মহাসড়কে ২২ জুলাই পর্যন্ত ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ

আগামী বৃহস্পতিবার (২২ জুলাই) পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধের সিদ্ধান্ত দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)। মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (ইঞ্জিনিয়ার) শীতাংশু শেখর বিশ্বাসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার নিমিত্তে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণকল্পে আগামী ২২ জুলাই পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি সার্ভিস, অত্যাবশ্যকীয় পণ্য, পচনশীল দ্রব্য, কোরবানির পশু, জ্বালানি, ওষুধ, ত্রাণ, সংবাদপত্র ও রপ্তানিবাহী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ টাইগারদের

জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৯ ম্যাচ জিতে দলটিকে আরেকবার হোয়াইটওয়াশ করলো টাইগাররা। আজ তিন ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে ৪৮ ওভারে ৫ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। অনেকগুলো রেকর্ডের এই সিরিজের পুরো ৩০ পয়েন্টে আরও এগিয়ে গেল টাইগাররা। এই পয়েন্টে সুপার লিগের টেবিলের শীর্ষ দল ইংল্যান্ডের (৯৫ পয়েন্ট) সঙ্গে টাইগারদের ব্যবধান কমে দাঁড়ালো ১৫ পয়েন্ট।

জিম্বাবুয়ের দেওয়া ২৯৯ রানের বড় টার্গেট তাড়ায় ভালো শুরু পায় বাংলাদেশ। দুই ওপেনার তামিম ও লিটনের জুটিতে আসে ৮৮ রান। ৪৬ বলে তামিম দেখা পান ফিফটির। লিটনও ছুটছিলেন ফিফটির দিকে। কিন্তু ওয়েসলি মাধেভেরের বলে সুইপ শট খেলতে গিয়ে স্কয়ার লেগে থাকা মারুমানির হাতে ক্যাচ তুলে দেন এই ডানহাতি।

লিটনের বিদায়ের পর তিনে নামা সাকিবও দারুণ শুরু করেছিলেন। তামিমের সঙ্গে গড়েছিলেন ৫৯ রানের জুটি। তবে আগের ম্যাচে অপরাজিত ৯৬ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলা সাকিব এই ম্যাচে পারেননি। ব্যক্তিগত ৩০ রানে লুক জঙওয়ের বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষক চাকাভার হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ৪২ বলে খেলে ১টি চার ও ১ টি ছক্কা হাঁকিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিব বিদায় নেওয়ার আগেই আগ্রাসী ব্যাটিং করে তামিম তুলে নেন ক্যারিয়ারের ১৪তম ওয়ানডে সেঞ্চুরি। মাত্র ৮৭ বল খেলে ৭ চার ও ৩ ছক্কায় তিন অংকে পৌঁছান তিনি। তবে এরপর বেশিদূর যেতে পারেননি তামিম। তিরিপানোর বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষক চাকাভার হাতে ক্যাচ দিলে শেষ হয় তার ৯৭ বলে ১১২ রানের ইনিংস, যেখানে ৮টি চার ও ৩টি ছক্কার মারও আছে। তারপরের বলেই মাহমুদউল্লাহ হাঁটেন ড্রেসিং রুমের পথে।

চাপে পড়ে যাওয়া বাংলাদেশকে পথ দেখাচ্ছিলেন মোহাম্মদ মিঠুন ও দীর্ঘদিন পর দলে ফেরা নুরুল হক সোহান। একদিকে সোহান আগ্রাসী ব্যাটিং করলেও মিঠুন খেলছিলেন দেখেশুনে। আত্মবিশ্বাসের ঘাটতিও স্পষ্ট হয়ে উঠছিল মিঠুনের ব্যাটিংয়ে। শেষ পর্যন্ত দলকে ২৬৮ রানে রেখে মাধেভেরের বলে চাতারার হাতে ক্যাচ তুলে দিলে শেষ হয় তার ৫৭ বলে মাত্র ১ চারে সাজানো ৩০ রানের ইনিংস।

মিঠুন ফিরলেও অপরপ্রান্তে রানের চাকা সচল রাখেন নুরুল হাসান। তার আগ্রাসী ব্যাটিংয়েই শেষ পর্যন্ত লক্ষ্যটা বাংলাদেশের হাতের মুঠো থেকে ছুটে যেতে পারেনি। শেষ ৩ ওভারে জিততে দরকার ছিল মাত্র ১৩ রান। আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে যা দেখেশুনে খেলে পেরিয়ে যান সোহান। আফিফ ১৭ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন আফিফ। অন্যদিকে সোহান অপরাজিত থাকেন ৩৯ বলে ৪৫ রান নিয়ে।

