রাজাপুরে মসজিদের নির্মাধীন দেয়াল ভেঙে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব রাজাপুর গ্রামের পূর্ব রাজাপুর এলেমিয়া জামে মসজিদের দ্বিতীয়তলার নির্মানাধীন দেয়াল ও মাচান ভেঙে নিচে চাপা পড়ে পলাশ হাওলাদার (৩৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পলাশ পূর্ব রাজাপুর গ্রামের তোফাজ্জেল হাওলাদারের ছেলে এবং দুই সন্তানের জনক। সাথে থাকা শ্রমিক হারুনের ছেলে ঈসা হোসেন জানান, পূর্ব রাজাপুর এলেমিয়া জামে মসজিদের দ্বিতীয়তলায় ১৫ দিন আগে নির্মান করা ওয়ালের সাথে মাচান তৈরি করে সেই মাচানের ওপড়ে উঠে লিনটন নির্মানের কাজ করছিলো পলাশ। বিকেলে হঠাৎ ওই নির্মান করা ওয়াল ও মাচান ভেঙে নিচে পড়ে পলাশ চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত পলাশের পিতা তোফাজ্জেল হাওলাদার ও ভগ্নিপতি হেমায়েত হোসেন অভিযোগ করে জানান, ওই মসজিদের নির্মান কাজের ঠিকাদার মোঃ সৈয়দ হোসেন সিমেন্টের পরিমান কম দিয়ে ওয়াল নির্মান করার কারনে ওয়াল ভেঙে পড়ে এ নিহতের ঘটনা ঘটেছে। ওই ঠিকাদারের বিচার দাবি করেন নিহতের স্বজনরা। ঘটনার পর থেকে ঠিকাদার মোঃ সৈয়দ হোসেন আত্মগোপনে থাকায় তার মতামত পাওয়া যায়নি। রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়া হচ্ছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বরিশালে ৪৮ ইউপি সদস্যর শপথ গ্রহণ

শামীম আহমেদ ॥

বরিশালে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এর নব- নির্বাচিত ইউপি সদস্যদের (মেম্বার) শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ই) জুলাই সকালে বরিশাল সদর উপজেলা অফিসের হল রুমে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বরিশাল সদরের ৪ টি ইউনিয়নের ৩৬ জন সাধারণ ও ১২ জন সংরক্ষিত মহিলা সদস্যসহ মোট ৪৮ জন ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান সদর উপজেলা নির্বহিী কর্মকর্তা মো. মুনিবুর রহমান।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহবুবুর রহমান মধু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম। এয়াড়াও উপজেলা নির্বাচন কর্মকর্তা আ. মান্নানসহ অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শপথ পাঠ করানোর আগে সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন। একই সাথে নির্বাচিত সকল জনপ্রতিনিধিদের প্রতি উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন। একই সাথে জনগনের সেবায় সঠিক ভাবে নিজেদের কাজ করার জন্য এবং দায়িত্ব পালনের প্রতি সজাগ দৃস্টি দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

 

আমতলীতে জমির দখল নিয়ে দফায় দফায় সংঘর্ষে আহত ১০

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
জমির দখল নিয়ে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত দুই নারীসহ ৯ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বরগুনার আমতলী উপজেলার রায়বালা গ্রামে বুধবার সকালে।
জানাগেছে, উপজেলার রায়বালা গ্রামের জয়নাল হাওলাদার একই গ্রামের হানিফ গাজীর কাছ থেকে ৩৩ শতাংশ জমি ক্রয় করেন। ওই জমি সংলগ্ন মোস্তফা গাজীর ২০ শতাংশ জমি জয়নাল হাওলাদার জোর করে চাষাবাদ করেন এমন দাবী মোস্তফা গাজীর। ওই জমি চাষাবাদে তিনি (মোস্তফা গাজী) বাঁধা দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় জয়নাল হাওলাদারের ছেলে ফিরোজ হাওলাদার মোস্তফা গাজীর জামাতা জসিমকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে যখম করে। জসিমকে রক্ষায় আনোয়ার গাজী এগিয়ে এলে তাকেও মারধর করে এমন দাবী আনোয়ার গাজীর। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে দু’পক্ষের ১০ জন আহত হয়। গুরুতর আহত জসিম, মোস্তফা গাজী, হানিফ গাজী, মাজেদা বেগম, সোনিয়া, ইমরান, রিয়াজ ও ফিরোজকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আনোয়ার গাজীকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মোস্তফা গাজী বলেন, জয়নাল হাওলাদার আমার জমি জোরপূর্বক দখল করে চাষাবাদ শুরু করেন। এতে আমি বাঁধা দিলে কয়েক দফায় আমাকে, আমার মেয়ে, আমার জামাতা ও ভাইসহ ছয়জনকে পিটিয়ে আহত করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
জয়নাল হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার জমি দখল ও মারধরের কথা অস্বীকার করে বলেন, আমার বাবার কেনা জমি আমি চাষাবাদ করতে গেলে মোস্তফা গাজী ও তার লোকজন আমার মাসহ পরিবারের চারজনকে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মার্জিয়া তাজিন বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বরিশালে মুক্তিযোদ্ধার নামের সলিং রাস্তার বেহাল দশা

শামীম আহমেদ ॥ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা কাদের খান সড়কের বেহাল দশা। ইটের সলিংয়ের ব্যস্ততম এ সড়কটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করতে গিয়ে ছোট-বড় দুর্ঘটনার পাশাপাশি চরম ভোগান্তি পোহাচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, সড়কের প্রায় আড়াই কিলোমিটার অংশ বর্তমানে চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পরেছে। নির্মানের পর অদ্যবর্ধি রাস্তা সংস্কার না করায় খানাখন্দে ভরে গেছে। গ্রামীণ সড়কের বেহাল দশার বিষয়টি যেন দেখার কেউ নেই। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ইউনিয়নের ১নং ওয়ার্ডের আরজিকালিকাপুর এলাকার মুক্তিযোদ্ধা কাদের খান সড়কটি ইউনিয়নের মধ্যে ব্যস্ততম একটি সড়ক। এ সড়ক দিয়ে নোমরহাট হয়ে খাঁনপুরা ও এয়ারপোট, রেনট্রিতলা হয়ে টেপেরহাট যাতায়াত করেন ইউনিয়নের হাজারও মানুষ। দীর্ঘ প্রায় একযুগেরও অধিক সময় ধরে সড়টি বেহাল দশায় পরিনত হলেও বিষয়টি সমাধানে জনপ্রতিনিধিদের নেই কোন উদ্যোগ।
১নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা কাদের খান ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম সক্রিয় নেতা। অথচ তার নামে নামকরণ হওয়া ইট সলিংয়ের রাস্তাটি ইউনিয়নবাসীর চলাচলে অনুপযোগী হয়ে পরেছে।
চাঁদপাশা ইউনিয়নের চেয়ারম্যান আনিচুর রহমান সবুজ জানান, জনগুরুত্বপূর্ণ কাদের খান সড়কসহ ইউনিয়নে আরও প্রায় ১০ কিলোমিটারের ইটের সলিংয়ের সড়ক রয়েছে। দীর্ঘদিন থেকে জনসাধারণের চলাচলে যা সম্পূর্ণ অনুপযোগী হয়ে পরেছে।
এ বিষয়ে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু বলেন, মুক্তিযোদ্ধা কাদের খান সড়কসহ আরও কয়েকটি রাস্তা পিজিপি প্রকল্পে পাশ হয়েছে। যার টেন্ডারও হয়েছে। করোনার কারণে সবকিছু এলোমেলো হয়ে যাওয়ায় হয়তো ঠিকাদার এখনও কাজ শুরু করেনি। তবে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সড়ক নির্মান কাজ শুরু করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

সংগঠনের সাধারণ সম্পাদক ডা. এসএ মালেক গত সোমবার (১৩ জুলাই) ২৫ সদস্য বিশিষ্ট প্রেসিডিয়াম অনুমোদন করেন। এই ২৫ জনের অন্যতম হলেন প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য হওয়ায় প্রফেসর ছাদেকুল আরেফিনকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

 

বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে আরও আছেন অধ্যাপক ডা. আ আ ম স আরেফিন সিদ্দিক, স্থপতি ইয়াফেস ওসমান, অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান, অধ্যাপক ড. আব্দুল খালেক, অধ্যাপক ড. আবুল বারাকাত প্রমুখ।

বরিশালে উপার্জনহীন সাড়ে ৫শ’ মানুষের মাঝে ত্রাণ বিতরণ

বরিশালে করোনায় উপার্জনহীন অসহায়-দুস্থ সাড়ে পাঁচ শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে মেট্রোপলিটন পুলিশ এবং জেলা প্রশাসন। এছাড়া ছিন্নমূল ও ভাসমান সাড়ে চার শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন জেলা প্রশাসক।

বুধবার সকাল ১১টায় বরিশাল জেলা পুলিশ লাইনে আনুষ্ঠানিভাবে একশ’ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার (বিএমপি) মো. শাহাবুদ্দিন খান। এ সময় মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, দুপুরে বরিশাল অফিসার্স ক্লাবে ৩৬০ জনের মধ্যে এবং পরে সার্কিট হাউজ চত্বরে আরও একশ’ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। পরে জেলা প্রশাসক নগরীর ত্রিশ গোডাউন এলাকায় ভাসমান ও ছিন্নমূল সাড়ে চারশ’ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১২৩৮৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১২ হাজার ৩৮৩ জনের। একই সময়ে করোনায় মারা গেছেন ২১০ জন।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ হাজার ৫২ এবং মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ২৪৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৯৭ হাজার ৪১২ জন। একই সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৪ হাজার ৮১০ জনের। পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ৪৯০টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ১৪ শতাংশ।

কলাপাড়ায় ডাঃ তাসনিম জারা’র উদ্যোগে নিত্য প্রয়োজনীয় খাবার বিতরণ 

কামাল হাসান রনি:
কলাপাড়ার উপকূলীয় অঞ্চলের লক ডাউনের অসহায় ৫০টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাবার বিতরণ করেছেন ডাঃ তাসনিম জারা। ডাঃ তাসনিম জারা অক্সফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী। তিনি ইতিমধ্যে অসহায়, দরিদ্র পরিবারের সহযোগিতা করেছেন। তারই ধারাবাহিকতায় কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের সহযোগিতায় স্বাস্থ্য বিধি মেনে খাবার সামগ্রী বিতরণ করা হয়। ডাঃতাসনিম জারা সামাজিক যোগাযোগমাধ্যমে উপকূলীয় অঞ্চলের অসহায় মানুষের জন্য সহযোগিতা করার জন্য স্টাটাস দেন,সেই স্টাটাসে কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের এডমিন মহিবুল্লাহ মুহিব কমেন্ট করার প্রেক্ষিতে এই সহায়তা প্রদানের আশ্বাস দেন। সেই অনুযায়ী প্রতি পরিবারের জন্য ১০কেজি চাল,ডাল ১ কেজি,তেল ১ লিটার,পিয়াজ ১কেজি,আলু ২ কেজি,আটা ২ কেজি,হুইল সাবান ১ টা, ১কেজি লবন দেয়া হয়। কলাপাড়ার উপকূলীয় এলাকা গঙ্গামতি,কাউয়ারচর,নতুনপাড়া,অনন্তপাড়া,ধুলাসারের ৫০টি পরিবারের মাঝে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ডাঃতাসনিম জারা’র সহপাঠী বন্ধু ডাঃ মোঃ আতিকুল ইসলাম। ডাঃমোঃ আতিকুল ইসলাম সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন। আরও উপস্থিত ছিলেন কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের অন্যতম এডমিন কামাল হাসান রনি, কেজেসি প্রোপার্টিজের মেম্বার মোস্তাফিজুর রহমান শিবলু,চর চাপলি ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের  গাজী আলী আহম্মেদ,মেহেদী হাসান জনি,অনন্তপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শহীদুল ইসলাম,নেছার উদ্দিন,ইউপি সদস্য খোকন খলিফা,চাপলি বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃজাকারিয়া ইসলাম, মানবতার ডাক সংগঠনের সভাপতি মোঃওহিদুল্লাহ ইসলাম