শিক্ষার্থীদের নিজ জেলায় পৌঁছে দিতে ববির বিশেষ বাস সার্ভিস শুরু

ব‌রিশাল প্রতিনিধি:
লকডাউনে আটকে পরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ জেলায় পৌঁছে দিতে বিশেষ বাস সার্ভিস শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় ক্যাম্পাস থেকে পাঁচটি রুটে শিক্ষার্থীদের নিয়ে বাস ছেড়ে যায়।
জানা গেছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নড়াইল হয়ে যশোর, ক্যাম্পাস থেকে ঝালকাঠি ও পিরোজপুর, ক্যাম্পাস থেকে বাগেরহাট, ক্যাম্পাস থেকে পটুয়াখালী এবং ক্যাম্পাস থেকে বরগুনা (আমতলী) এই ৫ টি রুটে বাস সার্ভিস দিয়েছে কর্তৃপক্ষ । বিশ্ববিদ্যালয়ের ৬ টি ও ভাড়ায় চালিত ৩ টি বাসে এই সার্ভিস শুরু করা হয়।
বাসে ওঠার আগে প্রতিটি শিক্ষার্থীর তাপমাত্রা মাপা হয়। যাদের করোনা উপসর্গ ছিল তাদেরকে আগেই এই সার্ভিস নেয়া থেকে বিরত থাকতে অনুরোধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ ভ্রমণের জন্য  প্রত্যেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে নিতে হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ম্যানেজার মো: মেহেদি হাসান জানান, বিশেষ বাস সার্ভিস পাবার জন্য ১ হাজার ৪ শত ৬৪ জন শিক্ষার্থী আবেদন করেছে। তাদেরকে নির্ধারিত জেলায় পৌঁছে দিতে আজ প্রথমদিনে মোট ৯ টি বাস ছেড়ে গেছে ক্যাম্পাস থেকে।

প্রক্টর ড.সুব্রত কুমার দাস বলেন, করোনা বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে বরিশালে আটকে পরা সকল শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন সেবা চালু করা হয়েছে। যারা যারা বাস সার্ভিসের জন্য নির্দিষ্ট  পন্থায় নিবন্ধন করেছে তাদেরকে নির্ধারিত জেলা শহরে পৌঁছে দেয়া হবে৷

লকডাউন শিথিল করার সকাল থেকে বরিশাল অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশাল প্রতিনিধি:
লকডাউন শিথিল করার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু করেছে। অপরদিকে সন্ধ্যার পর বরিশাল থেকে ঢাকা রুটের লঞ্চ  চলাচল শুরু হওয়ার পূর্বে লঞ্চগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে।

টানা কঠোর লকডাউনের পর আজ লঞ্চ চলাচল শুরু করায় বরিশাল নদী বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। তবে যাত্রী সংখ্যা কম থাকায় নিরাপদ দূরত্ব বজায় রেখেই যাত্রীরা চলাচল করতে পারছে। সেক্ষেত্রে স্বাস্থ্য বিধি মানার জন্য মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছে লঞ্চ কর্তৃপক্ষ।
সকালে নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান উপস্থিত থেকেই অভ্যন্তরীণ রুটের লঞ্চ  চলাচলের সরকারি বিধি মানার ক্ষেত্রে তদারকি করেছেন।
তিনি বলেন, স্বাস্থ্য বিধি যাতে উপেক্ষিত না হয় সেদিকে তারা খেয়াল রাখছে। ঢাকা-বরিশাল রুটের লঞ্চ গুলো চলাচল করার জন্য পরিস্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হচ্ছে।
দূরপাল্লা রুটের লঞ্চ  ছাড়ার সময় স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে নদী বন্দর কর্মকর্তার পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিদিনই উপস্থিত থাকবে।

ক‌রোনা : ব‌রিশা‌লে আরও ১৩ জ‌নের মৃত্যু

বরিশাল প্রতিনিধি:
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ ও আক্রান্ত হ‌য়ে মোট মারা গেছেন ১২ জন। এরমধ্যে পজেটিভ ছিল ২ জন। বরিশাল জেলায় সনাক্তের হার ৪৯ দশ‌মিক ৩৬ শতাংশ। ব‌রিশাল বিভা‌গে ক‌রোনা আক্রান্ত ও উপসর্গ নি‌য়ে মৃত‌্যু সংখ‌্যা ১৩ জন।
গত ২৪ ঘন্টায় ব‌রিশাল বিভা‌গে করোনা আক্রান্ত রোগীর সংখ‌্যা ৫শ জন। আক্রান্ত হ‌য়ে মৃত‌্যু হ‌য়ে‌ছে তিনজ‌নের। যারা সক‌লেই পি‌রোজপু‌রের।
বরিশাল জেলায় মোট শনাক্তের সংখ্যা ১৯২ জন। এরমধ্যে ৯১ জনই সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। জেলায় কারও মৃত্যু হয়নি।
গত ২৪ ঘন্টায় শেবা‌চিম হাসপাতা‌লের করোনা ইউ‌নি‌টে ভর্তি হয়েছে ৫৪ জন। এরমধ্যে ২৬ জন পজেটিভ। বর্তমানে এখানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৭৯ জন। এরমধ্যে পজেটিভ ১০৩ জন। শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ২০৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১২৪ জনই পজেটিভ।
২০২০ সালের ১৭ মার্চ থেকে এই করোনা ইউ‌নি‌টে ভর্তি হয়েছে ৫৫২৪ জন। এরমধ্যে পজেটিভ ১৬১৬ জন। এই সময় মোট মারা গেছে ৮৭৪ জন। আর পজেটিভ ছিল ২৩৫ জন। জেলায়  ২০২০ সালের ১৭ মার্চ থেকে এপর্যন্ত শনাক্ত হয়েছে ১০৪৯৮ জন। শুরু থেকে এই পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪৩ জনের।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অগ্নিকাণ্ড 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  একাডেমিক ভবনের নিচ তলায় বুধবার  গভীর রাতে  এ দুর্ঘটনা ঘটে৷
‌বিশ্ব‌বিদ‌্যালয় প্রশাসন প্রাথমিকভাবে ধারণা কর‌ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।
বিভাগীয় শিক্ষকদের কার্যালয় হিসেবে ব্যবহৃত ঐ কক্ষটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় শিক্ষার্থীদের পরীক্ষার খাতা, একটি ফ্যান ও বৈদ্যুতিক সংযোগ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
বুধবার  রাতেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সরবরাহ বিভাগের একজন কর্মী জানান, গত ২৮ জুন লকডাউন ঘোষণা করার পর থেকে উক্ত অফিস কক্ষটি বন্ধ ছিল। এরআগে কেউ হয়তো মনের ভুলে সেখানকার একটি ফ্যান চালু রেখে যান। একটানা দীর্ঘদিন ফ্যানটি চলতে থাকায় তপ্ত হয়ে সোমবার রাত ১১ টার পরে আগুন ধরে যায়।
তি‌নি আরো জানান, কক্ষটি তালাবদ্ধ ও অন্ধকার থাকায় ফ্যান চালু থাকার বিষয়টি আগে কেউ খেয়াল করেনি। দরজার নিচ থেকে ধোঁয়া বের হতে দেখে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা তালা ভেঙে সেখানে প্রবেশ করে। আগুনে বিভিন্ন জিনিস পুড়তে দেখে তারা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে দ্রুত আগুন নেভাতে সক্ষম হন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.সুব্রত কুমার দাস বৃহস্পতিবার সকালে বলেন, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে নিরাপত্তারক্ষীরা আগুন লাগার বিষয়টি আমাকে জানায়।সঙ্গে সঙ্গে স্থানীয় ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করা হয়।তবে তাদের সহায়তা নেবার আগেই আমাদের নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

বরিশাল রেঞ্জর শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার

নিজস্ব প্রতিবেদক: বরিশাল রেঞ্জর জুন মাসের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

বৃহস্পতিবার (১৫ জুলাই)সকাল ১০ টায় বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বরিশাল রেঞ্জাধীন সকল ইউনিটের কর্মদক্ষতা ও পুলিশি কার্যক্রমের সাফল্যের বিবেচনায় পাঁচটি ক্যাটাগরিতে পুরুষ্কার প্রদান করা হয়, যার মধ্যে ভোলা জেলা পুলিশ চারটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জাধীন জেলা সমূহের মধ্যে ভোলা জেলার মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং কার্যক্রম, অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রন ও স্বাভবিক রাখা, সকল শ্রেনী পেশার জনসাধারনকে সম্পৃক্ত করে সামাজিক নিরাপত্তাকে নিশ্চিত ও জনসাধারনের আস্থা নিয়ে আইনী কার্যক্রমকে গতিশীল করা ও সকলের কাছে গ্রহণযোগ্য করা, জেলা পুলিশের সকল সদস্যদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করে একটি টিম হিসেবে সুষ্ঠু ও সুন্দর ভাবে সকল ধরনের পুলিশি কার্যক্রম পরিচালনা ও সম্পাদনে বিশেষ নেতৃত্বদান সহ বিভিন্ন সূচকে কর্মদক্ষতা ও কর্মক্ষমতা প্রদর্শণ এবং আইন শৃংঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করায় ভোলা জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত করা হয়।

এছাড়াও ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহসিন আল ফারুককে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার, ভোলা ট্রাফিক বিভাগকে রেঞ্জের শ্রেষ্ঠ ট্রাফিক বিভাগ এবং ভোলা সদর মডেল থানার এসআই (নিঃ) মোঃ জসিম উদ্দিনকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত করা হয়। তাদের এ সফলতায় সকলের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ সহ রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার এবং রেঞ্জ অফিসের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বরিশাল শেবাচিমে করোনায় বাড়ছে লাশের সারি

শামীম আহমেদ ॥ গত ২৪ ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০জন এবং করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘন্টায় বিভাগের মধ্যে শুধুমাত্র পিরোজপুরে তিনজন করোনা রোগী মারা গেছে। এনিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৬৮ জনে দাঁড়িয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে নতুন করে পাঁচশ’ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫৯৬ জন। এরআগের দিন (বুধবার) শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জনের এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় শুধুমাত্র শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জন এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আক্রান্ত দুইজন মারা গেছেন। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২৩৫ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৬৩৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৬৩৯ জনের মধ্যে ৪৯ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।
সূত্রে আরও জানা গেছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২৮ জন ও করোনা ওয়ার্ডে ২৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২৭৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ১০৩জন করোনা ওয়ার্ডে এবং ১৭৬ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, আহত-১০

শামীম আহমেদ ॥ বরিশাল নগরীর রূপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে আজজ বৃহস্পতিবার সকালে স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনার পর যাত্রী পরিবহন বন্ধ করে দিয়েছে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা সুলতান মাহামুদ এবং শ্রমিক নেতা পরিমল চন্দ্র দাসের সমর্থকদের মধ্যে রূপাতলী বাসস্ট্যান্ডে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসস্ট্যান্ডে উত্তেজনা ছড়িয়ের পরার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও শ্রমিকরা প্রায় ৫ ঘন্টা বাস চলাচল বন্ধ রেখেছে।

পরবর্তীতে কয়েকদফা পথসভা করাসহ আগামী কাল শুক্রবার সকাল ৮টার মধ্যে শ্রমিক ইউনিয়ন সাধারন সম্পাদক সুলতান মাহমুদ সহ তার সঙ্গিদের গ্রেফতার করা নাহলে পুনরায় বাস চালচল বন্ধ করার আলটিমেটাম দিয়ে আজকের মত বাস চলাচল চালু করে পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারন সম্পাদক কাউছার হোসেন সিপন ও বর্তমান শ্রমিক ইউনিয়ন সভাপতি পরিমল চন্দ্র দাস ও সাধারন সম্পাদক আবু শাহরিয়ার বাবু ঘোসনা দেন।

এসময় কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বাস স্টান্ডে পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করে।
একই সময় বর্তমান কমিটির বিক্ষুব্দ শ্রমিক নেতাদের শান্তনা দিয়ে বলেন রাতের মধ্যে হামলাকারী শ্রমিক নেতা সুলতান সহ তার সঙ্গিদের গ্রেফতার করা আশ্বাষ দিলে পরিস্থিতি শান্ত হয়।উল্লেখ্য, রূপাতলী শ্রমিক ইউনিয়নের একটি কমিটি থাকলেও সম্প্রতি শ্রমিকলীগ নেতা পরিমল চন্দ্র দাসকে সভাপতি ও আওয়ামী লীগ নেতা আবু শাহারিয়ার বাবুকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি ঘোষণা দেওয়া হয়। শ্রমিকদের একাংশ এ কমিটিকে অবৈধ দাবি করে আসলেও তারা (পাল্টা কমিটির নেতৃবৃন্দরা) বাসস্ট্যান্ড নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠে।
সুলতান মাহামুদ জানান, শ্রমিকরা কথিত কমিটিকে মেনে নেয়নি। তারপরেও তারা জোরপূর্বক বাসস্ট্যান্ড নিয়ন্ত্রণ করতে চাইছে। তারই ধারাবাহিকতায় শ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে পাঁচজন শ্রমিক আহত হয়।
তবে পরিমল চন্দ্র দাস হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, শ্রমিকরা যাত্রী পরিবহনে নিয়োজিত থাকা অবস্থায় হঠাৎ করে সুলতান মাহামুদের লোকজনে শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। এতে বাস মালিক সমিতির সহসভাপতি নাসির মৃধাসহ তাদের পাঁচ শ্রমিক আহত হয়েছেন। কোতয়ালি মডেল থানার ওসি মোঃ নূরুল ইসলাম পিপিএম জানান, বাসস্ট্যান্ডে এখন পরিবেশ শান্ত রয়েছে। উভয়পক্ষের সাথে আলোচনা করে স্বাস্থ্যবিধি মেনে দ্রুত যাত্রী পরিবহনের জন্য চেষ্ঠা চলছে।

বরিশালে মধ্যরাতে অসহায় পরিবারের দ্বারে পৌঁছে যাচ্ছে খাদ্য সামগ্রী

শামীম আহমেদ ॥
করোনায় কর্মহীন হয়ে পরা নগরীর খেটে খাওয়া পরিবারের দ্বারে দ্বারে মধ্যরাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
করোনা মহামারীতে কর্মহীন হয়ে পরা এসব মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এ কাজটি করছেন মেয়র নিজেই। এ কাজে তাকে সহযোগিতা করছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
গত ১১ জুলাই থেকে শুরু করা এ কার্যক্রম বুধবার রাতেও চলমান ছিলো। প্রতিদিন রাতে দুইটি করে ওয়ার্ডের দুই হাজার পাঁচশ’ কর্মহীন পরিবারের ঘরে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। মেয়রের কালিবাড়ী রোডস্থ সেরনিয়াবাত ভবনে বিতরণকৃত খাদ্য সামগ্রী প্যাকেটজাত করা হয়। প্রতি প্যাকেটে প্রত্যেক পরিবারের জন্য ১০ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি আলু ও এক কেজি সয়াবিন তেল বরাদ্দ করা হয়। মধ্যরাতে কর্মহীনদের ঘরে ঘরে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ইতোমধ্যে নগরবাসীর কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।