পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র আয়োজিত ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালা

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। পবিত্র ঈদুল আযহা উদ্যাপনের মধ্য দিয়ে সারা বিশে^ বিরাজ করে আনন্দ মুখর পরিবেশ। ঈদের দিনগুলিতে সবার মাঝে আনন্দ ছড়িয়ে দিতে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র আয়োজন করেছে ০৩(তিন) দিনব্যাপী নানা আয়োজন। আয়োজনমালায় থাকছে গীতিনক্শা, আলোচনা, সাক্ষাৎকার, নাটক, ঈদ আড্ডা, রান্না-বান্না, ম্যাগাজিন এবং সঙ্গীতানুষ্ঠান। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যে রয়েছে ঈদের দিন সকাল ০৬:৪০ মিনিটে ‘ঈদের জামাতের সময়সূচি’ ; সকাল ০৬.৫০ মিনিটে সঠিকভাবে কুরবানীর পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কথিকা; সকাল ০৬:৫৫ মিনিটে ‘ঈদের গান’ ; বিকেল ০৫:১৫ মিনিটে গীতিনক্শা ‘ত্যাগের সাধনায় ঈদুল আযহা’ ; বিকেল ০৫.৪৫ মিনিটে ‘ঈদের গান’; বিকেল ০৫.৫০ মিনিটে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জারি গান; রাত ১০:১৫ মিনিটে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিশেষ বেতার বিবরণী; রাত ১০:৩০ মিনিটে আলোচনা অনুষ্ঠান ‘পবিত্র ঈদুল আযহার তাৎপযর্’ ; ঈদের ২য় দিন সকাল ০৭:৩০ মিনিটে ছায়াছবির গান নিয়ে গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান ‘রূপালী ঈদ’ ; সকাল ০৯:৩৫ মিনিটে ঘোষক/ঘোষিকাদের অংশগ্রহণে বিনোদনমূলক অনুষ্ঠান ‘ত্যাগের আনন্দ’ ; সকাল ১০:১০মিনিটে আলোচনা অনুষ্ঠান কোভিড-১৯ এবং ইসলামের দৃষ্টিতে পরিস্কার পরিচ্ছন্নতা; সকাল ১০:৩০ মিনিটে গীতিনক্শা ‘ত্যাগের মহিমায় ভাস্বর এই দিন’ ; বিকেল ০৪:৩৫ মিনিটে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দ’ ; বিকেল ০৫:১৫ মিনিটে সাংবাদিকদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ‘ঈদ আনন্দ’ ; বিকেল ০৫:৪০ মিনিটে ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ‘ঝংকার’; সন্ধ্যে ০৬:২০ মিনিটে কুরবানী পশুর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কথিকা; রাত ০৯:১৫ মিনিটে পবিত্র ঈদুল আযহায় পরিমিত খাবার গ্রহণের গুরুত্ব নিয়ে কথিকা; রাত ১০.০০টায় নির্বাচিত গানের গ্রন্থিত অনুষ্ঠান ‘সুরঞ্জনা’; রাত ১০:৩০ মিনিটে রান্নার অনুষ্ঠান “রান্না ঘর’; ঈদের ৩য় দিন সকাল ০৭:৪৫ মিনিটে ঈদের গান ‘ত্যাগের মহিমায়’ ; সকাল ০৮:৪৫ মিনিটে পবিত্র ঈদুল আযহার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে কথিকা ; সকাল ০৯:৪৫ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ‘সিম্ফনি’ ; সকাল ১০:২০ মিনিটে শিশু-কিশোরদের মধ্যে পবিত্র ঈদুল আযহার শিক্ষা প্রদান; বিকাল ০৪:৩৫ মিনিটে তরুণদের অংশগ্রহণে ‘ঈদ হৈ চৈ’ ; বিকেল ০৫:১৫ মিনিটে নারীদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ‘ঈদ আড্ডা’; বিকেল ০৫:৪৫ মিনিটে জরুরী সেবা কাজে নিয়োজিত বক্তিবর্গের অংশগ্রহণে প্রামাণ্য প্রতিবেদন ‘পেশাজীবীদের ঈদ’ ; রাত ১০.০০টায় নাটক ‘বাদশা বেগম’। এছাড়া পবিত্র ঈদুল আযহার ছুটি শুরু হওয়ার পূর্ব থেকেই ঈদুল আযহা উদ্যাপনকালীন করোনা মোকাবেলায় সতর্কতামূলক ফেসবুক লাইভ ফোন-ইন অনুষ্ঠান এবং করোনায় স্বাস্থ্যসম্মত উপায়ে ঈদ উদ্যাপনের জন্য সেলিব্রেটি কল হিসেবে বরিশালের বিভাগীয় কমিশনার, বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয়ের বক্তব্য প্রতিদিন প্রচারিত হচ্ছে এবং ঈদের পরেও প্রচারিত হবে। বরিশাল বেতার অঞ্চলের শ্রোতাদের চাহিদা বিবেচনা করে এবং আমাদের হাজার বছরের শিক্ষা, সংস্কৃতির লালন-পালন ও বিকাশের ধারা অব্যাহত রাখার মানসে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ০৩(তিন) দিনব্যাপী উল্লেখিত অনুষ্ঠান সাজানো হয়েছে। অনুষ্ঠান শোনা যাবে মিডিয়াম ওয়েভ ২৩৩.১০ মিটার(১২৮৭ কিলোহার্জ), এফ এম ১০৫.২ মেগাহার্জ এবং ইধহমষধফবংয ইবঃধৎ অঢ়ঢ় এর মাধ্যমে।

