বরিশালে ইউপি চেয়ারম্যান ও সদস্যর শপথ গ্রহণ

শামীম আহমেদ ॥ অবশেষে এ্যাম্বুলেন্সের মধ্যে বসে শপথ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের তৃতীয়বারের মতো নির্বাচিত চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।
আজ (২৮ই) জুলাই বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বসে তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার। সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে দীর্ঘদিন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জেলার একাধিকবারের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।
একইদিন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস তার কার্যালয়ে শপথ বাক্য পাঠ করিয়েছেন ইউপি সদস্য মোঃ ফিরোজ মৃধাকে। নির্বাচনের দিন (২১ জুন) সহিংসতায় নিহতের ঘটনায় থানা পুলিশ উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ফিরোজ মৃধাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছিলেন। দীর্ঘদিন কারাভোগের পর মঙ্গলবার বিকেলে তিনি (ফিরোজ মৃধা) জামিনে বের হয়েছেন।

কলাপাড়ায় করোনায় আরও একজনের মৃত্যু।। আক্রান্ত ৭০৫।। মোট মৃত্যু ২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
কলাপাড়ায় করোনায় আক্রান্ত হয়ে রাহিমা বেগম (৫০) নামের এক গৃহবধু মারা গেছে। বুধবার সকালে কলাপাড়া হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। গত সোমবার (২৬ জুলাই) সে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। মঙ্গলবার ( ২৭ জুলাই) তার নমুনা পরীক্ষায় পজেটিভ আসে। বুধবার দুপুর ১২ টায় কলাপাড়া হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বাড়ি উপজেলার আলীপুর ইউনিয়নের মম্বিপাড়া গ্রামে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাযায়, কলাপাড়ায় মঙ্গলবার ২৮ জনের নমুনা পরিক্ষায় ২৪ জন পজেটিভ হয়। মঙ্গলবার পর্যন্ত কলাপাড়ায় মোট আক্রান্ত হয় ৭০৫ জন। এর মধ্যে মারা যায় ২৫ জন। সুস্থ হয়েছে ৫৬২ জন। আইসোলেশনে রয়েছেন ১১৯ জন।

অতিবর্ষণে আমতলীতে ভয়াবহ জলাবদ্ধতা। তলিয়ে গেছে মাছের ঘের ও আমনের বীজতলা।

আমতলী (বরগুনা) প্রতিনিধি ।
অতিবর্ষণে আমতলী উপজেলায় ভয়াবহ জলাবন্ধতা দেখা দিয়েছে। তলিয়ে গেছে ৬ হাজার ৪৫ টি পুকুর ও মাছের ঘের। মাটি আগলা হয়ে উপড়ে পরেছে অন্তত সহাস্রাধীক বিভিন্ন প্রজাতির গাছপালা। পানির নীচে আউশের ধান ক্ষেত ও আমনের বীজতলা। দ্রুত পানি নিস্কাশন না হলে অন্তত কয়েক কোটি টাকার ক্ষতি হবে।
জানাগেছে, গত ২৪ ঘন্টার ২’শ ৬২ মিলিমিটার বৃষ্টিপাত বেকর্ড করা হয়েছে বলে কলাপাড়া আবহাওয়া অফিস সুত্রে জানাগেছে। বিরামহীন ভারী বৃষ্টিপাতে আমতলী উপজেলায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলকপাট দিয়ে তেমন পানি নিস্কাশন হচ্ছে না। তলিয়ে গেছে উপজেলায় ছয় হাজার ৪৫ টি পুকুর ও মাছের ঘের। এতে এক কোটি টাকার ক্ষতি হবে বলে উপজেলা মৎস্য অফিস সুত্রে জানাগেছে। জলাবদ্ধতায় উপজেলার এক হাজার ৯’শ ২৯ হেক্টর আমনের বীজতলা এবং ১০ হাজার ৫’শ হেক্টর আউশ ধানের ক্ষেত তলিয়ে গেছে। বৃষ্টিতে আউশ ধানের পরাগায়ন বন্ধ হয়ে ধান চিটা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান কৃষি অফিসার সিএম রেজাউল করিম।

পানিতে তলিয়ে থাকায় কৃষকের চাষাবাদ প্রায় বন্ধ। ভারী বৃষ্টিপাতে মাটি আগলা হয়ে অন্তত এক হাজার বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে পরেছে। উপজেলা পরিষদের অভ্যান্তরে ১১ টি বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে সড়কে পড়ে থাকায় মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। দ্রুত সড়ক থেকে গাছ সরিয়ে নেয়ার দাবী জানিয়েছেন শাহ জাহান মৃধা। এতে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষতি হবে বলে জানান কৃষি অফিসার। ভারী বৃষ্টিপাতে উপজেলার জনজীবন বিছিন্ন হয়ে পরেছে। পানিতে মাঠ-ঘাট থই থই করছে। সোমবার গভীর রাতে বিদ্যুৎ সরবরাহ বিছিন্্ন হয়ে বুধবার দুপুর ২ টা পর্যন্ত বন্ধ ছিল। ৩৬ ঘন্টা উপজেলাবাসী বিদ্যুত বিহীন অন্ধকারে ছিল। অপর দিকে পুজাখোলা গ্রামের ২৫ টি বড় ঘেরের মধ্যে আমির হোসেন, মোরসালিন, নুরুল ইসলাম মোল্লা, জাকির মোল্লা, রাসেল খাঁন, নাশির প্যাদা, হাফেজ প্যাদা, ওলি মৃধা, পল্টু মৃধা ও রাসেল হাওলাদারের মাছের ঘের তুলিয়ে গেছে।

বুধবার সরেজমিনে ঘুরে দেখাগেছে, আমতলী উপজেলা পরিষদের অভ্যন্তরের ৮ টি পুকুর ও তিনটি মাছের ঘের পানিতে তলিয়ে মাছ ভেসে গেছে। পরিষদের মধ্যে ১১ টি মুল্যবান গাছ মুলের মাটি আগলা হলে উপড়ে পরেছে। এছাড়া পৌর শহরের তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলকপাট দিয়ে পানি নিস্কাশন হয়েও জলাবদ্ধতা কমছে না।
আমতলীর পুঁজাখোলা গ্রামের মাছ চাষী আমির হোসেন বলেন, তিন একর জমির মাঝের ঘেরের অন্তত ৫ লক্ষ টাকার মাছ ফেসে গেছে। তিনি আরো বলেন, এই এলাকা ২৫ টি ঘেরের মধ্যে ১০ টি ঘের পানিতে তলিয়ে গেছে। এতে অন্তত ওই ঘেরে ৩০ লক্ষ টাকার ক্ষতি হবে।

গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মোঃ জসিম উদ্দিন বলেন, বৃষ্টির পানিতে মাছের ঘের তুলিয়ে গেছে।
পশ্চিম সোনাখালী গ্রামের সোহেল রানা বলেন, পুকুর তুলিয়ে মাছ ফেসে গেছে। তিনি আরো বলেন, এই গ্রামের অন্তত ৫০ টি পুকুর তলিয়ে।
হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের কৃষক শিবলী শরীফ বলেন, শুধু পানি আর পানি। চারিদিকে পানিতে থই থই করছে। বীজতলা পানির নিচে তলিয়ে রয়েছে।
ঝিনুক কোয়াটারের শাহজাহান মৃধা বলেন, গাছ উপড়ে সড়কে পড়ে থাকায় চলাচলে সমস্যা হচ্ছে। দ্রুত গাছ সরিয়ে নেয়ার দাবী জানান তিনি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসাঃ হালিমা সরদার বলেন, উপজেলায় ১২ হাজার পুকুর এবং এক’শ ৫০ টি মাছের ঘেরের অর্ধেক বৃষ্টির পানিতে তলিয়ে মাছ ফেসে গেছে। এতে অন্তত কোটি টাকার ক্ষতি হবে।
আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, গত ২৪ ঘন্টার ভারী বৃষ্টিতে উপজেলায় ভয়াবহ জলাদ্ধতা দেখা দেয়ায় এক হাজার ৯’শ ২৯ হেক্টর আমনের বীজতলা এবং দশ হাজার ৫’শ হেক্টর আউশ ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। বৃষ্টিতে আউশ ধানের পরাগায়ন বন্ধ হয়ে ধান চিটা হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরো বলেন, বৃষ্টিপাত এভাবে চলতে থাকলে আমনের বীজতলা পঁচে কৃষকের বেশ ক্ষতি হবে।

বরিশালে একদিনে শনাক্ত ৮৫৪, উপসর্গসহ মৃত্যু ১৩

শামীম আহমেদ ॥

বরিশাল বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে ৮৫৪২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৪শ ২৮ জনে।

একই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৮ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছে। আর এ নিয়ে গেল ২৪ ঘণ্টায় গোটা বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত ৫ জন রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে। করেনায় মৃতদের মধ্যে বরিশালের ৩জন, পিরোজপুরের ১জন,এবং ঝালকাঠির ১জন রয়েছেন। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪শ ৪২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.বাসুদেব কুমার দাস। তিনি জানান, মোট আক্রান্ত ৩১ হাজার ৪শ ২৮ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ হাজার ৪শ ৬৫ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন ২৮৮জন নিয়ে মোট ১৩ হাজার ২শ ৬৫জন, পটুয়াখালী জেলায় নতুন ১৬৮ জন নিয়ে মোট ৩ হাজার ৯শ ৫১ জন, ভোলা জেলায় নতুন ১৭৬ জনসহ মোট ৩ হাজার ৪শ ২ জন, পিরোজপুর জেলায় নতুন ৬৯ জনসহ মোট ৪ হাজার ২শ ১০ জন, বরগুনা জেলায় নতুন ৭২ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৭শ ৪৬জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৮১ জন নিয়ে মোট দাঁড়িয়েছে ৩ হাজার ৮শ ৫৪ জন।

এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে আট জনের এবং করোনা ওয়ার্ডে দুই জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৭শ ৫৩ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ২শ ৯০ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৭শ ৫৩ জনের মধ্যে ৯০ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (বুধবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২৯ জন ও করোনা ওয়ার্ডে ২৯ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২শ ৯১ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ১শ ২৩ জন করোনা ওয়ার্ডে এবং ১শ ৬৮ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১শ ৮৮ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৬০ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

লকডাউন অমান্য করায় কলাপাড়ায় ৩৪ জনকে অর্থদণ্ড

পটুয়াখালীর কলাপাড়ায় লকডাউন অমান্য করায় এবং স্বাস্থ্যবিধি না মানায় ৩৪ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত পৌর শহরের এতিমখানা, নতুন বাজার এবং পাখিমাড়া বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল।

এ সময় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইনে ২২ জনকে সর্বমোট ৩২ হাজার ৭ শত পঞ্চাশ টাকা অর্থদন্ড প্রদান করেছেন। এছাড়া মঙ্গলবার সন্ধ্যা পৌর শহরের নতুন বাজার এবং নাচনাপাড়া চৌরান্তায় অভিযান চালিয়ে একই ধারায় ১১ জনকে মোট ৫ হাজার নয়শত বিশ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ সময় সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল বলেন, লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩৪ জনকে পৃথক মামলায় সর্বমোট ৩৮ হাজার ৬৭০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সব রেকর্ড ছাড়িয়ে সর্বোচ্চ করোনা শনাক্ত আজ

দেশে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড বাংলাদেশে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ লাখ ১০ হাজার ৯৮২ জন। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩৭ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ১৬ জন।

আজ বুধবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৭০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৩৫ হাজার ৮৮৪ জন। এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় করোনার ৫৩ হাজার ৮৭৭টি নমুনা পরীক্ষায় করা হয়েছে। এতে থেকে শনাক্তের হার ৩০ দশমিক ১২ শতাংশ।

বরিশালে গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

বরিশালে করোনাকালে অসহায়-দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে ওয়ার্কার্স পার্টি। সংগঠনের মহানগর শাখার উদ্যোগে মঙ্গলবার গভীর রাতে বরিশাল নদী বন্দর, চরকাউয়া খেয়াঘাট, রূপাতলী বাস টার্মিনাল এবং আমতলার মোড়ে প্রায় ৩শ মানুষের মাঝে প্যাকেটজাত খাবার বিতরণ করা হয়।

এ সময় জেলা ওয়ার্কার্স পার্টির নেতা মোজাম্মেল হক ফিরোজ, মহানগর ওয়ার্কার্স পার্টির যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সাবেক ছাত্রনেতা শামিল শাহরোখ তমাল, ছাত্র মৈত্রী নেতা মিন্টু দে, ইমরান নিরব, নজরুল ইসলাম তালুকদার, হুমায়ুন কবির ও অমল চন্দ্রসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। করোনাকালে ওয়ার্কার্স পার্টির এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নেতারা।

কলাপাড়ায় গৃহবধূর আত্মহত্যা

পটুয়াখালীর কলাপাড়ায় লাকি আক্তার (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলিপুর বন্দরে এ ঘটনা ঘটেছে। ওই গৃহবধূ বাপের বাড়ির দোতলায় আড়ার সাথে গলায় ফাঁস দেয়। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত গৃহবধূ আলীপুর আব্দুল হক মুন্সীর মেয়ে। পারিবারিক কলহের জের ধরে লাকি আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত কোরবানির ঈদে সে বাবার বাড়ি আলিপুরে বেড়াতে আসে। এ পর থেকেই লাকি আক্তার চিন্তিত ছিলেন। মঙ্গলবার রাতে সে বাপের বাড়ির ঘরের দোতলায় আড়ার সাথে গলায় ফাঁস দেয়। প্রায় ৬/৭ মাস পূর্বে উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর গ্রামের মোকলেচ কাজীর ছেলে ফোরকানের সাথে পারিবারিকভাবে বিবাহ হয় তার। বিবাহের পর থেকেই যৌতুক নিয়ে দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক ছিল না।

 

মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

বরিশালে ঢিলেঢালা লকডাউন

বরিশালে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে ৬ষ্ঠ দিনের লকডাউন। ব্যাংকিংকালীন সময়ে নগরীর রাস্তাঘাটে প্রচুর মানুষ দেখা গেছে। লঞ্চ-বাস, থ্রি হুইলার এবং কিছু দোকানপাঠ বন্ধ থাকা ছাড়া নগরীর সব কিছু প্রায় স্বাভাবিক হয়ে গেছে। রাস্তাঘাটে দেখা গেছে প্রচুর সংখ্যক রিক্সা, মোটরসাইকেল, বাইসাইকেল এবং ব্যক্তিগত যানবাহন। এদিকে লকডাউন এবং স্বাস্থ্য বিধি বাস্তবায়নে বুধবার নগরীতে পৃথক ৩টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। আইন শৃঙ্খলা বাহিনীও গা ছাড়াভাবে নগরীতে টহল অব্যাহত রেখেছে।

ঈদের পর চলমান কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিন অতিবাহিত হয়েছে বুধবার। এদিন সকাল থেকে নগরীর প্রধান প্রধান রাস্তাঘাটে প্রচুর সংখ্যক মানুষ ও যানবাহন দেখা গেছে। বাজারঘাট, হাসপাতাল এবং ব্যাংক কেন্দ্রিক প্রয়োজনে রাস্তায় বের হওয়ার কথা বলেন বেশীরভাগ মানুষ। তবে কিছু মানুষ অজুহাত সৃষ্টি করে বেড়িয়েছেন রাস্তায়।

সকালের দিকে নগরীর পোর্ট রোড ইলিশ মোকামসহ সবগুলো বাজারে প্রচুর ভিড় দেখা দেখা গেছে। বাজারে উপেক্ষিত হয়েছে স্বাস্থ্যবিধি। ক্রেতা-বিক্রেতাদের অধিকাংশের মাস্ক পড়ায় রয়েছে অনীহা।

 

নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে সকালের দিকে প্রচুর সংখ্যক রিক্সা, মোটরসাইকেল, বাইসাইকেল এবং ব্যক্তিগত যানবাহন চলাচল করেছে। তবে দুপুরের পর ধীরে ধীরে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে গেছে।

এদিকে লকডাউন ও স্বাস্থ্য বিধি বাস্তবায়নে সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীতে পৃথক ৩টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। আইনের ব্যত্যয় হলে তাদেরই শাস্তির আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. নাজমূল হুদা।

অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনীও চেকপোস্টে যানবাহন চলাচল নিয়ন্ত্রন করাসহ নগরীতে টহল অব্যাহত রেখেছে। তবে তাদের মধ্যে কিছুটা গা ছাড়া ভাব পরিলক্ষিত হয়েছে।

বরিশালে টিসিবি পণ্য কিনতে ক্রেতাদের ভিড়

বরিশালে টিসিবি পণ্য কিনতে ক্রেতাদের ভিড় বাড়ছে। স্বল্প সংখ্যক ডিলার হওয়ায় প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে টিসিবি ক্রেতার লাইন। এছাড়াও দেরিতে কার্যক্রম শুরুর অভিযোগ রয়েছে টিসিবি ডিলারদের বিরুদ্ধে।

নগরীর আছমত আলী খান মাধ্যমিক বিদ্যালয় মাঠে আজ বুধবার সকালে টিসিবি পণ্য কিনতে গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা গেছে।

ক্রেতারা জানান, একজন ক্রেতা ৫৫ টাকা দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ২ কেজি ডাল এবং একশ’ টাকা দরে ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারছেন। বাজার দরের চেয়ে কম দামে টিসিবি পণ্য কিনতে পেরে খুশি তারা।

 

নিত্য প্রয়োজনীয় আরও কিছু পণ্য টিসিবি’র মাধ্যমে বিক্রি হলে করোনা ও লকডাউনে নিম্ন আয়ের মানুষের উপকার হতো বলে জানান। তবে ডিলাররা দেরিতে কার্যক্রম শুরু করায় সকাল থেকে ব্যাগ নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় বলে অভিযোগ করেন তারা।

টিসিবি ডিলার মো. তুহিন মোল্লা জানান, টিসিবি দৈনিক ৬শ’ কেজি চিনি, ৫শ’ কেজি ডাল এবং ৪শ’ লিটার সয়াবিন তেল বিক্রির বরাদ্দ দিচ্ছে তাদের। পণ্য উত্তোলনে দেরি হওয়ায় বিক্রিও কিছুটা দেরিতে শুরু হয়। টিসিবি পণ্য সরবরাহ বাড়িয়ে দিলে গ্রাহকরা সুবিধা পাবেন বলে তিনি জানান।

উল্লেখ্য, ঈদের পর গত ২৬ জুলাই থেকে ফের শুরু হয় টিসিবি’র ন্যায্য মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম। প্রতিদিন নগরীর ৩টি পয়েন্টে ডিলারদের মাধ্যমে ন্যায্য মূল্যে চিনি, ডাল এবং সয়াবিন তেল বিক্রি করছে টিসিবি।