মুজিব শতবার্ষ উপলক্ষে বানারীপাড়া উপজেলায় ভূমিহীন-গৃহহীন দের গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন সংসদ সদস্য ও বিভাগীয় কমিশনার

মোঃ শাহাজাদা হিরা:
মুজিব বর্ষ উপলক্ষে আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় “আশ্রয়নের অধিকার-শেখ হাসিনার উপহার” এই স্লোগান নিয়ে সারা দেশে দরিদ্র অসহায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৯ লক্ষ ভূমিহীন ও গৃহহীন দের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম হাতে নিয়েছে। তারি ধারাবাহিকতায় সারা বাংলাদেশে ১৯৯৭ সাল থেকে ২০২১ সালের মে মাস পর্যন্ত ৩ লক্ষ ৭৩ হাজার ৫৬৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কাযক্রম চলমান রয়েছে। তারি ধারাবাহিকতায় বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার গৃহনির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য শাহে আলম এমপি ও বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বানারীপাড়া রিপন কুমার সাহা, সহকারী কমিশনার (ভূমি) বানারীপাড়া, বানারীপাড়া পৌরসভা মেয়র সুভাষ চন্দ্র শীল, বানারীপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মহসিন উল হাসানসহ প্রমুখ। এসময় তারা বানারীপাড়া সদর এর ৬ নম্বর ওয়ার্ড এর আলতা গ্রামের মুজিব বর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের ৮০ টি গৃহনির্মাণ কাজ পরিদর্শণ করেন। পাশাপাশি বাইশারি ইউনিয়নের ১১ গৃহনির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তারা নির্মাণ শ্রমিক গৃহ নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলেন, পাশাপাশি উপকারভোগী ভূমিহীন ও গৃহহীনদের সাথেও কথা বলেন। বরিশাল জেলায় সরকারী অর্থায়নে মুজিব বর্ষ উপলক্ষে প্রথম পর্যায় বরিশাল জেলায় ভূমিহীন ও গৃহহীন ১ হাজার ৫শ’ ৫৬টি পরিবারকে জমি সহ নতুন নির্মিত গৃহ দিয়েছে সরকার। প্রথম দফায় দুই কক্ষ বিশিষ্ট একটি সেমি পাকা ঘরের নির্মাণ ব্যয় ১ লক্ষ ৭১ হাজার টাকা। বরিশাল জেলার উপজেলাওয়ারী বরিশাল সদর ১৫৭ টি, বাকেরগঞ্জ ১২০ টি, মেহেন্দিগঞ্জ ২৫২ টি, উজিরপুর ৭০ টি, বানারীপাড়া ২০০ টি, গৌরনদী ২০০ টি, মুলাদী ৩০০ টি, বাবুগঞ্জ ১৭০ টি, হিজলা ৫১ টি, আগৈলঝাড়া ৩৬ টিসহ মোট ১৫৫৬ টি গৃহ উপকারভোগীর নিকট হস্তান্তর করা হয়েছে।

দ্বিতীয় দফায় বরিশাল জেলায় ৫৪৯ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য ঘরে নির্মাণ করা হচ্ছে। দ্বিতীয় দফায় দুই কক্ষ বিশিষ্ট একটি সেমি পাকা ঘরের নির্মাণ ব্যয় ১ লক্ষ ৯০ হাজার টাকা। বরিশাল সদর ১০০, বাকেরগঞ্জ ৫০, বাবুগঞ্জ ১০, উজিরপুর ২৫, মুলাদী ৫০, মেহেন্দিগঞ্জ ৬৫, হিজলা ৫৯, গৌরনদী ২০, আগৈলঝাড়া ১৫, বানারীপাড়া ১৫৫ টি ঘর। ২ শতাংশ খাস জমি সহ ২ কক্ষ বিশিষ্ট প্রত্যেকটি ঘরের মোট আয়তন ২৯৪ বর্গফুট। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা ও নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ভূমিহীন ও গৃহহীনদের বাসস্থান নিশ্চিতকল্পে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জমি সহ এই ঘর প্রদান করা হচ্ছে। ঘরের পাশে সবজী চাষ সহ আয় বর্ধক নানা সুযোগ সুবিধা থাকবে। বরিশাল জেলায় দ্বিতীয় দফায় অসমাপ্ত বাকি ৩৩১ টি গৃহ ও কবুলিয়ত সম্পাদনের কাজ চলমান রয়েছে। যা আগামী আগস্ট মাসের সমাপ্ত করা হবে। সরকারী অর্থায়নে বরিশাল বিভাগে ১ম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুর্নবাসনের নিমিত্ত বরিশাল বিভাগের ৬ টি জেলায় মোট ৬০৮৮ টি ঘর বরাদ্দ প্রদান করা হয় (বরিশাল ১৫৫৬টি, পটুয়াখালী-২১৩১ টি, ভোলা-৫২০টি, পিরোজপুর-১১৭৫টি, বরগুনা-২৩২টি, ঝালকাঠি-৪৭৪টি)।

২য় পর্যায়ে বরিশাল বিভাগে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুর্নবাসনের নিমিত্ত বরিশাল বিভাগে ০৬ টি জেলায় মোট ৭১২৭ টি ঘর বরাদ্দ প্রদান করা হয় (বরিশাল ৫৪৯টি, পটুয়াখালী-২৭৮১ টি, ভোলা-৩৭১টি, পিরোজপুর-২০০৪টি, বরগুনা-১০০০টি, ঝালকাঠি-৪৭২টি) আশ্রয় কেন্দ্র পরিদর্শন শেষে তার বানারীপাড়া উপজেলার ইলুহার, উদয়কাঠী, সৈয়দকাঠি ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার সামগ্রী হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করেন।