এর আগে, মঙ্গলবার হারারেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে সবকটি উইকেট হারিয়ে নির্ধারিত ৪৯.৩ ওভার শেষে ২৯৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে জিম্বাবুয়ে। এদিন জিম্বাবুয়ের ইনিংসে ফিফটি হাঁকান তিন ব্যাটসম্যান। সর্বোচ্চ ৮৪ রান আসে প্রমোশন নিয়ে ওপেনিংয়ে খেলতে নামা রেজিস চাকাভার ব্যাট থেকে। ছয় ও ৭ নম্বরে ব্যাট হাতে যথাক্রমে ৫৭ ও ৫৯ রানের ইনিংস খেলেন সিকান্দার রাজা-রায়ান বার্ল।

বাংলাদেশের বল হাতে সর্বোচ্চ তিন উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফুদ্দিন ও মোস্তাফিজুর রহমান। টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর আভাস দিয়েছিল জিম্বাবুয়ে। বিনা উইকেটেই তুলে ফেলেছিল তারা ৩৬ রান। এরপরই ঘটে ছন্দপতন। স্বাগতিকদের ব্যাটিং লাইন-আপে প্রথম আঘাত হানেন সাকিব আল হাসান।

অধিনায়ক ব্রেন্ডন টেইলর আজও বড় রান করতে পারেননি। ২৮ রান করে মাহমুদউল্লাহর বলে তামিম ইকবালের তালুবন্দি হন। ডিওন মেয়ার্সকেও (৩৪) প্যাভিলিয়নে ফেরত পাঠান মাহমুদউল্লাহ। আরেক ওপেনার চাকাভা একপ্রান্ত আগলে ছিলেন। ছোট ছোট জুটিতে এগিয়ে যেতে থাকে জিম্বাবুয়ে।

তৃতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন চাকাভা এবং মেয়ার্স। মেয়ার্স আউট হওয়ার পর ছোট্ট একটা ধস। ৯১ বলে ৮৪ রান করা চাকাভাকে বোল্ড করে থামান তাসকিন। এরপর ৬ষ্ঠ উইকেটে ১১২ রানের দুর্দান্ত জুটি উপহার দেন সিকান্দার রাজা এবং রায়ান বার্ল। রাজা ৫৪ বলে ৫৭ আর বার্ল ৪৩ বলে ৪টি করে চার-ছক্কায় ৫৯ রানে আউট হন। শেষ তিন ওভারে দ্রুত উইকেট হারতে থাকে জিম্বাবুয়ে। বেদম মার খেয়ে ৮ ওভারে ৮৭ রান দেওয়া সাইফউদ্দিন শেষের দিকে নেন ৩ উইকেট। চোট কাটিয়ে ফেরা মুস্তাফিজ ৯.৩ ওভারে ৫৭ রানে নেন ৩ উইকেট। মাহমুদউল্লাহ নেন ২টি। ৪৯.৩ ওভারে ২৯৮ রানে অল-আউট হয় জিম্বাবুয়ে।

উল্লেখ্য, এর আগে বিদেশের মাটিতে ৩৪ সিরিজের বিপরীতে জয় ৫টিতে। এরমধ্যে কোনো দলকে হোয়াইটওয়াশ করে জয়ের রেকর্ড দু’টি। দেশের বাইরে এমন অর্জন ২০০৬ এ কেনিয়ার বিপক্ষে প্রথম। আর শেষটি ২০০৯ এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তার মানে ১২ বছর পর ফের বিদেশের মাটিতে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতলো টাইগাররা।

ঈদ উল আজহায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বাণী

লিখিত এ বানীতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

করোনা মহামারিতে কোরবানির মর্মার্থ অনুধাবন করে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হয়ে মহামারিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

রাষ্ট্রপতি তাঁর বানীতে বলেন, কোরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়।

এ বছর এমন একটা সময়ে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে যখন বাংলাদেশসহ গোটা বিশ্ব করোনাভাইরাসের সংক্রমণে চরমভাবে বিপর্যস্ত। করোনার কারণে দেশের জনগণের জীবন ও জীবিকা আজ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। জীবন বাঁচানো প্রথম অগ্রাধিকার হলেও জীবন বাঁচিয়ে রাখতে জীবিকার গুরুত্বও অনস্বীকার্য।

কঠিন এ সময়ে তিনি দেশের আপামর জনগণের প্রতি কোরবানির মর্মার্থ অনুধাবন করে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হয়ে মহামারিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সাথে তিনি দেশবাসীর প্রতি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে সর্বোচ্চ সতর্কতার সাথে ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানান।

ত্যাগের শিক্ষা ব্যক্তি জীবনে প্রতিফলিত হলেই সমাজে প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ। মহান আল্লাহ মহামারি করোনার হাত থেকে সবাইকে করুন, আমিন।

এদিকে ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী তাঁর বানীতে বলেন, আসুন, আমরা সকলে পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখি, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।

হযরত ইব্রাহিম (আঃ) মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয়বস্তুকে উৎসর্গ করার মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। প্রতিবছর এ উৎসব পালনের মধ্য দিয়ে সচ্ছল মুসলমানগণ কোরবানিকৃত পশুর গোশত আত্মীয়স্বজন ও গরিব-দুঃখির মধ্যে বিলিয়ে দিয়ে মানুষে-মানুষে সহমর্মিতা ও সাম্যের বন্ধন প্রতিষ্ঠা করেন। শান্তি সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় ঈদুল আজহা।

আমরা এক সংকটময় সময়ে ঈদুল আজহা উদ্যাপন করছি। করোনাভাইরাস সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে। আমাদের সরকার এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা জনগণকে সকল সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছি।

আল্লাহ বিপদে মানুষের ধৈর্য পরীক্ষা করেন। এসময় সকলকে অসীম ধৈর্য নিয়ে সহনশীল ও সহানুভূতিশীল মনে একে অপরকে সাহায্য করে যেতে হবে। এই বিপদের সময় স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, পুলিশ, প্রশাসন, আইন-শৃঙ্খলাবাহিনী, সশস্ত্রবাহিনী, সাংবাদিক, ব্যাংকার ও পরিচ্ছন্নতাকর্মীসহ যারা জীবন বাজি রেখে মানুষের সেবা করে যাচ্ছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।

কলাপাড়ায় ৭ গ্রামে ঈদুল আজহা উদযাপন

পটুয়াখালীর কলাপাড়ায় সৌদি আরবের সাথে মিল রেখে আজ মঙ্গলবার ৭ গ্রামের মানুষ উদযাপন করছেন ঈদুল আজহা। মঙ্গলবার সকাল ৮টায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে কলাপাড়ার উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এর পর সকাল ৯টায় সদর উপজেলার বদরপুর দরবার জামে শরীফ মসজিদে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার ৭ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঈদ উপযাপনকারীরা স্থানীয়ভাবে চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন করেন এ চান টুপি অনুসারীরা।

গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মোটরসাইকেলের, নিহত ২

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বাটাজোরের বাইচখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোটরসাইকেল চালক হুসাইন ভূঁইয়া (২৫) এবং তার খালাতো ভাই আরোহী কামরুল হাসান (২৪)। তারা ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তারা ঈদের ছুটিতে মোটরসাইকেলে নিজ বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ যাচ্ছিলেন। হুসাইন মির্জাগঞ্জ উপজেলার বাজিতা গ্রামের আব্দুল মতিন ভূঁইয়ার ছেলে এবং কামরুল একই উপজেলার পিপড়াখালি গ্রামের মৃত আব্দুর রহমান মাস্টারের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট মাহাবুবুর রহমান বলেন, ঈদ উপলক্ষে দুই ভাই মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলো। বাটাজোর অতিক্রমকালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে দুই জন ছিটকে পড়ে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

বরিশালে কর্মহীনদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

বরিশালে করোনায় কর্মহীন অসহায়-দুঃস্থ প্রায় ৫০০ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মহানগর বিএনপি’র সহ ছাত্র বিষয়ক সম্পাদক আফরোজা খানম নাসরিনের উদ্যোগে নগরীর সিএন্ডবি রোড কাজীপাড়ায় নিজ বাসভবন চত্বরে আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

নাসরিন নিজ হাতে নগরীর বিভিন্ন ওয়ার্ডের অসহায়-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করেন। প্রতিটি প্যাকেটে ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ প্যাকেট সেমাই, ৬০০ গ্রাম চিনি এবং ২০০ গ্রাম গুড়া দুধ দেয়া হয়।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় বলে জানান আফরোজা খানম নাসরিন।

বরিশালে কোরবানির ৬ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা

বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডে পশু কোরবানির জন্য ১৪২টি স্থান নির্ধারণ করেছে সিটি কর্পোরেশন (বিসিসি)। এছাড়া পশু কোরবানির ৬ ঘণ্টার মধ্যে নগরীর সকল বর্জ্য অপসারণের ঘোষণা দেওয়া হয়েছে।

বিসিসি’র প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, মেয়র সাদিক আবদুল্লাহ’র নির্দেশে নগরীর ৩০টি ওয়ার্ডে পশু কোরবানির জন্য ১৪২টি স্থান নির্ধারণ করা হয়েছে। প্রতিটি নির্ধারিত স্থানে কোরবানির বর্জ্য ভরে রাখতে পর্যাপ্ত ব্যাগ এবং পশু জবাইয়ের স্থান জীবাণুমুক্ত রাখতে ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে।

কোরবানি শেষ হওয়ার পর দুপুর ২টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করবে সিটি কর্পোরেশন। দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণের জন্য পরিচ্ছন্নতা বিভাগের ১ হাজার কর্মী প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পানি শাখার কর্মীরাও কাজ করবে বলে তিনি জানান।

ছাত্রলীগ নেতা তুহিন মিত্রের বাবার পরলোকগমন

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক তুহিন মিত্রের বাবা দুলাল মিত্র (৬৪) পরলোকগমন করেছেন।

মঙ্গলবার (২০ জুলাই)সকালে ঝালকাঠিস্থ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন উপজেলা ছাত্র লীগের সভাপতি অনীক রহমান সরদার
। এক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বরগুনার ১৭টি গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে আজ

আজ সৌদি আরবের সাথে মিল রেখে বরগুনায় ৫০টি পরিবার বিচ্ছিন্নভাবে উদযাপন করছে ঈদুল আজহা। আজ সকালে সুরেশ্বর দরবার শরীফের পীরের অনুসারী পরিচিত বরগুনার বেতাগী উপজেলার বকুলতলী মল্লিক বাড়ী জামে মসজিদ এবং আমতলির গোজখালী দরবার শরীফে এবং পাথরঘাটার হাতেমপুর চৌধুরী বাড়ী মসজিদে জামাত অনুষ্ঠিত হয়।

এক সময় জেলায় কয়েক কয়েক শতাধিক পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করলেও বর্তমানে তাদের সংখ্যা কমে আসায় বিচ্ছিন্ন ভাবে তারা ঈদ উদযাপন করে আসছে।
এরমধ্যে বরগুনার, আমতলী উপজেলার গোজখালী, আউয়াল নগর,বেতাগী উপজেলার, বকুলতলী, গ্রেদলক্ষীপুরা, লক্ষীপুরা, খোন্তাকাটা, পাথরঘাটা উপজেলার, নিজ লাঠিমারা, বাদুরতলা, হাতেমপুর বরগুনা সদর উপজেলার, গৌরিচন্না, ধূপতি এবং পাজরাভাঙ্গা গ্রামসহ ১৭টি গ্রামে অর্ধশত পরিবার বিচ্ছিন্নভাবে আজ ঈদুল আজহা উদযাপন করছে।

বরিশালে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর পক্ষ থেকে ৪ জন সংবাদকর্মীদের মাঝে ২ লক্ষ টাকার চেক বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর সহযোগিতায় অসচ্ছল, অসুস্থ সাংবাদিক ও দূর্ঘটনায় আহত/মৃত সাংবাদিক পরিবারের মধ্যে অর্থ সহায়তা বিতরণ করে আসছে সরকার। তারি ধারাবাহিকতায় আজ ১৯ জুলাই সোমবার বিকাল ৪ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে উপজেলা নির্বাহী অফিস বরিশাল সদর এর কার্যালয়ে বরিশালে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর পক্ষ থেকে ৪ জন সংবাদকর্মীদের মাঝে ২ লক্ষ টাকা চেক বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল গৌতম বাড়ৈ, চেয়ারম্যান উপজেলা পরিষদ বরিশাল সদর আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব কাজী আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব বরিশাল কাজী মিরাজ মাহমুদ, সভাপতি বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) স্বপন খন্দকার, সভাপতি বরিশাল রিপোর্টার্স ইউনিটি নজরুল বিশ্বাসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে ৪ জন সংবাদকর্মীদের হাতে ২ লক্ষ টাকার সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দারসহ অন্যান্য অথিতিরা। সহায়তা প্রাপ্তরা হলে জসিম উদ্দিন, ৭১ টেলিভিশন এর ক্যামেরাম্যান তিনি তার সন্তানের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা সহায়তা পেয়েছেন। মোঃ আল আমিন হোসেন রুবেল, দৈনিক মতবাদের বার্তা সম্পাদক তিনি তার মায়ের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা অর্থ সহায়তা পেয়েছেন। সুখেন্দু এদবর, একুশে টিভির জেলা প্রতিনিধি তিনি তার স্ত্রীর চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা অার্থিক সহায়তা পেয়েছেন। মোঃ লিটন মোল্লা আরটিভির ক্যামেরাম্যান তিনি তার চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার অর্থ সহায়তা পেয়েছেন।