৩২০০ কোটি টাকার ৫টি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা প্রধানমন্ত্রীর

নিম্নআয়ের মানুষের জন্য ৩ হাজার ২০০ কোটি টাকার ৫টি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। করোনায় ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষের সহায়তায় ৩ হাজার ২০০ কোটি টাকার ৫টি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্যাকেজে ১৪ লাখ ৩৭ হাজার ৩৮৯ জন দিনমজুর, ২ লাখ ৩৫ হাজার ৩৩ জন পরিবহণ শ্রমিক, ৫০ হাজার ৪৪৫ ক্ষুদ্র ব্যবসায়ী ও এক হাজার ৬০৩ জন নৌ পরিবহণ শ্রমিককে জন প্রতি ২৫০০ টাকা আর্থিক সহায়তা দেয়া হবে। এতে উপকারভোগির সংখ্যা ১৭ লাখ ২৪ হাজার ৪৭০ জন।

শহর এলাকায় এই সহায়তা ২৫ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত, সারাদেশে ৮১৩টি কেন্দ্রে বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালনা করা হবে। এতে ২০ হাজার মেট্রিক টন চাল ও ১৪ হাজার মেট্রিক টন আটা রাখা হয়েছে। এছাড়া ৩৩৩ নম্বরে জনসাধারণের অনুরোধে খাদ্য সহায়তা দিতে জেলা প্রশাসকদের বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে।

এর আগে গ্রামীণ এলাকায় কর্মসৃজনমূলক কাজে অর্থায়নের জন্য ৩ হাজার ২০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দেয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে দুই শতাধিক প্রাণহানি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২০৩ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশে মোট মারা গেলেন ১৬ হাজার ৮৪২ জন। এই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৯৮ জন। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জন।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৪৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৮ লাখ ৮৯ হাজার ১৬৭ জন। গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৭৫৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ।

এর আগে গতকাল সোমবার করোনায় ২০২০ জনের মৃত্যু হয়। আর করোনা শনাক্ত হয় ১৩ হাজার ৭৬৮ জনের, যা করোনার ইতিহাসে সর্বোচ্চ করোনা।

টিকা দিতে অনাবাসিক শিক্ষার্থীদের তালিকা চেয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

কোভিড-১৯ টিকা দেয়ার জন্য অনাবাসিক শিক্ষার্থীদের তালিকা চেয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্ব-স্ব বিভাগের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নম্বর ও নামের তালিকা প্রদান করতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান, আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৭ জুলাইয়ের মধ্যে নিজ নিজ বিভাগের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নম্বর সহ তালিকা পাঠাতে হবে।

বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মাসুম শিকদার জানান, ইউজিসির নির্দেশনা অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানসহ সকল বিভাগের আবাসিক শিক্ষার্থীদের তালিকা সংশ্লিস্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তাদের তালিকা সংরক্ষিত আছে। এই ধারাবাহিকতায় অনাবাসিক শিক্ষার্থীদের তালিকা চাওয়া হয়েছে। ১৭ জুলাইয়ের মধ্যে স্ব-স্ব বিভাগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তালিকা পাঠাতে বলা হয়েছে।

গত বুধবার থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করা বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা নিজ নিজ জেলা ও উপজেলা সদরে টিকা নিতে শুরু করেছেন। যে সব আবাসিক শিক্ষার্থী অনলাইনে এখনও রেজিস্ট্রেশন করতে পারেননি তারা চলতি সপ্তাহের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন বলে জানিয়েছেন প্রক্টর ড. সুব্রত কুমার দাস।

করোনা: পিরোজপুরে লকডাউন বাস্তবায়নে সিসি ক্যামেরার সাফল্য

পিরোজপুর শহরজুড়ে স্থাপন করা সিসি ক্যামেরা কাজে আসছে অপরাধ দমনে ও লকডাউন বাস্তবায়নে। বিভিন্ন ধরনের অপরাধ দমনে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের স্থাপন করা এসব সিসি ক্যামেরা কাজে আসছে বর্তমান সময়ে লকডাউন কার্যকরে। রাস্তার মোড়ে মোড়ে স্থাপন করা এসব সিসি ক্যামেরায় শহরের ব্যবসায়ীরা খুজে পাচ্ছেন নিরাপত্তা। পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষও।