বরিশালে পশুর হাট পরিদর্শন করলেন বিএমপি কমিশনার

বরিশাল প্রতিনিধি:
নগরির বিভিন্ন পশুর হাট পরিদর্শন করলেন
বিএমপি পুলিশ কমিশনার  শাহাবুদ্দিন খান বিপিএম।আজ ১৮ জুলাই রবিবার বিকালে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন-এর বিভিন্ন এলাকায় অনুষ্ঠিতব্য পশুর হাট পরিদর্শন করেন ।

এসময় কুরবানী পশু হাঁটের ক্রেতা ও বিক্রেতাদের কে স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনার পরামর্শ দেন এবং  সংশ্লিষ্ট ইজারাদার ও ব্যবসায়ীদের সাথে শারীরিক দূরত্ব, স্বাস্থ্য সুরক্ষা বিধি তথা শৃঙ্খলা বজায় রেখে ক্রয়-বিক্রয় নিশ্চিত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক মতবিনিময় করেন।

এসময়ে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃমোকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম সহ কর্মকর্তাবৃন্দ।

কর্মহীন ১০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার সামগ্রী বিতরণ করলো বিসিসি

স্টাফ রিপোর্টার ॥
কোভিড ১৯-এ কর্মহীন হয়ে পড়া বরিশাল আইনজীবী সহকারী ও স্বপ্নছোয়া নামের একটি সংগঠনের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।গতকাল রবিবার বিকেলে বিসিসির এ্যানেক্স ভবন সম্মুখে খাদ্য উপহার সামগ্রী বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে বিতরণ করেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমম্মেদ। বরিশাল আইনজীবী সহকারী ও স্বপ্নছোয়া নামক সংগঠনের মোট ১০০ জন সদস্যের মাঝে এই মানবিক খাদ্য সহায়তা বিসিসির পক্ষ থেকে প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি মসুর ডাল এবং এক কেজি সয়াবিন তেল।

বরিশালে করোনা রোধে ক্যাম্পেইন করেছে কোস্ট

বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা কোস্ট ফাউন্ডেশনের আয়োজনে বরিশাল সদর লঞ্চঘাটে দিন ব্যাপি করোনা প্রতিরোধে ক্যম্পেইন অনুষ্ঠিত হয়েছে ।এসময় তারা করোনা প্রতিরোধ, করোনাকালীন করনীয় ও পরবর্তীতে করনীয় বিষয়ক লিফলেট বিতরণ করেন । পাশাপাশি তারা অক্সিমিটার ও থার্মো স্ক্যানার ব্যবহার সম্পর্কে জানান এবং প্রত্যেকের ঘরে মাস্ক, স্যানিটাইজার, অক্সিমিটার ও থার্মো স্ক্যানার রাখার জন্য অনুরোধ করেন এতে করোনার ঝুঁকি কমাবে বলে মনে করে কোস্ট ফাউন্ডেশনের কর্মীরা । ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সংস্থান কর্মকর্তা মো: জহিরুল ইসলাম, মো: মিজানুর রহমান, খোকন চন্দ্র শীল, মো: বাবুল হোসেন ও শামীমা আক্তার ।

