শেবাচিমে আরো একটি অক্সিজেন ট্যাংক স্থাপন

শামীম আহমেদ ॥ অতিরিক্ত করোনা রোগীর চাঁপ সামলা দিতে বরিশাল শেবাচিম হাসপাতালে ১০ হাজার লিটারের আরও একটি সেন্ট্রাল অক্সিজেন ট্যাংক স্থাপন করা হয়েছে। করোনা পরিস্থিতি অবনতি হলে নতুন স্থাপিত ১০ হাজার লিটারের ট্যাংক থেকে রোগীদের অক্সিজেন দেওয়া হবে।
শুক্রবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম জানান, স্পেকট্রা কোম্পানীর এই সেন্ট্রাল অক্সিজেন ট্যাংক অতিরিক্ত করোনা রোগীর চাঁপ সামাল দিবে। এতে করে রোগীরা উপকৃতরা হবেন বলেও তিনি উল্লেখ করেন।

বরিশালের করোনা পরিস্থিতি মনিটরিং করবে টাস্ক ফোর্স কমিটি

শামীম আহমেদ ॥ করোনা রোগীর হ্রাস বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে হাসপাতালে শয্যা সংখ্যার সমন্বয় এবং চাহিদা মোতাবেক অক্সিজেন সাপ্লাই চেইন অব্যাহত রাখা ও সার্বিক করোনা পরিস্থিতি মনিটরিং করার জন্য বরিশাল বিভাগে টাস্ক ফোর্স গঠণ করা হয়েছে।
স্বাস্থ্য সেবার পরিকল্পনা বিভাগের যুগ্ম সচিব মোঃ অলিউল্লাহকে টাস্কফোর্সের আহবায়ক করা হয়েছে। এছাড়া বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে সদস্য সচিব এবং বরিশাল গণপূর্ত বিভাগ ও স্বাস্থ্য প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে কমিটির সদস্য করা হয়েছে।
শুক্রবার সকালে টাস্ক ফোর্সের সদস্য সচিব বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব লংমার দাস বলেন, ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। প্রতি মূহুর্ত আমরা বিভাগের করোনার সার্বিক পরিস্থিতি মনিটরিং করছি এবং যেকোন সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

স্বামীর ঐহিত্য ধরে রাখতে আমতলীতে সংগ্রামী দুই বিধবা নারী কামারের যুদ্ধ

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
দুই ভাই মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর পর স্বামীর ঐহিত্য ধরে রাখতে সাহসী সংগ্রামী দুই বিধরা নারী জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। পুরুষরা হিসশীম খেলেও তারা ওই কাজে বীর যোদ্ধা। জীবন যুদ্ধে তারা আমতলীতে অদ্বিতীয়। তাদের দাবী সরকারের সহযোগীতা পেলে তারা আরো এগিয়ে যেতে পারতেন। ঘটনা আমতলী পৌর শহরের সদর রোডে।
জানাগেছে, আমতলী পৌর শহরের সদর রোডের শ্যাম কর্মকারের দুই ছেলে আশীষ কর্মকার ও অসীম কর্মকার। দুই ছেলেকে নিয়ে শ্যাম কর্মকারের কামার শিল্প বেশ জমজমাট ছিল। গত ৬০ বছর ধরে এ কাজের সাথে জড়িত তিনি। ভালোই চলছিল তাদের জীবন। ২০১০ সালে শ্যাম কর্মকারের বড় ছেলে আশীষ কর্মকার মরণব্যধী ক্যান্সারে আক্রান্ত হন। দুই বছর ক্যান্সারের সাথে যুদ্ধ করে ২০১২ সালে মারা যান। বিধবা হয়ে পড়েন তার স্ত্রী ঝুমা কর্মকার।

স্বামীর ঐহিত্য ধরে রাখতে বৃদ্ধ শ^শুর ও দেবর অসীম কর্মকারের পাশাপাশি ঝুঁকিপূর্ণ লোহার কাজে সহযাগীতা করেন বিধবা ঝুমা। কিছুদিন পরই ফুসফুস ক্যান্সারের আক্রান্ত হন ছোট ছেলে অসীম কর্মকার। ৫ বছর ক্যান্সারের সাথে যুদ্ধ করে ২০১৯ সালে ৫ নভেম্বর তিনিও মারা যান। বিধবা হয় স্ত্রী পুতুল রানী কর্মকার। দুই ছেলেকে হারিয়ে মানষিক ভারসাম্য হারিয়ে ফেলেন বৃদ্ধ বাবা শ্যাম কর্মকার (৮০)। দুই ছেলেদের চিকিৎসায় সর্বস্ব হারিয়ে ফেলেন তিনি। মানুষের সাহায্য সহযোগীতায় তারা কোন মতে দিনাতিপাত করতে থাকেন। প্রায় বন্ধ হয়ে যায় তাদের কামার শিল্প। এমনই মুহুর্তে দুই ছেলের দুই বিধবা স্ত্রী ঝুমা রানী কর্মকার ও পুতুল রানী কর্মকার স্বামীর ঐহিত্য ধরে রাখতে কামার শিল্পের হাল ধরেন। দিন রাত অদম্য শ্রম দিয়ে চালিয়ে যাচ্ছেন তাদের কর্মযজ্ঞ। যুদ্ধ করেন আগুন ও লোহার সাথে। প্রতিদিন দা, বটি, কুঠার, হাতুড়ি, ছেনা, চাকু ও খুন্তিসহ লোহার জিনিষ পত্র তৈরি করেন। আগুন এবং লোহার সাথে দুই বিধবা নারী গড়ে তোলের গভীর মিতালী।

আগুন ও লোহার মিতালীতে কামারশালায় মত্ত তারা। এ কাজ করেই তাদের পরিবারের ৭ সদস্যের সংসার চলে। বয়সের ভারে শ^শুর শ্যাম কর্মকার ন্যয্যমান। চোখে কম দেখেন, সারা শরীরের ফোসকা পড়ে চামড়া উঠে যাচ্ছে। বৃদ্ধ শ^শুর-শ^াশুড়ীর চিকিৎসা ভরন পোষন, দুই বিধবা নারীর দুই সন্তান অন্তু কর্মকার ও অন্তরা কর্মকারের লেখাপড়া ও ননদের দেখভাল চলে এ কাজের অর্জিত অর্থ দিয়ে। কিন্তু প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে বর্তমানে কাজ কর্ম কম থাকায় কষ্টে দিনাতিপাত করছেন তারা। সরকারী ও ধনাট্য ব্যাক্তিদের সহযোগীতা পেলে তারা আরো এগিয়ে যেতে পারবেন বলে দাবী করেন নারী কামার ঝুমা কর্মকার।
জীবন যোদ্ধা নারী কামার পুতুর রানী কর্মকার বলেন, আমার শ^শুরের দুই ছেলে মরণব্যধী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।

স্বামীর ঐতিহ্য ধরে রাখতে দুই ঝা কাজে লেগে পড়ি। দিন রাত লোহা ও আগুনের সাথে যুদ্ধ করে যাচ্ছি। আক্ষেপ করে আরো বলেন, কি আর করা সংসারতো চালাতে হবে। বৃদ্ধ শ^শুর-শ^াশুড়ী তাদের চিকিৎসা ভরণ পোষণ ও দুই সন্তানের লেখাপড়া। যতই কষ্ট হোক স্বামীর ঐহিত্য ধরে রাখতে চেষ্টা করবো দুই ঝাঁয়ে। আমরা মিলে মিশে কাজ করি। কষ্ট হলেও ঝামেলা বিহীন জীবন দুই ঝাঁয়ের। স্বামী ছাড়া কষ্ট হলেও জীবনতো চালাতে হবে।
শুক্রবার সরেজমিনে গিয়ে দেখাগেছে, নারী কামার পুতুল রানী কামারশালায় বসে কাজ করছেন। করোনা ভাইরাসের কারনে বেচাকেনা কম। তবে কোরবানী উপলক্ষে কিছুটা বেচা কেনা বেড়েছে বলে জানান পুতুল রানী কর্মকার।

ঝুমা রানী কর্মকার বলেন, যতদিন শক্তি সামর্থ আছে ততদিন স্বামীর ঐতিহ্য ধরে রাখতে অদম্য চেষ্টা চালিয়ে যাব। এখান থেকে সরে যাব না। তিনি আরো বলেন, কষ্টের জীবনে সরকারী ও ধনাট্য ব্যাক্তিদের সাহায্য সহযোগীতা পেলে কামার শিল্পটাকে আরো বেগবান করা যেত।
বৃদ্ধ শ্যাম কর্মকার কান্নাজনিত কন্ঠে বলেন, চোহে দেহি না। হারা শরীলে ফোসকা পইর‌্যা চামড়া ওডে। দুই বিধবা পোলার বউ লোয়ার কাম হরে সোংসার চালায়। কাম কোম, সোংসার চালাইতে কষ্ট অয়। সরকারী সাহায্য পাইলে ভালো অইতো।

আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, দুই বিধবা নারীর স্বামীর ঐহিত্য কামার শিল্পকে ধরে রাখতে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাদেরকে আমি যথা সাধ্য সাহায্য সহযোগী করছি। আরো সাহায্য সহযোগীরা পেলে ওই পরিবারের অনেক কষ্ট লাঘব হতো।

আমতলীতে করোনায় সিনিয়র আইনজীবির মৃত্যু! বাড়ি লকডাউন

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র আইনজীবি মোঃ আবুল কাশেম’র মৃত্য হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার বে-সরকারী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার বেলা ১১ টায় তার মরদেহ গ্রামের বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পুলিশ পশ্চিম চিলা গ্রামের বাড়ী লকডাউন করে লাল পতাকা টানিয়ে দিয়েছেন।
জানাগেছে, আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র আইনজীবি মোঃ আবুল কাশেম দীর্ঘদিন ধরে জ¦র, সর্দি ও কাশিতে ভুগছিলেন। পরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেপিড এন্টিজেন পরীক্ষায় করোনা ভাইরাস সনাক্ত হয়। গত শনিবার বেশী অসুস্থ্য হয়ে পরলে তাকে ঢাকায় আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ওই হাসপাতালে মৃত্যুরবণ করেন। তার মৃত্যুতে আমতলী আইনজীবিসহ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার বেলা ১১ টায় জানাযা শেষে তার মরদেহ পশ্চিম চিলা গ্রামের বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ তার গ্রামের বাড়ী লকডাউন করে লাল নিশান টানিয়ে দিয়েছেন।
বরগুনা জেলা আইনজীবি সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম দেলোয়ার হোসেন খাঁন, করোনায় আক্রান্ত হয়ে বিজ্ঞ আইনজীবি আবুল কাশেম মারা গেছেন। তার মৃত্যুতে আইনজীবিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি আরো বলেন, আবুল কাশের এক দক্ষ আইনজীবি ছিলেন। আমতলীবাসী একজন অভিজ্ঞ আইনজীবিকে হারালো।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, আইনজীবি আবুল কাশেমের গ্রামের বাড়ী লকডাউন করে লাল নিশান টানিয়ে দেয়া হয়েছে।

আমতলীতে নির্বাচনী জের ধরে দুই যুবককে পিটিয়ে যখম!

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলীতে নির্বাচনী জের ধরে হামলার দু’পক্ষের রাহাদুল চৌকিদার ও মশিউর রহমান গাজী নামের দুই যুবক আহত হয়েছে। আহত দু’জনকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে টেপুরা গ্রামে।
জানাগেছে, গত ২১ জুন আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ওই নির্বাচনে টেপুরা গ্রামের রাহাদুল চৌকিদার বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিকের এবং মশিউর রহমান গাজী নৌকার প্রার্থী সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধার সমর্থন করে। বৃহস্পতিবার রাতে রাহাদুল চৌকিদার টেপুরা বাজার থেকে বাড়ী যাচ্ছিল। এমন মুহুর্তে পিছন দিক থেকে একটি মোটর সাইকেলে মশিউর, নান্না চৌকিদার ও জহিরুল গাজী এসে তাকে পিটিয়ে গুরুতর আহত করেছে এমন দাবী রাহাদুল চৌকিদারের। অপরদিকে মশিউর রহমান গাজী দাবী করেন রাহাদুল চৌকিদার, আরিফ গাজী ও জুয়েল চৌকিদার তার মোটর সাইকেলের গতিরোধ করে তাকে পিটিয়ে আহত করেছে। আহত দু’জনকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হিমাদ্রী রায় বলেন, আহত রাহাদুল চৌকিদারের মাথায় যখমের চিহৃ রয়েছে। আহত দু’জনকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল ফোন না দেয়ায় আমতলীতে গৃহবধু নির্যাতন

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
মোবাইল ফোন না দেয়ায় এক সন্তানের জননী গৃহবধু লিপি আক্তারকে স্বামী রুবেল ফকির মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত লিপি আক্তারকে স্বজনরা উদ্ধার করে শুক্রবার দুপুরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারে শুক্রবার সকালে।
জানাগেছে, ২০১৬ সালে উপজেলার মধ্য আড়পাঙ্গাশিয়া গ্রামের বাদশা হাওলাদারের কন্যা লিপি আক্তারকে একই ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া বাজারের নাশির ফকিরের ছেলে রুবেলের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে নগদ ২০ হাজার টাকা, এক ভরি স্বনালংকারসহ প্রয়োজনীয় আবসাবপত্র দেন জামাতা রুবেলকে। কিন্তু বিয়ের পর থেকেই তুচ্ছ ঘটনায় স্ত্রী লিপিকে স্বামী রুবেল মারধর করে আসছে। শুক্রবার স্বামী রুবেল স্ত্রী লিপি আক্তারের কাছে তার মোবাইল ফোন চায়। এ ফোন দিতে রাজী না হওয়ায় স্ত্রী লিপিকে বেধরক মারধর করে। তার মারধরে লিপি আক্তারের মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে যখম হয়। খবর পেয়ে স্বজনরা ওইদিন দুপুরে লিপিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আহত গৃহবধু লিপি আক্তার বলেন, আমার স্বামী তার মোবাইল ফোন বিক্রি করে আমার মোবাইল ফোন নিতে চায়। আমি মোবাইল ফোন না দেয়াতে আমাকে বেধরক মারধর করেছে। তিনি আরো বলেন, বিয়ের ৫ বছরে তুচ্ছ ঘটনায় অন্তত অর্ধ শত বার মারধর করেছে। শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে সহ্য করে আসছি। আমি এ ঘটনার বিচার চাই।
নানী হাসিনা বেগম বলেন, নাতনির সুখের জন্য ওর সংসারে যখম যা প্রয়োজন তখন তা দিয়েছি। কিন্তু তারপরও আমার নাতনিকে মারধর করে।
স্বামী রুবেল ফকির স্ত্রী লিপিকে মারধরের কথা স্বীকার করে বলেন, আমার মোবাইল হারিয়ে গেছে তাই ওর মোবাইল চেয়েছিলাম। মোবাইল না দেয়ায় এ ঘটনা ঘটেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হিমাদ্রী রায় বলেন, লিপির মুখমমন্ডল ও শরীরের বিভিন্ন স্থানে যখমের চিহৃ রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ঢাকায়

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৭ জন। এরমধ্যে সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৮ জন, যা গত ২৪ ঘণ্টায় বিভাগীয় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৬৫ জনে।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১২ হাজার ১৪৮ জনের। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জনে। আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভোলাগামী ট্রলার-লঞ্চে তিল ধারণের ঠাঁই নেই

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কঠোর লকডাউন শিথিল করার দ্বিতীয় দিনে স্বাস্থ্যবিধির কোন তোয়াক্কা না করে লক্ষ্মীপুর থেকে দ্বীপ জেলা ভোলায় সি-ট্রাক, লঞ্চ ও অবৈধ ট্রলারে করে কয়েক হাজার যাত্রী বাড়ি ফিরেছেন।

শুক্রবার (১৬ জুলাই) সকালে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে লক্ষ্মীপুর হয়ে সি-ট্রাক ও লঞ্চ যোগে যাত্রীরা ভোলার ইলিশা ঘাটে এসে পৌঁছে। এসময় ঈদ করতে ভোলায় আসা যাত্রীদের ঢল নামে। লঞ্চ ও সি-ট্রাকে এসময় তিল ধারনের কোন জায়গা ছিলো না।

দেখা যায়, স্বাস্থ্যবিধির কোন তোয়াক্কা না করে ধারণক্ষমতার কয়েকগুণ অতিরিক্ত যাত্রী নিয়ে গাদাগাদি করে বিআইডব্লিউটিসি’র সরকারি এসব নৌযানে যাত্রী পারাপার করা হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রেখে সিটে বসার কথা থাকলো তা মানা হয়নি। যাত্রীদের অনেকেরই মুখে মাস্ক ছিলো না। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে নৌযান কর্তৃপক্ষের ছিলো না কোন তৎপরতা। এমনকি নির্ধারিত ভাড়ার চাইতে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এছাড়া নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার মেঘনা নদীর ডেঞ্জার জোন দিয়ে লক্ষ্মীপুর থেকে ছোট ছোট ট্রলারে করে শত শত যাত্রী পারাপার করা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছিলো না কোনো তৎপরতা। তবে ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরিতে যাত্রীদের তেমন কোন চাপ ছিলো না।

অনলাইনে ১৪ দিনে ১৬৬৫ কোটি টাকার পশু বিক্রি

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সরকারি ও বেসরকারি উদ্যোগে অনলাইনে বেড়েছে পশু বিক্রি। গেল দুই সপ্তাহে অনলাইনে ২ লাখ ৩৮ হাজার ৬৮টি পশু বেচাকেনা হয়েছে। যার মূল্যমান ১ হাজার ৬৬৫ কোটি ৫ লাখ ১ হাজার ৬৭২ টাকা।

গত ২ থেকে ১৫ জুলাই সময়ের হিসাব তুলে ধরে শুক্রবার এসব তথ্য জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
প্রাণিসম্পদ অধিদপ্তর জানায়, কোরবানির পশু কেনাবেচার জন্য বর্তমানে অনলাইনের সংখ্যা ১ হাজার ৭৬৮। এর মধ্যে সরকারি উদ্যোগে পরিচালিত হচ্ছে ৬০২টি আর বেসরকারি উদ্যোগে ১ হাজার ১৬৬টি। এসব অনলাইন বাজারে ১৪ দিনে ১৫ লাখ ৯৩ হাজার ৬৯২টি কোরবানিযোগ্য পশুর তথ্য আপলোড করা হয়েছে।

অনলাইনে পশু বিক্রিতে সবচেয়ে বেশি এগিয়ে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে মোট এক লাখ ২৬ হাজার ৪৬৫টি পশু বিক্রি হয়েছে, যার বাজারদর ৮৯৪ কোটি ৪৩ লাখ ১৪ হাজার ৯৪৮ টাকা। পরের স্থানে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত ২৫ হাজার ৮৫১টি পশু বিক্রি হয়েছে ২৬১ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ১৪৭ টাকায়।

এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) দেবাশীষ দাশ বলেন, ‘গত বছর প্রথম অনলাইনে কোরবানির পশু বিক্রি শুরু হয়েছিল। ওই বছর অনলাইনে ৮৭ হাজার পশু বিক্রি হয়েছিল। এ বছর এখন পর্যন্ত অনলাইনে যে পরিমাণ কোরবানির পশু বিক্রি হয়েছে, তার থেকে বেশি প্রত্যাশা ছিল। তবে গত বছরের থেকে এ বছর ভালো করেছি।

তিনি জানান, স্থায়ী পশুর হাটে ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে পশুহাট চালু রাখার সুপারিশ করেছে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়।

দেবাশীষ দাশ বলেন, স্বাস্থ্যবিধি মেনে ১৫ জুলাই পশু হাট বসা শুরু হয়েছে। হয়তো এখন অনলাইনে পশু বিক্রির প্রবণতা কিছুটা কমে যাবে। তারপরও যারা হাটে যেতে চান না, তাদের জন্য অনলাইন অবারিত হয়ে থাকল।

ব‌রিশাল থে‌কে সকল রু‌টে বাস চলাচল বন্ধ

লকডাউন শি‌থি‌লের পর বাস চলাচল শুরুর এক‌দি‌নের মাথায় শ্রমিক‌দের অভ‌্যন্তরীণ দ্ব‌ন্দ্বে একাংশের শ্রমিক নেতা‌কে গ্রেপ্তা‌রের দাবিতে ব‌রিশা‌লের দুই বাস টা‌র্মিনাল থে‌কে সকল রু‌টে বাস চলাচল বন্ধ ক‌রে দেয়া হ‌য়ে‌ছে।

শুক্রবার (১৬ জুলাই) সকাল ১০টা থে‌কে বাস চলাচল বন্ধ ঘোষণা ক‌রে পৃথক বাস মা‌লিক স‌মি‌তি।

শ্রমিকরা জানি‌য়ে‌ছে, বরিশাল জেলা বাস, মি‌নিবাস, কোচ ও মাই‌ক্রোবাস শ্র‌মিক ইউ‌নিয়‌নের দু‌টি ক‌মি‌টি নতুনভা‌বে গ‌ঠিত হয়। এরপর থে‌কে দুই গ্রুপ শ্র‌মিক নেতা‌দের ম‌ধ্যে বি‌ভিন্ন সময় ছোটখা‌টো মারামা‌রি ও উ‌ত্তেজনার ঘটনা ঘ‌টে আস‌ছি‌লো। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল সা‌ড়ে ১০টার দি‌কে টা‌র্মিনাল ভব‌নের নিচতলায় কাউন্টা‌রের সাম‌নে সুলতান মাহামুদ ও স‌হিদুল ইসলাম টিটু নেতৃত্বাধীন ক‌মি‌টির শ্রমিকদের সা‌থে প‌রিমল চন্দ্র দাস ও শাহা‌রিয়ার বাবু এর নেতৃত্বাধীন ক‌মি‌টির শ্রমিকদের সা‌থে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে। এ‌তে প‌রিমল ও বাবু গ্রু‌পের বেশ ক‌য়েকজন আহত হয়। এরপরপরই গোটা বাস টা‌র্মিনাল এলাকায় উ‌ত্তেজনা ছ‌ড়ি‌য়ে প‌রে এবং বাস চলাচল বন্ধ হ‌য়ে যায় চার ঘণ্টার জন‌্য। এরপর প‌রিমল ও বাবু নেতৃত্বাধীন শ্রমিক‌দের বি‌ক্ষো‌ভের মু‌খে পু‌লিশ সুলতান মাহামুদ সহ ৯ জ‌নের বিরু‌দ্ধে মামলা গ্রহণ ক‌রে বাস মা‌লিক স‌মি‌তি ও শ্রমিক নেতা‌দের উপর হামলার অ‌ভি‌যো‌গে। পু‌লিশ ২৪ ঘণ্টার ম‌ধ্যে সুলতান মাহামুদ‌ সহ হামলায় জ‌ড়ি‌তদের গ্রেপ্তা‌রের আশ্বাস দি‌লে চার ঘণ্টা পর বাস চলাচল স্বাভা‌বিক করা হয়। ত‌বে অ‌ভিযুক্ত‌দের গ্রেপ্তার না করায় আজ সকাল থে‌কে ব‌রিশাল কেন্দ্রীয় বাস টা‌র্মিনাল নথুল্লাবাদ ও রুপাতলী টা‌র্মিনাল থে‌কে সকল রু‌টে বাস চলাচল বন্ধ ক‌রে দেয়া হয়।

রুপাতলী মি‌নিবাস মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক কাওছার হো‌সেন শিপন ব‌লেন, সুলতান মাহামু‌দ তার লোকজন নি‌য়ে আমা‌দের লোকজ‌নের ওপর হামলা ক‌রে‌ছে বৃহস্প‌তিবার। বাস চলাচল বন্ধ ক‌রে দি‌লে পু‌লি‌শের আশ্বা‌সে বাস চলাচল স্বাভা‌বিক ক‌রে ২৪ ঘণ্টার ম‌ধ্যে হামলাকা‌রী সুলতান মাহামুদ সহ সকল‌কে গ্রেপ্তা‌রে আল‌টি‌মেটাম দেয়া হয়। ত‌বে তারা গ্রেপ্তার না হওয়ায় রুপাতলী থে‌কে ১৭ রু‌টে বাস চলাচল বন্ধ করা হ‌য়ে‌ছে।

ব‌রিশাল জেলা বাস মা‌লিক গ্রু‌পের যুগ্ম সাধারণ সম্পাদক কি‌শোর কুমার দে ব‌লেন, আমা‌দের বাস মা‌লিক নেতা ও শ্রমিক নেতা‌দের মারধর ক‌রে‌ছে সুলতান মাহমুদ ও তার লোকজন। তা‌দের গ্রেপ্তারে আশ্বাস দেয়া হ‌লেও পু‌লিশ কাউ‌কে গ্রেপ্তার ক‌রে‌নি ২৪ ঘণ্টা পার হ‌য়ে গে‌লেও। তাই ব‌রিশাল থে‌কে অভ‌্যন্তরীণ ১৪ রুটসহ ঢাকা ও দূরপাল্লার রু‌টে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হ‌য়ে‌ছে। সুলতান মাহামুদ ও তার সন্ত্রাসী বা‌হিনী‌কে গ্রেপ্তার করা না হ‌লে বাস বন্ধই থাক‌বে।

বরিশাল কোতয়ালী ম‌ডেল থানার ও‌সি নুরুল ইসলাম ব‌লেন, আমরা মা‌লিক স‌মি‌তি ও শ্রমিক নেতা‌দের সা‌থে কথা বলার চেষ্টা ক‌রে দ্রুত সমাধা‌নের চেষ্টা কর‌ছি বিষয়‌টি।