা ১১ টায় স্থানীয় বাসস্ট্যান্ডের বিজয় উল্লাস চত্বরে উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তরা সাংবাদিক মিথুনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।এছাড়া হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

উল্লেখ্য গত ১৮ জুলাই রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) মো. সাইফুল আকন দলবল নিয়ে ওই সাংবাদিকের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।পরে স্থানীয়রা সাংবাদিক মিথুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় মিথুন বাদি হয়ে গত ২০ জুলাই মেম্বার সাইফুল আকনকে প্রধান আসামি করে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ৮ দিন অতিবাহিত হলেও কোন আসামিকে আটক করেনি পুলিশ।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) মাহমুদ হাসান প্রিন্স জানান,আসামী গ্রেফতারের জোরালো অভিযান চলছে।