বরিশালে জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত ১০৬ জন গণমাধ্যম কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ

মোঃ শাহাজাদা হিরা:
দেশে সপ্তাহব্যাপী লকডাউন চলছে তারি ধারাবাহিকতায় আজ ১২ জুলাই সোমবার বিকালে জেলা প্রশাসন বরিশালের এর পক্ষ থেকে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত ১০৬ জন গণমাধ্যম কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ করা হয় এসময় জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর পক্ষ থেকে বিতরণ করেন সহকারী কমিশনার ও এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা। এসময় উপস্থিত ছিলেন সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব কাজী আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব মোঃ খলিলুর রহমান, নাজির সার্কিট হাউজ মোঃ নাসির সরদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এসময় করোনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিক দের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা সামগ্রী তুলে দেওয়া হয়।

বরিশালে পাণি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের পক্ষ থেকে দুস্থদের মাঝে ত্রান বিতরন

শামীম আহমেদ ॥

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম’র পক্ষে থেকে নগরীর ২৫নং ওয়ার্ডের রূপাতলী বাস টার্মিনালে কর্মহীন বাস শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।

আজ সোমবার (১২ জুলাই) বিকালে বরিশাল নগরীর ২৫নং ওয়ার্ডের রূপাতলী বাস টার্মিনালে কর্মহীন এক হাজার বাস শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে আট কেজি চাল, তিন কেজি আলু, দুই কেজি পিঁয়াজ, তিন কেজি ডাল ডাল ও একটি শাড়ী।সে-সময় উপস্থিত ছিলেন রূপাতলীস্থ বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহামুদ হাওলাদার, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, মহানগর যুবলীগের সদস্য মিজানুর রহমান মিল্টন, মহানগর যুবলীগের সদস্য রফিকুল ইসলাম মানিক, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য বাবু, মোস্তাফিজুর রহমান রানা সহ সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা।

 

বঙ্গবন্ধু পরিষদ বরিশাল মহানগর শাখার সম্পাদকের পিতার ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি ॥ বাকেরগঞ্জের সৈয়দ আফছার আলী ডিগ্রি কলেজের প্রভাষক ও বঙ্গবন্ধু পরিষদ বরিশাল মহানগর শাখার সম্পাদক মোঃ মনিরুল ইসলামের পিতা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ তৈয়ব আলী (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।বার্ধক্যের কারণে নানা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ থাকাবস্থায় গতকাল সোমবার ভোররাতে তিনি বাকেরগঞ্জের নেয়ামতি ইউনিয়নের কাফিলা গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ৪ পুত্র, ১ কন্যাসহ আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল বাদ আছর নিজ বাড়ীর সম্মুখে অনুষ্ঠিত জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে বঙ্গবন্ধু পরিষদ বরিশাল মহানগর শাখার সম্পাদক মোঃ মনিরুল ইসলামের পিতা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ তৈয়ব আলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড.সৈয়দ গোলাম মাসউদ বাবলু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বরিশালের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হাসান বাবলু, বঙ্গবন্ধু পরিষদ বরিশাল মহানগর শাখার সভাপতিসহ সকল সদস্যবৃন্দ। শোক বিবৃতিতে তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বরিশাল সিটি মেয়রের শোক প্রকাশ

বরিশাল জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক জনাব মোঃ কাইয়ুম খান কায়সার এর মা জনাব মোসাম্মত সালেহা বেগম আজ ভোরে খুলনা গাজী সার্জিকাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। তিনি মরহুমার বিদেহী আত্মার  মাগফিরাত  কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেছেন।

সরকারি বিধি-নিষেধ বাস্তবায়নে মোবাইল কোর্ট অভিযানে ১২ জনকে আটক ও জরিমানা আদায়

বরিশাল প্রতিনিধি:
দেশের করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বাঁড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা তাই সরকার করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী ১৪ দিনের সরকারি বিধি-নিষেধ (লক ডাউন) ঘোষণা করেন সরকার।

তারই ধারাবাহিকতায় আজ ১১ জুলাই সোমবার দিনব্যাপী জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে করোনা মহামারী কোভিড-১৯ এর দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে বরিশাল জেলা ও মহানগরীতে বিধি-নিষেধ বাস্তবায়নে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে। লকডাউন এর ১২ তম দিনে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নেতৃত্বে বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৩ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট অভিযানে ১২ ব্যক্তিকে আকট, ১৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দন্ডবিধি ২৬৯ ধারার পৃথক মামলায় ২৪ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। বরিশাল মহানগরীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ দস্তেগীর এর নেতৃত্বে নগরীর সদর রোড, চক বাজার রোডে অভিযান চালিয়ে স্বাস্থ্য বিধি অমান্য করে বিনা কারনে বাইরে ঘোরাঘুরি ও মাস্ক না পরার অপরাধে ৯ জনকে আটক করা হয়।

পাশাপাশি ৫ জন ব্যক্তিকে ১১,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। বরিশাল মহানগরীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতাউল রাব্বি এর নেতৃত্বে নগরীর জেল খানার মোড়, কাউনিয়াসহ অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্য বিধি অমান্য করায় ৩ জন ব্যক্তি কে ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পাশাপাশি নগরীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন আল হেলাল এর নেতৃত্বে নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্য বিধি অমান্য করায় ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান কে ১২,৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।

আমতলীতে ঘর তোলা নিয়ে সংঘর্ষ, ৫ জন আহত

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
ক্রয়কৃত জমিতে ঘর তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ঝরনা ও লাল মিয়া মাঝিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার ছোটনীলগঞ্জ গ্রামে সোমবার দুপুরে।
জানা গেছে, আমতলী সদর ইউনিয়নের ছোটনীলগঞ্জ গ্রামের শানু সিকদার একই গ্রামের রব মাঝির ১০ শতাংশ জমি দলিল মুলে ক্রয় করেন। সোমবার দুপুরে শানু সিকদার ওই জমিতে ঘর তুলতে গেলে বিক্রেতা রব মাঝির চাচাতো ভাই জব্বার মাঝি ও ফোরকান মাঝি, বাদশা মাঝি, কালা মাঝি, আমির মাঝি ও হাবুল মাঝি তাদের জমি দাবী করে ঘর তুলতে বাঁধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এ পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু’পক্ষের সংঘর্ষে শানু সিকদার (৪৫) তার স্ত্রী ঝরনা বেগম (৪০), শ্বশুর লাল মিয়া মাঝি (৭০), সেকান্দার মাঝি (৬০) ও আলমগীর মাঝি (৫৬) আহত হয়। গুরুতর আহত ঝরনা বেগম ও লাল মিয়া মাঝিকে স্বজনরা উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
শানু সিকদার বলেন, আমার ক্রয় করা ১০ শতাংশ জমিতে ঘর তুলতে গেলে জব্বার মাঝি এবং তার লোকজন আমাকে আমার স্ত্রী ও শ্বশুরকে মারধর করেছে। আমি এর বিচার চাই।
জব্বার মাঝি মারধরের কথা অস্বীকার করে বলেন, আমাদের পৈত্রিক জমি দখল করে শানু সিকদার জোরপূর্বক ঘর তুলতে গেলে তাকে নিষেধ করেছি মাত্র।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ফারজানা আক্তার দীনা বলেন, ঝরনা এবং লাল মিয়া মাঝির শরীরে এবং মাথায় জখমের চিহ্ন রয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, এ বিষয়ে অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালা বদ্ধ ঘরে আগুন। সবকিছু পুড়ে ছাই!

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বৃদ্ধ আইউব আলী হাওলাদারসহ পরিবারের তিন সদস্য জেল হাজতে। তালা বদ্ধ ঘরে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। স্বজনদের অভিযোগ ভিটে মাটি থেকে উচ্ছেদ এবং বাড়ী দখল করতেই প্রতিপক্ষ জয়নাল মাতুব্বর ও তার লোকজন আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে রোববার রাতে। খবর পেয়ে পুলিশ ওই রাতেই ঘটনাস্থল পরির্দশন করেছেন।
জানাগেছে, ১৯৮৯ সালে রেনু বেগম ১.৫০ একর খাস জমি স্থায়ী বন্দোবস্থ পায়। ওই জমিতে ঘর-বাড়ী নির্মাণ করে গত ৩০ বছর ধরে রেনু বেগম ও তার পরিবার বসবাস করে আসছে। গত ১৭ জুন জয়নাল মাতুব্বর তার জমি দাবী করে ওই জমিতে কাজ বন্ধের অভিযোগ এনে বরগুনা পারিবারিক আদালতে আইউব আলী হাওলাদার, তার স্ত্রী রেনু বেগম ও ছেলে বশির হাওলাদাকে আসামী করে মামলা দায়ের করেন। আদালতের বিচারক আরিফুর রহমান তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। গত ২ জুন রাতে ওই মামলায় পুলিশ বৃদ্ধ আইউব আলী হাওলাদার (৭০), তার স্ত্রী রেনু বেগম (৬৫) ও ছেলে বশির হাওলাদারকে (৩৫) গ্রেফতার করে। গত ১০ দিন ধরে তারা বরগুনা জেল হাজতে রয়েছেন। ওই সুযোগে জমি থেকে উচ্ছেদ ও বাড়ী দখলের জন্য জয়নাল মাতুব্বরের ছেলে নজরুল মাতুব্বর তার সহযোগী লালন ফকির ও আমিনুল ইসলাম রোববার রাত সাড়ে নয়টার দিকে তালা বদ্ধ ঘরে আগুন দেয় এমন দাবী স্বজনদের। স্থানীয় লোকজন দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনের লেলিহান শিখায় ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান স্বজন ফাতেমা বেগম। খবর পেয়ে ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শী শামীম মোল্লা, ইমরান মাতুব্বর ও জহিরুল ইসলাম বলেন, আগুনের লেলিহান শিখা দেখে ২০-২৫ জন যুবক মিলে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছি। তারা আরো বলেন, বিদ্যুৎ বিহীন তালা বদ্ধ ঘরে আগুন লাগার রহস্য আমরা বুঝি না।
প্রতিবেশী হালিমা বেগম বলেন, এই ঘরের তিনজন সদস্যকেই পুলিশ ধরে নিয়ে গেছে। গত ১০ দিন ধরে এই ঘর তালা বদ্ধ। তিনি আরো বলেন, রাত সাড়ে নয়টার দিকে আগুন জ¦লতে দেখে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে এনেছে।
স্বজন ফাতেমা বেগম ও কাজল রেখা অভিযোগ করে বলেন, প্রতিবেশী জয়নাল মাতুব্বর জমি ও বসত ভিটা নিয়ে একটি মিথ্যা মামলা করেছেন। ওই মামলায় গত ২ জুন আমার বৃদ্ধ ভগ্নিপতি, বোন ও বোনের ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে। তারা গত ১০ দিন ধরে জেল হাজতে রয়েছেন। এই সুযোগে ভিটে মাটি থেকে উচ্ছেদ এবং বাড়ী দখল করতে জয়নাল মাতুব্বর , তার ছেলে নজরুল মাতুব্বর, সহযোগী লালন ফকির ও আমিরুল ইসলাম পরিকল্পিতভাবে ঘরে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।
এ বিষয়ে জয়নাল মাতুব্বর ঘরে আগুন দেয়ার কথা অস্বীকার করে বলেন, আমাকে ফাঁসাতে তারাই ঘরে আগুন দিয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

ঈদে অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে ট্রেন

চলমান কঠোর লকডাউন আগামী ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত শিথিল করার সিন্ধান্ত নিয়েছে সরকার। এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে আগামী বৃহস্পতিবার থেকে রেল যোগাযোগ চালু থাকবে।

সোমবার রেল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে ১৫ জুলাই থেকে ট্রেন চলাচল করবে। তবে টিকিট কিনতে হবে অনলাইনে। কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না।

 

এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহণ। খোলা থাকবে শপিংমল ও দোকানপাট। তবে বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর সরকারি অফিসের কার্যক্রম ভার্চুয়ালি চলবে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রমোশনপ্রাপ্ত শিক্ষার্থীদের অঙ্গীকারনামা জমার সময়সীমা বৃদ্ধি

২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষের পরীক্ষার্থীদের শর্ত সাপেক্ষে ২য় বর্ষে প্রমোশনপ্রাপ্তদের অঙ্গীকারনামা কলেজ কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যয়নপত্র পূরণ করে জমা দেয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগামী ২৭ জুলাই পর্যন্ত ডাকযোগ/ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অঙ্গীকারনামা জমা দেওয়া যাবে।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।

বিস্তারিত জানতে ভিজিট করুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://www.nu.ac.bd/

বরিশাল জেনারেল হাসপাতালেও করোনা ওয়ার্ড চালু

বরিশাল শের-ই বাংলা মেডিকেলের (শেবাচিম) করোনা ওয়ার্ডে ৩শ’ শয্যার বিপরীতে সোমবার চিকিৎসাধীন ছিলো ৩০৭ জন রোগী। কিন্তু করোনা ওয়ার্ডে হাই ফ্লো ন্যাসল ক্যানোলা সুবিধা রয়েছে ৬৯ জন রোগী। ১০৩ জন রোগী পাচ্ছেন সেন্ট্রাল অক্সিজেন সেবা। মূমূর্ষ রোগীর জন্য আইসিইউ রয়েছে ২২টি। এ অবস্থায় শের-ই বাংলা মেডিকেলে করোনা রোগীর চাপ কমাতে বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে ২২ শয্যার করোনা ওয়ার্ড চালু করা হয়েছে। আজ দুপুর পর্যন্ত সেখানে একজন রোগী ভর্তি হয়েছেন।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম গতকাল দুপুরে জানান, যতক্ষন পর্যন্ত সামর্থ থাকবে রোগী ভর্তি নেয়া হবে। গত এক সপ্তাহ আগে ১০০ শয্যা বৃদ্ধি করা হয়। কিন্ত শয্যা বৃদ্ধি করে অতিরিক্ত রোগী ভর্তি নেয়া হলে অক্সিজেন সংকট দেখা দিতে পারে। তাই বরিশাল জেনারেল হাসপাতালে করোনা ইউনিট চালুর সিদ্ধান্ত হয়েছে। সেখানে দ্রুত সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের সুযোগ আছে।

জেনারেল হাসপাতালের আবসিক মেডিকেল অফিসার চিকিৎসক ডা. মলয় কৃঞ্চ বড়াল জানান, হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড ভবনটিকে ২২ শয্যার করোনা ইউনিট হিসাবে চালু করা হয়েছে। চালুর পর পরই সোমবার সেখানে ১ জন রোগী ভর্তি হয়েছেন। ডায়রিয়া ওয়ার্ডটি হাসপাতালের ৩ নম্বর ভবনে স্থানান্তর করা হয়েছে।

 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারি পরিচালক ডা. শ্যামল কৃঞ্চ মন্ডল বলেন, বিভাগের করোনা বিপদজ্জনক পর্যায়ে পৌঁছেছে। এর প্রভাব পড়ছে বরিশাল শেবাচিম হাসপাতালে। এমন পরিস্থিতিতে জেলার জেনারেল হাসপাতালে সোমবার থেকে নতুন করে করোনা ওয়ার্ড চালু করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী সেখানে সর্বোচ্চ ৫০ শয্যার ওয়ার্ড করা সম্ভব হবে বলে তিনি জানান।