ক্যম্পেইনে কোস্ট ফাউন্ডেশনের কর্মকর্তা মো: জহিরুল ইসলাম বলেন, ‘‘মানুষের প্রয়োজনে কর্মক্ষেত্রসহ ভিভিন্ন কাজে বাহিরে বের হতে হচ্ছে । অন্যদিকে রয়েছে ঈদের ব্যস্ততা । বিশেষজ্ঞরা মনে করেন ঈদের পরে করোনা ব্যবকভাবে বৃদ্ধি পেতে পারে । করোনা যাতে না বাড়তে পারে সেক্ষেত্রে নিজেদের সচেতন থাকার কোনো বিকল্প নেই । মানুষের মাস্ক ব্যবহার, অক্সিমিটার ব্যবহার ও থার্মো স্ক্যানার ব্যবহার ও নিয়মিত শাররীক ব্যায়াম করার নিয়ম জানা থাকলে করোনার ভয়াবহতা কমতে পারে বহুগুন । সে লক্ষে বেসরকারী সংস্থা কোস্ট ফাউন্ডেশন বরিশালসহ বিভিন্ন জেলায় করোনা রোধে ক্যাম্পেইন করেছে  বরিশালেও এটা হচ্ছে, কোস্ট ফাউন্ডেশন যেকোনো দুযোগে মানুষের পাশে থাকে সরকারের পাশা-পাশি কাজ করে থাকে এটা কোস্টের মূল্যবোধের অংশ তাই নিজস্ব অর্থায়নে লিফলেট প্রিন্ট করে, মাস্ক কিনে তা মানুষের সেবায় বিতরণ করছে’’।

বেসরকারী সেচ্ছাসেবী প্রতিষ্ঠান কোস্ট ফাউন্ডেশন ২০২০ সালে মার্চ মাসে করোনা শুরু হলে লকডাউনের পূর্ব থেকে তাদের কর্ম এলাকায় বিভিন্ন সচেতনতামূলক কাজ অব্যাহত রেখেছে তারা কোস্টাল এলাকায় প্রায় ৫ লক্ষ লিফলেট বিতরণ করেছে । সে ধারাবাহিকতায় বরিশালে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে যা অব্যাগত থাকবে । এছাড়া কুরবানীর হাটে তারা ফ্রি মাস্ক বিতরণ ও লিফলেট বিতরণ অব্যাহত রাখবে বলে জানা গেছে ।

বরিশাল হিজলা থানার ওসি বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবীতে ইউপি চেয়ারম্যানের স্বারকলিপি প্রদান

শামীম আহমেদ ॥

বরিশাল জেলার হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত জন প্রতিনিধি চেয়ারম্যান মোঃ এনায়েত হোসন হাওলাদারকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে বসা অবস্থায় হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার প্রবেশ করে অকথ্য ভাষায় গালি গালাজ করা বিভিন্ন মামলায় ঢুকিয়ে হয়রানি করার হুমকি প্রদর্শন করার ঘটনা সুষ্ট তদন্দের মাধ্যমে ন্যায় বিচার প্রত্যশা কামনা করে বরিশাল জেলা পুলিশ সুপার মারুফ হোসেন (পিপিএম) এর নিকট স্বারকলিপি প্রদান করা হয়েছে।

আজ রবিবার (১৮ই) জুলাই দুপুরে এই স্বারক লিপি প্রদান করা হলে পুলিশ সুপার অভিযোগ গ্রহন করে বরিশাল জেলা বিশেষ গোয়েন্দা শাখা (ডিএসবি)কে তদন্ত করে প্রকিবেদন দাখিল করার নির্দেশ দেন। অভিযোগ ও স্মারকলিপি সূত্রে জানা গেছে। গত ১৪ই জুলাই হিজলা উপজেলার হল রুমে বিভিন্ন ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সাধারন সদস্য মেম্বার) শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলার সদর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও হিজলা হিজলা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে হিসাবে আমন্ত্রিত অতিথি হিসাবে অংশ গ্রহন করে। এসময় উক্ত অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান অঅলতাফ হোসেন কিছু আপত্তিকর বক্তব্য প্রদানকালে দলীয় কিছুর কর্মীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর কিছুক্ষন পরপরই দলীয় কর্মীদের মধ্যে দুটিভাগে বিভক্তি হয়ে নিজেরা মারামারিতে লিপ্ত হয়। আমি তখন নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে অবস্থান করছিলাম।

আমি এই সংবাদ পেয়ে নিছে গিয়ে উভয়কে শান্ত করে সবাইকে সরিয়ে দিয়ে পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে ফিরে আসি। এর কিছুক্ষণ পর হিজলা থানার ওমি অসীম কুমার কুমার সিকদার নির্বাহী কর্মকর্তার কক্ষে প্রবেশ করে আমাকে অকথ্য ভাষায় গাল মন্দ করে এইক সময় তিনি বলেন আমাকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করা হবে তিনি আরো অভিযোগ করে লিখিতভাবে জানান গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলায় আমার পুত্র সহ বহু কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এমন কি আমাকে বিভিন্ন মামলা জড়িয়ে হয়রানি করার মাধ্যমে আওয়ামী লীগ করার স্বাদ মিঠিয়ে দেবে বলে হুমকি প্রদর্শন করে। এছাড়াও ওসি অসীম কুমার সিকদার বেশ কয়েক মাস ধরে হিজলা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে পুলিশকে বাদি করে একাধিক মামলা দি;য়ে হয়রানি করে যাচ্ছে। তাই ঘটনার সুষ্ট তদন্তের মাধ্যমে অসীম কুমার সিকদারে বিরুদ্ধে ব্যবস্থ গ্রহনের দাবী জানান।

ভোলায় সোনালী ব্যাংক লিমিটেড করোনাকালে দুস্থদের মাঝে অনুদান বিতরণ

মোকাম্মেল হক মিলন,ভোলা প্রতিনিধি।।
কোভিড-১৯ এর কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের চলমান করোনা ভাইরাস সংকট মোকাবেলায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় দেশব্যাপী সোনালী ব্যাংক লিমিটেড এর বিশেষ সিএসআর কার্যক্রমের আওতায় ভোলা জেলায় কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র, সাময়িক কর্মহীন এবং প্রান্তিক জনগোষ্ঠির স্বাভাবিক জীবন যাপনে অসামর্থ্য ও ক্ষতিগ্রস্ত জনগনের মধ্যে ২০০০/- টাকা করে পরিবার প্রতি অনুদান প্রদান করা হয়েছে। ভোলা জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় এবং সোনালী ব্যাংক লিমিটেডের আর্থিক সহায়তায় রবিবার (১৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে এই অনুদান বিতরণ করা হয়।

এ সময় ৮৮ টি অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান হিসাবে প্রতি পরিবারকে নগদ ২০০০/- টাকা করে ১,৭৬,০০০/-(এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা) প্রদান করা হয়।

আর্থিক অনুদানকালে জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন এ ধরনের সহায়তার মাধ্যমে সমাজের হত দরিদ্রদের সাহাজ্য করতে হবে। তিনি সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে এ অনুদান দেওয়ায় প্রসংশা করেন এবং ভবিসৎতেও এ ধরনের সহায়তা করার জন্য বিত্তবান ও প্রতিষ্ঠান সমূহকে আহ্ব¦ান জানান। এছাড়া এ সময়ে উপস্থিত সোনালী ব্যাংক লিমিটেড, ভোলার অঞ্চল প্রধান এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন জাতির জনক নিজ হাতে সোনালী ব্যাংকের নামকরণ করেছেন। তার হাতে প্রতিষ্ঠিত সোনালী ব্যাংক লিমিটেড ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমও পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় জাতির জনকের জন্মশত বার্ষিকীতে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য সোনালী ব্যাংকের আজকের এ অনুদান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক জনাব সুজিত হাওলাদার, ভোলা প্রেস ক্লাবের সভাপতি এম.হাবিবুর রহমান ও সম্পাদক অমিতাব রায় অপু, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন ও সোনালী ব্যাংক লিমিটেড, ভোলা শাখার ম্যানেজার জনাব কবির আহমেদ সহ আরো নির্বাহী ম্যাজেষ্টেট ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি মূর্খ্য জাতি সৃষ্টির চেয়ে করোনায় মৃত্যুবরন করা শ্রেয়’। বরিশালে ইশা সংবাদ সম্মেলন

শামীম আহমেদ ॥

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার দাবী করেছেন চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম রোববার বিকালে বরিশালে এক সংবাদ সম্মেলনে এ দাবী জানান। নগরীর চাঁদমারীতে ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঈদের পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া না হলে বড় আন্দোলন গড়ে তোলা হবে জানিযেছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

করোনা সংক্রামনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সমালোচনা করে তিনি বলেন, ‘একটি মূর্খ্য জাতি সৃষ্টির চেয়ে করোনায় মৃত্যুবরন করা শ্রেয়’। শিশুরা খেলার মাঠ, হাট-বাজার সর্বত্র যেতে পারলেও তাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে একটি মূর্খ্য জাতি সৃস্টি করার ্একটি দুরবন্ধিমুলক উদ্দেশ্যে রয়েছে সরকারের। তিনি বলেন, দেশের মাদ্রাসাগুলো বন্ধ করে দেয়ায় সেখানে কোরআন তেলওয়াত-দোয়া হ”েছনা। এ কারনে আল্লাহ অসন্তুষ্ট হওয়ায় করোনার তৃতীয় ঢেউয়ে দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক বেশী বলে মনে করেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, গত কয়েকমাসে অনেক নীরিহ আলেম-ওলামাদের সরকার গ্রেফতার করে কারাবন্দী করেছে। তাদের নি:শর্ত মুক্তি দাবী জানানো হয় সংবাদ সম্মেলনে।

ফয়জুল করীম বলেন, স্বাস্থ্যখাতে লুটপাটের কারনে দেশে চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। হাসপাতালে এসে রোগীরা বিনা চিকিৎসায় মারা যা”েছন। স্বাস্থ্য খাতে দূর্ণীতিবাজদের বিরুদ্ধে সরকার কোন ব্যবস্থা নিচ্ছে না।

তিনি বলেন, গতবছর করোনাভাইরাস সংক্রামন শুরুর পর ‘চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস টিম’ গঠন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা করোনায় আক্রান্তদের চিকিৎসা ও খাদ্য সহায়তা দিচ্ছে। চাহিদা অনুযায়ী রোগীদের বাড়িতে অক্সিজেন পৌছে দিচ্ছে। মৃতদের দাফন এমনকি হিন্দু ধর্মালম্বীদের সৎকার করে দিচ্ছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ নাসির আহমেদ কাওছার, মাওলানা জাকারিয়া হামিদী, মাওলানা লুৎফর রহমান, আবদুল্লাহ আল মামুন টিটু প্রমুখ।##

 

আমতলীতে গরম তেলে ঝলসে গেল শিশু প্রান্ত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী পৌর শহরের কেয়া রেষ্টুরেন্টের সড়কে রাখা কড়াইয়ের গরম তেলে ঝলসে শিশু প্রান্ত (১২) গুরুতর আহত হয়েছে। আহত শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার রাত নয়টার দিকে।
জানাগেছে, পৌর শহরের ওয়াবদা সড়কের সুমান্ত মজুমদারের শিশু পুত্র প্রান্ত মজুমদার সদর রোডের কেয়া রেষ্টুরেন্টের পাশ দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিল। এমন মুহুর্তে ওই রেষ্টুরেন্টের সড়কে রাখা উতপ্ত তেলের কড়াই শিশু প্রান্তের হাতে বাঁধে। ওই কড়াই উল্টে গরম তেলে শিশু প্রান্তর শরীর ঝলসে যায়। দ্রুত স্বজনরা উদ্ধার করে শিশুকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুমন খন্দকার তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। ওই হাসপাতালের চিকিৎসকরা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরন করেন। রবিবার শিশুটিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান শিশুটির বাবা সুমান্ত মজুমদার।
শিশুটির বাবা সুমান্ত মজুমদার বলেন, সড়কে রাখা গরম কড়াইয়ের তেল গায়ে পড়ে প্রান্তের শরীরের অধিকাংশ স্থানে পুড়ে গেছে।
কেয়া রেষ্টুরেন্টের মালিক মোঃ আনোয়ার হোসেন বলেন, গরম তেলের কড়াইতে শিশু প্রান্তের হাত লেগে কড়াই উল্টে যায়। ওই গরম তেলে শিশু শরীর পুড়ে গেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমন খন্দকার বলেন, শিশুটির শরীরের ৫০% ঝলসে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন. খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বরিশালে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

শামীম আহমেদ ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর আশোকাঠী ব্রিজের উপর রবিবার সকালে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত ও আরোহী গুরুত্বর আহত হয়েছেন।
গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুবুর রহমান জানান, সকাল ১০টার দিকে কাসেমবাদ থেকে মোটরসাইকেলযোগে শফিকুল ও এরশাদ গৌরনদী সদরে যাচ্ছিলেন। পথিমধ্যে দূর্ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয়ের পিকআপের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শফিকুল ইসলাম হাওলাদার নিহত ও আরোহী এরশাদ বেপারী গুরুত্বর আহত হয়েছেন। নিহত শফিকুল পৌরসভার কাসেমাবাদ মহল্লার ইউনুস হাওলাদারের পুত্র।

বরিশালে করোনায় একদিনে ছয়শ’ জন আক্রান্ত ১৩ জনের মৃত্যু

শামীম আহমেদ ॥ গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ছয়শ’ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৮৮৭ জন। পাশাপাশি একইসময়ে শেবাচিম হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ছয়জন এবং করোনা ওয়ার্ডে একজন, পটুয়াখালীতে দুইজন, বরগুনায় তিনজন এবং ঝালকাঠিতে একজন করোনা রোগীর মৃত্যুবরণ করেছেন। যা নিয়ে বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৮৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস।