বরিশালে অনলাইন পশুর হাটে সাড়া নেই, জেলা ও মহানগরীতে বসেছে ২২ হাট

বরিশালে অনলাইন গুরুর হাটে ক্রেতাদের সাড়া নেই। ১০ হাজার পশুর ছবি ও বিক্রেতার নাম ঠিকানা আপলোড করা হয় গত ২৫ জুন। কিন্তু ১৯ দিনে বিক্রি হয়নি কোন পশু। এই কয়েক দিনে ৭টি গরু কেনা বেচার কথা হয়েছে মাত্র। এদিকে বরিশালে করোনার মধ্যেও সশরীরে হাটে উপস্থিত হয়ে পশু কেনায় আগ্রহ রয়েছে ক্রেতাদের।

বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আলম জানান, সরকারি নির্দেশনা অনুসারে জেলা প্রাণিসম্পদ দপ্তর ‘অনলাইন কোরবানির হাট বরিশাল’ নামে একটি অনলাইন পশুর হাট চালু করে গত ২৫ জুন। গত ১৯ দিনে এই হাটে মোট ১০ হাজার গরু ও ছাগলের ছবি ও বিক্রেতার নাম আপলোড করা হয়। কিন্তু বুধবার বিকেল পর্যন্ত একটিও পশুও বিক্রি হয়নি।
ডা. নুরুল আলম আরও জানান, বরিশালে কোরবানীর পশু ক্রেতার মূলত সশরীরে হাটে উপস্থিত হয়ে দেখে শুনে দরদাম করে পশু কিনতে আগ্রহী। এ কারণে অনলাইনে পশু বিক্রিতে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। ক্রেতারা মূলত হাটের জন্য অপেক্ষা করছেন।

এদিকে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার জানান, সদর উপজেলা থেকে সরকারি অনলাইন হাটে ১ হাজার ৮৫৭টি গরু ও ২৪৩টি ছাগলের ছবি আপলোড করা হয়। কয়েকজন মানুষ অনলাইনে আলাপ আলোচনা করে কেনার জন্য পশু নির্বাচন করে রেখেছেন। লেনদেন হয়নি এখনও।

এ ব্যাপারে আলাপকালে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, করোনাকালে সরকারি নির্দেশনা অনুসারে অনলাইনে পশুর হাট শুরু হয়েছিলো বেশ কিছু দিন আগেই। অনলাইনে সাড়া তুলনামূলক কম। তিনি করোনা সংক্রমণ রোধে ক্রেতাদের সরকারি অনলাইন পশুর হাট থেকে পশু নেতার আহ্বান জানান।

অপরদিকে বুধবার বিকেল পর্যন্ত বরিশাল মহানগরী এবং জেলায় মোট ২২টি গরুর হাটের অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন। এর মধ্যে মহানগরীতে করোনার কারণে মাত্র দুটি হাটের অনুমোদন দেয়া হয়েছে। একটি নগরীর কাউনিয়া বিসিক রোডের বটতলা এলাকায় এবং অপরটি নগরীর রূপাতলী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ঢালে। অপর ২০টি হাট বসছে জেলার ১০ উপজেলায়।

বরিশাল স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম জানান, এবার করোনার কারনে যাচাই বাছাই করে পশুর হাটের অনুমোদন দেয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চাহিদাপত্র অনুযায়ী জেলা প্রশাসন থেকে পশুর হাটের অনুমোদন দেয়া হয়।

জেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্র জানায়, জেলায় ৪ হাজার ২২৬টি বড়-ছোট পশুর খামার রয়েছে। এতে পশু মজুদ রয়েছে ৪৬ হাজার ৬১৯টি। এর মধ্যেও ৩৮ হাজার ৩৯৫টি গরু এবং ছাগল রয়েছে ৮ হাজার ২২৪টি।

বরিশালে জেলা প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বিত উদ্যোগে ৩ শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করেন জেলা প্রশাসক

দেশের করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বাঁড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা তাই সরকার করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী ১৪ দিনের সরকারি বিধি-নিষেধ (লক ডাউন) ঘোষণা করেন। এতে করে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষের জীবন যাপন করা কিছুটা কষ্টসাধ্য হয়ে পড়ে। পাশাপাশি চেয়ে খাওয়া মানুষের খাবারের কষ্টোটা বহুগুণে বেড়ে যায়। এমন পরিস্থিতিতে বরিশাল শহরের ৯ টি স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রতিদিন ৩ শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে রান্না করা উন্নত মানের দুপুরের খাবার বিতরণ করে আসছে। তাদের এই সমন্বিত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে তাদের পাশে এসে দাঁড়ান বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

তিনি এই উদ্যোগের জন্য গত এক সপ্তায় ১০০ কেজি চাল প্রদান করেন। আজ ১৪ জুলাই বুধবার দুপুর ২ টায় কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত ৩০ গোডাউন বধ্যভূমি নদীর পারে ৩০০ শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করে জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা বরিশাল প্রশান্ত কুমার রায়, এসএনডিসির উপদেষ্টা মোঃ শাহাজাদা হিরাসহ ৯ টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য উপস্থিত ছিলেন। বরিশালের ৯ টি স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ তরুণরা এবার একত্রিত হয়ে কাজ শুরু করেছি নগরীর বিভিন্ন স্থানের অভুক্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণে। আজ ৮ জুলাই থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। লকডাউন চলা পর্যন্ত এ কার্যক্রম চালিয়ে যাবো তারা। তাদের সমন্বিত উদ্যোগের নাম ‘ইয়ূথ ফর কোভিড রেসপন্স, বরিশাল’।

তাদের এমন উদ্যোগে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তাদের সাথে আছেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। আয়োজক সংগঠনগুলো হচ্ছে-এসএনডিসি, লাল সবুজ সোসাইটি, বরিশাল ব্লাড ডোনার্স ক্লাব, হাসিমুখ পরিবার, মানবী, ইয়ূথ প্ল্যান ফর সোসাইটি, সহচরী, উচ্ছ্বাস, অসহায় মানুষের পাশে এবং যুক্ত আছেন বেশ কিছু সাধারণ তরুণ। এ সকল তরুণরা ঐক্যবদ্ধভাবে অর্থ সংগ্রহ করে এ কার্যক্রমটি চালায়ে যাচ্ছে। পাশাপাশি তারা সবাইকে এই উদ্যোগে সম্পৃক্ত হতে আহ্বান জানান।

বরিশালে এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক॥
সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে বরিশালে। এ উপলক্ষ্যে বুধবার বাদ জোহর নগরীর সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদে এক দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাতে জেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মোনাজাতে এইচএম এরশাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। দিবসটি উপলক্ষ্যে নগরীর সদর রোডের জাতীয় পার্টি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং পার্টির পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া দলীয় কার্যালয়ে দিনভর কোরআনখানীর আয়োজন করে জাতীয় পার্টি।

বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ এর কন্যা ফারহানা সুলতানা উর্মির মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক : রণাঙ্গণের মুখপত্র দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ এবং বরিশাল বিএম কলেজের সাবেক অধ্যাপিকা সুলতানা বেগম দম্পত্তির একমাত্র কন্যা ফারহানা সুলতানা
উর্মির ১ম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার ১৫ জুলাই। গত বছরের এইদিন সন্ধ্যারাতে উর্মি (৪০) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে শেষ নি:স্বাস ত্যাগ করেন। উর্মি সরকারি সিস্টার্সডে প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা ছিলেন।
একমাত্র কন্যাকে হারিয়ে শোকে মূহ্যমান হয়ে পড়েন বাবা বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ঠ সাংবাদিক নূরুল আলম ফরিদ এবং মা বরিশাল বিএম কলেজের সাবেক অধ্যাপিকা সুলতানা বেগম। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য নূরুল আলম ফরিদ ও অধ্যাপিকা সুলতানা বেগম এর দাম্পত্য জীবনে এক কন্যা ও এক পুত্র সন্তানের অধিকারী। কন্যা ফারহানা সুলতানা উর্মি গত বছরের ১৫ জুলাই বিকেলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত এম্বুলেন্সযোগে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন। পরদিন ১৬ জুলাই সকাল ৯টায় বগুড়া রোডস্থ শ্রী চৈতন্য স্কুলে মরহুমার জানাজা নামাজ শেষে তার মরদেহ বরিশাল মুসলিম গোরস্থানে দাফন করা হয়। নগরীর বগুড়া রোডের পেশকার বাড়ির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ ও অধ্যাপিকা সুলতানা বেগম দম্পত্তির এক ছেলে রয়েছেন। নাম স্থপতি আহম্মেদ নূরুল হাসান স্বাক্ষর।
এদিকে,বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ এবং বরিশাল বিএম কলেজের সাবেক অধ্যাপিকা সুলতানা বেগম দম্পত্তি তাদের কন্যা ফারহানা সুলতানা উর্মির আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ জানান, ফারহানা সুলতানা উর্মির আত্মার শান্তি কামনায় মাদ্রাসায় কুরআন খতমের আয়োজন করা হয়েছে।

