আগৈলঝাড়া যুবলীগের সাবেক আহ্বায়ক মোঃ নান্নু খানের মৃত্যুতে বরিশাল জেলা আ’লীগের শোক 

খবর বিজ্ঞপ্তি:
আগৈলঝাড়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক মোঃ নান্নু খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
সোমবার  (২৬ জুলাই) বিকেলে এক শোক বার্তায় 
গভীর শোক ও দুুঃখ প্রকাশ করেছেন পার্বত্য শান্তিচূক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মাননীয় মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস। এসময় নেতৃবৃন্দ মরহুমের  বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন । 
 
উল্লেখ, মোঃ নান্নু খান করোনা আক্রান্ত হয়ে সোমবার (২৬ জুলাই) বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

সন্ধ্যার ভাঙনে পাঁচ বসতবাড়ি বিলীন

শামীম আহমেদ ॥
বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার রাক্ষুসী সন্ধ্যা নদীর ভাঙনে গত এক সপ্তাহের ব্যবধানে বাইশারী ইউনিয়নের নাটুয়ারপাড় গ্রামের পাঁচটি বসতবাড়ি বিলীন হয়ে গেছে।
বেপরোয়া বালু উত্তোলনের ফলে বছরের পর বছর ধরে ভাঙন অব্যাহত থাকলেও বালু উত্তোলন বন্ধ কিংবা ভাঙনরোধে কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীরা। সূত্রমতে, গত এক সপ্তাহের ব্যবধানে নাটুয়ারপাড় গ্রামের হাফেজ আব্দুর রব, সামসুল হক সরদার, শহীদুল ইসলাম, সুলতান বেপারী ও কবির সরদারের বসতবাড়িসহ গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
এরপূর্বে গত বছর বর্ষা মৌসুমে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দাসেরহাট এলাকায় একরাতে ১৬টি বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। চলতি বছর বর্ষা মৌসুমে উপজেলার বাইশারী ইউনিয়নের নাটুয়ারপাড় ছাড়াও উত্তর নাজিরপুর ও শিয়ালকাঠি, সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদবাড়ি, নলশ্রী ও দাসেরহাট, চাখার ইউনিয়নের চাউলাকাঠি, কালিরবাজার ও হক সাহেবেরহাট, সলিয়াবাকপুর ইউনিয়নের খোদাবখশ ও খেজুরবাড়ি, সদর ইউনিয়নের ব্রাহ্মণকাঠি, জম্বদ্বীপ ও কাজলাহারসহ বিভিন্ন এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের হুমকির মুখে রয়েছে উত্তর নাজিরপুর গুচ্ছ গ্রাম ও খেজুরবাড়ি আবাসন প্রকল্প।
ভূক্তভোগীরা অভিযোগ করেন, সন্ধ্যা নদী থেকে অপরিকল্পিতভাবে বেপরোয়া বালু উত্তোলনের ফলে বছরের পর বছর ভাঙনে বিস্তির্ণ জনপদ বিলীন হয়ে গেলেও বালু উত্তোলন বন্ধ ও ভাঙনরোধে কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
এ ব্যাপারে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা বলেন, নদীভাঙনরোধে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে।

কুয়াকাটায় হোটেলে মাদক নিয়ে আটক দুমকিতে আওয়ামীলীগ নেতাকে বহিষ্কার

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি:
কুয়াকাটায় হোটেলে মাদক ও নারীসহ মহিপুর থানা পুলিশের হাতে আটক দুমকির আংগারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু জাফর জোমাদ্দার কে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক গোলাম রাজ্জাক খান ও যুগ্ম-আহ্বায়ক কবির হোসেন রিপন মোল্লা ওমোঃ নজরুল ইসলাম হাওলাদার স্বাক্ষরিত এক নোটিশে তাকে বহিষ্কার করা হয়। নোটিশে উল্লেখ করা হয়, গত ২২শে জুলাই রাতে কুয়াকাটার একটি হোটেলে মাদক নিয়ে মহিপুর থানা পুলিশ আপনাকে গ্রেফতার করার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন তাই আপনাকে আংগারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ৪ নং ওয়ার্ডের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হল। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রদান করা হয়েছে সভাপতি সাধারণ সম্পাদক পটুয়াখালী জেলা আওয়ামীলীগ। সভাপতি সাধারণ সম্পাদক দুমকি উপজেলা আওয়ামীলীগ।

