জাতীয় স্মৃতিসৌধের পুকুরে শিশুর মরদেহ

সাভারে জাতীয় স্মৃতিসৌধের একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক ৮ বছর। বুধবার (২১ জুলাই) ঈদুল আজহার দিন রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত শিশুর নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান, আজ আইন-শৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা পরিবার নিয়ে স্মৃতিসৌধে বেড়াতে আসেন। ঘুরতে এসে স্মৃতিসৌধের একটি পুকুরের পাশে গেলে এক শিশুর মরদেহ ভাসতে দেখেন। পরে পুলিশকে জানানো হলে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির পরিচয় জানতে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যকে বলা হয়েছে, তিনি খোঁজ নিয়ে দেখছেন।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই)  বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির পরিচয় জানার চেষ্টা চলছে।

‘স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঈদ আনন্দ যেন বিষাদে রূপ না নেয়’

‘স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঈদ আনন্দ যেন বিষাদে রূপ না নেয়’-সেদিকে সবাইকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, উৎসব যেন স্বাস্থ্যবিধি প্রতিপালন ভুলিয়ে দিয়ে ঈদ আনন্দকে বিষাদে রূপ না দেয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।

জীবনবোধের ডালপালা সাজে উৎসবের বর্ণিলতায় করোনা বদলে দিয়েছে আমাদের চিরচেনা জগৎ, তবুও জীবন এগিয়ে যায় জীবনের নিয়মে।

বুধবার (২১ জুলাই) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ আহ্বান জানান।

করোনায় বদলে দেওয়া দৃশ্যপটের কঠিন বাস্তবতায় ঈদ উদযাপনের এ সময়ে দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের আওয়ামী লীগের পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, করোনার এ মহামারিতে ঈদ উদযাপনের বর্ণিলতায় ঘটেছে ছন্দপতন, তবুও জীবনের অনিবার্য প্রয়োজনেই আমরা গ্রহণ করি সংকট উত্তরণের চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জ উত্তরণের অসীম সাহসের দ্বীপশিখা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্যোগ আর ঘোর অমানিশায় আস্থার আলোকবর্তিকা বঙ্গবন্ধুকন্যা।

তিনি আরও বলেন, সবার অব্যাহত সহযোগিতা ও স্রষ্টার অসীম কৃপায় শেখ হাসিনার নেতৃত্বে এ আঁধার কেটে আশার আলোকিত ভোরে নোঙর করবো ইনশাআল্লাহ। আমরা ফিরে পাবো চিরচেনা জগৎ এবং ফুলের সৌরভ ছড়ানো সকাল, পাখ-পাখালির কলকাকলি মুখর দিবস আর জোছনা আলোকিত রজনী। অনেকেই আজ অসহায়, কর্মহীন, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ আকুল, তাই দলমত নির্বিশেষে অসহায় মানুষ, প্রতিবেশী এবং পিছিয়ে পড়া স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করার আহ্বান জানাই।

ঈদে শুভেচ্ছা বার্তা দিলেন মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় বলেন, ‘ঈদ মোবারক! ঈদুল আজহার শুভেচ্ছা। মহিমান্বিত এই দিনটি যেন বৃহত্তর কল্যাণের জন্য সম্মিলিত সহানুভূতি, সম্প্রীতি এবং অন্তর্ভুক্তির চেতনাকে আরও এগিয়ে নিয়ে যায়।’

এছাড়াও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীও সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন

সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব এই পবিত্র ঈদুল আজহা।

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদ-উল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৭টায়।  ইমামতি করেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। এছাড়া যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নগরীর ৪১টি ওয়ার্ড ও পাড়া, মহল্লার মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া, বরিশালের কালেক্টরেট জামে মসজিদ, সিলেটের দরগাঁ মসজিদসহ দেশের বিভিন্ন স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। তবে করোনার কারণে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া এবং  দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ গোর এ শহীদেও হচ্ছে না ঈদের নামাজ।