বরিশালে এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক॥

সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে বরিশালে। এ উপলক্ষ্যে বুধবার বাদ জোহর নগরীর সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদে এক দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাতে জেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মোনাজাতে এইচএম এরশাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। দিবসটি উপলক্ষ্যে নগরীর সদর রোডের জাতীয় পার্টি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং পার্টির পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া দলীয় কার্যালয়ে দিনভর কোরআনখানীর আয়োজন করে জাতীয় পার্টি।

বরিশাল-ঢাকা রুটে লঞ্চে ধোয়া-মোছা শেষ, প্রথম দিনেই আগাম টিকিট শেষ

শামীম আহমেদ, ॥
ঈদুল আজহা উপলক্ষে কঠোর লকডাউন ৮ দিনের জন্য শিথিল করে বৃহস্পতিবার থেকে ফের শুরু হচ্ছে বরিশাল-ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল। এই লক্ষ্যে লঞ্চগুলো ধোয়া-মোছার কাজ শেষ হয়েছে। ২১ দিন পর বুধবার কাউন্টার খোলার সাথে সাথে লঞ্চের আগাম কেবিন টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চের কেবিন টিকিট বিক্রি করা হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী লঞ্চ চলাচলের ওপর গুরত্বারোপ করেছে নদী বন্দর কর্তৃপক্ষ। ঈদুল আজহা উপলক্ষে স্বাস্থ্যবিধি মানার শর্তে ৮ দিনের জন্য কঠোর লকডাউন শিথিল করে গণপরিবহন চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের এই ঘোষণা পাওয়ার সাথে সাথে যাত্রীবাহী লঞ্চ চলাচলের প্রস্তুতি শুরু করেছে কর্তৃপক্ষ। একদিকে চলেছে লঞ্চ ধোয়া-মোছার কাজ। অপরদিকে, বুধবার থেকে লঞ্চের কাউন্টারগুলোতে চলে আগাম কেবিন টিকিট বুকিং। তবে অফিস খোলার পর বুধবার প্রথম দিনেই উধাও হয়ে গেছে কেবিন টিকিট। চাহিদা অনুযায়ী আগাম টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। আবার কেউ কেউ টিকিট পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। বরিশাল-ঢাকা রুটের এমভি কীর্তনখোলা লঞ্চ কোম্পানির সহকারী মহা-ব্যবস্থাপক মো. বেল্লাল হোসেন বলেন, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আগাম টিকিট বুকিং নিয়েছেন তারা। আগের চেয়ে চাপ কিছুটা কম হলেও প্রথম দিনেই আগাম টিকিট বুকিং শেষ হয়ে গেছে। একই রুটের এমভি সুন্দরবন লঞ্চ কোম্পানির কাউন্টার ম্যানেজার মো. জাকির হোসেন বলেন, কাউন্টারে স্বাস্থ্যবিধি মেনে টিকিট বুকিং নিয়েছেন তারা। লঞ্চও চালানো হবে স্বাস্থ্যবিধি মেনে। লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. সাইদুর রহমান রিন্টু বলেন, সরকার স্বাস্থ্যবিধি মেনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করতে বলেছে। স্বাস্থ্যবিধি রক্ষা করে লঞ্চ পরিচালনার যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বরিশাল নদী বন্দর কর্মকর্তা বলছেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনেই লঞ্চ পরিচালনা করতে হবে সংশ্লিষ্ট মালিকদের। ব্যত্যয় হলে দায়িত্ব নিতে হবে লঞ্চ মালিকদের। যাত্রী চাপ বেশি থাকলে লঞ্চে সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে বলে তিনি জানান। বরিশাল বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) মো. মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার দিবাগত রাত থেকে শিথিল হচ্ছে লকডাউন। বরিশাল-ঢাকা রুটের লঞ্চগুলো যাত্রী নিয়ে ছেড়ে যায় প্রতিদিন রাত ৮টা থেকে ৯টার মধ্যে। সে হিসেবে বৃহস্পতিবার রাতে উভয় প্রান্ত থেকে যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে লঞ্চ কর্তৃপক্ষ। প্রতিটি লঞ্চে স্বাস্থ্যবিধি রক্ষার তাগিদ দেওয়া হয়েছে। কোনো লঞ্চে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলে সংশ্লিষ্ট মাস্টার এবং মালিকরা দায়ী থাকবেন। তাদের বিরুদ্ধে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এই দফায় ২২ দিন বন্ধ রয়েছে যাত্রীবাহী লঞ্চ চলাচল। ঢাকা-বরিশাল নৌপথে চলাচল করে বিলাসবহুল ২২টি লঞ্চ। এছাড়া রাজধানীর সদরঘাট থেকে সারা দেশের ৪১টি নৌপথে চলাচল করে ২২০টি যাত্রীবাহী লঞ্চ।