অতিবর্ষণ ও পূর্ণিমার জোঁর প্রভাবে আমতলী ও তালতলীর নিম্নাঞ্চল প্লাবিত | পানির নীচে আমনের বীজতলা

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
অতিবর্ষণ ও পূর্ণিমার জোঁর প্রভাবে আমতলী ও তালতলীর চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমতলী পায়রা নদীর ফেরির গ্যাংওয়ে তলিয়ে যানবাহন ও মানুষ চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পানির নীচে তলিয়ে গেছে আউশের ধান ও আমনের বীজতলা। এতে দুর্ভোগে পরেছে দুই উপজেলার অন্তত তিন লক্ষাধীক মানুষ।
জানাগেছে, অতিবর্ষণ ও পূর্ণিমার জোঁর প্রভাবে পায়রা নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৭৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে উপকুলীয় আমতলী ও তালতলীর চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা নিয়ন্ত্রন বাঁধের বাহিরের বসবাসরত মানুষের ঘরবাড়ী তলিয়ে গেছে। তারা অতিকষ্টে জীবনযাপন করছে। অতি বর্ষণে আমতলী ও তালতলীর জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। পানিতে মাঠ-ঘাট থই থই করছে। তলিয়ে গেছে আউশের ধান ক্ষেত ও আমনের বীজতলা। চাষাবাদ প্রায় বন্ধ। জলকপাটগুলো দিয়ে তেমন পানি নিস্কাশন না হওয়ায় উপজেলায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। দ্রুত পানি নিস্কাশন না হলে আউশ ধান ও আমনের বীজতলা পঁচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। দ্রুত জলাবদ্ধতা নিরসনে দাবী জানিয়েছেন কৃষকরা। এদিকে জোয়ারের পানিতে বালিয়াতলী, পশুরবুনিয়া, আড়পাঙ্গাশিয়া, পশ্চিম ঘটখালী, গুলিশাখালী ও হরিদ্রবাড়িয়া এলাকার পায়রা সংলগ্ন বন্যা নিয়ন্ত্রন বাঁধ ঝুঁকিতে রয়েছে। বন্যা নিয়ন্ত্রন বাঁধ না থাকায় গাজীপুর বন্দর জোয়ারের পানিতে তলিয়ে গেছে বলে জানান ব্যবসায়ী কালাম হাওলাদার। আমতলী পৌর শহরের আমতলী সরকারী কলেজ,এমইউ মাধ্যমিক বিদ্যালয়, এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ পানিতে তলিয়ে গেছে। অপর দিকে আমতলী পায়রা নদীর ফেরির গ্যাংওয়ে তলিয়ে গেছে। এতে যানবাহন ও মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। মানুষ হাটু পরিমান পানি ডিঙ্গিয়ে সড়কে উঠছে। দ্রুত পায়রা ফেরির গ্যাংওয়ে সংস্কারের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।

কৃষি অফিস সুত্রে জানাগেছে, আমতলী ও তালতলী উপজেলার ৩৬ হাজার ৩০০ হেক্টর আবাদি জমি পানিতে তলিয়ে থাকায় চাষাবাদ বন্ধ রয়েছে।
খোজ নিয়ে জানাগেছে, উপজেলার গুলিশাখালী, কুকুয়া, আঠারোগাচিয়া, হলদিয়া, চাওড়া, আমতলী সদর ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের সকল আউশ ধানের ক্ষেত ও আমনের বীজতলা পানিতে তলিয়ে গেছে। জলকপাটগুলো দিয়ে পানি নিস্কাশন না হওয়ায় ভয়াবহ জলাবন্ধতা দেখা দিয়েছে। এছাড়া তালতলীর নিশানবাড়িয়া, ফকিরহাট, সোনাকাটা, নিদ্রাসকিনা, তেতুঁলবাড়িয়া, আশার চর, নলবুনিয়া, তালুকদারপাড়া, চরপাড়া, গাবতলী, মৌপাড়া, ছোটবগী, জয়ালভাঙ্গা,পচাঁকোড়ালিয়া ও আমতলীর ঘোপখালী, বালিয়াতলী, পশুরবুনিয়া, আড়পাঙ্গাশিয়া, পশ্চিম আমতলী, ফেরীঘাট, পুরাতন লঞ্চঘাট, আমুয়ার চর, পানি উন্নয়ন বোর্ড, আঙ্গুরকাটা, গুলিশাখালী ও হরিদ্রবাড়িয়া নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। এ সকল এলাকার মানুষের ঘর বাড়ী জোয়ারের পানিতে তলিয়ে গেছে।
সোমবার দুপুরে আমতলী পায়রা ফেরিঘাট এলাকা সরেজমিনে দেখাগেছে, পায়রা নদীর ফেরির গ্যাংওয়ে পানিতে তলিয়ে গেছে। মানুষ হাটু পরিমান পানি ডিঙ্গিয়ে সড়কে উঠছে। যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে।
লেমুয়া গ্রামের ইসহাক হাওলাদার বলেন, অতি বৃষ্টি ও পূর্ণিমার জোঁতে পানি বৃদ্ধি পেয়ে পায়রা নদী সংলগ্ন চর ও নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। চরে বসবাসরত মানুষরা উচু স্থানে আশ্রয় নিয়েছে।
গাবতলী আবাসনের জহিরুল ইসলাম বলেন, পানতে ঘর তলাইয়্যা গ্যাছে। গুড়াগারা লইয়্যা কষ্ট হরি।

আমতলীর পৌর শহরের আমুয়ার চর গ্রামের ফাতেমা বেগম বলেন, জোয়ারের পানিতে ঘর তুলিয়ে গেছে।
আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামের কৃষক সোহেল রানা বলেন, অতি বর্ষণে জলাবদ্ধতায় আউশের ধান ও আমনের বীজতলা পানিতে তলিয়ে গেছে। তিনি আরো বলেন, জলাবদ্ধতার কারনে জমি চাষাবাদ করতে পারছি না।
আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের কৃষক আফজাল শরীফ বলেন, পানিতে আউশ ক্ষেত এবং আমনের বীজতলা তলিয়ে গেছে।
গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী গ্রামের জামাল সরদার বলেন, খেকুয়ানী জলকপাট দিয়ে পর্যাপ্ত পানি নিস্কাশন না হওয়ায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। দ্রুত পানি নিস্কাশন না হলে কৃষকের আমনের জমি চাষাবাদ এবং বীজতলা পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের কৃষক শিবলী শরীফ বলেন, শুধু পানি আর পানি। চারিদিকে পানিতে থই থই করছে। বীজতলা পানির নিচে তলিয়ে রয়েছে।
পায়রা ফেরিঘাটের পরিচালক মোঃ ছালাম খাঁন বলেন, জোয়ারের পানিতে ফেরির গ্যাংওয়ে তলিয়ে গেছে। এতে গ্যাংওয়ে দিয়ে যানবাহন ও মানুষ চলাচলে সমস্যা হচ্ছে। দ্রুত ফেরির গ্যাংওয়ে সংস্কার করা জরুরী।
আমতলী এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম কবির বলেন, পানিতে বিদ্যালয় মাঠও কোয়াটার তলিয়ে গেছে। হাটু সমান পানি ডিঙ্গিয়ে চলাচল করতে হয়।
আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, পানি নিস্কাশন না হওয়ায় জলাবন্ধতা সৃষ্টি হয়েছে। এতে কৃষকের আউশ ধান ও আমনের বীজতলা পানির নীচে রয়েছে। তিনি আরো বলেন, পানি নেমে গেলে তেমন ক্ষতি হবে না। তবে বৃষ্টি ও জোয়ারের পানি আরো বৃদ্ধি পেলে ক্ষতির সম্ভাবনা রয়েছে।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ কায়সার আলম বলেন, পায়রা নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৭৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এতে চর ও নিম্নাঞ্চল তলিয়ে গেছে কিন্তু বন্যা নিয়ন্ত্রন বাঁধ ভেঙ্গে পানি ভিতরে পানি প্রবেশ করেনি। তিনি আরো বলেন, ঝুকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রন বাঁধ আগেই সংস্কার করা হয়েছে।

বরিশালে উপসর্গসহ মৃত্যু ১৮, শনাক্ত ৮’শত ৪১ জন

শামীম আহমেদ ॥
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জন এবং করোনা ওয়ার্ডে ৬ জনের মৃত্যু হয়েছে। আর এ নিয়ে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের মধ্যে পিরোজপুরে ১জন এবং বরগুনাতে ৭জনসহ মোট ৮ জন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪শ ২৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.বাসুদেব কুমার দাস। তিনি জানান, মোট আক্রান্ত ২৯ হাজার ৭শ ৫২ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯শ ৬৪ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন ৩৮২জন নিয়ে মোট ১২ হাজার ৬শ ৮৪জন, পটুয়াখালী জেলায় নতুন ১০৭ জন নিয়ে মোট ৩ হাজার ৬শ ৬৬ জন, ভোলা জেলায় নতুন ১৩৭ জনসহ মোট ৩ হাজার ১শ ৬ জন, পিরোজপুর জেলায় নতুন ৭৬ জনসহ মোট ৪ হাজার ৬ জন, বরগুনা জেলায় নতুন ৭৯ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৫শ ৮৬ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৬০ জন নিয়ে মোট দাঁড়িয়েছে ৩ হাজার ৭শ ৪ জন।

এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে দশ জনের এবং করোনা ওয়ার্ডে ছয় জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৭শ ৩৪ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ২শ ৮৩ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৭শ ৩৪ জনের মধ্যে ৭১ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় আজ (সোমবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২৩ জন ও করোনা ওয়ার্ডে ২৪ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২শ ৮৩ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ১শ ৬৬ জন করোনা ওয়ার্ডে এবং ১শ ১৭ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১শ ৯০ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৪৬.৮৪ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

বরিশাল বিভাগে নতুন করে ৮৪১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এই নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৭শ ৫২ জনে।

 

বরিশালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শামীম আহমেদ ॥

বরিশাল জেলার হিজলা ও উজিরপুর উপজেলায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এরমধ্যে রোববার বিকেলে বরিশালের হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে ইব্রাহিম নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার বাসিন্দা কামাল তফাদারের ছেলে।

হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকাল অফিসার ডাঃ শাহারাজ হায়াত জানান,খেলা করার সময় শিশুটি বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলেও এরআগেই তার মৃত্যু হয়।

অপরদিকে বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ভবানিপুর গ্রামে বাড়ির পাশের খালের পানিতে ডুবে আইমান নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়। সে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাসিন্দা মোঃ রাব্বির ছেলে। কয়েকদিন আগে শিশুটি অভিভাবকদের সাথে ভবানিপুর গ্রামে নানা দেলোয়ার ঘরামির বাড়িতে বেড়াতে আসেন।

স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান জানান,বিকেলে শিশুটি তার নানা বাড়ির পাশের খালে পরে যায়। সেসময় তার সাথে থাকা মহসিন নামে সাড়ে ৩ বছরের অন্য একটি শিশু বাড়িতে গিয়ে খবরটি জানায়। পরে সেই খালে খোজাখুজি করে আইমানকে উদ্ধার করে পল্লী চিকিৎসক হুমায়ুনের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটিকে মৃত ঘোষনা করা হয়।

বরিশালে ৫টি ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বরিশালে মেয়াদোত্তীর্ন ও সৌজন্য ওষুধ প্রদর্শন এবং বিক্রির দায়ে ৫টি ফার্মেসি থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছেন পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে নগরীর বান্দ রোড শের-ই বাংলা মেডিকেলের সামনের ফার্মেসিগুলোতে আকস্মিক এই অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তগীর, আতাউর রাব্বী এবং মহিউদ্দিন আল হেলালের নেতৃত্বে এবং পুলিশ ও বিজিবির সহায়তায় পৃথক এই অভিযান পরিচালিত হয়।
এ সময় মেয়াদোত্তীর্ন ও সৌজন্য ওষুধ প্রদর্শন এবং বিক্রির দায়ে বরগুনা মেডিকেল হল থেকে ২০ হাজার, পলি মেডিকেল হল থেকে ১০ হাজার, জাহানারা মেডিকেল হল থেকে ৩০ হাজার, মহসিন মেডিকেল হল থেকে ৩০ হাজার এবং রূপালী মেডিকেল স্টোর থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালে ৫টি ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ন ও সৌজন্য ওষুধ জব্দ করে ধ্বংস করে পৃথক ভ্রাম্যমান আদালত। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তগীর।

বরিশালের রাস্তায় মানুষ ও যান চলাচল বেড়েছে

কঠোর লকডাউনের চতুর্থ দিন বরিশালের রাস্তাঘাটে মানুষ ও যানবাহন চলাচল বেড়েছে। তবে নগরীর বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিলো। এদিকে লকডাউন এবং স্বাস্থ্যবিধি বাস্তবায়নে আজ দুই বেলায় পৃথক ৬টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীও চেকপোস্টে যানবাহন নিয়ন্ত্রন করাসহ টহল অব্যাহত রেখেছে।