জানা যায়, পিরোজপুর জেলা সদরের পুরো পৌর এলাকা জুড়ে এ বছরের জানুয়ারি মাসে সিসি টিভি স্থাপনের কাজ শুরু করে পিরোজপুর জেলা পুলিশ। পর্যায়ক্রমে সিসি টিভির আওতায় আনা হয় পুরো পৌর এলাকা। যার সুফল হিসেবে ২৪ ঘণ্টায় সরাসরি পুলিশি নজরদারিতে থাকছে বাসিন্দারা।

পিরোজপুর পৌরসভার মোট ১৫০টি স্পটে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অপরাধ দমনে স্থাপন করা এসব ক্যামেরা বর্তমান সময়ে করোনাভাইরাস রোধে সাধারণ মানুষকে ঘরে রাখেতে ও সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে সহায়ক হচ্ছে প্রশাসনের।

 

পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, পিরোজপুর পৌরসভায় সিসি টিভি ক্যামেরা স্থাপনের ফলে চুরি ও অসামাজিক কার্যকলাপ, বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা কমছে। পর্যায়ক্রমে পুরো জেলাকে সিসি টিভির আওতায় আনারও পরিকল্পনা রয়েছে জেলা পুলিশের।

 

বরিশালের রাস্তায় বেড়েছে মানুষ ও যানবাহন

বরিশালে কঠোর লকডাউন অনেকটা শিথিল হয়ে গেছে। বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন কিছুটা শিথিলের সরকারি ঘোষণার পর পরই সব কিছু প্রায় স্বাভাবিক হয়ে গেছে। রাস্তাঘাটে আগের চেয়ে মানুষ চলাচল বেড়েছে। সেই সাথে বেড়েছে প্যাডেল রিকশা, ব্যাটারি চালিত রিকশা, মোটরসাইকেল এবং ব্যক্তিগত ও পণ্যবাহী যানবাহনের চলাচল।

এদিকে লকডাউন এবং স্বাস্থ্যবিধি বাস্তবায়নে মঙ্গলবারও নগরীতে ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন জেলা প্রশাসন। টহল অব্যাহত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর।

মঙ্গলবার বরিশালের প্রায় সবকিছু ছিলো ঢিলেঢালা। গত সোমবার এক প্রজ্ঞাপনে সরকার বৃহস্পতিবার থেকে লকডাউন কিছুটা শিথিলের ঘোষণা দেয়ার পরপরই বরিশাল নগরীর রাস্তাঘাটের চিত্র অকেটাই বদলে যায়। মঙ্গলবার ১৩তম দিনে থ্রি হুইলার, লঞ্চ-বাস এবং কিছু দোকানপাট বন্ধ থাকা ছাড়া প্রায় সব কিছু স্বাভাবিক ছিলো। নানা প্রয়োজনে রাস্তায় বের হওয়ার কথা বলেন জনসাধারণ। আবার কেউ কেউ অজুহাত সৃষ্টি করে এবং অনেকে লকডাউন দেখতে বেড়িয়েছেন রাস্তায়। পাড়া-মহল্লার দোকানপাঠেও জটলা দেখা গেছে।

 

লকডাউনের মধ্যে বেলা ১২টার দিকে নগরীর সদর রোডে মাস্ক বিহীন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন আনসার ভিডিপি সদস্যরা। এ সময় জেলা আনসার ভিডিপি কমান্ডেন্ট মো. আমমার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নগরীর ১০টি পয়েন্টে ১ হাজার মাস্ক বিতরণ করা হয় বলে জানিয়েছেন আনসার ভিডিপি’র উপজেলা প্রশিক্ষক একেএম ইদ্রিস আলী আকন।

এদিকে কঠোর লকডাউন এবং স্বাস্থ্য বিধি বাস্তবায়নে মঙ্গলবারও নগরীতে পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কথা জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার সুব্রত বিশ্বাস দাস। অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনীও টহল অব্যাহত রেখেছে।

বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষজনকে এবং এই মুহূর্তে অপ্রয়োজনী দোকান খুললে তাদের আইনের আওতায় আনছেন তারা।

প্রথম দফায় নির্বাচিত বরিশালের ৪৯ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

বরিশালে প্রথম দফায় নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলার নবনির্বাচিত ৪৯ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

তবে আরেকজন চেয়ারম্যান সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তিনি এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ইউপি চেয়ারম্যানদের সরকারি বিধি-বিধান মেনে জনকল্যাণে কাজ করার নির্দেশনা দেন। কেউ শপথ ভঙ্গ করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের বিষয়টিও স্মরণ করিয়ে দেন তিনি।

 

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. নাজমূল হুদা এবং সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

টেন্ডার ছাড়াই স্কুলের মালামাল বিক্রি করলেন প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক।।
ঝালকাঠির নলছিটি উপজেলার দক্ষিণ কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ লোহার বেঞ্চ ও টিনসহ অন্য আসবাবপত্র বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে স্কুলটির প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন। এতে বলা হয়েছে, ‘স্কুলের প্রায় লক্ষাধিক টাকা মূল্যের লোহার বেঞ্চসহ মালামাল বিক্রির অভিযোগ পাওয়া গেছে। যা ফৌজদারি দণ্ডবিধির শাস্তিমূলক অপরাধ। বেআইনিভাবে সরকারি মালামাল বিক্রির দায়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তার সন্তোষজনক কারণ ১৫ জুলাইয়ের মধ্যে দাখিল করতে বলা হলো।’

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মোল্লারহাট ইউনিয়নের ওই বিদ্যালয়টির মালামাল গত সোমবার বিকেলে নলছিটি গার্লস স্কুল রোডের একটি ভাঙারির দোকানে বিক্রি করেন প্রধান শিক্ষক তারিকুল ইসলাম। স্কুলের জরাজীর্ণ ও পুরাতন মালামাল প্রকাশ্যে নিলামের কথা থাকলেও তা না করে তিনি ওই মালামাল বিক্রি করে দেন। কত টাকার মালামাল বিক্রি করা হয়েছে তা জানা যায়নি। তবে আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা হতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্কুলের প্রধান শিক্ষক মো. তারিকুল ইসলাম বলেন, ম্যানেজিং কমিটির রেজুলেশনের মাধ্যমে অনুমোদন নিয়ে ওই মালামাল বিক্রি করা হয়েছে। বিক্রির টাকা স্কুলের উন্নয়নমূলক কাজের জন্য ব্যবহার করা হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, নিলাম কমিটিকে অবহিত না করে স্কুলের মালামাল বিক্রি করায় ইতোমধ্যে ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। ঘটনাটি তদন্তে একজন সহকারী শিক্ষা অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। ঘটনা সঠিক হলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

নলছিটিতে ইউপি সদস্যদের শপথ


আরিফুর রহমান, নলছিটি।।

প্রথম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঝালকাঠির নলছিটিতে দশ ইউনিয়নের ৯০ টি ওয়ার্ডের ১২০ জনের মধ্যে ১১৮ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা শপথ গ্রহণ করেছেন। একজন মৃত্যুবরন ও একজন অসুস্থ থাকায় শপথ গ্রহণ করতে পারেনি।

মঙ্গলবার (১৩ জুলাই) বেলায় সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার। প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন বাংলাদেশে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।

এসময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ কবির খান, সহকারী কমিশনার ভূমি মো. সাখাওয়াত হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম,জেলা পরিষদ সদস্য খোন্দকার মুজিবুর রহমান, পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী সহ উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শুরুতে আমির হোসেন আমু এমপির মাতার মৃত্যুবার্ষিকী ও রানা পাশা ইউনিয়নের ইউপি সদস্যের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রস্তাব পাস

রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বানে জাতিসংঘের মানবাধিকার পরিষদে একটি প্রস্তাব পাস করা হয়েছে। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৪৭তম অধিবেশনে রোহিঙ্গা সংক্রান্ত এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

জেনেভায় অবস্থিত বাংলাদেশ স্থায়ী মিশন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এই প্রস্তাবের মাধ্যমে অবর্ণনীয় নির্যাতনের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে বাংলাদেশে আশ্রিত জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত পুনর্বাসনের মাধ্যমে চলমান রোহিঙ্গা সংকট সমাধান করা যাবে।

কলাপাড়ায় খাল দখলকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

পটুয়াখালীর কলাপাড়ায় খাল দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ঘষে ১৫ জন আহত হয়েছেন।

সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এরা হলো মো. ইব্রাহিম, জাকারিয়া, আবুল হোসেন, জাহাঙ্গীর বয়াতী, নূর-হোসেন, নূর হোসাইন, রিপন, নুর ইসলাম ও যুবায়ের।

 

এনিয়ে দিনভর কাটাখালী গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করে। কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান জানান, দু’পক্ষই খালটি তাদের লিজ আছে বলে দাবি করছে। এ ঘটনায় কোন পক্ষই অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।