বরিশালে কর্মহীন ৩৪৪ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

শামীম আহমেদ ॥

বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সংস্থা আভাসের সহযোগিতায় বাংলাদেশ মানবাধিকার কমিশন এর পক্ষ থেকে আজ বুধবার দুপুর ১২ টায় দিকে নগরীর অফিসার্স ক্লাবের প্রাঙ্গণে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন ৩৪৪ জন দরিদ্র অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (এনডিসি) মোঃ নাজমূল হুদা, জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্যরা ৩৪৪ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি পরিবারের জন্য ১২ কেজি চাল, ৬ কেজি আটা, ৩ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ২ লিটার সয়াবিন তৈল, ১ কেজি চিড়া, সাবান ৬ পিচ, সুজি ৫০০ গ্রাম বিতরণ করেন।

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য- পুলিশ কমিশনার

শামীম আহমেদ, ॥
পুরো বিশ্ব যখন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিধ্বস্ত, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যখন চরমভাবে ব্যাহত, ঠিক সেই সময় ভূপেন হাজারিকার এই কালজয়ী গানের কথার মত বরাবরের ন্যায় এবারো পেশাগত দায়িত্বের বাহিরে গিয়ে মানবিক দায়বদ্ধতা থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অসহায় ও দুস্থ মানুষদের পাশে দাঁডানোর ক্ষুদ্র প্রয়াস। আজ বুধবার বেলা ১১ টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সে পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার এর নেতৃত্বে পুলিশের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচিতে তিনি একথা বলেন। এসময় তিনি বলেন, “জনমুখী ও গণমুখী পুলিশিং বাস্তবায়নে সদা জাগ্রত থাকার পাশাপাশি বৈশ্বিক মহামারী চলাকালীন গণমানুষের জীবনে যে মানবিক বিপর্যয় নেমে এসেছে, সেই মানবিক বিপর্যয়ে ও আমরা সদাজাগ্রত থেকে আপনাদের পাশে আছি। দেশের এই বিপর্যয় মোকাবেলায় সরকার নানামুখী পদক্ষেপ গ্রহনের পাশাপাশি বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রান্তিক জনগণের জন্য পর্যাপ্ত খাদ্য সহায়তার ব্যবস্থা করেছে। সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সহ সরকারি নানান সংস্থার পাশাপাশি অনেক সাধারণ মানুষ ও অসহায় -দুস্থদের পাশে দাঁড়িয়েছে। আমরাও এই মানবিক বিপর্যয়ে সামান্য সহায়তা নিয়ে আপনাদের পাশে দাড়িয়েছি। দেশের এই ক্রান্তিকালে আমি এই শহরের সকল বিত্তবান ব্যক্তি, বিভিন্ন ক্লাব, সংগঠন সহ সকল কে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সমাজের অসহায় ও দুস্থদের পাশে, বিশেষ করে যারা আত্মসম্মানের ভয়ে কারো কাছে হাত পেতে সাহায্য চাইতে পারে না তাদের পাশে দাড়ানোর আহবান জানাই। এসময় তিনি সকলকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাস্ক পরাকে অভ্যেসে পরিণত করা, কোনো কিছু স্পর্শ করার আগে ও পরে হ্যান্ড স্যানিটাইজ করা, সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানিয়ে বলেন, ইনশাল¬াহ আমাদের সকলের প্রার্থনায়, সকলের প্রচেষ্টায়, আল¬াহর অশেষ রহমতে অচিরেই আমরা এই মহামারি থেকে মুক্তি পাব। এসময় আরো উপস্থিত ছিলেন বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশনের অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক, সদরদপ্তরের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, সাপ্লাই এ্যান্ড লজিস্টিকস্ উপ-পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, বিএমপি’র দক্ষিনের উপ-পুলিশ কমিশনার মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, ট্রাফিকের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার-পিপিএম, উত্তর এন্ড গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার মোঃ মনজুর রহমান পিপিএম-বার, ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশনের উপ-পুলিশ কমিশনার খাঁন মোহাম্মদ আবু নাসের সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

