মডার্না টিকার কার্যক্রমের উদ্বোধন করলেন বিসিসি মেয়র সাদিক আব্দুল্লাহ

বরিশাল প্রতিনিধি :
আজ ১৩ জুলাই, মঙ্গলবার সকাল ১০ টায় নগরির বিএম স্কুল সংলগ্ন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে যুক্তরাষ্ট্রের মডার্না টিকার কার্যক্রমের উদ্বোধন করেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

সারাদেশের মতো আজ মঙ্গলবার থেকে বরিশাল নগরিতে যুক্তরাষ্ট্রের মডার্না টিকা দেওয়া শুরু হয়েছে।

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ টিকা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের বলেন,
সরবরাহে সল্পতার কারণে বরিশাল সিটি কর্পোরেশন ৬টি টিকা কেন্দ্র থেকে মডার্নার টিকাদান কার্যক্রম পরিচালনা করবে।
টিকা সরবরাহ বৃদ্ধি পেলে নগরবাসীর ভ্যাকসিন গ্রহনের সুবিধার্থে নগরের ৩০টি ওয়ার্ডেই টিকার বুথ স্থাপন করে টিকা কার্যক্রম পরিচালনা করা হবে।

নগরিতে বর্তমানে ৬টি টিকাকেন্দ্র থেকে সেবা গ্রহণ করতে পারবেন নগরবাসী সেগুলো হলো, নগরির আমানতগঞ্জ এলাকার হলিং বেরি রেড ক্রিসেন্ট, বিএম স্কুল সংলগ্ন মা ও শিশু কল্যাণ কেন্দ্র, কাউনিয়ার নগর মাতৃসদন কেন্দ্র, সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ, বিবির পুকুর সংলগ্ন অ্যানেক্স ভবন এবং নগরির ১২নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়।

টিকার রেজিস্ট্রেশন যে কেন্দ্রেই হোক নগরবাসীকে নিকটস্থ যেকোনো কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে টিকা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন বিসিসি মেয়র।

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বিভাগীয় পরিচালক (সাস্থ্য) ডাঃ বাসুদেব কুমার দাস, বিসিসি প্যানেল মেয়র গাজি নইমুল হোসেন লিটু সহ প্রমুখ।