কঠোর লকডাউনের চতুর্থ দিন বরিশালের রাস্তায় আগের ৩ দিনের চেয়ে মানুষ এবং যানবাহন চলাচল বেড়েছে। প্রয়োজনে-অপ্রয়োজনে নানা অজুহাতে রাস্তায় বের হয়েছেন মানুষ। সকালের দিকে নগরীর পোর্ট রোড ইলিশ মোকামসহ সবগুলো বাজারে প্রচুর ভিড় ছিলো। বাজারে কিছু মানুষ মাস্ক ব্যবহার করলেও বেশিরভাগ মানুষের মাস্ক ছিলো থুতনির নীচে। আবার মাস্ক ছাড়াও বাজারে অনেক ক্রেতা-বিক্রেতাকে দেখা গেছে।
সকালের দিকে নগরীর রাস্তাঘাট ছিলো রিক্সা, মোটরসাইকেল এবং ব্যক্তিগত যানের দখলে। অন্যান্য গণপরিবহন বন্ধের সুযোগে রিক্সাভাড়া বেড়েছে কয়েকগুণ। সামর্থ না থাকায় কিছু মানুষকে হেঁটে দূরদূরান্তের উদ্দেশ্যে যেতে দেখা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে রাস্তাঘাট অনেকটা ফাঁকা হয়ে যায়।

নগরীর প্রধান প্রধান বাণিজ্যিক কেন্দ্র সদর রোড, চকবাজার, বাজার রোড সহ অন্যান্য এলাকায় বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে। খোলা রয়েছে খাদ্য এবং ওষুধ সামগ্রীর দোকান। তবে পাড়া মহল্লায় এই মুহূর্তে অপ্রয়োজনীয় চায়ের দোকানে জটলা দেখা গেছে।

এদিকে লকডাউন এবং স্বাস্থ্য বিধি বাস্তবায়নে আজ সকালে পৃথক ৩টি এবং দুপুরের পর পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের সহকারি কমিশনার সুব্রত বিশ্বাস দাস।

অপরদিকে নগরীর বিভিন্ন প্রবেশদ্বারসহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়াও জোরদার টহল দিচ্ছে তারা।

বরিশাল বিভাগের ৬ জেলার জন্য সিনোফার্মের ১ লাখ ২৪ হাজার ডোজ টিকা

বরিশাল বিভাগের ৬ জেলার জন্য চীনের সিনোফার্মার ১ লাখ ২৪ হাজার ডোজ টিকা এসে পৌঁছেছে। একই সাথে বরিশাল সিটি করপোরেশন এলাকার জন্য ১৩ হাজার ২০০ ডোজ মডার্ণার টিকা এসে পৌঁছেছে। টিকাগুলো বরিশাল জেলার ইপিআই সংরক্ষণাগারে রাখা হয়েছে।

বেক্সিমকো ফার্মার একটি ফ্রিজার ভ্যানে ঢাকা থেকে বিকেল ৩টার দিকে চীনের সিনোফার্মার ১ লাখ ২৪ ডোজ টিকা বরিশালে এসে পৌঁছে। ফ্রিজার ভ্যানে বরিশাল বিভাগের ৬ জেলার টিকা ছিল। এর মধ্যে বরিশালের জন্য ৩১ হাজার ২০০ ডোজ, ঝালকাঠির ১০ হাজার ৪০০ ডোজ, পটুয়াখালীর ২৪ হাজার ডোজ, পিরোজপুরের ১৭ হাজার ৬০০ ডোজ, ভোলার ২৭ হাজার ২০০ ডোজ এবং বরগুনার জন্য পাঠানো হয়েছে ১৩ হাজার ৬০০ ডোজ টিকা।
একই সাথে বরিশাল সিটি করপোরেশন এলাকার জন্য ১৩ হাজার ২০০ ডোজ মডার্ণার টিকা এসে পৌঁছেছে।

এর আগে গত ২৯ জানুয়ারি বরিশালে করোনার প্রথম ডোজ টিকা পৌঁছেছিলো। বরিশালের সিভিল সার্জন টিকাগুলো গ্রহন করেন। এ সময় জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিকা সংরক্ষণের জন্য খোলা রাখা হয়েছে ওয়াকিং কুলার ও আইস লাইন রেফ্রিজারেটর। নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করতে প্রস্তুত রাখা হয়েছে জেনারেটর। এজন্য বিভাগীয় শহর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন।

সব রেকর্ড ছাড়িয়ে সর্বোচ্চ করোনা শনাক্ত আজ

দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১৯২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪৭ জন। যা দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত হয়েছে।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৯ হাজার ৫২১ জন। এছাড়াও মোট করোনা শনাক্ত হয়েছে ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৯ হাজার ৯৭৫ জন। একই সময়ে ৫০ হাজার ৯৫২ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ।