বরিশালে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা পুলিশের

করোনায় কর্মহীন অসহায়-দুস্থ ১শ মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। সোমবার বেলা ১২টায় নগরীর পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান। প্রতি জনকে ১ কেজি পোলাও চাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, গুড়া দুধ, ১ প্যাকেট সেমাই এবং মসলা দেয়া হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-কমিশনার (দক্ষিণ) মো. মোক্তার হোসেন এবং কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত এক সপ্তাহে আরও ২শ অসহায়-দুস্থ মানুষকে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সহায়তা দেয়া হয় বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।

কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় মোসা. হাবিবা আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মধ্যচম্পাপুর গ্রামে গৃহবধূর শ্বশুর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

পারিবারিক কলহের জের ধরে রবিবার রাতে সে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।