আশ্রয়ণ প্রকল্পের ঠিকাদারের টাকা পরিশোধ না করায় আমতলীর ইউএনওর বিরুদ্ধে অভিযোগ

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণকারী ঠিকাদারকে টাকা পরিশোধ না করায় আমতলীর ইউএনও আসাদুজ্জামানের বিরুদ্ধে বরগুনার জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেয়া হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নাঈম এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোঃ ফয়সাল হোসেন নয়ন সোমবার এ অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, তালতলী উপজেলায় হতদরিদ্রদের জন্য ‘ক’ শ্রেণীর ১১০টি এবং ‘খ’ শ্রেণির জন্য ৫০ টিসহ মোট ১৬০টি ঘর বরাদ্ধ দেয় সরকার। ওই ঘর নির্মাণের জন্য তৎকালিন তালতলীর ইউএনও মোঃ আসাদুজ্জামান (বর্তমানে আমতলীতে কর্মরত) ভোলার নাঈম এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী মোঃ ফয়সাল হোসেন নয়নের সাথে চুক্তি করে। ইউএনও ঠিকাদারকে তালতলীর ‘ক’ শ্রেণির ৮৩টি এবং “খ” শ্রেনীর ৪৯ টি এবং আমতলীর “ক” শ্রেনীর ৯ টি ঘরের কাজ দেন। চুক্তিমত ঠিকাদায় নয়ন ঘরের কাজ সম্পন্ন করেন বলে দাবী করেন। তালতলীর দুই শ্রেনীর ১৩২ টি ঘরের নির্মাণ ব্যয় ২ কোটি ৪ লক্ষ ৫ হাজার টাকা এবং আমতলীর ৯টি ঘরের নির্মাণ ব্যয় ১৭ লক্ষ ১০ হাজার টাকা। দুই উপজেলার ১৪১ টি ঘরের নির্মাণ ব্যয় ২ কোটি ২১ লক্ষ ১৫ হাজার টাকা। ওই সমুদয় নির্মাণ ব্যয়ের বিপরীতে ইউএনও মোঃ আসাদুজ্জামান বিভিন্ন সময়ে ঠিকাদার মোঃ ফয়সাল হোসেন নয়নকে ২ কোটি ৫ লক্ষ ৭ হাজার টাকা পরিশোধ করেছেন। অবশিষ্ট ১৬ লক্ষ ৮ হাজার টাকা পরিশোধ করেননি। ঠিকাদার নয়ন গত তিন মাস ধরে এ টাকার জন্য ইউএনওকে তাগাদা দিলেও তিনি টাকা দিতে অস্বীকার করেন। এ ঘটনায় ঠিকাদার ফয়সাল হোসেন নয়ন ইউএনও মোঃ আসাদুজ্জামানের বিরুদ্ধে সোমবার বরগুনার জেলা প্রশাসক বরাবওে লিখিত অভিযোগ দেন।
ঠিকাদার ফয়সাল হোসেন নয়ন বলেন, ইউএনও আসাদুজ্জামানের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণের ঘর নির্মাণ বাবদ পাওনা ১৬ লক্ষ ৮ হাজার টাকা পরিশোধ করেনি। বর্তমানে তিনি টাকা পরিশোধ করতে অস্বীকার করছেন। তিনি আরো বলেন, ইউএনও ওই ১৪১ ঘরের মধ্যে ঘর প্রতি ১০ হাজার টাকা করে ১১৯ ঘর বাবদ আমার কাছ থেকে মোট ১১ লক্ষ ৯০ হাজার টাকা ঘুষ নিয়েছেন।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ঘুষ নেয়ার কথা অস্বীকার করে বলেন, ঠিকাদার মোঃ ফয়সাল হোসেন নয়নকে সমুদয় টাকা পরিশোধ করে দিয়েছি বলেই তিনি ফোন কেটে দেন।
বরগুনার জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, আমতলীর ইউএনওকে ঠিকাদার ফয়সাল হোসেন নয়নের সাথে ঝামেলা মিটানোর জন্য মৌখিকভাবে নির্দেশ দিয়েছি।

আমতলীতে ২৬ জন করোনায় আক্রান্ত ১১ জন হাসপাতালে ভর্তি

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
নমুনা পরীক্ষায় আমতলী উপজেলায় ২৬ ব্যাক্তি প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। অপর আক্রান্তরা বাড়ীর আইশোলেসনে চিকিৎসাধীন রয়েছেন।
জানাগেছে, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সোম ও মঙ্গলবার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৯ জন ব্যাক্তি নমুনা দেয়। ওই ৫৯ জনের নমুনা পরীক্ষায় ২৬ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সোমবার ১৫ এবং মঙ্গলবার ১১ জন। আক্রান্তদের মধ্যে ১১ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। অপর আক্রান্ত ১৫ জন বাড়ীর আইসোলেশনে থেকে মুঠোফোনে যথাযথ চিকিৎসা দিচ্ছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কেএম তানজিরুল ইসলাম।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কেএম তানজিরুল ইসলাম বলেন, আক্রান্ত রোগীদের বাড়ীর আইসোলেশনে রেখেই মুঠোফোনে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল মোনায়েম সাদ বলেন, ৫৬ জনের নমুনা পরীক্ষায় ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১১ জন হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি হয়েছেন।

আমতলীতে জমির দখল নিয়ে সংঘর্ষে আহত ৬

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
জমির দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত নারীসহ ৫ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বরগুনার আমতলী উপজেলার রায়বালা গ্রামে মঙ্গলবার সকালে।
জানাগেছে, উপজেলার রায়বালা গ্রামের জয়নাল হাওলাদার একই গ্রামের হানিফ গাজীর কাছ থেকে ৩৩ শতাংশ জমি ক্রয় করেন। ওই জমি সংলগ্ন মোস্তফা গাজীর ২০ শতাংশ জমি জয়নাল হাওলাদার জোর করে চাষাবাদ করেন এমন দাবী মোস্তফা গাজীর। ওই জমি চাষাবাদে মোস্তফা গাজী বাঁধা দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরেন। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়। গুরুতর আহত মোস্তফা গাজী, হানিফ গাজী, আনোয়ার গাজী, মাজেদা বেগম ও সোনিয়াকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত রিয়াজ হাওলাদারকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।
আহত মোস্তফা গাজী বলেন, জয়নাল হাওলাদার আমার জমি জোরপূর্বক দখলে চাষাবাদ শুরু করেন। এতে আমি বাঁধা দিলে আমাকে, আমার মেয়ে ও ভাইসহ চারজনকে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
জয়নাল হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার জমি দখল ও মারধরের কথা অস্বীকার করে বলেন, আমার বাবার কেনা জমি আমি চাষাবাদ করতে গেলে মোস্তফা গাজী ও তার লোকজন আমার মাকে এবং আমাকে মারধর করেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ হিমাদ্রী রায় বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমতলীতে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলায় প্রাণঘাতী করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। চারজনের মধ্যে দুই জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, একজন বরগুনা জেনারেল হাসপাতালে ও একজন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে । মঙ্গলবার স্বজনরা তাদের দাফন ও সৎকার সম্পন্ন করেছেন।
জানাগেছে, উপজেলার হলদিয়া গ্রামের মজনু মোল্লা করোনার উপসর্গ নিয়ে সোমবার দুপুরে এবং কড়াইতলা গ্রামের সুগন্ধা রানী আক্রান্ত হয়ে একইদিন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি হয়। ওইদিন সন্ধ্যায় মজনু মোল্লা (৬৫) এবং রাতে সন্ধ্যা রানী (৪৫) মারা যান। নাচনাপাড়া গ্রামের লুৎফা বেগম শনিবার করোনায় আক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালের ভর্তি হয়। ওই হাসপাতালে সোমবার রাতে তার মৃত্যু হয়। আমতলী পৌর শহরের স্বর্নকার পট্টির রানু কর্মকার করোনা উপসর্গ নিয়ে রবিবার রাতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ওই হাসপাতালে সোমবার সন্ধ্যায় তিনি মারা যান। করোনায় আক্রান্ত চারজনকে স্বজনরা দাফন ও সৎকার সম্পন্ন করা হয়েছে।
সুগন্ধা রানীর স্বামী শরৎ গোমস্তা বলেন, আমার স্ত্রীর সৎকার সম্পন্ন করেছি।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ বলেন, করোনা ইউনিটি একজন বৃদ্ধ পুরুষ এবং এক নারী মারা গেছেন।

বরিশালে আনসার ভিডিপি’র মাস্ক বিতরন

শামীম আহমেদ ॥

বরিশাল নগরীর ১০ টি পয়েন্টে আনসার ও ভিডিপি কতৃক বিনামূল্যে মাষ্ক বিতরন করা হয়েছে। করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে শতভাগ মাস্ক ব্যবহারে নিশ্চিত করতে আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বরিশাল জেলা আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ আমমার হোসেন বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে মাক্স বিতরন করেন।

এছাড়াও নগরীর রুপাতলী, নতুল্লাবাদ, লঞ্চঘাটসহ নগরীর গুরুত্বপূর্ণ ১০ টি পয়েন্ট তারা মাক্স বিতরন করেছেন। এসময় জেলা কমান্ড্যান্ট আমমান হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে রূপান্তিত করতে এই মাক্স বিতরণ করার প্রস্ততি নেয়া হয়েছে। এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে এই মাক্স বিতরণ করা হয়।

তিনি আরো বলেন, মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য সরকারী সব ধরনের পরামর্শ মেনে চলতে হবে। বিনা কারনে ঘরে বাহিরে কেউ বের হবে না। নিজেও মাক্স পড়ুন এবং অপরকেও মাক্স পড়ান। মাস্ক বিতরণকালে আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা আনসার ও ভিডিপি কর্মকাতাবৃন্দরা।

 

বরিশালে ৬টি কেন্দ্রে মডার্নার টিকা প্রদান শুরু

শামীম আহমেদ ॥

বরিশালে ৬টি কেন্দ্রে মডার্নার টিকা প্রদান কার্যক্রম শুরু। এছাড়াও ঈদের পর ৩০টি ওয়ার্ডে টিকা প্রদানের প্রস্তুতি অস্টাজেনেকার প্রথম ডোজ নেওয়া ব্যক্তিরাও মডার্না টিকার দ্বিতীয় ডোজ নিতে পারবেন। নগরীর কালীবাড়ি রোডের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে এই টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।

