বরিশাল-ঢাকা মহাসড়‌কে থ্রি হুইলা‌রের দাপট

করোনা সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধের পঞ্চমদিনে বরিশালের সড়ক ও মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। মঙ্গলবার (২৭ জুলাই) সকাল থেকেই নগরের বিভিন্ন সড়কে রিকশা, ব্যাটারিচালিত রিকশা, মোটরসাইকেলসহ ব্যক্তিগত যানবাহনের চলাচল ছিল চোখে পড়ার মতো।

তবে নগরের প্রধান সড়কগুলোর পাশে থাকা ওষুধ ও মুদি দোকানসহ অপ্রয়োজনীয় দোকানপাট বন্ধই ছিল। যদিও অলিগলিতে চায়ের দোকান ঘিরে মানুষের উপস্থিতি গত কয়েকদিনের চেয়ে অনেকটাই বেড়েছে। এ সময় সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীনতা লক্ষ্য করা গেছে। মানুষের সঙ্গে মাস্ক থাকলেও তা ছিল থুতনীর নিচে।

সকালের দিকে নগরের বাজারগুলোতে কিছুটা ভিড় দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারগুলো ফাঁকা হয়ে যায়।

এদিকে গত কয়েকদিনের চেয়ে মঙ্গলবারও নগরের নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন সিঅ্যান্ডবি পুল ও কাশিপুর ফিসারি রোডের সামনে অনেককেই ব্যাগ হাতে যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। যাদের মধ্যে অনেকেই মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটো রিকশা, ব্যাটারিচালিত অটো‌রিকশা, সিএন‌জি চালিত অটোরিকশা, মা‌হিন্দ্রাসহ বি‌ভিন্ন থ্রি হুইলা‌রে চে‌পে গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছেন। নথুল্লাবাদ থেকে সকাল মাওয়ার উদ্দেশে সিএন‌জি চালিত অটোরিকশাসহ বেশকিছু থ্রি-হুইলার মাওয়া পর্যন্ত যাত্রী পরিবহন করেছে। এ সময় যাত্রী প্রতি ভাড়া আদায় করা হচ্ছে আট শত টাকা বলে জানিয়েছেন থ্রি-হুইলারের যাত্রীরা।

অপরদিকে নগরে পুলিশের চেকপোস্টে জিজ্ঞাসাবাদ এড়াতে ভাড়ায় চালিত মোটরসাইকেলগুলোতে জরুরি সেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানের স্টিকার লাগানো দেখা যায়। এছাড়া কোনো কোনো মোটরসাইকেলেই চালক রোগীর চিকিৎসাজনিত বিভিন্ন কাগজপত্র সঙ্গে রাখছেন।

এদিকে বরিশাল নদীবন্দর থেকে কোনো লঞ্চ চলাচল না করলেও ভোলা ও মেহেন্দিগঞ্জ রুটে স্পিড বোটে রোগী আনা ও নেওয়া করতে দেখা গেছে। চরকাউয়া খেয়াঘাটে ইঞ্জিনচালিত নৌকা চলাচল না করলেও ছোট নৌকায় যাত্রী পারাপার করতেও দেখা যায়।

কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে নগরে তিনটি পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস।

মানুষ বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করলে আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান সহকারী কমিশনার সুব্রত।

এছাড়া সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে। নগরের, জেলা ও উপজেলায় প্রবেশের প্রধান সড়কগুলোতে পুলিশের চেকপোস্টের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যদের টহল দিতে দেখা গেছে।

‘টিকা নিয়ে ভীতি কাটছে, তবে গ্রামে কেউ টেস্ট করাতে চায় না’

গ্রামে এখনো কেউ করোনা টেস্ট করাতে চায় না। তবে টিকা নিয়ে মানুষের অহেতুক ভীতি কেটে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৭ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

করোনা টেস্ট করানোর গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নিজের ভালো চিকিৎসা, নিজে বাঁচতে ও অন্যদের সংক্রমিত না করতে করোনা টেস্ট করাটা জরুরি।

তিনি বলেন, একটা সমস্যা এখনো আছে যেটা আমি গ্রাম থেকে খবর পাই কেউ পরীক্ষা করতে চায় না, টেস্ট করতে চায় না। তাদের ধারণা টেস্ট করলে করোনা আছে এটা শুনলে সে অচ্ছুত হয়ে যাবে, তার সঙ্গে মানুষ মিশবে না। এ ভয়ে করে না। কিন্তু এটা তো ঠিক না।

শেখ হাসিনা বলেন, টেস্ট করলে তার যে চিকিৎসাটা হবে, সে যে ভালো হবে, সে অন্য কাউকে সংক্রমিত করবে না, সে নিজে বাঁচবে, অন্যকে বাঁচাবে। এ ধারণাটা মানুষের মধ্যে দিতে হবে। এটা আমাদের কর্মীরা যেখানে আছে তাদেরও বলে দেওয়া আছে। মানুষের কাছে এ বার্তাটা পৌঁছে দিতে হবে।

টিকা নিয়ে মানুষের ভীতি কেটে যাচ্ছে জানিয়ে সরকারপ্রধান বলেন, মানুষের ভেতরে একটা আতঙ্ক ছিল, ভয় ছিল টিকা নিলে কী হবে, টিকা নিলে অনেক কিছু হয়ে যাবে, নানা রকমের একটা ভীতি ছিল। এখন আস্তে আস্তে সবার সেই ভীতি কেটে যাচ্ছে।

‘আমরা যদি এখন (সবাইকে) টিকা দিয়ে দিতে পারি তাহলে তো কোনো চিন্তা নেই। তখন করোনা হলেও বেশি ক্ষতি হবে না।

সবার জন্য টিকা ব্যবস্থা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে আমাদের টিকার ব্যাপারে যেখানে যা পাওয়া যাচ্ছে আমরা ক্রয় করছি। তার জন্য আলাদা টাকাও রাখা আছে। প্রয়োজনে আরও টাকা আমরা খরচ করবো। কিন্তু বাংলাদেশে অন্তত ৮০ শতাংশ মানুষ অর্থাৎ যারা টিকা নিতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মোতাবেক সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি।

তিনি বলেন, ইতোমধ্যে আমাদের কিন্তু ১ কোটি ৮৭ লাখের কাছাকাছি টিকা দেওয়া হয়ে গেছে। সেইসঙ্গে আমরা আরও টিকা দিচ্ছি। একেবারে গ্রাম পর্যায়ে টিকা দেওয়ার ব্যবস্থা আমরা নিচ্ছি। সেখানে সবাইকে যে রেজিস্টেশন করতে হবে তা না, তারা আইডি নিয়ে সরাসরি গিয়ে রেজিস্ট্রেশন করে ওখানেই নিতে পারবে, সেই ব্যবস্থাও আমরা করে দিচ্ছি।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, সবাইকে বলবো নিজেদের একটু সুরক্ষিত থাকা দরকার।

টিকা রেজিস্ট্রেশনসহ টিকাদান কার্যক্রমে মানুষকে সহযোগিতা করতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, আমি বলবো স্বেচ্ছাসেবক লীগের ছেলে-মেয়ে যে যেখানেই থাকুক, মানুষকে একটু সহযোগিতা করা, সাহায্য করা, যেটা আমরা অতীতেও করেছি এটা সবাই করবা। সবাই যাতে টিকাটা নিতে পারে।

তিনি বলেন, তোমরা (আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী) অতীতে যেভাবে মানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপন করেছো এটা অব্যাহত রাখো। মনে রাখবে এটাই হচ্ছে আদর্শ, এটাই আমাদের কাজ। এটাই জাতির পিতা আমাদের শিখিয়েছেন।

এ সময় বঙ্গবন্ধু অ্যাভিনিউ প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতারা গণভবনের সঙ্গে সংযুক্ত ছিলেন।

ফের অসুস্থ হয়ে শেবাচিমে ভর্তি ফিরোজী

নিজস্ব প্রতিবেদক: হার্টের সমস্যা ও কিডনি,লিভার, শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে অসুস্থ হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি রয়েছেন বরিশাল নগরের পলাশপুর রহমানিয়া কিরাতুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক মাও: নুরুল ইসলাম ফিরোজী। সোমবার ২৬ জুলাই সকালে হঠাৎ হার্টের সমস্যা ও শ্বাসকষ্ট নিয়ে শেবাচিমের ২ম তলায় সিসিইউ ওয়ার্ডে ভর্তি হন তিনি। নিজের সুস্থতা কামনার পাশাপাশি তিনি মাদ্রাসার এতিম শিশুদের দিকে খেয়াল রাখার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন।

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বাহাদুর হাওলাদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রচন্ড বৃষ্টির মধ্যে সে বাড়ির পাশের বাগান থেকে দা দিয়ে একটি কলাগাছ কাটতে ছিল।

এ সময় অসাবধানতাবশত দায়ের কোপ বিদ্যুৎ লাইনের ওপর পড়লে মুহুর্তেই সে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ধানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন তালুকদার।

কুয়াকাটায় সুলভমূল্যে চাল ও আটা বিক্রি শুরু

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ওএমএসের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বৈরী আবহাওয়ার মধ্যে এ কর্মসূচি উদ্বোধন করেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার। চলমান লকডাউনের কারণে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মাঝে তিনটি পয়েন্টে প্রতিদিন ডিলারের মাধ্যেমে ১৮ টাকা করে ৫ কেজি আটা এবং ৩০ টাকা করে ৫ কেজি চাল বিতরণ করা হবে।

খাদ্য অধিদপ্তরের উদ্যোগে সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ৬শ জন লোকের মধ্যে আটা ও ৯শ জন লোকের মধ্যে চাল বিতরণ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার জানান, পৌরসভার তিনজন ডিলারের মাধ্যমে এ কার্যক্রম চলবে।

আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিশুক চালক নিহত

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিদ্দিক নামের এক মিশুক চালক নিহত হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার রাতে গোলবুনিয়া গ্রামে।
জানাগেছে, উপজেলার গোলবুনিয়া গ্রামের আবুল কাসেমের ছেলে মিশুক চালক সিদ্দিক সোমবার রাতে নিজের ঘরে গাড়ীর ব্যাটারীতে চার্জ দিতে যায়। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢোবায় পড়ে যান। তার ডাক চিৎকার শুনে দ্রুত স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের চিকিৎসক মোঃ শাহাদাত হোসেন তাকে মৃত্যু ঘোষনা করেন।
নিহত মিশুক চালকের স্ত্রী রওশন আরা কান্নাজনিত কন্ঠে বলেন, মিশুকের ব্যাটারীতে চার্জ দিতে গিয়ে আমার স্বামী মারা গেছেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহাদাত হোসেন বলেন, সিদ্দিককে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, পবিরারের দাবীর প্রেক্ষিতে সিদ্দিকের মরদেহ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমতলীতে বৃদ্ধা মাকে ছেলের নির্যাতন।পুড়িয়ে মারার হুমকি। পালিয়ে বেড়াচ্ছেন মা।

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
প্রতারনা করে জমি লিখে নেয়া ও নির্যাতন সইতে না পেরে ছেলে জসিম মোল্লার বিরুদ্ধে মা চন্দ্রা ভানু (৮৫) থানা লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ দেয়ায় পরে মাকে ছেলে জসিম পুড়িয়ে মারার হুমকি দিয়েছে। ছেলের ভয়ে মা প্রতিবন্ধি মেয়ে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ঘটনা ঘটেছে বরগুনার আমতলী উপজেলার ঘটখালী গ্রামে।
জানাগেছে, উপজেলার ঘটখালী গ্রামের মৃত্য মেনাজ উদ্দিন মোল্লা ২০১০ সালে মারা যান। তার মুত্যূতে স্ত্রী চন্দ্রা ভানু ২২ শতাংশ জমি পায়। ছোট ছেলে জসিম উদ্দিন মোল্লা বৃদ্ধা মায়ের কাছে দুই শতাংশ জমি দাবী করেন। মা ছেলেকে দুই শতাংশ জমি দিতে রাজি হয়। কিন্তু ২০১৩ সালে ছেলে জসিম মায়ের সাথে প্রতারনা করে সমুদয় জমি দলিল করে নেন। এরপর মাকে বাড়ী থেকে তাড়িয়ে দেয়। মা জমি লিখে নেয়ার বিষয়টি কাউকে জানাননি। জমি লিখে নেয়ার পর থেকে বৃদ্ধা মাকে প্রায়ই জসিম অকথ্য ভাষায় গালিগালিজসহ লাঞ্ছিত করে আসছে এমন অভিযোগ মা চন্দ্রা ভানুর। ছেলে নির্যাতন সইতে না পেরে জমি লিখে নেয়ার বিষয়টি অন্য ছেলেদের জানিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ছেলে জসিম গত রবিবার মাকে মারধর করে। এদিকে মাকে মারধর ও জমি লিখে নেয়ার বিষয়ে ভাই নাশির উদ্দিন মোল্লা ও বশির মোল্লা প্রতিবাদ করলে তাদের নামে থানায় মিথ্যা মামলা দিয়েছে বলে অভিযোগ করেন মা চন্দ্রা ভানু। প্রতারনা করে জমি লিখে নেয়া ও নির্যাতন সইতে না পেরে মা চন্দ্রা ভানু রবিবার ছেলে জসিম মোল্লার বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ দেয়ার পরে মাকে ছেলে জসিম পুড়িয়ে মারার হুমকি দিয়েছে। ছেলের ভয়ে মা প্রতিবন্ধি মেয়ে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
বৃদ্ধা মা চন্দ্রা ভানু বলেন, আমার ছোট ছেলে জসিম মোল্লা বাড়ী করবে বলে আমার কাছে ২ শতাংশ জমি দাবী করেন। আমি সরল মনে ২ শতাংশ জমি দিতে রাজি হই। কিন্তু আমার সরলতার সুযোগে জসিম আমার সাথে প্রতারনা করে ২২ শতাংশ জমি লিখে নিয়েছে। তিনি আরো বলেন, জমি লিখে নেয়ার পর থেকে জসিম আমার খোজ খবর নেয় না এবং খারাপ আচরণ করে। গত রবিবার আমি জানতে পারি আমার সমুদয় জমি লিখে নিয়েছেন। এ বিষয় জসিমকে জিজ্ঞেস করলে আমাকে মারধর করেছে। তাই জমি লিখে নেয়া ও নির্যাতন সইতে না পেরে আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগ দেয়ার পরে জসিম আমাকে পুড়িয়ে মারার হুমকি দিচ্ছে। ওর ভয়ে আমি প্রতিবন্ধি মেয়ে নিয়ে পালিয়ে বেড়াচ্ছি।
আমি এ ঘটনার বিচার চাই।
ছেলে জসিম উদ্দিন মোল্লা মাকে মারধরের কথা অস্বীকার করে বলেন, মা-ই আমাকে জমি লিখে দিয়েছেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন আজ

ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে ঘটে যাওয়া বিপ্লবের স্থপতি সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন মঙ্গলবার। সজীব ওয়াজেদ জয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার পুত্র। তিনি মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ জুলাই জন্ম গ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তার নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা এ দুইজনের স্বপ্ন বাস্তবায়নে এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার নেপথ্য কারিগর হিসেবে কাজ করছেন পরিশ্রমী, মেধাবী ও পরিচ্ছন্ন জীবন-জীবিকার অধিকারী কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। তারই ধারাবাহিকতায় জাতির পিতার দৌহিত্র সজীব ওয়াজেদ জয় বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে পাঠান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার সময় মা ও বাবার সঙ্গে জার্মানিতে ছিলেন জয়। পরে মায়ের সঙ্গে রাজনৈতিক আশ্রয়ে ভারতে চলে যান তিনি। তার শৈশব ও কৈশোর কাটে ভারতে। সেখানকার নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে লেখাপড়ার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেন তিনি। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালের ২৬ অক্টোবর ক্রিস্টিন ওভারমায়ারকে বিয়ে করেন সজীব ওয়াজেদ জয়। তাদের একটি মেয়ে আছে।

লেখাপড়া করা অবস্থায় রাজনীতির প্রতি অনুরক্ত থাকলেও জয় সক্রিয় রাজনীতিতে নাম লেখান ২০১০ সালে। ওই বছরের ২৫ ফেব্রুয়ারি পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ দেওয়া হয় তাকে, যার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসেন তিনি। বর্তমানে মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টার দায়িত্বে আছেন। ২০০৭ সালে জয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক গ্লোবাল লিডার অব দ্য ওয়ার্ল্ড হিসেবে নির্বাচিত হন।

২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার বিষয়টি নিয়ে আসেন। পর্দার অন্তরালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে গোটা দেশে তথ্যপ্রযুক্তির বিপ্লব ঘটান এই তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ। বর্তমানে দলীয় ঘরানা ছাড়াও তথ্যপ্রযুক্তি, রাজনীতি, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাবিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তথ্যপ্রযুক্তির বিকাশ, তরুণ উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন জয়।

বিশেষ করে দেশের তরুণদের দেশপ্রেমে উজ্জীবিত করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে আত্মনিয়োগ করার ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ নিচ্ছেন তিনি। বর্তমানে বেশিরভাগ সময়েই দেশের বাইরে অবস্থান করতে থাকা সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের রাজনীতি ও সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে ফেসবুকে মতামত ব্যক্ত করে থাকেন। ইতিমধ্যেই ডিজিটাল বাংলাদেশের স্থপতি হিসেবে তার নামডাক ছড়িয়ে পড়েছে।

দেশের আইসিটি খাত সংশ্লিষ্টদের মতে, শিক্ষাগত যোগ্যতা আর পেশাগত কাজের অভিজ্ঞতা-এই দু’য়ের মিশেলেই দেশের আইসিটি খাতের এমন তড়িৎ উন্নতিতে সফল নেতৃত্ব দিতে পেরেছেন সজীব ওয়াজেদ জয়।

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের প্রাথমিক ধাপ হিসেবে ইন্টারনেটকে মানুষের দোরগোড়ায় পৌঁছে  দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেন সজীব ওয়াজেদ জয়। ইউনিয়ন পর্যায়ের পাশাপাশি চর বা পার্বত্য অঞ্চলের মতো প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট পৌঁছে  দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে আওয়ামী যুবলীগ সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে জেলা/মহানগর/উপজেলা/থানা/পৌরসভা/ইউনিয়নে মিলাদ ও দোয়া এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।

এদিকে বিকেলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সজীব ওয়াজেদ জয়’র শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটা ও তাঁর সু-স্বাস্থ্য কামনায় দোয়ার আয়োজন করেছে।

বরিশালে ভন্ড ফকির দুই ভাইকে জেলহাজতে প্রেরণ

শামীম আহমেদ ॥ বরিশালের হিজলায় জিন ছাড়ানোর নামে রাসেল ঘরামী (৩০) নামের এক কৃষককে গলা টিপে হত্যার ঘটনায় আটককৃত ভন্ড ফকির দুই সহদরের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
জেলার হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার বলেন, নিহত রাসেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি দুই ভন্ড ফকির উপজেলার গৌরবদী ইউনিয়নের বিছর গ্রামের জামাল শেখের পুত্র ইসমাইল শেখ ও ইমরান শেখের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
এজাহারের বরাত দিয়ে ওসি বলেন, উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া গ্রামের আলমগীর ঘরামীর পুত্র দুই সন্তানের জনক রাসেল ঘরামী সম্প্রতি সময়ে অস্বাভাবিক আচরণ করছিলেন। পরিবারের সদস্যদের ধারণা ছিলো রাসেলকে জিনে ধরেছে। তাই জিন ছাড়াতে সোমবার বিকেলে ইসমাইল শেখ ও ইমরান শেখ নামের দুইজন ফকির আনা হয়। তারা জিন ছাড়াতে গিয়ে রাসেলের গলা টিপে ধরেন। এতে রাসেল নিস্তেজ হয়ে পরলে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী টেকেরহাট বাজারের এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সূত্রমতে, রাসেলের মৃত্যুর খবর পেয়ে স্থানীয়রা উত্তেজিত হয়ে দুই ভন্ড ফকিরকে আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করেন। এ ঘটনায় নিহত রাসেলের পিতা আলমগীর ঘরামী বাদি হয়ে সোমবার রাতে আটককৃতদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

গত ২৪ ঘণ্টায় প্রায় ১৫ হাজার করোনা রোগী শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯২৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫৮ জন। যা দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ হাজার ৭৭৯ জনে। এর আগে গতকাল ২৬ জুলাই দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৪৭ জনের মৃত্যু হয়েছিল।

আজ মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৩৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ২২ হাজার ৪১৪ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৫ হাজার ১৫৯ জনের। পরীক্ষা করা হয়েছে ৫২ হাজার ৪৭৮টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৮ দশমিক ৪৪ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৫ লাখ ৫৮ হাজার ৭১১টি।