আট ফুট উচ্চতার তিনটি গাঁজা গাছ উদ্ধার

শামীম আহমেদ ॥ প্রায় আট ফুট উচ্চতার তিনটি গাঁজা গাছ উদ্ধারের ঘটনায় বুধবার দুপুরে থানায় গাঁজা চাষীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরপূর্বে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম শরিফাবাদ গ্রামে পুলিশ অভিযান চালিয়ে প্রায় চার কেজি ওজনের তিনটি গাঁজা গাছ উদ্ধার করেছেন।
বুধবার দুপুরে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম শরিফাবাদ গ্রামের মৃত কাদের সিকদারের পুত্র আনিচ সিকদারের বসতঘরের পেছন থেকে প্রায় আট ফুট উচ্চতার তিনটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় গাঁজা চাষী আনিচ বাড়িতে না থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। এ ঘটনায় থানার এসআই হারুন-অর রশিদ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।

বরিশালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

শামীম আহমেদ ॥ বরিশাল নগরীর বেসরকারি রাহাত আনোয়ার হাসপাতালে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগী ডাক্তারের ভুল চিকিৎসায় মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মৃত কামরুন্নাহার বেগম (৫৫) জেলার বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠী গ্রামের মৃত আব্দুল আজিজের স্ত্রী।
মৃতের পুত্র রায়হান আহমেদ ও কন্যা তাসমিন রাইন তিথি অভিযোগ করে বলেন, হোঁচট খেয়ে পরে গিয়ে আমাদের মা কামরুন্নাহারের হাত ও পায়ে আঘাত পান। গত ১৩ জুলাই নগরীর বেসরকারি রাহাত আনোয়ার হাসপাতালে মাকে ভর্তি করা হয়। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষায় মায়ের হাত ও পা ভেঙে গেছে বলে চিহ্নিত করে ওইদিন রাতে অপারেশন করা হয়।
তারা আরও অভিযোগ করেন, বুধবার সকাল পর্যন্ত মা সুস্থ্য ছিলো। পরবর্তীতে একটি ইনজেকশন পুশ করার পর মা অস্থির হয়ে ওঠে। এরপর সকাল দশটার দিকে মা মৃত্যুরকোলে ঢলে পরেন। মৃতের ছেলে ও মেয়ের অভিযোগ, কর্মরত চিকিৎসক ডাঃ ফজলে রাব্বির ভুল চিকিৎসায় তাদের মা মারা গেছেন।
তবে ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করে ডাঃ ফজলে রাব্বি বলেন, ধারনা করা হচ্ছে হার্ট এ্যাটাক করে কামরুন্নাহার মারা গেছেন। এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরুল ইসলাম পিপিএম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।