এসময় মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মো. তৈয়বুর রহমান এবং সিটি করপোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিকভাবে টিকা প্রদান শুর হওয়ার আগেই ওই কেন্দ্র সহ নগরীর ৬টি টিকাদান কেন্দ্রে লাইনে দাড়ায় বিপুল সংখ্যক মানুষ।

তারা নিজে এবং অপরকে সুরক্ষিত করতে টিকা নেওয়ার কথা জানান। মডার্না টিকার প্রথম ডোজ নেয়া জনসাধারণ যথাসময়ে দ্বিতীয় ডোজের টিকা নিশ্চিত করার দাবী জানিয়েছেন। যারা আজ মডার্নার টিকা নিয়েছেন তারা কোন পার্শপ্রতিক্রিয়ায় আক্রান্ত হননি বলে জানিয়েছেন।

উদ্বোধনের পর সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, আপাতত নগরীর ৬টি কেন্দ্রে মডার্না টিকাদান শুরু হয়েছে। পর্যাপ্ত ভায়েল পেলে ঈদের পর নগরীর ৩০টি ওয়ার্ডে একযোগে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। এই লক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।

এদিকে, অস্টাজেনেকা (কোভিড শিল্ড) টিকার প্রথম ডোজ নেওয়ার পর যারা দ্বিতীয় ডোজ নিতে পারেননি তারাও মডার্নার টিকা দ্বিতীয় ডোজ হিসেবে গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. তৈয়বুর রহমান।

আমানগতগঞ্জ হোলিং বেরী রেড ক্রিসেন্ট হাসপাতাল, নগরীর কালীবাড়ি রোডের মা ও শিশু কল্যাণ কেন্দ্র, কাউনিয়া নগর মাতৃসদন কেন্দ্র, নগরীর কালীজিরা বেসরকারী সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ হাসপাতাল, নগরীর সদর রোডের বিসিসি’র এনক্স ভবন এবং নগরীর ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, প্রথম দফায় আসা মডার্নার ভায়েল দিয়ে ১৩ হাজার ২০০ মানুষ টিকা নিতে পারবে। এর আগে আসা চীনের সিনোফার্মার টিকা দিতে পারবে ৭০ হাজার ৮০০ মানুষ। কোভিড শিল্ডের (অস্টাজেনেকা) প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজ নিতে পারেননি ২২ হাজার ১১৩ জন মানুষ।

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়িতে পৌছে দেয়া হবে বিশেষ পরিবহন সেবায়

শামীম আহমেদ ॥

করোনা বিস্তার রোধে সরকার ঘোষিত লকডাউনে আটকে পরা বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)এর শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন সেবা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যারমাধ্যমে বরিশালে আটকে পরা শিক্ষার্থীরা নিজ নিজ জেলায় যেতে পারবে।

মঙ্গলবার (১৩ জুলাই) বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ম্যানেজার মোঃ মেহেদী হাসান সাক্ষরিত এক নোটিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। যেটি মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এর আগে সোমবার রাত সাড়ে ৯ টায় এ ব্যাপারে একটি জরুরী অনলাইন সভা করে সংশ্লিষ্টরা।

নোটিশে উল্লেখ করা হয়, করোনা বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে বরিশালে অবস্থানরত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন সেবা চালু করার সিদ্ধান্তনেয়া হয়েছে। আগামী ১৫ জুলাই থেকে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ৫ টি রুটে বাস ছেড়ে যাবে।যারমধ্যে প্রথম রুট হলো বরিশাল থেকে গৌরনদী হয়ে, গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষীরা। দ্বিতীয় রুট,বরিশাল থেকে পিরোজপুর হয়ে বাগেরহাট ও যশোর। তৃতীয় রুট,বরিশাল থেকে ফরিদপুর হয়ে মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, রাজবাড়ী। চতুর্থ রুট, বরিশাল থেকে মাওয়া ফেরিঘাট হয়ে ঢাকা (গুলিস্তান) এবং পঞ্চম রুট বরিশাল থেকে পটুয়াখালী হয়ে বরগুনা(আমতলী)পর্যন্ত।নোটিশে পরিবহন সেবা পেতে আগ্রহী শিক্ষার্থীদের ১৪ জুলাই দুপুর ১২ টার মধ্যে নিজ নিজ তথ্য প্রদান করার জন্য বলা হয়েছে। আর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গাড়ি ছাড়ার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে ১৪ জুলাই রাত ১০ টার মধ্যে জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.সুব্রত কুমার দাস বলেন, লকডাউনে অনেক শিক্ষার্থী বরিশালে আটকা পরেছিল।তাদেরকে কিভাবে বাড়ি পৌঁছে দেয়া যায় সে ব্যাপারে বেশ কয়েকদিন যাবৎ প্রশাসনের পক্ষ থেকে ভাবা হয়েছে। শেষমেশ বিশেষ পরিবহন সেবার ব্যবস্থা করা হলো। অনলাইনে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে বরিশালে অবস্থানরত যেকোনো বিভাগের শিক্ষার্থী এই সুবিধা গ্রহণ করতে পারবে।

এদিকে শিক্ষার্থীরা বলছে,চলমান লকডাউনের শুরু থেকে অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের এমন বাস সার্ভিস দিয়ে বাড়ি পৌঁছে দিয়েছে।আমরা এ ব্যাপারে বারবার প্রশাসনকে জানিয়েছি, তবে দেরিতে হলেও প্রশাসনের উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছে। যদিও যে কয়েকটা জেলাতে বাস যাবে তা পর্যাপ্ত নয় বলে দাবি তাদের।

বরিশাল নগরী ও জেলায় শনাক্তের সংখ্যা দ্বিগুন

শামীম আহমেদ ॥

২৪ ঘন্টার ব্যবধানে বরিশাল জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুনের বেশি শনাক্ত হয়েছে। যেখানে রোববার শনাক্তের সংখ্যা ছিলো ২২৬ জন, সেখানে সোমবার দিবাগত রাতে প্রাপ্ত ফলাফল অনুযায়ী আক্রান্ত শনাক্ত হয়ে ৪৯২ জন। যা এ যাবৎকালের সর্বোচ্চ একদিনে শনাক্তের রেকর্ড বরিশাল জেলায়। আর এ নিয়ে বরিশাল জেলায় শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত হয়েছে ১০ হাজার ১০৪ জন।

এছাড়া একই সময়ে বরিশাল নগরের নথুল্লাবাদ ও কাউনিয়া এলাকায় মৃত ২ জন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। যা নিয়ে জেলায় মৃত্যু সংখ্যা ১৪০। আজ মঙ্গলবার (১৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন।

তিনি জানান, বরিশালে করোনা শনাক্তের হার দিন দিন বেড়েই চলছে। তবে সোমবার রাতে যে আক্রান্তে সংখ্যা আমাদের হাতে এসেছে তা খুবই উদ্বেগজনক। রোববার যে আক্রান্ত সংখ্যা ছিলো, তার থেকে দ্বিগুন শনাক্ত হয়েছে সোমবার।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মিডিয়া সেল সূত্রে জানাগেছে,নতুন ৪৯২ জনের মধ্যে সবথেকে বেশি ৩৩৮ জন শনাক্ত হয়েছে বরিশাল সিটি করপোরেশন এলাকায়। এরআগের দিন রোববার শনাক্ত হয়েছিলো ৮৩ জন, তবে শুক্রবার সর্বোচ্চ ১৬৫ জন শনাক্ত হয়েছিলো।যদিও সোমবারের ফলাফল বরিশাল নগরে এ যাবৎকালের সর্বোচ্চ একদিনে শনাক্তের রেকর্ড। আর গড় হিসেবে বরিশাল জেলার মধ্য গেলো ২৪ ঘন্টায় শুধু নগরেই ৬৮.৬৯ শতাংশ শনাক্ত হয়েছে। এছাড়া সবথেকে কম ২ জন করে শনাক্ত হয়েছে বানারিপাড়া উপজেলায়।

এছাড়া বরিশাল সদর উপজেলায় ৪ জন,বাকেরগঞ্জে ১৫,মেহেন্দিগঞ্জে ১৪,হিজলায় ২৩,মুলাদিতে ২২,বাবুগঞ্জে ১৬,গৌরনদীতে ২৩,আগৈলঝাড়ায় ১৫ এবং উজিরপুরে ২০ করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।আর মোট শনাক্তের মধ্যে ১৮ জন সরকারি স্বাস্থ্যকর্মী রয়েছেন।

এছাড়া সোমবার হাসপাতাল থেকে ৪ জনসহ একদিনে ৪৯ জন করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থতা লাভ করেছে। ফলে এ পর্যন্ত বরিশাল জেলায় মোট ৬ হাজার ৯১৭ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। আর সর্বোশেষ শনাক্তদের মধ্যে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে বাকি ৪৮১ জন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য এ পর্যন্ত বরিশাল জেলায় ৩ হাজার ৬৮৩ জন বিদেশগামীদের নমুনা সংগ্রহ করা হয়েছে, যারমধ্যে ১৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

বরিশাল শেবাচিমে বেড সংকট ॥ একদিনে সর্বোচ্চ শনাক্ত ৮৭৯, মৃত্যু ১৫

শামীম আহমেদ ॥

বরিশাল বিভাগে প্রতিদিনই বেড়েই চলছে করোনায় আক্রান্তের রোগির সংখ্যা, ভাঙ্গছে একের পর এক পেছনের রেকর্ড।দ্বিতীয় ঢেউ শুরুর পর বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। আর এই সময়ে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ৮৭৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর আগের দিন ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৫৭৫ জন, তবে তার পূর্বের ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৭১০ জনের করোনা শনাক্ত হয়েছিলো। এদিকে সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩হাজার ৫৬৩ জন।

এছাড়া একই সময়ে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে এ যাবৎকালের সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গেলো ২৪ ঘন্টায় বিভাগের মধ্যে বরিশালে ২ জন ও ঝালকাঠিতে জনসহ মোট ২৪ জন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৫৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ২৩ হাজার ৫৬৩ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার ১২৮ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ৪৯২ জন নিয়ে মোট ১০ হাজার ১০৪ জন,পটুয়াখালী জেলায় নতুন ৮১ জন নিয়ে মোট ২৯৭৩ জন, ভোলা জেলায় নতুন ৩৩ জন সহ মোট ২৩২৬ জন,পিরোজপুর জেলায় নতুন ৯২ জন নিয়ে মোট ৩২৮৯ জন, বরগুনা জেলায় নতুন ৭৪ জন নিয়ে মোট আক্রান্ত ১৯৭৭ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১০৭ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৮৯৪ জন।

এদিকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে এগারজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২৩১ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৬২৪ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৬২৪ জনের মধ্যে ৩৪ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানাগেছে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২৭ জন ও করোনা ওয়ার্ডে ২৬ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৩১১ জন রোগী চিকিৎসাধীন। যাদের মধ্যে ৯৮ জনের করোনা পজিটিভ এবং ২১৩ জন আইসোলেশনে রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ২০০ জন করোনা পরীক্ষা করান। যারমধ্যে ৫৫ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

এদিকে দক্ষিনাঞ্চলের একমাত্র করোনা ডেটিকেটেড বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসাপাতালের করোনা ইউনিট এখন রোগীতে পরিপূর্ণ। ১০ বেড থেকে শুরু করে সময়ের সাথে সাথে ৩শ বেডে রুপান্তরীত করা হলেও এখন কোন সিটই খালি নেই।আর জনবলসহ নানান সংকটের কারনে আর সিট বাড়ানো সম্ভব না বলে জানিয়েছেন কতৃপক্ষ।

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: এইচ এম সাইফুল ইসলাম বলেন, চিকিৎসক, নার্স ও চতুর্থ শ্রেনীর কর্মচারী সংকটের মধ্যে ৩ শত বেডের ইউনিট চালানোই অসম্ভব, সেখানে সর্বোচ্চ মানসম্মত চিকিৎসাসেবা দেয়ার চেষ্টা চলছে প্রতিনিয়ত। আর সাপোর্ট না থাকায় এ মুহুর্তে শেবাচিমের করোনা ইউনিটে বেড বাড়ানো সম্ভব নয়। এখন সংকটাপন্ন রোগী ছাড়া আপেক্ষিক ভালো অবস্থার রোগীদের ভর্তি নেয়া সম্ভব হচ্ছে না।

এদিকে পরিস্থিতি সামাল দিতে বরিশাল জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডকে করোনা ওয়ার্ডে পরিণত করা হয়েছে। সোমবার (১২ জুলাই) থেকে ২২ বেডের করোনা ওয়ার্ডে রোগী ভর্তি করা শুরু হয়েছে বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল।